বড় রিস্ক নিয়ে ট্রেড করার ভয়াবহতা : অনেক লোক মনে করে ফরেক্স থেকে ইচ্ছামত টাকা তোলা যায়। ফলে তারা ফরেক্স মার্কেটেরর ওঠানামা সম্পর্কে না জেনে বেশী বেশী ইনভেস্ট করে এতে পরবর্তীতে দেখা যায় ব্যালান্স জিরো হয়ে গেছে।
Printable View
বড় রিস্ক নিয়ে ট্রেড করার ভয়াবহতা : অনেক লোক মনে করে ফরেক্স থেকে ইচ্ছামত টাকা তোলা যায়। ফলে তারা ফরেক্স মার্কেটেরর ওঠানামা সম্পর্কে না জেনে বেশী বেশী ইনভেস্ট করে এতে পরবর্তীতে দেখা যায় ব্যালান্স জিরো হয়ে গেছে।
ফরেক্স মার্কেটে অনেকে মনে করে টাকা বানানোর মেশিন। তার একাউন্ট জিরো হতে বেশি সময় লাগেনা কারন তার ১০০ ডলারের বিপরীতে ১ ভলিউমে ট্রেড করে তাহলে দশ পিপস বিপরীতে গেলে একাউন্ট জিরো হয়ে যাবে। তাই কম বলিউমে কম লাবে মার্কেটে বেশি দিন থাকা যায়।
ফরেক্সে বড় রিস্ক বা ঝুকি নিয়ে ট্রেড করা মানে মানিম্যানেজমেন্টকে অগ্রায্য করে তার পর ট্রেড করা আর যার ফল কখনই ভাল হবে না অর্থাত মার্কেট ট্রেন্ড যেকোনো সময় ঐ ট্রেডারকে সর্বশান্ত করে দিতে পারে অর্থাত যেকোনো সময় অ্যাকাউন্ট ব্যালেন্স বড় ধরনের লসের মাধ্যমে জিরো হয়ে যেতে পারে।
প্রথমত ফোরের্ক্ষ একটি অনলাইন বিসনেস...বিসনেস কথাটির সাথে রিস্ক জড়িত..যদি আপনি লভে করতে চান আপনাকে রিস্ক নিতে হবে...কিন্তু রিস্ক বেশি হলে লস জাবের চানকে ও বেশি থাকে.তাই রিস্ক কম নেয়া ভালো.ভালো ডিসিশন নেয়ার চেষ্টা করুন এবং নিজের দিসিসিওন এর উপর কনফিডেন্ট থাকুন.কারণ যেইখানেই রিস্ক এঅছে সেইখানে লভে ও আছে.
আমরা বড় রিস্ক নিতে গিয়ে সব হারিয়ে ফেলি। এটা খুবই সত্যি যে ট্রেড করার সময় শুধু লাভ ছাড়া আর কিছুই মাথায় থাকে না। তাই জন্য আমরা লস দিয়ে থাকি। আমাদের মানি ম্যানেজমেন্টের সূত্রযে কোথায় হিারিয়ে যায় তা আমরা নিজেরাই জানি না। আমাদের এ পথ থেকে সরে আসতে হবে।
হ্যাঁ বড় রিস্ক নিয়ে ট্রেড করা ভয়াবহ, বেশি লোভ করে ট্রেড আসল হারিয়ে যাওয়ার সম্ভবনা আছে । ফরেক্সে যেহেতু লসে সম্ভাবনা বেসি থাকে সেহেতু কোম রিক্স নিয়ে ট্রেড করা ভালো আমি মনে করি ফরেক্স এর সম্পর্কে বুঝে আগে কোম ডিপজিট এবং কম রিক্স নিয়ে কাজ করা ভলো তাতে লসটা কম হবে ব্যলেন্স ০ হওয়ার সম্ভাবনা কম থাকবে ।
ফরেক্স সম্পর্কে যেই সুনবে সেই আগ্রোহ ভরে করতে চাইবে ।। এবং নিজেকে অতি দ্রুতো ধনি বানাতে চাইবে ।। আর এই জন্যি বেশি রিস্ক নিয়া ট্রেড করবে ।। আর রিস্ক নিয়া ট্রেড করলে ভুল ট্রেড হলেই নিজের ব্যালান্স শুন্য তে নিয়ে জাবে ।। ধরুন কার মুল ধন ৫০ ডলার সে যদি বেশি লাভের আশাই রিস্ক নেই এবং ১ ডলার পিপস ভলিউম এ ট্রেড ওপেন করে তাহলে অনলি ৫০ পিপস মুভমেন্টেই একাউন্ট যিরো বানাবে।
বড় রিস্ক নিয়ে ট্রেড করলে লসের সম্ভাবনা বেশি। যারা অতি তারা তারি বড় লোক হওয়ার জন্য রিস্ক নিয়ে ট্রেড করে থাকেন তাদের বেশির ভাগ দেখা যাই তাদের ব্যালেন্স শুন্য হয়ে গেছে। তাই না বুঝে রিস্ক নিয়ে কোন ট্রেড করা যাবে না।
ফরেক্সের ব্যসায়ে লাভ লস থাকবেই। তবে আপনার যেন লস কম হয় সেদিকে লক্ষ রাখাতে হবে । যদি কোন কিছু না বুঝে হুট হাট করে বড় রিস্ক নিয়ে ট্রেড করেন তাহরে আপানরর যদি ভাগ্য ভাল তাহলে কোটি পতি আর যুদি ভাগ্য খারাপ হয় তাহলে আপনি সব কিছু হারিয়ে ফকির হয়ে যাবেন । যে কোন কাজ বড় রিস্ক নিযে না করে অল্প রিস্ক নিযে করা উচিত।
আসলে লোভ মানুষের সব সময় কাজ করে । আর ফরেক্স ট্রেড করার সময় অবশ্যই লোভের হারটা একটু বেড়ে যায় । সুতরাং আমি বলব ফরেক্স ট্রেডিং করার সময় লোভকে সামলাতে হবে । যে লোভকে সামলাতে পেরেছে সে অবশ্যই সফলকাম হয়েছেন ।
হ্যা, আমি আপনার সাথে পুরোপুরি একমত। ফরেক্স মার্কেটে ট্রেড করে টিকে থাকতে হবে এমন মনমানসিকতা নিয়ে ট্রেড করতে হবে। তারজন্য সবসময়ই মানি ম্যানেজমেন্ট অনুসরন করে ট্রেড করে যেতে হবে।অন্যথায় একদিনে অ্যাকাউন্টে ডাবল করা রিস্ক নিলে হয়তো দু একবার ভু্লে প্রফিট হবে কিন্তু দু একবার লস হলে যে পুরো অ্যাকাউন্ট জিরো হবে। সুতরাং বড় রিস্ক নিয়ে ট্রেড করা যাবেনা।
ফরেক্স মারকেট এ টিকে না থাকার সবচেয়ে মুল কারন হছে বড় রিস্ক। না বুঝে বড় রিস্ক নিয়ে ট্রেদ করে যার ফলে আকান্ট হয়ে যায় জিরো। অনেক সঅময় না বুঝে ১$ পিপ্স ভ্যলুর ট্রেদ নেয় যা হয় আকাণতের জন্ন বড় রিস্ক।
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করতে হলে বেশি।রিস্ক নিয়ে ট্রেডিং না করে কম রিস্ক নিয়ে ট্রেড করা অনেক ভাল,কারন বেশি রিস্ক নিয়ে ট্রেড করলে ব্যালেন্স জিরো হয়ে যেতে বেবেি সময় লাগেনা তাই আমি ফরেক্স মার্কেট এ ট্রেডিং করে,ভাল প্রফিট নিতে পারি তাই কম রিস্ক নিয়ে ট্রেড করি।
ফরেক্সে রিস্ক মেনেজমেন্ট বলে একটা বিষয় আছে।রিস্ক মেনেজমেন্ট ছাড়া ট্রেডে এন্ট্রি দিলে একাওন্ট ঝুকির মখে পরে যায়।রিস্ক ম্যানেজমেন্ট হলো একাওন্টের আকার বঝে ট্রেডে এন্ট্রি দেওয়া। ২% এর বেশি রিস্ক না নেওয়াই ভালো।
বড় রিক্স নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করতে চাইলে আপনার অনেক বড় একাউন্টএ বেশি পরিমান ব্যলেন্স ডিপোজিট করতে হবে বলে মনেনকরি তাই ফরেক্স মার্কেটে আপনাকে আগে মানি মেনেজমেন্ট করেই রিক্স নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড কলে হয়তো আপনি কিছু লাভ করতে পারবেন।
বড় ধরনের রিক্স বা ঝুকি নিয়ে ফরেক্সে ট্রেড করা মানে সেখানে ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতাকে সম্পূর্ন ভাবে উপেক্ষা করা হয়ে থাকে যার ফলে যেকোনো সময় আপনার বড় ধরনের লসের মধ্য দিয়ে মার্কেট থেকে বিদায় নিতে হতে পারে। তাই ট্রেড করতে হবে সব সময় মানিম্যানেজমেন্ট জ্ঞানের আলোকে তা হলেই ঝুকি সর্বনিম্ন হবে পক্ষান্তরে লাভের সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে।
আমি বলবো বড় রিস্ক নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করা মানে আপনি রাতারাতি বড় লোক হবার জন্য বা বেশি বেশি মুনাফার আশায় খুব বড় লট ব্যবহার করে ট্রেড নিচ্ছেন আর এর ভয়াবহতা হতে পারে আপনার জন্য আপনার সব পুজি শেষ হওয়া কারন ভাল মার্কেট এনালাইজের পরেও ফরেক্স মার্কেট ১০০-২০০ পিপস বিপরীদে যাওয়া অস্বাভাবিক নয় ।
ফরেক্স মার্কেটের সবচেয়ে বড় দিক হচ্ছে এক দিনে মূলধন দ্বিগুন করা যায়,একারনে যদি কোন কিছু না বুঝে হুট হাট করে বড় রিস্ক নিয়ে ট্রেড করেন তাহলে আপানর ভাগ্য ভাল তাহলে কোটিপতি আর যদি ভাগ্য খারাপ হয় তাহলে আপনি সব কিছু হারিয়ে ফকির হয়ে যাবেন । যে কোন কাজ বড় রিস্ক নিযে না করে অল্প রিস্ক নিযে করা উচিত। এতে আপনি এ ব্যবসাতে সফলতা পাবেন।
ফরেক্সের ব্যসায়ে লাভ লস থাকবেই *তবে আপনার যেন লস কম হয় সেদিকে লক্ষ রাখাতে হবে । যদি কোন কিছু না বুঝে হুট হাট করে বড় রিস্ক নিয়ে ট্রেড করেন তাহরে আপানরর যদি ভাগ্য ভাল তাহলে কোটি পতি আর যুদি ভাগ্য খারাপ হয় তাহলে আপনি সব কিছু হারিয়ে ফকির হয়ে যাবেন । যে কোন কাজ বড় রিস্ক নিযে না করে অল্প রিস্ক নিযে করা উচিত।
কথায় আছে লোভে পাপ পাপে মৃত্যু । আপনি ফরেক্স ব্যবসা করবেন , চাইতেছেন এক দিনে বড় লোক হয়ে যাইতে । আমি বলব ফরেক্স আপনার জন্য নয় । আপনি এখানে যদি ব্যবসা করতে চান তাহলে ঝুঁকি কম নেন । ভাল করে মার্কেট এনালাইস করেন । মার্কেট কতটুকু মুভ করতেছে তার উপর নির্ভর করে ট্রেড করেন । দেখবেন লস হওয়ার সম্ভাবনা কম । আর হলেও কম হবে । তাই রিস্ক কম নেওয়া উচিৎ ।
ব্রোকার হাউজ উভয়েই লাভবান হয়ে থাকি কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। আপনি যদি খেয়াল করে থাকেন তা হলে দেখবেন আপনি আমি যখন ট্রেড করি সেই সময় ট্রেডের শুরুতেই কিছু লসে ট্রেড ওপেন হয় আর এটি হল ব্রোকার কমিশন যার কারনে লসে ট্রেড ওপেন হয়। আর এই ব্রোকার কমিশনকে আবার সিস্টেম কমিশন বলেও অভিহিত করা হয়ে থাকে।
যখন কোনো ট্রেডার লস খাবে তখন লস কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। পারবে বলে আমার মনে হয় না তবে নিউজ সাইট পড়ে আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে ধারণা পাবেন। যা কাজে লাগিয়ে আপনি ট্রেড করতে পারবেন। ট্রেড করার জন্য শুধুমাত্র নিউজ সাইটের উপর নির্ভরশীল হলে চলবে না নিজের বিচার ক্ষমতাও থাকতে হবে। গুলো ব্রোকার পাবে।আর আমরা যে ট্রেড ওপেন করি সেখানে কমিশনের কারণে প্রথমে ট্রেড লসে যায়। সেই কমিশন গুলো ব্রোকারে যাবে।
বড় রিস্ক নিয়ে ট্রেড করার ভয়াবহতা হচ্ছে নিশ্চিত পুঁজি হারানো। কারণ ফরেক্স কখনোই নির্দিষ্ট একটা স্ট্রাটেজিকে ধারাবাহিকভাবে ফলো করেনা। তাই ওই ট্রেড লস হতেই পারে। যদি ট্রেড লস নাও হয়ে থাকে তাহলে একবার অস্বাভাবিক লাভ লোভের কারণ হয়ে দাঁড়াবে এবং পরবর্তীতে আরো বড় ঝুঁকি নিতে উৎসাহিত করবে তখন লস হবে পরিমানে আরো বড়। তাই ধারাবাহিক ব্যবসা করুন, জুয়া খেলতে যাবেন না।
বড় রিস্ক নিয়ে ট্রেড করার পরিনাম ভয়াবহ আমরা যারা অল্প পুজি নিয়ে ফরেক্স মার্কেটে আসি তাদের রিস্ক নেওয়া উচিত যদি রিস্ক নেন উচিত শিক্ষা পেতে হবে তবে মুলধন যদি বেশি হয় তাহলে ১ ডলারের একাউন্ট খোলা যায় তারপর ও আমি বলব ১ ডলারের একাউন্ট খোলাটা বেশি হয়ে যায় তাই আমি বলব অল্প পুজি দিয়ে অল্প অল্প প্রফিট করাটা অনেক ভাল ।
আজ আমি আমার জীবনের একি ঘটনা শেয়র করছি আপনাদের সাথে, আর যাই করুর কখোনোই ফরেক্স এ হাই রিস্কের ট্রেড দিবেন না, আমি নিজেই একবার এই ফাদে পোরেছি এবং আামার ১০০০ ক্যাপিটালের একাউন্ট লস কোরেছি। অল্প অল্প কোরে লাভ করুন তাও ভাল কিন্তু লোভ কোরে অধিক লটের ট্রেড দিয়ে লাভ হোলে তো ভালই কিন্তু লস হোলে গেলেন।
বড় রিস্কের ট্রেড কখোনোই করা উচিৎ না। আমার দেখা মতে এমন অনেকেই আছে যারা তাদের ক্যাপিটারের তুলনায় অনেক বড় বড় লট ব্যবহার করে। ফলে তাদের লাভ হিসেবে আসছে লস। আমার ক্যাপিটাল ২৫০ ডলার আর আমি ১ঃ১০০০ অথবা ১ঃ১৬০০ নিয়ে ট্রেড দিলাম ৫ ডলার অথবা ১০ ডলার মার্কেট উল্টো দিকে গেলেতো আমি এক মিনিটেই শেষ।
একজন সফল ট্রেডার বা দক্ষ ট্রেডার কখনো বড় রিক্স নিয়ে ট্রেড করে না । কেননা তারা জানে যে বড় রিক্স নিয়ে ট্রেড করা মানে বোকামি ছাড়া আর কিছুই না , তাই তারা এর থেকে বিরত থাকে । যারা বড় রিক্স নিয়ে ট্রেড করে তার মধ্যে অধীক অংশ মানুষেদের মধ্যে দেখা যায় যে , তারা লস এর শিকার বেশি হয়েছে ।
আমরা জানি ফরেক্স বিজনেস এ রিস্ক নিতে হয় সেটা স্বাভাবিক , কিন্তু এমন রিস্ক আমাদের না নেয়াটাই ভাল যাতে আমাদের মুল ক্যাপিটাল, আমাদের পুজি ফুরিয়ে যায়। বড় একটা রিস্ক নিলেই যে বড় ধরনের লাভ পাওয়া যাবে তা নয়। অনেক সময় দেখা যায় তা আমাদের জন্য বিপদ জনক। তবে এটা সত্য ফরেক্স নাম শুনলেই তার প্রতি মানুষের একটা কওতুহল জাগে। তাই আমি মনে করি রাতারাতি বড় হওয়ার চিন্তা বাদ দিয়ে আমরা বরং তা নিয়ে জানার চেষ্টা করি ।
বড় রিক্স নিয়ে ট্রেড করা যায় যদি একাউন্টে অনেক বেসি পরিমানে ডলার থাকে । এতে লস হলেও সব ডলার লস হবে না । কিন্তু ফরেক্সে রিক্স না নিয়ে কাজ করায় ভাল । বুঝে অল্প পরিমানে ট্রেড করে আস্তে আস্তে লাভ করা ভাল । এতে লসের সম্ভাবনা কম থাকে । বড় রিক্স নিয়ে ট্রেড করে লস বা একাউন্ট জিরো হয় তাদের যাদের অল্প ডলার থাকে একাউন্টে । অল্প ডলার নিয়ে ছোট ছোট ট্রেড করে লাভ করতে হয় ।
আমি মনেকরি এটা একটি বাজে অব্বাস ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় বর রিস্ক নিয়ে ট্রেড করা।আপনি যদি ফরেক্স মার্কেট এ ভালোভাবে ট্রেড করে জেতে চান তাহলে আপনাকে ভলিউম কমিয়ে ট্রেড করতে হবে।আপনি যদি বেসি লাভ এর আসাই বর ট্রেড করেন তাহলে আপনি ফরেক্স মার্কেট এ টিকে থাকতে পারবেননা।ফরেক্স মার্কেট এ সফল হতে হোলে আমাদের কে অবশ্যই আমাদের লোভ কে কনট্রোল করতে হবে।তাহলেই আমরা সফল হতে পারবো।
রিক্স নিয়ে ফরেক্স ব্যাবসায় ট্রেড করলে অনেক সময় বড় ধরনের লসের সম্মুখীন হতে পারেন।আসলে বড় রিস্ক নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করা মানে আপনি রাতারাতি বড় লোক হবার জন্য বা বেশি বেশি মুনাফার আশায় খুব বড় লট ব্যবহার করে ট্রেড নিচ্ছেন আর এর ভয়াবহতা হতে পারে আপনার জন্য আপনার সব পুজি শেষ হওয়া কারন ভাল মার্কেট এনালাইজের পরেও ফরেক্স মার্কেট ১০০-২০০ পিপস বিপরীদে যাওয়া অস্বাভাবিক নয়
বড় রিক্স নিয়ে কখনোই আমরা ট্রেড করব না । রিক্সের ট্র্রেড কখনোই সুফল হয় না । আমরা ভালোভাবে মার্কেট এ্যানালাইসিস করব তারপর এই ব্যবসা করব তাহলেই লাভবান হতে পারব । আমরা কখনোই ওভার ট্রেড করব না তাহলেই সফলকাম হতে পারব । সুতরাং আমরা কখনোই রিক্সের ট্রেড করব না তাহলেই আমরা সফলকাম হতে পারব ।
ফরেক্স একটি ট্রেড এবং এখানে লাভ - লস আছে । এই মার্কেটে দক্ষতার গুরুত্ব অনেক শেী । দক্ষরা বেশী লাভ করে এবং সভলতা পায় । তবে যারা বেশী রেক্স নিয়ে ট্রেড করে আনেক বেশী লাভের আশা করে তারা হয়তো সাময়িক সময়ের জন্য কিছু লাভ করে ঠিকি ,তবে কোন এক সময় সব হারায়ে নিঃস্ব হয় এবং মার্কেট হতে সরে পড়ে ।
হ্যা ভাই, আপনি ঠিক বলেছেন। ফরেক্স মার্কেট এ বড় ট্টেড করা অনেকটা ভয়াবহতা থাকে। অনেকটা ঝুকি থাকে বড় ট্টেডে। কারন বড় ট্টেড এ *যদি ভুল ট্টেড করে থাকেন তাহলে আপনার অনেকটা লস হয়ে যাবে এমকি আপনার একাউন্ট জিরো হয়ে যাবে মুহূর্তের মধ্যে। তাই আমরা বড় ট্টেড থেকে বিরত থাবক কম লটে ট্টেড করব।
আপনি না বুঝে ট্রেড করলেও হয়ত আপনি কিছু সময় ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারবেন। কিন্তু আপনি যদি অতিরিক্ত রিক্স নিয়ে ট্রেড করে থাকেন তাহলে আপনি ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারবেন না। যারা সফল ট্রেডার তারা কখনোই রিক্স নিয়ে ট্রেড করে না। তাই আপনি সফল হতে চাইলে আগে আপনি রিক্স ম্যানেজমেন্ট ঠিক রেখে ট্রেড করুন।
অহহিকাংশ মানুষ ফরেক্সকে মানি মেকিং মনে করে।তারা ট্রেড ওপেন করে মুল্ধনের বিপরিতে বড় রিস্ক নিয়ে ট্রেড ওপেন করে। ফলে দেখা যায় তারা বড় লস করে। তাই আমি মনে করি নতুন ট্রেডারদের রিস্ক না নিয়ে ছোট ছোট লটে ট্রেড ওপেন করা তাহলে লস কম হবে।
সব ব্যাবসাতেই রিক্স রয়েছে তেমনি ফরেক্স বিজনেস এ রিস্ক নিতে হয় সেটা স্বাভাবিক , কিন্তু এমন রিস্ক আমাদের না নেয়াটাই ভাল যাতে আমাদের মুল ক্যাপিটাল, আমাদের পুজি ফুরিয়ে যায়। বড় একটা রিস্ক নিলেই যে বড় ধরনের লাভ পাওয়া যাবে তা নয়। অনেক সময় দেখা যায় তা আমাদের জন্য বিপদ জনক। তবে এটা সত্য ফরেক্স নাম শুনলেই তার প্রতি মানুষের একটা কওতুহল জাগে। তাই আমি মনে করি রাতারাতি বড় হওয়ার চিন্তা বাদ দিয়ে আমরা বরং তা নিয়ে জানার চেষ্টা করি । তাতেই আমাদের লাভ হবে।
বড় রিস্ক নিয়ে ট্রেড করার ভয়াবহতা হচ্ছে নিশ্চিত পুঁজি হারানো। কারণ ফরেক্স কখনোই নির্দিষ্ট একটা স্ট্রাটেজিকে ধারাবাহিকভাবে ফলো করেনা। তাই ওই ট্রেড লস হতেই পারে। যদি ট্রেড লস নাও হয়ে থাকে তাহলে একবার অস্বাভাবিক লাভ লোভের কারণ হয়ে দাঁড়াবে এবং পরবর্তীতে আরো বড় ঝুঁকি নিতে উৎসাহিত করবে তখন লস হবে পরিমানে আরো বড় হবে। তাই ধারাবাহিক ব্যবসা করুন তাতে লাভ হবে।
আমি মনে করি ফরেক্স বিজনেস এ রিস্ক নিতে হয় সেটা স্বাভাবিক , কিন্তু এমন রিস্ক আমাদের না নেয়াটাই ভাল যাতে আমাদের মুল ক্যাপিটাল, আমাদের পুজি ফুরিয়ে যায়। বড় একটা রিস্ক নিলেই যে বড় ধরনের লাভ পাওয়া যাবে তা নয়। অনেক সময় দেখা যায় তা আমাদের জন্য বিপদ জনক। তবে এটা সত্য ফরেক্স নাম শুনলেই তার প্রতি মানুষের একটা কওতুহল জাগে। তাই আমি মনে করি রাতারাতি বড় হওয়ার চিন্তা বাদ দিয়ে আমরা বরং তা নিয়ে জানার চেষ্টা করি । তাতেই আমাদের লাভ হবে।