করাআমার প্রিয় বন্ধুরা, আপনি যদি ভাল বাজি ধরে থাকেন এবং আপনাকে ফার্ম সম্পর্কে খামারে নিয়ে যান, আপনি অবশ্যই আবপাড়ায় একটি আড্ডা খুলবেন এবং আপনার খামারের লাভও হবে। আমরা যে রূপটিতে কাজ করি আমাদের অবশ্যই কঠোর পরিশ্রম করা উচিত এটি অবশ্যই
Printable View
করাআমার প্রিয় বন্ধুরা, আপনি যদি ভাল বাজি ধরে থাকেন এবং আপনাকে ফার্ম সম্পর্কে খামারে নিয়ে যান, আপনি অবশ্যই আবপাড়ায় একটি আড্ডা খুলবেন এবং আপনার খামারের লাভও হবে। আমরা যে রূপটিতে কাজ করি আমাদের অবশ্যই কঠোর পরিশ্রম করা উচিত এটি অবশ্যই
ট্রেড করার আগে অবশ্যই কিছু বিষয় দেখে নিশ্চিত হয়ে এ্যান্ট্রি দিতে হবে। যেমন আপডেট নিউজগুলো দেখা, মার্কেট এ্যানালাইসিস তথা ফান্ডামেন্টাল,টেক িক্যাল এবং সেন্টিমেন্টাল এ্যানালাইসিস করে নেয়া, ক্যান্ডেলস্টিক চার্টগুলো দেখে নেয়া প্রত্যেক টাইমফ্রেমেরই দেখে নিতে হবে। মানি ম্যানেজমেন্ট ঠিকঠাক আছে কিনা তা যাচাই করে নেয়া,টেক প্রফিট ও স্টপ লস সেট করা আছে কিনা তা দেখে নেয়া,লট/ভলিউম ঠিক আছে কিনা তা দেখে নেয়া। সবকিছু ঠিক থাকলে তবে এ্যান্ট্রি দেয়া উচিত।
অবশ্যই ট্রেডিং করার আগে আমাদেরকে কিছু সময় নিয়ে দেখতে হবে এনালাইসিস গুলার কি অবস্থা এবং এনালাইসিস সম্পর্কেও ধারণা থাকতে হবে, তাই আমাদেরকে এনালাইসিস দেখে মার্কেটের ট্রেডের অবস্থা বুঝে ট্রেড করার সিদ্ধান্ত নিতে হবে কারণ আমরা না জেনে বুঝে ট্রেড করি তাহইলে আমাদের মূলধন হারাতে সুতারং ট্রেড করার সময় সতর্ক থাকি।
একজন নতুন এবং অভিজ্ঞ ট্রেডারের মধ্যে যে পার্থক্য সবচেয়ে বেশি লক্ষ করা যায় তা হল এই যে একটি ট্রেড ওপেন করার পূর্বে যা করনীয় তার মধ্যে বৈসাদৃশ্য থাকা । যে কোন ব্যবসার সাথে তুলনা করলে ফরেক্স সবথেকে আলাদা একটা প্লাটফর্ম । তাই এখানকার সবকিছুকে আপনাকে একটু আলাদা দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে, মনের ইচ্চানুযায়ী চললে হবে না, একটা নিয়ম কানুনের মধ্য দিয়ে চলতে হবে । একটা ডিসিপ্লিন এর মধ্যে থেকে আপনাকে ট্রেড করতে হবে, তাহলেই আসবে সফলতা । মনে রাখতে হবে যে বিন্দু বিন্দু জলেই কিন্তু সিন্ধু হয় । তাই অতিরিক্ত লাভ অল্প সময়ে না করে ধৈর্য ধরে মার্কেট বিশ্লেষণ করে ট্রেড ওপেন করুন ।
প্রত্যেক কাজের আগে প্রত্যেকটি মানুষ ভাল ভাবে ভুঝে শুনে কাজটা করতে পারলে অনেক সহজে কাজটা করা যাবে।ফরেক্স ট্রেডিং তো খুবই জটিল বিষয়। ট্রেড দেয়ার আগে আমাদের অবশ্যই কিছু বিষয় দেখে নেয়া ভালো। যেমন নিউজ দেখে মার্কেটে এর প্রভাব বিশ্লেষন করে ট্রেড নিতে হবে। যেকোনো ট্রেড নেয়ার আগেই কমপক্ষে ৫ মিনিট মার্কেট এনালাইসিস করে নিতে হবে। এছাড়াও মাঝে মাঝে অনেক ভূল হয় ট্রেড করতে গেলে সেটা যেন না হয় তার জন্য বার বার দেখে তার পর ট্রেড করতে হবে। আমি মনে করি সবাই যদি এই ভাবে ট্রেড করে তাহলে আর কোন সমস্যা থাকবে না কারো সবাই ঠিক ঠাক মত ট্রেড করতে পারবেন।
মার্কেটে যারা অভিজ্ঞ ট্রেডার তারা অবশ্যই যখন ট্রেড করে তখন তারা ভেবে চিন্তে ট্রেড করে । তারা ট্রেড করার আগে মার্কেট এ্যানালাইসিস করে তারপর ট্রেডে মনোনিবেশ করে ।কারন ট্রেড দিয়ে ফেললে সেটা আপনার সাথে সাথে রানিং শুরু হয়ে যাবে। তাই আগে ভেবে চিনতে দেখে নিনি আপনি ট্রেডটি করবেন কি না। ভুলভাল ট্রেড ওপেন করে পস্তানোরর চেয়ে এনালাইসিস করে বুঝেশুঝে ট্রেড করলে ঝুকি কমে অর্থাৎ লস এর সম্ভাবনা কমে
অভিজ্ঞ ব্যক্তি সর্বদা কাজের পূর্বে দেখে-শুনে,ভেবে-চিনতে কাজ করে। ফরেক্স ট্রেড করার পূর্বে অবশ্যই ভালভাবে মার্কেট এনালাইসিস করে ট্রেড করতে হবে। যেন ট্রেড করার পর মার্কেট ট্রেডের প্রতিকুলে না যায়। তাই ফরেক্স ট্রেডারগন অবশ্যই ভেবে-চিনতে ট্রেড করবেন,যেন ট্রেড এবং পরিশ্রম বিফলে না যায়।
ট্রেড দেওয়ার আগে একবার নয় বারবার দেখা উচিত ট্রেডটি সঠিক পজিশনে নিচ্ছেন কিনা। কারন ট্রেড করার পর যখন একবার লসে পড়ে যাবেন তখন চেক করে যদি দেখেন যে আপনার ট্রেড পজিশনটা আসলে ঠিক করে নেওয়া হয়নি তখন আর কিছু করার থাকবেনা। তাই ট্রেড করার আগে যে কারেন্সীতে ট্রেড করবেন তার নিউজ আপডেট সম্পর্কে, সাপোর্ট রেজিস্টান্স, ট্রেন্ড লাইন ইত্যাদি দেখেই ট্রেড করবেন।
ট্রেড দেওয়ার পূর্বে যে সকল বিষয়ের উপর নজর দিতে হবে হলোঃ-
১। নিখুদভাবে টেকনিক্যাল এনালাইসিস করা
২। ফান্ডামেন্টাল এনালাইসিস করে ট্রেড এন্ট্রি করা
৩। অবশ্যই মানিম্যানেজমেন্ট পদ্ধতি অনুসরণ করা
৪। স্টপ লস এবং টেক প্রফিট সেট করতে হবে
৫।প্রতিটি ট্রেডে কতটুকু সময় দিতে পারবেন তা ঠিক করা।
একদম ঠিক কথা বলেছেন আপনি । কারণ ফরেক্স মার্কেট কোন হেলা ফেলার জায়গা নয় । আপনি যেকোনো ট্রেড ওপেন করলেন আর আপনার লাভ হবে বিষয়টা কিন্তু তেমন নয় । ফরেক্স মার্কেট থেকে প্রফিট করতে হলে আপনাকে অবশ্যই মার্কেট দেখে শুনে আনাল্যসিস করে ট্রেডিং করতে হবে , তাছাড়া এই মার্কেট থেকে আপনি প্রফিট করতে পারবেন না ।
নিউজ দেখে মার্কেটে এর প্রভাব বিশ্লেষন করে ট্রেড নিতে হবে। যেকোনো ট্রেড নেয়ার আগেই কমপক্ষে ৫ মিনিট মার্কেট এনালাইসিস করে নিতে হবে। আমরা যদি একটু সতর্ক থেকে ট্রেড করি তবে আমাদের একাউন্ট ঝুকির হাত থেকে রক্ষা পাবে । সবচেয়ে বড় যে ব্যপার সেটি হলো ট্রেড ওপেন করার আগে দেখতে হবে কোন নিউজ আছে কিনা কারণ নিউজ থাকলে মার্কেট কোন ট্রেন্ড মানে না সুতরাং নিউজ থেকে সাবধান। আরও অনেক ছোটখাট বিষয় আছে সেগুলো যার যার এনালাইসিস অনুযায়ী চেক করে নেয়া উচিত।
ফরেক্স মার্কেটে ট্রেড ওপেন করার আগেই মার্কেট ভালোভাবে এনালাইসিস করে নেয়া উচিত। তাছাড়া নিউজগুলোর প্রতিও সব সময় খেয়াল রাখা জরুরী।
প্রতিটা ট্রেড ওপেন করার আগে আমাদের মার্কেট সঠিকভাবে যাচাই-বাছাই করে নেয়া উচিত। তাছাড়া ইন্ডিকেটরগুলোর পাশাপাশি নিউজের দিকেও খেয়াল রাখা জরুরী। এনালাইসিস সঠিক হল সফলতা কঠিন কিছু নয়।
প্রতিটা ট্রেড ওপেন করার আগে আমাদের সকল ইন্ডিকেটরগুলো দেখে নেওয়া উচিত। মার্কেট এনালাইসিস যদি না থাকে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের সঙ্গী হয়
ট্রেড দেয়ার আগে আমাদের অবশ্যই কিছু বিষয় দেখে নেয়া ভালো। যেমন নিউজ দেখে মার্কেটে এর প্রভাব বিশ্লেষন করে ট্রেড নিতে হবে। যেকোনো ট্রেড নেয়ার আগেই কমপক্ষে ৫ মিনিট মার্কেট এনালাইসিস করে নিতে হবে। আমরা যদি একটু সতর্ক থেকে ট্রেড করি তবে আমাদের একাউন্ট ঝুকির হাত থেকে রক্ষা পাবে, আমাদের একাউন্ট জিরো হওয়ার হাত থেকে রক্ষা করতে হলে সতর্ক হতে হবে। আপনি ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল এনালাইসিসের পর ট্রেড অপেন করতে যাচ্ছেন, একবার দেখে নিন সেই কারেন্সি পেয়ারের দেশ দুটির অদূরে কোন বড় মিটিং, বাজেট ইত্যাদি আছে কি না। না হলে আপনার ট্রেড এস এল হিট করতে পারে।
ফরেক্স এ লাভ লস এর মূল বিষয় গুলো হল এই ট্রেড। ট্রেড একবার করলে লাভ হবে কিনা লস তা বিবেচনা করে ট্রেড করতে হবে। কোন ট্রেডারই চান না যে আমারর ট্রেড গুলো লস হোক। ট্রেড করলেই যে লাভ হবে তা নয়। লস ও হয়। তাই আমার মতে ফরেক্স এ ফাইনালি ট্রেড করার আগে ভাল করে দেখে নিবেন এবং শিউর হয়ে নিবেন যে ট্রেড করলে যেন সাফলতা অর্জন করতে পারি। তাই ট্রেড করার আগে দেখে নেওয়া উচিত। ধন্যবাদ।
আমার মতে ট্রেড নেয়ার পূর্বে কিছু বিষয় দেখে নেয়া ভাল।যার মধ্যে অন্যতম হল নিউজ আছে কি না ,মার্কেট ট্রেন্ড কি,কোন প্যাটার্ণ তৈরি হয়েছে কি না,কোন ক্যান্ডেল তৈরি হয়েছে কি না,নিজেদের কতটুকু ধৈর্য্যর পরিচয় দিতে পারছি তা ফুটে উঠে এখানে । প্রতিটা ট্রেড দেওয়ার পুর্বে আমাদেরকে সতত্য ও নিশ্চয়তা সম্পর্কে নিশ্চিত হওয়া অনেক বেশি প্রয়োজন ।
ট্রেড দেয়ার আগে আমাদের অবশ্যই কিছু বিষয় দেখে নেয়া ভালো। যেমন নিউজ দেখে মার্কেটে এর প্রভাব বিশ্লেষন করে ট্রেড নিতে হবে। যেকোনো ট্রেড নেয়ার আগেই কমপক্ষে ৫ মিনিট মার্কেট এনালাইসিস করে নিতে হবে। আমরা যদি একটু সতর্ক থেকে ট্রেড করি তবে আমাদের একাউন্ট ঝুকির হাত থেকে রক্ষা পাবে, আমাদের একাউন্ট জিরো হওয়ার হাত থেকে রক্ষা করতে হলে সতর্ক হতে হবে।
আপনি ঠিক কি বুঝাতে চেয়েছেন হয়তো আপনি নিজেও শেষ পর্যন্ত বুঝতেই পারেন নি তাই সবাইকেও বুঝাতে পারেন নি। ট্রেড দেওয়ার আগে অনেক কিছুই দেখে নিতে হয় তার মধ্যে রয়েছে পূর্বের ভুল, এনালাইজ সঠিক ভাবে করা , সঠিক সময়ে এন্ট্রি নিলাম কিনা তা দেখা । এই ব্যাপার গুলা আসলে সবাই যদি দেখে তারপর ট্রেড নিতে পারে আমি মুটামুটি শিওর যে লসের পরিমান অনেক টাই কমে যাবে। আমাদের অবশ্য আরো একটা ব্যাপার মাথায় রাখতে হবে যাতে আমাদের মধ্যে লাভ দেখে লোভ চলে না আসে। লোভ এমন একটা জিনিস যেখানে আপনি না চাইলেও চলেই আসে
এটা একদম সঠিক কথা ফরেক্স এ ট্রেড দেওয়ার আগে এক থেকে পাঁচ বার দেখে নেওয়া ভাল। কারন ফরেক্স এ ট্রেড করা এত্ত সহজ না ফরেক্স ট্রেড করতে হলে আপনাকে ফরেক্স সম্পর্কে যানতে হবে কিভাবে ট্রেড করে সেটা শিখতে হবে এছাড়াও মাঝে মাঝে অনেক ভূল হয় ট্রেড করতে গেলে সেটা যেন না হয় তার জন্য বার বার দেখে তার পর ট্রেড করতে হবে। তাই ট্রেড ওপেন করার পূর্বে যা ভাবার তা ভাবতে হবে।
ট্রেড দেওয়ার আগে আমাদের মার্কেট এর গতিবিধি ভালো করে দেখে নিতে হবে। যদি আমাদের কোন কারেনসি পেয়ারে কোন পরিষ্কার ধারনা না থাকে তাহলে মার্কেট এ ভালো কিছু করতে পারব না। যে পেয়ারটি সম্পর্কে ভালো এবং পরিষ্*কার ধারন করতে পারব সেই পেয়ারে ট্রেড করব।
ফরেক্স মার্কেটে কারর অ্যাকাউন্ট যেন জিরো না হয়ে যায় সেটিই আমাদের প্রত্যাশা তবে চাওয়া এবং পাওয়ার মাঝে প্রায়শই অনেক বেশি পার্থক্য লক্ষ করা যায় একজন ট্রেডারের সব সময় উচিত হবে ট্রেড করার পূর্বে খুব ভাল ভাবে মার্কেট ট্রেন্ড অ্যানালাইসিস করা,মানিম্যানেজমে ্ট করা লোভ এবং আবেগকে কন্টোল করে তার পর ট্রেড করা।কেননা এত করে ট্রেডে ভুল হবার সম্ভাবণা কম থাকে । তাই ট্রেড ওপেন করার পূর্বে যা ভাবার তা ভাবতে হবে ।
অবশ্যই এটা অনেক জরুরী একটা বিষয় কেননা আপনি কখনই একটা ভুল জায়গায় ট্রেড ওপেন করতে পারেন না । আপনাকে অবশ্যই অনেক চিন্তা ভাবনা করে, মার্কেটটা ভালভাবে এনালাইসিস করে, সঠিক পজিশন খুঁজে বের করে একটা ট্রেড নেওয়ার পরিকল্পনা সাজাতে হবে, এবং আপনার সিস্টেম অনুযায়ী মার্কেট আপনার অনুকূলে আছে কিনা সেটা একবার দেখে নিতে হবে ট্রেড দেওয়ার আগে । আমরা যদি একটু সতর্ক থেকে ট্রেড করি তবে আমাদের একাউন্ট ঝুকির হাত থেকে রক্ষা পাবে, আমাদের একাউন্ট জিরো হওয়ার হাত থেকে রক্ষা করতে হলে সতর্ক হতে হবে।
ট্রেড এন্ট্রি দেওয়ার আগে অবশ্যই কিছু কিছু বিষয়ের ওপর নজর দেওয়া খুব জরুরী। যেমন; আপনার এনালাইসিস ঠিক ছিল কিনা, মানি ম্যানেজমেন্ট অনুযায়ী আপনি পরিমাণের বেশি লট নিছেন কিনা, টেইক প্রফিট এবং স্টপ লস সেট করেছেন কিনা ইত্যাদি। এছাড়া কিছু বিষয়ের ওপর আমরা বেশি গুরুত্ব দিই না। যেমন দৃষ্টিভ্রমতার কারণে অনেক সময় মেটাট্রেডার 4 app টির মাধ্যমে ট্রেড এন্ট্রি করার সময় ভলিউম কত এটা না দেখে যদি ভূল করে বেশি ভলিউম নিয়ে ট্রেড করেন তাহলে মার্কেট অতিরিক্ত বিপরীতে চলে গেলে ব্যালেন্স শূন্য হতে বেশি টাইম লাগবে না। তাই ট্রেড এন্ট্রি করার পূর্বে অবশ্যই এই বিষয়গুলির ওপর খেয়াল রাখতে হবে।
ট্রেড দেয়ার আগে আমাদের অবশ্যই কিছু বিষয় দেখে নেয়া ভালো। যেমন নিউজ দেখে মার্কেটে এর প্রভাব বিশ্লেষন করে ট্রেড নিতে হবে। যেকোনো ট্রেড নেয়ার আগেই কমপক্ষে ৫ মিনিট মার্কেট এনালাইসিস করে নিতে হবে। আমরা যদি একটু সতর্ক থেকে ট্রেড করি তবে আমাদের একাউন্ট ঝুকির হাত থেকে রক্ষা পাবে, আমাদের একাউন্ট জিরো হওয়ার হাত থেকে রক্ষা করতে হলে সতর্ক হতে হবে।
ফরেক্স মার্কেটে কারর অ্যাকাউন্ট যেন জিরো না হয়ে যায় সেটিই আমাদের প্রত্যাশা তবে চাওয়া এবং পাওয়ার মাঝে প্রায়শই অনেক বেশি পার্থক্য লক্ষ করা যায় একজন ট্রেডারের সব সময় উচিত হবে ট্রেড করার পূর্বে খুব ভাল ভাবে মার্কেট ট্রেন্ড অ্যানালাইসিস করা,মানিম্যানেজমে ্ট করা লোভ এবং আবেগকে কন্টোল করে তার পর ট্রেড করা।
ট্রেড করার আগে কিছু কিছু বিষয় খেয়াল করে ট্রেড করা উচিত । কারন একটু সময় নিয়ে সব দিক বিবেচনা করে ট্রেড নিলে একাউন্ট ঝুকির মুখে কম থাকে। নিউজ টাইমের ক্ষেত্রে নিউজ ভালো করে দেখে ট্রেড নেওয়া উচিত। এবং ট্রেড করার আগে এনালাইসিস করাটাও খুবই গুরুত্বপূর্ণ।
ট্রেড দেওয়ার আগে একবার দেখে নিন
আমি এই জিনিসগুলো প্রত্যেকদিন দেখার জন্য খুব বেশি ভুলে যাই। জানি, আমার মত অনেকেরই একি অবস্থা। তবে এই ব্যাপারগুলো সামান্য হলেও খুব খুব গুরুত্বপূর্ণ যা আপনাদেরকে এখানে সারাদিন লিখেও বুঝাতে পারব না। ট্রেড করার জন্য যেমন কম্পিউটার on না করলে হয় না। তেমনি আমার দৃষ্টিতে একাউন্ট বাচাঁনোর জন্য এইগুলো না মানলে হয় না। হয়তো এই পোষ্ট একদিন হারিয়ে যাবে। ততদিনে অনেকের একাউন্টও জিরো হয়ে যাবে। অনেকেই নিচের দিকে গিয়ে তখন এই পোষ্টটা খুজতে থাকবেন তবে কোন লাভ হবে না।কারণ, কথায় আছে, "দাঁত থাকতে দাঁতের মর্যাদা"।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
RichMahfuz,
আমি আপনার পোস্টের আগা মাথা কিছুই তো বুঝতে পারলাম না,,, তাহলে নতুন সদস্যরা বুঝবে কেমনে । আসলে আপনি ট্রেড ওপেন করার আগে কোন জিনিস বা বিষয়টা একবার দেখে নিতে বলছেন আমি সেটাই খুঁজে পেলাম না । ট্রেড নেওয়ার পূর্বে মার্কেটের অবস্থান এবং পজিশন বুঝে ট্রেড ওপেন করতে হবে এই কথাটা কম বেশি সকল ট্রেডাররা জানে । আর এই বিষয়টা মাথায় রেখে ট্রেড করতে পারলে লচের সম্ভাবনা কম থাকে,,,, ধন্যবাদ ।
অবশ্যই ট্রেড নেয়ার আগে মার্কেটের গতিবিধি ভালো করে দেখে নেয়া উচিত। মার্কেট সম্পর্কে যথেষ্ঠ এনালাইসিস করে নেয় উচিত। কোন ট্রেডে এন্ট্রি নেয়ার আগে দেখে নেয়া *উচিত মার্কেট ট্রেন্ডি অবস্থানে আছে কি না। কোন হাই ইমপেক্ট নিউজ নিলিজ হলো কিনা। এই মুহুর্তে পেয়ারের সাপোর্ট রেসিস্টেন্স কোন লেভেলে আাছে। প্রাইস পিভটের উপরে নাকি নিচে আছে এসব আগে দেখে নিয়ে তারপরে ট্রেড এন্ট্রি নেয়া উচিত। মার্কেট সম্পর্কে যথেষ্ঠ পরিমান এনালাইসিস করে দেন ট্রেড বসাতে হবে। একটা ট্রেড নেয়ার আগে কমপক্ষে ১৫-২০ মিনিট এনালাইসিস করে ট্রেড বসাতে হবে। সর্বোপরি আপনার মানি ম্যানেজমেন্ট ঠিক আছে কিনা তা ভালো করে দেখে নেয়া দরকার।
প্রত্যেক কাজের আগে প্রত্যেকটি মানুষ ভাল ভাবে ভুঝে শুনে কাজটা করতে পারলে অনেক সহজে কাজটা করা যাবে।ফরেক্স ট্রেডিং তো খুবই জটিল বিষয়।তাই প্রত্যেক ফরেক্স ট্রেডার যদি ট্রেড নেওয়ায় আগে ভাল ভাবে দেখে শুনে ট্রেড নেয় তাহলে লস করবে না আশা করি। সবচেয়ে বড় যে ব্যপার সেটি হলো ট্রেড ওপেন করার আগে দেখতে হবে কোন নিউজ আছে কিনা কারণ নিউজ থাকলে মার্কেট কোন ট্রেন্ড মানে না সুতরাং নিউজ থেকে সাবধান। আরও অনেক ছোটখাট বিষয় আছে সেগুলো যার যার এনালাইসিস অনুযায়ী চেক করে নেয়া উচিত।
ফরেক্স মার্কেটে ট্রেড ওপেন করার আগেই মার্কেট ভালোভাবে এনালাইসিস করে নেয়া উচিত। তাছাড়া নিউজগুলোর প্রতিও সব সময় খেয়াল রাখা জরুরী। ট্রেড নেয়ার আগে কিছুক্ষন চিন্তা ভাবনা এবং মার্কেট পর্যবেক্ষণ করে নেওয়া ভালো। এর মাধ্যমে মার্কেট ট্রেন্ড এবং প্যাটার্ন থাকলে সহজে ধরতে পারবেন। আমরা যদি একটু সতর্ক থেকে ট্রেড করি তবে আমাদের একাউন্ট ঝুকির হাত থেকে রক্ষা পাবে।
ফরেক্স ব্যবসা ট্রেডের উপর সবকিছু নিরর্ভর করে।
তাই ট্রেড অপেন করার আগে ভালো করে দেখেনিন
আপনার এনালাইসিস ঠিক আছে কিনা। আর নিশ্চিত
হন আপনি কি রকম সমায় দিতে পারবেন।
ট্রেড ওপেন করার আগে দেখুন এনালাইসিস ঠিক আছে কিনা, ট্রেন্ড ঠিক আছে কিনা অর্থাত বাই যদি দেন সেটা আপট্রেন্ড আছে, আর যদি সেল দেন সেটা কি ডাউনট্রেন্ড আছে কি না? আরও অনেক বিষয় দেখার আছে কিন্তু সেগুলো এনালাইসিস করে দেখতে হবে। সবচেয়ে বড় যে ব্যপার সেটি হলো ট্রেড ওপেন করার আগে দেখতে হবে কোন নিউজ আছে কিনা কারণ নিউজ থাকলে মার্কেট কোন ট্রেন্ড মানে না সুতরাং নিউজ থেকে সাবধান। মনের ইচ্চানুযায়ী চললে হবে না, একটা নিয়ম কানুনের মধ্য দিয়ে, একটা ডিসিপ্লিন এর মধ্যে থেকে আপনাকে ট্রেড করতে হবে, তাহলেই আসবে সফলতা।
কোন বড় হাই ইমপেক্ট নিউজ রিলিজ আছে কিনা। এই মুহুর্তে প্রাইস কোন সাপোর্ট অথবা রেজিটেন্স জোনে আছে কিনা। প্রাইস পিভটের উপরে না নিচে ইত্যাদি সব কিছু দেখে তার পর ট্রেড নেওয়ার আগে আর একবার দেখতে হবে মানি ম্যানেজ মেন্ট ঠিক আছে কিনা। তেমনি ফরেক্সে ট্রেড ওপেন করার আগে মিনিমাম ৫/১০ মিনিটের একটা এনালাইসিস প্রয়োজন। ভুলভাল ট্রেড ওপেন করে পস্তানোরর চেয়ে এনালাইসিস করে বুঝেশুঝে ট্রেড করলে ঝুকি কমে অর্থাৎ লস এর সম্ভাবনা কমে।
জ্বী আপনি ঠিক বলেছেন। আমাদের অবশ্যই উচিত ট্রেড করার পূর্বে কিছু বিষয়ের প্রতি নজর দেওয়া। আমরা যদি এই বিষয়ের প্রতি নজরদারি করি এবং ঠিক মত সবকিছু বুঝে শুনে পরবর্তী দিকে এগিয়ে যায় তাহলে আমাদের জন্য সেটি অনেক সুবিধাজনক হবে। একটি ট্রেন ওপেন করার পূর্বে অনেক কিছু দেখতে হয় কেননা পেটের ওপর অনেক কিছু নির্ভর করে তাই আমাদের মুনাফার জন্য অনেক দিকে লক্ষ্য রাখতে হয় যেসব দিকে হয়তো আমরা ঠিকমত লক্ষ রাখতে পারিনা কিন্তু আমাদের রাখা উচিত কারণ এতে আমাদের জীবন নির্ধারণের ব্যবস্থা সংযুক্ত তাই কোন কিছু করার আগে ভেবে চিন্তে করাই উত্তম।
অবশ্যই প্রতিটি ট্রেড নেয়ার আগে দেখে নেয়া উচিত যে আমি ট্রেড নিলে আমার অনুকূলে যাবে নাকি প্রতিকূলে যাবে। প্রত্যেকটি ট্রেন নেয়ার আগে অবশ্যই যথেষ্ট এনালাইসিস করে নেয়া উচিত। ট্রেডের সাপোর্ট-রেসিসটেন্স, সূচক এবং ভবিষ্যৎ মুভমেন্ট কোনদিকে হতে পারে সে ব্যাপারে যথেষ্ট স্টাডি করে নেয়া উচিত। বিশেষ করে আপকামিং নিউজ তথা ফান্ডামেন্টাল নিউজ গুলো দেখে ট্রেড নেয়া উচিত। যে কারেন্সি পেয়ারে ট্রেড নিতে যাচ্ছেন সেই সংশ্লিষ্ট দেশের বর্তমান অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থার বিচার করে ট্রেড নিতে হবে।
মনে রাখবেন একটি ভুল ট্রেড নিয়ে ব্যালেন্স হারানোর থেকে ট্রেড না নিয়ে প্রফিট বিহীন থাকা অনেক ভালো। আপনি যদি ভুল ট্রেড নিয়ে ব্যালেন্স হারিয়ে ফেলেন তাহলে পরবর্তীতে ট্রেড নেয়ার সুযোগ থাকবে না। মার্কেট এনালাইসিস করে যথেষ্ট পজিটিভ মনে না হলে ট্রেড থেকে দূরে থাকুন। তাতে কারো যদি আপনাকে দুই দিন/ তিন দিন অথবা এক সপ্তাহ অপেক্ষা করতে হয় তবে তাই করুন। তবুও ভুল ট্রেড থেকে দূরে থাকুন।
We should take a gander at certain things prior to exchanging. You need to exchange by examining the effect of such news available. You have to do in any event 5 minutes market examination prior to taking any exchange. In the event that we exchange with a little alert, our record will be shielded from hazard, we should be mindful so as to shield our record from being zero.
ফরেক্স মার্কেটে কারর অ্যাকাউন্ট যেন জিরো না হয়ে যায় সেটিই আমাদের প্রত্যাশা তবে চাওয়া এবং পাওয়ার মাঝে প্রায়শই অনেক বেশি পার্থক্য লক্ষ করা যায় একজন ট্রেডারের সব সময় উচিত হবে ট্রেড করার পূর্বে খুব ভাল ভাবে মার্কেট ট্রেন্ড অ্যানালাইসিস করা,মানিম্যানেজমে ্ট করা লোভ এবং আবেগকে কন্টোল করে তার পর ট্রেড করা।