-
আমরা জানি প্রতিটা ব্যবসাতেই লাভ লস আছে। লাভ লস ছাড়া কোনো ব্যবসাই সম্ভব না। ফরেক্সও ঠিক তেমন। এখানেও লাভ লস আছে। সব ব্যবসাতেই প্রফিট করার পেছনে একটু ভাগ্য কাজ করে। ফরেক্সও তার ব্যতিক্রম না। এখানেও প্রফিট করার পিছনে ভাগ্য কাজ করে। কিন্তু আরেকটা ব্যপারও মাথায় রাখতে হবে। ভাগ্য সুপ্রসন্ন করার পেছনেও নিজের হাত রয়েছে। নিজের ভাগ্য নিজেকেই গড়তে হবে।
-
ফরেক্স মার্কেটে প্রফিট করা একদিকে ভাগ্য বলা যায়,আবার আরেকদিকে অভজ্ঞতার আলোকে ফরেক্স মার্কেট হতে প্রফিট করা যায়,তাই আমাদের ফরেক্স ট্রেডিং করতে হলে ভাল অভিজ্ঞতা প্রযোজন আছে,তাই আমাদের ফরেক্স মার্কেট নিয়ে এনালাইসিন করতে হবে যাতে ফরেক্স মার্কেট হতে ভাল প্রফিট করা যাবে।
-
আনদাজে ট্রেড করলে কখনই লাভ এর মুখ দেখতে পারবেনা
-
ফরেক্স মার্কেটে লাভ করা কোন ভাগ্যের ব্যাপার না কারন এই ব্যাবসা আপনি শিখে তারপর করতেছেন তাহলে সেই কেন ভাগ্যের ব্যাপার হবে আপনাকে ফরেক্স করে সফলতা পাওয়া কঠিন। আর যে সফলতা পাই সে অনেক অভিজ্ঞাতা অর্জন করে পাই।
-
ফরেক্স এ প্রফিট মোটেই ভাগ্যের উপর নির্ভর করে না। হ্যা তবে ভাগ্য বলতে একটা কথা আছে। কিন্তু তার আগে আপনাকে ফরেক্স ভালো করে শিখতে আপনাকে ভালো এনালাইসিস করা জনাতে হবে। আপনি যদি ভালো এনালাসিস করতে পারেন তবে অবশ্যই ফরেক্স এ প্রফিট করতে পারবেন।
-
প্রতিটা ব্যবসাতেই লাভ লস আছে। লাভ লস ছাড়া কোনো ব্যবসাই সম্ভব না। ফরেক্সও ঠিক তেমন। এ্যনালাইসিস করার পরও আমাদের ট্রেডিং লসের দিকে যায়। আবার অনেক ক্ষেত্রে কোন এ্যনালাইসিস না করেও অনেক ট্রেডাররা লাভবান হয়ে থাকেন।
-
যেকোন ব্যাবসায় লাভ লস থাকবেই।ফরেক্সও তেমন লাভ লস থাকে।তারপরেও মার্কেটে টিকে থাকতে হলে লাভের পরিমান টা একটু বেশি হওয়া প্রয়োজন।মার্কেট থেকে লাভ করতে হলে আপনাকে একজন দক্ষ ট্রেডার হতে হবে নইত লাভের থেকে লসের পরিমান অনেক বেশি হবে।
-
আমার ত মনে হই ফরেক্স সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার।গত দুি মাস যাবত ডেমো ট্রেড করি। অনেক কিছুই সিখেছহি। কিন্তু ভাগ্য ছাড়া কন কিছু কাজে লাগে কিনা বুঝি না।
-
অবশ্যই নয় । কারণ প্রফিট করা আপনার পরিশ্রম এবং মেধার সমন্বয় এর ব্যাপার । মেধা আর উপযুক্ত জ্ঞান এবং ফরেক্স দক্ষতা যদি থাকে তবে অবশ্যই আপনি অনেক বেশি পরিমাণে সফলতা লাভ করতে পারবেন । ফরেক্সে লাভবান হতে গেলে নিজেকে সর্বোচ্চ পরিমাণে দক্ষ হিসেবে গড়ে তোলার কোন বিকল্প নেই । যত বেশি পরিমাণে দক্ষতা অর্জণ করবেন তত বেশি পরিমাণে এগিয়ে যেতে পারবেন ।
-
না, প্রফিট করা ভাগ্যের ব্যাপার নয়। এটা নির্ভর করে মার্কেটের অবস্থার উপর, মাকেটে দেখা যাচ্ছে বাই দিতে হবে আর আপনি সেল দিলেন, তাহলে কি হবে? লস হবে। এই লসের জন্য তো ভাগ্যকে দোষারোপ করা যায় না। আগে ফর্সে ভাল করে বুঝতে চেষ্টা করুন।
-
ফরেক্স একটি ব্যবসা । লাভ লস ব্যবসার একটি অংশ। তবে মানিম্যানেজম্যান্ট মেনে চললে এবং নিজের মত ট্রেড করলে প্রফিট করা যোগ্যতার ব্যাপার। নিজের মধ্যে সেই যোগ্যতা অর্জনের চেস্টা করুন।
-
না , প্রফিট করা ভাগ্যের ব্যাপার নয় । কেননা প্রফিট করা হয় এ্যনালাইসিসের উপর । যে যত বেশী এ্যানালাইসিস করবে সে তত বেশী লাভবান হতে পারবে । সুতরাং অামরা সব সময় এই ব্যবসা করার জন্য মার্কেট এ্যানালাইসিস করে তারপর করার চেষ্টা করব তাহলেই আমরা সফলকাম হতে পারব । অতএব বেশী বেশী এ্যানালাইসিস করার চেষ্টা করব ।
-
না ভাই ফরেক্স মার্কেটে প্রফিট করাটা কোন ভাগ্যের ব্যাপার নয়। প্রফিট করাটা হচ্ছে ফরেক্স বোঝার ব্যাপার। ফরেক্স ট্রেড সম্বন্ধে বুঝাতে পারলে এখানে প্রফিট করা কোন ব্যাপার নয়। যে সমস্ত ট্রেডারের রা ফরেক্স ট্রেড সম্বন্ধে তুলনা মুলক একটু কম বোঝেন তারা প্রফিট করাটা ভাগ্যের উপর ছেরে দেন।
-
ভাগ্যর উপর ছেরে দিলে ভুল হবে। তবে নিজেকে ভাল ভাবে দক্ষ করে তুলতে হবে। যাতে লস না হয়। তাই এমন ট্রেড সিখতে হবে যাতে আমাদের ট্রেড গুলো গড়ে প্রফইট এ থাকতে পারি। আর যদি গড়ে প্রফিট ও তাহলে ফরেক্স ভালো করা সম্ভব।
-
না প্রফিট করা কোন ভাগ্যের ব্যাপার নয়। আপনার নিজের উপরই নির্ভর করে আপনার প্রফিট। আপনার এ্যানালাইসিস যদি সঠিক হয় তাহলে আপনি প্রফিট করতে পারবেন আর তা না হলে আপনার লস হবে। তাই এ্যানালাইসিসের প্রতি মনোযোগী হউন। কিভাবে মার্কেট এর মুভমেন্ট ধরা যায় তাই নিয়ে এ্যানালাইসিস করুন। তাহলেই প্রফিট করতে পারবেন।
-
না আমি ফরেক্স করতে এসে ভাগ্য কথা বলতে চায় না ফরেক্স মাকেটে যে কেও পরিশ্রম করলে আমি মনে করি ফরেক্স থেকে আয় করতে পারবে | ফরেক্স থেকে আয় করা আপনার দক্ষতা আর অভিগতা ফল আমি মনে করি | ফরেক্স মাকেটে সবাই আয় বা লস করতে পারে কিন্তু ফরেক্স মাকেটে কজন টিকে থাকতে পারে|
-
আমি মনে করি নিজের ভাগ্য নিজেই তৈরি করতে হয়।আপনি যদি ফরেক্স মার্কেটে না বুঝে ট্রেড করে নিজের ভাগ্যকে দোষ দেন তাহলে তো আয় করা সম্ভব হবে না।আপনি যদি মার্কেটে এনালাইসিস করে ট্রেড ওপেন করেন তাহলে লাভ করবেন অবশ্যই।
-
সকলেই জানি যে মানুষ নিজেই তার ভাগ্য নিজে তৈরি করেন বা একান্ত পরিশ্রমই সৌভাগ্যের চাবিকাঠি৷অনেক লেখাপড়া,অনেক কষ্ট করে ধৈর্য্য ধরে ফরেক্স ট্রেডিং ভালো ভাবে শিখতে হয়৷অত্যন্ত গুরুত্ত্বপূর্ণ গুণ হলো দৃঢ়তা,মনোযোগ,ধৈর্য্য,নির্লোভ৷ভাগ্যের উপর নির্ভর করে কখোনোও ব্যাবসা হয়না৷
-
ফরেক্স এ প্রফিট করা ভাগ্যের ব্যপার। করন নিজের তকদির কে বিশ্বাস করা একটি ভালগুন। যা কিছু ঘটছে আর যাকিছু আগামিতে ঘটছে তা ভাগ্যেই ছিল এটা মেনে নিতে হবে। আবার এও মানতে হবে যে নিজের ভাগ্য টা নির্ভর করে নিজের কর্মের উপরেও। কেউ কর্ম করবে না আর বলবে আজ আমি খেতে পায়নি এটা আমার ভাগ্যে ছিল এরকম ভাগ্যকে বিশ্বাস করা অন্যায়।
-
ফরেক্স একটি ব্যবসা, ব্যবসা কখনো লটারির মতো ভাগ্যের উপর চলে না।ফরেক্স এ লাভ করতে হলে আপনাকে দক্ষ হতে হবে। আপনাকে পরিশ্রমী হতে হবে তবেই আপনি লাভ করতে পারবেন।এখানে শুধুমাত্র আপনার মেধা আর আপনার দক্ষতার উপর নির্ভর করবে লাভ আর লস।তাই লাভ করতে ভাগ্যের উপর নির্ভর করে কোন লাভ নাই।
-
ফরেক্স থেকে প্রফিট করা বা লাভ করা কখনোই ভাগ্যের ব্যাপার নয়। এখান থেকে প্রফিট করতে হলে আপনাকে ফরেক্স মার্কেট সম্পর্কে সঠিক জ্ঞান থাকতে হবে এবং বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে ধারনা রাখতে হবে।মার্কেট বুঝে ট্রেড ওপেন করতে হবে।
-
আপনি পত্রিকায় দেখে থাকবেন যে কখনও কখনও ডলার টাকার বিপরীতে শক্তিশালী হচ্ছে, আবার কখনও টাকা ডলার এর বিপরীতে শক্তিশালী হচ্চে। বিভিন্ন দেশের মুদ্রা সর্বদায় পরিবরতনশিল। এরকম পৃথিবীর অধিকাংশ মুদ্রার বিপরিতেই হয়। সুতরাং, আপনার যদি ডলার কেনা থাকে, ডলারের বিপরীতে ইউরো এর দাম পরে গেলে আপনি ডলার বিক্রয় করে ইউরো কিনে রাখতে পারেন। আবার, ইউরো ডলার এর বিপরীতে শক্তিশালী হলে, ইউরো বিক্রয় করে অধিক ডলার পেতে পারেন।
-
প্রফিট করা ভাগ্যের ব্যাপার নয় । আমরা যতটুকু এ্যানালাইসিস করতে থাকব সে তত বেশী লাভবান হতে পারব । আমরা সব সময় ফরেক্স ব্যবসা দক্ষতার উপর নির্ভর করে । যে ট্রেডার যত বেশী দক্ষতাবান সে তত বেশী সফলকাম হতে পারব । অতএব বেশী বেশী আমরা অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করবে । সুতরাং আমরা ধৈর্য্যের সহিত কাজ করতে হবে ।
-
আমরা যারা ফরেক্স করি একমাত্র আয় করার জন্যই। আর আয় করতে হলে চাই ফরেক্স এর প্রফিট অর্জন করা। যেহেতু আমরা এই প্রফিট অর্জন করব আর তা যদি অর্জন করি তাহলে আমাদের কাছে মনে হয় যে এই ফরেক্স মার্কেট আমার ভাগ্যটা ভাল।
-
ব্যবসা মানেই লাভ লস এর হিসাব আর যেখানে ভাগ্য আপনাকে একটু সহযোগিতা করবে, তার মানে এই না যে আপনি সব ভাগ্যের উপর দিয়ে বসে থাকবেন। আমি মনে করি ফরেক্স ট্রেডিং করার জন্য ভাগ্য ও কঠোর পরিশ্রম দুটোই প্রয়োজন। অনেক ক্ষেত্রে *দেখা যায় প্রচুর পরিমাণ মার্কেট এ্যনালাইসিস করার পরও আমাদের ট্রেডিং লসের দিকে যায়। এটা পুরোপুরি ভাগ্যের ব্যাপার।
-
না, প্রফিট করা ভাগ্যের ব্যাপার হতে পারে না । কারন প্রফিট করা নির্ভর করে এনালাইসিস এর উপরে, ইনভেস্ট এর উপরে, ধৈর্য এর উপরে । যারা এই গুলো অনেক বেশি জানে ও করে তারা অনেক বেশি বেশি প্রফিট করতে পারে । তাই আমি বলি প্রফিট করা ভাগ্যের ব্যাপার হতে পারে না । এটা কষ্ট করে অর্জন করতে হয় । প্রফিট করা ভাগ্যের ব্যাপার হলে সবাই লস করতো আর সবাই প্রফিট করতো ।
-
প্রফিট করা ভাগ্যের ব্যাপার হতে পারে না । কারন প্রফিট করা নির্ভর করে এনালাইসিস এর উপরে, ইনভেস্ট এর উপরে, ধৈর্য এর উপরে । যারা এই গুলো অনেক বেশি জানে ও করে তারা অনেক বেশি বেশি প্রফিট করতে পারে । তাই আমি বলি প্রফিট করা ভাগ্যের ব্যাপার হতে পারে না । এটা কষ্ট করে অর্জন করতে হয় । প্রফিট করা ভাগ্যের ব্যাপার হলে সবাই লস করতো আর সবাই প্রফিট করতো ।
-
ফরেক্স মার্কেটে প্রফিট করাটা কোন ভাগ্যের ব্যাপার নয়। প্রফিট করাটা হচ্ছে ফরেক্স বোঝার ব্যাপার। ফরেক্স ট্রেড সম্বন্ধে বুঝাতে পারলে এখানে প্রফিট করা কোন ব্যাপার নয়। যে সমস্ত ট্রেডারের রা ফরেক্স ট্রেড সম্বন্ধে তুলনা মুলক একটু কম বোঝেন তারা প্রফিট করাটা ভাগ্যের উপর ছেরে দেন।
-
আসলে লস লাভ সব ব্যবসাতেই থাকে । তবে ফরেক্স বুঝলে, ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান থাকলে ভালো প্রফিট করা যায় । আমার মনে হয়, এটি নির্ভর করে আপনার মার্কেট বুঝে ট্রেড করার ওপর । তবে ভাগ্যের ব্যাপারও রয়েছে । প্রফিট করা পুরোপুরি ভাগ্যের ব্যাপার নয় ।
-
ফরেক্স মার্কেট এ প্রফিট করা কি ভাগ্যের ব্যাপার না আপনি যদি ফরেক্স মার্কেট এ ৩ মাস বা ৬ মাস ভাল করে ডেমো করে টেড ইং সিস্টেম সেটআপ দিতে পারেন তা হলে আপনার ফরেক্স মার্কেট থেকে আপনার লস হবে কিন্তু অনেক কম লস হবে তাই আপনার যদি লস হয় তা হলে আপনি আবার ডেমো টেড শুরু করুন ৩ মাস আপনার সিস্টেম ডেমো টেড করে চেক লিস্ত করে টেড করুন দেখবেন আপনি এখন অনেক লাভ করছেন
-
আমরা জানি প্রতিটা ব্যবসাতেই লাভ লস আছে। লাভ লস ছাড়া কোনো ব্যবসাই সম্ভব না। ফরেক্সও ঠিক তেমন। এখানেও লাভ লস আছে। সব ব্যবসাতেই প্রফিট করার পেছনে একটু ভাগ্য কাজ করে। ফরেক্সও তার ব্যতিক্রম না। এখানেও প্রফিট করার পিছনে ভাগ্য কাজ করে। কিন্তু আরেকটা ব্যপারও মাথায় রাখতে হবে। ভাগ্য সুপ্রসন্ন করার পেছনেও নিজের হাত রয়েছে। নিজের ভাগ্য নিজেকেই গড়তে হবে।
-
আপনাকে আগে ফরেক্স শিখতে হবে। ফরেক্সে লাভ করা ভাগ্যের উপর নির্ভর করে না। আপনাকে ঠিকমত চিন্তা করে ট্রেড দিতে হবে। তবে এটা যেহেতু বাবসা তাই এখানে লস হবেই আপনাকে তা মেনে নিতে হবে।
-
আমি মনে করি প্রফিট ভাগ্যের ব্যাপার না। কারণ আপনি যদি ভালোভাবে ট্রেড করতে না জানেন তাহলে আপনি কি ভাবে প্রফিট করবেন।আসলে আপনি যদি না পারেন তাহলে তখনতো কপাল এর দোষ দিবেন।আর এতাই স্বাভাবিক। কোন কিছুই ভাগ্যের ব্যাপার না।কারণ আল্লাহ নিজেই বলে দিয়েছেন যে কাজ এর মাধ্যমে ভাজ্ঞ পরিবর্তন করা যাই।তাহলে আপনারাও ভালো কাজ বা ভালো ট্রেড করার মাধ্যমে আপনার ভাজ্ঞগে পরিবর্তন করে নিন।
-
ব্যবসায় লাভ লস হবেই এইটা ব্যবসার একটি অংশ । ফরেক্স ও তার বাহিরে নয় । ফরেক্স এর লাভ লস আসে তবো লাভ বা লস নির্ভর করে ট্রেডার এর উপর । ফরেক্স যে যত বেশী দক্ষ তার প্রফিট তত বেশী । ফরেক্স এর প্রফিট নির্ভর করে ভাগ্যের উপর এইটা ভূল ধারনা । হ্যাঁ আমি ভাগ্যকে বিশ্বস করি তাই বলব যে যত দক্ষতা দিয়ে ফরেক্স এ টেড করবে তার ভাগ্য তত বেশী উন্নত হবে । আর তার ভাগ্যে প্রফিটও তত বেশী আসবে । তাই আসুন আমার নিজের ধৈর্য দিয়ে প্ররিশ্রম দিয়ে নিজেকে দক্ষ করে তুলি আর সে দক্ষতা দিয়ে নিজের ভাগ্য পরিকর্তন করি ।
-
ফরেক্স মাকেট রিক্সি মাকেট এখান থেকে আয় করা অনেক কথিন আপনাকে ফরেক্স থেকে আয় করতে হলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে | আপনাকে ফরেক্স মাকেটে সম্পরকে সথিক ধারনা থাকতে হবে ফরেক্স মাকেটে কে আমি ভাগ্য বলি না ফরেক্স থেকে আয় করতে হলে আপনাকে ফরেক্স মাকেটে দক্ষতা অজন করতে হবে তবেই আপনি ফরেক্স থেকে আয় করতে পারবেন |
-
না ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করা ভাগ্যের ব্যপার না।আপনি কি ফরেক্স মার্কেট থেকে আয় করে আয় করবেন না করবেন না সেটা আপনার ব্যাপার।আপনি যদি ভালো ট্রেড করতে পারেন তাহলে আপনি ভালো আয় করতে পারবেন। এখানে ভাগ্যের কি আছে। আমিও আগে চিন্তা করতাম যে ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করার ভাগ্যের ব্যাপার। পড়ে দেখি আমার ধারণা পুরাই ভুল।তাই এখন আর সে কথা বিশ্বাস না করে নিজে নিজে ভালো ট্রেড করতে সেসটা করি।
-
প্রফিট করাটা ভাগ্যের ব্যাপার এটা মনে করা কখনোই ঠিক হবে না।কারন ফরেক্স একটা ব্যাবসা এটা কোন জুয়া খেলা নয় যে আপনি তা ভাগ্যের উপর ছেড়ে দিবেন।ভাগ্যের উপর ছেড়ে না দিয়ে সকলের উচিত হবে কিভাবে ফরেক্স বুঝা যায় তার এনালাইসিস করা।
-
মার্কেটে টিকে থাকলে একসময় না একসময় প্রফিট আসবেই। কিন্তু আপনার যদি একাউন্ট জিরো হয়ে যায় তবে প্রফিট আসবে কোত্থেকে? তাই সবসময় চেষ্টা করবেন মানিম্যানেজমেন্ট ফলো করে একাউন্ট টিকিয়ে রাখতে। ডিপজিটের উপর হিসেব করেই লট নিবেন ট্রেড করার জন্য।
-
প্রফিট করা হল দক্ষতার উপর । যে ট্রেডার যত বেশী দক্ষতা অর্জন করবে সে তত বেশী লাভবান হতে পারবে । অতএব বেশী বেশী আমরা মার্কেট এ্যানালাইসিস করব সে তত বেশী লাভবান হতে পারবে । অতএব বেশ বেশী আমরা ধৈর্য্য ধারণ করে ট্রেড করার চেষ্টা করব তাহলেই অামরা লাভবান হতে পারবে । অতএব বেশী বেশী আমরা এ্যানালাইসিস করার চেষ্টা করি ।
-
আমি বলবো আমার মতে প্রফিট করাটা কোন ভাগ্যের ব্যাপার নয়। প্রফিট করাটা হচ্ছে ফরেক্স বোঝার ব্যাপার। ফরেক্স ট্রেড সম্বন্ধে বুঝাতে পারলে এখানে প্রফিট করা কোন ব্যাপার নয়। যে সমস্ত ট্রেডারের রা ফরেক্স ট্রেড সম্বন্ধে তুলনা মুলক একটু কম বোঝেন তারা প্রফিট করাটা ভাগ্যের উপর ছেরে দেন।