-
প্রথম বলে কথা আজও মনে আছে এবং মনে থাকবে। একাইন্টে ডলার নিলাম রিয়াল ট্রেড করব বলে ।সারাদিন লগইন করে দেখি ডলার আসে নাই্। আমার তো সময় কাঠেনা । রিয় া র ট্রেড করব। অবশেষে ডলার আসল বসে পড়লাম কোন পেযার ওপেন করব। ভাবতে ভাবতে eur/usd বাই করলাম । মার্কেট গেল সেলে । কেমন লাগে বলেন। অপেক্ষা করলাম লস রিকভার হয় না । শেষে ক্লজ করে দিলাম।
-
অামি প্রথমে এই ব্যবসা করার জন্য ডেমোতে ১ ডলার দিয়ে ট্রেড করি । অার রিয়েল ট্রেড করার জন্য ০.০১ দিয়ে ট্রেড করি । সুতরাং অামরা সকলে এই ব্যবসা করার জন্য লিভারেজ কমিয়ে নেব তাহলেই সফলকাম হব ।
-
ফরেক্স মার্কেটে আপনি যত খুশি তত লটে ট্রেড করতে পারবেন বলে আমি মনে করি তাই বলে আপনি যদি ফরেক্স ব্যবসা সম্পর্কে কণ জ্ঞান লাভ না করতেবপ রেন তবে আপনি ফরেক্স মার্কেটে খুব বেশি দিন টিকে থাকতে পারবেন বলে আমি মনে করি না তাই আগে আপনি ফরেক্স শিখেন।
-
আমি প্রথম .০২ লটে ট্রেড ওপেন করেছিলাম।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করছি এই মাস থেকে আমার ফোরাম একাউন্টে চার ডলার ডুখছে সে ডলার দিয়ে প্রথম ট্রেড করি এক সেনে। আমার ভাল প্রপিট হয়েছে এই সাপ্তাহ সহকারে দুই ডলার প্রপিট করেছি। আশা করি আগামিতে ভাল প্রপিট করতে পারব। এখনো ডেমো ট্রেড করি নতুন কিছু শিখার জন্য।
-
আমি ফরেক্স এ একজন নতুন ট্রেডআর মাত্র চার মাস ধরে আমি ফরেক্স এ ট্রেড করি। আমি প্রথমে ফরেক্স এ ২০ ডলার ডিপোজিট দিয়ে ট্রেড করা শুরু করি এবং আমার ট্রেড এর প্রথম লট সাইজ ছিল ০.০১ এরপরে আমি আরও বড় লট ওপেন করে ট্রেড করতে থাকি।
-
আমার ফরেক্স মার্কেট সর্বপ্রথম ট্রেড করেছিলাম ০.০৩ লডে তবে আমি অল্প প্রফিটে ক্লোজ করেদিয়ে ছিলাম আসলে আমি কোন এনালাইসিস করে ট্রেড নিতামনা নিজের মন মত ট্রেড করতাম তাই আমার একাউন্ট জিরো হতে বেশি সময় লাগে নাই অল্প কয়দিনে একাউন্ট জিরো হয়ে যায় তাই এখন আমি ফরেক্স মার্কেট এনালাইসিস করে ট্রেড ওপেন করি।
-
ফরেক্স মার্কেটে আমি প্রথম ০,০১ লটের মাধ্যমে ফরেক্স মার্কেটে ট্রেড ওপেন করেছিলাম ।আর এই ট্রেডে আমি অনেক লাভ করেছিলাম কিন্তু আমি একটা টেড করেছিলাম যা হচ্ছ ফরেক্স মার্কেটের অয়েল ট্রেড যা করে আমি আমার ফরেক্স মার্কেটের সব ব্যলেন্স হারিয়া ফেলেছি ।
-
ফরেক্সে আমি সর্বপ্রথম ২০ ডরার ডিপোর্জিট করে ট্রেড করতে শুরু করি এটি বলতে কোন বাধা নেই যখন আমি ফরেক্সে প্রথম ট্রেড করা শুরু করেছিলাম সেই সময় আমি ফরেক্স ট্রেডিংয়ের অনেক জটিল বিষয় সম্পর্কে অনেক ভাল জানতাম না তার পরও আমি সেই সময় মানিম্যানেজমেন্ট এবং মার্কেট অ্যানালাইসিস সম্পর্কে জানতাম আর আমার আজও মনে আছে সর্বপ্রথম আমি ০.০২ দিয়ে একটি ট্রেড ফরেক্সে ওপেন করেছিলাম।
-
আমি ফরেক্স মার্কেটে প্রথমে কম সেন্ট দিয়ে ট্রেড সুরু করি ০।০১ সেন্ট দিয়ে আমি প্রথমে ট্রেড করি তাপর ফরেক্স মার্কেটে ট্রেড করতে করতে অনেক সময় একটু বেশি দিয়ে ট্রেড করি তখন আকমার লস সুরু করি তাই প্রথম জা দিয়ে ট্রেড করি এই টা থাকা ভাল।
-
আমি ফরেক্স মার্কেটে প্রথম আমি 0.1 সেন্ট ভ্যালু ধরে ট্রেড ওপেন করেছিলাম। এবং লাভও হয়েছিল তখন আমার মনে হয়েছিল যে আমি পারবো ফরেক্স এ ব্যবসা করতে।
-
আমার যতটুকু মনে পড়ে আমার প্রথম ইনেভেষ্ট ছিল 10 ডলার। আর আমার প্রথম ট্রেড ছিল .01 সেন্ট দিয়ে। তখন রাতের নিউজের পরে ট্রেড ওপেন করেছিলাম। এবং সারারাত ট্রেডের টেনশনে ভাল ঘুম হয়নি। সকালে উঠেই কম্পিউটার অন করে দেখি (সঠিক মনে নেই) 1 ডলারের বেশি লাভ হয়েছে। সাথে সাথেই ট্রেডটি বন্ধ করে দেই।
-
আমি ডেমো ট্রেড করে যখন সফল হতে পেরেছিলাম তারপর আমি ডিপজিট করে ট্রেড করি এবংপ্রথম ০.০১ লটে ট্রেড করি।ডিপজ়িট বেশি থাকলেও প্রথম ট্রেড তাই খুব ছোট লটে ট্রেড ওপেন করেছিলাম তারপর একটু একটু করে বাড়াতে পেরেছিলাম।
-
আমি প্রথমে ডেমোতে ০.০৫ টাকা দিয়ে ট্টেড করেছিলাম। তারপর আমি ১.০০ টাকা দিয়ে ট্টেড করেছিলাম। এতে আমার কোন ঝুকি ছিল না। আর যখন রিয়েল এ ট্টেড করলাম তখন আমি ০.০১ টাকা লটে ট্টেড করেছি।
-
যদিও সঠিক মনে নেই তবে প্রথম দিনে ১০ সেন্ট এর ভলিউমে ট্রেড করেছিলাম বলে মনে হয়।পরে অবশ্য কম দিয়ে শুরু করলাম কারন ট্রেড করার জন্য লট সাইজ খুবই গুরুত্বপূর্ণ। তা না হলে মার্কেট থেকে ছিটকে পড়ারর সম্ভাবনা থাকে।
-
রিয়াল মার্কেটে সর্বপ্রথম ৮ ডলার ০.০১ লটে ট্রেড করেছিলাম।আমার পুজি খুবই কম ছিল তাই লট বেশি নেওয়ার সাহস ছিল না।তাছাড়াও যেহেতু ট্রেডে তখন অামি নতুন ছিলাম তাই লট বেশি নেওয়ার কোনো যুক্তিও অামার কাছে ছিল না।
-
আমি প্রথম ডেমোতে প্রাকটিস করেছি তারপর যখন রিয়ালে আসলাম তখন ০.০৩ লটে ট্রেড করলাম পরে আবার ভলিউম বাড়িয়ে দিয়েছিলাম প্রথমদিকে লাভ হলেও পরে আমার একাউন্ট লসে ক্লোজ হয়ে যায় পরে আবার শুরু করেছিলাম।
-
অবিশ্বাস্য হলেও সত্যি ডেমো চর্চা না করে ৫০ ডলার দিয়ে রিয়েল একাউন্ট করি আমি । আর প্রথম ট্রেড ওপেন করেছিলাম eurjpy তে লট ছিল ০.০১। একটা কারেন্সিতেই ১৫-২০ টি রানিং ট্রেড থাকত ০.১০-০.২০সেন্ট প্রফিট হলেই ট্রেড ক্লোজ করে দিতাম । সেই একাউন্টে ১১৪২ ডলার হয়েছিল, তারপর .........
-
আমি অনেক দিন ধরে ট্রেড করে যখন কোন প্রফিট পাচ্ছিলাম না তখন একসময় ১ লটে একটা ট্রেড দেই। কিন্তু আমার ভাগ্য ভালো সেই ট্রেড আমার প্রফীট এ এসছিল। তা না হলে সেই দেইন একাউন্টড় জিরো হয়ে যেত। আমরা কম লটে ট্রেড করলেই ফরেক্স টিকে থাকবো এবং প্রফিট করব।
-
আমাদের মত ক্ষুদ্র ট্রেডারদের জন্য লট সাইজ ০.০১ থেকে ০.০৫ এর মধ্যে নির্বাচন করা ভাল । এতে করে ব্যলেন্স শূন্য হওয়া থেকে রক্ষা পাওয়া যেতে পারে । প্রথমে আমি কত লট দিয়ে ট্রেড করেছিলাম তা মনে না থাকলেও আমি সাধারনত লট সাইজ ০.০১ থেকে ০.০৫ এর মধ্যে সীমাবদ্ধ রাখি ।
-
আমার রিয়েল একাউন্ট থেকে প্রথম ট্রেন্ডের লট কত ছিল মনে নেই তবে এখন আমি লট .০১ থেকে .০৪ পর্যন্ত লটে ট্রেড করি
-
প্রথম অবস্থায় আমি ০.০০১ লট সাইজে ট্রেড ওপেন করি । কারন আমার সবসময় একটা চিন্তা থাকত যে ভলিওম বেশি বাড়ালে যদি ব্যালেন্স খালি হয়ে যায় । এটার প্রধান আরেকটি কারন ছিল যেটা আমার টার্গেট ছিল শুধু পিপস কালেক্ট করা । কিন্তু একটা পর্যায়ে যেয়ে পরে লর্ট রাখি ০.০১ এবং কিছুদিন করার পর চিন্তা করলাম যে আমার ব্যালেস যাই থাকুকনা কেন এটার ২% লস করব এর উপরে না ।
-
আমি ফরেক্স মার্কেটে নতুন। তাই এখেনো পর্যন্ত আমি ট্রেড শুরু করিনি।
-
আমি প্রথম ডেমোতো ট্রেড ওপেন করি .০১ লটে ইউরোইউএসডি। এটা ছিল ইন্সটাফরেক্সএ।পরে একবার ১০০ ডলার ডিপোজিট করেছিলাম তখনও
০.০১ লটে শুরু করেছিলাম। তারপরের ইতিহাস সবার জানা। লট নাইজ বেড়ে গেল আর একাউন্ট জিরো হলো।
তারপর আর টাকা ডিপোজিট করিনি। এখন খুি ছোট লটে ট্রেড করি।
-
1 Attachment(s)
কেউ যদি ১৫৫০০$ দিয়ে ট্রেড করে তাহলে তার ম্যাক্সিমাম কত লটে ট্রেড করার কথা বলে আপনি মনে করেন? ০.৫০ লট বা ১ লট? কিন্ত যদি হাই রিস্ক নিয়েও ট্রেড করে তাহলে ২ লট? অথবা যদি সে চরম লেভেলের রিস্কি ট্রেডারও হয়ে থাকে তাহলে হয়ত ৩ বা ৪ লটে ট্রেড ওপেন করতে পারে। কিন্ত আজকে একজনকে দেখলাম ৮৪ লটে ট্রেড একসাথে ওপেন করতে। মানে তার ট্রেড মাত্র ২০ পিপ লস হলেই ১৫৫০০$ নাই হয়ে যাবে। আর যদি প্রফিটে যায় তাহলে একদিনেই হয়ত একাউন্ট ৪-৫ গুন করে ফেলত। কিন্ত তা আর হল না, একাউন্ট ০ করে বসে আছে। তাই সবাইকে বলব, রাতারাতি অনেক লাভ করে ফেলার চিন্তা যদি কারও থেকে থাকে তাহলে আপনার ক্ষেত্রে যে কোন সময় ঠিক এই ঘটনা ঘটতে পারে।
[ATTACH]15766[/ATTACH]