ব্যবসা মানেই লাভ আর লস। আমরা শুধু ফরেক্সে না যে কোন ব্যবসাতেই লস করলে খুব কষ্ট পাই অনেক সময় মাথা চাপরাই আবার অনেক সময় ব্যবসা ছেড়েদিয়।বেশির ভাগ মানুষই সেই লসের কারণ খুজে বের করে না। তাই আমি বলি লস এবং লাভ দুটি অঙ্গাঅঙ্গী বিষয়। যেখানে লাভ আছে সেখানে লস ও আছে। ফরেক্স ও তেমন স্থান যেখানে যেখানে ধর্য ধরে চেষ্ট করে যেতে হবে ফল এক দিন না এক দিন আসবেই।