-
লিভারেজকে আমরা মূলত লোন হিসেবে চিহ্নিত করে থাকি। ব্রকার আপনার ডিপোজিটের উপর ভিত্তি করেই এই লোন দিয়ে থাকে। তবে আপনাকে তা এ্যাকাউন্ট করার সময়ই নিধারন করে দিতে হবে যে আপনি কি পরিমান লোন চাচ্ছেন আপনার ব্রোকারের কাছে। এই লোন বা লিভারেজ এর কারনেই আমরা অল্প পুজি দিয়ে অনেক বড় ট্রেড করতে পারি
-
লিভারেজ সম্পর্কে অনেক কম বুঝতাম তবে এখানে কিছু অভিজ্ঞ ভাইয়ের পোস্ট দেখে এই বিষয়টা খুব সহজেই বুঝে গেলাম । ফরেক্স ব্যবসায় যে সব ফ্যাক্টর আছে তার মধ্য অন্যতম ফ্যাক্টর হল লিভারেজ । অনেকের কাছে লিভারেজ সম্পর্কে সঠিক ধারণা নেই । কেননা বিষয়টা বুঝা একটু কষ্ট সাধ্য তবে অসম্ভব নয় । আপনার যা ডলার থাকবে তার চাইতে অনেক গুণ বেশি ট্রেডিং পরিচালনা করার ক্ষমতাকে বলা হয় লিভারেজসুবিধা যা ব্যবহার করে আপনি আপনার বিনিয়োজিত মুলধনের গুনিত্বকে আপনি ট্রেড ওপেন করতে পারেন যেমন ধরুন আ্পনার একাউন্টে ডিপোজিট করেছেন ১০০ ডলার একন আপনার যদি ০ লিভারেজ থাকে তবে আপনি সর্বোচ্ছ ১ ডলার লটে ট্রেড ওপেন করতে পারবেন কিন্তু আপনার লিভারেজ সুবিধা যদি হয় ১:৫০০ আপনি এই একই মুলধন ব্যবহার করে ৫ ডলার লটে ট্রেড ওপেন করতে পারবেন।
-
লিভারেজ হল ব্রোকার কতৃক প্রদত্ত এক প্রকার ট্রেড সহায়ক ব্যালেন্স যা ব্রোকার হাউজ ট্রেডারকে ট্রেড করার জন্য প্রদান করে থাকে। লিভারেজ ছাড়া আপনি ফরেক্সে কখনই ট্রেড করতে পারবেন না আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স ধরুন অনেক রয়েছে কিন্তু লিভারেজ নেই সেক্ষেত্রে আপনি শুধু মাত্র আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স দিয়ে ফরেক্সে ট্রেড করতে পারবেন না।লিভারেজ হচ্ছে আপনার ক্যাপিটালের ওপর সবোর্চ্চ কতগুণ লোন আপনার ফরেক্স ব্রোকার আপনাকে দিবে তাকে বুঝায়।
আসলে লিভারেজ হল ব্রোকার কতৃক প্রদত্ত ঋন সুবিধা যা মোট ডিপোজিটেড ডলারের উপরই কেবল মাত্র প্রদত্ত হয়। আর এই লিভারেজ আপনাকে অনেক বেশি ট্রেড ধরতে সহায়তা করবে আর সেই কারনে আমি মনে ১:১০০০ লিভারেজই হল সবচেয়ে আদর্শিক লিভারেজ।১:১লিভারে �� হলো ভালো হয়।এতে রিস্ক কম থাকে।১:৫এর বেশী লিভারেজ না নেওয়া।এদের ক্যাপিটাল বেশী।আর যাদের ক্যাপিটাল কম তাদের লিভারেজ বেশী
-
লেভারেজ হল ব্রকার প্রদত্ত একটা সুবিধা।লিভারেজ সুবিধা সব ব্রোকারই দেয়।লিভারেজ বলতে ঋন সুবিধা বলা যায়।আমরা যারা স্বল্প পুজির ট্রেডার তারা লিভারেজ ব্যবহার করি।আমাদের যত কম পুজি তা দিয়ে ট্রেড করা যায় না।ফরেক্সের বেশ কিছু গুরুত্বপূর্ন ফ্যাক্টরের মাঝে লিভারেজ হলো অন্যতম গুরুত্বপূর্ন ফ্যাক্টর। আমরা অনেকেই এই সম্পর্কে জানিনা। লিভারেজ হল ব্রোকার দ্বারা প্রদেয় ঋণ বা লোণ যা হিসাব হবে ব্রোকার আপনার মূলধনের উপর কত গুন লোণ আপনাকে দিবে । আপনার মূলধন যদি ৩০ ডলার হয় আর যদি লিভারেজ যদি ১;২০০ হয় তবে আপনি ব্রোকার থেকে লোণ নেয়া যাবে ৩০x২০০ = ৬০০০ ডলার ।লেভারেজ হল ব্রকার প্রদত্ত একটা সুবিধা।লিভারেজ সুবিধা সব ব্রোকারই দেয়।লিভারেজ বলতে ঋন সুবিধা বলা যায়।আমরা যারা স্বল্প পুজির ট্রেডার তারা লিভারেজ ব্যবহার করি।আমাদের যত কম পুজি তা দিয়ে ট্রেড করা যায় না।