ফরেক্সে আমি নিজেকে বিগিনার পর্যায়ের অর্থাৎ নিউবি ট্রেডারই মনে করি। কারন আমার শেখার রয়েছে অনেক কিছু। রয়েছে অনেক ল্যাকিংস। পূর্নাঙ্গ ট্রেডার হয়ে উঠতে হলে আমার ল্যাকিংস গুলো কাটিয়ে উঠতে হবে। আমি মূলত কোনো নির্দিষ্ট ট্রেডিং পদ্ধতি ব্যবহার করিনা। নিজের মতো মার্কেট এনালাইসিস করে ট্রেড করে যাই। এতে কখনো সফলতা পাই আবার কখনো ব্যর্থও হই।