ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে একজন সদস্যকে অবশ্যই সিগ্নাল মেনে ফরেক্স মার্কেটে ট্রেড করা উচিত কারন ফরেক্স মার্কেটে যখন কোন নিউজ আসে তখন ফরেক্স মার্কেটের গতি অনেক বেড়ে যায় এই সময় যদি কেঊ ফরেক্স ট্রেড করে তবে তার খুব একটা লাভ হবে না বলে আমি মনে করি।
Printable View
ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে একজন সদস্যকে অবশ্যই সিগ্নাল মেনে ফরেক্স মার্কেটে ট্রেড করা উচিত কারন ফরেক্স মার্কেটে যখন কোন নিউজ আসে তখন ফরেক্স মার্কেটের গতি অনেক বেড়ে যায় এই সময় যদি কেঊ ফরেক্স ট্রেড করে তবে তার খুব একটা লাভ হবে না বলে আমি মনে করি।
আমার দেখা মতে অধিকাংশ সিগনাল যারো দেয় তাদের 99% ই ভূয়া। অনেকেই টাকার বিনিময়ে মারকেট এ সিগনাল বেচে। আর তারা ফেসবুক ও অন্যান্য সোসাল মিডিয়াতে তাদের লাভের স্কিনশট দেয়। এই স্কিনশট দিয়ে তারা মানুষ কে ধোকা দেয়। তারা রিয়েল একাউন্ট এ ঐ রকম ট্রেড করতে পারে না। তারা টাকার বিনিময়ে সিগনাল গ্রুপে আছেন তারাই জানেন যে কতটুকু লাভবান হচ্ছেন তারা। আমার মতে আরেকজনের সিগনাল এর পিছনে না ঘুরে নিজে আগে শিখুন কিভাবে মারকেট কে এনালাইস করতে হয়। তাহলে আপনি নিজেই লাভ করতে পারবেন।
ফরেক্স দেখতে যত সহজ মনে হয় আসলে এত সহজ না আমি মনে করি আপনাকে দুইভাবে ট্রেড করতে হবে কারো সিগনাল ট্রেড করতে হবে সে যে সিগনাল গুলো দিল সেগুলো এনালাইসিস করা সে এনালাইসিসের উপর নির্ভর করে নিজে নিজে ট্রেড শিখা তাহলে আপনার মার্কেট সম্পর্কে শিখতে সহজ হবে। ফরেক্স মার্কেটে আসতে হলে কারো মাধ্যমে আসতে হবে তাহলে ফরেক্স শিখতে সহজ হবে। আপনাদের মতামত জানান।
কারো সিগ্নাল এর উপর নিরভর করে ট্রেড করা ঠিক নয় । কারন যখন আপনি কারও সিগ্নাল আর উপর নিরভর করে ট্রেড করবেন তখন আপনি ১০০% সিওর হয়ে ট্রেড করবেন । ফলে বড় ধরনের লসের মধ্যে পরে জেতে পারেন । তাই কার ও সিগ্নাল দেখে উথসাহিত না হয়ে নিজের এনালাইসিসের সাথে মিলাইয়া ট্রেড করা উচিত ।
সিগন্যালের উপর নির্ভরশীল হওয়া মানে নিজেই নিজের একাউণ্টের ক্ষতি করা ।নিজে ফরেক্স ট্রেডিং ভালভাবে না শিখে অন্যর এনালাইস ফলো করলে লাভের চেয়ে লসের পরিমান বেশী হওয়া সাভাবিক ।তাই আগে নিজে শিখে অন্যর এনালাইস এর সাথে নিজেকে তুলনা করুন ।তারপর ট্রেড করুন ।
আমার মনে হয় অধিকাংশ ট্রেডার সিগন্যালের ওপর নির্ভরশীল। বন্ধুদের কথায় বা অপরিচিত লোকের কথায় ট্রেড করে। নিজে কোন অ্যানালাইসিস না করে কেউ বাই করতে বললেই বাই করে, সেল করতে বললে সেল করে। পরিনামে লস। আবার কেউ কেউ তো $১০০-$২০০ দিয়ে সিগন্যালও কিনে থাকেন। আমি মনে করি শুধু সিগনাল এর উপর নির্ভর করে না থেকে নিজে এনালাইসিস করে ট্রেড করার চেষ্টা করুন । আপনি একদিন না একদিন সফল হবেন ।
ফরেক্সে সিগনালের ওপর নির্ভরশীল হয়ে ট্রেড করা ঠিকক না। কারন ফরেক্স একটা আনপ্রেডিকটেবল বিজনেস যেখানে মার্কেটের পরবর্তী সুভমেন্ট কেউ বলতে পারেনা।এজন্য সবসময় চেষ্টা করতে হবে নিজে ভালোভাবেই অ্যানালাইসিস করে ট্রেড করার। হয়তো অন্যের অ্যানালাইসিস দেখলাম এবং তা থেকে শিক্ষা নিয়ে এবং নিজের অভিজ্ঞ তার আলোকে একটা নতুন অ্যানালাইসিস করে ট্রেড করলাম তাহলেই ভালো ফলাফল আসতে পারে বলে আমি মনে করি।
আমার মতে কোনো ভাবেই সিগন্যালের ওপর নির্ভরশীলতা করা উচিত নয় । কেননা আপনাকে যে সিগন্যাল দেয় সে যদি মার্কেট থেকে কোনো ভাবে আউট হয়ে যায় তখন আপনার ফরেক্স ক্যারিয়ার কি হতে পারে একবার ভাবুন তো । আপনাকে নিজে অ্যানালাইসিস করে ট্রেড করতে হবে ।
আসলে অন্যর উপরে নির্ভরশীলতা কখনোই কাম্য নয় । সিগন্যাল অনুসরণ করা যায় তবে বর্তমান যে জিনিসটা সবচেয়ে বেমি মাথায় রাখতে হবে তা হল নিজে যদি একজন দক্ষ ও অভিজ্ঞ ট্রেডার হওয়া যায় তবে অন্যরা আপনাকে অণুসরণ করবে স্বাভাবিকভাবেই । তাই নিজেকে এমন একজন ট্রেডার হিসেবে গড়ে তুলতে হবে যেখানে আপনি অন্যজনকে নয় অন্যরা আপনার সিগণ্যাল অণুসরণ করবে ।
নিজে এনালাইসিস না করে অন্যের দেয়া সিগনাল ফলো করে ট্রেড করে উচিত না । আপনি যদি ফরেক্স মার্কেট থেকে আয় করতে চান তাহলে অনন্যার সিগনালের উপর নির্ভরশীল না হয়ে নিজে নিজে মার্কেট এনালাইস করুন । বেশির ভাগ নতুন ট্রেডাররা সিগন্যালের উপর নির্ভরশীল। তাই বেশির ভাগ নতুন ট্রেডাররা ফরেক্স মার্কেট থেকে ছিটকে পড়ে।
দি সিগন্যাল গুলো আসলেই সবসময় পারফেক্ট হত, তাহলে কেন সিগন্যাল প্রভাইডার তা বিক্রয় করছে? সে নিজে ট্রেড করেই তো বিল গেটস হয়ে যেতে পারে। সুতরাং, কারো কোন কথা শুনে বা চার্ট দেখে ঝোঁকের বসে ট্রেড করবেন না। নিজে যা বুঝেন, তা দিয়ে ট্রেড করার চেষ্টা করুন। আরও শেখার চেষ্টা করুন। কারন সিগন্যাল যে আপনাকে সবসময় সঠিক দিক নির্দেশনা দিতে সক্ষম হবে তা কিন্তু নয়
বর্তমানে ফরেক্স মার্কেটের জন্য নানা ধরনের সিগনাল অনলাইনে কিনতে পাওয়া যায় যার অধিকাংশই ভূয়া বলে আমি মনে করি । আপনি যদি নিজে এনালাইসিস না করে অনন্যার সিগনালের উপর নির্ভরশীল হয়ে মার্কেটে ট্রেড করেন তাহলে প্রথমত আপনি ফরেক্স শিখতে পারলেন না আর দ্বিতীয়ত আপনি অনন্যার সিগনাল ফলো করে লস করতে পারেন । তাই আমি বলব সিগনালের উপর নির্ভশীল না হয়ে নিজের একটি ট্রেডিং স্ট্র্যাটেজি তৈরী করুন । ধন্যবাদ ।
ফরেক্সে যারা নতুন ট্রেড করতে আসছে তারা কিন্তু প্রাইস বা মার্কেটের কৌশল ও গতিবিধি কোনো কিছুই না জেনে বুঝে আসছে৷সেহেতু তারা নতুন ট্রেডারগণ স্বাভাবিক ভাবেই প্রচুর লস করতে থাকবে৷তাই তারা দ্রূত প্রফিট করার লোভে পড়ে নানা রকমের লাল-নীল রংচঙ্গা বিকল্প,অন্যের তৈরি করা আহামরি পেইড সিগনাল খুজতে থাকে৷অথচ তারা কিন্তু জানেনা কোনো প্রকার সিগনাল,এক্সপার্ট এডভাইজার অথবা কোনো প্রকার সুপার-পার রোবোট ই বলেন না কেনো,স্বয়ং আপনি ব্যতিত অন্য কোনো কিছুই আপনাকে ১ টাকা প্রফিট দিতে পারবে না৷
সিগণ্যালের উপর নির্ভরশীলতা বাদ দিয়ে নিজের দক্ষতাকে সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে কাজে লাগাতে হবে । আমরা যারা ফরেক্স ট্রেডিং করি তারা জানি যে এই মার্কেটে ট্রেডিং করে টিকে থাকতে হলে আমাদেরকে অনেক বেশি পরিমাণে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দক্ষতাকে শাণিত করতে হবে । যে যত বেশি পরিমাণে দক্ষ তার কোন সিগন্যাল অণুসরনের প্রয়োজন হয় না ।
একটা কথা ভাবুন, যদি সিগন্যাল গুলো আসলেই সবসময় পারফেক্ট হত, তাহলে কেন সিগন্যাল প্রভাইডার তা বিক্রয় করছে? সে নিজে ট্রেড করেই তো বিল গেটস হয়ে যেতে পারে। সুতরাং, কারো কোন কথা শুনে বা চার্ট দেখে ঝোঁকের বসে ট্রেড করবেন না। নিজের এনালাইসিস কাজে লাগান, নিজের আত্ববিশ্বাস গড়ে তুলুন। এটা অবশ্য ঠিকে যে নতুনদের একটু আধটু হেল্প লাগবে, কিন্তু তার মানে এই না যে পরের উপর নির্ভরশীল হইয়ে যাবেন। তাই নিজের এনালাইসিস কাজে লাগেন।
আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমি বলবো ফরেক্স মার্কেট এ এক এক জন মানুষ একেক ভাবে ট্রেড করে।যেমন-- রোবট ব্যাবহার করে, সিগন্যাল ব্যাবহার করে,নিজের মেধা দিয়ে। আমার মতে ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য নিজের মেধাকে প্রাধান্য দেয়াই ভালো।কারন ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমরা যদি অন্য কিছুকে নি তাহলে আমরা হইত লস দিতে পারি। তাই ফরেক্স মার্কেট এ আমরা আমাদের মেধা দিয়ে ট্রেড করতে পারি এবং লাভ করতে পারি। তাই নিজের মেধাকে প্রাধান্য দিন।
সিগনালের ওপর ভিত্তি করে করে ট্রেড করা যায় যদি বিশ্বস্ত ব্রোকারের থেকে পাওয়া যায়,তবে আমার মতে নিজে মার্কেট অ্যানালাইসিস করে ট্রেড করা উচিত এতে কোন ঝুকি থাকে আর নিজের লেভেল টা বোঝা যায়,নিজের যাচাই করা যায়।তাই অন্যের দেওয়া সিগনালের ওপর ভরসা না করে নিজই মার্কেট অ্যানালাইসিস করে তবেই ট্রেড করা উচিত বলে আমি মনে করি।
ফরেক্স এ ট্রেড করার জন্য সিগন্যাল এর উপর নির্ভর না করাটাই সব থেকে বুদ্দিমানের কাজ হবে কারন এতে লস এর পরিমান অনেক হয়ে যেতে পারে ফরেক্স এ ট্রেড করার জন্য অনেক জায়গা থেকে অনেক সিগন্যাল পাওয়া যায় কিন্তু সব সিগন্যাল সব সময় সঠিক হয় না
সিগন্যালের ওপর নির্ভরশীলতা খুব ভালো নয় আমার মতে। কারণ সিগন্যাল তো আর সব সময়ে মিলে না। সিগন্যাল আমাদের কিছু সাহায্য করে এই পর্যন্ত। আপনাদের মতে কি? এটা কি আমাদের ১০০ এ ১০০ সঠিক সিগন্যাল দেয়।
অধিকাংশ ট্রেডার সিগন্যালের ওপর নির্ভরশীল। বন্ধুদের কথায় বা অপরিচিত লোকের কথায় ট্রেড করে। নিজে কোন অ্যানালাইসিস না করে কেউ বাই করতে বললেই বাই করে, সেল করতে বললে সেল করে। পরিনামে লস। আবার কেউ কেউ তো $১০০-$২০০ দিয়ে সিগন্যালও কিনে থাকেন। আমি মনে করি শুধু সিগ্নাল এর উপর নির্ভর করে না থেকে নিজে এনালাইসিস করে ট্রেড করার চেষ্টা করুন । আপনি একদিন না একদিন সফল হবেন ।
আমি মনে করি নিজের মত করে ট্রেড করা শিখতে চাইলে সিগন্যাল ফলো করেছেন তো মরেছেন। যদি আপনার লক্ষ্য থাকে শুধু প্রফিট করা তবে আপনি সিগন্যাল ফলো করতে পারেন। আর এমন অনেক পেইড সিগন্যাল প্রভাইডার আছে যাদের বেশ ভাল রকম সাকসেস রেইট। সিদ্ধান্ত আপনার।
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য কখনো কার সিগ্নালের উপর নির্ভর হয়া ঠিক না কারন ফরেক্স ট্রেড করার জন্য অনেক জায়গায় সিগ্নাল পাওয়া জায় এই সিগ্নাল গুল দিয়ে আমার মতে ট্রেড করা ভাল না।
অধিকাংশ ট্রেডার সিগন্যালের ওপর নির্ভরশীল। বন্ধুদের কথায় বা অপরিচিত লোকের কথায় ট্রেড করে। নিজে কোন অ্যানালাইসিস না করে কেউ বাই করতে বললেই বাই করে, সেল করতে বললে সেল করে। পরিনামে লস। আবার কেউ কেউ তো $১০০-$২০০ দিয়ে সিগন্যালও কিনে থাকেন। আমি মনে করি শুধু সিগ্নাল এর উপর নির্ভর করে না থেকে নিজে এনালাইসিস করে ট্রেড করার চেষ্টা করুন । আপনি একদিন না একদিন সফল হবেন ।
ফরেক্স মার্কেট সম্পূর্ন অনিশ্চয়তার মার্কেট।কোনো ট্রেডারের ক্ষমতা নেই যে ১০০% নিশ্চয়তা দেবে।তবে একটা ভালো ধারনা ভালো ট্রেডাররা দিতে পারে।আর ভালো ট্রেডার আর ভালো ইন্ডিকেটর প্রায় একই কথা বলবো।ভালো ইন্ডিকেটর ভালো নির্দেশকের ভুমিকা পালন করে ভালো নির্দেশনা দেবে।কিন্তু ১০০% প্রফিটের নিশ্চয়তা দিতে পারবে বলে আমার মনে হয় না।কিন্তু এসব সহ যদি নিজে ম্যানুয়ালি ভালো ট্রেডার হয়ে এসবের ওপর নির্ভরতা কমিয়ে দেওয়া যায় তবে ভালো হবে।
শুধুমাত্র সিগন্যারের উপর নির্ভর করে কখনই কারর ফরেক্সে ট্রেড করা উচিত না। হ্যা আপনি যদি ফরেক্স ট্রেডিং বিষয়ে এক্সপার্ট হয়ে থাকেন তবে সেক্ষেত্রে আপনি ট্রেড করার পূর্বে সিগন্যার ফলো করতে পারেন এবং আপনার ট্রেডিং সিদ্ধান্তের সাথে সিগন্যালের কতটুকু সদৃশ্যতা রয়েছে তা যাচাই করে নিতে পারেন কিন্তু শুধুমাত্র সিগন্যারের উপর নির্ভর করে ট্রেডিং সিদ্ধান্ত আত্মঘাতি হতে পারে বলে আমি কাছে মনে করি।
আমি মনে করি শুধুমাত্র সিগনালের উপর নির্ভর করে কখনই ফরেক্সে ট্রেড করা উচিত হবে না । তবে হ্যা আপনি যদি ফরেক্স ট্রেডিং বিষয়ে দক্ষ বা পারদর্শী হয়ে থাকেন তবে সেক্ষেত্রে আপনি ট্রেড করার আগে সিগনাল ফলো করতে পারেন। এবং আপনার ট্রেডিং সিদ্ধান্তের সাথে সিগনাল কতটুকু মিল রয়েছে তা যাচাই করে নিতে পারেন। তবে আমার ধারণা শুধুমাত্র সিগন্যারের উপর নির্ভর করে ট্রেডিং সিদ্ধান্ত আত্মঘাতি হতে পারে বলে আমি কাছে মনে করি।
কোনও সিগনাল অনুশরন করার আগে নিজে থেকেও একটু যাচাই বাছাই করা দরকার যে সিগনালটি কততুকু সঠিক, অন্ধের মত কোনও কিছুকেই অবুশরন করা থিক নয়। আপনি বিভিন্ন ধরনের সাইট পাবেন যেখানে ফ্রি সিগনাল দেয়া হয় আর সিগনাল পাওয়া মানেই যে সেটা আপনার টেক প্রফিত এ হিত করবে টা নয়, অরদারটি নেয়ার সময় অবসসই স্তপ লস ব্যাবহার করবেন।
ফরেক্স মার্কেট শেয়ার মার্কেটের মত আপ-ডাউন করে। বাজার কখন উপরে ওঠে আবার কখন নিচেয় নামে তা বলা মুস্কিল। এই ক্ষেত্রে ট্রেড করার জন্য দরকার সঠিক এনালাইসিস। কিন্তু অনেকে এনালাইসিস না করে অন্যের দেওয়া সিগনালের ওপর নির্ভর করে ট্রেড করে। কিন্তু অন্যের দেওয়া সিগনাল ভূল হতেও পারে। দেখা গেল কারোর কথায় বিশ্বাস করে ট্রেড করতে গিয়ে আপনার ট্রেড লসে চলে গেল। তাছাড়া ফোন কলের মাধ্যমে সিগনালটা পৌছাতে পৌছাতে অনেক দেরি হওয়ার কারণে সঠিক সময়ে সব সময় ট্রেড ধরা সম্ভব হয়ে ওঠে না। কারণ ফরেক্স মার্কেট কখনো স্থির থাকে না। তাই নিজেই সয়ংসম্পুর্ন হন। সঠিকভাবে মার্কেট এনালাইসিস করুন এবং সঠিক সময়ে ট্রেড ধরুন। অন্যের সিগানালের ওপর নির্ভরশীল না হয়ে ট্রেডিং এর নিয়ম মেনে ট্রেড করুন তাহলে অবশ্যই সফলতা আসবে।
আমার মনে হয় ফরেক্স মার্কেট এ সিগন্যালের উপর নির্ভর করে ট্রেড না করাই ভাল।ফরেক্স মার্কেট সব সময়ই আপ-ডাউন করে।কখন মার্কেট উপরে উঠে কখন নিচে নামে বোঝা মুশকিল।ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হল মার্কেট এনালাইসিস।মার্কে এনালাইসিস করে ট্রেড না করে অন্যর দেওয়া সিগন্যালের উপর নির্ভর করে ট্রেড করলে লস হবে।আপনি সিগন্যাল তখনই ফলো করবেন যখন আপনি মার্কেট এনালাইসিস করতে পারবেন।তখন আপনি এনালাইসিস করে সিগন্যাল ফলো করে দেখুন আপনার এনালাইসিস আর সিগন্যালের মিল কতটুকু।এটা যাচাই করার জন্য আপনি সিগন্যাল ফলো করতে পারেন।তবে সব থেকে বেটার উপায় হল সঠিক ভাবে মার্কেট এনালাইসিস করে সঠিক ট্রেডটা ধরা।অন্যর সিগন্যালের উপর নির্ভরশীল না হয়ে সঠিক নিয়ম মেনে ট্রেড করুন সফলতা পাবেন।
আমার মতে অন্যর সিগন্যাল এর উপরে ভরশা করা মোটেও উচিত নয়। কারন ফরেক্স এ ১০০% বলতে কিছু নাই। মার্কেট আপনার বিপরিতে যেতেই পারে। তাই আপনার উচিত অন্যর উপরে আশা না করে টেকনিক্যাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস কাজে লাগানো। আর ডেইলির ট্রেড ডেইলি ক্লোজ করতে হবে। মানিমেনেজমান্ট করে ট্রেড নিতে হবে। নিউজ প্রকাশ হবার পরে ট্রেড ওপেন করতে হবে।
ভাই এক্ষেত্রে আমিও আপনার সাথে একমত। কারও সিগন্যাল নিয়ে ট্রেড করা বা কাউকে অনুসরণ করা এটা একধরনের অলসতা। কারন আপনি যে কাজগুলো নিজে করতে পারবেন, সেক্ষেত্রে আপনি অন্যকে কপি করে ট্রেড করবেন, এটা সবথেকে বড় ভুল হবে একজন ট্রেডারের জন্য। আর এতে করে আপনি ট্রেডিং সম্পর্কে কোন কিছুই শিখতে পারবেন না।
ফরেক্স ট্রেডিং এ বিভিন্ন ট্রেডাররা অপরের দেওয়া সিগন্যাল অনুযায়ী ট্রেড করে প্রফিট অর্জনের চেষ্টা করেন। এতে করে ট্রেডাররা প্রকৃতপক্ষে নিজেদের অভিজ্ঞতা অর্জন থেকে পিছিয়ে পড়ে। কারণ অপরের সিগনাল এর উপর নির্ভর করে নিজের কোন প্রকার মার্কেট এনালাইসিস ছাড়াই ট্রেড করতে অভ্যস্ত হয়ে পড়েন। অন্যের সিগনাল অনুযায়ী কিছু কিছু সময় প্রফিট অর্জন হলেও বেশিরভাগ সময়ই ক্ষতিতে পড়তে হয়। কেউ যদি অন্যের সিগন্যালকে না কপি করে নিজেই বিভিন্ন এনালাইসিস সম্পর্কে দক্ষতা অর্জন করে, মার্কেট এনালাইসিস এর মাধ্যমে, সঠিক মানি ম্যানেজমেন্ট করে, নিজের অভিজ্ঞতা ও দক্ষতা অনুযায়ী ট্রেডে অংশগ্রহণ করে প্রফিট অর্জন করেন, তবে সেটাই বেশি ফলদায়ক।এজন্য প্রতিটি ট্রেডারের উচিত, নিজের অভ্যাস অনুযায়ী বা নিজের যোগ্যতা অনুযায়ী নিজস্ব ট্রেডিং স্ট্রাটেজি উন্নয়ন করে নিজেই নিজের সিগন্যালকে যাচাই-বাছাই করে ট্রেডে এন্ট্রি করা এবং কাঙ্ক্ষিত প্রফিট অর্জন করা। কারণ নিজের বুদ্ধিতে ক্ষতিতে পড়লে কষ্ট কম লাগে কিন্তু অপরের বুদ্ধিতে ক্ষতিতে পড়লে কষ্ট সীমাহীন।
ফরেক্সে বাজার এনালইসিস করাটা অত্যান্ত গুরুত্বপুর্ণ । ট্রেড করতে হলে আগে বাজার এনালাইসিস করতে হবে । সিগন্যালের উপর ভিত্তি করে কোন মতেই ট্রেড করা ঠিক হবে না । সিগন্যাল বলতে যেটা বুঝি ,অন্য ট্রেড করার সিস্টেম । তােই আরেক জনেরটা অনুস্বরন না করে নিজে এনালাইসিস করে ট্রেড করাই উত্তম ।
এনালাইসিস করে কাজ করলে ভূল হওয়ার পরিমাণ কমে এবং সফলকামী হওয়া যায়।সিগন্যাল মানে হলো কখন ট্রেড করলে ভালো হবে সেটাকেই বোঝায়।আর ফরেক্স মার্কেটে অনেক ট্রেডার অন্যের দেওয়া সিগন্যালের উপর ভরসা করে ট্রেড করে থাকে।নিজে মার্কেট সম্পর্কে ভালো করে কোনো এনালাইসিস না করে সেল করতে বলে সেল করে, বাই করতে বলে বাই করে।অন্যের সিগন্যালে ট্রেড করে যেটা কিনা একদমই ঠিক না।তাইআপনি যদি ফরেক্স মার্কেট থেকে আয় করতে চান তাহলে অন্যের সিগন্যালের উপর নির্ভরশীল না হয়ে নিজে নিজে মার্কেট এনালাইসিস করা উচিত তাতে লাভ করা যায় যেমন দক্ষতা অর্জন করা যায় পাশাপাশি নিজের উপর আস্থা বাড়ে।এর ফলে নিভর্রশীলতা কমে অনেকাংশে।
আমার মতে প্রত্যেক ট্রেডাররাই সিগনাল এর উপর নির্ভরশিল।সিগনাল দেখে ভালোভাবে মার্কেট এনালাইসিস করে ফরেক্স এ ট্রেড করলে ফরেক্স সফল হওয়া সম্ভব। তাই আমিও বলি যে সিগনাল দেখে মার্কেটের মুভমেন্ট দেখে তাই মার্কেটে ট্রেড করতে হবে।আর ভালোভাবে ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে এবং অনেকদিন ধরে ডেমো প্রাকটিস করতে হবে।
কথায় বলে নিজের বুদ্ধিতে ফকির হওয়াও ভালো। আর যেখানে টাকা ইনকাম করার মত জায়গা ফরেক্স, সেখানে কেন আপনি সিগনাল ব্যবহার করবেন..? আপনি যে সম্পর্কে জানতে চান, সে সম্পর্কে কারো উপর নির্ভর না হয়ে, আপনি বই পড়ুন অথবা এই প্রযুক্তির যুগে গুগলতো হাতের কাছেই। সেখান থেকেও আপনি জানতে পারবেন এবং নির্ভুল তথ্য পাবেন। কারণ নিজের বুদ্ধিতে আপন কাজ করলে সেটা ভূল হলেও তা থেকে কিছু হলেও শিখতে পারবেন। আর আপনার জ্ঞানও বাড়বে এবং বিবেচনা শক্তিও বাড়বে।নিজের যোগ্যতা কে কাজে লাগিয়ে যেটা করা হয়, সেটা যদি ভূলও হয় তবে সেটাই ভালো,তবু্ও সিগন্যাল ব্যবহার করে ফরেক্স না করাই ভালো বলে আমি মনে করি।
সিগন্যাল এর উপর নির্ভরশীল আমি নয়,অনেক এ আসেন এইটার উপর নির্ভরশীল ফলে নিজেরা মার্কেট এন্যালাইসিস এর পরির্বতে অন্য ট্রেডারদের উপর নির্ভর হয়ে পরেন,আমার মতে সিগন্যাল অনুসরণ না করে নিজেরা মার্কেট এন্যালাইসি শিখে এন্ট্রি নেওয়া উচিত,অন্যদের উপর আপনি কত দিন নির্ভর হয়ে থাকতে পারবেন,নিজে শিখে কিছু করলে তার ফল সারা জীবন পাওয়া যাই।
ফরেক্স একটি আন্তর্জাতিক অনলাইন ব্যবসা । তাই ফরেক্সে ট্রেড করার আগে অনেক কিছু চিন্তা করতে হয় ।অনেক ভেবে তারপর ট্রেড করতে হয় । এজন্য অনেকে ফরেক্সে ট্রেড করার আগে এনালাইসিস করে আবার অনেকে সিগন্যাল ফলো করে তবে সিগন্যাল ফলো করা ট্রেডারের সংখ্যা বেশি । এরা নিজেরা মার্কেট এনালাইসিস না করে অন্যের সিগন্যাল ফলো করে । আমি মনে এটা ঠিক নয় । নিজে মার্কেট এনালাইসিস করে ট্রেড করলে দক্ষতা বৃদ্ধি পাবে ।
ফোরেক্স মার্কেটে কখনেই সিগস্যালের উপর ভিত্তি করে ট্রেড করা উচিত হয়। আপনি দেখবেন আপনার সিগন্যাল শতকরা 40% কাজে দিচ্ছে কিন্তু ধীরে ধীরে আপনাকে শেষ করে দিয়ে ডেতে এই সগন্যালেন খুব বেশি গলে কয়েক সপ্তাহ লাগতে পারে মাত্রে।
ফরেক্স মার্কেটে অধিকাংশ ফরেক্স আর কোন না কোনভাবে সিগনাল এর উপর নির্ভর করে থাকে। কেউ ফ্রেন্ডের কথা শুনে ট্রেড করে কেউ বা রোবটিক্স সিগন্যাল ব্যবহার করে থাকে। এতে করে পরনির্ভরশীলতা বেড়ে যায় । ফরেক্স সম্পর্কিত অভিজ্ঞতা অর্জনের প্রতি অনীহা বেড়ে যায় যা আপনাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। অধিকাংশ সময় সিগনাল এর উপর নির্ভর করে ট্রেড করলে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই সিগনাল এর উপর নির্ভর না করে নিজে মার্কেট এনালাইসিস করে ট্রেড করাই উত্তম। নিজে নিজে এনালাইসিস করে ট্রেড করলে আপনি একসময় দক্ষ ট্রেডারের পরিণত হতে পারবেন। তাই একজন সফল ফরেক্স আর হতে হলে সিগন্যাল এর উপর নির্ভর করা যাবে না।