বোনাস দিয়ে সবাই ট্রেড করছে এবং এই ধরনের কোন সমস্যর কথা আমি এখনো শুনিনি । তবে যতটুকু জানি তা হল ফোরামের বোনাস দ্বারা একনাগাড়ে অনেক দিন ধরে ট্রেড করলে ব্রোকার অনেক সময় একাউন্ট ব্লক করে দেয় । তাই বোনাসের পাশাপাশি নিজেকেও কিছুটা ডিপোজিট করতে হয় । আমি আল্লাহর রহমতে এই ধরনের কোন সমস্যয় এখনো পড়িনি তাই বাস্তবিক অভিজ্ঞতা নেই । তবে আমার মনে হয় ফোরামের বোনাস দ্বারা ট্রেড করার সুবিধা ও অসুবিধা উভয় আছে ।