প্রথম দিকে এমনই হবে ।বেশী বেশী করে রেগুলার ডেমো ট্রেড করতে থাকুন ।আর হ্যাঁ অবশ্যই ধৈর্য সহকারে ট্রেড করবেন । স্টপ লস টেক প্রফিটের সঠিক ব্যবহার করুন । কখন বাই করতে হবে কখন সেল নিতে হবে । এটা বার বার অনুশীলনের মাধ্যমে আয়ত্ত করুন তাহলেই ফরেক্সের সমস্যার হাত থেকে বেরুতে পারবেন। সব সময় একটা কথা স্মরণ রাখবেন যত বেশী অনুশীলন করবেন তত ভাল ফল পাবেন ।