-
ইনস্টা ফরেক্স এর একটা ফোরাম সাইট হচ্ছে বাংলা ফরেক্স। আপনি ফোরাম এ যত বেশি পোষ্ট করবেন তত বেশি ডলার পাবেন আর যে ফোরাম এ এই পোষ্ট করবেন সেই ফোরাম এর সাথে ইনস্টা ফরেক্স এর রিয়েল একাউন্ট যোগ করে দিবেন আর তার পরের মাসের ২/৩ তারিখ এর মধ্যে আপনার ফোরাম এর ব্যালেন্স ইনস্টা ফরেক্স এর রিয়েল একাউন্ট এ যোগ হয়ে যাবে।
-
ফোরামের বালেন্স ইন্সটা ফরেক্মএ যোগ করা হয় কারন বাংলা ফোরামের এই একাটাই সাইট ইন্সটা ফরেক্স । এই বোনাসের টাকা দিয়ে আপনি লাইভ ট্রেড করতে পারেন। আবার এর মাধ্যমে নগত অর্থ আয়ও করতে পারেন। ধন্যবাদ।
-
বাংলা ফরেক্সের বোনাস ইন্সটাফরেক্সে যোগ হয়। কারন এটা ইন্সটাফরেক্স এর একটি এস্পন্সর ফোরাম। ইন্সটাফরেক্স আমাদের দারুন একটি সুযোগ করে দিয়েছে। ফোরাম পোষ্টিং করে নতুনরা তাদের ডিপোজিট সংগ্রহ করতে পারে। নতুনদের ডেমো প্রাক্টিস শেষ হলে তারা যেন লাইভ ট্রেডিং-এ অংশগ্রহন করে বাস্তব ট্রেডিঙ্গের উপলব্ধি পেতে পারে সে জন্য ইন্সটাফরেক্স এ সুযোগ দিয়ে থাকে। আমি ইন্সটাফরেক্সকে আন্তরিক ভাবে অভিনন্দন জানাই।
-
এই ফোরামটি ছালু করা হয়েছে ইন্সটাফরেক্স এর মাধ্যমে।তাই আপনি যদি এই ফোরাম এ পোস্ট করে কোন বোনাস পান তাহলে সেগুলা ইন্সটাফরেক্স ফোরাম এ যোগ হবে।তবে কোন ডেমো একাউন্ট এ না।আপনার যদি ইন্সটাফরেক্স এ রিয়েল একাউন্ট থাকে তাহলে আপনার ওই একাউন্ট এ ডলার গুলা যোগ হয়ে যাবে।আমি ইন্সটাফরেক্স কে ধন্যবাদ জানাই তাদের এর সুন্দর সুযোগ এর জন্য।এর মাধ্যমে অনেকেই ফরেক্স মার্কেট এ ট্রেড করবে।
-
বাংলা ফরেক্স ফোরাম শুধু ইন্সটাফরেক্স এর একটি অংশ। এখানে অন্য ব্রোকার এর একাউন্ট যোগ করতে পারবেন না। আপনি শুধু ইন্সটাফরেক্স এর একটি লাইভ একাউন্ট ফোরাম এর সাথে যোগ করতে পারবেন। ফরেক্স এ আপনি ফোরাম এর ডলার প্রতি মাসেই পেয়ে যাবেন।
-
আপনার ফোরাম একাউন্ট এ্র্যাড আপনার নিজেকেই সেটা সেটিং করে দিতে হবে। ভাই বাংলা ফোরামের এই বোনাসের টাকাটা মাস শেষে আপনার এই ইন্সটাফরেক্সর লাইভ ট্রেডিং অ্যাকাউন্টে সরাসরি যোগ হবে। ফোরামের কতৃপক্ষ কিংবা অনার আপনার কাছ থেকে একটি ট্রেডিং একাউন্ট নাম্বার চাইলে আপনাকে সেই নাম্বারটি তাদেরকে দিতে হবে অথবা আপনাকে তাদের সাথে যোগাযোগ করতে হবে, তখন আপনি এখানেই ইন্সটাফরেক্সর লাইভ অ্যাকাউন্টে রিয়েল ট্রেড করতে পারেবন।
-
ভাই যেহেতু আমরা ইন্সটাফরেক্স ব্রোকারের মাধ্যমে বাংলা ফোরামে কাজ করি। সেহেতু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে বাংলা ফোরামের বোনাস ইন্সটাফরেক্স ব্রোকারে যোগ হয়ে থাকে। তাই আপনাকে সব সময় খেয়াল রাখতে হবে আপনি যদি ইন্সটাফরেক্স ব্রোকারের মাধ্যমে কোন ফোরামে কাজ করে বোনাস পেতে চান তাহলে সেই টাকা অবশ্যই উক্ত বোকারের মাধ্যমেই আপনি পেয়ে থাকবেন।
-
ফরেক্স বাংলা ফোরাম ইন্ট্রাফরেক্স এর একটি ফোরাম। সুতরাং একাউন্ট হতে হবে ইন্সট্রাফরেক্স ব্রোকারে এখানে উল্লেখ থাকে একাউন্টটি ফোরাম এফিলিয়েটেড হতে হবে এবং লেভেল ২ পর্যন্ত ভেরিফায়েড হতে হবে। আপনার প্রতিমাসের পোষ্টিং এর বোনাস যা হবে সেগুলো পরবর্তী মাসের ১০ তারিখের ভিতরে আপনার লাইভ ট্রেডিং একাউন্টে যুক্ত হবে। আপনি সেই বোনাস দিয়ে ট্রেড করে লাভ করার পর লভ্যাংশ টুকু তুলতে পারবেন। বোনাস পাওয়ার জন্য পোষ্টিং এর নিয়মাবলী ভালভাবে পড়ে বুঝে তারপর পোষ্টিং দেবেন তাহলে আপনার বোনাস পেতে সুবিধা হবে।
-
আমাদের এই বাংলা ফরেক্স ফোরামটি “ইন্সটাফরেক্স ব্রোকার” আয়োজিত৷তাই অবশ্যই ইন্সটাফরেক্স ব্রোকারে আপনার ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে হবে এবং এই অ্যাকাউন্টটি অবশ্যই এই ফোরামের আপনার প্রোফাইলের add account link থেকে খুলতে হবে৷যখন আপনার এই trading account এই ফোরামের সাথে সংযুক্ত হয়ে যাবে তখন আপনি যতদিন ফোরামে পোষ্ট লিখবেন ঠিক ততদিনই আপনার এই সংযুক্ত একাউন্টটিতে স্বয়ংক্রিয়ভাবে হিসাব মত বোনাস যোগ হতে থাকবে৷এই বোনাস দিয়ে আপনি এই ফোরামে আপনার প্রোফাইলে সংযুক্ত ট্রেডিং একাউন্টটিতে রিয়েল ট্রেড করতে পারবেন৷আর অ্যাকাউন্ট ওপেন করতে হলে অবশ্যই আপনি আপনার প্রোফাইলের add account link থেকে “forum portal” লিখে অ্যাকাউন্ট ওপেন করতে হবে৷একাউন্ট ওপেন করা,প্রোফাইলে একাউন্ট যোগ করা,পোষ্ট লেখা,বোনাস পাওয়া,বোনাস দিয়ে রিয়েল ট্রেড করা,প্রফিট উইথড্রো করা...ইত্যাদি বিষয়ে সংশ্লিষ্ট সকল শর্তাবলী নিয়ম কানুন ফোরাম থেকে ভালোভাবে জেনে নিবেন৷
-
বাংলা ফরেক্স ফোরাম এর ব্যালেন্স ইন্সটা ফরেক্স এর ট্রেডিং একাউন্ট এ যোগ হয়,অন্য কনো ব্রোকার এ এড হয়না,বাংলা ফরেক্স ফোরাম ইন্সটা ফরেক্স এর একটি সাইট,এর মারধমে আমরা পোস্ট এর বিনিময় ডলার ইনকাম করে তা দ্বারা ট্রেড করতে পারি
-
আপনি এখান থেকে যে বোনাস রাভ করবেন তা আপনি ইন্সটা ফরেক্স নামক ব্রোকারে ইনভেস্ট করতে পারবেন এবং সেখানে আপনি লাইভ ট্রেড করতে পারবেন লাইভ ট্রেড করে সেখান থেকে যে প্রফিট রাব করবেন তার পুরোটাই আপনি উঠাতে পারবেন তবে ফোরামের বোনাসের অর্থ আপনি কখনই উঠাতে পারবেন না।
-
আমরা জানি বাংলা ফোরামের বোনাস মানি সরাসরিভাবে চলে যাবে ইন্সটা ফরেক্স এর লাইভ অ্যাকাউন্টে এই বোনাস মানি আপনি কখনই তুলতে পাবেন না উইথড্র দিতে পারবেন না এই বোনাস মানি দিয়ে ট্রেড করে যতটুকু লাভ করবে তার সবটুকুই আপনি উইথড্র দিতে পারবেন এবং সেটা কনজাম করতে পারবেন বিস্তরিত জানার জন্য বাংলা ফোরামের নিয়ম কানুন দেখতে পারেন তাতে করে আপনার ধারনটা পরিষ্কার হবে।
-
ভাই forex-bangla বাংলা ফোরাম ইন্সটাফরেক্সের একটি সাইট। ফরেক্স বাংলার পোস্ট বোনাস শুধুমাত্র ইন্সটাফরেক্স এই এড করা সম্ভব। আমি যতদূর জানি এই এই বোনাস অন্য কোন প্রকার সাইটে আপনি অ্যাড করতে পারবেন না। অন্য কোন ব্রোকার ফরেক্স বাংলার এই সুবিধাটা প্রদান করেনা। তাই আমাদের মত মানুষদের কাছে ইন্সটাফরেক্স এর মূল্য অনেক বেশি। এবং আমরা ইন্সটাফরেক্স এর কাছে কৃতজ্ঞ। যে আমাদের এত বড় একটা অপরচুনিটি দিয়েছে।
-
বাংলা ফোরাম অর্থাৎ ফরেক্স বাংলা ইন্সটাফরেক্সের একটি সাইট বলে আমি জানি। আরো যতদূর জানি বাংলা ফোরামের পোষ্ট হতে প্রাপ্ত বোনাস শুধুমাত্র একটি ব্রোকারে ডিপোজিট করা যায় আর সেটি হলো ইন্সটাফরেক্স। অনেক ব্রোকার রয়েছে কিন্তু এর মধ্যে সবথেকে ইনস্টা ফরেক্স ব্রোকার আমাদের সবচাইতে বেশি সুযোগ সুবিধা দিয়ে থাকে। এই ব্রোকারে সবচেয়ে বেশি সিকিউরিটি পাওয়া যায়।
-
ফোরাম ইনস্টাফরেক্সের আওতাধীন তাই এই ফোরামে আপনি পোস্ট বাবদ যে বোনাস ডলার পাবেন তা আপনি কেবল মাত্র ইন্সটাফরেক্স নামক ব্রোকার হাউজেই ডিপোজিট করে ট্রেড করতে পারবেন আমার জানা মতে ঐ বোনাস ডলার অন্য কোনো ব্রোকার হাউজে নেওয়া সম্ভবপর নয় ।
-
বাংলাদেশ ফরেক্স ফোরাম ইনস্টাফরেক্সের এফিলিয়েট প্রোগামের একটা অংশ তাই স্বাভাবিকভাবেই এই ফোরাম থেকে আপনি যে পরিমান বোনাস পাবেন তা সবসময়ই সরাসরি ইন্সটাফরেক্স ব্রোকারে ডিপোজিট হবে। অন্য কোনো ব্রোকার এই ফোরামের অংশীদার নয়। আর তাছারা ইনস্টাফরেক্স ব্রোকার হলো এশিয়ার নাম্বার ওয়ান ব্রোকার।
-
ফরেক্স বাংলা ফোরামের বোনাস ইন্সটাফরেক্সের ট্রেডিং অ্যাকাউন্টে যোগ করা হয়। ফোরামের এই বোনাসের স্পন্সার হল ইন্সটাফরেক্সে। তাই এই ফোরামের বোনাস নিতে আপনাকে ইন্সটাফরেক্সে একটি অ্যাকাউন্ট থাকতে হবে। আর সেই অ্যাকাউন্টটি এই ফোরামের সাথে যুক্ত করতে হবে। এবং প্রতিমাসে আপনি যতগুলো পোস্ট করবেন সেই অনুযায়ী বোনাস প্রতি মাসের শুরুতে আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। এবং এই বোনাস দিয়ে ট্রেড করতে পারবেন এমনকি এর প্রফিট উত্তোলন করতে পারেবনে। এই বোনাস দিয়ে ট্রেড শুরু করার পর যদি আপনি প্রফিট করতে পারেন তাহলে উক্ত প্রফিট উঠাতে পারবেন।
-
বাংলা ফরেক্স হলো ইন্সটাফরেক্সের একটি ফোরাম সাইট। আপনি এখানে ফোরাম পোস্টিং করলে আপনার বোনাস ইন্সটা ফরেক্সের রিয়েল একাউন্টে যোগ করতে পারবেন। তবে তার জন্য আপনাকে ইন্সটা ফরেক্সে একটা রিয়েল একাউন্ট খুলতে হবে এবং ফোরামে সেটা এটাচ করতে হবে।
-
ফরেক্স বাংলা ফোরাম ইন্সটাফরেক্স ব্রোকার কর্তৃক পরিচালিত। সেকারনে ফরেক্স বাংলা ফোরামের পোস্টিং বোনাস ইনস্টাফরেক্স ব্রোকার এর অধীনে কোন ট্রেডিং একাউন্টে যোগ হয়। তাই ফরেক্স বাংলা ফোরামের পোস্টিং বোনাস পেতে হলে অবশ্যই ইনস্টা ফরেক্স ব্রোকারের ট্রেডিং একাউন্ট ফোরাম একাউন্টের সাথে লিংক করে দিতে হবে। ইন্সটাফরেক্সই একমাত্র ব্রোকার যারা গরীব এবং দরিদ্র ট্রেডারদের জন্য ফ্রি পোস্টিং বোনাস দিয়ে থাকেন। যাঁদের ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য পর্যাপ্ত মূলধন নেই বা মূলধন জোগাড় করার সামর্থ্য নেই তারা forex-bangla ফোরামে একাউন্ট খুলে পোস্ট করতে পারেন। তবে অবশ্যই এক ডিভাইসে একাধিক ফোরাম একাউন্ট বা ট্রেডিং অ্যাকাউন্ট ব্যবহার করবেন না। তাহলে সবকয়টি একাউন্টই ব্লক হয়ে যাবে।
-
বাংলা ফরেক্স ইনেস্তাফরেক্স এর একটি ফোরাম সাইট । আপনি ইনেস্তাফরেক্স এর লাইভ অ্যাকাউন্ট খুলবেন এবং মনে রাখবেন আপনার ফোরাম এর বনুস আমউন্ত সাই খানে জগ হবে । আপনার ফোরাম পোস্ট এর টাকা দিয়া আপনি লাইভ ট্রেড করে আপনার টাকা উত্তলন করে আয় করতে পারেন ।
-
বাংলা ফোরাম হচ্ছে ইন্সটাফরেক্স প্রদত্ত একটি সাইট, যেটা মূলত বাংলাদেশীদের জন্যই তৈরি করা যাতে করে আমরা খুব সহজে ফরেক্স ট্রেডিং সম্পর্কে প্রপার জ্ঞান ও ধারণা অর্জন করতে পারি, পাশাপাশি এখানে পোস্টিং করার মাধ্যমে বোনাস পেতে পারি, আর ফোরাম যেহেতু ইন্সটাফরেক্সের সাইট তাই ফোরামের বোনাস অবশ্যই ইন্সটাফরেক্সের লাইভ একাউন্টে যোগ করবেন, কেননা ফোরামের বোনাস কে লাইভ অ্যাকাউন্টে ডিপোজিট হিসেবে ব্যবহার করে লাইভ ট্রেডিং শুরু করতে পারবেন, এবং ট্রেডিং করে প্রফিট করা ডলার উইথড্র দিতে পারবেন, অন্যদিকে ডেমো অ্যাকাউন্ট হচ্ছে শুধুমাত্র ট্রেডিং প্র্যাকটিসের জন্য, ডেমো অ্যাকাউন্টে ট্রেডিং করে কোন প্রফিট আপনি উইথড্র করতে পারবেন না। তাই অবশ্যই ফোরামের বোনাস লাইভ একাউন্টে অ্যাড করবেন।
-
বাংলাদেশ ফরেক্স ফোরাম এর বোনাস ব্যালান্স মাস শেষে ইন্সটা ফরেক্স এর লাইভ অ্যাকাউন্ট এ জমা হবে। এর জন্য আপনাকে একটা লাইভ অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্ট নাম্বার আপনার ফোরাম এর প্রোফাইল এর সাথে যোগ দিয়ে হবে।
-
বাংলাদেশ ফরেক্স ফোরাম ইন্সটাফরেক্সের একটি এফিলিয়েট প্রোগ্রামের অংশ সেই হিসেবে আপনার ফোরামের সকল বোনাস সরাসরি ইন্সটাফরেক্স একাউন্টে পাবেন। এবং সেখান থেকে ট্রেডিং করে যতটুকু লাভ করবেন ততটুকুই উইড্র করতে পারবেন বোনাসের অংশটুকু বাদে।
-
বাংলা ফরেক্স হলো ইনস্টাফরেক্স এর একটি অংশ। আর ফোরামের সকল প্রকার বোনাস এখানেই যোগ হবে। এবং এখানে প্রদত্ত বোনাস দিয়ে আপনি রিয়েল ট্রেডিং শুরু করতে পারেন। তবে ফরেক্স ট্রেডিংএ বিভিন্ন প্রকার ব্রোকার আছে আর এই সকল ব্রোকারের মধ্যে নাম্বার ওয়ান ব্রোকার হলো ইনস্টাফরেক্স ব্রোকার। এশিয়ার অধিকাংশ ট্রেডারই এই ব্রোকার ব্যবহার করে থাকে। কেননা এখানে আপনি সকল ধরনের সাপোর্ট পাবেন খুব সহজেই। ধন্যবাদ
-
বাংলা ফরেক্স ফোরামটি ইন্সটাফরেক্স ব্রোকারের আওতাধীন ।তাই এই ফোরামের বোনাস আপনার ইন্সটাফরেক্স লাইভ ট্রেডিং অ্যাকাউন্টে যোগ হবে।তবে মনে রাখবেন এই ফোরামের বোনাস আপনার ইন্সটাফরেক্স লাইভ ট্রেডিং অ্যকাউন্ট খোলার সময় অ্যাফিলিয়েট কোডের ঘরে portalforum লিখতে হবে।তাহলে ইন্সটাফরেক্স লাইভ অ্যাকাউন্টে এই বোনাস যোগ হবে।
-
ভাই বাংলা ফরেক্স থেকে প্রাপ্ত বোনাস ইন্সতাফরেক্স এর ট্রেডিং অ্যাকাউন্ট এ জমা হয় । ইন্সতাফরেক্স হল এশিয়ার মধ্যে সবথেকে ভালো ব্রোকার । আর ইন্সতাফরেক্স আমাদের যে সুবিধা দিয়েছে বিশ্বের কোন ব্রোকার হাউস সেটা দেয় না । আমাদের সবার উচিত ইন্সতাফরেক্স এর প্রতি কৃতজ্ঞ হওয়া । কারণ ফরেক্স ট্রেডিং করতে সব থেকে প্রয়োজনীয় জিনিস হল ট্রেডিং ক্যাপিটাল । আর এই ক্যাপিটাল আমরা ইন্সতাফরেক্স থেকে বোনাস হিসেবে পাচ্ছি । তাই আমাদের উচিত ফোরামে অবাঞ্ছিত কথাবাত্রা না বলে ট্রেডিং সম্বন্ধীয় আলোচনা করা ।
-
বাংলা ফরেক্স ফোরামের বোনাস অবশ্যই ইন্সটাফরেক্সে ব্রোকার এর ট্রেডিং অ্যাকাউন্টে যোগ করবেন, কেননা বাংলা ফোরাম হচ্ছে ইনস্টা ফরেক্স ব্রোকারের একটি সাইট বা অংশ, এটা ইন্সটাফরেক্স আমাদেরকে সুবর্ণ সুযোগ হিসেবে প্রদান করেছে, যাতে করে আমরা ইন্সটাফরেক্সের বাংলা ফোরামে পোস্টিং শেয়ারের মাধ্যমে নিজেদেরকে দক্ষ ও অভিজ্ঞ করে তুলতে পারি পাশাপাশি এর মাধ্যমে আমাদেরকে যে বোনাস প্রদান করে থাকে সেই বোনাস দিয়ে রিয়েল ট্রেডিং করতে পারি, এবং ট্রেডিং করে প্রফিট করা ডলার উইথড্র করতে পারি।আর এর জন্য অবশ্যই আমাদেরকে ইনস্টা ফরেক্স ব্রোকারের কাছে কৃতজ্ঞ থাকা উচিত।
-
বাংলা ফরেক্স এর বালেন্স ইন্সটা ফরেক্মএ যোগ করা হয় কারন বাংলা ফোরামের এই একাটাই সাইট ইন্সটা ফরেক্স । এই বোনাসের টাকা দিয়ে আপনি লাইভ ট্রেড করতে পারেন। আবার এর মাধ্যমে নগত অর্থ আয়ও করতে পারেন। ধন্যবাদ।
-
বাংলা ফরেক্স ফোরাম নতুন ট্রেডারদের জন্য খুবই ভাল বাংলা ফরেক্স ফোরাম এর বোনাস সাধারনত ইনেস্তা ব্রোকারে জমা হয় এটা খুবই উন্নত মানের ব্রোকার।ফরেক্স বাংলা ফোরামের ব্যালেন্স ইনেষ্টাফরেক্স ব্রকার এ যোগ করি। এবং এই ব্যালেন্স দিয়ে ভাল ট্রেড করে আমরা টাকা উপার্যন করে থাকি আর আমরা যখন এই ব্যালেন্স এ ট্রেড করে লস খাই তখন আমাদের একটু কষ্ট হয়।ব্যালেন্স আমরা অনেক কষ্ট করে বাংলা ফোরাম পোষ্টিং দিয়ে বানিয়েছি তাই আমাদের উচিত ভাল করে এনালাইসিস করে তারপর ট্রেড করা দরকার।
-
আমি মনে করি না যে কেউ যে কোনও ঝুঁকির মুখোমুখি হয়ে ফরেক্স মার্কেটে বাণিজ্য করতে পারে এমন কোনও উপায় আছে কারণ প্রতিটি উপার্জন উপার্জনের জন্য আমরা ফরেক্স মার্কেটে নিয়ে যাই, আমরা আমাদের ঝুঁকি নিয়ে থাকি যেহেতু আমাদের পয়সা লাইনে দাঁড়ানোর আগে আমাদের দরকার হয় বাণিজ্য যদি আমাদের দিকে চলে যায় তবে কোনও লাভ করুন, তবে এটি করার জন্য আমাদের অবশ্যই আমাদের সিস্টেম থেকে ভয় নির্মূল করতে হবে অন্যথায় আমরা কখনই বাণিজ্য করতে পারি না যেমন আমরা মনে করি যে বাজারটি বাণিজ্য করতে পারি, ফরেক্সকে সমস্ত আত্মবিশ্বাসের মুখোমুখি হতে হবে।
-
বাংলা ফরেক্স ফোরাম ইন্সটা ব্রোকার এর একটি সাইট,তাই বাংলা ফরেক্স ফোরাম এর বোনাস ইন্সটা ফরেক্স ব্রোকার এর ট্রেড একাউন্ট এ মাস শেষ বা শুরুতে যোগ হয়ে থাকে,একটু দেরি হলেও আমরা আমাদের বোনাস আমাদের ট্রেডিং একাউন্ট এ পাই এবং তা দিয়ে ট্রেড করতে পারি খুব সহজে।ইন্সটা ফরেক্স ব্রোকার আমার দেখা একটি ভালো সাইট।
-
ফরেক্স বাংলা ফোরাম সাইটি ইন্সটা ফরেক্সের আওতাভুক্ত।এখান থেকে আপনি পোস্ট করে যে বোনাস লাভ করবেন সেটা মাস শেষে আপনার ইন্সটা ফরেক্সের রিয়াল একাউন্টে যোগ হবে যদি সেটা রিয়াল একাউন্টের সাথে এটাচ করা থাকে। এ বোনাস ডলার দিয়ে আপনি রিয়াল একাউন্টে ট্রেড করতে পারবেন এবং যে প্রফিট হবে সেটা আপনি একটি নির্দ্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে তুলতে পারবেন।
-
আপনি এই বাংলা ফোরামে পোস্ট করে সেই বোনাস ইন্সতা ফরেক্স এর ট্রেডিং অ্যাকাউন্টে পাবেন। এর জন্য আপনাকে ইন্সতা ফরেক্সে একটি ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে হবে। সেই অ্যাকাউন্ট আপনার ফোরাম অ্যাকাউন্ট এ যোগ করতে হবে। আর আপনি এই বোনাস আপনার রিয়েল অ্যাকাউন্ট এই পাবেন। আপনি ট্রেড করে লাভ করতে পারলে আপনার লাভের টাকা উত্তোলন করতে পারবেন।
-
আপনার ফোরাম এর টাকা ইন্সটাফরেক্স একাউন্ট এ যোগ হবে।আর এই বোনাস আপনার লাইভ একাউন্ট এ যোগ হবে। ফোরাম এর বোনাস টাকা ইন্সটাফরেক্স একাউন্ট এ যোগ করতে হলে আপনাকে ,ফোরাম থেকে এটাছ ফর বোনাস এই অপশন থেকে যোগ করা লাগবে।তবেই আপনার একাউন্ট এ আপনার টাকা যোগ হবে।
-
বাংলাদেশ ফরেক্স ফোরাম ইন্সটাফরেক্স ব্রোকারের একটি এফিলিয়েট প্রোগামের অংশ। তারা এখানে নতুন ট্রেডার তৈরির উদ্দেশ্যে বোনাস প্রদান করে থাকে আর এই বোনাস নিতে হলে আমাদেরকে ইনস্টাফরেক্সে একটা একাউন্ট খুলতে হবে এবং সেই একাউন্টটি ফোরামের সাথে সংযুক্ত করতে হবে তাহলেই আমাদের বোনাস রিয়েল একাউন্টে চলে আসবে।
-
হলে আমাদেরকে নিয়ম মেনে ফরেক্স করতে হবে । ফরেক্স অনেক ঝুকিপূর্ন একটি ব্যাবসা । এখান থেকে যেমন অনেক বেশি আয় করা যায় তেমনি অনেক বেশি লসও হয় । তাই আমাদেরকে যথাযথ সাবধানতা অবলম্বন করে ফরেক্স ট্রেড করতে হবে । আআমদের উচিত খুব বেশি রিস্ক নিয়ে ট্রেড না করা । রিস্ক রিওয়্যার্ড রেশিও হিসাব করে ট্রেড করতে হবে । রিস্ক এর চেয়ে রিওয়্যার্ড বেশি হলেই আমরা ট্রেড এ এন্ট্রি নিব না হলে না ।
-
ইন্সতাফরেক্স একমাত্র ব্রোকার যাদের ফোরাম কমিউনিটি আছে এবং যারা নতুন ট্রেডারদের জন্য অনেক সুযোগ দিয়ে থাকে । তাছাড়া যে কেউ চাইলে পোষ্ট করে তার ক্যাপিটাল গুছিয়ে নিতে পারেন এখান থেকে । আর ফোরাম এ বোনাস পাওয়ার সিস্টেম টি হল আপনি যেই মাসে ফোরাম পোস্টিং করবেন ঐ বোনাস আপনি পরের মাসে প্রথম সপ্তাহে আপনার ইনেস্টা ফরেক্স এর ট্রেডিং অ্যাকাউন্ট এ পেয়ে যাবেন ।
-
ফোরাম পোস্টিং এর ব্যালেন্স আপনার ইনেস্টা ফরেক্স এর লাইভ ট্রেডিং অ্যাকাউন্ট এ যোগ হবে আপনি যেই মাসে ফোরাম পোস্টিং করবেন ঐ বোনাস আপনি পরের মাসে প্রথম সপ্তাহে আপনার ইনেস্টা ফরেক্স এর ট্রেডিং অ্যাকাউন্ট এ পেয়ে যাবেন ফোরামের কতৃপক্ষ কিংবা অনার আপনার কাছ থেকে একটি ট্রেডিং একাউন্ট নাম্বার চাইলে আপনাকে সেই নাম্বারটি তাদেরকে দিতে হবে ।
-
এই ফোরামে যা পোস্ট করবেন তার পোস্টিং বোনাস আপনার লাইভ ট্রেডিং এ যোগ করা হবে তবে কোন ধরনের ডেমোতে যোগ করার প্রশ্নই অাসেনা আর আপনার ফরেক্স লাইভ একাউন্টটি হতে হবে ইন্সটাব্রোকারের অন্য কোন ব্রোকার এর লাইভ একাউন্টে আপনার পোস্টিং বোনস যুক্ত করতে পারবে না কেননা ফরেক্স ফোরাম বাংলাদেশ পরিচালিত হয় ইন্সটাব্রোকারের অধীনে যার কারণে আপনার পোস্টিং বোনাস সহ যাবতী কার্যাবলি হবে ইন্সব্রোকারের সাথে
-
বাংলা ফরেক্স ফোরাম আমাদের জন্য খুবই উপকারী ।আমরা এই ফোরামের ডলার থেকে আমরা ইন্সটাফরেক্স এ রিয়েল ট্রেড করতে পারছি । আমরা যদি ঠিক মত রিয়েল অ্যাকাউন্টে ডলার যোগ করতে পারি তাহলে আমরা যখন লাভ করব তখন সেই টাকা দিয়ে আমরা আরও বেসি ভলিউম দিয়ে ট্রেড করতে পারব । আর তখন প্রফিট হলেও আমরা তা তুলতে পারব ।