হিম ঠিকই বলেছেন আমাদের ট্রেন্ড দেখে এন্ট্রি নেয়া উচিত নাহলে আমরা লসে পড়ে থাকবো। মার্কেট ২০০ পিপস নামলেই আমরা মনে করি এখন হয়তো উঠা শুরু করবে যেটা আসলে ভুল কারন তখন দেখা যায় ডাউন ট্রেন্ড থাকে তাই আগে আমাদের মার্কেট বুজতে হবে।
Printable View
হিম ঠিকই বলেছেন আমাদের ট্রেন্ড দেখে এন্ট্রি নেয়া উচিত নাহলে আমরা লসে পড়ে থাকবো। মার্কেট ২০০ পিপস নামলেই আমরা মনে করি এখন হয়তো উঠা শুরু করবে যেটা আসলে ভুল কারন তখন দেখা যায় ডাউন ট্রেন্ড থাকে তাই আগে আমাদের মার্কেট বুজতে হবে।
আমরা অনেক ইমোশনাল তাই নিজে দু চার মিনিট ভেবে ট্রেড না করে একটু মার্কেট এর মুভমেন্ট দেখেই লোভ সামলাতে না পেরে ট্রেড দেই ফলে যা হবার তাই হয় মানে লস হয় । আর যত দোষ হয় ফরেক্স ভাল না । এখানে শুধু লস হয় । আসলে সব সময় ট্রেড করার চেয়ে দিনে ১ টা মাসে ১০-১৫ টা ট্রেড যদি বুঝে শুনে করা যায় তবে মাস শেষে গড়ে ভাল এমাউন্ট লাভ করা সম্ভব যদি ক্যাপিটাল ভাল থাকে ।
না, আমাদের বেশিরভাগ সংখ্যক লোক তা করতে পারে না, এমন ভিত্তিতে যে বাজার সাধারণত একক দিক নয়, মার্কেট বারবার পরিবর্তন করতে পারে এবং তাই আমরা হারাতে পারি, আমরা এই সত্যের আলোকে বাজারকে উপরে যেতে দেখি , তাই আমরা ক্রয় করি এবং আমরা নীচে তাকাতে থাকি, তাই আমরা আরও একবার বিক্রি করি, তবুও আবার ক্রয়ের দিকে নজর রাখার পরে দেখা যায় যে বাজারটি যদি আরও একবার নিচে নামতে শুরু করে, যা আমাদের দুর্ভাগ্য make
প্রতিটা ট্রেড নেয়ার আগেই আমাদের একবার করে ভেবে দেখতে হবে। মার্কেট এনালাইসিস করে বের করতে হবে মার্কেট এখন ঊর্ধ্বমূখী না নিম্নমুখী। তারপর ট্রেড নিতে হবে। যদি ভাবনা চিন্তা না করেই আমরা ট্রেড নেই তবে আমাদের সামনে লস অপেক্ষা করবেই। অতএব ভেবে কাজ করতে হবে।
আমি বলবো ফরেক্সে ট্রেড নেয়ার আগে অবশ্যই ভেবে চিন্তে দেখতে হবে। প্রতিটা ট্রেড নেয়ার আগে মার্কেট এনালাইসিস করতে হবে। বাই কিংবা সেল নেবার আগে মার্কেট ঊর্ধ্বমুখি কিংবা নিম্নমুখি হবে কিনা সেটা দেখে নিতে হবে। মার্কেটে কখনও ট্রেন্ডের বিপরীতে ট্রেড করে লাভবান হওয়া যায় না । এই বিষয়টি মাথায় রেখে ট্রেড করতে হবে ।
এটি ঠিক যে ফরেক্সে আমারা সবাই ট্রেড করে প্রফিট লাভের চেষ্ট করি তবে কেন সবাই প্রফিট লাভ করতে পারে না তার প্রধান কারন হল আমরা কয়জন নিয়ম মেনে ফরেক্স ট্রেডিং জ্ঞানের আলোকে ট্রেড করতে পারি। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে আমরা ফরেক্স ট্রেডিং জ্ঞান দক্ষতা এবং অভিজ্ঞতা না লাভ করেই এখান থেকে প্রফিট করতে চাই। মার্কেট মুভমেন্ট বুঝতে হলে আপনাকে অবশ্যই টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে অনেক বেশি দক্ষ হতে হবে।তাহলেই ফরেক্সে ট্রেড করা সহজতর হবে..
ফরেক্স মার্কেটে ট্রেডিং করার সময় বা ট্রেড এন্ট্রি নেবার সময় আমাদের ফরেক্স মার্কেটের মুভমেন্ট ভালভাবে দেখিতে হবে,তার জন্য আমাদে মার্কেটের মুভমেন্ট এনালাইসিস করতে হবে।তারাহুরা করে ট্রেড ওপেন করা যাবে না। ট্রেড করার পূর্বে সব দিক ভালভাবে পর্যালোচনা করে নিতে হবে। আর সব সময় চেষ্টা করতে হবে কম রিস্ক নিয়ে ট্রেড করা।
প্রতিটা ট্রেড নেয়ার আগে মার্কেট এনালাইসিস করতে হবে। বাই কিংবা সেল নেবার আগে মার্কেট ঊর্ধ্বমুখি কিংবা নিম্নমুখি হবে কিনা সেটা দেখে নিতে হবে। ঊর্ধ্বমুখি হলে বাই নিতে হবে এবং নিম্নমুখী হলে সেল নিতে হবে। সব ক্ষেত্রেই এনালাইসিস করতে হবে। ফরেক্স মার্কেটের একএ অবস্থা আপনি যখন বাই ও সেল করতে যান অখন এটা বেচে নেওয়ার প্রয়োজন মনে হয়না যে এটি কি উপরে দিকে নামবে না নিচের দিকে নামবে, কেন উপরে নামবে বা নেচে নামবে।
ভাই চিন্তা করে ট্রেড করা যায় না । আপনি যখন ফরেক্স মার্কেট এনালাইসিস করবেন তারপরে আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে আপনি কি সিদ্ধান্তের উপর ট্রেডিং করবেন । ফরেক্স মার্কেটে এনালাইসিস সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস । কারণ আপনি যদি মূলধন ভালো থাকে এবং ভালো এনালাইসিস এর উপর নির্ভর করে ট্রেডিং করতে পারেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ফরেক্স মার্কেট থেকে আপনি সবকিছু পাবেন । তাই ফরেক্স মার্কেট ভালোভাবে এনালাইসিস করা আমাদের প্রত্যেকেরই শিখতে হবে ।
আমার মতে যে পেয়ারেই ট্রেড করেন না কেনো সেই পেয়ারের গতি বিধি বা ট্রেন্ড অবশ্যই কনফার্ম হতে হবে৷মনে রাখবেন এই গতি বিধি বা ট্রেন্ড ৩ প্রকার৷আপ ট্রেন্ড,ডাউন ট্রেন্ড এবং সাইড ওয়ে ট্রেন্ড৷ বিশ্বের সকল ট্রেডারগণ পেয়ারের এই সকল গতি বিধি বা ট্রেন্ড এনালাইসিস করেই ট্রেড করছেন৷
জি না আমরা অনেকেই টা পারি না, তার কারণ হছে, মার্কেট সর্বদা একমুখী না, মার্কেট পুনপুন দিক পরিবর্তন করতে পারে, এবং যার ফলশ্রুতিতেই আমরা লস করি, কারণ আমরা দেখি মার্কেট উর্ধমুখী তাই আমরা বাই দেই এবং দেখি নিম্নমুখী তাই আমরা আবার সেল দেই, কিন্তু বাই দেখার পর আবার দেখা যায় যে মার্কেট যদি আবার নিম্নমুখী যাওব সুরু করে, যেই কারণেই আমরা লস করি.
ফরেক্স এ সফল হওয়া অনেক কঠিন সবারই ফরেক্স এ সফল হতে পারে না , ফরেক্স এ সফল হওয়ার জন্য আমাদের আগে ফরেক্স সম্পর্কে ভাল করে অভিজ্ঞতা অর্জন করতে হবে তারপর ফরেক্স এ ডেমো ট্রেড করতে হবে , ডেমো ট্রেড করে ভাল করে অভিজ্ঞতা অর্জন করতে হবে ।তিন প্রকার এর এনালাইসিস এর মাধ্যমে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হবে।বেসি বেসি ট্রেড করা যাবে না।ভলিউম কমিয়ে ট্রেড করতে হবে।আর এই বিষয় এর প্রতি খেয়াল রেখে যদি আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করি তাহলে আমরা সফল হতে পারবো।
আমি কি ধরনের প্রশ্ন করবো বা কি ধরনের উওর পাবো। আমি খুবই চিন্তিত যে আমি কি পারবো। এবং আমাকে পারতে হবে। সবাই পারলে আমারও পারা উচিৎ বলে এগিয়ে যাচ্ছি।
এই ভুলটা আমরা অনেকেই করে থাকি। ট্রেড নেয়ার সময় ভেবে দিখিনা যে মার্কেট এখন উর্ধ্বমূখী নাকি নিম্নমূখী। ফলে অনেক লসের মূখোমূখী হই। এর ননামুখী কারনও রয়েছে। মার্কেট সম্পর্কে পর্যাপ্ত জ্ঞানের অভাবে এমনটা হয়ে থাকে, পর্যাপ্ত ডেমো প্রাকটিসের অভাবে এমনটা হয়ে থাকে। লোভের বসবতী হয়ে ধৈর্য্য হারিয়ে ট্রেড নিয়ে লস করে বসি। এর জন্য আমদের প্রচুর ভিডিও ও টিউটোরিয়াল দেখতে হবে। ডেমো প্রাকটিস করতে হবে। ডেমোতে ট্রেড করে টেকনিকাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস, মার্কেট মুভমেন্ট, মানি ম্যানেজমেন্ট, টেক প্রফিট, স্টপ প্রফিট, বাই-সেল ইত্যাদি বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। বাই বা সেল নেওয়ার সময় এটা মাথায় রাখতে হবে যে মার্কেট পুনঃপুনঃ দিক পরিবর্তন করে। দিনে সর্বোচ্চ ১/২ টির বেশি ট্রেড নেয়া ঠিক না, তাতে করে ভূল হয়ে যেতে পারে।
ফরেক্সে ট্রেড নেয়ার আগে অবশ্যই ভেবে চিন্তে দেখতে হবে। প্রতিটা ট্রেড নেয়ার আগে মার্কেট এনালাইসিস করতে হবে। বাই কিংবা সেল নেবার আগে মার্কেট ঊর্ধ্বমুখি কিংবা নিম্নমুখি হবে কিনা সেটা দেখে নিতে হবে। ঊর্ধ্বমুখি হলে বাই নিতে হবে এবং নিম্নমুখী হলে সেল নিতে হবে। সব ক্ষেত্রেই এনালাইসিস করতে হবে।
ফরেক্স মার্কেটে এটি একটি চিরন্তন সত্য যে আপনাকে মার্কেটে ট্রেড করার আগে অবশ্যই মার্কেট এ্যনালাইসিস করে ট্রেড নিতে হবে । আপনি যদি মার্কেট এ্যনালাইসিস না করে ট্রেড করে থাকেন তাহলে মার্কেটে আপনি লস করবেন এটাই স্বাভাবিক । তাছাড়া মার্কেটে কখনও ট্রেন্ডের বিপরীতে ট্রেড করে লাভবান হওয়া যায় না । আমাদের বেশি বেশি ডেমো ট্রেড করা উচিত। তাহলে আমরা বুঝতে পারব আমরা সঠিক ভাবে এ্যানালাইসিস করতে পারছি কিনা। আপনি যদি বেশি বেশি এ্যানালাইসিস করে বেশি বেশি ডেমো ট্রেড করেন তাহলে আপনি নিজেই নিজের ভুল ত্রুটি বের করতে পারবেন।
ফরেক্সে ট্রেড নেয়ার আগে অবশ্যই ভেবে চিন্তে দেখতে হবে। প্রতিটা ট্রেড নেয়ার আগে মার্কেট এনালাইসিস করতে হবে। বাই কিংবা সেল নেবার আগে মার্কেট ঊর্ধ্বমুখি কিংবা নিম্নমুখি হবে কিনা সেটা দেখে নিতে হবে। তাই ভাল করে ভাবেন আর লাভ করেন।
আপনার কথার সাথে আমি একমত আছি । ফরেক্স ট্রেডিং মার্কেটে প্রতিটি ট্রেড ওপেন করার পূর্বে মার্কেট সঠিকভাবে এনালাইসিস করে তারপর ট্রেড ওপেন করতে হবে । আর সেই এনালাইসিসটাই হলো চিন্তা ভাবনা করে ট্রেড করা । আমরা যদি রানিং ক্যান্ডেল স্টিকে বাই মুড,,সেল মুড না বুঝেই ট্রেড এন্ট্রি নিযে ফেলি তাহলে তো অবশ্যই আমাদের লচের সম্মুখীন হতে হবে । তাই সর্বদা ট্রেড ওপেন করার আগে মার্কেট কোন দিকে মুভমেন্ট করছে এবং পরবর্তীতে কোন দিকে মুভমেন্ট করতে পারে সেই দিকটা বিবেচনা করে বাই অথবা সেলে ট্রেড এন্ট্রি নিতে হবে,,,,, ধন্যবাদ ।
ফরেক্সে ট্রেড করার পূর্বে মার্কেটের মুভমেন্ট সম্পর্কে ধারণা রাখতে হবে। বাই বা সেল করতে হলে মার্কেট ঊর্ধ্বমুখী নাকি নিম্নমুখী তা দেখতে হবে। তাছাড়া মার্কেট ট্রেড করার আগে ভালো করে এনালাইসিস করে বুঝতে হবে। কমলোভ নিয়ে ট্রেড করলে অল্পতেই যে লাভ হয় তা নিয়ে সন্তুষ্ট থাকাটাই ভালো। অতিরিক্ত লোভ করলে ব্যালেন্স 0 হওয়ার সম্ভাবনায় বেশি থাকে। সুতরাং এক কথায় বলা যায় ব্যালেন্স জিরো যাতে না হয় সতর্কতার সাথে ট্রেড করতে পারলে অবশ্যই লাভবান হওয়া যায়।
আসুন নিজের কাছে নিজে প্রশ্ন করি ..........
একটা পেয়ার এ বাই/সেল এন্ট্রি নেবার সময় অন্তত একবার চিন্তা করা উচিৎ যে এই পেয়ার টা এখন ঊর্ধ্বমুখী নাকি নিম্নমুখী ? সেটা কি আমি সঠিক ভাবে বের করতে পারি ?সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
এটা তো একটা কমন ব্যপার । ফরেক্সে ট্রেড নেয়ার আগে অবশ্যই ভেবে চিন্তে দেখতে হবে। প্রতিটা ট্রেড নেয়ার আগে মার্কেট এনালাইসিস করতে হবে। বাই কিংবা সেল নেবার আগে মার্কেট ঊর্ধ্বমুখি কিংবা নিম্নমুখি হবে কিনা সেটা দেখে নিতে হবে। সিদ্ধান্ত সঠিক হলে ভাল ভুল হলে গেল ।
এটা তো একটা কমন ব্যপার । ফরেক্সে ট্রেড নেয়ার আগে অবশ্যই ভেবে চিন্তে দেখতে হবে। প্রতিটা ট্রেড নেয়ার আগে মার্কেট এনালাইসিস করতে হবে। বাই কিংবা সেল নেবার আগে মার্কেট ঊর্ধ্বমুখি কিংবা নিম্নমুখি হবে কিনা সেটা দেখে নিতে হবে। সিদ্ধান্ত সঠিক হলে ভাল ভুল হলে গেল ।
ফরেক্স ট্রেড করার জন্য ফরেক্স মার্কেট সম্পর্কে আমাদের পর্যাপ্ত বিশ্লেষণ ও এনালাইসিস করতে হয়। পরবর্তী মার্কেটের মুভমেন্ট কেমন হবে এই সম্পর্কে পর্যাপ্ত ঘাটাঘাটির না করলে ট্রেড করে লস এর সম্মুখীন হতে হবে। ট্রেড দেওয়ার পর মার্কেট কোন দিকে মুভমেন্ট করবে তা জানার জন্য আপনাকে পর্যাপ্ত ফরেক্স এ সময় দিতে হবে। এর জন্য আপনাকে সঠিকভাবে মার্কেট এনালাইসিস ও ফরেক্স নিউজ এবং আনুষঙ্গিক সকল বিষয়ে উচ্চ লেভেলের জ্ঞান থাকতে হবে। তাহলে পরবর্তীতে মার্কেট মুভমেন্ট সম্পর্কে ধারণা পাওয়া যাবে। হঠাৎ করে কেউ ফরেক্স মার্কেট মুভমেন্ট সম্পর্কে বুঝতে পারবে না।
ফরেক্স সাপোর্ট রেজিস্ট্যান্স বের করতে হবে । আর সবচেয়ে যে বিষয়টি গুরুত্বপূর্ন তা হচ্ছে মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করতে হবে । এছাড়া টেকনিক্যাল এনালাইসিস এর আরও অন্যান্য বিষয় মাথায় রাখতে হবে ।আমি মনে করি আপনি ভাল ভাবে মার্কেট মুভমেন্ট অনুধাবন করে তার পর ট্রেড করতে তখনই সক্ষম হবেন যখন আপনি মার্কেট অ্যানালাইসিসে অনেক বেশি অভিজ্ঞতা লাভ করবেন।
আপনার কথাগুলি তাৎপর্যপূর্ণ। যাইহোক, আমরা বাঙালিরা আবেগী, তাই আমরা কয়েক মুহুর্তের জন্য ছাড় ছাড়াই বিনিময় করি, আমরা কেবল বাজারের উন্নয়ন দেখে আগ্রহীতাটি পরিচালনা করতে পারি না, তাই যাই ঘটুক না কেন, এটি দুর্ভাগ্য বোঝায়। বৈদেশিক মুদ্রার আগের শ্রেণিতে নেই it এখানে শুধু দুর্ভাগ্য। প্রকৃতপক্ষে, আপনি নিয়মিত বিনিময় না করে একাধিক মাসে 10-15 এক্সচেঞ্জগুলি বুঝতে এবং সুর করতে পারবেন এমন পরিস্থিতিতে আমি বলতে পারি যে ইনশাআল্লাহ আপনি ফলদায়ক হবেন।
মার্কেট থেকে প্রফিট করতে হলে আমাদের অবশ্যই আগে দেখতে হবে মার্কেটটা কি আপট্রেন্ডে আছে নাকি ডাউন্ট্রেন্ডে।যদ আপট্রেন্ডে থাকে তাহলে কোনভাবেই বাই ছাড়া সেল দেয়া যাবেনা আর যদি ডাউন্ট্রেন্ডে থাকে তাহলে কোনক্রমেই সেল ছাড়া বাই দেয়া যাবে না।মার্কেট মুভমেন্ট বুঝতে হলে আপনাকে অবশ্যই টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে অনেক বেশি দক্ষ হতে হবে।তাহলেই ফরেক্সে ট্রেড করা সহজতর হবে.......।
আমরা বাঙালি অনেক ইমোশনাল তাই নিজে দু চার মিনিত ভেবে ট্রেড না করে একটু মার্কেট এর মুভমেন্ট দেখেই লোভ সাম্লাতে না পেরে ট্রেড দেই ফলে যা হবার তাই হয় মানে লস হয়। আর যত দোষ হয় ফরেক্স ভাল না। এখানে শুধু লস হয়। আমি মনে করি আপনি ভাল ভাবে মার্কেট মুভমেন্ট অনুধাবন করে তার পর ট্রেড করতে তখনই সক্ষম হবেন যখন আপনি মার্কেট অ্যানালাইসিসে অনেক বেশি অভিজ্ঞতা লাভ করবেন।
বাই বা সেল/সেল দেয়ার আগে অনেক পর্যবেক্ষণ করতে হয়.মার্কেট এর অবস্থান বিবেচনা করে এইসব সিদ্ধান্ত নিতে হয়.তাই এমন পরিস্থিতিতে সবসময় নিজেকে প্রশ্নের সম্মুখীন করতে হয়.মার্কেট এনালাইসিস এর মাধ্যমে এই বিষয়গুলো সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নেয়া যায়.তাই নিজের প্রশ্নের উত্তর পেতে হলে এবং বাই/সেল কখন দিতে হবে টা জানতে হলে এনালাইসিস করাটা জরুরি.
ফরেক্স ট্রেডিং থেকে প্রফিট করতে হলে প্রত্যেকটা ট্রেডার কে যেকোনো কারেন্সি দ্যান করার পূর্বে অবশ্যই ভেবে দেখা দরকার যে মার্কেটের অবস্থান কি এখন ঊর্ধ্বমুখী নাকি নিম্নমুখী,কারণ যদি কোন ট্রেডার এটা সঠিক ভাবে বুঝতে না পেরে নিজের ইচ্ছামত বাই অথবা সেল ট্রেড ওপেন করে থাকে তাহলে লাভ করার পরিবর্তে লস করার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এমনকি অতিরিক্ত লস করার ফলে তার ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে। প্রত্যেকটা ট্রেডারের উচিত যে কোন ট্রেডে যাওয়ার আগে অন্তত একবার ভালভাবে দেখা যে মার্কেটটা আসলে কি আপট্রেন্ডে নাকি ডাউনট্রেন্ডে, এরপর আপনি বাই অথবা সেলের জন্য এন্ট্রি নিতে পারেন । তাই অবশ্যই প্রত্যেকটা ট্রেডারের সঠিকভাবে মার্কেট এনালাইসিস করে ধারণা নেয়া উচিত যে মার্কেটে এখন উপরের দিকে যাবে নাকি নিচের দিকে নামবে, যদি বর্তমান অবস্থা থেকে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে অবশ্যই তার বাই ট্রেড নেওয়া উচিত, আর যদি নিচে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেল ট্রেড করা উচিত।
কিন্তু আমরা বাঙালি অনেক ইমোশনাল তাই নিজে দু চার মিনিত ভেবে ট্রেড না করে একটু মার্কেট এর মুভমেন্ট দেখেই লোভ সাম্লাতে না পেরে ট্রেড দেই ফলে যা হবার তাই হয় মানে লস হয়।ফরেক্সে ট্রেড নেয়ার আগে অবশ্যই ভেবে চিন্তে দেখতে হবে। প্রতিটা ট্রেড নেয়ার আগে মার্কেট এনালাইসিস করতে হবে। বাই কিংবা সেল নেবার আগে মার্কেট ঊর্ধ্বমুখি কিংবা নিম্নমুখি হবে কিনা সেটা দেখে নিতে হবে। ঊর্ধ্বমুখি হলে বাই নিতে হবে এবং নিম্নমুখী হলে সেল নিতে হবে। সব ক্ষেত্রেই এনালাইসিস করতে হবে। সবচেয়ে যে বিষয়টি গুরুত্বপূর্ন তা হচ্ছে মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করতে হবে। এছাড়া টেকনিক্যাল এনালাইসিস এর আরও অন্যান্য বিষয় মাথায় রাখতে হবে।
ফরেক্সে আমারা সবাই ট্রেড করে প্রফিট লাভের চেষ্ট করি তবে কেন সবাই প্রফিট লাভ করতে পারে না তার প্রধান কারন হল আমরা কয়জন নিয়ম মেনে ফরেক্স ট্রেডিং জ্ঞানের আলোকে ট্রেড করতে পারি। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে আমরা ফরেক্স ট্রেডিং জ্ঞান দক্ষতা এবং অভিজ্ঞতা না লাভ করেই এখান থেকে প্রফিট করতে চাই এবং ট্রেড করে থাকি যার ফলে বড় ধরনের লসের সম্মূখীন হয়ে মার্কেট থেকে বিতাড়িত হই।
আপনি একটি ট্রেড ওপেন করার পর মার্কেট ভাল করে এনালাইস করে তার পর বাই অথবা সেল দেওয়া উচিৎ।তাতে করে আপনি বুঝতে পারবেন যে মার্কেট ঊর্ধ্বমুখী না নিম্নমুখী।ফরেক্স ট্রেড নেয়ার আগে অবশ্যই ভেবে চিন্তে দেখতে হবে। প্রতিটা ট্রেড নেয়ার আগে মার্কেট এনালাইসিস করতে হবে। বাই কিংবা সেল নেবার আগে মার্কেট ঊর্ধ্বমুখি কিংবা নিম্নমুখি হবে কিনা সেটা দেখে নিতে হবে।সিদ্ধান্ত সঠিক হলে ভাল ভুল হলে গেল।আর সবচেয়ে যে বিষয়টি গুরুত্বপূর্ন তা হচ্ছে মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করতে হবে ।এছাড়া টেকনিক্যাল এনালাইসিস এর আরও অন্যান্য বিষয় মাথায় রাখতে হবে।
নিজের কাছে নিজেরা যদি প্রশ্ন করি তাহলে অবশ্যই অামরা লাভবান হতে পারব । যে যত বেশী ধৈর্য্য ধারণ করে এই ব্যবসা করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য দক্ষতা অর্জন করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । সুতরাং আমরা সব সময় এ্যানালাইসিস বেশী বেশী করে করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।ফরেক্সে ট্রেড নেয়ার আগে অবশ্যই ভেবে চিন্তে দেখতে হবে। প্রতিটা ট্রেড নেয়ার আগে মার্কেট এনালাইসিস করতে হবে। বাই কিংবা সেল নেবার আগে মার্কেট ঊর্ধ্বমুখি কিংবা নিম্নমুখি হবে কিনা সেটা দেখে নিতে হবে। ঊর্ধ্বমুখি হলে বাই নিতে হবে এবং নিম্নমুখী হলে সেল নিতে হবে। সব ক্ষেত্রেই এনালাইসিস করতে হবে।বোঝাটা যথেষ্ট কঠিন বলে আমি মনে করি । এটি বোজার জন্য আমাদের বিভিন্ন এনালাসিস এর উপর নির্ভর করতে হয় । মূলত মার্কেট এর টেন্ড বোঝার জন্য আমরা বিভিন্ন রকম ইনন্ডিকেটর ব্যবহার করতে পারি । এসব ইন্ডিকেটর এর মাধম্যে আমরা মার্কেট কোন দিকে যাবে সে সম্পর্কে একটি ধারনা করতে পারি ।
এটা তো একটা কমন ব্যপার । ফরেক্সে ট্রেড নেয়ার আগে অবশ্যই ভেবে চিন্তে দেখতে হবে। প্রতিটা ট্রেড নেয়ার আগে মার্কেট এনালাইসিস করতে হবে। বাই কিংবা সেল নেবার আগে মার্কেট ঊর্ধ্বমুখি কিংবা নিম্নমুখি হবে কিনা সেটা দেখে নিতে হবে। ঊর্ধ্বমুখি হলে বাই নিতে হবে এবং নিম্নমুখী হলে সেল নিতে হবে। সব ক্ষেত্রেই এনালাইসিস করতে হবে।
একজন আদর্শ ট্রেডারের বৈশিষ্টপূর্ণ কিছু গুনাবলি থাকে এবং সেই গুণাবলির জোরে তারা ট্রেড করে থাকে। সাথে নিজ থেকে আরো অনেক কিছু ভাবেন। যে ভাবনা তাদের কাঙ্খিত লক্ষ্যে নিয়ে যেতে পারে। টেকপ্রফিট সেট করার জন্য ভেবে চিন্তে একটি সিদ্ধান্ত নেন। ট্রেডটি কোন বড় ধরনের নিউজ দ্বারা প্রভাবিত হবে কিনা তা ভেবে দেখেন। ট্রেডটিতে লস করার জন্য মানসিক ভাবে প্রস্তুত থাকেন। রিস্ক রেশিওর একটি হিসাব করেন। আর এতসব ভাবনা-চিন্তা করার জন্যই তারা আদর্শ ট্রেডার।
ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য প্রথমে যেকোনো একটি ভালো পেয়ার পছন্দ করতে হবে জে পেয়ার এর প্রাইস মুভমেন্ট একটু ভালো এবং মোটামুটি ভলাতিলিতি আছে । এরপরে ওই পেয়ার এর প্রাইস সম্পর্কে খুব ভালো ধারণা নিতে হবে । সর্বোচ্চ রেঞ্জ এবং সর্ব নিম্ন রেঞ্জ কতো । এরপরে ট্রেন্ড লাইন ড্র করে দেখতে হবে জে মার্কেটের বর্তমান ট্রেন্ড কোন দিকে ইন্দিকেট করতেছে । এর জন্য মুভিং এভারেজ এবং ইলিয়ট ওয়েব দিয়ে ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারেন । সাপ্লাই ডিমান্ড জোন, সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল দেখে ট্রেন্ড নির্বাচন করতে পারেন।
আমাদের প্রত্যেকটা ট্রেডারের উচিত যে কোন ট্রেডে যাওয়ার আগে অন্তত একবার ভালভাবে দেখা যে মার্কেটটা আসলে কি আপট্রেন্ডে নাকি ডাউনট্রেন্ডে, এরপর আপনি বাই অথবা সেলের জন্য এন্ট্রি নিতে পারেন । এবং পরিশেষে বলব মার্কেটের ট্রেন্ড দেখা খুবই সোজা কাজ আপনি স্ক্রিনের মধ্যে মার্কেটটাকে একটু ছোট করে নিলেই দেখেই ট্রেন্ডটা বুঝতে পারবেন ।প্রত্যেকটা ট্রেডার কে যেকোনো কারেন্সি দ্যান করার পূর্বে অবশ্যই ভেবে দেখা দরকার যে মার্কেটের অবস্থান কি এখন ঊর্ধ্বমুখী নাকি নিম্নমুখী,কারণ যদি কোন ট্রেডার এটা সঠিক ভাবে বুঝতে না পেরে নিজের ইচ্ছামত বাই অথবা সেল ট্রেড ওপেন করে থাকে তাহলে লাভ করার পরিবর্তে লস করার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এমনকি অতিরিক্ত লস করার ফলে তার ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে। তাই অবশ্যই প্রত্যেকটা ট্রেডারের সঠিকভাবে মার্কেট এনালাইসিস করে ধারণা নেয়া উচিত যে মার্কেটে এখন উপরের দিকে যাবে নাকি নিচের দিকে নামবে।
এটা তো একটা কমন ব্যপার । ফরেক্সে ট্রেড নেয়ার আগে অবশ্যই ভেবে চিন্তে দেখতে হবে। প্রতিটা ট্রেড নেয়ার আগে মার্কেট এনালাইসিস করতে হবে। বাই কিংবা সেল নেবার আগে মার্কেট ঊর্ধ্বমুখি কিংবা নিম্নমুখি হবে কিনা সেটা দেখে নিতে হবে। ঊর্ধ্বমুখি হলে বাই নিতে হবে এবং নিম্নমুখী হলে সেল নিতে হবে। সব ক্ষেত্রেই এনালাইসিস করতে হবে।