বেশির ভাগ ট্রেডার এর মধ্যে একটি টেনডেনসি দেখা যায় আর তা হল লাভ হলে তাড়াতাড়ি ক্লোজ করে দেয়া আর লস হলে দিনের পর দিন অপেক্ষা করা । এর মূল কারন হচ্ছে আমরা খুবই লোভী প্রকৃতির যার জন্য আমাদের লসটাকে স্বাভাবিক ভাবে মেনে নিতে পারি না । সবার মধ্যেই কম বেশি এই প্রবণতা আছে । এর কারনেই আমরা লস করি বেশি ।