-
ফরেক্সে যারা ফুল টাইম সময় দিতে পারেন না,তাদের যন্য ফরেক্স রবট অনেক কারজকারি।আমি নিজে রোবট নিয়ে খুব আশাবাদি না।ভালো কোন রোবট প্রফিট আনতে পারলেও তা হয় সাময়িক,কেননা ব্রকার যখন বঝে ফেলে এই রোবট বেশি প্রফিট করছে,তখন তারা মারকেয়াতকে মানুপুলেট করে,যাতে করে ঐ রোবট আর প্রফিট করতে না পারে।
-
আমি ফরেক্স এ নতুন তারপরেও আমি বলব ফরেক্স মার্কেট এ রোবট দিয়ে কাজ করা ঠিক না।কারন রোবট দিয়ে কাজ করাতে হলে নুন্যতম ৩০০০ ডলার থাকতে হবে যা অনেকেরই নেই।আবার একটা ভাল মানের রোবট এর দাম ১০০০ ডলার থেকে শুরু করে ৩০০০ ডলারর যা খুব ব্যয় সাপেক্ষ। তাই রোবট দিয়ে ট্রেড না করাই ভাল।
-
আমি বলব নিজের ট্রেডিং স্ট্রাটিজি তে ট্রেড করুন তাহলে সেটা আপনার জন্য ভাল হবে। অনেকে আপনাকে প্রতারিত করার চেষ্টা করবে রোবট যদি ঠিকমত কাজ করত তাহলে রোবট নির্মাতারা অনেক ধনি হয়ে যেত তারা এগুলো বিক্রয় করে বেড়াত না। রোবট আপনাকে যে লাভ দিবে তা আবার একবারে আপনাকে শূন্য করে দিয়ে যাবে। আমার মতে রোবট লোভ ত্যাগ করুন।
-
আমি মনে করি নিজে না জজানলে আপনি রোবতের মাধ্যমে ট্রেড করেও লাভ করতে পারবেন না করন রোবট কিন্তু মানুষের বানানো। তাই আমি মনে করি আপনি যদি নিজে নিনে ট্রেড প্লান করে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারেন তবে সেটাই হবে আপনার জন্য অনেক ভাল। তাই নিজে ট্রেড করাই ভাল।
-
আমি একজন পার্ট টাইম ফরেক্স ট্রেডার। আমি আজও প্রাকটিকালি ফরেক্সে রোবট ব্যবহার করি নাই।তবে রোবট সম্পর্কে অনেক ভালো কথাও শুনেছি। তবে রোবটে লাভ হতে পারে তবে ক্ষতিটা হয় অন্যরকম।কারন ররোবট দিয়ে ট্রেড করলে ট্ররড শিখার মানসিকতা নষ্ট হয়ে যায়। তাইনিজেজে ভালোভাকে ট্রেড শিখে পরে রোবটের চিন্তা করবেন।
-
হা রোবট দিয়ে আয় করা সম্ভব । তবে এর কিছু কিছু সীমাবদ্ধতা রয়েছে । যেমন মার্কেট যখন রোবটের সাধ্যের মধ্যে চলাফেরা করে তখন রোবট ভাল কাজ করে । তবে যখন মার্কেট রোবটের সাধ্যের বােইরে মার্কেট চলে যায় তখন রোবট সঠিক কোন সিদ্ধ্ন্ত নিতে পারেন্ । তাই ব্যালেন্স জিরো করে ফেলে ।
-
রোবট দিয়ে ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করা সম্ভম কিন্তু আপনি ফরেক্স মার্কেট সম্পরকে কিছুই জান্তে পারবেন্ননা।আপনি যদি আপনার এনালাইসিস কে কাজে লাগিয়ে ফরেক্স মার্কেট এ ট্রেড করেন তাহলে আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক কিছুই জান্তে পারবেন।রোবট দিয়ে ট্রেড করার জন্য আপনাকে রোবট কিনতে হবে।এতে আপনার অনেক টাকা খরচ হবে।তাই নিজের এনালাইসিস কে কাজে লাগিয়ে ফরেক্স মার্কেট এ ট্রেড করুন।এতে আপনি ফরেক্স মার্কেট এ ভালো ট্রেড করে আয় করতে পারবেন।
-
ফরেক্স মার্কেটে সিগনাল বলেন আর রোবট বলেন সবই মানুষের তৈরী । ফরেক্স মার্কেটে রোবটের মাধ্যমে ট্রেডিং করা যায় । রোবট একটি নির্দিষ্ট কমান্ডের উপর ভিত্তি করে কাজ করে বলে অধিকাংশ সময় তা ভূল করে থাকে । তবে আপনি যদি রোবট ব্যবহার করতে চান তাহলে তা কোন অবস্থায় কিভাবে কাজ করে তা আগে ডেমো একাউন্টে প্রাকটিস করে নিন । ধন্যবাদ ।
-
রোবট বিষয় এ আমইও শুনেছি তবে রোবট দিয়া আয় করা যায়, কিন্তু নিজের যোগ্যতা বৃদ্ধি করা জাই না।
-
হা । রোবট দিয়ে ট্রেড করে প্রফিট বা আয করা সম্ভব । তবে সেজন্যে আপনাকে কীভাবে রান করাতে হয় সেটাসিঠিকভাবে জানেতে হবে । বেশির ভাগ ক্ষেত্রেই রোবট অ্যাকাউন্ট জিরো করে দেয় । তাই রোবট ব্যবহারের পূর্বে অবশ্যই তা ডেমোতে পরীক্ষা করে নিবেন । এতে করে আপনার ভুলের সম্ভাবণা কম হবে ।
-
আমি মনেকরি ফরেক্স মার্কেটে রোবট ব্যাবহার করে আয় করা যাবে যদি রোবট ভাল কাজ করে কিন্তু একটি কারন হল ফরেক্স রোবটে নিদৃস্ট সিস্টেম দেওয়া থাকে তা অটোম্যাটিক ভাবে কাজ করে থাকে তার কারনে লাভ বা লস দুটিই হতে পারে, তাই আমাদের উচিৎ নিজের মত করে এনালাইসিস করে ট্রেডিং করতে হবে।
-
হ্যাঁ ফরেক্স মার্কেট এ রোবট দিয়ে ট্রেড করে আয় করা সম্ভব।তবে এতে আমরা ফরেক্স মার্কেট সম্পর্কে কিছুই জান্তে পারবো না।রোবট ছারাও আমরা ফরেক্স মার্কেট এ আরও দুই ভাবে ট্রেড করতে পারি।আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমার নিজের এনালাইসিস কে প্রাধান্য দিয়ে থাকি।এর মাধ্যমে আমি ফরেক্স মার্কেট এ ভালো ট্রেড করে আয় করতে পারি।আমি মনেকরি ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য নিজের এনালাইসিস কে কাজে লাগানো।এতে আমরা ফরেক্স মার্কেট এ ভালো ট্রেড করে আয় করতে পারবো।
-
কমান্ডের বাহিরে রোবট কিছুই করতে পারে না । মানুষ যেটা কমান্ড করবে সেটার উপরই তার পড়ে থাকতে হবে । কিন্তু আমার মতে রোবট দিয়ে ট্রেড না করাই ভালো । যখন মার্কেটের অবস্থা খারাব থাকবে তখন রোবট তো তার কমান্ড অনুসরণ করবে । সুতরাং আমরা নিজেদের ট্রেড নিজেরাই করার চেষ্টা করব ।
-
আমি ফরেক্স মার্কেটে নতুন ট্রেড করি আমাকে একজন রোবটের কথা বলেছিল যা কারো রোবট লাগবে কিনা আমি মনে করি ফরেক্স মার্কেটে রোবটের কোন স্হান নেই কারন রোবট দিয়ে লাভ করা গেলে সবাই রোবট দিয়ে কোটি পতি হয়ে যেত।
-
হ্যাঁ ফরেক্স এ রোবট দিয়ে আয় করা সম্ভব তবে রোবট এর উপর নির্ভর করে সব সময় ট্রেড করা উচিত নয়। যদিও রোবট দিয়ে ট্রেড করা ভাল প্রফিত করা যায় কিন্তু মাজে মধ্যে দেখা যায় রোবট ভাল কাজ করে না যার ফলে ভুল কাজ করার কারনে বড় ধরনের লস হয়ে যায়। রোবট দিয়ে ফরেক্স ট্রেড করতে হলে কম লটের ট্রেড ওপেন করে ট্রেড করতে হয় তা না হলে রোবট যদি ভুল ট্রেড করে তাহলে অনেক সময় ডিপোজিট কম হওয়ার কারনে অ্যাকাউন্ট ভানিশ হয়ে যেতে পারে।
-
আমার জানামতে রোবট দিয়ে কাজ করা যায় আমি শুনেছি তবে আমি কোন রোবট দিয়ে কাজ করতে চাই না ,,, আমারা মানুষ আমরা রোবট বানাইছি তাই একটা রোবট কখনো আমাদের চাইতে ভালো কাজ করতে পারে না ,,,তাই আমি মনে করি রোবটের চাইতে ভালো কাজ আমরা করতে পারি।
-
রোবট দিয়ে ফরেক্স থেকে আয় করা যায় না এটি বললে ভূল বলা হবে তবে রোবট ব্যাবহার করে ট্রেড করলে আপনার শতভাগ ট্রেডই যে সফলতার বা প্রফিটের মুখ দেখবে এটি কখনই বলা যাবে না কারন মার্কেট কোন বিশেষ রোবটের দ্বারা নিয়ন্ত্রিত হয় না ফরেক্স মার্কেট অর্থনৈত্তিক অবস্থার পরিবর্তনের মাধ্যমে পরিবর্তিত বা প্রভাবিত হয়ে থাকে।
-
রোবট আমার পছন্দ নয় এটা কখোনো ভালো করতে পারে আবার কখনো খারাপ এর কোন নিশ্চায়তা নেই। আর রোবট ব্যবহার আপনার ব্যক্তিত্ব বা আপনার চিন্তা ভাবনার বিকাশতাকে দমিয়ে দিতে পারে তাই আমার মনে হয় আপনার রোবট নিয়ে চিন্তা ভাবনা না করে ম্যানুয়ালি ট্রেড করাই ভালো।
-
হাঁ সম্ভব। তবে আপনি যদি মনে করেন রোবট লাগান আছে আমার আর কোন কাজ নেয় তবে সেটা ভুল হবে। রোবট ব্যবহার করলেও আপনাকে সেটা কন্ট্রোল করতে হবে। তাহলে আপনি রোবট ব্যবহার করে আয় করতে পারবেন। একটা কথা মনে রাখতে হবে যে রোবট কখনো নিজের মত কিছু করতে পারে না। আপনি ওকে যা করতে বলবেন সে তাই করবে।
-
এমন কিছু রোবটিক ইন্ডিকেটর রয়েছে যেগুলো ব্যাবহার করে অনেকেই ফরেক্সে ট্রেড করে থাকে অনেক সময় ইন্ডিকেটরের নির্দেশনা অনুযায়ী মার্কেটও প্রভাবিত হয়ে থাকে কিন্তু সব সময় ইন্ডিকেটর মার্কেট ট্রেন্ড সঠিক ভাবে ধরতে পারে না সেই কারনে ইন্ডিকেটরকে অনুসরন করে ট্রেড করার পূর্বে অবশ্যই নিজের ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতার আলোকে ভাল ভাবে মার্কেট বিশ্লেষন করে তার পর ট্রেড করতে হবে।
-
প্রতেকের উচিত নিজের মত করে ট্রেডিং স্ট্রাটিজি তে ট্রেড করা তাহলে সেটা আপনার জন্য ভাল হবে। অনেকে আপনাকে প্রতারিত করার চেষ্টা করবে রোবট যদি ঠিকমত কাজ করত তাহলে রোবট নিমাতারাই অনেক ধনি হয়ে যেত তারা এগুলো বিক্রয় করে বেড়াত না। রোবট আপনাকে যে লাভ দিবে তা আবার একবারে আপনাকে শূন্য করে দিয়ে যাবে।
-
আমি আমার গুরু এডওয়াড জি এর কাছে শুনেছি যে কথাটি নাকি মথ্যা। তার প্রমান তিনি দিয়েছিলেন। এখন কথা হোচ্ছে আপনি রোবট দিয়ে ট্রেড করাতে পারেন কিন্তু প্রতিবার যে আপনার প্রফিট হবে এর কোন নিশ্চয়তা নেই। এমনকি আপনার ক্যাপিটাল জিরো কোরে আপনাকে নিশ্ব্য কোরে দিতে পারে। তাউ বিভ্রান্তকর জালে পা দিবেন না।
-
আসলে আমি নিজেও ফরেক্স মার্কেটে নতুন হওয়াতে রোবট সম্পর্কে তেমন কোন দক্ষতা নেই । তবে আমি ইতিমধ্য ফরেক্স মার্কেটে আসার পরেই রোবট নিয়ে প্রতারণার মধ্য পড়ে গিয়েছি । প্রথম অবস্থায় আমাকে একজন রোবট কিনার অফার করে যার কোন ফরেক্স অভিজ্ঞতাই নেই । তবে একজন বড় ভাই এগুলো থেকে সতর্ক থাকতে বলেছিলেন । কেননা ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদেরকে অনেক বেশি পরিমাণে নিজের দক্ষতার উপর গুরুত্ব দিতে হবে ।
-
রোবট বিষয় আমিও গুনেছি যে রোবট এর মাধ্যমে আয় করা যায় ।কিন্তু নিজে এখনো রোবট ব্যবহার করিনি । তাই বিষয়টা ইস্পস্থ না ।রোবট ব্যবহার করলেও নিজেকে সেটা কন্ট্রোল করতে হবে। তাহলে রোবট ব্যবহার করে আয় করা যাবে। আমি আমি অনেককে রোবট দিয়ে ট্রেড করে উপকৃত হতেও দেখেছি তবে আমি রোবটে বিশ্বসী নয় কারন রোবট লাভ দিলেও এটি কোন ট্রেডারের দক্ষতা বাড়ায় না।
-
আমি শুনেছি যে রোবট দিয়ে ফরেক্স থেকে অনেক অর্থ একবারে আয় করা সম্ভব কিন্তু আমি এই বিষয়ে তেমন একটা জ্ঞাত নই তাই আমি রোবট নিয়ে তেমন কোন তথ্য আপনাদের কাছে তুলে ধরতে পারবো না । এবং আমি সকল ট্রেডারদের বলব যে আপনারা কোন সময় রোবট ব্যবহারের পূর্বে কোন ভাল ট্রেডার এর কাছ থেকে রোবট ব্যবহার সম্পর্কে ভাল ভাবে জেনে নিন।
-
রোবট ব্যাবহার করে ফরেজেক্স অনেকেই ট্রেড করছে এবং এখান থেকে আয়ও করছে তবে তা সব সময় কন্টিনিউ করা সম্ভাব নয় কারন রোবট বা বিশেষ ইন্ডিকেটর অনুসরন করে ট্রেডিং সিদ্ধান্ত গ্রহন করলেই যে সে অনুযায়ী মার্কেট মুভ করবে এমনটি ভাবার কোন কারন নেই কারন রোবট সব সময় সঠিক ভাবে মার্কেট ট্রেন্ড ধরতে পারে না। সেই জন্য আমি মনে করি বিশেষ ইন্ডিকেটর বা রোবটের উপর অন্ধ বিশ্বাস না করে নিজের ট্রেডিং জ্ঞান এবং দক্ষতার আলোকে ট্রেড করাই ভাল।
-
আপনি নিজেই একবার ভাবুন কোন যন্ত্র দিয়ে কি ব্যবসা করা সম্ভব।কারন যন্ত্র কখনো নিজে সিন্দান্ত নিতে পারে না।যন্ত্র সব সময় কারো দ্বারা চালিত হয়।আপনি ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য রোবট ব্যবহার করলে প্রথম দিকে ভাল কাজ করবে কিন্তু কিছুদিন যাবার পর তা অকেজো হয়ে যাবে।আর ফরেক্স মার্কেট হল নিজের দক্ষতার উপর ভিত্তি করে সাফল্য হওয়া।তাই আমি মনে করি মার্কেট সম্পর্কে দক্ষতা অর্জন করা উচিত।
-
আমি মনে করি একজন ট্রেডার লস করে তখন যখন সে ট্রেড ওপেন করে । কারন সঠিক সময়ে ট্রেড ওপেন করতে না পারলেই লস । এজন্ন নিশ্চিত চ্যানেল দেখে তার পরে ট্রেড ওপেন করা উচিত । সামান্য একটু সময়ের ব্যাবধানে ব্যাতিক্রম হতে পারে ।
-
রোবট ব্যাবহার করে অনেকেই নাকি আজকাল ফরেক্সে ট্রেড করছে এবং প্রফিট করছে তবে আমি কখনই ফরেক্সে কোন বিশেষ ইন্ডিকেটর বা রোবট ব্যাবহার করে ট্রেড করিনি ফলে এ ব্যাপারে আমার জ্ঞান খুবই সীমিত তবে আমি মনে করি নিজের জ্ঞান,অভিজ্ঞতা এবং ট্রেডিং দক্ষতার আলোকে ট্রেড করাই সবচেয়ে ভাল।
-
ফরেক্স মার্কেটে আমরা রোবট দিয়ে ট্রেডিং করাতে পারি ফরেক্স মার্কেটে আমাদের প্রফিট হবে যদি রোবট ভাল কাজ করে ফরেক্স মার্কেটে অনেক সময় রোবট ভাল কাজ করেনা তাই আমরা বেশি সময় লস করে ফেলি,ফরেক্স মার্কেটে আমাদের ট্রেডিং করার সময় এনালাইসিস করে নিয়ে ট্রেডিং করলে ভাল প্রফিট করা যাবে।
-
আমি ফরেক্সে নতুন। আমি রোবট দিয়ে ট্রেড করা যায় আজ প্রথম শুনলাম। আমি খন রোবট দিয়ে ট্রেড করবো না। আমি নিজের যোগ্যতায় যেতুকু পারব ট্রেড করবো। আর যদি না পারি তাহলে ডেমো তে অনুশীলন করে দক্ষ হয়ে ট্রেড ওপেন করবো।
-
আসলে রোবট কাজ করে কিনা জানিনা তবে ব্লতে পারি ফায়কাজ না ক্রে নিজে ক্র ভায়
-
আমার মতে রোবট দিয়ে আয় করা সম্ভব । কারন অনেকে আছে যারা রোবট ট্রেড করে অনেক টাকা আয় করে । কিন্তু আমি রোবট ট্রেড করি না । কারন আমি মনে করি রোবট ট্রেড আমার জন্য রিস্ক জনক । তাই আমি সব সময় রোবট ট্রেড থেকে দূরে থাকি । কিন্তু কথা হল রোবট দিয়ে আয় করা সম্ভব ।
-
আমার মতে আবেগ ছাড়া আপনার লাভ বাড়ান? আমি কিভাবে ভয় ছাড়াই এবং কোন ঝুঁকি ছাড়াই আপনার লাভের পূর্ণবিস্তার যে জানতে চান. অবশ্যই ক্ষতি এবং ঝুঁকিপূর্ণ সম্ভাবনা সবসময় আছে । অনেক বুজে শুনে কাজ করতে হবে ।
-
আমি কখনো রোবট ব্যাবহার করি নি।আমি আপনাকে বলব নিজের ট্রেডিং স্ট্রাটিজি তে ট্রেড করুন তাহলে সেটা আপনার জন্য ভাল হবে। অনেকে আপনাকে প্রতারিত করার চেষ্টা করবে রোবট যদি ঠিকমত কাজ করত তাহলে রোবট নিমাতারাই অনেক ধনি হয়ে যেত তারা এগুলো বিক্রয় করে বেড়াত না। রোবট আপনাকে যে লাভ দিবে তা আবার একবারে আপনাকে শূন্য করে দিয়ে যাবে। আমার মতে রোবট লোভ ত্যাগ করুন
-
রোবট দিয়ে যেমন অনেক আয় হয়, টিক তেমনি লস ও হয়। যদি ঠিক মত করে ট্টেড না করে থাকলে। এছাড়া রোবট দিয়ে যেমন লাভ করা যায় তার জন্য আপনার মূলধন অনেক টাকা থাকতে হবে। কারন যখন লস এর দিকে যাবে তখন কিন্তু লস হতেই থাকবে। তাই লাভ করার জন্য এই রোবট অনেক টাকা থাকতে হবে।
-
আমি ফরেক্স মার্কেটে ২০১২ থেকে আছি কিন্তু সত্য কথা বলতে কি আমি এই পর্যন্ত রোবট এর অনেক নাম শুনছি, কিন্তু আমি এই পর্যন্ত কোন রোবট ব্যাবহার করি নাই, তবে শুনছি মানুষ রোবট দিয়া নাকি অনেক প্রফিট করে থাকে,আবার এই টাও শুনছি রোবট নাকি অনেক বড় ধরণের একছিটেন্স করে দেই.........।
-
আমি কখনো রোবট এর দ্বারা ট্রেড করি নি।তবে আমিও গুনেছি যে রোবট এর মাধ্যমে আয় করা যায় কিন্তু নিজেকে এখন ও পযন্ত আমি নিজের যোগ্যতাই ট্রেড করে যাচ্ছি , নিজে যা পারি তাই নিয়েই থাকতে আমার অনেক ভাল লাগে ।
-
ফরেক্স মার্কেট এ রোবট দিয়ে ট্রেড করে আয় করা সম্ভব।তবে এতে আমরা ফরেক্স মার্কেট সম্পর্কে কিছুই জান্তে পারবো না।রোবট ছাড়াও আমরা ফরেক্স মার্কেট এ আরও দুই ভাবে ট্রেড করতে পারি।আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমার নিজের এনালাইসিস কে প্রাধান্য দিয়ে থাকি।এর মাধ্যমে আমি ফরেক্স মার্কেট এ ভালো ট্রেড করে আয় করতে পারি।
-
রোবট দিয়ে কাজ করা যায় শুনেছি,কিন্তু আমি কখন ও করিনি। আর করতে ও চাই না, আমি নিজে যা পারি সেই টুকু দিয়ে কাজ করতে চাই আর তাতে লাভ লস যা আসুক তাতে আমি খুশি।