-
আমি মানি ম্যানেজমেন্ট ছাড়া ট্রেড করি না এবং কাউকে মানি ম্যনেজমেন্ট ট্রেড করেত সাজেষ্ট করি না । ট্রেড কারর পূবে র্মাকেট এনালাইসিস করে সুন্দর ভাবে মানি ম্যনেজমেন্ট করে ট্রেড করি শানি ম্যনেজমেন্ট ছাড়া কখন ট্রেড করা উচিত নয় এরফলে অপনার একাউন্ট টি অতিরিক্ত রিক্সে থাকবে অথবা একাউন্টটি জিরো হয়ে যেতে পরে।
-
ফরেক্স ট্রেডিংয়ের প্রান হল মানিম্যানেজমেন্ট সেই কারনে আমি ফরেক্সে যখনই ট্রেড করি তখনই মানিম্যানেজমেন্ট অনুযায়ী ট্রেড করতে চেষ্টা কর। ভাল মানিম্যানেজমেন্ট করতে পারলে ফরেক্স থেকে অনেক ভাল আয় করা সম্ভাব বলে আমি মনে করি।
-
আমি মনে করি প্রত্যেক ট্রেডারকেই মানি ম্যানেজমেন্ট ফলো রেখে ট্রেড করা উচিৎ । তার ফরেক্স ব্যবসা কে টিকে রাখতে হলে মানি ম্যানেজমেন্ট ফলো রাখতে হবে । মানি ম্যানেজমেন্ট ফলো না করলে ফরেক্স ব্যবসা ঝুকি পূর্ণ হয়ে যাবে । একটি ট্রেড ওপেন করার সময় ব্যালেন্স আনুপাত এ ট্রেড ওপেন করতে হবে । তাহলে লস করার পরিমানটা কম থাকবে । তাই আমি মনে করি সব ট্রেডারকেই মানি ম্যানেজমেন্ট ফলো রেখে ট্রেড করা উচিৎ।
-
ফরেক্সে মানিম্যানেজমেন্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়।একাউন্টকে টিকিয়ে রাখার জন্য সকল ট্রেডারকে মানিম্যানেজমেন্ট মেনে চলতে হয়।আর এটা আপনার মূল ইনভেস্টমেন্টের উপর নির্ভর করে।সুতরাং আমাদের মানি ম্যানেজমেন্টটা দেখা উচিত।
-
ফরেক্স মার্কেটের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মানি ম্যানেজমেন্ট আপানাকে এই মার্কেটে টিকে থাকতে হলে অবশ্যই মানিম্যানেজমেন্ট এর উপর অনেক পরিমান দৃষ্টি রাখতে হবে ।কখোনই যেন মানি ম্যানেজমেন্ট ভংগ না হয়ে তাকে ট্রেড ওপেন করার সময় সেই দিকে আমাদের সব সময় খেয়াল রাখতে হবে।
-
আমি এখন মানি ম্যানেজমেন্ট করি । প্রথম দিকে না বুঝে মানি ম্যানেজ মেন্ট কর নাই যারফলে অনেক লস হয়েছে সেই লস এখনও পুরন করতে পারছিনা । তবে চেস্টা চালিয়ে যাছছি আশারাখি পুরন করতে পারব ।
-
হ্যা আমি ফরেক্সে ট্রেড করার পূর্বে সব সময় ভাল করে মার্কেট অ্যানালাইসিস করে তার পর ট্রেড করে থাকি কারন আমি চাই সব সময় ঝুকি মুক্ত ভাবে ফরেক্সে ট্রেড করে টিকে থাকতে সাথে সাথে ভার প্রফিটকে নিজের করে নিতে। আমি মনে করি মার্কেট অ্যানালাইসিস হল ফরেক্স ট্রেডিংয়ের প্রান আর এটিকে বাদ দিয়ে ফরেক্স মার্কেটে সফলতা লাভ করা মোটেও সম্ভাব নয়।
-
হ্যা ভাই, আমি ফরেক্স এ মানি ম্যানেজমেন্ট করি। মানি ম্যানেজমেন্ট আমার একাউন্ট এ আমার অনেকটা সুবিধা ও সাশ্রয় করে যে লসের ঝুঁকির দিক থেকে আমাদের বাঁচায়। যারা এই মানি ম্যানেজমেন্ট ফলো করে ফরেক্স এ কাজ করছে তারা অনেকটা লসের দিক থেকে রক্ষা পায়।
-
মানিম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ফরেক্স এর জন্য । কেননা আমরা যারা ফরেক্স ট্রেডিং করি তারা জানি যে এই মার্কেটে টাকা বিনিয়োগ করলে হয় না বরং সে টাকার যথার্থ ও সুষ্টু ব্যবহার নিশ্চিত হলে তবেই মুনফা করা যায । টাকার যথার্থ ব্যবস্থাপনাকেই মানিম্যানেজমেন্ট বলে যেটা আমাদের সকল ট্রেডারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই সবসময় এই বিষয়টা মাথায় রেখে এগিয়ে যেতে হবে ।
-
মানি ম্যানেজমেন্ট ছাড়া ফরেক্স করা হল এক ধরনের বোকামি ছাড়া আর কিছুই না। এই বোকামি করলে আপনার একাউন্ট শূন্য হবার পাশাপাশি আপনি হয়ত হারিয়ে জেতে পারেন চির জিবনের জন্য ফরেক্স থেকে। ট্রেড করার আগে ভাল ভাবে মানি ম্যানেজমেন্ট করতে হবে। আমি শুরুতে মানি ম্যানেজমেন্ট না করার কারনে অনেক লস করেছি। তাই এখন এই ভুল আর করিনা।
-
আমি ফরেক্স থেকে যে টুকু শিখতে পারছি এর মধ্যে সব থেকে গুরুপ্তপূর্ণ হচ্ছে এই মানি-ম্যানেজমেন্ট , যে যত বড় ট্রেডার হক না কেন যে বাল করে এই মানি-ম্যানেজমেন্ট না শিখবে তার মনে হবে আমি আসল জিনিসটাই এখনও শিখতে পারিনি । তাই যারা নতুন ট্রেডার তাদের আগে মানি ম্যানেজমেন্ট সম্পর্কে ভাল করে জানতে হবে এবং শিখতে হবে এতে তারা লাভবান হবে।
-
হ্যা , অামি কম বেশী মানি ম্যানেজমেন্ট করি । অামরা সকলেই মানি ম্যানেজমেন্ট করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আমরা সব সময় মানি ম্যানেজমেন্ট ছাড়া ট্রেড করব না তাহলেই আমরা লাভবান হতে পারব । সুতরাং আপনারাও এ্ই ব্যবসা করার জন্য মানি ম্যানেজমেন্ট করার চেষ্টা করব ।
-
হ্যাঁ আমি মানি-ম্যানেজমেন্ট করি , আমি ফরেক্স থেকে যে টুকু শিখতে পারছি এর মধ্যে সব থেকে গুরুপ্তপূর্ণ হচ্ছে এই মানি-ম্যানেজমেন্ট , যে যত বড় ট্রেডার হক না কেন যে বাল করে এই মানি-ম্যানেজমেন্ট না শিখবে তার মনে হবে আমি আসল জিনিসটাই এখনও শিখতে পারিনি । তাই যারা নতুন ট্রেডার তাদের আগে মানি ম্যানেজমেন্ট সম্পর্কে ভাল করে জানতে হবে এবং শিখতে হবে এতে করে ফরেক্স করার জন্য অনেক সুবিধা পাবে ।
-
ফরেক্সে মানি ম্যানেজমেন্টের গুরুত্ব অপরিসীম। মানি ম্যানেজমেন্ট ফেলো না করার ফলে আমি দুই বার মার্জিন কল খেয়েছি। ফরেক্স এ মানি ম্যানেজমেন্ট এর গুরুত্ত অনেক। আপনি যদি ফরেক্স মার্কেটে মানিমেনেজমেন্ট না মানেন তাহলে ফরেক্স মার্কেটে আপনি লাভ তো দুরের কথা টীকে থাকতে পারবেন না। সুতরাং এখানে মানি ম্যানেজমেন্টাই বেশি প্রাধান্য পেয়ে থাকে।
-
মানি ম্যানেজমেন্ট এর নিয়ম না মানার কারনে বহুবার আমি আমার এ্যাকাউন্ট জিরো করে ফেলেছি। অবশ্য তখন অনেক কিছুই বুঝতাম না। তারপর হতে আমি অনেক সাবধান। এখন আমি মানি ম্যানেজমেন্ট এর ব্যাপারে অনেক বেশি সতর্ক। আমি কখনোই একটির বেশি ট্রেড ওপেন করি না। যখনই নতুন কোন ট্রেড ওপেন করি তখন মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে ট্রেড দিয়ে রাখি।
-
আমি মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করি। আমি জইখন ট্রেড ওপেন করি তখন মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড ওপেন করি। কারন আমিজানি ফরেক্সে মানি মানেজমেন্ট মেনে ট্রেড করলে অনেক বেশি লাভ করা যায়। মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করলে লস খুব কম হয়।
-
হ্যাঁ আমি মানি মেনেজমেন্ট করি । মানি মেনেজমেন্ট না করলে মার্কেটে টিকে থাকা কঠিন । মানি মেনেজমেন্ট একাউন্ট সুরক্ষিত রাখে । আমি মনে করি প্রত্যেকের মানি মেনেজমেন্ট করা উচিত । আমি আমার যতবার একাউন্ট জিরো করেছি প্রত্যেক বারই মানি মেনেজমেন্ট না মানার কারনে । আমি মানি মেনেজমেন্ট না মেনে ওভার লট ট্রেড করতাম যারা ফল আমার একাউন্ট জিরো ।
-
আমি ট্রেড করার সময় মানি ম্যানেজমেন্ট করি । কারন আমি জানি মানি ম্যানেজমেন্ট না করে ট্রেড করলে লস করার সম্ভাবনা বেশি । আমি মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করি বলে প্রত্যেক ট্রেডে আমি লাভ করি ।
-
হ্যা ভাই ফরেক্স এ ট্রেড করতে হলে মানি ম্যানেজমেন্ট করা খুব গুরুত্বপুর্ন একটি ব্যাপার । মানি ম্যানেজমেন্ট না করলে ডিপজিট অনেক হলেও আপনি লস করতে পারেন । মানি ম্যানেজমেন্ট করে নিয়ম মেনে ট্রেড করতে হবে । কোন ট্রেডার এর ডিপোজিট যদি অল্প হয় কিন্তু সে যদি মানি ম্যেনেজমেন্ট করে ট্রেড করতে পারে তবুও সে ভালো করতে পারবে এবং কাঙ্খিত সফলতা পাবে ।
-
আমার মতে মানিম্যানেজমেন্ট হল ফরেক্স ট্রেডিংয়ের প্রাণ ফলে মানিম্যানেজমেন্টকে অবজ্ঞা করে ফরেক্সে ট্রেড করলে তার ফলাফল কখনই ভাল হবে না আর এটিই স্বাভাবিক সেই জন্য আমি ফরেক্সে ট্রেড করার পূর্বে সব সময় মানিম্যানেজমেন্ট প্রথমে করে তার পর ট্রেড করি তাতে করে বড় ধরনের লসের ঝুকি অনেকাংশেই এড়িয়ে যাওয়া সম্ভাব হয়।
-
একটা কথা আছে। জানি কিন্তু মানিনা। আমার হয়েছে তাই। মানি ম্যানেজমেন্ট এর কথা আমি জানি কিন্তু মানতে চাই না। তাইতো বার বার লস করি আর একাউন্ট বারবার জিরো করি। ভাগ্যিস এই ফোরাম ছিল, তানা হলে আমার যে কি হত?
-
মানি ম্যানেজমেন্ট সম্পর্কে ভালো করে জানতে হবে এবং শিখতে হবে এতে করে ফরেক্স করার জন্য অনেক সুবিধা পাবে । সব সময় মানি ম্যানেজমেন্ট ফলো করা উচিৎ । সব ট্রেডারকেই ম্যানি ম্যানেজমেন্ট ফলো রেখে ট্রেড করা উচিত । বেশির ভাগই মানি ম্যানেজমেন্ট না মানার কারনে এ্যাকাউন্ট জিড়ো করে থাকেন ।
-
মানি মেনেজমেন্ট এমন একটি ব্যাপার যাতে আমরা কম ঝুকি নিয়ে ট্রেড করতে পারব। আমি ফরেক্স এ মানি মেনেজমেন্ট কে অনেক গুরুত্ত দিয়ে থাকি। কারন মানি মেনেজমেন্ট না মানলে আমার একাউন্ট আমি টিক্ইয়ে রাখতে পারব না।
-
যে কোনো ব্যাবসায় মানি মেনেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ৷সঠিক মানি মেনেজমেন্টই আপনার ব্যাবসার উন্নতির চাবি৷এজন্য অবশ্যই আপনার ট্রেডং একাউন্টের লিভারেজ কমিয়ে 1:30/1:40/1:50 তে রাখতে পারেন৷আপনার ব্যালেন্স অনুসারে ছোট লটে ট্রেড করবেন৷কখোনোও বেশি লোভে পড়ে বড় লটে ট্রেড করবেন না এবং ওভার ট্রেডিং করবেন না৷
-
হ্যা ভাই আমি সবসময় মানি ম্যানেজম্যান্ট ফলো করে ট্রেড করে থাকি। কারন এই মানি ম্যানেজম্যান্ট হল আপনার বেলেন্সের ঢাল স্বরুপ। এটাকে যদি ফলো করে ট্রেড না করেন তাহলে দেখা যাবে যে হটাৎ* কোন এক সময় মার্কেটে বড় কোন ধরনের নিউজ রিলিস হল আর সেটাই হল আপনার পতনের কারন। সুতরাং মানি মেনেজমেন্ট ফলো করে ট্রেড নেওয়া আমাদের সকলের জন্যই ভীষন জরুরী, কেননা এটা সবসময় আপনাকে নিরাপদ রাখবে।
-
মানি ম্যানেজমেন্টের ছাড়া ট্রেড করা অসম্ভব মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ মানুষ মনে করে ট্রেড করতে হয় এবং এর সাথে জড়িত অনেকগুলো বিষয় বিবেচনায় রাখতে হবে মানি ম্যানেজমেন্ট ব্যাপারটি ভালোভাবে জানতে হবে ডেমো ট্রেডিং করেছি ব্যাপারটিকে হালকাভাবে করতে হবে |* * * * * * * * * * * * * *
-
মানি ম্যানেজমেন্ট না করে ট্রেড করা যায় না আপনাকে সে দেখতে ভালো ভাবে খেয়াল করতে হবে,ফরেক্সে ট্রেড এর ক্ষেত্রে মানি ম্যানেজমেন্ট না থাকলে স্ত্রীকে সঠিক প্লেট হিসেবে আমরা গণ্য করি না কারণ, management ছাড়া ট্রেড করা কোনো সত্যতা নিয়মে পড়ে না |
-
আমি জানে মানি ম্যানেজমেন্ট অনেক গুরুত্বপূর্ণ, নামাজে মোনাজাত সম্পর্কে আইডিয়া* নিতে*আসে *না,তবুও এটা সত্য যে সবাইকে একদিন না একদিন ঈমানে management করতেই হবে পৃথিবীতে প্রত্যেকটা মানুষ টাকার পিছনে ছুটছে তো ছুটছে না এটার পেছনে management যদি আপনার জানা না থাকে সেটা শুধু ফরেক্স না চলার ক্ষেত্রে ম্যানেজমেন্টেই সবথেকে গুরুত্বপূর্ণ|
-
ফরেক্সে ট্রেড কররতে হহলে মানি ম্যানেজন্ট করতে হবে।কেননা মানিম্যানেজমেন্ট র মাধ্যমে অ্যাকাউন্টে নিশ্চয়তা তৈরি হয়।আমি আসলে নতুন ট্রেডার তো তাই ভালো মানি ম্যানেজ করতে পারি না।তবে চেষ্টা করছি ভালো মানি ম্যানেজমেন্টে করার জন্য।আসলে ভালো ট্রেডারা বলে মানি ম্যানেজমেন্ট নাকি ফরেডট্রেডাং করতে খুব গুরুত্বপূর্ন কিছু।
-
ফরেক্স ট্রেডিংয়ে মানি ম্যানেজমেন্ট বিশেষ গুরুত্বপূর্ন বিষয়।ফরেক্স মার্কেটে ট্রেড করতে চাইলে মানি ম্যানেজমেন্ট অবশ্যই করতে হবে।মানি ম্যানেজমেন্ট ছাড়া ফরেক্স মার্কেটে আপনি কিছূই করতে পারবেন না।
-
অবশ্যই এটা ছাড়া মার্কেটে টিকে থাকা কখনই সম্ভব নয়।কেননা সঠিকভাবে মানি-ম্যানেজম্যান্ট না হলে ব্যালেন্সের বেকাপ দেওয়া অনেক মুশকিল হয়ে পড়বে। সুতরাং আমাদের সকলের উচিত ট্রেডিং শুরু করার আগে বেশ ভালভাবে এবং সঠিকভাবে মানি-ম্যানেজম্যান্ট শেখা, কারন আপনি নিশ্চই ১০ ডলারের জন্য ২০ ডলার লস করতে রাজি নন। কাজেই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সকলের জন্য।
-
ফরেক্স ট্রেডিং মার্কেটে আপনার/আমার সকলের পুজি থাকবে ? নাকি লস-লাভ হবে ? সেটা আপনার/আমার মানি ম্যানেজমেন্টের উপর নির্ভর করে।অর্থাৎ ফরেক্স মার্কেটের সফলতা বিফলতা মানি ম্যানেমেন্টের উপর ডিপেন্ড করে।
-
আমি মানি ম্যানেজমেন্ট করি. মানি ম্যানেজমেন্ট অনেক জরুরি. আমাদের একাউন্ট অ একটা নির্দিষ্ট পরিমান লেভেরাজে থাকে, আমরা একটা নির্দিষ্ট পরিমান এর বেশি ট্রেড ওপেন করতে পারব না, এবং একটা নির্দিষ্ট অর্থ লস অ চলে গেলে একাউন্ট এর ব্যালান্স শূন্য হয়ে যাবে. সুতরাং আমাদের সকলকেই অবশ মানি মানাগে এবং রিস্ক মানাগে করতে হবে. তাহলে আমরা সফল হতে পারব.
-
ফরেক্স মার্কেেটে মানি ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে বলেন ,আমার পেট ঠিক তো সব ঠিক।ফরেক্স মার্কেটে অনুরুপ মানি ম্যানেজমেন্ট ঠিক তো আপনার ট্রেড ঠিক,আর মানি ম্যানেজমেন্ট বেঠিক তো আপনার পুজি ...............?
-
আমাদের প্রত্যেকেরই উচিৎ ফরেক্স মার্কেটে প্রতিটি ট্রেড ওপেন করার আগে অবশ্যই মানি ম্যানেজমেন্ট করে প্রতিটি ট্রেড ওপেন করা।ফরেক্স মার্কেটে মানি ম্যানেজমেন্ট একটি ণ্ডরুত্বপূর্ণ বিষয়।মানি ম্যানেজমেন্ট ছাড়া ফরেক্স মার্কেটে ট্রেড কথা করলে আপনি বিড়াট লসের সম্মূখীণ হবেন এবং আপনার একাউন্ট খুব তাড়াতাড়ি জিরো হয়ে যাবে।তাই একটা কথা মনে অবশ্যই রাখতে হবে যে প্রতিটি ট্রেড ওপেন করার সময় সঠিক ভাবে মানি ম্যানেজমেন্ট করতে হবে।
-
ফরেক্স ব্যবসা ম্যানিমেনেজমেন্ট ব্যবহার করে ট্রেড করা উচিত বলে আমি মনে করি।ফরেক্স ব্যবসা ম্যানিমেনেজম্যান ট ফলো করে ট্রেড করলে আপনার লস খাওয়ার সম্ভাবনা অনেক কম থাকে।ফরেক্স ব্যবসা টিকে থাকতে হলে আপনার ম্যানি মেনেজমেন্ট অত্যন্ত জরুরি বিশেষ করে ফরেক্স ব্যবসা অবিজ্ঞ ট্রেডার গন ম্যানি মেনেজম্যান্ট ফলো করে এখন অনেক টাকা আয় করতেছে।
-
ফরেক্স এমন একটি ব্যবসা এখানে কেউ মানি ম্যনেজমেন্ট ছাড়া টিকে থাকতে পারবে না। অতএব সবারই মানি ম্যনেজমেন্টটাকে গুরুত্বসহকারে পরিচালনা করে ট্রেডিং কৌশল পরিচালনা করতে হবে। নতুবা মানি ম্যনেজমেন্ট ছাড়া আপনি যদি ট্রেড করতে আসেন তাহলে খুব দ্রুত এই মার্কেট ছেড়ে দিতে বাধ্য হবেন। তাই আমি মনে করি প্রত্যেক ট্রেডারের উচিত এই মার্কেটে তার ট্রেডিং কৌশল পরিচালনার আগে মানি ম্যনেজমেন্ট সম্পর্কে ধারণা নিতে হবে। তারপর অন্য চিন্তা করতে হবে তাহলে আপনি ফরেক্স এ ব্যবসা করে টিকে থাকতে পারবেন এবং সফলতাও অর্জন করতে সক্ষম হবেন।
-
হ্যা আমি মানি ম্যানেজমেন্ট অনুসরণ করে ট্রেড করি। কারণ আমি মনে করি মানি ম্যানেজমেন্ট ছাড়া এই ব্যবসায় ট্রেড করা খুবই ঝুকিপূর্ণ। আর আমার দেখা মতে যারা মানি ম্যানেজমেন্ট ছাড়া ট্রেড করে তারা বেশিদিন এই ব্যবসায় টিকে থাকতে পারে না। তাই আপনি যদি একজন সফল ট্রেডার হতে চান আর সফলভাবে মুনাফা উপার্জন করতে চান তাহলে আপনাকে অবশ্যই মানি ম্যানেজমেন্ট অনুসরণ করে ট্রেড করতে হবে। অনথ্যায় আপনি বেশিদিন এই ব্যবসা সফলতার সহিত করতে পারবেন না।
-
অবশ্যই মানি ম্যানেজমেন্ট করে আমাদের ফরেক্স মার্কেটে ট্রেড করা উচিত৷কারন ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদের একাউন্টের ব্যালেন্স অনুযায়ী ট্রেড করা উচিত৷যেহেতু এখানে চোখের সামনে মুহূর্তের মধ্যে নগদ ডলারের লাভ/লস হয়ে থাকে৷এই জন্য একাউন্টের ব্যালেন্স যেন লস করতে করতে জিরো হয়ে না যায় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে৷মানি ম্যানেজমেন্টের জন্য আমাদেরকে ছোট ছোট লট নিয়ে ট্রেড করা উচিত,ওভার ট্রেড করা উচিত নয়,মার্কেট খুব ভালোভাবে এনালাইসিস করে তারপর ট্রেড করা উচিত,সঠিক রিস্ক রিওয়ার্ড রেশিও ফলো করে ট্রেড করা উচিত…. তাহলে একাউন্টের ব্যালেন্স জিরো হওয়া থেকে রক্ষা পাবে৷
-
হ্যা, আমি মানি ম্যানেজমেন্ট করে থাকি। আমি মনে করি ফরেক্স বিজনেসে সফলতা অর্জনের মূল চাবিকাঠি মানি ম্যানেজমেন্ট কারণ মানি ম্যানেজমেন্ট ব্যাতিত আমরা বড় ইনভেস্ট করেও লাভের আশা করতে পারবো না বরং অল্প ইনভেস্ট করে মানি ম্যানেজমেন্ট এর মাধ্যমে ব্যাপক লাভ করা সম্ভব।