-
রাত না দিন ফরেক্সে ট্রেড করার উপযুক্ত সময়? এটা আমারও প্রশ্ন। অনেকে দিনেও ট্রেড করে থাকে আবার রাতেও ট্রেড করে থাকে। আমার মতে ফরেক্স এ ট্রেড করার জন্য রাত কিংবা দিন যেকোন সময় ট্রেড করতে পারেন। কিন্তু ভিবিন্ন এনালাইস করে দেখে নিতে হবে যে আপনি যে সময় ট্রেড করবেন তখন বাই করবেন না সেল করবেন। তবে আপনি দিনের ২৪ ঘন্টার মধ্যে যখন তখন ফরেক্স এ ট্রেড করতে পারেন। শুধু মাত্র এনালাইস করে নিতে হবে। ধন্যবাদ।
-
ফরেয মার্কেটে আপনি যদি ট্রেড ভাল করে জানেনে তবে আমি মনে করি রাত আর দিন আপিনার জন্য সমান হবে। তবে আমার যা মনে করি তা হচ্ছে আপনি যদি রাতে ফর্ক্স মার্কেটে ট্রেড করেন তবে ভাল হবে কারন ফরেক্স মার্কেটে ট্রেড এর উপযোগী সময় হচ্ছে বাংলাদেশের সময় অনুযায়ী রাতে।
-
আমার মতে দিনে না রাতে যে সময় উপযুক্ত মনে হবে সে সময়কেই বেছে নেওয়া উচিত। আর মার্কেট মুভমেন্ট এবং সেশন দেখে ট্রেড করা উচিত । বাজার ভালমত এনালাইসিস করে যে সময় উপযুক্ত বলে মনে হয় সেটাই উপযুক্ত ববলে ধরা উচিত।
-
রাত দিন বলে কোন কথা নেই ফরেকস মার্কেটের বিভিন্ন সেশন আছে নিউয়ক সেশন টোকিয়ে সেশন নিউয়র্ক সেশনে মার্কেট উঠা নামা করে বেশি এ সময় লাভ হয় বেশি আর টোকিয়ো সেশনে লাভ কম হয় ঠিক কিন্তু রিকস কম থাকে
-
রাত বা দিন এটি ফরেক্স ট্রেডিংয়ের জন্য কোন গুরুত্বপূর্ন বিষয় না সেই সময়টিই ফরেক্স ট্রেডিংয়ের জন্য পারফেক্ট যখন মার্কেট মুভমেন্ট অনেক বেমি থাকে আর এটি যে কোন সময়েই হতে পারে।যখন কোন একটি কারেন্সির অনেক বেশি চাহিদা বেড়ে যায় সেই সময়টিই ট্রেড করে ভাল প্রফিট লাভের মুখ্য সময় বলে আমি মনে করি।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করা চব্বিশ ঘন্টা তবে আপনাকে বের করতে হবে কোন সময়ে ট্রেড করলে আপনার কাছে ভাল লাগে কেই মার্কেটে বেশি মুভ করলে সে সময় ট্রেড করতে পছন্দ করে আবার কেই কম মুভ সময়ে ট্রেড করতে পছন্দ করে। মার্কেটে ট্রেড করার ুউপযুক্ত সময় হল দিনে দুইটা থেকে রাত আট টা পর্যন্ত সময়ে।
-
ফরেক্স মার্কেট এ চারটি সেশন আছে। সেশন ভিত্তিক মার্কেট কম বা বেশি উঠানামা করে। সবচেয়ে লন্ডন সেশনে মার্কেট বেশি মুভ করে। আমাদের বাংলাদেশে সবচেয়ে দুপরের পর থেকে রাত ১০টা পর্যন্ত মার্কেট বেশি মুভ করে। আমি বেশির ভাগ সময় দুপরের পরে মার্কেট এ বসি ট্রেড করার জন্য।
-
এক একটা কারেন্সি পেয়ারের জন্য এক একটা সময় উপোযোগি। তবে আমাদের দেশের বেশির ভাগ ট্রেডার Euro/USD তে ট্রেড করে থাকে Euro/USD কারেন্সি পেয়ারে ট্রেডের জন্য ভালো সময় বাংলাদেশ টাইমের বেলা ১২টা থেকে বিকাল রাত ৯-১০ টা পর্যন্ত। কারন এই সময় ইউরোপ, ইংল্যান্ড ও আমেরিকা ট্রেড করে থাকে। এবং এই সময়ে Euro/USD তে মুভমেন্ট বেশি হয়ে থাকে।
-
ফরেক্সে রাতের ট্রেডে বেশি লাভ না কি দিনের ট্রেডে বেশি লাভ এমন কিছুই অলিক বিষয় নাই । এখানএ সবি নিরভর করে মারকেট মুভমেন্টের উপর । তাই ভাল ট্রেডার হতে হলে মারকেটের শুরু থেকে ষেশ পরযন্ত মারকেটের খবর রাখতে হবে ।
-
ব্যক্তিগতভাবে আমি বলবো প্রত্যেক ট্রেডারের স্ট্র্যাটেজি আলাদা আলাদা। মার্কেট সবসময়ই গতিশীল থাকে। যারা রাতের ঘুম নষ্ট করতে চান না তাদের জন্য অবশ্যই দিনে ট্রেড করাই বেটার। আমার রাত জাগারভ্যাস আছে দেখে রাতে এবং দিনে উভয় ক্ষেত্রেই ট্রেড করি। আসলে রাত দিন দেখে নয়, মার্কেট বুঝে ট্রেড করা উচিৎ।
-
ফরেক্স মার্কেট এ সাধারনত চারটা সেশন আছে। নিউইয়র্ক সেশন, টোকিও সেশন, সিডনি সেশন, লন্ডন সেশন। এখন আপনি কোন সেশন এ ট্রেড করবেন তা আপনার উপর নির্ভর করবে। আমি সাধারনত দুপুর ১২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সেশন টাতে থাকি।
-
যারা রাতের ঘুম নষ্ট করতে চান না তাদের জন্য অবশ্যই দিনে ট্রেড করাই বেটার। আমার রাত জাগারভ্যাস আছে দেখে রাতে এবং দিনে উভয় ক্ষেত্রেই ট্রেড করি। আসলে রাত দিন দেখে নয়, মার্কেট বুঝে ট্রেড করা উচিত। আমি লন্ডন সেশনে ট্রেড করে ভাল ফল পেয়েছি। নিউইয়র্ক সেশন সে তুলনায় আমার কাছে একটু ভিন্ন মনে হয়েছে। ট্রেডের যে স্বাভাবিক ব্যাপার সেটা আমি নিউইয়র্ক সেশনের তুলনায় লন্ডন সেশনে পেয়েছি। এটা আমার সম্পূর্ণ নিজের অভিজ্ঞতা থেকে বললাম।
-
ফরেক্স এ আমি একজন নতুন ট্রেডআর আমার মতে দিনের বেলায় ফরেক্স মার্কেটে ছোট ছোট মুভ নেয় এই সময় নতুন ট্রেডআরদের ট্রেড করার উপযুক্ত সময়। তবে ফরেক্স মার্কেটের মুভিং বুজতে পারলে যে কোন সময়ই ট্রেড করা যেতে পারে। ফরেক্স এ যারা সফল ট্রেডআর তারা মূলত সন্ধ্যার পরে ট্রেড করে থাকে। ফরেক্স মার্কেট সন্ধ্যার পর বড় বড় মুভ নেয় ওই সময়য়ে ট্রেড করলে বড় ধরনের প্রফিট করা যায়।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য নির্দিষ্ট কোন টাইম টেবিল নাই । সারা দিনই আপনি ইচ্ছে করলে ট্রেড করতে পারবেন । ফরেক্স মার্কেটে সাধারনত বৈদেশিক মুদ্রার কেনা বেচা হয় বলে সাধারনত আমেরিকা ইউরোপ দেশগুলো যখন অফিসে ব্যস্ত থাকে সেই টাইমেই ট্রেড করা ভাল । সাধারনত বিকেল থেকে রাত ১১ টা পযর্ন্ত ট্রেডিং এর উপযোক্ত সময় বলে আমি মনে করি ।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য লন্ডন সেশনই ভাল।কারণ এ সময় অন্যান্য সেশনও খোলা থাকে বলে মার্কেট খুব ভোলাটাইল থাকে।আর মার্কেট সাইড ওয়েতে যাওয়ার তেমন কোন সম্বাবনা থাকে।তাই দুপুর ১২ থেকে রাত ১০ টা পর্যন্ত ট্রেড বসাতে পারেন।
-
ফরেক্স ট্রেডিংয়ের জন্য আমি মনে করি রাত এবং দিন দুটোই উপযোগী আর এটি বলার কারন হল কেউই জনে না যে কখন মার্কেট মুভ করবে কখনও রাতে মার্কেট বড় ধরনের মুভ করে থাকে আবার কখনও এটি দিনের বেলায় মুভ করে থাকে। তাই এটি না ভেবে ট্রেডিং জ্ঞানের আলোকে ট্রেড করলে সেটিই আমি মনে করি আপনাকে ভাল প্রফিট লাভ করতে সহায়তা করবে।
-
আমার মনে হয় প্রত্যেক ট্রেডারের স্ট্র্যাটেজি আলাদা আলাদা। মার্কেট সবসময়ই গতিশীল থাকে। যারা রাতের ঘুম নষ্ট করতে চান না তাদের জন্য অবশ্যই দিনে ট্রেড করাই বেটার। আমার রাত জাগারভ্যাস আছে দেখে রাতে এবং দিনে উভয় ক্ষেত্রেই ট্রেড করি। আসলে রাত দিন দেখে নয়, মার্কেট বুঝে ট্রেড করা উচিৎ।
-
ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমরা সাধারণত রাতেই ট্রেড কোরতে পারি। কারন আমরা যদি রাতে ট্রেড করি তাহলে আমরা ভালো ট্রেড কোরতে পাড়ব। ফরেক্স মার্কেট এ আপনি যদি ভালো ট্রেড কোরতে পারেন তাহলে আপনি ফরেক্স মার্কেট এ সফল হতে পারবেন। তাই আমার মতে ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য রাতকেই প্রাধান্য দিব এবং ট্রেড করবো।
-
আমার মতে ফরেক্স ট্রেড কি রাতে করা ভালো না দিনে করা ভালো এগুলো নিয়ে চিন্তা ভাবনা করা অভান্তকর।তাই দিন রাত বিশ্লেষণ না করে ভালো ভাবে মার্কেট এনালাইসিস করে যদি ট্রেড করেন তাহলে আপনি ফরেক্স ব্যবসা থেকে ভালো টাকা আয় করতে পারবেন।
-
ফরেক্স এ কোন রাত বা দিন দেখে মার্কেট উঠা্নামা করে না। আর এটা কেউ নিদিষ্ট করে বলতে পারবে না। কারন ফরেক্স যে কোন সময়ে উঠতে পারে আবার নামতে পারে। তবে কিছু কিছু সময়তে আমরা বুঝতে পারি কখন মার্কেট উঠানামা করে সে সময় হল বিকাল,সন্ধায় অনেকটা উঠানামা করে ধারনা করা যায়। ঠিক তখনই আমাদের ট্টেড করলে কিছুটা লাভ হতে পারে।
-
ফরেক্সে ট্রেড করার জন্য রাত বা দিন লাগে না । মার্কেট এনালাইসিস করে যখন বোঝা যাবে যে এখন ট্রেড করলে বা পরে ট্রেড করলে লাভ হতে পারে , তখন ট্রেড করা যায় । ফরেক্সে জেনে বুঝে ট্রেড করতে পারলে দিলে যেমন লাভ করা যায় তেমনি লাতে ট্রেড করেও লাভ করা যায় । যার কাছে যখন সুবিধা বলে মনে হবে সে তখন ট্রেড করতে পারবে । এর জন্য রাত বা দিনের অপেক্ষায় থাকতে হবে না । ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিন ,২৪ ঘন্টায় খোলা থাকে । তাই যেকোন সময় ফরেক্স মার্কেটে ট্রেড করা যায় এবং এর থেকে লাভ করা যায় ।
-
ফরেক্স মার্কেট এর সবচেয়ে বড় সুবিধা হলো এখানে মার্কেট ২৪ ঘন্টা খোলা থাকে। ফরেক্স এ ডেইলী ট্রেডার সহ ইন্ট্রেডে ট্রেডার আছে। যারা ডেইলী চার্ট দেখে ট্রেড করে তারা সকাল বেলা একবার মার্কেট দেখে ট্রেড করলে আর মার্কেট দিনে না দেখলেও চলে। আর ইন্ট্রেডে ট্রেডার রা তাদের ট্রেডিং স্টাইল অনুযাইয়ী যে কোন সময় ট্রেড করতে পারে।
-
ফরেক্স ব্যবসা টি খুবি লাভজনক ব্যবসা , ফরেক্স এ সবসময় ট্রেড করতে হয় মার্কেট এর স্ট্র্যাটেজি দেখে , নিউজ দেখে সেটা রাতেও হতে পারে এবং দিনেও হতে পারে । ফরেক্স মার্কেট সবসময় গতিশীল সুতরাং আমি মনে করি নিউজ দেখে মার্কেট ভুজে দিনেই ট্রেড করা ভাল ।
-
ফরেক্স ব্যবসা যে কোন সময়ে করা যায় । মাঝে মাঝে ফরেক্স ব্যবসায় দিনে প্রফিট হয় আবার রাতে ও হয় । ফরেক্স মার্কেটে ট্রেড করা নির্ভর করে ফরেক্স নিউজ এর উপরে । তাই যখন নিউজ থাকে সেই সময় আমরা ট্রেড করে থাকি । তাই আমি বলতে পারি যে ফরেক্স ব্যবসা ফরেক্স ট্রেডারদের জন্য রাতে ও দিনে সব সময় উপযোগী । আমি ফরেক্স ব্যবসাকে খুব ভালবাসি ।
-
এটা নির্ভর করে সম্পূর্ন আপনার ট্রেডিং স্টাইল এর উপর। আপনি কিভাবে ট্রেড করবেন। আপনি যদি লং টার্ম ট্রেড করেন তাহলে আপ্নাকে ডেইলী চার্ট এ একবার মার্কেট দেখলেই হবে। আর আপনি যদি স্কাল্পিং করেন তাহলে ইন্ট্রেডে ট্রেড লাইক করতে পারেন।
-
এভাবে ঠিক করে বলা যায় না যে রাত নাকি দিন ফরেক্স এর জন্য বেশি উপযোগি । আমি মনে করি যে ফরেক্স এর জন্য রাতদিন উভয়েই সমানভাবে উপযোগি । কেননা আমরা এ ব্যাপারে অবহিত আছি যে ফরেক্স মার্কেট হল এমন একটা মার্কেট যেখানে গতির কোন মতি নেই । অর্থ্যাৎ মার্কেটে ঠিক কোন সময় কোন দিকে যাবে তার কোন পূর্ব তথ্য এখানে দেওয়া যায় না । তবে বিশ্লেষণ করলে ভালো বলা যায় ।
-
ফরেক্স মার্কেটে সপ্তহিে তিন দিন মার্কেট খুবি ভাল অবস্থানে থাকে। সোম, মঙ্গল আর বৃহস্পতি বার মার্কেটের গতি ঠিক থাকে বিন্তু বাকি দুদিন একটু অন্য রকম হোয়ে যায়। তবে সব থেকে গুরুত্ব পূর্ন কথা হোল ট্রেড সবসময় সন্ধা ৬ টার পরে কররে অনেক লাভ হয়। এ সময় মার্কেটরে গতি বিধি একটি নিয়মের মধ্য দিয়ে বিচরন করে।
-
আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য দিনের শেষ ভাগ এবং রাতের শুরুর ভাগ কে বেশি প্রাধান্য দিয়ে থাকি।এই সময় ট্রেড করলে আসাকরে আমরা সবাই ভাল আয় করতে পারবো।আমি শুধু আপনাদের সাথে আমার অভিজ্ঞতাটা শেয়ার করলাম।বাকিটা আপনারা সবাই চিন্তা করেই ট্রেড করবেন।এতে সবার জন্য ভালো হবে।আমি এই সময় কে বেসি প্রাধান্য দেই কারন আমি এই সময় ফরেক্স মার্কেট এ ট্রেড করে সফল হয়েছি এবং আয় করতে সক্ষম হয়েছি।
-
ফরেক্স হচ্ছে একটা আন্তর্জাতিক বিজনেস মার্কেট , এখানে মুদ্রা ক্রয় বিক্রয়ের মাধ্যমে ব্যবসা করা হয় । ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিন ২৪ ঘন্টা খোলা থাকে । যেকোন সময় মার্কেট এনালাইসিস করে মার্কেট ভাল মনে হলে সেই সময় ট্রেড করা যাবে । ফরেক্সে কাজ করে যেকেউ তার আর্থিক অবস্থার উন্নতি করতে পারে । ফরেক্সে সবার কাজ করার সুযোগ আছে । সবাই ফরেক্সে কাজ করে টাকা আয় করতে পারে যদি ইচ্ছা থাকে ।
-
ফরেক্স মার্কেট সপ্তাহের ৫ দিন ২৪ ঘন্টায় খোলা থাকে তাই দিন রাত ভেবে ট্রেড করার কিছু নেই ফরেক্স বুঝলে যেকোন সময় ট্রেড করা যায় তবে দুপুরের পর থেকে মার্কেটের মুভমেন্ট ভাল থাকে । ফরেক্স মার্কেটে ভালভাবে ব্যবসা করতে হলে অনেক সময় ধরে মার্কেট পর্যবেক্ষন করতে হয় পর্যবেক্ষন করার পর ট্রেড করলে সুফল পাওয়া যাবে ।
-
আমার মতে রাতে ফরেক্স ট্রেডের জন্য সময়টা আপনি বেছে নিতে পারেন । কারণ রাতে আপনার বাইরের কাজের চাপ তেমন থাকে না , মাথায় চাপ কম থাকায় ভাল সিদ্ধান্ত নেওয়া যায় । এছাড়াও রাতে ফরেক্স মাকের্টে ট্রেড করলে মাকের্ট অন্য সময় এর তুলনায় মুভমেন্ট কম থাকে যার কারনে অনেক ভাল হয় , ট্রেডারদের জন্য ।
-
আমি বলবো প্রত্যেক ট্রেডারের স্ট্র্যাটেজি আলাদা আলাদা। মার্কেট সবসময়ই গতিশীল থাকে। যারা রাতের ঘুম নষ্ট করতে চান না তাদের জন্য অবশ্যই দিনে ট্রেড করাই বেটার। আমার রাত জাগারভ্যাস আছে দেখে রাতে এবং দিনে উভয় ক্ষেত্রেই ট্রেড করি। আসলে রাত দিন দেখে নয়, মার্কেট বুঝে ট্রেড করা উচিৎ।
-
ফরেক্স মার্কেট দিন রাত ২৪ ঘন্টা খোলা থাকে। আপনি আপনার সুবিধা মত যে কোন সময়ে ফরেক্স ট্রেড করতে পারেন। এখানে দিন রাত বলতে কোন কথা নেই। আপনি আপনার এ্যানালাইসিস মত আপনার সুবধামত সময়ে যখন আপনার কাছে উপযুক্ত মনে হয় সেই সময়ই ট্রেড করবেন। যারা স্কাইপিলিং করেন তাদের জন্য মুলত রাতই উপযুক্ত সময়। কারন রাত ১১ টার পরে মার্কেট মুভমেন্ট কম থাকে। যদি নিউজ না থাকে।
-
আসলে যারা অভিজ্ঞ ট্রেডার তারা দিন বা রাত বেছে নিয়ে ট্রেড করে না।কারন ফরেক্স একটি আন্তর্জাতিক গতিশীল মুদ্রাবাজার।এই বাজারের মুভমেন্ট প্রতি মিনিট এমনকি সেকেন্ডেও পরিবর্তন হয়।এজন্য আমি মনে করি দিন রাত কিছুই নয় মার্কেট বুঝে ট্রেডিং করলেই ভালো হয়। তবে ব্যক্তিবিশেষ কেউ রাতে কেউ দিনে ট্রেড করতে আনন্দবোধ করতে পারে।
-
ফরেক্সে ট্রেড একেক জন একেক স্ট্রেটেজিতে করে।তবে আমার মতে ফরেক্সে ট্রেড করার জন্য নির্দিষ্ট কন সময় সীমা নাই।আমি যদি মার্কেট সম্পর্কে ভাল ট্রেডার হতে পারেন তাহলে আপনি অবশ্যই ট্রেড করে ভাল লাভ করতে পারবেন।আপনি ট্রেড করা আগে মার্কেট এনালাইসিস করুন এবং দেখুন ভাল করে মার্কেটের অবস্থা তারপর ট্রেড করুন দেখবেন লাভ হবেই।
-
আমার মতে ফরেক্স ট্রেড রাতের শেষ দিকে করা উচিৎ কারন অভিজ্ঞ ট্রেডাররা ওই সময়ে নিউ অর্ডার প্লেস করেন। দিনেও করা যায়। শেষ রাতের দিকে করাটা ভাল মনে করি আমি।
-
ফরেক্স ব্যবসা যে কোন সময়ে করা যায় । মাঝে মাঝে ফরেক্স ব্যবসায় দিনে প্রফিট হয় আবার রাতে ও হয় । ফরেক্স মার্কেটে ট্রেড করা নির্ভর করে ফরেক্স নিউজ এর উপরে । তাই যখন নিউজ থাকে সেই সময় আমরা ট্রেড করে থাকি । তাই আমি বলতে পারি যে ফরেক্স ব্যবসা ফরেক্স ট্রেডারদের জন্য রাতে ও দিনে সব সময় উপযোগী । আমি ফরেক্স ব্যবসাকে খুব ভালবাসি ।
-
ফরেক্স মার্কেট সবসময়ই ট্টেড করা যায়। যার যার সুবিধা মত করে এই ফরেক্স মার্কেট এ ট্টেড করে থাকে। কেউ রাতে বা কেউ দিনে এই ফরেক্স মার্কেট ট্টেড করে থাকে। আমি ফরেক্স মার্কেট এ বেশীর ভাগ রাতে ট্টেড করে থাকি। কারন এই ফরেক্স মার্কেট রাতে ট্টেড করলে আমার মতে অনেকটা সুবিধা হয়। মার্কেট এর ভাব বুঝে রাতে নিরিবিলি সময়তে আমি ট্টেড করি।
-
আমার মতে প্রত্যেক ট্রেডারের স্ট্র্যাটেজি আলাদা আলাদা। মার্কেট সবসময়ই গতিশীল থাকে। যারা রাতের ঘুম নষ্ট করতে চান না তাদের জন্য অবশ্যই দিনে ট্রেড করাই বেটার। আমার রাত জাগারভ্যাস আছে দেখে রাতে এবং দিনে উভয় ক্ষেত্রেই ট্রেড করি। আসলে রাত দিন দেখে নয়, মার্কেট বুঝে ট্রেড করা উচিৎ।
-
আমার দৃষ্টিকোণ হতে আমি কখনো রাতদিন এভাবে বিবেচনা করি না । কেননা আমি মনে করি যে ফরেক্স মার্কেটে ট্রেডিং করে টিকে থাকতে হলে আমাদের অনেক বেশি পরিমাণে নিজেদেরকে বিশ্লেষণী ক্ষমতা বৃদ্ধি করতে হবে । ফরেক্সে অনেক বেশি পরিমাণে মার্কেট প্রবাহ থাকে । আর মার্কেট প্রবাহ কখনো উধ্ব আবার কখনো বা নিম্ন এভাবেই প্রভাবিত হয়ে থাকে । সে ক্ষেত্রে বিশ্লেষণপূর্বক বের করতে হবে আসল বিষয়টি ।