আসলে এখানে ব্যবসা করতে হয় টাকা দিয়ে । যে টাকা আমরা ইনভেস্ট করি তার যথার্থ ব্যবহারের উপরই প্রফিট নির্ভর করবে । কেননা আমি মনে করি যে আমরা যদি ভাল লাভবান হতে চায় তবে অবশ্যই আমাদেরকে ভাল পরিমাণে ইনভেস্ট করতে হবে । আর ৫০ ডলার দিয়ে আপনি ট্রেড করলেও সেটা খুব বেশি দীর্ঘস্থায়ী হবে বলে মনে হয় না যদি না অাপনি আপনার ট্রেড দক্ষতাকে যথার্থ কাজে লাগাতে পারেন ।