পোস্ট করলে আপনার পোস্ট বিভিন্ন কারণে বাতিল হতে পারে । যেমন এমন কোনো তথ্য পোস্ট করবেন না যা অসত্য, মানহানিকর অথবা আইনের পরিপন্থী। তাছাড়া আরা অনেক কারণ রয়েছে । বিস্তারিত জানতে ফোরামের নীতিমালা পড়ে দেখুন । ঐখানে সব লেখা আছে ।
Printable View
পোস্ট করলে আপনার পোস্ট বিভিন্ন কারণে বাতিল হতে পারে । যেমন এমন কোনো তথ্য পোস্ট করবেন না যা অসত্য, মানহানিকর অথবা আইনের পরিপন্থী। তাছাড়া আরা অনেক কারণ রয়েছে । বিস্তারিত জানতে ফোরামের নীতিমালা পড়ে দেখুন । ঐখানে সব লেখা আছে ।
পোস্ট কপি পেস্ট করে করা হলে বা ছোট হলে বা অপ্রাসংগিক হলে পোস্ট ফোরাম কতৃক বাতিল করে দিতে পারে। তাই চেষ্টা করুন ২/৩ লাইন লেখার এবং লেখাটা যেন প্রাসংগিক হয়। আমার পোস্ট এখনো বাতিল হয় নাই। হয়েছে কি না হয়ত বুজতে পারছিনা না ।
ফোরামে পোস্ট বাতিল করার অনেক কারন রয়েছে।। ফোরামে পোস্ট করার কিছু নিয়ম কানুন রয়েচে এগুলা লংঘন করলে শুধু পোস্ট না আপনার একাউন্ট ও বাতিল হতে পারে।। কারন গুলী হল
একই ব্যক্তির একাধিক একাউন্ট থাকলে।।
অন্য কারো পোস্ট নকল করলে।। ২৫ টির বেশি পোস্ট করলে।।।
আপনি যদি অনেক ছোট পোস্ট করেন তাহলে আপনার পোস্ট বাতিল করা হবে। এছাড়া আপনার ফোরাম পোস্টিং এর নিয়মাবলিতে সবকিছু দেওয়া আছে। আপনার পোস্ট করার আগে অবশ্যই সেই নিয়মাবলিগুলো পরে নেওয়া উচিৎ। তাহলে আশা করি আপনার পোস্ট আর বাতিল হবে না।
সুদু ফরেক্স মার্কেট এ নয় সব জাইগাই কিছু না কিছু নিয়ম থাকে জা আমাদের অবশ্যই মানতে হয় না হয় আমাদের কিছু লসস হয় । তেমনি ফরেক্স মার্কেট সসেই রুকুম আপনি যদি এই কাহ্নে নিয়ম কানুন না মেনে কাজ করেন তাহলে আপনি আপনার পোস্ট থেকে বিরত থাকতে হবে । এবং আপনাকে হয় তো কিছু দিন ফোরাম থেকে বাইরে থাকতে হতে পারে। ধন্যবাদ।
পোস্ট যদি মানসম্মত না হয়। এবং পোস্ট ছোট এবং আজেবাজে হলে তা বাতিল করা হয়
পোস্ট বাতিল করার জন্য অনেক কারন থাকতে পারে। প্রথমত যেটা কোন আপ্রাসংগিক পোস্ট করলে আপনার পোস্ট আগেই বাতি হয়ে যাবে। তারপর আপনার বানান দিকে লক্ষ্য রেখে শব্দ লিখতে হবে। বাক্যগুলো অরথপুরন হতে হবে। তা না হলে আপনার পোস্ট বাতিল হইতে পারে। আপনি পোস্ট করার সময় এসব বিষয় লক্ষ্য রেখে পোস্ট দেয়ার চেস্টা করুন।
আমরা জানি ফোরাম এ কিছু নিয়ম কানুন আছে যা ফোরাম এর প্রতিটা সদস্যকে ই মানতে হয়। আর কেউ যদি সেই নিয়ম ভেঙে অন্য কিছু লিখে তখন পোষ্ট ডিলেট করে দেয়া হয়। তাছাড় পোষ্ট যদি টপিক রিলেটেড না হয় তার জন্যে ও লেখা ডিলেট করা হয়।
ব্রোকার একটা স্পেড কটে নেয়।আপনি ট্রেড অপেন করার সাখে সাখে ৩ পিপস স্পেড ব্রোকার কেটে নেয়।এভাবে আপনি যতবার ট্রেড অপেন করবেন ব্রোকার ততবার স্পেড কেটে নেয়।তাছাড়া অন্যভাবে ব্রোকারের কোন লাভ হয় নাকি তাহা আমার জানা
সব জিনিসেরই কিছু নিয়ম কানুন আছে। এই ফরেক্স ফোরাম পোষ্টিংএর কিছু নিয়ম কানুন আছে ফোরাম রুলস আছে তা মেনে সবার পোষ্টিং করা উচিত। যেমন অন্যের পোষ্ট কপি না করা, প্রশ্নকারী যে প্রশ্ন করলো তার উত্তর ঠিক ভাবে হলোনা। কমপক্ষে দুই লাইনের মধ্যে উত্তর হতে হবে। আরো অনেক নিয়ম কানুন আছে তা মেনে না চললে আপনার পোষ্ট বাতিল হয়ে যাবে।
এই লস এর কারন হল ব্রোকার। ব্রোকারকি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। কম সময়ে কথা থেকেদেশের অর্থনীতির খোজ খবর নেওয়া যায়।আর এগুলো ভালো ইফেক্টও ফেলে থাকে।তাই নিয়মিত ভালো নিউজ পাওয়ার জন্য ফরেক্স নিউজ সাইট যেমন, ফরেক্সফ্যাক্টরি,ইনভেস্টিং ইত্যাদি আর কিছু ভালো সাইটে নিয়মিত ভিজিট করতে হবে।তবে আমি ফরেক্সফ্যাক্টরির অ্যাপস ইন্সটল করে রেখেছি যা থেকে নিয়মিত নিউজগুলো পায়। নিউজ পাব ? যা আমরা দেখে খুব সহজেই ট্রেড করে ভাল আয় করতে পারব ফরেক্সে ।ফরেক্সে খুব ভাল ইমপ্যাক্ট ফেলে এর নিউজ আমাদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে তার জন্য আপনার লাভ এর কিছু অংশ ব্রোকার পেয়ে থাকে। তবে আমরা ট্রেড করলে ব্রোকার লাভবান হয় কি না তা আমার জানা নেই। কারো জানা থাকলে জানাবেন আশা করি।
কমিশন নেয় । আপনি যত বেশি ট্কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। রেড ওপেন করবেন ব্রোকার প্রতিটি ট্রেড এ কিছু কমিশন নিবে । এই জন্য ফরেক্স ট্রেডিং এ আমরা উভয়ই লাভ করতে পারি ।
আমি ফরেক্সে নতুন তাই আমি নিজেও জানি না যে কেন পোষ্ট বাতিল করা হয় । তবে আমার মনে হয় পোষ্ট ভাল না হলে বা পোষ্টের লাইন বেশি হয় না , শর্ট হয়ে যায় এই সব কারনে হয়তো ফোরামের পোষ্ট বাতিল করে দেওয়া হয় । যা হোক আমি আমার মত করে করতে থাকি দেখা যাক পোষ্টিং বোনাস শেষ পর্যন্ত পাই কিনা , পেলে তো ট্রেড করে কিছু টাকা আয় করতে পারবো ।
ফরেক্স এ আর ও পোস্ট বাতিল হওয়ার কিছু কারন আছে যেমন ফরেক্স ফোরাম এর মধ্যে নিয়ম কানুন রয়েছে যদি একজন ট্রেডার সেই নিয়ম না মেনে কাজ করে সেই পোস্ট অবশ্যই বাতিল হতে পারে।কারন প্রত্যেক টা কাজের ক্ষেত্রে নিয়ম কানুন আছে সেই নিয়ম মানতে হবেই। সব মানুষ তো নিয়ম এর মধ্যে কেউ নিয়ম এর চেয়ে বেশি করতে পারেনা।
আসলে ফোরামে কাজ করলে ফোরম এ পোস্ট লিখার কিছু নিয়ম আছে, যা মেনে আপনাকে পোস্ট লিখতে হবে। তাই বলছি পোস্ট লিখার আগে নিয়মগুলো ভালোভাবে জেনেনিন। মেনুবারে ফোরাম রুল এ ক্লিক করে নিয়মগুলো জানুন এবং নিয়ম মেনে পোস্ট লিখুন, দেখবেন বাতিল হবে না।
আমরা জানি ফোরাম এ কিছু নিয়ম কানুন আছে যা ফোরাম এর প্রতিটা সদস্যকে ই মানতে হয়। আর কেউ যদি সেই নিয়ম ভেঙে অন্য কিছু লিখে তখন পোষ্ট ডিলেট করে দেয়া হয়। তাছাড় পোষ্ট যদি টপিক রিলেটেড না হয় তার জন্যে ও লেখা ডিলেট করা হয়।
আপনি কপি পেষ্ট করলে পোষ্ট বাতিল করা হবে । এছাড়াও আপনি যদি একই পোষ্ট বারে বারে করেন তাহলে খুব সহজেই পোষ্ট বাতিল করে দেওয়া হবে । পোষ্ট বাতিল করার ক্ষেত্রে আপনরি মূল্যায়ন অনেক গুরুত্বপূর্ন ভুমিকা রাখে । তবে এক্ষেত্রে আপনার উচিত হবে নিজের মতো করে পোষ্ট করা ।
ফোরামে নিয়মিত কাজ করে টিকে থাকতে হলে আপনাকে ফোরামের কিছু নির্দিষ্ট নিয়মাবলী মেনে চলতে হবে।আপনি এই নিয়মাবলী ফোরামেই পেয়ে থাকবেন এবং সেখান থেকেই বুঝথে পারবেন।তবে আমি যতদূর জানি আপনি যদি অন্য কারো পোস্ট কপি করেন বা আপনার পোস্ট যদি প্রশ্ন সম্বলিত না হয় তবে ফোরাম কর্তৃপক্ষ আপনার পোস্ট বাতিল করে দিতে পারে।যাই হোক আশা করি আপনি ফোরামের নিয়মাবলী পড়বেন এবং সেখান থেকেই ভুল সুধরানোর চেষ্টা করবেন।
পোস্ট বাতিল হওয়ার অন্যতম কারণ হতে পারে ফরেক্স এর ফোরাম কর্তৃপক্ষের জারিকৃত নিয়মগুলো অনুসরন না করা । কেননা ফোরামের প্রতি আমরা অনেক বেশি পরিমাণে নির্ভরশীল ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন ও বোনাস পাওয়ার জন্য । কিন্ত অত্যন্ত দুঃখজনক বিষয় হল আমরা যদি ফোরামের নিয়ম কানুনের প্রতি শ্রদ্ধাশীল না হয় তবে তারা আমাদের ব্যানও করে দিতে পারেন ।
ফরেক্স বাংলা ফোরাম হলো বাংলাদেশের ফরেক্স কমিউনিটি ফোরাম। এখানে ফরেক্স নিয়ে আলোচনা করা হয়। যেহেতু এটি একটি কমিউনিটি তাই এর নির্দিষ্ট কিছু রুলস এবং রেগুলেশন আছে যেগুলো প্রতিটা সদস্যকেই মেইনটেইন করে চলতে হবে। আপনি যদি ফোরামের নিয়ম না মেনে পোস্ট করেন তবে সেই পোস্ট তো রিমুভ হবেই।
পোস্ট কি জন্য বাতিল হয় সে ব্যাপারে আমার স্পষ্ট কোন ধারনা নেই। তবে আমার মনে হয় ঠিকমত উত্তর না হলে অথবা একাধিক ছোট পোস্ট হলে পোস্ট বাতিল করে।
মানুষ সামাজিক জীব। সমাজে বসবাস করতে হলে যেমন একটা নিয়মের মধ্যে থাকতে হয়। ঠিক তেমনি যে কোন কাজ করতে গেলে তারও একটা নিয়ম থাকে। আপনি যদি ফুটবল খেলতে মাঠে নামেন। আর যদি আপনি ফুটবলের নিয়ম না জানেন তাহলে কি হবে হয়ত আপনি ১০ মিনিটের মধ্যেই লাল কাড খেয়ে মাঠ থেকে উঠে যাবেন অথবা নিজেই কিনা নিজের গোলপোষ্টে বল ডুকিয়ে দেন। কারন- আপনি তো জানেন না কোন পোষ্টে বল ডুকালে আপনার গোল হবে। এই নিয়ম টা না জানার কারেন আপনি নিজেই গোল খেয়ে বসলেন। ঠিক তেমনি আপনি যদি ফোরামের নিয়ম না মেনে পোষ্ট দেন তাহলে তো আপনার পোস্ট বাতিল করে দিবে। তাই কষ্ট করে পোষ্ট দেয়ার আগে নিয়মটা যেনে নেয়াই ভাল। তা না হলে আপনার এক মাসের সব শ্রম বৃথা যাবে।
আমি মনে করি ফোরামের নির্দিষ্ট কিছু নিয়ম আছে যা না মানলে তারা আপনার পোস্ট বাতিল করে দিবে।তাছাড়া আপনি যদি কোন সদস্যকে গালাগালি করেন বা নিয়ম ভেঙ্গে কোন কিছু প্রচার করেন বা প্রয়োজন থেকে কম লিখেন তবে আপনার পোস্টটা কতৃপক্ষ বাতিল করতে পারে।
ফরেক্স ফোরামে আমরা যা পোষ্ট করে থাকি তা অনেক সময় বাতিল করা হয় কারন ফরেক্স ফোরামের নিয়ম অনুসারে যে পরিমান লেখার কথা সেই পরিমান না লিখলে বা ফরেক্স ফোরামে আজেবাজে লেখলে,তাই আমাদে ফরেক্স ফোরামে কম করে হলে ভাল করে শিক্ষনিয় বিষয় লিখা যা অন্য ট্রেডারেত উপকারে আসে।
ফরেক্সে পোস্ট বাতিল হওয়ার কথা আমি আজ শুনলাম ।আমি যতদূর জানি পোস্ট কখন বাতিল হয় না। আপনি বলসেন যে, আপনি নতুন তাই আপনাকে বলছি পোস্ট করার সময় পোস্ট এর নিয়ম মেনে পোস্ট করেন তাহলে আপনার পোস্ট বাতিল হবে না। পোস্ট করার সময় খেয়াল রাখাবেন জেন পোস্ট ২লাইন এর বেশি হয় এবং তা হবে ফরেক্স নিয়ে।
আমিও ফরেক্স মার্কেটে নতুন , তাই সব কিছু সম্পর্কে আমার স্বচ্ছ ধারণা না থাকায় পরিষ্কার করে বলতে পারবনা । তবে আমি মনে করি ফোরামের নির্দিষ্ট কিছু নিয়ম আছে যা না মানলে তারা আপনার পোস্ট বাতিল করে দিবে...।তাছাড়া আপনি যদি কোন সদস্যকে গালাগালি করেন বা নিয়ম ভেঙ্গে কোন কিছু প্রচার করেন বা প্রয়োজন থেকে কম লিখেন তবে আপনার পোস্টটা কতৃপক্ষ বাতিল করতে পারে। ধন্যবাদ।
পোস্ট কেন বাতিল হয় সেটা সম্পর্কে আমার সঠিক জানা নেই তবে আমাদের কে সব নিয়ম ঠিক রেখে কাজ করলে পোস্ট বাতিল হবেনা। আপনারর কাছে যেটা জানতে চাি সেটা সম্পর্কে জানারে পোস্ট বাতিল হবেনা। তাই আমাদের কে সব কিছু ঠিক রেখে কাজ করতে হবে।
হ্যা আমি ফোরাম পোস্টের বোনাস দিয়ে ট্রেড করে অনেক প্রফিত করেছিলাম তবে প্রফিত বেশি দিন ধরে রাখতে পারিনি আবার খারাপ ট্রেড করে সব ডলার লস করি। তবে আমি এবার অনেক ভালো করে প্রস্তুতি নিয়েছি ফরেক্স করার জন্য। আমি এবার ফোরাম থেকে যে বোনাস পাবো তাদিয়ে অনেক ভালো ভাবে ট্রেড করার প্রস্তুতি নিয়েছি।
ফোরামের পোষ্ট বিষয়ের সাথে মিল না থাকলে বাতিল হতে পারে। এছাড়াও এই ফোরামে পোষ্ট করার কিছু নিয়ম আছে, যার প্রতিফলন না ঘটলে পোষ্ট বাতিল হতে পারে। আমি যতগুলো পোষ্ট করেছি তার একটিও বাতিল হয়নি। তার মানে আমার পোষ্টগুলো নিয়মের মধ্যেই থাকে বলে আমার বিষ্বাস।
আপনার যদি ভেরিফাই করার ডকুমেন্ট না থাকে তাহলে আপনি আপনার পরিবারের অন্য কারোও নামে ইন্সটাফরেক্সে একটি একাউন্ট করেন যার ভেরিফিকেশন এর জন্য সব ডকুমেন্ট আছে । হয়ে গেল আপনার সমস্যার সমাধান । ফরেক্স মার্কেটে আপনি ভেরিফাই ছাড়া ট্রেড করতে পারবেন কিন্তু টাকা উঠাতে পারবেন না । টাকা উঠানোর জন্য আপনার একাউন্টটি ২য় লেভেল পর্যন্ত ভেরিফাইড হতে হবে ।
সুহৃদ, ইন্সটাফরেক্সের ফোরাম বোনাস অফার মূলত নতুন ট্রেডারদের লাইভ ট্রেডিংয়ে অভিজ্ঞ করার জন্য। অধিকাংশ ট্রেডার ইন্সটার সাথে প্রতারনা করার জন্য অ্যাকাউন্ট খুলে থাকে। কিন্তু ইন্সটার সিষ্টেম স্বয়ংক্রিয়ভাবে এসব ব্যাক্তিদের সনাক্ত করতে পারে। যারা তাদের ট্রেডিং অ্যাকাউন্টে কখনো এক সেন্টও বিনিয়োগ না করে শুধুমাত্র তাদের বোনাস ফান্ড দিয়ে ট্রেড করে। তারা এই প্রতারণার কৌশল ব্যবহার করে মুনাফা করে তাই ইন্সটাফরেক্সের নিয়ম অনুযায়ী এই ধরনের বোনাস শুধুমাত্র বাতিল করা হয়।
ফরেক্স-বাংলা ফোরামের নিয়ম-কানুনগুলো ভাল করে দেখুন তাহলে পোষ্ট বাতিল হবার সম্ভাবনা কম থাকবে,
সাধারন নিয়মাবলী
পোস্টিং বোনাসের নিয়মাবলী
আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
ফোরাম পোষ্টিং এর অনেক পোস্ট বাতিল হয় । এর অনেক কারন আছে । ফোরাম পোষ্টিং এর অনেক গুরো নিয়ম কানুন আছে । যেমন : পোষ্টিং অবশ্যই প্রাসংঙ্গিক হতে হবে ,অহেতুক কোন আলাপ করা যাবে না ,স্বাধারনত দুই লাইন হতে হবে ,বাজে কথা থাকা যাবেনা ,কোন ভাবেই অন্য কারো পোস্ট কপি করা যাবে না ইত্যাদি ।
ফোরাম পোস্ট করার অনেক নিয়মাবলি রয়েছে। সে গুলো আপনাকে পড়তে হবে। তা না হলে আপনি বুঝতে পারবেন না যে এখানে কিভাবে পোস্টিং করতে হবে। এখানে কোন কিছু অপ্রাসঙ্গিক লেখা যাবে না। আপনি যদি রুলস এর বাইরে কোন পোস্ট করেন তাহ্অলে আপনার পোস্ট অব্যোশিই বাতিল বলে গন্য হবে।
পোষ্ট বাতিল এর কারন টা আমার ঠিক জানা নেই। তবে মনে হয় ভুল লেখা আর খুভ ছোট পোষ্ট এর জন্য বাটিল করা হয়। তবে যারা আভজ্ঞ আছেন তারা যদি সঠিক কারন টা জেনে থাকেন তাহলে জানাবেন সবার উপকার হবে খুব।
বাংলা ফরেক্স আপনি যদি কপি পেস্ট করেন তবে আপনাকে বাতিল করে দিতে পারে | আমার মনে হয় এভাবে কপি পেস্ট না করে ভাল করে কমেন্ট করে ফরেক্স মাকেট করা থিক হবে তবে আপনার পরিশ্রমের দাম পাবেন |ফরেক্স মাকেটে পরিশ্রম করলে ফরেক্স মাকেট থেকে আয় করা সম্ভব |
ফোরাম পোষ্ট সাইটে পোষ্ট বাতিল করার বেশ কিছু কারন রয়েছে। আপনি যদি কারো পোষ্ট কপি করেন তবে আপনার পোষ্ট বাতিল করা হবে এবং আপনার লেখার বানান যদি ভুল হয় তাহলে আপনার পোষ্ট বাতিল করা হবে। আর আপনার পোষ্টটি কম করে দুই লাইনের হতে হবে।
বোনাস বাতিল করার কারন
আপনি যদি এক লেখা বাব বার লেখান তবে আপনার পোস্ট বাতিল হতে পারে | ফরেক্স বাংলা ফোরামে আপনি যদি বা্র বার কপি পেস্ট করেন তবে আপনার পোস্ট বাতিল হতে পারে | তাই আমি আশা করি ফরেক্স মাকেট করব সথিক ভাবে |
বাংলা ফোরাম সাইটের পোস্টের কিছু নিয়ম নিতি আছে।নিয়ম গুলো হল
১।আপনা পোস্টটি ২ লাইনের হতে হবে
২।কপি পেস্ট করা যাবে না
৩।আপনি যদি একই পোস্ট বার বাএ দেন তাহলে ব্যান খেতে পারেন
৪।কাউকে কটুক্তি করা যাবে না
৫।কোন ওয়েব সাইট থেকে পোস্ট চুরি করে থ্রেড করলে ব্যান খেতে পারেন
আমাদের অনেকে লেখার মান অর্থাৎ পোস্ট এর মান না ঠিক থাকার কারনে আমাদের অনেকের পোস্ট বাতিল করা হয়। যে গুলো বাতিল করা হয় সেগুলো আমরা কোন বোনাস পাই না। সব পোস্ট এর বোনাস পেতে হলে আমাদের মান সম্পন্ন পোস্ট করতে হবে।
পোষ্ট বাতিল হওয়ার কারন ফোরামে পোষ্ট করার যে নিয়ম কানুন আছে যদি তা নামেনে আপনি পোষ্ট করেন তবে এ্যাডমিন আপনার পোষ্ট মূছে ফেলার ক্ষমতা রাখে। আবার যে বিষয়ে পোষ্ট করেছেন তা যদি অন্য কোন পোষ্ট এর সাথে উপযুক্ত হয় সে ক্ষেত্রে এ্যাডমিন আপনার পোষ্ট স্থানান্তর করতে পারে। তাই আমাদের উচিত পোষ্ট করার আগে ফোরমের রুল গুলো ভালভাবে পড়ে পোষ্ট করা যাতে পোষ্ট মুছে না যায়।