আমি সম্ভবত ৩ বার একাউন্ট জিরো করেছি। প্রথমবার ১৪ ডলারের একাউন্ট জিরো করি। ওটা ডিপোজিট করার দুদিনের মাথাতেই । পরের বার একাউন্ট জিরো হয় ৬-৭ মাস পর ৭৪ ডলারের একাউন্ট জিরো করি। তারপর ২-৩ মাস পর আবার একাউন্ট জিরো করে ফেলি।
Printable View
আমি সম্ভবত ৩ বার একাউন্ট জিরো করেছি। প্রথমবার ১৪ ডলারের একাউন্ট জিরো করি। ওটা ডিপোজিট করার দুদিনের মাথাতেই । পরের বার একাউন্ট জিরো হয় ৬-৭ মাস পর ৭৪ ডলারের একাউন্ট জিরো করি। তারপর ২-৩ মাস পর আবার একাউন্ট জিরো করে ফেলি।
আমি ফরেক্স মার্কেটে অনেক বার একাউন্ট জিরো করেছে কারন ফরেক্স মার্কেটে আমি যখন নতুন অবস্থায় ফরেক্স মার্কেটে ট্রেদ করতে আসি তখন আমার ফরেক্স মার্কেটে ট্রেদ করতে গিয়ে আমি অনেক বার একাউন্ট জিরো করেছি কারন ফরেক্স মার্কেটে প্রথমে ট্রেদ করতে আসলে একাউন্ট জিরো হয় সবার কয়েকবার ।
আমার জানা মতে ২ থেকে ৩ বার হয়েছে, প্রথম বার হয়েছিল যখন আমি ফরেক্স এ একেবারে নতুন, মার্জিন কাল নাম তখন আমি কিছুই জানতাম না. কিন্তু মার্জিন কল খাবার পর আমি প্রথম বুঝতে পারি, যে লিভারেজ বিষয় তা কি, মার্কেট অ লস হতে হতে ট্রেড এক সময় আমাদের ব্যালান্স কে অতিক্রম করে, এবং এক সময় আমাদের একাউন্ট সর্বপরি ০ হয়ে যায়.
আমি এই প্রায় দুই বছর যাবত ফরেক্সে ট্রেড করছি আর এই সময়ে আমি ফরেক্সে বেশ ভাল প্রফিট লাভ করতে সক্ষম হয়েছি পাশাপাশি মাঝে মধ্যে লস করেছি তোেব আমি আমার অ্যাকাউন্ট ব্যালেন্স কখনই জিরো করে ফেলিনি আর এর প্রধান কারন হল আমি সব সময় ফোেরক্সে ট্রেড করার সময় ট্রেডিং কেৌশল অনুসরন করে তবেই ট্রেড করতে পছন্দ করি।
আর সকলের মতো আমি বেশ কয়েকবার আমার অ্যাকাউন্টে জিরো ব্যালেন্স করেছি অর্থাত পুরো একাউন্টে লস আর লস করেছি।তবে আমি কয়েকবার জিরো করার কারনে এখন অনেক অভিজ্ঞাত অর্জন করেছি।এই অভিজ্ঞাত কারনে বর্তমানে ট্রেড সম্পর্কে ভালো ধারনা তৈরী হয়েছে ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো কিছু করতে পারবো।
ফরেক্স মার্কেটে একাউন্ট জিরো হয়েছ একবার, তবে তখন আমার ডলার কম ছিল। ফরেক্স ব্যবসা যদি মার্কেট এনালাইসিস করে ট্রেড করতে পারি তাহলে লস হওয়ার সম্ভাবনা কম থাকে। এখন আমার একাউন্ট জিরো হওয়ার আসনকা কম। এখন আমি বোনাস দিয়ে ট্রেড করছি। আসা করি ভাল টাকা প্রফিট করতে পারব। ধন্যবাদ।
আমি ফরেক্স মার্কেটে একজন নতুন সদস্য। আমি যখন একাউন্টে ট্রেড করি তখন প্রথম দিকে কিছু প্রফিট করতে পেরেছি কিন্তু এক সময় না বুঝে ট্রেড নিয়ে একাউন্ট শূন্য করে ফেলি। তবে
আমি মনে করি নিয়ন্ত্রিত ট্রেডের মাধ্যমে প্রফিট করা সম্ভব যদি কোনে লোভে পড়ে ট্রেড না করি।।।
আমি 3-4 বার ফরেক্সে একাউন্ট জিরো করেছি। আর এটা থেকে যে জ্ঞন অর্জন করেছি তা আমার সামনের পথ চলতে সহায়তা করবে। এই জ্ঞান থেকে একটা বিষয় শেয়ার করি, যেটা হল ট্রেড করবার সময় লং ট্রে করাটাই ভাল।
আমি অনেকবার এ্যাকাউন্ট জিড়ো করেছি । যতবার এ্যাকাউন্ট জিড়ো করেছি ততবারই চিন্তাযুক্ত হয়েছি । সুতরাং আমরা ধের্য্যের সহিত কাজ যদি করি তাহলে অবশ্যই সফলকাম হতে পারব । ধৈর্য্যের সহিত কাজ করতে পারলে অবশ্যই আমরা সফলকাম হতে পারব ।
আমি ফরেক্স মার্কেটে একেবারে নতুন তবে এখন পর্যন্ত আমার অ্যাকাউন্ট জিরো হয় নাই। অ্যাকাউন্ট জিরো হয় সেটা অনেক ক্ষেত্রে স্বাভাবিক । আর এটা আমাদের মেনে নিতে হয়। আমি ডেমো অ্যাকাউন্ট এ ভাল করেছি তাই আশা করি ফরেক্স এর রিয়েল ট্রেড এ ও আমার অ্যাকাউন্ট জিরো হবে না। আমরা যদি সঠিক এনালাইসিস এর মাধ্যমে ট্রেড করি তবে সেটা জিরো না হয়ে আরও উপরে যাবে।
ফরেক্সে একাউন্ট জিরো করা অনেক বেশ নিত্যনৈমত্তিক ব্যাপার হয়ে দাড়িয়েছে । আর আমি মনে করি যে একজন নতুন ট্রেডারের উচিত হবে যে এ ব্যাপারে প্রথম থেকেই সচেতেন থাকা । আমি একজন নতুন ট্রেডার হিসেবে যদিও এখনো একাউন্ট জিরো করিনি তবে আমি এক অভিজ্ঞ ভাইয়ের মাধ্যমে আগে থেকেই সতর্কবার্তা পেয়েছিলাম । তাই আমাদের সবার উচিত হবে এ ব্যাপারে প্রথম থেকে সচেতন হয়ে ট্রেড করা ।
আমি ফরেক্স এর রিয়েল ট্রেড এ একেবারে নতুন । তবে এখন পর্যন্ত আমার অ্যাকাউন্ট জিরো হয় নাই। অ্যাকাউন্ট জিরো হয় সেটা অনেক ক্ষেত্রে স্বাভাবিক । আর এটা আমাদের মেনে নিতে হয়। আমি ডেমো অ্যাকাউন্ট এ ভাল করেছি তাই আশা করি ফরেক্স এর রিয়েল ট্রেড এ ও আমার অ্যাকাউন্ট জিরো হবে না।
ফরেক্স মার্কেটে আসলে কয়েকবার একাউন্ট জিরো না করলে ট্রেডিং শেখা যায় না । আমি ফরেক্স *মার্কেটে এই পযর্ন্ত আমার ৫টি একাউন্ট জিরো করেছি । আরও ২টি প্রায় জিরো হবার পথে । তবে আমি আশাবাদী ফরেক্স মার্কেটে আমি একদিন সফলতা অর্জন করবই ।
আপনি জানতে চেয়েছেন আমি এ্যাকাউন্ট কতো বার জিরো করেছি । আসলে আমি একবার ও জিরো করি নাই । কেননা আমি এখন ও প্রযন্ত রিয়েল ট্রেডিং করি নাই । শুধু ডেমো দিয়ে ট্রেড করি ।
তবে ডেমো তেও এখন পযর্ন্ত ব্যলেন্স জিরো করি নাই । কারন আমি যখন ট্রেডিং করি তখন ঝুঁকি খুব কম নেই এ জন্য আমার ব্যলেন্স এখন পযর্ন্ত জির হয় নাই ।
ফরেক্স মার্কেট জিরো করা খুবই সহজ , কারন আপনি না বুজে ট্রাড করেন লস করবেন । ফরেক্স মারকেট লস করা খুবই কঠিন যদি আপনি ফরেক্স মার্কেট সম্পরকে ভাল করে জেনে ট্রাদ করেন । ফরেক্স মারেক্ট ভাল করে সিখে ট্রাদ করেন , প্রফিট লাভ করেন । আমি ফরেক্স এ এখন পর্যন্ত অনেক একাউন্ট জিরো করেছি কারন আমি এখন পর্যন্ত ফরেক্স এ সাফল্যতা বয়ে আনতে পারিনি
আমি ফরেক্স একজন নতুন ট্রেডার এ পর্যন্ত অনেকবার আমার একাউন্ট জিরো হয়েছিল , আমি এখন কিছু কিছু বুজতে পারি একাউন্ট জিরো হওয়ার কারন আমি আমার কমতি গুলো আখন থেকে দূর করার চেস্টা করি ।আশা করি সাম্নের দিন গুলোতে আমি একজন সফল ট্রেডার হিসেবে নিজেকে সামনে এগিয়ে নিতে পারব ।
আমি আসলে একজন নতুন ট্রেডার বলেই ডেমোতে ট্রেড করে নিজের দক্ষতা সৃষ্টির জন্য চেষ্টা করছি । আর দক্ষতা সৃষ্টি করা অনেক বেশি সহজ ব্যাপারটা কিন্ত তা নয় । আমি ডেমোতে একাধিকবার নিজের একাউন্ট জিরো করেছি । কেননা একজন নতুন ট্রেডার কিংবা পুরান ট্রেডার উভয়ই মার্কেটের প্রতিকুল অবস্থা কিংবা নিজের অদক্ষতার কারণে একাউন্ট জিরো করতে পারেন ।
আমি ফরেক্স ট্রেডিং এ দুই বার একাউন্ট জিরো করেছি। এর মুল কারণ হচ্ছে আমি ভাল এনালাইসিস করতে বার্থ হয়েছিলাম এবং আমার মানি ম্যানেজমেন্ট সঠিক করে করতে পারি নি এবং ফরেক্স নিউজ খেয়াল না করা। এই বিষয়গুলো লক্ষ না করায় আমার একাউন্ট জিরো হয়েছিল। ধন্যবাদ
প্রথম অবস্থায় ফরেক্স এ যে কেউই একাউন্ট জিরো করে ফেলে। আমি নিজেও কয়েকবার একাউন্ট জিরো করে ফেলেছি। তার কারন হল আমি প্রথমে ফরেক্স তেমন বুঝতাম না। তবে সময়ের সাথে আর ফরেক্স নিয়ে স্টাডী করার ফলে আমি এখন আর সেই লস করি না।
ভাই আমি ফরেক্স মাকেট করছি কিছু দিন ধরে আমি ফরেক্স মাকেটে একাউন্ট জিরো করেছি ৩ বার | তবে একাউন্ট জিরো করে আমি অনেক অভিগতা অজন করেছি আমার কিছু কিছু ভুল আমি বুঝতে পেরেছি | আশা করি ফরেক্স মাকেট থেকে আমি এবার আয় করতে পারব |
আমি ৬ বার একাউন্ট জিরো করেছি।এই ৬ বারে আমার ৬০০ ডলার মত নষ্ট করেছি।আমি এই লস করার পিছনে মার্কেট এ অনেক কিছু শিখেছি।আমি মার্কেট নিয়ে খুব বেশি লোভ করতাম আর তার জন্য আমার একাউন্ট ০ করেছি।আমি মানি ম্যানেজম্যান্ট মানতাম না।আর বেশি লোটে ট্রেড ওপেন করতাম।তাই একাউন্ট ০ হয়ে যেত।
আমি ৪ বার একাউন্ট ০ করেছি।ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে আমাদের একাউন্ট ০ করা যাবে না।কারন ফরেক্স হল অনেকটা টেস্ট ক্রিকেট খেলার মত।আপনি যদি মাঠে টিকে যান তাহলে রান অবশ্যই হবে।তেমন ফরেক্স মার্কেটে যদি আপনি একবার টিকে যেতে পারেন তাহলে আয় হবেই।
আমি ফরেক্স ট্রেড করছি অনেক দিন হল কিন্তু কখনোই আমার একাইন্ট জিরো হয় নি এবং অভিজ্ঞতার আলোকে বলছি ফরেক্স ট্রেডের সকল বিসয় অনুসরন করি তাহলে আমর একাইন্ট কভনো জিরে হবে না । আমি সব সময়ই ফর্কেস ট্রেডিং এ মার্কে এনালাইসস ছাড়া ট্রেড করিন্ । যারা মানি মেনেজমেন্ট ছাড়া কেউ রাব কবরেপারেনা।
ভাই আমি ফরেক্স নতুন তাই আমি এখন ফরেক্স থেকে আয় বা লস করি নাই আশা করি আমি ফরেক্স থেকে আয় করতে পারব | ফরেক্স থেকে আমার একাউন্ট জিরো হবে না ফরেক্স থেকে কিভাবে আয় করতে হবে তা আমি কিছুটা হলেও শিখেছি | আমি ফরেক্স করব আমার অভিগতা দিয়ে |
আমিই এক মাত্র বোকা মানুষ, আমি ফরেক্স এ রিয়েল একাউন্ট একবার জিরো করেছি। এখনও ওই জিরো একাউন্ট এ ইনভেস্ট করিনি কারন আর জিরো করার সখ নাই তাই। আগে ডেমোতে হিক্কা লই তারফর ইনভেস্ট--আন্নারা কি কন।
ফরেক্স এ এ্যাকাউন্ট জিরো করে নাই এমন লোক মনে হয় অনুবিক্ষন যন্ত্র দিয়েও খুজে পাওয়া যাবে না। ফরেক্স এর শুরুতে যারা নতুন আসে তারা সবাই কম বেশি এ্যাকাউন্ট জিরো করে ফেলে। আমিও আমার এ্যাকাউন্ট বেশ কয়েকবার জিরো করে ফেলেছি। তাই বলে হতাশ নই। ফরেক্স নিয়েই পড়ে রয়েছি। এখন আমি অনেকটা সফল। আগের মত এ্যাকাউন্ট জিরো করি না। বেশি প্রফিট করতে না পারলেও এ্যাকাউন্ট ধরে রাখতে পারি।
ফরেক্সে অ্যাকাউন্ট জিরো করে ব্যলেন্স শূন্য হওয়া খুবই স্বাভাবিক বলবো।আমি নিজেই এখন পর্যন্ত ২টা অ্যাকাউন্টে জিরো করেছি।আর কত ডেমো অ্যকাউন্ট যে জিরো করেছি তা আমার মনে নেই।আসলে ফরেক্স এমনি একটা ব্যবসা।যেখানে বিগেনার ট্রেডাররা স্বভাবতই অ্যাকাউন্ট জিরো করে।এজন্য এ বিষয়ে আমি চিন্তা করি না।
ফরেক্স এ করতে গেলে আপনার শিক্ষাগত যোগ্যতার তেমন দরকার না হলেও আপনার ইংলিশ সম্পর্কে ভাল ধারনা থাকে হবে। কারন ফরেক্স সম্পর্কে বিভিন্ন গুরুত্ব পুরন তথ্য এবং টিওটওরিয়াল গুলও ইংলিশ এই থাকে। এবং এর পাশাপাশি আপনাকে নেট কিভাবে ব্রাউজ করে সেই অভিজ্ঞতাও থাকতে হবে তা না হলে আপি কোনও গুরুত্ব পূর্ণ বিশয় কিভাবে খুজে বের করতে হয় তা পারবেন না।
ফরেক্স এ করতে গেলে আপনার শিক্ষাগত যোগ্যতার তেমন দরকার না হলেও আপনার ইংলিশ সম্পর্কে ভাল ধারনা থাকে হবে। কারন ফরেক্স সম্পর্কে বিভিন্ন গুরুত্ব পুরন তথ্য এবং টিওটওরিয়াল গুলও ইংলিশ এই থাকে। এবং এর পাশাপাশি আপনাকে নেট কিভাবে ব্রাউজ করে সেই অভিজ্ঞতাও থাকতে হবে তা না হলে আপি কোনও গুরুত্ব পূর্ণ বিশয় কিভাবে খুজে বের করতে হয় তা পারবেন না।
ফরেক্স এ করতে গেলে আপনার শিক্ষাগত যোগ্যতার তেমন দরকার না হলেও আপনার ইংলিশ সম্পর্কে ভাল ধারনা থাকে হবে। কারন ফরেক্স সম্পর্কে বিভিন্ন গুরুত্ব পুরন তথ্য এবং টিওটওরিয়াল গুলও ইংলিশ এই থাকে। এবং এর পাশাপাশি আপনাকে নেট কিভাবে ব্রাউজ করে সেই অভিজ্ঞতাও থাকতে হবে তা না হলে আপি কোনও গুরুত্ব পূর্ণ বিশয় কিভাবে খুজে বের করতে হয় তা পারবেন না।
ফরেক্সে অ্যাকাউন্ট জিরো করে ব্যলেন্স শূন্য হওয়া খুবই স্বাভাবিক বলবো।আমি নিজেই এখন পর্যন্ত ২টা অ্যাকাউন্টে জিরো করেছি।আর কত ডেমো অ্যকাউন্ট যে জিরো করেছি তা আমার মনে নেই।আসলে ফরেক্স এমনি একটা ব্যবসা।যেখানে বিগেনার ট্রেডাররা স্বভাবতই অ্যাকাউন্ট জিরো করে।এজন্য এ বিষয়ে আমি চিন্তা করি না।
ফরেক্স এ করতে গেলে আপনার শিক্ষাগত যোগ্যতার তেমন দরকার না হলেও আপনার ইংলিশ সম্পর্কে ভাল ধারনা থাকে হবে। কারন ফরেক্স সম্পর্কে বিভিন্ন গুরুত্ব পুরন তথ্য এবং টিওটওরিয়াল গুলও ইংলিশ এই থাকে। এবং এর পাশাপাশি আপনাকে নেট কিভাবে ব্রাউজ করে সেই অভিজ্ঞতাও থাকতে হবে তা না হলে আপি কোনও গুরুত্ব পূর্ণ বিশয় কিভাবে খুজে বের করতে হয় তা পারবেন না।
ফরেক্স এ করতে গেলে আপনার শিক্ষাগত যোগ্যতার তেমন দরকার না হলেও আপনার ইংলিশ সম্পর্কে ভাল ধারনা থাকে হবে। কারন ফরেক্স সম্পর্কে বিভিন্ন গুরুত্ব পুরন তথ্য এবং টিওটওরিয়াল গুলও ইংলিশ এই থাকে। এবং এর পাশাপাশি আপনাকে নেট কিভাবে ব্রাউজ করে সেই অভিজ্ঞতাও থাকতে হবে তা না হলে আপি কোনও গুরুত্ব পূর্ণ বিশয় কিভাবে খুজে বের করতে হয় তা পারবেন না।
আমি ফরেক্স এ একবার মানে প্রথম যে ডলার ডিপোজিট করেছিলাম সেই ব্যলান্সটা জিরো হয়ে ছিল ।ফরেক্স এ ব্যলান্স জিরো হওয়ার একমাত্র কারন হল অতিরিক্ত লোভ করা আর মানি ম্যনেজমেন্ট না দেখে ট্রেড ওপেন করা ।তার পর থেকে আর এরকম ভুল হয় না তাই ব্যলান্স জিরো আর হয় না ।
আমি ফরেক্স এ কত লস করছি তার কোন হিসাব নেই। অনেক বার আমি ফরেক্স এ লস দিয়েছি। তাই আমি এখন অনেকটা শক্ত হয়ে আমি এখন ফরেক্স করছি যাতে আমি এখন থেকে লস না দিই। তাই আমি ফরেক্স এ বুঝে শুনে করি আর এখন আমি লস করি না এবং ভবিষ্যতে যাতে লসটা কম করি তাই আমি ফরেক্স খুব ভাল ভাবে করছি।
ফরেক্স এ আমি নতুন । আমি এখনও রিয়েল আকাউন্ট খুলি নাই । তবে ডেমু আকাউন্ট খুলে অনুশীলন করতেছি । এখানে কখনো ব্যালেন্স জিরো হয় নাই । তবে আমি অনেক শুনেচি যে ফরেক্স এ ট্রেড করার সময় অনেকের ব্যালেন্স জিরো হয়ে যায় ।
আমি এখনও রিয়েল ট্রেড শুরু করি নাই, তবে ড্রেমো ট্রেড করতরছি। আমি লস করেছি কিন্তু এখনও ব্যালেন্স ০০ করি নাই। আশা করতেছি ভবিষতে যাতে রিয়েল ট্রেডে ব্যালেন্স ০০ না হয় সে জন্য ভাল ভাবে ফরেক্স আয়ত্ব করার চেষ্টা করছি।ডেমোর মাধ্যমে নিজের ভুল গুলো বের করে শিক্ষা নিচ্ছি। কিভাবে ভাল করা যায় যে বিষয়টা নিয়ে কাজ করতেছি। আশা করি ব্যালেন্স ০০ হবে না। ইনশা- আল্লাহ।
আমরা ফরেক্স ট্রেড করি শুধু প্রত্যশা করি লাভ হবে । আমি একজন নতুন ট্রেডার তাই পুরোদমে এখনো রিয়েল ট্রেডিং এ ট্রেড করি নি যার কারণে এখনো কোন একাউন্ট জিরো করিনি । আসলে লাভের প্রত্যশা করে আমরা কোনভাবেই লস করতে চাই না । একজন ট্রেডার যত বেশি পরিমাণে দক্ষ হতে পারবে সে ততবেশি পরিমাণে তার লসকে নিয়ন্ত্রনে রাখতে পারবে এবং লাভের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করতে পারবে । একজন ট্রেডারের কৈশল ও দক্ষতার উপরেই তার লাভ লস নির্ভর করে ।
আমি একবার অ্যাকাউন্ট জিরো করেছিলাম। তবে তা লাইভ অ্যাকাউন্টে,রিয়েল অ্যাকাউন্টে নয়।
ভাই আমি ফরেক্স মাকেট কিছু দিন ধরে করছি আমি ফরেক্স থেকে লাভ করতে পারি নাই আমি অনেক লস করছি | ফরেক্স মাকেট থেকে আমি একাউন্ট জ়িরো করছি ৫ বার ফরেক্স থেকে আমি আশা রাখি এক সময় আয় করতে পারব | তাই আমি ফরেক্স মাকেট করছি আর ফরেক্স করব |