-
ফরেক্স থকে আয় করা অর্থ আপনি কোন এজেন্টের কাছে বিক্রি করতে পারেন আবার নিজেরা গ্রুপ তৈরি করেও কেনাবেচা করতে পারেন। এছারা বিভিন্ন অনলাইন প্রেমেন্ট মেথর্ডে নিয়েও আপনি আপনার আয় করা অর্থ বিক্রি করতে পারেন। ফরেক্স উইড্রো আপনি অনেক ভাবেই করতে পারবেন তবে আমি স্ক্রিল ব্যবহার করি ।এছাড়া আপনি যদি চান ফরেক্স মার্কেট এর টাকা আপনি আপনার মাষ্টার কাটদিয়েও যেকােন বুথ দিয়ে ফররেক্স এর টাকা তুলতে পারেন।
-
ফরেক্স মার্কেট থেকে আয় করার মানি উত্তোলন করার জনন্য বিভিন্নন ধরনের পেমেন্ট ম্যেথড আছে।এদের মধ্যে উল্লেখ্যযোগ্য হচ্ছে পেইজা, স্ক্রিল, নেটলার, মানিবুকারস ইত্যাদি। এদের মধ্যে আবার নেটলার ও স্ক্রিল অনেক ভালো এবং সহজ পেমেন্ট ম্যাথড।কেননা নেটলার বা স্ক্রিল এর মাস্টারকার্ড দিয়ে আপনি বাংলাদেশের বিভিন্ন এটিএমর বুথ থেকে টাকা উঠান যায়। এছাড়াও ipdbse বা নেটেলার ব্যবহারকারী যদি কেউ ডলার কিনতে চায় সে ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা লেনদেন করা যায় যেমন আপনার বিকাশ, রকেট, নগদ ইত্যাদি থাকলে এর মাধ্যমে আপনি টাকা পাবেন।
-
ফরেক্স আমরা অর্থ দিয়ে শ্রম দিয়ে অনেক কষ্টে টাকা ইনকাম করি। এই অর্থ আমাদের সাবধানতা অবলম্বন করে তুলতে হবে। আপনি যে প্রসেস গুলোর কথা বললেন সেগুলোর অনেক গুলোই অবৈধ। আমাদের অবৈধ পথে গেলে চলবে না। সঠিক পথেই যেতে হবে। এজন্য আমরা নেটলার, স্ক্রিল ইত্যাদির সাহাজ্যে ব্যাংক থেকে টাকা তুলতে পারি। এটাই বেটার হবে।
-
ফরেক্স মারকেট থেকে আয় করা মানি অনেক ভাবে উত্তলন করা জায় যেমন ফরেক্স মারকেট থেকে আয় করার পর নেটেলার দিয়ে টাকা উত্তলন করা জায় বা স্ক্রিল দিয়ে টাকা উতলন করা জায় অনেক ভাবে ফরেক্স মারকেট থেকে আয় করা টাকা উত্তলন করা যাবে কন সমসা হয় না টাকা উত্তলন করতে গেলে । বর্তমানে ফরেক্স মার্কেট থেকে টাকা উত্তোলনের জন্য বিভিন্ন অনলাইন পেমেন্ট প্রসেসর রয়েছে । যেমন মানিবুকার্স, নেটেলার, পেয়জা ইত্যাদি । এই সকল পেমেন্ট প্রসেসরের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার আয়কৃত ডলার উত্তোলন করতে পারবেন ।
-
খরচ ছাড়া অর্থ উত্তলোনের কোন সুযোগ নেয়। কোন কোন কম্পানি বেশি চার্জ নিয়ে থাকে আর কোন কোন কম্পানি কম নিয়ে থাকে। তবে যারা অল্প উপার্যন করে থাকে তাদের জন্য অন্যদের কাছে বিক্রি করে দেওয়াই শাস্রই উপাই। অ্যাকাউন্টটি ফুটিয়ে উঠলে আমি হাল ছাড়ব না give আমি একদিন অবধি আমার ভুল খুঁজতে আরও বেশি অধ্যয়ন করব এবং আমি আশা করি যে আমি একজন প্রফেশনাল ব্যবসায়ী হয়ে যাব।
-
আমি ফরেক্স মার্কেটে নতুন। আর টাকা উত্তলন সম্পর্কে আমার ধারণা কম। আমি উত্তলন সম্পর্কে জানতে ও শিখতে চাই। আমি অনেক পরিশ্রম করবো এবং যে ভাবে উত্তলন করা যায় প্রতিটি ধাপ শিখতে চাই। এবং উন্নতি করতে চাই।।
-
আসলে টাকা উত্তলনে তেমন কোন ঝামেলা নেই । বলতে গেলে এটা একটা সহজসাধ্য ব্যাপার । আপনি অনলাইনভিত্তিক যেকোন একটা পেমেন্ট সিস্টেম এর সাথে নিজের লেনদেন করতে পারেন । এবং তাদের কাছে মাস্টার কার্ডের জন্য আবেদন করলে অল্পকিছুদিনের মধ্য আপনাকে দিয়ে দেবে ।তবে আপনার সেক্ষেত্রে ডলার ট্রানজেকশন রেট কিছুটা কম আসতে পারে। অন্যদিক আপনি চাইলে ব্যাংটাও অ্যাড করতে পারেন কিন্তু সেই প্রসেসটা একটু জটিলএবং সময় সাপেক্ষ।
-
ফরেক্স মার্কেটে আপনার লাভের অংশ যদি উত্তোলন করতে চান তবে আপনার মানি ব্রোকারের মাধ্যমে উত্তোলন করতে পারবেন। আর আপনার মানি এক সপ্তাহ অথবা ১০ দিনের মত সময় লাগতে পারে। আপনি যে প্রসেস গুলোর কথা বললেন সেগুলোর অনেক গুলোই অবৈধ। আমাদের অবৈধ পথে গেলে চলবে না। সঠিক পথেই যেতে হবে। এজন্য আমরা নেটলার, স্ক্রিল ইত্যাদির সাহাজ্যে ব্যাংক থেকে টাকা তুলতে পারি।
-
ফরেক্স মার্কেটে আমি নতুন ট্রেড করি এখনো উঠানোর মত টাকা আয় করতে পারি নাই তাই আমার টাকা উঠানোর সম্পর্কে তেমন ধারনা ছিলনা।
-
ফরেক্স মার্কেটে থেকে টাকা আয় করা যেমন সহজ তমেন কঠিন টাকা হাতে পাওয়া।কারন ফরেক্স উইড্রো আপনি অনেক ভাবেই করতে পারবেন তবে আমি স্ক্রিল ব্যবহার করি ।এছাড়া আপনি যদি চান ফরেক্স মার্কেট এর টাকা আপনি আপনার মাষ্টার কাটদিয়েও যেকােন বুথ দিয়ে ফররেক্স এর টাকা তুলতে পারেন।
-
আমাদের সাবধানতা অবলম্বন করে তুলতে হবে। আপনি যে প্রসেস গুলোর কথা বললেন সেগুলোর অনেক গুলোই অবৈধ। আমাদের অবৈধ পথে গেলে চলবে না। সঠিক পথেই যেতে হবে। এজন্য আমরা নেটলার, স্ক্রিল ইত্যাদির সাহাজ্যে ব্যাংক থেকে টাকা তুলতে পারি। এটাই বেটার হবে। আমরা ফরেক্স মার্কেট এ আমাদের কামান টাকা ভিবিন্ন ভাবে উত্তোলন করে থাকি। কিন্তু এই টাকা উত্তোলন কোরতে গেলে আমরা ভিবিন্ন সমস্যাই পরে থাকি।ফরেক্স মার্কেট এ টাকা কামানু সহজ কিন্ত।টাকা তোলা কষ্ট কর।
-
ফরেক্স মার্কেটে অর্থ উপার্জন এবং অর্থ উপার্জন করা এত সহজ। আমরা আমাদের বন্দুকের টাকা ফরেক্স মার্কেটে বিভিন্ন উপায়ে নিয়ে থাকি। কিন্তু যখন অর্থ উত্তোলনের কথা আসে তখন আমাদের বেশ কয়েকটি সমস্যা হয়: ফরেক্স মার্কেটে অর্থোপার্জন করা সহজ তবে অর্থ উত্তোলন করা কঠিন। আমরা সাধারণত ফরেক্স মার্কেট থেকে বিভিন্ন উপায়ে যেমন মাস্টারকার্ড, নেট্রাল বা স্ক্রিল অ্যাকাউন্ট থেকে অর্থ গ্রহণ করি।
-
ফরেক্স মার্কেট থেকে আয়কৃত প্রফিট উত্তোলন পদ্ধতি অনেকটা সহজ। বিভিন্ন ধরনের অনলাইন ব্যাংকের মাধ্যমে প্রফিট উত্তোলন করা যায়। ফরেক্স ট্রেডিং থেকে প্রফিটকৃত অর্থ উত্তোলনের বিভিন্ন মাধ্যম রয়েছে। বিভিন্ন রকম ট্রেডার বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে থাকেন। মূলত এটি সম্পূর্ণ ট্রেডারদের উপর নির্ভর করে যে তারা কোন পেমেন্ট মেথড দিয়ে অর্থ আদান-প্রাদন করে বেশী সুবিধা ভোগ করতে পারে। প্রতিটি পেমেন্ট মেথডের চার্জ ভিন্ন এবং সুযোগ-সুবিধাও ভিন্ন। আপনি অনলাইন প্রেমেন্ট মেথড, যেমন- MoneyBookers, Skrill, Nettler, Perfect Money, PayCo, Payonner etc.-এর যেকোনো একটি পদ্ধতি ব্যবহার করতে পারেন। এর সাথে বাংলাদেশের যেকোনো ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করে উক্ত প্রেমেন্ট মেথড এর মাধ্যমে প্রফিট উত্তোলন করতে পারবেন। আপনি আপনার সুবিধামতো এর যেকোনো একটি মেথড ব্যবহার করে প্রফিট কৃত অর্থ উত্তোলন করতে পারবেন এবং চাইলে এসব পদ্ধতিতেই আবার ডিপোজিট করতে পারবেন।
-
বিদেশী বাজারে উপার্জিত অর্থ আমরা সহজেই তুলতে পারি। আমাদের অবশ্যই ভাল কাজ করতে হবে এবং ফরেক্স মার্কেটের কিছু নিয়ম অনুসরণ করতে হবে। আপনি নেটলার, স্ক্রিল, পে সম্মান, পে পালের সাথে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে অর্থ তুলতে পারবেন। মাস্টারকার্ড আপনি বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন।
-
প্রচুর পরিশ্রমের সাথে আমরা ফরেক্সের জন্য অর্থ সংগ্রহ করি। এর থেকে বোঝা যায় যে আমাদের সতর্ক হতে হবে। আপনি যে পদ্ধতিগুলির কথা ভাবছেন তা অনেকগুলি অবৈধ। আমাদের বেআইনী পথে যাওয়ার দরকার নেই। আপনি সঠিক দিকে যেতে হবে। নেটেলার, স্ক্রিল ইত্যাদির সাহায্যে আমরা এর জন্য ব্যাংক থেকে নগদ তুলতে পারি। আরও ভাল হবে যে।
-
এটা আমার প্রথমে ফরেক্সে আসার সময় প্রশ্ন জেগেছিল। ফরেক্সে আমরা যে সকল প্রফিট অর্জন করিনি তা কিভাবে আমরা টাকা তে রুপান্তর করব? পরবর্তীতে এ বিষয়ে অভিজ্ঞতা অর্জন হল। ফরেক্স একাউন্ট থেকে থেকে আমরা স্কিল একাউন্ট ট্রান্সফার করি। যে প্রফিট উইথড্র করি, সেটা আবার স্ক্রিল একাউন্ট এর মাধ্যমে আমরা ব্যাংকে সেন্ড করি তারপর আমরা ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারি। এভাবেই আমরা প্রফিট থেকে টাকা উত্তোলন করতে পারি।
-
ফরেক্স মার্কেটে, লাভ করা অর্থোপার্জনের মতোই সহজ। ফরেক্স মার্কেটে, আমরা বিভিন্ন আকারে আমাদের কামানের অর্থ প্রত্যাহার করি। মূলধন প্রত্যাহার করার ক্ষেত্রে আমাদের বিভিন্ন বিষয় রয়েছে। বৈদেশিক মুদ্রার বাজারে অর্থ উপার্জন সহজ, তবে অর্থ উত্তোলন কঠিন is আমরা সাধারণত ফরেক্স মার্কেট থেকে বিভিন্ন উপায়ে যেমন মাস্টারক্রেড, নেট্রাল বা স্ক্রিল অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ প্রত্যাহার করি।
-
আমরা ফরেক্স মার্কেট এ আমাদের কামান টাকা ভিবিন্ন ভাবে উত্তোলন করে থাকি। কিন্তু এই টাকা উত্তোলন কোরতে গেলে আমরা বিভিন্ন সমস্যাই পরে থাকি।ফরেক্স মার্কেট এ টাকা কামানু সহজ কিন্ত।টাকা তোলা কষ্ট কর। আপনি যদি চান তাহলে আপনি আমপানর মাষ্টার কার্জদিও যেকোন বুথ থেকে টাকা তুলতে পারেন। তবে আপনার সেক্ষেত্রে ডলার ট্রানজেকশন রেট কিছুটা কম আসতে পারে। অন্যদিক আপনি চাইলে ব্যাংটাও অ্যাড করতে পারেন।
-
ফরেক্স মার্কেটে থেকে টাকা আয় করা যেমন সহজ তমেন কঠিন টাকা হাতে পাওয়া।কারন ফরেক্স উইড্রো আপনি অনেক ভাবেই করতে পারবেন তবে আমি স্ক্রিল ব্যবহার করি ।এছাড়া আপনি যদি চান ফরেক্স মার্কেট এর টাকা আপনি আপনার মাষ্টার কাটদিয়েও যেকােন বুথ দিয়ে ফররেক্স এর টাকা তুলতে পারেন।তবে আপনার সেক্ষেত্রে ডলার ট্রানজেকশন রেট কিছুটা কম আসতে পারে। অন্যদিক আপনি চাইলে ব্যাংটাও অ্যাড করতে পারেন কিন্তু সেই প্রসেসটা একটু জটিলএবং সময় সাপেক্ষ।
-
ফরেক্স েএকটি অনলাইন ভিওিক ব্যবসা । ফরেক্স থেকে টাকা উওোলন করা খুব সহজ । আপনি skrill বা neteller এর মাধ্যমে ফরেক্স থেকে টাকা উওোলন করতে পারবেন । বা আপনি অনলাইন ভিওিক যে কোনো মানি এক্সচেজ্ঞ কোম্পনি থেকে টাকা উওোলন করতে পারবেন ।
-
আপনি কোন এজেন্টের কাছে বিক্রি করতে পারেন আবার নিজেরা গ্রুপ তৈরি করেও কেনাবেচা করতে পারেন। এছারা বিভিন্ন অনলাইন প্রেমেন্ট মেথর্ডে নিয়েও আপনি আপনার আয় করা অর্থ বিক্রি করতে পারেন। এদের মধ্যে উল্লেখ্যযোগ্য হচ্ছে পেইজা,স্ক্রিল, নেটলার, মানিবুকারস ইত্যাদি।এদের মধ্যে আবার নেটলার অনেক ভালো এবয় সহজসহজ পেমেন্ট ম্যাথড।কেননা নেটলারের মাস্টারকার্ড দিয়ে আপনি বাংলাদেশের বিভিন্ন এটিএমর বুথ থেকে টাকা উঠাতে পারবেন।
-
বাংলাদেশ হিসেবে আমাদের এখনো টাকা উত্তোলন করাটা অত একটা সহজ নয়, কারণ আমাদের দেশে এখনো ইলেকট্রিক মানি মান্গেমেন্ট এর দিকে আমরা অনেক পিছিয়ে রয়েছি, এমনকি পেপাল পর্যন্ত আমাদের দেশে আজ পর্যন্ত চালু হয়নি. যেই কারণে, আমরা এখনো নেতেল্লের বেবহার করি, কারণ ইটা বেবহ্রা এসহজ এবং খুব সহজে কেনা বেচা করা যায়.
-
ফরেক্স মার্কেট থেকে আয় করার মানি উত্তোলন করার জনন্য বিভিন্নন ধরনের পেমেন্ট ম্যেথড আছে।এদের মধ্যে উল্লেখ্যযোগ্য হচ্ছে পেইজা, স্ক্রিল, নেটলার, মানিবুকারস ইত্যাদি। এদের মধ্যে আবার নেটলার ও স্ক্রিল অনেক ভালো এবং সহজ পেমেন্ট ম্যাথড।কেননা নেটলার বা স্ক্রিল এর মাস্টারকার্ড দিয়ে আপনি বাংলাদেশের বিভিন্ন এটিএমর বুথ থেকে টাকা উঠান যায়। এছাড়াও ipdbse বা নেটেলার ব্যবহারকারী যদি কেউ ডলার কিনতে চায় সে ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা লেনদেন করা যায় যেমন আপনার বিকাশ, রকেট, নগদ ইত্যাদি থাকলে এর মাধ্যমে আপনি টাকা পাবেন।.....
-
অর্থ উত্তলোনের কোন সুযোগ নেয়। কোন কোন কম্পানি বেশি চার্জ নিয়ে থাকে আর কোন কোন কম্পানি কম নিয়ে থাকে। তবে যারা অল্প উপার্যন করে থাকে তাদের জন্য অন্যদের কাছে বিক্রি করে দেওয়াই শাস্রই উপাই। আর neteller এর ডেবিট কার্ড নিয়ে এটিএম বুথ থেকে অর্থ উত্তলোন করতে পারে ২% ফি দিয়ে। আর ব্যাংকে অর্থ উত্তলোনের ক্ষেত্রে skrill ব্যাবহার করলে খরচ কম হবে। উত্তলোন তিন ডলার মতো। তবে মাঝে মাঝে বেশি অর্থ কেটে নেওয়ার অভিযোগ আছে skrll এর বিরুদ্ধে। তবে বাংলাদেশের জন্য neteller এবং skrill ই ভালো হবে।ব্যাংক অথবা মাষ্টার কার্ড এর মাধ্যমে টাকা উত্তোলন করতে পারেন। আমি সাধারনত এই পদ্ধতিতেই টাকা উত্তোলন করতাম। কিন্তু সময়ের সাথে সাথে অনেকের সাথে পরিচিতি বাড়াতে এখন আর উক্ত পদ্ধতি অবলম্বন করতে পারি না। কারন- কারো না কারো ডলার প্রয়োজান হয়। আমাদের দেশ হতে যেহেতু সরাসরি টাকা ডিপোজিট করার কোন সুযোগ নাই। তাই নেট টু নেটু আমাদের ডিপোজিট করতে হয়। তাই যার ডলার দরকার হয় আমি তার কাছে ডলার সেল করে দেই।
-
ফরেক্স মার্কেটে থেকে আয় করা টাকা উত্তোলন এর অনেক গুলো অনলাইন মানি মেথড আছে।তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি যা ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য যে ব্রোকারে একাউন্ট্ করেছে।উক্ত ব্রোকারে কি কি মানিমেথড সাপোর্ট করে।ধরুন আপনি ইন্সটাফরেক্স একাউন্টে করেছে।আর আপনি ডিপোজিট করতে চাচ্ছেন পারফেক্ট মানি মেথড দিয়ে।আপনি ডিপোজিট করতে পারবেন না।কারন ইন্সটাফরেক্স ব্রোকারে পারফেক্ট মানি মেথড সাপোর্ট করেনা।তাই আপনার প্রথম কাজ হলো আপনি যে ব্রোকারে একাউন্ট্ খুলবেন তার সাপোর্টকৃত যে কোন মানি মেথড দিয়ে ডিপোজিট করতে পারবেন।তবে নিটেলার ও স্কিলার মানি মেথড প্রায় বেশির ভাগ ব্রোকার সাপোর্ট করে।আপনি চাইলে এর যে কোন একটি একাউন্ট্ খুলে ডিপোজিট ও উইথড্রল দিতে পারবেন।
-
ফরেক্স মার্কেট থেকে আয় করা অর্থ আমি নেটেলারের মাধ্যমে উত্তেলন করে থাকি। আমার মতে সবার উচিত নেটেলারের মাধ্যমে উত্তেলন করা। কারন বাংলাদেশের প্রায় সব এটি এম বুথে নেটেলারের মাস্টারকার্ড দিয়ে টাকা তুলা যায়। যার ফলে ডলার ক্রয় করার ক্রেতা খুজতে হয় না।ট্রেড করেলাভ করতে পারলে সেই লাভের টাকা আপনি বিভিন্ন মাধ্যম দিয়ে তুলতে পারেন।তবে ব্যাংকের মাধ্যমে টাকা তুলতে গেলে টাকা তুলতে খরচ বেশি পড়ে যাই।আপনি স্ক্রিল বা পেপাল বা পেজা বা নেটলার দিয়ে টাকা তুলতে পারেন।