আমরা জানি ইসলাস ব্যবসাকে হালাল এবং সুদ গ্রহনকে হারাম ঘোষনা করেছে আর এই দিক দিয়ে বিচার করলে যে ব্যবসায়ের সাথে মানসিক এবং শারিরিক শ্রম এবং লাভ লসের সম্ভাবনা উভয় জড়িত তা হালাল এবং ফরেক্স ট্রেডিং এর মধ্যে সব শর্তের উপস্থিতি বিদ্যমান তাই আমি মনে করি ফরেক্স ট্রেডিং হালাল একটা ব্যবসা তবে লাভের সীমা অতিরিক্ত করার লোভ করলে সে বিষয়ে আমার সঠিক ধারনা নেই।