ফরেক্স মার্কেটে একটু বুঝে ট্রেড করতে পারলে লাভ এবং লস মিলায়ে সাবি'ক ভাবে লাভেই থাকা যায়। আর এখানে বুঝতে হলে বেশি বেশি ডেমো প্রাক্টিস করতে হবে।তবেই আপনি একজন ভাল ট্রেডার হতে পারবেন বলে আমি মনে কনি।
Printable View
ফরেক্স মার্কেটে একটু বুঝে ট্রেড করতে পারলে লাভ এবং লস মিলায়ে সাবি'ক ভাবে লাভেই থাকা যায়। আর এখানে বুঝতে হলে বেশি বেশি ডেমো প্রাক্টিস করতে হবে।তবেই আপনি একজন ভাল ট্রেডার হতে পারবেন বলে আমি মনে কনি।
ফরেক্সে যারা নতুন ট্রেড করতে আসছে তারা কিন্তু প্রাইস বা মার্কেটের কৌশল ও গতিবিধি কোনো কিছুই না জেনে বুঝে আসছে৷সেহেতু তারা নতুন ট্রেডারগণ স্বাভাবিক ভাবেই প্রচুর লস করতে থাকবে৷এই লস রিকোভার করা খুবই কঠিন৷দক্ষ ট্রেডারগণই কেবল এই লস রিকোভার করতে পারেন৷তাই ইচ্ছামত ভার্চুয়াল ব্যালেন্স বা পুজিঁ নিয়ে দীর্ঘদিন ১০০ ভাগ রিস্ক্ ফ্রি ডেমো ট্রেডিং করে করে ট্রেডিং কৌশলগুলো ভালো ভাবে আয়ত্ত্ব করে নিতে হবে৷
আসলেই সেই হলো প্রকৃত ট্রেডার যে তার নিজের লসকে রিকভার করতে জানে । আর সেই ট্রেডারই প্রকৃত পক্ষে ভালো কিছু করতে পারে । ফরেক্সে আমরা যারা ট্রেডিং করি তারা জানি যে এই মার্কেটে ট্রেডিং করে টিকে থাকতে হলে আমাদেরকে অবশ্যই অনেক বেশি পরিমানে নিজের দক্ষতার চিন্তা করতে হবে । ওই মুহর্তে লাভ লস সব মাথা থেকে বাদ দিয়ে শুধু দক্ষতার উ্ন্নতি ঘটানোর চেষ্টা করতে হবে ।
আমরা অনেকে আছি ভুল করে বিভিন্ন ট্রেড করে থাকি পরে সেই লসের পরিমান তুলতে গিয়ে আর বেশি বেশি লস করতে থাকি আমি ও মনে করি সেই ভাল ট্রেডারে যে তার লস রিকভার করতে পারে কিন্তু ধুর্যও থাকতে হবে নাহলে দেখা যাবে যে সব লস করে বসবে।সে কখনো ধৈর্য হারায় না।
আমি মনে করি যে, লস করার পরও সেই কাজে জড়িয়ে থাকে সেই বড় বুদ্ধিমান । কারণ সে বিশ্বাস করে যে সে আবার এই ব্যবসা থেকে লাভ করতে পারবে । আর যাদের মন মানসিকতা এই রকম তাদের জন্যই ফরেক্স , কারণ এখানে যে কোন সময় যে কোন কিছু ঘটে যেতে পারে । তাই লস হলেও লস রিকভার করে আসাটাই হল বুদ্ধিমানের কাজ ।
খুব সুন্দর একটি কথা এখানে উপস্থাপন করেছেন। লাইফে ক্রাইসিস না আসলে আমরা আসলে ওই টার মর্ম বুঝি না যেরূপ সোনা পোড়ালেই খাঁটি হয়। ফরেক্স মার্কেটে তেমনি এখানে লস না করলে ওই বিষয়টা সম্পূর্ণ জ্ঞান লাভ করা সব সময় সম্ভব হয়না। এই কথাটার সাথে আমি সম্পূর্ণ একমত ফরেক্সে লাভ করার পরে হাল না ছেড়ে সেই লসকে রিকভার করে নিয়ে কন্টিনিউ করা সম্ভব হলে একজন দক্ষ ট্রেডার হওয়া সম্ভব।
আপনি সুন্দর একটি কথা বলেছেন যে ফরেক্স মার্কেট এ সেই ভালো ট্রেডার যে তার লসটাকে ট্রেড এর বিনিময়ই রিকবার করে নিতে পারে। ফরেক্স মাকেট একটি সুন্দর মার্কেট যেখানে আপনি প্রপিট ও কোরতে পারেন আবার লস ও দিতে পারেন। তবে এর জন্য আপনআকে ফরেক্স মার্কেট এ অবিজ্ঞ হতে হতে হবে। তাহলে আপনি যদি লসও দেন তাহলে আপনি আপনার লস টুকু রিকবার করে নিতে পারবেন।
আমারা অনেকেই যখন কোন কাজে লস করি তখন বেশির ভাগ ক্ষেত্রে আমরা আর সে কাজ করি না । ঐ ব্যক্তিকে ভাল ট্রেডার বলা যায় , যে লসগুলো রিকভার করতে পারে ।ফরেক্স মার্কেটে ১০০% নিশ্চিত ট্রেড বলতে কিছু নেই।
আমারা জনি ফরেক্স ঝুঁকি বিজনেস। তাই প্রতি ট্রেডে টিপি হিট নাও করতে পারে তাই বলে হতাশ হবেন না। কারন ডেইলি কেন্ডেল ফলো করে আপনি ডেইলি ট্রেড নিতে পারেন। এতে করে কেন্ডেল এর আচার বুজে ট্রেড নিলে বেশিরভাগ সময়ে আপনার টিপি হিট করবে আর স্টোপ লস কম হিট করবে। এই বাবে বেলেন্স করে ট্রেড পরিচালনা করতে পারেন।
ফরেক্স এ লস করা খুবই স্বাভাবিক যে কেউ এখানে লস করতেই পারে। কিন্তু ফরেক্স এ লাভ করার থেকে লস রিকভার করা বেশি কঠিন। একমাত্র দক্ষতা সম্পন্ন ট্রেডাররাই এটা করতে পারে। কারণ যখন ফরেক্স এ লস হয় অনভিজ্ঞ ট্রেডাররা হতাশ হয়ে পড়ে এবং কোন পরিকল্পনা ছাড়াই ভুলভাল ট্রেডিং করতে থাকে। ফলে লসের পরিমাণ আরও বেড়ে যায়। অপরদিকে অভিজ্ঞ, এবং দক্ষ ট্রেডাররাই নিজেদের কে কুল এন্ড কাম রেখে সঠিক পরিকল্পনা অনুযায়ী ট্রেড করে লস রিকভারি করতে পারে। এজন্য লস রিকভারি করা একজন ভালো ট্রেডারের লক্ষ্মণ।
ফরেক্স ট্রেড এ লস হবেই,প্রতেক ট্রেডার তার প্রতেক এন্ট্রিতে লাভ করতে পারেনা,তাই লস হবেই,কিন্তু একজন ভালো ট্রেডার লস করলেও তার লস রিকভার করতে পারে,প্রতেক ট্রেডার এর উচিৎ লস হলে তা রিকভার করার প্রচেষ্টা করা,এবং লস এর তুলনায় লাভ জেনো বেশি হয় সেই দিক খেয়াল রাখা।
ফরেক্স মার্কেটে সব ট্রেডারাই কম বেশি লস করে থাকে, কিন্তু সবাই লস গুলোকে রিকভার করে না, অনেকেই এই অ্যাকাউন্ট বাতিল করে দিয়ে নতুন করে অ্যাকাউন্ট ওপেন করে ট্রেডিং শুরু করে, তবে যারা ভালো বা দক্ষ ট্রেডার তারা কখনোই তার অ্যাকাউন্টকে লস করার কারণে বাতিল করে দেয় না, বরং ধৈর্যসহকারে সময় দিয়ে তাঁর দক্ষতাকে কাজে লাগিয়ে লসকে রিকভার করে থাকে। শুধু তাই নয় ফরেক্স মার্কেট থেকে লাভের পাশাপাশি লসকে মেনে নেয়ার মানসিকতা তৈরি করে রাখে, এবং কখনো যদি কোন কারনে লস হয়ে থাকে তবে সে সেটাকে রিকভার করে থাকে আর এটাই একজন প্রকৃত ট্রেডারের বৈশিষ্ট্য, তাই যদি আমরা নিজেদেরকে একজন প্রকৃত ট্রেডার হিসেবে গড়ে তুলতে চাই তাহলে অবশ্যই আমাদের লাভের পাশাপাশি লসকে মেনে নেয়ার মানসিকতা থাকতে হবে এবং ধৈর্যসহকারে লস রিকভার করে নতুন করে শুরু করতে হবে।
আপনি ঠিকই বলেছেন ফরেক্স মার্কেটে লস করেনা এমন কোন ট্রেডার নেই। আর এই লস গুলো রিকভার করাটাই হল ভাল ট্রেডারদের লক্ষন। যারা ভাল মানের ট্রেডার তারা তাদের লস গুলো রিকভার করে নিতে পারেন। কিন্তু যারা ফরেক্স ট্রেডিং এ কাচা তারা তাদের লস গুলো রিকভার করতে পারেননা। এর ফলে একসময় তারা তাদের একাউন্ট শুন্য করে ফেলেন। আমাদের সবার উচিত আগে ডেমো করে লস রিকভার করা ভাল করে শিখে তারপর রিয়েল ট্রেড ওপেন করা।
সাধারনত আমারা অনেকেই যখন কোন কাজে লস করি তখন বেশির ভাগ ক্ষেত্রে আমরা আর সে কাজ করি না । আমরা অনেকে আছি ভুল করে বিভিন্ন ট্রেড করে থাকি পরে সেই লসের পরিমান তুলতে গিয়ে আর বেশি বেশি লস করতে থাকি এতে করে অনেক এ্যাকাউন্ট দ্রত খালি হতে থাকে , আর যারা এই লস এর মধ্যে বুদ্ধি খাটিয়ে লস রিকোভার করতে পারে তারাই ভাল ট্রেড হিসাবে গড়ে ওঠে ।
হ্যা খুব সুন্দর একটি বিষয় আমরা অনেকে আছি ভুল করে বিভিন্ন ট্রেড করে থাকি পরে সেই লসের পরিমান তুলতে গিয়ে আর বেশি বেশি লস করতে থাকি এতে করে অনেক এ্যাকাউন্ট দ্রত খালি হতে থাকে , আর যারা এই লস এর মধ্যে বুদ্ধি খাটিয়ে লস রিকোভার করতে পারে তারাই ভাল ট্রেড হিসাবে গড়ে ওঠে ।
ফরেক্সে ট্রেডের লস রিকভার করা ট্রেডারের একটি বড় গুন। আমরা সবাই ট্রেডে কম-বেশী লাভ লস করে থাকি। লস হলে অনেকেই হতাশ হয়ে যায়, যদি লস রিকভার করা যায় তাহলে ট্রেডে প্রাণ ফিরে পাই। তাই একজন ট্রেডারের লস রিকভার করার দক্ষতা অর্জন করা প্রয়োজন। তাই বেশি বেশি ট্রেড অনুশীলন করতে হবে। তাহলেই ভালো ট্রেডার হতে পারা যাবে।
ফরেক্স এ সবসময় লাভ হবে এমন কথা ঠিক নয় । এখানে যেকোন সময় আপনার লস হতে পারে । তবে সেই লস বিভিন্ন ভাবে রিকভার করা যায়। যারা লস বিকভার করতে পাার তারাই মুলত ভাল ট্রেডার । ভাল ট্রেডার লস হলেই হতাস হন না , তারা বাজার পর্যবেক্ষন করে লস এডজাস্ট করে নেন।
আমি এই কথাটার সাথে কখনই একমত নই কারন লস না করলে ভাল ট্রেডার হওয়া যাবে না এটি কেমন কথা এমন অনেক ফরেক্স ট্রেডার রয়েছে যারা ফরেক্স ট্রেডিংয়ে তাদেরকে অনেক বেশি দক্ষ এবং অভিজ্ঞ করেছেন দীর্ঘ অনুশীলনের মাধ্যমে যার ফলে তার ফরেক্সে ট্রেড করলে অবশ্যই ভাল প্রফিট করবে এটিই স্বাভাবিক তাই বলে কি লস না করার কারনের তাদেরকে আমরা অদক্ষ ট্রেডার বলব নিশ্চই না।
ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে অনেক সময় আমাদের লাভ হয় আবার অনেক সময় আমাদের লসও হয়। তবে চেষ্টা করতে হবে কিভাবে লস রিকোভার করা যায়। কারন লস রিকোভার করতে পারলেই আমরা এই মার্কেটে আরে বেশি স্টাবল হতে পারবো এবং সামনের দিকে প্রফিটের দেখাও বেশি পাবো। তাই আমিও মনে করি যল ট্রেডার লস রিকোভার করতে পারেনা সে ভালো ট্রেডার হতে পারেনা।
এটা ঠিক যে লস না করে ফরেক্সে লাভ করা যায় না। তবে কেউ যদি ভালো করে শিখে ট্রেড করতে আসে তবে সে নতুন হলেও লস করবে না। তাছাড়া আমাদের লস হবার অন্যতম কারন হলো আমাদের ব্যালেন্স কম নিয়ে ফরেক্সে আসা । আপনি যদি বেশি টাকা/ডলার নিয়ে মার্কেটে আসেন তবে আপনার কখনোই লস হবে না। হয়তো প্রফিট কম হবে ।
ফরেক্স মার্কেট এ সেই ভালো ট্রেডার যে তার লসটাকে ট্রেড এর বিনিময়ই রিকবার করে নিতে পারে । ফরেক্স মাকেট একটি সুন্দর মার্কেট যেখানে আপনি প্রফিট করতে পারেন আবার লস ও দিতে পারেন । তবে এর জন্য আপনাকে ফরেক্স মার্কেট এ অভিজ্ঞ হতে হবে । তাহলে আপনি যদি লসও দেন তাহলে আপনি আপনার লস টুকু রিকবার করে নিতে পারবেন ।
ফরেক্সে আমরা ট্রেড করতে যেয়ে অনেক সময় লস করি। মার্কেট আমাদের অনেক বিপরীতে চলে যায় কোনো সময়। তখন আমরা দিশেহারা হয়ে পড়ি। কিন্তু যে ভালো ট্রেডার সে এতে হতাশ হয়না। সে তার বিপরীতে যাওয়া ট্রেডও রিকভার করে ফেলে। ধৈর্য ধরে সে সিদ্ধান্ত নেয়। এটাই হলো ভালো ট্রেডারের গুন।। সে কখনো ধৈর্য হারায় না।
ফরেক্সে যেকোনো সময় লাভ অথবা লস হতেই পারে। তবে লস যদি রিকভার করা যায় সফলতার পথে বড় কোনো বাধা আর থাকে না।
হ্যাঁ,,, আমি ও আপনার কথার সাথে একমত আছি । ফরেক্স মার্কেটে সেই সকল ট্রেডারই দক্ষ ও অভিজ্ঞ ট্রেডার হতে পারে যারা ফরেক্স মার্কেটে লচের সম্মুখীন হয়েও সেই লচকে রিকোভার করতে পারে । আর যারা ট্রেড করে লচ করে না তারা ফরেক্স মার্কেটে সফল ট্রেডার হতে পারে না । তাই আমরা উচিত লচের সম্মুখীন হলে ভেঙে না পড়ে সেই লচকে রিকোভার করার চেষ্টা করতে হবে এবং কি কারনে লচ হলো সেই দিকগুলো খুঁজে বের করতে হবে,,,,, ধন্যবাদ ।
আমরা সবাই ট্রেডে কম-বেশী লাভ লস করে থাকি লস হলে অনেকেই হতাশ হয়ে যায় যদি লস রিকভার করা যায় তাহলে ট্রেডে প্রাণ ফিরে পাই তাই একজন ট্রেডারের লস রিকভার করার দক্ষতা অর্জন করা প্রয়োজন আপনি যদি নতুন ট্রেডার হন তাহলে লস হলে তা কিভাবে রিকভার করতে হবে তা আগে শিখতে হবে এ জন্য ফরেক্স ট্রেডিং ভালমত শিখতে হবে ফরেক্স ট্রেডিং একটি ব্যবসা যেহেতু এটি ব্যবাসা তাই এখানে লাভ ও লস দুটিই হতে পারে ।
যারা লাভ করে তারা ভাল ট্রেডার আনেকেই বলে । ফরেক্স এ সবসময় লাভ হবে এমন কথা ঠিক নয় । এখানে যেকোন সময় আপনার লস হতে পারে । তবে সেই লস বিভিন্ন ভাবে রিকভার করা যায়। যারা লস বিকভার করতে পাার তারাই মুলত ভাল ট্রেডার । ভাল ট্রেডার লস হলেই হতাস হন না , তারা বাজার পর্যবেক্ষন করে লস এডজাস্ট করে নেন।
আমারা অনেকেই যখন কোন কাজে লস করি তখন বেশির ভাগ ক্ষেত্রে আমরা আর সে কাজ করি না । আমরা অনেকে আছি ভুল করে বিভিন্ন ট্রেড করে থাকি পরে সেই লসের পরিমান তুলতে গিয়ে আর বেশি বেশি লস করতে থাকি এতে করে অনেক এ্যাকাউন্ট দ্রত খালি হতে থাকে , আর যারা এই লস এর মধ্যে বুদ্ধি খাটিয়ে লস রিকোভার করতে পারে তারাই ভাল ট্রেড হিসাবে গড়ে ওঠে ।
লসকে রিকবার করাই হল প্রকৃত ট্রেডারের উদ্দেশ্য । যে ট্রেডারগণ এই লসকে রিকভার করতে পারবে সে অবশ্যই জীবনে সফলকাম হতে পারবে । সুতরাং আমাদরে সকলকে লসকে রিকভার করার মত ক্ষমতা থাকতে হবে ।
অবশ্যই সে ভালো ট্রেডার যে লস রিকভার করতে জানে। আসলে একাবর যদি বড় ধরনের লসে একাউন্ট পড়ে যায় তাহলে আমরা কোনদিন একাউন্ট এ রিকভার করতে পারব না। আমরা আসলে ফরেক্স এ সব সময় লাভের দিকটা চিন্ত করি। যার কারনে লাভ করতে যেয়ে সেই একাউন্ট ই হারিয়ে ফেলি।
ফরেক্স মার্কেট এ ট্রেড করতে গেলে লস হতেই পারে এটা স্বাভাবিক ভাবে নিয়েই কাজ করতে হবে । কিন্তু আমরা অনেকেই লস হলে একদম হতাশ হয়ে পরি, কিভাবে কাজ করব বুঝি না, দিশেহারা হয়ে যাই । কিন্তু এটা করা মটেও উচিত নয় । বরং লস হলে এর কারন খুজে বের করে , অনেক সচেতন হয়ে ট্রেড দিতে হবে যেন লসটাকে পুষিয়ে নেয়া যায় । আর এটাই হল একজন ভাল ট্রেডার এর বৈশিষ্ট্য । তাই একজন ভাল ট্রেডার কখনো হতাশ না হয়ে বরং সহজেই লসকে রিকভার করে নিতে পারে ।
আপনি সঠিক বলেছেন। বৈদেশিক মুদ্রার এ বানিজ্য ক্ষেত্রে লাভ আর ক্ষতি একটি সাধারন ঘটনা। এখানে আপনি বানিজ্য করতে আসলে অব গুলো বানিজ্য আপনার সফল হবে এমন কোন কথা নেই। তবে আপনার অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার সফল বানিজ্যটি হতে আপনার অবশ্যই ক্ষতি হয়ে যাওয়া বাণিজ্যটি পুষিয়ে নিতে হবে। আমাদের বেশি বেশি অনুশীলন করতে হবে যাতে করে আমরা সফল হতে পারি
ঠিকই বলেছেন আপনি । ফরেক্স মার্কেটে লস হওয়াটা খুবই স্বাভাবিক কিন্তু দক্ষতার সাথে সেই লস রিকভার করাটাই একজন দক্ষ ট্রেডার এর কৌশল । লস রিকভার করতে হলে আপনাকে পরবর্তীতে প্রতিটা ট্রেড আনাল্যসিস করে করে দিতে হবে । আবেগে ট্রেড করা যাবে না এবং মানি ম্যানেজমেন্ট অনুসরণ করে ট্রেড করতে হবে তবেই ফরেক্স মার্কেটে আপনি আপনার লস রিকভার করতে পারবেন ।
লস সবারই হতে পারে। তবে সেই ভাল ট্রেডার যে যথাযথভাবে মার্কেট এনালাইসিস এর মাধ্যমে সময় উপযোগী ট্রেড করেন। এক্ষেত্রে লস কম হওয়ার সম্ভাবনা থাকে।
আমি মনে করি প্রতিটা ব্যবসাতেই লাভ লস দুটোই থাকবে আর এভাবেই আজন্মকাল থাকে ব্যবসা সংঘটিত হয়ে আসছে এর বিকল্প নয় ফরেক্স ট্রেডিংও । ফরেক্স ট্রেডিং এ অনেক সময় আমাদের ভুলের কারণে লস হয়ে থাকে যা একেবারেই অনাকাঙ্ক্ষিত তবে আমাদের ফরেক্স ট্রেডিং সম্পর্কে ভালো দক্ষ ও অভিজ্ঞ হলে এবং ট্রেড করার সময় মানি ম্যানেজমেন্ট ও নিউজ অনুযায়ী ট্রেড করতে পারলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে রেহাই পাওয়া সম্ভব। যদি এতে করে লস হয়েও থাকে তবে সেটা রিকভার করা সম্ভব। তাই দক্ষ ট্রেডার কম লস করে থাকলেও পরবর্তীতে সেটা রিকভার করে পুনরায় ট্রেড করে এবং লাভ করে থাকেন। তাই আমাদের উচিত ফরেক্স ট্রেডিং সম্পর্কে ভালো দক্ষ ও অভিজ্ঞ হয় ট্রেড করার । ধন্যবাদ
ফরেক্সে লস হবে এটাই স্বাভাবিক । তবে সেই লসকে যে রিকোভারি করতে পারবে সে অবশ্যই ভালো ট্রেডার । তবে আপনার সাথে আমি আর একটু যোগ করবো সেটা হলো লটের পরিমান একই রেখে যে রিকোভারি করতে পারবে সেই সফল ট্রেডার। আর লস রিকোভারির জন্য অনেকে মানি-মেনেজমেন্ট না মেনে ট্রেড করে এটা নিজের জন্য বড় একটা ভুল। এমনটা করা থেকে বিরত থাকুন।
জী ভাই,লস এই বিজিনেস এর একটি অংশ,আপনি একটানা এই বিজিনেস থেকে লাভ করতে পারবেন না,আপনাকে লস এর স্বীকার হতেই হবে,কিন্তু যারা ভালো ফরেক্স ট্রেডার তারা লস হলেও সেই লস রিকোভার করে ফেলতে পারে,লস হলে তারা আমাদের মতো উদাস হয়ে যাই না তারা তাদের সময় মতো লস রিকোভার করে ফেলে খুব সহজে।
সেই ভাল ট্রেডার যে লস রিকভার করতে জানে।
যে লস করেনা সে ভাল ট্রেডার নয় । ঐ ব্যক্তিকে ভাল ট্রেডার বলা যায় , যে লসগুলো রিকভার করতে পারে । এটা ফরেক্স ট্রেডারদের জন্য এক বিশেষ মন্ত্র যা সবার মনে রাখা উচিৎ
লাভ লস ছাড়া কোন ব্যবসা নেই। সেই ভালো ব্যবসায়ী যে লস থেকে শিক্ষা নিয়ে থাকে। আর ফরেক্স ট্রেডিং এ লস থেকে শিক্ষা গ্রহণ করা অত্যন্ত জরুরি। কারন ফরেক্স বারবার ভুল কারীকে তার শেষ পরিণতি দেখাতে দেরী করেনা।
সেই ভালো ট্রেডার যে লসকে মেনে নেয়ার ক্ষমতা রাখে। আর কি কারনে লস হলো সেটা উদঘাটন করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে পারেন
লস রিকভার করতে পারলে অবশ্যই আপনি সফল হবেন। টাকা ফরেক্সে যেকোনো সময় লাভ অথবা লস হতেই পারে। তবে লাস্ট যে কমাতে পারে সেই লাভবান।