ফরেক্স এ স্কেল্পিং করে অল্প সময়ে খুব ভাল আয় করা যায়। কিন্তু সব সময় স্কেল্পিং করা ঠিক না। মার্কেট যে কোন সময় খুব বেশি উঠা নামা করে থাকে। তাই ভেবে বুঝে সাবধানে স্কেল্পিং করতে হবে।
Printable View
ফরেক্স এ স্কেল্পিং করে অল্প সময়ে খুব ভাল আয় করা যায়। কিন্তু সব সময় স্কেল্পিং করা ঠিক না। মার্কেট যে কোন সময় খুব বেশি উঠা নামা করে থাকে। তাই ভেবে বুঝে সাবধানে স্কেল্পিং করতে হবে।
স্ক্যা*ল্পিং দক্ষ ট্রেডারদের জন্য মোটামটি লাভ জনক পদ্দতি এটা সাদারনত ১৫ থেকে ২০ পিপ লাভ হয়, এই পদ্দতিতে ট্রেড করতে ছোট ছোট টাইম ফ্রেমে ট্রেড করতে হয়। স্কাল্পিং পদ্দতিতে অল্প পুঁজিতে ট্রেড করা যায় এবং প্রয়োজনে স্টপ লস/টেক প্রফিট ব্যবহার করতে পারেন।
ফরেক্স এ সবচেয়ে মজার একটি বিষইয় হচ্ছে স্কাল্পিং। স্কাল্পিং করে ভালো প্রফিট করা যায়। এখানে স্কাল্পিং করে দ্রুত প্রফিট নিইয়ে বের হয়ে আসা যায়। আর লং ট্রেড করে আপনাকে দীর্ঘ সময় মার্কেট এ অপেক্ষা করতে হবে ট্রেড এর জন্য। আর ট্রেড না পাইলে করা ও যাবে না।
স্কেল্পিং করে খুব বেশি আগাতে পারবেন না , কারন স্কেল্পিং হল শর্ট টাইম এর জন্য আর স্কেল্পিং যারা করে তারা আসলে মার্কেট এর ভাল সিগ্নাল বুঝতে পারবে না, ভাল সিগ্নাল ধরতে হলে অবশ্যই আপনাকে লং টাইম ইউস করতে হবে, তাছাড়া স্কেল্পিং ট্রেড যারা করে তারা লস টা বেশি খাই , কারন স্কেল্পিং এর জন্য কোন গ্রিন সিগ্নাল পাওয়া যাই না।
ফরেক্স মার্কেতের প্রতিটা ট্রেডেরই নিয়ম আছে।স্ক্যাল্পিং করতে গেলে আপনাকে দক্ষ ট্রেডার হতে হবে কারন স্কাল্পিং ট্রেডে বেশি ঝুকি থাকে।স্কাল্পিং ত্রেড সাধারনত ৫ থেকে ৩০ মিনিটের মধ্যে করা হয়ে থাকে।
স্কেল্পিং করে যদি আমরা লাভবান হতে পারি তাহলে অবশ্যই আমরা উন্নতি করতে পারব । যোো ট্রেডার যত বেশী দক্ষতা অর্জন করবে সে তত বেশী লাভবান হতে পারবে । অতএব আমরা সব সময় ফরেক্স ব্যবসা ধৈর্য্যের সহিত করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আর আপনারা লং ট্রেড করার চেষ্টা করেন তাহলেই আপনারাও লাভবান হতে পারবেন ।
প্রায় সকল ট্রেডারই কম বেশি স্ক্যাল্পিং করেথাকেন স্ক্যাল্পিং এর মাধ্যমে দ্রুত প্রফিট করা যায় তবে তার জন্য ভালো অভিজ্ঞতা থাকতে হবে।এ সময় মার্কেট অনেক বেশি মুভ করে তাই প্প্রফিট যেমন তাড়া তাড় হয় তেমনি এক্তু অসাবধান হলে একাউন্ট জিরো হয়ে যেতে পারে। স্ক্যাল্পিং এর জন্য সব সময় চোটো লটে ট্রেড করা ভালো।
স্ক্যপ্লিং করতে ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক জানতে হয় । অনেক দক্ষ হতে হয় তারপর আপনি যেভাবেই ট্রেড করুন না কেন সফল হবেন। স্ক্যপ্লিং করলে লাভ একটু বেশিই আসে। এই বেশি লাভের আশায় নতুনরা স্ক্যপ্লিং এর দিকে ঝুকে বেশি এবং সর্বশান্ত হয়। লোভ না করে ফরেক্স শিখায় মনোযোগী হলে আপনার ভবিষ্যত অনেক ভাল ।
ফরেক্স র্মাকেটে স্কেল্পিং অনেক আয় কার সম্ভব কিন্ত মার্কেটে সফল ট্রেডার দের একটি নীতি আছে ,সব সময় ধৈর্য সহকারে ট্রেড করা আর স্কেল্পিং কখন ও ধৈর্য সহকারে করা যায় না স্কল্পং হয় সাধারনত ৫ থেকে ১০ পিপস এর আর কম সময় অধিক লাভ করাকে স্কেল্পিং বলে এতে খুব কম সময় লাভ এবং খুব সহজেই একাউন্ট এর ব্যলেন্স জিরো হয়ে যায় তাই আমার মতে স্কেল্পিং করা উচিত না ।
ফরেক্সে স্ক্যাল্পিং খুব জনপ্রিয় । বিশেষ করে যারা নতুন ও কম বিনিয়োগ করে ট্রেড করব থাকে তাদের জন্য স্ক্যাল্পিং আদর্শ । স্ক্যাল্পিং করে শর্ট টাইম ফ্রেম সামান্য কয়েক পিপ্স এর জন্য ব্যবসায় করা হয় । আর মাদ্ধমে দ্রুত আয় করা সম্ভব ও কম ঝুঁকি নিয়ে আয় করা যায় । তবে স্কাল্পিংয়ে লোভ করা খুব বিপদজনক প্রমাণিত হতে পারে । আমরা যারা স্ক্যাল্পিং করি তারা নিজেরাও জানি না কখন লোভ আমাদের ওপর ভর করছে তাই আমরা অনেক বড় ঝুঁকি নেই ও অনেক বড় লসের শিকার হয় ।
স্কাল্পিং হল সর্ট টাইমে ট্রেডিং। অল্প সময়ে, অল্প লাভ করার জন্য এ ধরনের ট্রেড করা হয়ে থাকে। এ ধরনের ট্রেড এর সময় বেশি লাভের আশা করা ঠিক না।
আপনি স্কেল্পিং লিখে গুগল এ খুজেন দেখবেন অনেক গুল টেড ইং সিস্টেম পাবেন সে গুলোর মধ্যে যে সিস্টেম আপনার সাথে যাই সেই সিস্টেম দিয়ে আপনি টেড করেন । স্কেল্পিং করে আপনি ফরেক্স মার্কেট এ অনেক টাকা আই করতে পারবেন অনেক ভাল মানের টেড আর আছে যারা সুধু স্কেল্পিং টেড করে থাকে । অনেকে তাই স্কেল্পিং টেড ইং সিস্টেম বলে দেই সেই গুল দেখেন ভাল কাজ হই ।
স্কেল্পিং হচ্ছে অল্প সময়ের মধ্যে ট্রেড ওপেন করে কিছু লাভ হাতিয়ে নিয়ে ট্রেড ক্লোজ করা হতে পারে ১০-২০ পিপস। যেটি হয়ে থাকে ১ মিনিট, ৫মিনিট ও ১৫ মিনিটের মধ্যে, অভিজ্ঞদের জন্য এটি খুব জনপ্রিয়। আর লংট্রেড হল ১ ঘন্টার অধিক সময় ধরে ট্রেড করা।
এটা নির্ভর করে আপনি স্কেল্পিং এ কতটা দক্ষ তার উপর। আপনি যদি অভিজ্ঞ ট্রেডার হয়ে থাকেন এবং নিয়মিত স্কেল্পিং করেন তাহলে আপনি ভাল আয় করতে পারবেন। কিন্তু আপনি যদি স্কেল্পিং এ দক্ষ না হন তাহলে আপনার বিপদের সম্ভাবনাই বেশি। তাই রিয়েলে স্কেল্পিং করার আগে ডেমোতে স্কেল্পিং করে নিন। আর যারা নতুন তাদের স্কেল্পিং না করাই ভাল।
স্কেল্পিং হচ্ছে অল্প সময়ের মধ্যে ট্রেড ওপেন করে কিছু লাভ হাতিয়ে নিয়ে ট্রেড ক্লোজ করা হতে পারে ১০-২০ পিপস। যেটি হয়ে থাকে ১ মিনিট, ৫মিনিট ও ১৫ মিনিটের মধ্যে, অভিজ্ঞদের জন্য এটি খুব জনপ্রিয়। আর লংট্রেড হল ১ ঘন্টার অধিক সময় ধরে ট্রেড করা।
স্বল্প সময় ধরে ট্রেড করাটাই স্ক্যালপিং আর এই স্ব্যালপিং করে ফরেক্স থেকে দ্রুত আয় করা যায়।তবে তারজন্য আগে ভালোভাবে স্কালপিং শিখতে হবে।ছোটো টাইমফ্রেমে ৫-১০পিপস লাভ হলেই ক্লোজ করতে হবে।এভাবে যত ট্রেড নেওয়া যাবে এবং প্রতিটি ট্রেডেই যদি লাভ হয় তবে স্ব্যালপিং করেও ভালো আয় করা যায়।মূলত দক্ষ ট্রেডাররাই সফলভাবে স্ব্যালপিং করতে পারে।
আমি মনে করি যারা নতুন ট্রেডার তাদের জন্য স্কেল্পিং হল একটা ট্র্যাপ । কারন নতুন ট্রেডার ট্রেড করেতে আসে লাভ করতে চাই। ার তারা সবাই এই ট্র্যাপ এ পড়ে নিজেদের ইনভেস্ট হারিয়ে ফেলে। আমি মনে করি স্কেল্পিং করার সময় হল আপনি যখন দক্ষ ত্যরেদার হবেন তখন করলে লাভ করতে পারবেন ত না হলে আপনি লসস করবেন।
স্ক্যালপিং করে কত আয় করা যায় কখন স্ক্যালপিং করা যায় এসবের নির্দিষ্টতা নেই।আপনি চাইলে চব্বিশ ঘন্টার যেকোন সময় স্ক্যালপিং করতর পারেন। কেননা ফরেক্স মার্কেট সবসময় উঠানামা করে। তবে বাংলাদেশ সময় দুপুর দুটা থেকে রাত দশটা পর্যন্ত মার্কেটের মুভমেন্ট বেশি থাতে বলে এসময় স্ক্যালপিং করে প্রফিট করা সুবিধাজনক মনে হয়।
নতুন যারা আসেন এই মার্কেট এ তারা সবাই চান খুব দ্রুত প্রফিট করতে এবং তাদের ঝক থাকে স্কালপিং করার তাই আপনি যখন এমন চিন্তা করবেন তখন লোভ না করে সামান্ন লাভ করে খুসি থাকুন । আপনার লাভ টা নিতে স্টপ লস ব্যবহার করুন । তাহলে দেখবেন লাভ কম হলেও লস কম হছে । আর কম টাইম ফ্রামে দেখতে ভুল করবেন না, আর ভাল হয় যদি লং টাইম ফ্রামে ও দেখতে পারেন ।
স্কেল্পিং ট্রেড করে তেমন কোন প্রফিট করা সম্ভব নয় । এ্যাকাউন্ট যাবারই সম্ভবনা বেশী । অামরা তার চেয়ে লং ট্রেড করে নেব তাহলেই ঝুঁকি কম থাকবে । অামরা অবশ্যই এ্যানালাইসিস বেশী করে করার চেষ্টা করব তাহলেই অামরা লাভবান হতে পারব । অামরা দক্ষতা ছাড়া এই মার্কেটে পর্দাপণ করব না তাহলেই অামরা লাভবান হতে পারব ।
আমি নতুনদের স্ক্যাল্পিং করতে কখোনোও উৎসাহ দেইনা৷আমি নিজে স্ক্যাল্পিং করি না এবং সবাইকে তা করতে নিষেধ করি৷স্ক্যাল্পিং অত্যন্ত শর্ট ট্রেড এবং ছোট ছোট টাইম ফ্রেম-5,15,30 বা 60 মিনিটের চার্ট দেখে ট্রেড করতে হয় যা খুবই রিস্কি৷প্রচুর প্রফিট করা যায় সত্যি কিন্তু তা কখোনোই নতুন ট্রেডারদের জন্য প্রযোজ্য নয়৷কারণ তারা মার্কেটের গতিবিধি কিছুই জানে না৷বেশী লাভের লোভে পড়ে এই স্ক্যাল্পিং করে করে পুরো ব্যালেন্সটাই শুন্য করে ফেলে৷তাই স্ক্যাল্পিং চিন্তা বাদ দিয়ে লং টাইম ফ্রেমে ট্রেড করার অভ্যাস তৈরি করুন৷এতে প্রফিট কম হলেও আপনি একজন প্রফেশনাল ট্রেডার হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবেন৷মনে রাখবেন স্ক্যাল্পিং শুধুমাত্র দক্ষ ট্রডারদেরই শোভা পায়৷
স্কেল্পিং মানে ছোট ছোট ট্রেড করে টাকা আয় করা । অনেক ট্রেডাররা স্কেল্পিং করে করে অনেক টাকা আয় করে থাকে । আমি অনেক সময় স্কেল্পিং করে থাকি ও টাকা আয় করে থাকি । আমার মতে স্কেল্পিং করে অনেক টাকাই আয় করা যায় এর কোন লিমিটেড নাই । কারন ফরেক্স আনলিমিটেড একটা ব্যবসা ।
স্ক্লাপিং করে তারাতারি প্রফিট করা যায় ঠিক কিন্তু তা লং টার্ম এ মার্কেট দেখা উচিত। আমরা লোয়ার টাইম্ফ্রেম এ মার্কেট এনালাইসিস করলে স্কাল্পিং এ ধরা খাব। ফরেক্স টিকে থাকতে লং টার্ম এনালাইসিস এর গুরুত অপরিসীম।
স্কাল্পিং করে ছোট ছোট আয় করা যায়। আমার মতে লং ট্রেড করে বেশি আয় করা যায়। যদি ও লং ট্রেড এ অনেক সময় লাগে। একটা ট্রেড প্রফিট হতে ১০-১৫ দিন ও অনেক সময় লাগে। সেজন্য অনেকেই লং ট্রেড পছন্দ করেন না। তথাপি লং ট্রেড অই ভালো।
অমার মতে নতুন যারা আসেন এই মার্কেট এ তারা সবাই চান খুব দ্রুত প্রফিট করতে এবং তাদের ঝক থাকে স্কালপিং করার তাই আপনি যখন এমন চিন্তা করবেন তখন লোভ না করে সামান্ন লাভ করে খুসি থাকুন । আপনার লাভ টা নিতে স্টপ লস ব্যবহার করুন । তাহলে দেখবেন লাভ কম হলেও লস কম হছে । আর কম টাইম ফ্রামে দেখতে ভুল করবেন না, আর ভাল হয় যদি লং টাইম ফ্রামে ও দেখতে পারেন ।
ফরেক্স মার্কেটে স্ক্যাল্পিং করেও আপনি আকাউন্ট এর ব্যালেন্স বারাতে পারেন । আপনার ব্যালেন্স যদি ১০ ডলার এর মত হয় তাহলে আপনি সেখান থেকে দিনে ১-১.৫ ডলার প্রফিট করতে পারেন । তবে স্ক্যাল্পিং করার জন্যও আপনাকে ছোট ছোট টাইম্ফ্রেম গুলো এনালাইসিস করতে হবে । আপনি যত বেশি এনালাইসিস করে ট্রেড করবেন আপনার সফল হবার সম্ভাবনা তত বেশি বেড়ে যাবে এবং আপনি সময়ের সাপেক্ষে দক্ষ ও অভিজ্ঞ হয়ে উঠবেন ।
আমি যতটুকু বুঝি আপনি স্কাল্পিং করে প্রতিদিন অনেক প্রফিট করতে পারেন। এতে আপনাকে দক্ষ ট্রেডার হতে হবে। আপনার ব্যাল্যান্স কম থাকলে স্কাল্পিং করে ব্যাল্যান্স বাড়িয়ে নিতে পারেন। এতে আপনাকে কম টাইম ফ্রেম অর্থাৎ ১, ৫ এবং ১৫ অনুসরণ করতে হবে। তাহলে আপনি স্কাল্পিং করে অনেক প্রফিট করতে পারবেন। ধন্যবাদ
আসলে ফরেক্স ট্রেডিং রিস্কী ব্যবসা এটাতে অনেকে অল্প সময়ে বেশী প্রফিট পাবার আশায় আসেন এবং বিনিয়োগ করেন কিন্তু সমস্যা হয় যখন লোভ করেন। একটা কথা আমাদের সব মনে রাখতে হবে যে, অল্প সময়ে বেশী প্রফিটের আশায় স্ক্যল্পিং করেন। তবে স্ক্যাল্পিং অনেক বেশী পরিমানে রিস্কি এ পদ্ধতি শুধু তাদের জন্য যারা বেশ ভাল জ্ঞানী এবং অভিজ্ঞ ফরেক্স ট্রেড এর ব্যপারে। নতুনদের জন্য এটা একদম করা উচিত নয়।
যেকোনো ট্রেডিং সিস্টেম কে শর্ট টাইম ফ্রেমে ব্যাবহার করাই হলো স্কাল্পিং । অর্থ্যাৎ* আপনি যেই সিস্টেমে ট্রেড করেন তা এম১, এম৫ বা এম১৫ চার্টে ব্যাবহার করাকেই স্কাল্পিং বলে । স্কাল্পিং এবং দীর্ঘমেয়াদী ট্রেডিং এ কোনো পার্থক্য নেই । আপনি দীর্ঘ মেয়াদী ট্রেড করলে ট্রেড প্রতি আপনার লাভ বা লস হবে ১০০-২০০ পিপস্ এবং ট্রেড ক্লোজ হতে সময় লাগবে ১-২ সপ্তাহ । স্কালিং করলে ট্রেড প্রতি আপনার লাভ বা লস হবে ৫-১০ পিপস্ এবং ট্রেড ক্লোজ হতে সময় লাগবে ৫ মিনিট - ১ ঘন্টা । স্কাল্পিং এ রিস্ক অনেক বেশি । অভিজ্ঞ ট্রেডার ছাড়া স্কাল্পিং করা উচিৎ* না । দৈনিক আয় করা সম্ভব প্রতি ১০০ ডলারে ১০০x০.২০=২০ ডলার (২% রিস্কে) ।
আসলে আমি মনে করি স্ক্যাল্পিং ফরেক্স মার্কেটের জন্য একটা রিক্সি ব্যবসা। কারণ স্ক্যাল্পিং তারাই করতে পারে যারা ফরেক্স মার্কেট সম্পর্কে অধিক জ্ঞান ও পেশাদার ট্রেডার। কিন্তু নতুন যারা ট্রেডার তারা সাধারণত ফরেক্স সম্পর্কে তেমন একটা অভিজ্ঞতা নেই এবং ট্রেডিং কৌশলগুলো সম্পর্কে তারা খুব অজ্ঞ না। তাই আমি মনে করি তাদের জন্য স্ক্যাল্পিং মোটেও সঠিক নয়। যদিও স্ক্যাল্পিং করে অল্প সময়ে অধিক বেশি আয় করা সম্ভব। তাই স্ক্যাল্পিং শুধু তাদের জন্যই প্রযোজ্য যারা এই মার্কেট সম্পর্কে অধিক জ্ঞান ও দক্ষ।
অনেক ভালো ট্রেডার আছেন যারা স্ক্লাপিং করেও মাসে ১০০০ পিপ এর বেশি করতে পারছে। স্কাল্পিং কত আয় করা যাবে সেটা বলা যাবে না। কারন মার্কেট এর অবস্থা সব সময় একরকম থাকে না। মার্কেট এ আপনি অবস্থা বুঝে ট্রেড নিবেন। আর মার্কেট যখন ভোলাটাইল বেশি থাকে তখন স্ক্লাপিং করে বেশী লাভ করা যেতে পারে।
ভাই ফরেক্সে স্কালপিং করে আপনি প্রচুর ইনকাম করতে পারবেন। যদি স্কাল্পিং কি এবং কেমন করে করতে হয় এটা ভাল বুঝেন। তো ঘটনা হলো আপনি যদি ১ মিনিট অথবা ৫ মিনিটের চার্টে বা এগুলো টাইম ফ্রেম নিয়ে এখানে ট্রেড করেন, তাহলে আপনার ট্রেডগুলো খুব শিঘ্রই ক্লোজ হবে এটাই সুবিধা আরকি। আর এছাড়াও এই টাইম ফ্রেমগুলোতে বেশি পরিমাণে ট্রেড নিতে পারবেন। তবে দক্ষতা ও সিস্টেম ভাল থাকতে হবে আপনার।
স্কাল্পিং করে আপনি অনেক টাকা আয় করতে পারেন। এতে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। সবসময় আপনাকে মার্কেটে থাকতে হবে। আপনি যদি মার্কেট ভাল এনালাইসিস করতে পারেন তাহলে আপনি স্কাল্পিং করে অনেক টাকা আয় করতে পারেন।
স্কেলপিং করে সবাই লাভ করতে পারে না। কারন স্কেলপিং করতে হলে ফরেক্স সম্পর্কে অনেক ভাল ধারনা থাকতে হয়। ভাল ধারনা না থাকলে স্কেলপিং করে আপনি যা লাভ করবেন তার চাইতে বেশি লস করবেন। তাই আগে ভালভাবে ডেমোতে চেষ্টা করুন। সফল হলে রিয়েল এ শুরু করুন।
অবশ্যই আপনি স্ক্যাল্পিং করে আয় করতে পারবেন তবে এজন্য আপনাকে কঠোর অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করতে হবে। যখন আপনি এই মার্কেট সম্পর্কে ভালভাবে জ্ঞান অর্জন করতে সক্ষম হতে পারবেন তখন অবশ্যই স্ক্যাল্পিং করলে ভাল মুনাফা উপার্জন করতে পারবেন। এছাড়া আপনি যদি অল্প পরিমাণ দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে স্ক্যাল্পিং শুরু করেন যদি তাহলে আমার মনে হয় আপনি লস ছাড়া কিছুই উপভোগ করতে পারবেন না। এজন্য আমি মনে করি স্ক্যাল্পিং সবার জন্য প্রযোজ্য নহে। আপনি যদি স্ক্যাল্পিং করে প্রফিট করতে চান তাহলে আপনাকে প্রচুর পরিমাণে ডেমো ট্রেডিং এবং স্ট্রাডি করতে হবে।
স্ক্যাল্পিং সব সময় করা যায় । মার্কেট উঠলে ও করা যায় । মার্কেট নামলে ও করা যায় । সারা দিন রাত যখন ইচ্ছে তখন করা যায় । তবে স্ক্যালপিং করতে গেলে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনি স্ক্যাল্পিং করছেন । মার্কেট ধরে রাখলে লাভ হবে । এসব চিন্তা বাদ দিতে হবে । কারণ এটি এনালাইসিস করা হয় ৫ থেকে ২০ পিপ্স লাভ করার জন্য । তাই যে কোন সময় মার্কেট আপনার বিপক্ষে যেতে পারে ।
স্কালপিং করে অনেক আয় করা সম্ভব। কিন্তু আমি মনে করি সবচেয়ে ভালো লং ট্রেড করতে পারলে। কেননা লং ট্রেড ছাড়া মার্কেট এ টিকে থাকা সম্ভব না। সাময়িক সময় প্রফিট করা গেলেও মার্কেট এ টিকে থাকার জন্য আমদের লং ট্রেড এনালাইসিস করা উচিত।
আমার মতে ফরেক্স মার্কেটে আগে ভালোভাবে স্কালপিং শিখতে হবে।ছোটো টাইমফ্রেমে ৫-১০পিপস লাভ হলেই ক্লোজ করতে হবে।এভাবে যত ট্রেড নেওয়া যাবে এবং প্রতিটি ট্রেডেই যদি লাভ হয় তবে স্ব্যালপিং করেও ভালো আয় করা যায়। আপনার ব্যালেন্স যদি ১০ ডলার এর মত হয় তাহলে আপনি সেখান থেকে দিনে ১-১.৫ ডলার প্রফিট করতে পারেন । তবে স্ক্যাল্পিং করার জন্যও আপনাকে ছোট ছোট টাইম্ফ্রেম গুলো এনালাইসিস করতে হবে ।
স্ক্যাল্পিং হচ্ছে স্বল্প সময়ে ট্রেড করে মুনাফা উপার্জন করাই হচ্ছে স্ক্যাল্পিং এর কাজ। স্ক্যাল্পিং করে করে আয় করতে হলে আপনাকে আগে মার্কেট সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। তারপর টাইম ফ্রেম অনুযায়ী ট্রেডিং কৌশল শিখতে হবে, নিউজগুলো সঠিকভাবে পড়ে বুঝতে হবে। এছাড়াও বিভিন্ন ধরনের ইন্ডিকেটর ব্যবহার সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। এবং তার উপর নির্ভর করবে আপনি স্ক্যাল্পিং করে কত ইনকাম করতে পারবেন।
আপনি যেই সিস্টেম দিয়েই ফরেক্স করেন না কেন আপনি নিদিষ্ট করে লাভ করতে পারবেন না। কারন ফরেক্স এর লাভ কোন সিস্টেম এর উপর নিরভর করে হয় না। এখানে লাভ হয় মার্কেট এর মুভমেন্টের উপর ভিত্তি করে, মার্কেট জত নড়াচড়া করবে তত লাভ হবে।