ফরেক্স এ লস করার কিছু করন
না বুজে ট্রেড করা
লোভ করা
ইমোশনাল হয়ে পরা
ফরেক্স মার্কেট এর নিউজ না রাখা
কিছু না জেনে ফরেক্স করা একে বারেই বৃথা চেষ্টা । আপনি হয়তো শুনে থাকবেন, অথবা আগে শুনে না থাকলে শুনে রাখুন ফরেক্সে ৯৫% ট্রেডার লস খায়
Printable View
ফরেক্স এ লস করার কিছু করন
না বুজে ট্রেড করা
লোভ করা
ইমোশনাল হয়ে পরা
ফরেক্স মার্কেট এর নিউজ না রাখা
কিছু না জেনে ফরেক্স করা একে বারেই বৃথা চেষ্টা । আপনি হয়তো শুনে থাকবেন, অথবা আগে শুনে না থাকলে শুনে রাখুন ফরেক্সে ৯৫% ট্রেডার লস খায়
বেশির ভাগ ট্রেডাররাই ফরেক্সে লস খায় । তার কারণ ফরেক্স সম্পর্কে সম্পূর্ণ অভিজ্ঞতা না থাকার কারনে এবং ফরেক্সে মার্কেট এনালাইসিস না করে ট্রেড করার জন্য । মার্কেট এনালাইসিস করে উলটাপালটা ট্রেড নিলে তো লস খাবেই । আগে ফরেক্স ভালোভাবে শিখে ট্রেড করতে হবে। নয়তো লস খেয়ে পড়ে থাকবে ।আর বেশির ভাগ ট্রেডারদের ধৈর্য না থাকার কারণে তারা লস খায় ।
আমার কাছে মনে হয় ফরেক্সে যতনা এন্ট্রিতে ভুল হয় তারচেয়ে বেশি ভুল করি আমরা সঠিক মানি ম্যানেজমেন্ট আর টেক প্রফিট বা স্টপ লস ব্যবহার না করার কারনে।আপনার ইনভেস্ট যতই হোক না কেন সঠিক মানিম্যানেজমেন্ট না মানলে আপনি ফরেক্সে টিকতে পারবেন না।
আমার জানা মতে বেশির ভাগ ফরেক্স ট্রেডার লস করে ফরেক্স সম্পরকে বেশি না জেনে ফরেক্স ট্রেড করতে আসে বা ফরেক্স মারকেটে যে সকল নিওম কানন আছে সেগুল না মেনে ফরেক্স মারকেটে ট্রেড করে আর ফরেক্স মারকেটে তাদের বেশি ধৈর্য নাই তারা লভকে কন্ট্রোল করতে পারে না ।
যার ফরেক্স মার্কেট সম্পর্কে খুব ভালো অভিজ্ঞ তাদের কাছ থেকে আমরা ফরেক্স ট্রেডিং শিখতে পারি এছাড়া ফরেক্স শিখায় বেশির ভাগ ট্রেডার লসের একটা বড় কারণ ফরেক্স মার্কেট সম্পর্কে অজ্ঞতা এছাড়া মার্কেট সম্পর্কে অভিজ্ঞতার অভাব আমি আগের মত ই বলতে চাই এটা থেকে আয় করতে হলে এটাকে নিয়ে আপনাকে বেশি করে সময় দিতে হবে
আমার মতে ফরেক্স এ বশির ভাগ ট্রেডার লস করে তাদের অদক্ষতার কারনে। ফরেক্স এর অপর যথেষ্ট ধারনা না থাকার কারনে অনেক ট্রেডার লস করে থাকেন। তারা ফরেক্স সম্পরকে অল্প ধারনা নিয়ে ট্রেড করতে গিয়ে বিপদের সম্মুখিন হতে হছে। বেশি লভের কারনে তারা ফরেক্স মার্কেট এ লস করেছে। আমি মনে করি ফরেক্স মার্কেটে তখনই আসতে পারে যখন সে পুরনাঙ্গ ধারণা লাভ করতে পারেন।
ভাল একটি স্ট্রাটেজি তৈরি করে সেটাকে ধরে নিজে নিজে সাইলেন্ট ট্রেড করুন। তার মানে আজকে একটা শেয়ার আপনার স্ট্রাটেজি অনুযায়ী কি হওয়া উচিৎ তা চিন্তা করুন এবং তার ফলাফল পরিমাপ করুন। তেমনি স্ট্রাটেজি টেষ্ট এর সময়ই আপনাকে ট্রেড ম্যানেজমেন্ট শিখতে হবে। রিস্ক – রিওয়ার্ড জানতে হবে। কখনো লসে চলে গেলে কি করবেন সেসব বুঝতে হবে। টেকনিক্যাল আর ফান্ডামেন্টাল এনালাইসিস করে ট্রেড নিতে হবে। অনেক সময় আপনার স্ট্রাটেজিতে ট্রেড নেবার সময় আসলেও মার্কেট এনালাইসিস করে দেখতে পাবেন আপনার স্ট্রাটেজিতে এখন ট্রেড নেয়াটা রিস্কি হয়ে যাচ্ছে। তখন ট্রেড থেকে বিরত থাকতে হবে। অথবা ট্রেড দিয়ে ফেললেও সেটাকে ম্যানেজিং করতে হবে। একটা গুরুত্ত পূর্ণ বিষয় হল অন্য কাউকে দেখে শেয়ার কেনাবেচা করবেন না। প্রত্যেকের পোর্টফোলিও ভিন্ন হয়। কোন একজন যে কারণে শেয়ার কিনছেন বা বিক্রি করছেন তা হয়তো আপনার কারণের সাথে মিলবে না।
ফরেক্স মার্কেটে বেশির ভাগ ফরেক্স ট্রেডার যে সকল কারনে লস করে ফরেক্স মার্কেটের যে সকল নিওম কানন আছে সে গুল নাস মেনে ফরেক্স ট্রেড করে মানিমেনেজমেন্ট মানে না লোভ বেশি করে লোভকে কন্ট্রোল করতে পারে না বেশি ভলিওম দিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করে অভার ট্রেড ওপেন করে এই জন্য বেশির ভাগ ফরেক্স ট্রেডার লস করে ।
ফরেক্স ব্যবসায় বিগিনেররা লস করবে এটাই স্বাভাবিক । কারণ তারা প্রথম দিকে ফরেক্সকে মোটেও বুঝতে পারেনা । ফরেক্স এমন একটা মার্কেট যেটা প্রতি মুহুর্তে পরিবর্তনশীল । আর এই পরিবর্তনশীল মার্কেটের সাথে তাল মিলিয়ে চলতে হলে অাপনাকে অনেক বেশি পরিশ্রমি এবং অনেক বেশি ফরেক্স জ্ঞানী হতে হবে । কারণ ফরেক্স কলা-কৌশলই আপনাকে ফরেক্স সম্পর্কে অনেক দক্ষ হিসেবে গড়ে তুলবে । দক্ষতা অর্জন করলে এই মার্কেটে লসের পরিমাণ অত্যন্ত কম হয় ।
বেশির ভাগ মানুষ ই ফরে এ যে কারন এ লস করে
না বুজে ট্রেড করে
ফরেক্স না জেনে ট্রেড করে
লোভ করে
ইমোশনাল হয়ে পরে
ফরেক্স মার্কেট এর নিউজ রাখে না
ফরেক্স এ বেশিরভাগ ট্রেডার আবেগে পরে এবং ভুল ট্রেড বসিয়ে লস এ পরে। আর এর মুল কারন হল বেশি লাভ এর আশায় যখন একজন ট্রেডার অধিক মুনাফা অর্জন করতে চায় তখন তারা একের অধিক ট্রেড ওপেন করে থাকে,মানি মেনেজমেন্ট না করে ট্রেড বসিয়ে থাকে, কোন ধরনের স্ট্রেটিজি ফলো না করে ট্রেড বসায়,কোন এনালাইসিস না করে ট্রেড করে এর জন্য বেশিরভাগ ট্রেডার লস করে থাকে। আরেকটা ব্যাপার হচ্ছে মাথা না ঠান্ডা রাখা যখন কোন লস করি তখন মাথা ঠান্ডা রেখে ট্রেড বসাতে হবে আর নয়ত লসে পরতে হবে।
আমার মতে ফরেক্স এমন একটি মার্কেট যেখানে যদি কিছু না জেনে ভুল ভাবে ট্রেড করে তাহলে তাকে তার জন্য লস খেতে হবে সুতরাং প্রত্যেক ট্রেডার কে ভাল ভাবে ট্রেড করা শিখতে হবে।ফরেক্স মার্কেট দক্ষদের জন্য লাভজনক জায়গা যারা দক্ষ তারা ফরেক্স থেকে নিয়মিত আয় করছেন আবার লস ও হচ্ছে এটা হবেই মেনে নিতে হবে, বেশীর ভাগ ট্রেডাররা লস করে এটা ঠিক নয়! আমি বলব, এসব কাজ যারা সঠিক ভাবে অনুসরণ না করবেন তারা ফরেক্সে লস করবেনই। ধন্যবাদ
ফরেক্স ব্যবসার অনেক অনেক সুবিধা রয়েছে। ফরেক্স ব্যবসা অন্য সব ব্যবসার মত না। ফরেক্স ব্যবসা আপনি ইচ্ছে করলে এক ডলার দিয়েও আপনি ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারবে। আর এই ট্রেড আপনি সপ্তাহের পাচ দিনের যে কোন সময়ে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারবেন বলে আমি মনে করি।
আসলে ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে কিছু না কিছু লসতো কম বেশি সবার হবেই। তারপরেও যে সব কারনে আমাদের ফরেক্স ট্রেডাররা বেশি লস করে থাকে তা হচ্ছে অজ্ঞতা। ফরেক্স মাড়ড়কেটে ট্রেড করতে আগে অবিজ্ঞতা সঞ্চার করে যদি আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করি তবে আমাদের লস কম হবে।
ফরেক্স মার্কেট এ বেশির ভাগ ফরেক্স ট্রেডার লস করে থাকে,কারন তারা ফরেক্স মার্কেট এর ট্রেডিং করে না বুঝে,তারা ফরেক্স মার্কেট এর এনালাইসিস করেনা,তারা ফরেক্স নিউজ দেখেনা,আবার অনেক ফরেক্স ট্রেডার আছে যারা লোভে পরে কম ব্যালেন্স নিয়ে বড় রিস্ক নিয়ে ট্রেডিং করতে গিয়ে ব্যালেন্স জিরো করে।
অধিকাংশ ট্রেডার ফরেক্স মার্কেটে লস করে প্লান ছাড়া ট্রেড করার কারনে । শতকরা প্রায় ৮০ থেকে ৯০ জনই ট্রেড করে কোন প্লান ছাড়া যার ফলে লস করে অকালেই অনেকে এই মার্কেট হতে ঝরে পড়ে । মার্কেট থেকে লাভ করা বা লস করা কোন ভাগ্যের ব্যাপার নয় । এটা সম্পূর্ণ ভাবে নির্ভর করে ব্যক্তির অভিজ্ঞতা, মার্কেট এ্যনালাইসিস, মানি ম্যানেজমেন্ট, প্লানিং ইত্যাদির উপর । তাছাড়া ফরেক্স না শিখে না বুঝে অনেকে ট্রেড করার কারনেও লস করে থাকে ।
বেশীর ভাগ ট্রেডাররাই যে কারণে লস করে সেটা হল লোভ । ফরেক্স ব্যবসা করতে গেলে কোন প্রকার লোভ করা যাবে না । যে লৌব করবে সে জীবনে উন্নতি করতে পারবে না । সুতরাং আমরা সব সময় লোভ থেকে নিজেকে হেফাজতে রাখব ।
ফরেক্স এ লসের একটা ভালো কারণ হলো ফরেক্স সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকা, দিতীয় কারনটা যেটা সেটা হছে গিয়ে খুব একটা ভালো এনালাইসিস না করেই ফরেক্স এ এগিয়ে যাওয়া, আমার মতে প্রতিটা ট্রেডিং করার আগে একটা এনালাইসিস করে নেয়া উচিত. এতে ভালো হয়, এবং এমসন এ ও কন্ট্রোল করা উচিত. ইমসন এ কন্ট্রোল না থাকলে আপনি ট্রেডিং এ লস করবেন ই.
ফরেক্স মার্কেটে যতজন ট্রেড করতে আসেন তাদের মধ্যে ৯০-৯৫% সফল হতে পারেন না। দেখা জায়,বেশিরভাগ সময় তারা লস করেন। কারন অনেকেই মনে করেন ফরেক্স মার্কেটে দ্রুত লাভ করাই একমাত্র উদ্দেশ্য। কিন্তু মার্কেটে সফল হতে গেলে টিকে থাকতে হবে। অভিজ্ঞতার অভাব,রিয়েল ট্রেডিং এ দক্ষ না হতে পারার কারনে অনেকেই লস করেন।
আমার মনে হয় বেশিরভাগ ট্র্রেডার রা যে কারনে লস খায় তার মধ্যে অন্যতম হচ্ছে অতিরিক্ত লাভের আশায় বড় বড় লটে ট্রেড করা । আমরা বড় বড় লটে ট্রেড করতে গিয়ে একাউন্ট জিরো করে ফেলি । আসলে এটা মোটেই ঠিক না বলে আমি মনে করি । সবারই উচিত নিজের লোভকে নিয়ন্ত্রণ করতে শেখা । না হলে সমস্যায় পড়তে হবে এটাই স্বাভাবিক ।
বেশি লাভের আশায় সেন্টিমেটাল হয়ে ট্রেড করার কারনেই অধীকাংশ ট্রেডাররা লস খায় । ধৈর্যহীনভাবে ট্রেড করাও এটি একটি বড় কারন । মার্কেট কারো নিয়মে চলেনা । এখানে ভাল করতে হলে অবশ্যই কোননা কোন ভাল স্ট্রাটেজি অনুসরন করতে হয় । সঠিকভাবে মার্কেট অ্যানালাইসিস করতে না জানার করনে এবং অতিরিক্ত লোভ করে ট্রেড করার কারনেই ট্রেডাররা লস করে ।
আমার মনে হয় সবারই প্রথম দৃষ্টিতে ফরেক্স কিন্তু সহজ মনে হয় । কারন যেহুতু লাভ অথবা লস, আন্দাজে ট্রেড করে অনেকেই প্রচুর লাভ করে ফেলে । তখন তারা সিদ্ধান্ত নেয় যে রিয়েল ট্রেডিং করবে । কিন্তু আপনি লস না করলে কখন বুঝতে পারবেন না যে কিভাবে আপনি ঐ সকল অবস্থাগুলো পরে মোকাবেলা করবেন । সেজন্য আপনাকে অনেকদিন সিরিয়াসলি ডেমোতে ট্রেড করতে হবে ।
ফরেক্স মার্কেটে বেশিভাগ ট্রেডার লস খায় অন্যতম প্রধান কারণ হচ্ছে লোভ ও দক্ষতা ছাড়াই ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য।এই সল ট্রেডার ভালোভাবে ডেমো পাক্টিস না করে অধিক লোভ পড়ে লাভের আশায় রিয়েল একাউন্ট খুলে ট্রেড করা শুরু করে এবং পরিনিতি সরুপ একাউন্ট জিরো করে থাকে।এছাড়াও ফরেক্স মার্কেটে লস খাওয়ার আরও অনেক কারন রয়েছে যেমন অভারট্রেড করা,যৈর্যহীনতা,কোনপ্রকার এনালাইসিস না করা ও সাপোর্ট ও রেসিসটেন্স লেভেন সঠিক ভাবে নির্ধারন না করে ট্রেড করা
ফরেক্সে লসের অনেকগুলি কারণ থাকে । তন্মধ্যে কিছু ট্রেডার নিজের ব্যলেন্স দ্বগুন করার লোভে লস করে থাকে । আবার কিছু কিছু ট্রেডার রয়েছেন যার অন্য জনের পরামর্শ অনুযায়ী ট্রেড করে । কেঊ কেঊ তো অভিজ্ঞ ফরেক্স ট্রেডার ভাইদের নিকট থেকে টাকার বিনিময়ে পরামর্শ কিনে থাকেন ।অন্যজনের কাছ থেকে নয়,বরং নিজে নিজে অ্যানালাইসিস করে তারপরই ট্রেড করুন ।
আমি মনে করি ৯৫% ট্রেডার লস খায় কারন আমি এখনো প্রপিট করতে পারিনাই যদি এই ভাবে লস করতে থাকি আমি নিজেকে ফরেক্স থেকে দুরে চলে যেতে হবে লসের একটা সীমা থাকে। আমি মনে করি ৯৫% লস করে। আপনাদের মতামত জানান।
বেশির ভাগ ট্রেডার তাদের ট্রেডে লস করে বিভিন্ন কারনে , বেশি বেশি লোভ করার কারনে , সঠিক ভাবে এ্যানালাইসিস্ না করলে , বেশি সিগনালের উপর নির্রভরশীল হলে , আর ভাল করে ফরেক্স না শিখার কারনে ট্রেডার গণ বেশি বেশি লস করে । আমি মনে করি ফরেক্স মার্কেটে তখনই আসতে পারে যখন সে পুরনাঙ্গ ধারণা লাভ করতে পারেন।
আমিও একজন নতুন ট্রেডার । তবে আমি অনেক বেশি উদ্বিগ্ন ছিলাম এটা শুনে যে ফরেক্স মার্কেটে প্রায় ৯০% ট্রেডার লস করে থাকে ! তবে অনেক পরে নিশ্চিত হলাম যে এই ৯০% হল নতুন ট্রেডার । আর এর পেছনে অনেক বেশি যুক্তিযুক্ত কারণ রয়েছে । একজন নতুন ট্রেডার দক্ষতাবিহীন এখানে এসে স্বাভাবিকভাবেই লস করতে পারে ।
আমার মনে হয় অধিকাংশ ট্রেডার সিগন্যালের ওপর নির্ভরশীল । বন্ধুদের কথায় বা অপরিচিত লোকের কথায় ট্রেড করে । নিজে কোন অ্যানালাইসিস না করে কেউ বাই করতে বললেই বাই করে, সেল করতে বললে সেল করে । পরিনামে লস। আবার কেউ কেউ তো $১০০-$২০০ দিয়ে সিগন্যালও কিনে থাকেন । কিন্তু একটা কথা ভাবুন, যদি সিগন্যাল গুলো আসলেই সবসময় পারফেক্ট হত, তাহলে কেন সিগন্যাল প্রভাইডার তা বিক্রয় করছে ? সে নিজে ট্রেড করেই তো বিল গেটস হয়ে যেতে পারে । সুতরাং, কারো কোন কথা শুনে বা চার্ট দেখে ঝোঁকের বসে ট্রেড করবেন না । নিজে যা বুঝেন, তা দিয়ে ট্রেড করার চেষ্টা করুন । আরও শেখার চেষ্টা করুন । অন্যদের জিজ্ঞেস করুন।
হ্যা বন্ধু আপনি একদমই ঠিক বলেছেন যে ৯৫% বিগেনাররা ফরেক্স ট্রেডিংয়ে এসে লস করে থাকে তবে যে শুধু বিগেনাররাই লস করে তা্ও নয় অনেক পুরাতন ট্রেডাররাও লসের কবলে পরে এবং একাউন্ট জিরো করে তবে একটা বিষয় ঠিক যে সব ধারনের ট্রেডারার নিয়ম না মানার কারনে লস করে। ধন্যবাদ।
আমার মনে হয় অধিকাংশ ট্রেডার সিগন্যালের ওপর নির্ভরশীল । বন্ধুদের কথায় বা অপরিচিত লোকের কথায় ট্রেড করে । নিজে কোন অ্যানালাইসিস না করে কেউ বাই করতে বললেই বাই করে, সেল করতে বললে সেল করে । পরিনামে লস। আবার কেউ কেউ তো $১০০-$২০০ দিয়ে সিগন্যালও কিনে থাকেন । কিন্তু একটা কথা ভাবুন, যদি সিগন্যাল গুলো আসলেই সবসময় পারফেক্ট হত, তাহলে কেন সিগন্যাল প্রভাইডার তা বিক্রয় করছে ? সে নিজে ট্রেড করেই তো বিল গেটস হয়ে যেতে পারে । সুতরাং, কারো কোন কথা শুনে বা চার্ট দেখে ঝোঁকের বসে ট্রেড করবেন না । নিজে যা বুঝেন, তা দিয়ে ট্রেড করার চেষ্টা করুন । আরও শেখার চেষ্টা করুন । অন্যদের জিজ্ঞেস করুন।
ফরেক্স মার্কেটে প্রতিটি ট্রেডারই লস খায়। কেও বেশি কম। বেশিরভাগ ট্রেডার রা লস খায়। তারা ফরেক্স ডেমো তারা ঠিক মত প্রাকটিস করে না। তারা ফরেক্স মানি ম্যানেজমেন্ট বুঝে না। আর একবার লস খাওয়ার পর তারা অনেক বেশি অস্থির হয়ে পরে। তায় তারা লস খায় .ফরেক্স এ কাজ করতে হলে ঠান্ডা মাথায় করতে হয়।
নিউজ ট্রেড করার জন্য আমার সাজেশান হল নিউজ পাবলিশড হওয়া পর্যন্ত অপেক্ষা করা। তার পরেই ট্রেড এ এন্ট্রি নেওয়া। কেননা নিউজ পজিটিভ অথবা নেগেটিভ সব দিকেই মার্কেট স্পাইক করে। এবং এরকম স্পাইকে পড়লে আমাদের মত ছোট ট্রেডারের একাউন্ট লাল হতে সময় লাগবে না।
বেশীর ভাগ ট্রেডারই ওভার ট্রেডের জন্য লসে পড়ে যায় । আমরা যদগি দক্ষতার সহিত এই ফরেক্স ব্যবসা করতে পারি তাহলেই আর কোন সমস্যায় পড়তে হয় না । অতএব আমরা কখনোই ওভার ট্রেড করব না তাহলেই আমরা সফলকাম হতে পারব । আর আপনারাও চেষ্টা করেন যে কিভাবে লাভবান হতে পারেন । আর আমরা ধৈর্য়্রেরর সহিত ফরেক্স ব্যবসা করার সিদ্ধান্ত নেব ।
ফরেক্স মার্কেট এ বেশীর ভাগ যে কারনে লস গুলো করে থাতে তা এই বেসিক এর রুলস গুলো না মেনে চলার কারনে। ফরেক্স মার্কেট এ আয় করাটা খুবই সোজা যদি ফরেক্স মার্কেট সম্পর্কে খুব ভাল করে জানা থাকে এর যে কাজ গুলো আছে তা যখাযখ ভাবে মেনে চলল্লে।
ফরেক্স মাকেটে থেকে বেশির ভাগ লস করে থাকে লোভ এর কারনে ফরেক্স থেকে লস এর প্রধান কারন লোভ | ফরেক্স মাকেটে যদি দক্ষ না হয়ে ফরেক্স মাকেট করা হয় তবে ফরেক্স থেকে লস করতে পারে |দুবলতা ডেমো পারতিস ফরেক্স থেকে আপনি যদি কম সময় ডেমো পারতিস করেন তবে আপনি লস করবেন |
ফরেক্সে লসের কারণ হল - অভিজ্ঞতা অর্জন না করা, লোভ সামাল দেওয়া দিতে না পারা, মার্কেট এনালাইসিস করা না করা , মানিম্যানেজম্যান্ট সম্পর্কে নাজানা, ধ্যর্য ধরে ট্রেড না করা, ওভার ট্রেডিং করা ইত্যাদি । তাই লস কমাতে হলে উপরিউক্ত অভ্যাস গুলো বর্জন করতে হবে ।
আমি মনে করি ফরেক্স মার্কেট এ লস করার অনেক গুল কারন আছে তার মধ্য বেশি বেশি টেড করা । আবার অনেক টেড আর আছে যারা টেড ইং সিস্টেম এর বাইরে জাইয়ে টেড করে । ফরেক্স মার্কেট এ লস করার আরও বড় কারন হল নিয়ম করে টেড না করা এই কারন এ অনেক টেড আর ফরেক্স মার্কেট এ লস করে । টেড ইং সিস্টেম ভুল থাকা না না বুজার জন্য অনেক টেড আর লস করে ফরেক্স মার্কেট এ ।
না জেনে না বুঝে কাজ করলে তো লস করতে হবে। যে সব ট্রেডার রা লস করে তারা ভাল করে ট্রেড না শিখেই কাজে লেগে যায় ফলে তারা লস এর শিকার হয়। ফরেক্স এ লাভ করতে হলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে আর বেশি বেশি ডেমো তে ট্রেড করতে হবে এই ভাবে ভাল করে ট্রেড শিখতে হবে তাহলে আপনি ফরেক্স থেকে আয় করতে পারবেন।
আমরা বেশিরভাগ ট্রেডার ফরেক্সে লস করি আমাদের নিজেদের ভুল সিদ্ধান্ত কিংবা মার্কেটের প্রতিকূল পরিস্থিতির কারণেই । আসলে যে যত বেশি দক্ষ হবে সে তত বেশি পরিমাণে ফরেক্স মার্কেটের বাঁধাগুলোকে টপকাতে পারবে । আর ফরেক্সে টিকে থাকতে হলে এর উপর প্রতিনিয়ত জ্ঞানচর্চা অব্যহত রাখতে হবে । আর দক্ষতাই হলো একজন মানুষের প্রধান শক্তি । তই দক্ষ হোন এবং লস কমান ।
কার ও কথা শুনে বা আবেগ এর বশবর্তী হয়ে ফরেক্স ট্রেড এ ইনভেস্ট করা ঠিক না। আপনাকে বুঝে শুনে এখানে বিনিয়োগ করতে হবে। আর ফরেক্স শিখতে হবে, জানতে হবে। তা নাহলে আপনি ও ফরেক্স এ টিকে থাকতে পারবেন না।