-
এই লস এর কারন হল ব্রোকার। ব্রোকারকি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। কম সময়ে কথা থেকেদেশের অর্থনীতির খোজ খবর নেওয়া যায়।আর এগুলো ভালো ইফেক্টও ফেলে থাকে।তাই নিয়মিত ভালো নিউজ পাওয়ার জন্য ফরেক্স নিউজ সাইট যেমন, ফরেক্সফ্যাক্টরি,ইনভেস্টিং ইত্যাদি আর কিছু ভালো সাইটে নিয়মিত ভিজিট করতে হবে।তবে আমি ফরেক্সফ্যাক্টরির অ্যাপস ইন্সটল করে রেখেছি যা থেকে নিয়মিত নিউজগুলো পায়। নিউজ পাব ? যা আমরা দেখে খুব সহজেই ট্রেড করে ভাল আয় করতে পারব ফরেক্সে ।ফরেক্সে খুব ভাল ইমপ্যাক্ট ফেলে এর নিউজ আমাদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে তার জন্য আপনার লাভ এর কিছু অংশ ব্রোকার পেয়ে থাকে। তবে আমরা ট্রেড করলে ব্রোকার লাভবান হয় কি না তা আমার জানা নেই। কারো জানা থাকলে জানাবেন আশা করি।
-
কমিশন নেয় । আপনি যত বেশি ট্কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। রেড ওপেন করবেন ব্রোকার প্রতিটি ট্রেড এ কিছু কমিশন নিবে । এই জন্য ফরেক্স ট্রেডিং এ আমরা উভয়ই লাভ করতে পারি ।
-
লাভ বান হয় । না যদি আমরা লস করি তাহলে কি রকম হবে বলেন আপনারা । ব্রোকার লাভ বান হবার গেলে আমাদের আগে অনেক কিছু করতে হবে।
-
ফরেক্স মার্কেট এ আমি নিউজ ট্রেড করা পছন্দ করি না। কারন নিউজ ভাল আসবে কি না খারাপ আসবে সেটা কেউ বলতে পারবে না। আর নিউজ ট্রেড না করলেও নিউজ এর প্রতি লক্ষ্য রাখা উচিত। কেননা আপনার যদি নিউজ এর আগে ট্রেড থাকে সেটি ক্লোজ করা উচিত।
-
আমি আপনার সাথে পুরোপুরি একমত। ফরেক্স মার্কেটে নিউজ ট্রেডিং এর গুরুত্ব অনেক। কেননা সপ্তাহে দুএকদিন বড় ধরনের হাই ইমপাক্ট নিউজ থাকে যার প্রভাবে মার্কেটে বড় ধরনের পরিবর্তন ঘটতেই পারে। এজন্য যখন বড় ধরনের হাই ইমপ্যাক্ট নিউজ থাকে সেসব সময়গুলোতে খুবই বুঝেশুনে ট্রেড করতে হবে।
-
ফরেক্স বাজারে নিউজ ট্রেডিং এর গুরুত্ব অনেক বেশি।। ফরেক্স করতে হলে অবশ্যই নিউজ ইম্প্যাক্ট গুলী ফলো করতে হবে।।। ফরেক্স ট্রেডিং করার সময় ফরেক্স এ নিউজ ট্রেডিং করতে নিউজ ট্রেডিং এর সময় ভালভাবে নিউজ ট্রেড করতে হবে।।।
-
ফরেক্স মারকেট খুব গতিশীল একটি বাজার সব সময়ের জন্য মার্কেট উপর নিচে থাকে এজন্য মাঝে মাঝেই বুঝা জাই না মারকেট এর গতটা কোন দিকে ধাবিত হচ্ছে সেই জন্য আমরা যদি লাভবান হতে চাই তাহলে অবশ্যই নিউজ দেখে মার্কেটে ট্রেড কোরা জরুরী । ফরেক্স নিউজ ট্রেডিং এর সময় অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে এবং নিউজ এর সময় মার্কেটে খুব পরিবরতন দেখা জাই এই জন্য নিউজ এর সময় টা খুব গুরুত্তপুর্ন ।
-
ফরেক্স মার্কেটে নিউজ ট্রেডিং একটি গুরুত্বপূর্ণ বিষয় । ফরেক্স সর্ম্পকিত ভাল ব্যবসা করতে হলে আপনাকে নিউজ ট্রেডিং এর গুরুত্ব বুঝতে হবে অন্যথায় সাধারন বিনিয়োগকারীরা প্রচুর লসের সম্মুখীন হবে । তাই ফরেক্স ব্যবসা করতে হলে চোখ কান খোলা রাখতে হবে তাহলে আপনি লাভবান হতে পারবেন ।
-
নিউজ ট্রেডিং এর আলাদা একটা গুরুত্ব রয়েছে । তবে নিউজ ট্রেডিং এর মাধ্যমে একজন ট্রেডার তখনই প্রকৃত ফল লাভ করতে পারবে যখন সে হবে অনেক বেশি পরিমাণে বিশ্লেষণধর্মী । যত বেশি পরিমাণে বিশ্লেষণ করা যাবে তত বেশি পরিমাণে লাভবান হওয়া যাবে । নিউজ ইফক্টিভ হলে তার প্রভাব অবশ্যই কারেন্সির উপর পড়তে পারে । তাই এটা বুঝাই হল প্রকৃত ট্রেডারের কাজ ।
-
নিউজ এর গুরুত্ত নাদেওয়া হলে একজন ট্রেডার বড় ধরনের খতিতে পড়তে পারেনা সে পড়বেই । এখানে ১/২ সেকেন্ডের ভিতরে তার লাভের ট্রেড বড় ধরনের লসে চলে যাবে এতে কোন সন্দেহ নাই ।
-
একজন ট্রেডার নিউজ ট্রেডিং করুক আর নাই করুন তার জন্য নিউজ ট্রেডিংটা জানা খুবই গুরুত্বপূণ বলে আমি মনে করি । ফরেক্স মাকেট এর বিভিন্ন নিউজ সম্পকে না জানলে আপনি কোনদিনই সফল হতে পারবেন না বলে আমি মনে করি । সফরতার অন্যতম একটি শত হচ্ছে আপনাকে সব ধরনের এনালাইসিস সম্পকে ধারনা থাকতে হবে ।
-
বক্তিগতভাবে আমি বলবো আমাদের সবার উচিৎ টেকনিক্যাল এনালাইসসি এর পাশাপাশি আমাদেরকে রেগুলার নিউজ গুলোও এনালাইসিস করতে হবে । একটা নিউজ কিন্তু মার্কেট এ অনেক পরিবর্তন করতে পারে তখন দেখা যায় কোন এনালাইসিস ই আর কাজ করে না । তাই মার্কেট এর উথান পতন বঝার জন্য আমাদের নিউজ এনালাইসিস করতেই হবে নাহলে আমাদের ব্যাপক লস হতে পারে ।
-
ফরেক্স মার্কেটে নিউজ এর গুরুত্ব অনেক কোন দেশের মুদ্রার সর্বশেষ অবস্থা কি সেটা আমরা শুধুমাত্র নিউজ এর মাধ্যমে জানতে পারি নিউজ অবস্থায় অনেক ট্রেডার ট্রেড করে থাকে এবং তা অবশ্যই আমাদের জন্য ক্ষতিকর আসলে তখন ট্রেড করার অন্যতম কারণ হল অতি লোভ মনের মধ্য কাজ করা তবে আমদের উচিত নিউজ এর উপর গুরুত্ব প্রদান করে সঠিকভাবে এনালাইসিস করে ট্রেড করা
-
ফরেক্স মার্কেটে আমরা যে নিউজ নিয়ে এনালাইসিস করে থাকি তাকে ফরেক্স মার্কেটের ফান্ডামেন্টাল এনালাইসিস বলা হয়ে থাকে ফরেক্স মার্কেটে আমরা, ট্রেডিং করার সময় এনালাইসিস করতে পারি,প্রতি ট্রেড দেওয়ার পুর্বে আমাদের ফরেক্স মার্কেটের নিউজ দেখা ভাল নিউজ প্রকাশ করার পরে মার্কেটের মুভমেন্ট অনেক বেশি থাকে বিধায় ভাল প্রফিট হয়।
-
ফরেক্স এ তিন ধরনের এনলাইসিস আছে । আর সবার প্রথমে আছে ফান্ডামেন্টাল এনালাইসিস । নিউজ ট্রেডিং ফান্ডামেন্টাল এনালাসিস এর অন্তর্ভুক্ত । তাই নিউজ ট্রেডিং এর গুরুত্ব অনেক । তাই ট্রেড করার পুর্বে প্রত্যেকের উচিত মার্কেটের নিউজ গুলো ভাল ভাবে বোঝা । তাহলে ট্রেডিং এ ভাল সফলতা আসবে ।
-
ফরেক্স মার্কেটে যারা দক্ষ তারা ফান্ডামেন্টাল নিউজ এর অবস্থা বুঝে ট্রেড করেন। আমাদের দক্ষ ট্রেডার হবার ক্ষেত্রে এই নিউজ এর গুরুত্ব অসীম। টেকনিক্যাল এনালাইসসি এর পাশাপাশি আমাদেরকে রেগুলার নিউজ গুলোও এনালাইসিস করতে হবে।একটা নিউজ মার্কেট এ অনেক পরিবর্তন করতে পারে তাই ফরেক্স ট্রেড করার আগে ভালো করে নিউজ পড়তে হবে।
-
আমরা ফান্ডামেন্টাল এনালাইসিস বলতে যা বুঝি তা ই ফরেক্স নিউজ।ফরেক্স মার্কেটের ফান্ডামেন্টাল জ্ঞান অর্জনের বেলায় আমাদের অবশ্যই এই ফরেক্স ফান্ডামেন্টাল নিউজ এর সাথে পরিচিত হতে হবে। এটা ফরেক্স মার্কেটের বর্তমান অবস্থা সম্পর্কে আমাদেরকে অবহিত করে। এবং ফরেক্স মার্কেটে যারা দক্ষ তারা মুলত ফান্ডামেন্টাল নিউজ এর অবস্থা বুজে ট্রেড করেন। সেটা আমরা বুজতে পারলে আমাদের লাভ এবং কিভাবে হবে কিবা কত হতে পারে তা বুজতে পারব। আমাদেরকে দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তুলার ক্ষেত্রে এই ফান্ডামেন্টাল নিউজ এর গুরুত্ব অসীম।
-
ফরেক্স মারকেট আমি নিউজ ট্রেড এ গুরুত্ত দেই না। কারন নিউজ ট্রেড করা রিস্ক আছে। একটা নিউজ কি আসতে পারে তা কেউই বলতে পারে না। আর নিউজ এর সময় ট্রেড বন্ধ করে রাখা ভালো। এই সময় মার্কেট এ সর্বাধিক মুভ করে থাকে। যার জন্য অনেক ট্রেডার তাদের একাউন্ট শুন্য করে ফেলে।
-
ফরেক্স মার্কেটে নিউজ এর গুরুত্ব অনেক কোন দেশের মুদ্রার সর্বশেষ অবস্থা কি সেটা আমরা শুধুমাত্র নিউজ এর মাধ্যমে জানতে পারি নিউজ ছাড়া বেশি মুভমেন্ট করে না তাই ফরেক্স মার্কেট নিউজ কে বেশি গুরুত্ব দিতে হবে আর নিউজ ফরেস মারকেটকে সবসময় মুভমেন্ট করতে সহজগিতা করে।সবসময় নিউজ এর উপর বেশি প্রভাব পরে তাই ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে আগে নিউজ দেখতে হবে তারপর ট্রেড করতে হবে নিউজ কে ভাল করে গুরুত্ত দিতে হবে।
-
ফরেক্স আন্তর্জাতিক ফাইনান্সিয়াল ব্যবসা । ফরেক্স ব্যবসা মানেই হলো ইনভেষ্ট । ফরেক্স ব্যবসা মানে টাকা নষ্ট করার ব্যবসা ও বটে । ৯৫% ট্রেডাররা ফরেক্স মার্কেটে লস করে থাকে । তাই আমি মনে করি ফরেক্স এ নিউজ ট্রেডিং এর গুরুত্ব অনেক বেশি । আমি নিউজ না দেখে ট্রেড করি না । আমার কাছে ফরেক্স এ নিউজ ট্রেডিং এর গুরুত্ব অনেক অনেক অনেক বেশি ।
-
আমরা জানি ফরেক্স এ নিউজ ট্রেডিং এর গুরুত্ব অনেক। কারণ ফরেক্স মার্কেটে মুদ্রার ভেল্যুর উঠা নামা কোন দেশের অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করে। আর অর্থনৈতিক অবস্থার খবর জনসম্মুখে আসে নিউজ এর মাধ্যমে। একারনে ই আমরা দেখি কোন দেশের অর্থনৈতিক অবস্থা সর্ম্পকে ভাষণ দেয়ার সময় ঐ মুদ্র স্থির থাকেনা মার্কেটে।
-
ফরেক্স এ নিউজ ট্রেডিং মার্কেট এর জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ।কারণ ফরেক্স মার্কেটে মুদ্রার বাজার বলা হয় আর এই মার্কেটে মুদ্রা মূল্য উঠা বা নাম বেশি করে থাকে বলে। আর এটা বিশেষ করে হয় দেশের অর্থনৈতিক অবস্থার নির্ভর করেই। যেদেশের মুদ্রা মূল্য উঠা নামা করে সে দেশের অর্থনৈতিক অবস্থা যদি খারাপ হয় তাহলে মুদ্রার মুল্য কমে যাবে ফলে আপনি মার্কেটে লস খেয়ে যেতে পারেন। এজন্য আপনাকে নিউজ এর উপর অধিক বেশি গুরুত্ব দিতে হবে।
-
এটা অনেক ক্ষেত্রে সঠিক হলেও সকল ক্ষেত্রে সঠিক নয় কেননা নিউজ সবসময় মার্কেটে একই প্রভাব বিস্তার করে না। হ্যাঁ কিছু কিছু নিউজ মার্কেটে সুদীর্ঘ প্রভাব বিস্তার করলেও সকল নিউজ ততটা প্রভাবশালী হয় না। মার্কেটের একটিই নীতি আর তা হলো সাপোর্ট এবং রেসিস্ট্যান্স। মার্কেটে তারাই টিকে থাকে যারা সাপোর্ট রেসিস্ট্যান্স ধরে ট্রেড করে। কারন যখন মার্কেট সাপোর্ট এ থাকে তখন সর্বদা রেসিস্ট্যান্স এ যেতে চেষ্টা করে। কিন্তু নিউজ আসার ১০-১৫ মিনিট সেই নিউজ এর প্রভাব মার্কেটে থাকে।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার কয়েকটা মাধ্যম আছে তার মধ্যে একটি হল নিউজ ট্রেড। মার্কেটে তিন ধরনের নিউজ রয়েছে একটা হল ১, হাই নিউজ এটা ৫০-২০০ পিপস আপ ডাউন করে,২,মিডিয়াম নিউজ এটা ৫০ -৭০ পিপস আপডাউন করে।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে কিছু অনলাইন সাইট পর্যালোচনা করতে হবে। আর এই সাইটগুলোর মধ্যে হচ্ছে কয়েকটি নিউজ সাইট। আর সেই সব সাইটগুলোতে কয়েক ধরনের নিউজ প্রকাশিত হয় যেমন একটা হচ্ছে হাই নিউজ, আরেকটা হচ্ছে মিডিয়াম নিউজ এবং অন্য আরেকটা হচ্ছে শুধুমাত্র পিপ্স আপ ডাউন করে। উক্ত নিউজ গুলো আপনি ফলো করে ট্রেড করেন যদি তাহলে ভাল প্রফিট অর্জন করতে সক্ষম হবেন।
-
ফরেক্স মার্কেটে সবচেয়ে নিউজ ট্রেড করা গুরুত্ত পূর্ণ কারন ফরেক্স মার্কেট সবচেয়ে বড় মুভ দেখা জায় নিউজ রিলিজ হয় যখন তখন মার্কেট মুভমেন্ট সবচেয়ে বেশি হয় তাই নিউজ কে সবসময় গুরুত্ত দেতে হবে ।
-
আমি মনে করি ফরেক্স নিউজ ট্রেডিং এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ নিউজ দেখে আপনি খুব সহজেই বুঝতে পারবেন মার্কেট প্রাইস মুভমেন্ট কেমন হতে পারে। যদি আপনি সঠিকভাবে মার্কেট নিউজ সম্পর্কে দক্ষ হতে পারেন তাহলে অবশ্যই ফরেক্স থেকে ভাল আয় করতে পারবেন। এজন্য আমার বিশ্বাস নিউজ এর গুরুত্বটা সবচেয়ে বেশি অগ্রণীয় ভূমিকা পালন করে।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার কয়েকটা মাধ্যম আছে তার মধ্যে একটি হল নিউজ ট্রেড। মার্কেটে তিন ধরনের নিউজ রয়েছে একটা হল ১, হাই নিউজ এটা ৫০-২০০ পিপস আপ ডাউন করে,২,মিডিয়াম নিউজ এটা ৫০ -৭০ পিপস আপডাউন করে।
-
আসলে ফরেক্স মার্কেটে নিউজ ট্রেডিং বলেন আর টেকনিক্যাল ট্রেডিং এ দুটোই এখানে ট্রেডারদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এখন যারা মনে করেন ফান্ডামেন্টাল এ্যানালাইসিসে বেশি আগ্রহী তারা নিউজ ট্রেডকে বেশি প্রাধাণ্য দেবে, এবং যাদের চিন্তা-ভাবনা একটু ভিন্ন তারা মনে করেন টেকনিক্যালভাবে তাদের দক্ষতাকে এখানে প্রয়োগ করবে। তাই এই মার্কেটে যেটা যার কাছে সুবিধাজনক আমরা সেটাই এখানে আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি।
-
আমি নিউজ কে গুরুত্ব দেই না যেহেতু আমি প্রাইজ একশন সিস্টেম ব্যবহার করি। আপনি যদি ভাল চার্ট রিডার হতে পারেন তাহলে নিউজ আপনাকে না দেখলেও হবে। যদি লং টাইমফ্রেমে ট্রেড করেন তাহলে নিউজ এতটা গুরুত্বপূর্ন নয়। আসলে আপনি কতগুলো নিউজ দেখবেন দুনিয়া ব্যপী এতবেশী নিউজ আছে যে, সেগুলো যদি স্টাডি করতে যান তাহলে বুঝেনই কি অবস্থা তাই নিউজ কিভাবে এড়ানো যায় সেটার রাস্তা বের করতে হবে।
-
আমার মতে ফরেক্স মার্কেট এ নিউজ এর সময় ট্রেড করা উচিত না কারন আপনি যখন নিউজ এর সময় ট্রেড করবেন তখন আপনার বড় লস হতে পারে তাই নিউজ এর সময় ট্রেড করা যাবে না আপনি যদি নিউজ ট্রেডিং সিস্টেম এ ট্রেড করেন সেটা আলাদা ব্যাপার কারন নিউজ এর সময় নিউজ ট্রেডিং সিস্টেম এ ট্রেড করলে ভাল লাভ করা যায়
-
নিউস পড়ে ট্রেডিং করতে পারলে অনেক ভালো লাভ করা যাই. কিন্তু ভালো ভালো নিউস কোথায় পাবো কেউ বলে না. যদি আমরা সবাই যে যেখান থেকে যত নিউস পাই বা এনালিসিস পাই সব গুলির লিংক গুলি পোস্ট করলে সবাই উপকৃত হতো আমি যে লিংক এ নিউস পড়ি সেটা হলো-https://www.instaforex.com/forex_analysis আপনারা যে যে লিংক এ নিউস পড়ে ট্রেড করেন দয়া করে পোস্ট করেন তাইলে সবাই উপকৃত হবে.
-
ফরেক্স মার্কেটে প্রফিটেবল ট্রেডের সফলতা ফান্ডামেন্টাল এনালাইসিসের উপর অনেকটাই নির্ভর করে৷ ফান্ডামেন্টাল এনালাইসিসের মূল বিষয় হচ্ছে নির্দিষ্ট কারেন্সি পেয়ারের ওপর নিউজ ইমপেক্ট৷ যখন কোনো বড় ধরনের নিউজ প্রকাশিত হয় তখন মার্কেটে লেনদেন শুরু হয়ে যায়৷ফলে ঐ নির্দিষ্ট পেয়ারের ভলাটিলিটি অনেক বৃদ্ধি পায়৷মার্কেটে বড় বড় নিউজের ইমপেক্টের কারণেই লেনদেন করার পরিবেশ সৃষ্টি হয়৷ফলে সব সময় ট্রেডারগণ এই নিউজ ইম্প্যাক্ট গুলোর উপর অত্যন্ত সজাগ দৃষ্টি রাখেন৷দক্ষ ও অভিজ্ঞ ট্রেডারগণ এই নিউজগুলোর ইমপেক্টের সময়ে ট্রেড করে পর্যাপ্ত প্রফিট করে থাকেন৷এজন্য নিউজ ইমপেক্টগুলোকে খুবই গুরুত্ব দিতে হয়৷
-
আমার জানামতে ফরেক্স মার্কেটে অনেকে শুধু নিউজ ট্রেড করেই টাকা উপার্জন করে । কারন নিউজ এর সময় মার্কেট কয়েকশ পিপস পর্যন্ত মুভ করতে পারে । আর যারা নিউজ ট্রেডার তার মার্কেট এর এই জিনিস্টা কাজে লাগিয়ে একবারেই অনেক আয় করে নেয় । আসলে নিউজ ট্রেড করতে পারলে অনেক লাভ করা যায় কিন্তু আমরা নিউজ এনালাইসিস করতে পারি না তাই নিউজ এর সময় লাভ না করে বেশি লসই করে থাকি ।
-
ফরেক্সে নিউজ ট্রেডিং এর গুরত্ত অনেক বেশি , কারণ এই নিউজের উপর অনেকাংশে আপনার লাভ লস নির্ভর করে । তাই ফান্ডামেন্টাল নিউজ সম্পর্কে খবর রাখাটা খুবই জরুরী । আর বিশেষ করে তো নতুনদের জন্য ত অবশ্যই ।
-
ট্রেডিংয়ে নিউজের গুরুত্ব বেশ দেখার মতো।তবে নিজগুলো হতে হবে শক্তিশালী উচুমানের নিউজ।হাই ইমপ্যাক্ট নিউজগুলো পরিস্তিতি বিবেচনায় মার্কেটে ব্যাপক পরিবর্তন ঘটাতে সহায়ক হয়।যেমন আজ (১৫-০৫-২০১৫ ইং)শুধুমাত্র মার্কেটের পজিশন বিবেচনায় euro/usdপেয়ারে রাত ৮টার সময় নি�জে ১০০পিপস আপ হয়েছে।এটা শুধু নিউজ এবং পজিশনের কারনে এতো মুভ করেছে।সুতরাং ফরেক্স এ নিউজের গুরুত্ব অনেক।
-
আমার জানা মতে ফরেক্স মার্কেটে প্রফিটেবল ট্রেডাররা সাধারণত ফান্ডামেন্টাল এনালাইসিস এর উপর অনেক বেশি নির্ভরশীল। ফান্ডামেন্টাল এনালাইসিস এর মূল কারণ হচ্ছে নির্দিষ্ট পেয়ারে উপর যে নিউজটি প্রকাশিত হয় সেটার উপর নির্ভর করে উক্ত পেয়ারের বড় ধরনের লেনদেন শুরু হয়। অর্থাৎ মার্কেটে যে সব বড় বড় নিউজগুলো যে পেয়ারের উপর প্রকাশিত হয় তার উপর ভিত্তি করে ফরেক্স মার্কেটে বড় ধরনের লেনদেন তৈরি হয়। ফলে যে সকল ট্রেডাররা উক্ত নিউজগুলো যদি সঠিকভাবে বুঝতে পারে তাহলে সে মোটামুটি ভাল মুনাফা উপার্জন করতে সক্ষম হয় উক্ত নিউজগুলোর উপর নির্ভর করে।
-
ফরেক্স মার্কেটে আমি মনেকরি সবচেয়ে নিউজ কে বেশি গুরুত্ত দেয়া উচিত কারন মারকেট সবসময় নিউজ এর উপর বেশি প্রভাব পরে তাই ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে আগে নিউজ দেখতে হবে তারপর ট্রেড করতে হবে নিউজ কে ভাল করে গুরুত্ত দিতে হবে।
-
নিউজ ট্রেড অবষ্যই ভাল। তবে তার জন্য একাউন্ট ব্যালান্স একটু বেশিই প্রয়োজন। নিউজ ট্রেড করতে হলে অবষ্যই ক্যাণ্ডেল ষ্ট্রিক সাপট রেজিষ্ট্যান্স এবং ডেইলি নিউজ খুব ভাল মত পড়ে বুঝতে হবে। তা না হলে নিউজ ট্রেড করা যাবে না। নিউজ ট্রেড বুঝে করতে পারলে এখান থেকে ভাল প্রফিট করা সম্ভব।
-
আমরা জাফরেক্স মার্কেটে প্রফিটেবল ট্রেডের সফলতা ফান্ডামেন্টাল এনালাইসিসের উপর অনেকটাই নির্ভর করে৷ ফান্ডামেন্টাল এনালাইসিসের মূল বিষয় হচ্ছে নির্দিষ্ট কারেন্সি পেয়ারের ওপর নিউজ ইমপেক্ট৷ যখন কোনো বড় ধরনের নিউজ প্রকাশিত হয় তখন মার্কেটে লেনদেন শুরু হয়ে যায়৷ফলে ঐ নির্দিষ্ট পেয়ারের ভলাটিলিটি অনেক বৃদ্ধি পায়৷মার্কেটে বড় বড় নিউজের ইমপেক্টের কারণেই লেনদেন করার পরিবেশ সৃষ্টি হয়৷ফলে সব সময় ট্রেডারগণ এই নিউজ ইম্প্যাক্ট গুলোর উপর অত্যন্ত সজাগ দৃষ্টি রাখেন৷দক্ষ ও অভিজ্ঞ ট্রেডারগণ এই নিউজগুলোর ইমপেক্টের সময়ে ট্রেড করে পর্যাপ্ত প্রফিট করে থাকেন৷এজন্য নিউজ ইমপেক্টগুলোকে খুবই গুরুত্ব দিতে হয়৷নি