-
ট্রেডিং এর জন্য সেরা কোন দিন নাই । সপ্তাহের ৫ দিনের ২৪ ঘন্টাই সেরা/ ভাল সময় আপনার জন্য যদি আপনি ট্রেডিং এর কলা কৈৗশন বুঝেন । তবে মাকেটে দিনের একটা সময় বেশী মুভমেন্ট করে। সেটা হলো আমেরিকা /ব্রিটেনের ডেটাইম এটা প্রতিদিন । সপ্তাহের বা মাসের কোন নিদ্বিষ্ট দিনে না ।
-
অনেকের অনেক মতামত দেখলাম তাতে আমার যা মনে হল মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার ট্রেড করা ভাল। আমার বা অন্য কারো কথা বিশ্বাস করার দরকার নাই আপনি এই তিনদিন ট্রেড ওপেন করে দেখতে পারেন কি ফলাফল আসে। যদি ফলাফল ভাল হয় তাহলে এই তিনদিনই ট্রেড করার জন্য সেরা দিন না হলে পরের দিন গুলো ট্রেড করে দেখবেন তাহলেই আপনি সঠিক ধারনাটি পেয়ে যাবেন।
-
ফরেক্স ট্রেডারদের জন্য এটি একটি সাধারন প্রশ্ন। যে তারা কোন দিন ট্রেড করবে। আর কোন দিন ট্রেড করলে ভালো হয়। কারন প্রতিদিন মার্কেট মুভ নাও করতে পারে। তবে যখন মার্কেট এ নিউজ থাকে তখন বেশী মুভ করে। তখন ট্রেড নিলে দ্রুত প্রফিত হওয়া যায়।
-
ফরেক্স মার্কেটে ট্রেডিং করার ক্ষেত্রে ভাল দিন বলতে কিছু নেই তবে আমি মনে করি ভাল দিন বলতে সেই দিনকে বুঝায় যে দিন ইকোনোমিক ক্যালেন্ডারে অনেক অর্থনৈতিক গুরুত্বপূর্ন নিউজ রিলিজ করে। কারন সেই দিন মার্কেটে প্রচুর পরিমান উঠা-নামা করে ও অনেক ট্রেডার বেশি লাভ করে। স্বাভাবিকভাবেই সপ্তাহের মঙ্গল বার থেকে শুক্রবার মার্কেটে উঠা নামা বেশি হয় তাই এই দিনগুলোতে ট্রেড করলে ভাল ফলাফল পাওয়া যায়।
-
ট্রেড করার জন্য নির্দিষ্ট করে দিন ক্ষন বা সময়ের কোন প্রয়োজন হয় না। ট্রেডের জন্য প্রয়োজন আপনার এ্যানালাইসিস। আপনি যদি সঠিক ভাবে এ্যানালাইসিস করতে পারেন তাহলে আপনি যে কোন সময় ট্রেড করতে পারেন। তবে ট্রেড ওপেন করার আগে আপনাকে মার্কেট এর মুভমেন্ট বুঝতে হবে। আপনি যখন মার্কেটের মুভমেন্ট বুঝতে পারবেন তখনই আপনি ট্রেড করুন।
-
আসলে আমার দিন বা আমার দিন নয় বলে এমন কিছু আছে বলে আমার জানা নেই। কিন্তু অনেক সিনিয়র ট্রেডার সাজেস্ট করে থাকেন বিশেষ কিছু দিন(সোমবার ও শুক্রবার) এবং কোন বড় ইভেন্ট ( এনএফপি, এফওএমসি ইত্যাদি) এর আগে ট্রেড না করার জন্য। তারা এর পেছনে অনেক ব্যাখ্যা ও দিয়ে থাকেন কিন্তু তা মানা বা না মানা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। ধন্যবাদ।
-
ট্রেডিং এ সেরা দিনে ট্রেডিং বলতে তেমন কিছু নেই, তবে একটা দিক নির্দেশনা হলো সপ্তাহের শেষ দিনে মানি শুক্রবারে ট্রেড না ওপেন করাই ভালো, এবং অনেকেই চান এই দিনে ওপেন ট্রেড তা বন্ড করে দেয়া. কারণ রবিবার রাতে যখন মার্কেট ওপেন হয়, তখন একটা গফ অ মার্কেট ওপেন হতে পারে।
-
ফরেক্স মার্কেটে যেহেতু ৫ দিন খোলা থাকে সেহেতু আমার মতে মঙ্গল বুধ বার ট্রেড করার উপযুক্ত সময় কারন সোমা বার মার্কেটের ট্রেন্ডলাইন বুঝতে লেগে যাই আর বৃহস্পতি ও শুক্রবার মার্কেটে কম মুভ ঘটে আর তাই ঐ সময় ট্রেড করা ঝুকি পুর্ন।
-
ফরে মার্কেত সপ্তাহে ৫ দিন খোলা থাকে। এই সময় গুলতে যে কনো সময় ত্রেড করা যেতে পারে। ট্রেডার এর ট্রেড কৌশল এর উপর নির্ভর করে তার জন্য ভালো সময় কোনটা। ফরেক্স এ নির্দিষ্ট কোনো সময় নাই যখন ট্রেড করলে ভালো প্রফিট করা যাবে। ট্রেদিং এর সময় নির্বাচন নির্ভর করে ট্রেডার এর উপর।
-
ফরেক্স একটি আন্তর্জতীক মুদ্রার বাজার এই মার্কেট রাত দিন ২৪ ঘন্টা ওপেন থাকে, শুধু শনি ও রবি বার ছাড়া । আপনার যে সময় দিন সেই সময় অন্য কোন দেশে রাত, আপনার যে সময় রাত সেই সময় অন্য কোন দেশে দিন, সুতারাং ফরেক্সে রাত আর দিন বলে কোন কথা নাই, আপনি যখন উপযুক্ত সময় পাবেন তখনই ট্রেড করবেন।
-
ফরেক্স মাকেটে কোণ দিন ভাল হবে আর কোণ দিন খারাপ থাকবে তা আপনাকে কেও বলতে পারবে না | আপনি যদি ফরক্স মাকেটে লাভ করতে চান তবে আপনি নিয়মিত ফরেক্স মাকেটে থাকেন আপনি বুঝতে পারবেন ফরেক্স মাকেটে থেকে আপনি কিভাবে আয় করতে পারবেন | ফরেক্স মাকেটে থেকে আয় করার জন্য আপনাকে মাকেটে এনালাইসিস করতে হবে তবেই আপনি ফরেক্স থেকে লাভ করতে পারবেন |
-
প্রতি সপ্তাহে শনি এবং রবি বার এই ২ দিন ফরেক্স মার্কেট বন্ধ থাকে।আর বাকী ৫ দিনই ২৪ ঘন্টা খোলা পাবেন|আসলে নিদিষ্ট করে বলা যায় না যে সপ্তাহের ঐ দিনগুলোতে মার্কেটের পরিবর্তন হবে কারণ মার্কেটের পরিবর্তন নির্ভর করবে ট্রেডিং এর উপর
-
সপ্তাহের মধ্যে যে দিন নিউজ কম থাকে সেদিনটা ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য সেরা । অমরা ধৈর্য্যের সহিত এই ফরেক্স ব্যবসা করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আমরা সপ্তাহে কম ট্রেড করব এবং বেশী বেশী এ্যানালাইসিস করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আর আপনারাও বেশী বেশী মার্কেট এ্যানালাইসিস করুন অবশ্যই সফলতা আসবেই ।
-
সবাই আমরা জানি ফরেক্স মার্কেটে সপ্তাহে ৫ দিন চব্বিশ ঘন্টাই ট্রেড করা যায়। শুধু শনি এবং রবিবার ফরেক্স মার্কেট বন্ধ থাকে। এই দুইদিন ব্যতিত আপনি বাকি পাঁচ দিন যেকোনো সময়ে সুবিধা মত ট্রেড করতে পারেন। ট্রেড করার জন্য কোন নির্দিষ্ট দিন নেই। প্রতি মূহুর্তেই মার্কেট যেহেতু ওঠানামা করে তাই আপনাকে সপ্তাহে পাঁচ দিনই সুবিধা মত ট্রেড করতে হবে।
-
আমার মতে সপ্তাহের ৫ দিনের ভিতর ২য় ৩য় এবং ৪র্থ দিন ট্রেড করা সবচেয়ে ভাল। কারন ১ম দিন মার্কেট বুঝতে সমায় লাগে আর ৫ম বা শেষ দিনে মার্কেট অসভাবিক ভাবে উঠা নামা করে। তাই মাঝের দিন গুলোতে ট্রেড করে ভাল করতে পারেন।
-
আমার মতে রেগুলার ট্রেড করার জন্য সোমবার সকাল থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ট্রেড করাটাই সবচেয়ে উত্তম। কারণ, বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার রাত পর্যন্ত ফরেক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজগুলো পাবলিশড হয়। তাই এই সময়ে খুব বুঝে শুনে ট্রেড করতে হয়। এই সময়ের একটা ভুল ট্রেড আপনার সারা সপ্তাহের কামানো ইনকাম বা সারা মাসের ইনকাম বা পুরো ব্যালেন্সটাই শেষ করে দিতে পারে।
-
সপ্তাহে যেদিনে নিউজ থাকে না সেই দিনটিই ট্রেড করার জন্য সেরা । আমরা সব সময় ধৈর্য্যের সহিত ফরেক্স ব্যবসা করার চেষ্টা করব । যে ট্রেডার যত বেশী মার্কেট এ্যানালাইসিস করবে সে তত বেশী লাভবান হতে পারবে । আমরা সব সময় নিউজ দেখে তারপর ট্রেড করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আমরা কোন প্রকার ধৈর্য্য হারানোর চেষ্টা করব না ।
-
আমরা জানি ফরেক্স মার্কেটে সপ্তাহে ৫ দিন চব্বিশ ঘন্টাই ট্রেড করা যায়। শুধু শনি এবং রবিবার ফরেক্স মার্কেট বন্ধ থাকে। এই দুইদিন ব্যতিত আপনি বাকি পাঁচ দিন যেকোনো সময়ে সুবিধা মত ট্রেড করতে পারেন। ট্রেড করার জন্য কোন নিদৃষ্ট দিন নেই। প্রতি মূহুর্তেই মার্কেট যেহেতু ওঠানামা করে তাই আপনাকে সপ্তাহে পাঁচ দিনই সুবিধা মত ট্রেড করতে হবে।
-
ফরেক্স কোন দিনটা ভালো এই নিয়ে অনেক মতবাদ রয়েছে । আমি অনেক বিচার বিশ্লেষণ করে দেখেছি যে সব চেয়ে ভাল দিন হলো আপনার ফরেক্স করার জন্য সেটি হলো সোমবার । আমার মতে আপনি ফরেক্স যে কোন দিন করতে পারেন আমার মতে বেস্ট দিন হলো আপনার সমবার। এ দিনে ট্রেড করলে ট্রেডার রা ভালো প্রপিট করতে পারবে বলে আমি মনে করি।তাই আমার মতে বেশীর ভাগ ট্রেডার ট্রেড করার জন্য এই দিনটি বেছে নিভে।:tie:
-
আমারর মনে হয় ফরেক্স মার্কেটে একেকজনের ট্রেড করার স্টাইল একেকরকম। এখানে আসলে সবার জন্য সেরা দিন বলতে কিছু নেই, আপনাকে নিজের জন্য সেরা দিন বানিয়ে নিতে হবে। যেই দিনে ট্রেড করা আপনার জন্য সুবিধাজনক বা আপনার জন্য ভালো, সেটাই আপনার কাছে সেরা দিন।
-
সপ্তাহে ৫ দিন ফরেক্স মার্কেট খোলা থাকে। এখানে সেরা দিন বলতে নির্ধারিত কিছু নেই। যার যার ট্রেডিং কৌশলের উপর নির্ভর করে যে কোন দিনই যে কারো জন্য ভালো হতে পারে। ভাল খারাপ নির্ধারন করবেন আপনি নিজে। কখন কোন দিন কিভাবে ট্রেড করতে আপনার জন্য সুবিধা হয় সে দিনটি আপনার জন্য ভাল দিন। তবে সপ্তাহের শেষ দিন গুলিতে মার্কেট বেশি মুভমেন্ট করে থাকে। যারা বেশি মুভমেন্টে ট্রেড করতে পছন্দ করেন তাদের জন্য শেষের দিন গুলি ভাল হতে পারে। আর যারা অল্প মভমেন্টে ট্রেড করতে পছিন্দ করেন তাদের জন্য সপ্তাহের প্রহম দিন গুলি ভাল হিসেবে বিবেচিত হতে পারে।
-
আমার মতে সপ্তাহের ৫ দিনের ভিতর ২য় ৩য় এবং ৪র্থ দিন ট্রেড করা সবচেয়ে ভাল।
-
আমার জানা মতে সব দিনই ফরেক্সে ট্রেড করার জন্ন্য সেরা। ফরেক্স মার্কেট শনিবার ও রবিবার বন্ধ থাকে । তাই শনিবার ও রবিবার বাদে সব দিনই ট্রেড করার জন্ন্য সেরা। আমার কাছে সপ্তাহের সব দিনই একই লাগে। তবে যে দিন সব থেকে ভাল ট্রড হয় , আমার কাছে ওয়ি দিনই সেরা। দক্ষতার সাথে ট্রেড করলে আপনার সপ্তাহের পাচ দিনই সেরা বলে মনে হবে।
-
একজন নতুন ট্রেডার হিসেবে সপ্তাহের সব দিনই আমার একই লাগে। তবে আমার মনে হয় ফরেক্স মার্কেটিং এ ট্রেড করার জন্ন্য সপ্তাহের তিতীয় দিন টা ভাল । কারন এই দিনে ট্রেড করলে সাধারনত লস হবার সম্ভাবনা অনেক কম থাকে । তবে সপ্তাহের সব দিনই ট্রেড করার জন্ন্য অনেক ভাল। সুতরাং বলা যায় যে আপনি সপ্তাহের যেকোন দিন ট্রেড করতে পারন। কিন্তু সফলতা রয়েছে আপনার দক্ষতার মধ্যে।
-
সপ্তাহের শুক্রবার দিনটি ট্রেড করার জন্য উপযুক্ত সময়। কারন চারদিন পর পাঁচ দিনের মাথা হলো শুক্রবার দিন। এই দিনে মার্কেটে কারেকশান হয় এবং তেমন কোন ফান্ডামেন্টাল এফেক্ট এর কারেনেও লস হওয়ার সম্ভবনা কম থাকে। কারন মার্কেট কারেকশান হয়্। অনেকেই এই দিনটিকে খুব ঝুকিপূর্ণ মনে করে কোন ট্রেড করেন না কিন্তু আমি সপ্তাহের শুক্রবার দিন ট্রেড করার জন্য প্রস্তুত থাকি।
-
আমি মনে করি ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য নিদিষ্ট কোন দিন ধার্য করা নেই। আপনি আপনার নিদিষ্ট গতিতে এনালাইসিস করে যদি কোন কারেন্সি পেয়ারে ট্রেড সিগন্যাল পান তবে ট্রেডে এন্ট্রি নিবেন। তবে সাবধানতা অবলম্বন করার জন্য ঐ কারেন্সি পেয়ারে কোন হাই ইমম্পেক্ট নিউজ আছে কিনা দেখে নিবেন।
-
আপনি ফরেক্স মার্কেটে সপ্তাহে ৫ দিন ট্রেড করতে পারেন তবে আপনি যদি দিনের হিসাব করেন তাহলে আপনাকে মার্কেট এনালাইসেস করতে হবে । যদি আপনি বুঝেন সপ্তাহে কোন একদিন আপনার জন্য সুবিধা হয় তাহলে আপনি সেই দিন ট্রেড করবেন তবে আমি মনে করি যে ট্রেড করার জন্য নির্দিস্ট কোন দিন নেই আপনি সপ্তাহে ৫ দিন ট্রেড করতে পারবেন তবে আপনাকে বেশি করে এনালাইসেস করতে হবে ।
-
ফরেক্স মার্কেটে একেকজনের ট্রেড করার স্টাইল একেক রকম । এখানে আসলে সবার জন্য সেরা দিন বলতে কিছু নেই , আপনাকে নিজের জন্য সেরা দিন বানিয়ে নিতে হবে । ফরেক্স মার্কেট এ সপ্তাহের ৫ দিনই ট্রেড কোরা জাই তাই আমরা প্রতিদিন মার্কেট এ ট্রেড করতে পারি । ফরেক্স মার্কেটে অর্ন্তভূক্ত মুদ্রাগুলোর দেশসমূেহর অর্থনৈতিক কর্মকান্ডের পরিবর্তন দ্বারা নিয়ন্তিত হয় ।
-
অাসলে মুদ্রার মূল্য সর্বদাই পরিবর্তন হয়। সে জন্য নির্দিষ্ট কোন দিন নেই। যে কোন দিনই অাপনার জন্য সেরা হতে পারে। যদি অাপনি সফল ভাবে ট্রেড করতে পারেন। অার অদক্ষ ও ভালো জ্ঞাণ না থাকলে এবং লস হলে যে কোন দিনই অাপনার জন্য খারাপ হতে পারে।
-
আমার দেখা বুধবার এ ফরেক্স মার্কেট ভাল মুভ করে আর আমি যত দিন ফরেক্স মার্কেট এ ট্রেড করছি এই দিন সব থেকে বেশি লাভ করতে পারছি তবে এটা নির্ভর করে আপনি কোন ট্রেডিং সিস্টেম এ কোন সময় ট্রেড করেন তবে মার্কেট মুভ করলে আসলেই ফরেক্স মার্কেট থেকে বেশি লাভ করা যাই আর মার্কেট মুভ না করলে বসে থাকতে হয়
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য নির্দিষ্ট কোন সেরা দিন নাই মার্কেট রিসার্চ করে সেরা সময় বের করে নিতে হবে
-
সপ্তাহে ৫ দিন দৈনিক ২৪ ঘন্টা করে ফরেক্স মার্কেট খোলা থাকে। সেরা দিন বলতে নির্ধারিত কিছু নেই তবে সোমবার সকালে হয়ত অনেকে বাজারের গতু বোঝার চেষ্টা করেন। আর আমার মনে হয় বাংলাদেশ সময় বিকাল ০৬ থেকে রাত ১২ পর্যন্ত বাজারের গতে ভালো থাকে।
-
অনেকেই জানতে চান ফরেক্স ট্রেড করার জন্য কোন দিনটি সেরা, বা আদৌ সেরা কোন দিন রয়েছে কিনা। যেহুতু প্রাইস পরিবর্তিত হয় প্রতি মুহূর্তে, তাই ট্রেড করার সুযোগও পাওয়া যায় প্রায় সবসময়ই। বেশ কিছুদিন আগে বিডিপিপসে একজন জানতে চেয়েছিলেন ট্রেডিং এর জন্য কোনটি ভালো দিন? তার প্রেক্ষিতেই এই লেখাটি লেখা। যারা চাকরী বা ব্যসার জন্য প্রতিদিন ট্রেড করতে পারেন না, তাদেরও লেখাটি কাজে লাগবে।সপ্তাহের সেরা দিন সম্পর্কে ভিন্ন জনের ভিন্ন মত থাকাই স্বাভাবিক। কারণ ফরেক্স মার্কেটে একেকজনের ট্রেড করার স্টাইল একেকরকম। এখানে আসলে সবার জন্য সেরা দিন বলতে কিছু নেই, আপনাকে নিজের জন্য সেরা দিন বানিয়ে নিতে হবে।
-
ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিন খোলা থাকে। যেকোন দিনই ট্রেড করা তবে ৫দিনের ১ম দিনটি এবং শেষ দিনটি ট্রেড খুব একটা ভাল হয় না। কারণ এই দুইদিন ট্রেডাররা খুব একটা একটিভ থাকেন না শুধু মাত্র মার্কেট দেখেন বেশী একশন খুব একটা থাকে না। যার জন্য এই দুইদিনে ট্রেড করাটা একটু মুসকিল তবে যারা অভিজ্ঞ ট্রেডার তার সবসময় তাদের জন্য ভাল সময়। ফরেক্স মার্কেট আসলে সিগন্যাল এর উপর ট্রেড করা হয়ে থাকে সুতরাং সিগন্যাল পেলে ভাল সময় না পেলে বসে থাকতে হবে সিগন্যাল পাওয়ার জন্য।