-
ব্যক্তিগতভাবে আমি ফরেক্স মার্কেট এ ট্রেডে এর ক্ষেত্রে সবসময় আমার নিজের মতামতকে প্রাধান্য দিয়ে থাকি।ফরেক্স মার্কেট নির্ভর করে আপনার মেধার উপর আপনি যদি আপনার মেধা দিয়ে ফরেক্স মার্কেট ট্রেড কোরতে পারেন তাহলে আপনি ফরেক্স মার্কেট এ সফল হতে পারবেন। আপনি যদি ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো জানেন তাহলে ত আপনার সিগনাল বা কার কাচ থেকে সাহায্য নিতে হই না। তাই আমি আমার ট্রেড আমি নিজের সিদ্ধান্ত অনুযায়ী করী।
-
ফরেক্স মার্কেটে নিজেকে দক্ষ করে তুলতে হবে তাই অন্যের সিগনাল দেখে ট্রেড করা উচিত না। তবে প্রথম অবস্থায় দক্ষ এক জনের সাহায্য নেওয়া যায়। আর নিজের দক্ষতা বাড়ানোর চেষ্টা করতে হবে। এর জন্য বেশি,বেশি এনালাইসিস.করতে হবে। ধৈর্য্য ধারণ করতে হবে এবং আত্মবিশ্বাসি হতে হবে।
-
আমার মতে ফরেক্স মার্কেট এ কারো সিগনাল দেখে ট্রেড করা ঠিক নয় । এতে আপনি পরনির্ভরশীল হয়ে পরবেন । আর আপনি যদি ফরেক্স ট্রেডিং এ ভালো দক্ষতা অর্জন করতে পারেন তাহলে আপনি নিজের সিগনাল নিজেই তৈরি করতে পারবেন । সেই জন্য আপনাকে আগে ফরেক্স ট্রেডিং এ ভালো এনালাইসিস করতে শিখতে হবে । আপনি ভালো এনালাইসিস করতে পারলে আপনার জন্য ট্রেডিং করা অনেক সহজ হবে । তাই অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজের উপর নির্ভরশীল হতে শিখুন।
-
এই ধরনের বিভ্রান্তিমূলক প্রশ্ন করলে সঠিকভাবে উত্তর দেওয়া যায়না৷তারপরও বলি অন্যের কোনো প্রকার সিগনাল, ইনডিকেটর বা এক্সপার্ট এডভাইজার অথবা কোনো প্রকার সুপার ডুপার রোবোট ই বলেন না কেনো মনে রাখবেন স্বয়ং আপনি ব্যতিত অন্য কোনো কিছুই আপনাকে ১ টাকা প্রফিট দিতে পারবে না৷নিজে দক্ষ হোন,নিজে সিগনাল ও স্ট্র্যাটেজী তৈরী করুন এবং নিজেই তা নিজের ক্ট্রেডিং ক্ষেত্রে প্রয়োগ করুন৷নিজের লাভ-লস নিজের পকেটেই থাকবে৷মনে রাখবেন ফরেক্সে কোনো আসল দক্ষ ট্রেডার পাবেন না,পেলে তারা খুব ব্যাস্ত থাকবে এবং আপনাকে সত্যি কথা এক লাইনও শিখাবেনা৷সব ভূয়া সিগনালে সয়লাব !!!
-
আমি বলবো ফরেক্স সিগনাল দেখে ট্রেডিং করা নির্ভর করে ট্রেডারের নিজের উপর। আমার মতে একজন দক্ষ ট্রেডার হতে হলে আমাদের নিজেদের মার্কেট এ্যনালাইসিস করা উচিত। তবে প্রাথমিকভাবে আমরা দক্ষ ট্রেডারের সাহায্য নিতে পারি যা আমাদের পরবর্তী ট্রেডিংয়ের সহায়ক হতে পারে।
-
সিগন্যাল ব্যবহার করা ঠিক নয় । এতে নিজের ট্রেডিং দক্ষতা তো বৃদ্ধি পায়ই না বরং ট্রেডিং দক্ষতা আরো কমে যায় । ধৈর্য্য ধারণ করতে হবে এবং আত্মবিশ্বাস হতে হবে । কখনই অন্যের সিগন্যালকে বিবেচনা করে ট্রেডিং সিদ্ধান্ত গ্রহন করব না । ইন্ডিকেটর ব্যবহার না করে আপনি নিজে নিজে এ্যানালাইসিস করে মার্কেট এ ট্রেড দিলে আপনি অবশ্যই লাভবান হবেন । এতে কোন সন্দেহ নাই ।
-
ট্রেড করার জন্য পরের উপর নির্ভরশীল হলে হবে না। আমি মনে করি অন্যরা যেমন সিগ্নাল তৈরী করে আমরা তেমন করতে পারুব। কিন্তু আমাদের জানতে হবে যে কোন সিস্টেম এ ট্রেড করলে আমরা প্রফিট করতে পারব
-
আমি কখনই অন্যের সিগন্যালকে বিবেচনা করি না বরং তার অ্যানালাইসিস ইত্যাদি নিয়মিত দেখি এবং আমার নিজের অ্যানালাইসিসের সাথে তুলনা করি যদি প্রায় একই হয় তখই ঐ অ্যানালাইসিসকে সঠিক মনে করে ট্রেডিং সিদ্ধান্ত গ্রহন করি।
-
সিগন্যাল কিনে ট্রেড করা মানে নিজের ক্ষতি নিজে করা। আপনি একবার ভাবুন আপনি নিজে ব্যবসা করছেন, অন্যের বুদ্ধিতে এটা কোন ব্যবসা হলো না অন্য কিছু। সিগন্যাল না আপনি কিছু পড়ালেখা করুন। প্ররিশ্রম ছাড়া এ মার্কেট থেকে কিছু বের করা যাবে না। যা করতে হবে আপনাকে করতে হবে যদি ফরেক্স এ ট্রেড করতে চান। এখান কেউ আপনাকে হেল্প করতে পারবে শুধু ধারনা দিয়ে কেউ আপনাকে ব্যবসা করিয়ে লাভ দিতে পারবেন।
-
আপনি নিশ্চই পঙ্গু না । আপনি চলাচলের সময় হয়তো কারোই সাহায্য গ্রহণ করেন না । তাহলে ট্রেডিং এ কেন অন্যের সিগ্ন্যাল গ্রহণ করছেন । আপনি কি নিজের জামা কাপড় ছেড়ে অন্যের জামা কাপড় পড়তে পছন্দ করেন ? যদি না করেন , তাহলে কেন অন্যের উপর নির্ভরশীল হচ্ছেন ? বিশ্বের প্রথম ট্রেডার ফরেক্স মার্কেট কারও কাছে শিখেনি । এবং সে সফল ট্রেডার ছিল, এমস্টার্ডাম এর একজন অধিবাসি । তাকে কেউ ফরেক্স শিক্ষা দেয়নি । কিন্তু আপনার কাছে শিক্ষার সকল উপাদান রয়েছে , ইন্টারনেট । তাই নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করুন । পরগাছা হয়ে বেঁচে থাকার চেয়ে ক্ষীণজীবী হওয়া উত্তম ।
-
চাইনীজ প্রবাদ আছে: মাছ না দিয়ে মাছ ধরা শিখিয়ে দাও। আরেকজনের সিগণাল না নিয়ে নিজের সিগনাল দিয়েই ট্রেড করা উচিত। তবে আরেকজন বা অন্যরা মার্কেট নিয়ে কিভাবে সিগণাল পাচ্ছে তা দেখা যেতে পারে। আমি সবসময় কিছু সিনিয়র ভাইদের এনালাইসিস ইত্যাদি নিয়মিত দেখি এবং আমার নিজের অ্যানালাইসিসের সাথে তুলনা করি। এতে আমার এনালাইসিস গোলো রিভিউ করা হয়।
-
আমি মনে করি সব সময় কারো সিগন্যাল দেখে ফরেক্স মার্কেটৈ ট্রেড করা উচিত না তবে প্রথমত আপনি কোন সফল ট্রেডারের কাছ থেকে ফরেক্স সম্পর্কে ধারণা বা সাহায্য নিতে পারেন। আর পাশাপাশি আপনাকে নিজের দক্ষতা বাড়াতে হলে অবশ্যই বেশি বেশি ডেমো অনুশীরন করতে হবে। এমনকি মার্কেট ট্রেডিং এনালাইসিস এর মত বিষয়গুলো অধিক গবেষণা করতে হবে পাশাপাশি ফরেক্স নিউজ বুঝার চেষ্টা করতে হবে এবং ধৈর্য্য ধারণ করে নিজের উপর আত্মবিশ্বাস তৈরি করে ট্রেড করতে হবে তাহলে আপনি অবশ্যই এই মার্কেট একজন সফল ট্রেডার হতে পারবেন।
-
হ্যা, আমি কারো সিগন্যাল দেখে ট্রেড করতে পারি। যদি সে এই ট্রেড বিষয়ে আবিজ্ঞ থাকে। কারন যদি সে অবিজ্ঞ না থাকে তাহলে আমি যদি তার সিগন্যাল দেখে ট্রেড করি তাহলে আমার লস হতে পারে।
-
হ্যা, আমি সিগন্যাল দেখে ট্রেড করি। আর আমি একমাত্র তাদের সিগন্যাল দেখে ট্রেড করি যারা ফরেক্স সমন্ধে দক্ষ। আর যাদের এই ফেরেক্স মার্কেটে অনেক অবিজ্ঞতা রয়েছে।
-
হ্যা আমি কার সিগনাল দেখে ট্রেড করি । কারন আমি ফরেক্স এ নতুন কিন্তু আমার যদি মনে হয় সে আভিগ তাহলে তারটা দেখে কিছু শিখি । কিন্তু সব সময় দেখিনা আমার যখন বুঝতে আসোবিধা হয় তখন আমি অন্যান সিগনাল দেখি ।
-
ফরেক্স মার্কেটে আমার জানা মতে কারো সিগন্যাল দেখে ট্রেড করা উচিত হবে না। কারণ এই মার্কেটে ট্রেডাররা তাদের নিজেস্ব ক্যাটাগড়ি দিয়ে তাদের ট্রেডিং সিগন্যাল তৈরি করে থাকে এবং সে অনুযায়ী তারা এই মার্কেটে ট্রেড করে থাকে। যা আপনি ঐ সিগন্যাল ফলো করলেও তার মত করে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারবেন না বলে আমার মনে হয়। এজন্য আমি বলব কারো সিগন্যাল ফলো না করে আপনি আপনার নিজের বুদ্ধি ও দক্ষ দিয়ে নিজেই একটি সিনগ্যাল তৈরি করুন এবং সে অনুযায়ী ট্রেড করুন তাহলে আপনি অবশ্যই ভাল প্রফিট অর্জন করতে পারবেন এটা আমার বিশ্বাস।
-
ট্রেডিং এর জন্য আমার নিজের সিগন্যাল আমি নিজেই খোঁজে বের করি। কার ও ওপর নির্ভর করা উচিৎ নয়।কথায় আছে নিজের বুদ্ধিতে ফকির হওয়াও ভালো
-
না আমি ফরেক্স মার্কেট এ এখন কারো সিগনাল দেখে ট্রেড করি না প্রথম প্রথম অনেকের সিগনাল ধরতাম প্রে দেখতাম লাভের চেয়ে লস অনেক বেশি হতো এখন নিজে এনালাইসিস করে ট্রেড ওপেন করি অন্যের সিগনাল থেকে নিজে যা পারি সেটাই বেটার তাই আমার মতে প্রতিটি ট্রেডার এর উচিত নিজে যা পারি তাই নিয়ে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারলে ভালো প্রফিট করতে পারবেন।
-
আপনি সিগন্যাল দিকে কি করেন সেটা আপনার সম্পূর্ণ নিজের বেপার । তবে আমি মনে করি অন্যের সিগন্যাল দেখে মার্কেট এনালাইস করে তার পর সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিৎ । তাতে করে যেমন আপনার জ্ঞানের পরিধি বাড়বে তেমনি ভাল একটা প্রফিট উপার্জন করতে পারবেন ।
-
কোন সিগ্নালের আশায় বসে থাকা , আর মরার জন্য বিষ হাতে নিয়ে বসে থাকে , একই কথা । কারন যে আপনাকে সিগনাল টা দিচ্ছে , সে যে ফরেক্স ভাল পারে তার ত কোন ভরসা নাই । আপনি মার্কেট ভাল ভাবে বুঝলেই ফরেক্স এ টিকে থাকতে পারবেন । তাই কারো সিগনালের আশায় বসে না থেকে মার্কেট টা বুঝে ফরেক্স করেন ।
-
ভাই আমি ফরেক্স মার্কেট এ ট্রেডে এর ক্ষেত্রে সবসময় আমার নিজের মতামতকে প্রাধান্য দিয়ে থাকি।ফরেক্স মার্কেট নিরবর করে আপনার মেধার উপর আপনি যদি আপনার মেধাদিয়ে ফরেক্স মার্কেট ে ট্রেড কোরতে পারেন তাহলে আপনি ফরেক্স মার্কেট এ সফল হতে পারবেন। আপনি যদি ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো জানেন তাহলে ত আপনার সিগ্নাল বা কার কাচ থেকে সাহায্য নিতে হই না।
-
ফরেক্স মার্কেটে অন্যের সিগনালের ঊপর নির্ভর না করে নিজের স্ট্রেজির উপর ট্রেড করা উচিত।এতে করে আপনার নিজের উপর অত্নবিশ্বাস বেড়ে যাবে এবং আস্তে আস্তে আপনার ট্রেডিং দক্ষতা বৃদ্ধি পাবে।আর যদি আপনি অপরের সিগনালের উপর নির্ভর করে ট্রেড করেন তাহলে আপনি সম্পূর্ণ পরনির্ভশীল হয়ে পরবেন এবং ফরেক্স মার্কেটে আপনার কোন ট্রেডিং দক্ষতা থাকবেনা।তাই অন্যের উপর নির্ভর না হয়ে নিজের বুদ্ধিতে ট্রেড র শতগুনে ভাল।
-
এক সময় আমি অন্যর সিগনাল নিয়ে ফরেক্স মার্কেট এ ট্রেড করতাম,কিন্তু তার ফল ভালো হয়নি,সিগনাল দিয়ে ট্রেড করার ফলে আমি আমার ব্যালেন্স হারিয়েছি,তাই আমি এখন আর কারো সিগনাল এর উপর নির্ভর করে ট্রেড করিনা এবং আমি অন্যদের কে ও সিগনাল নিয়ে ট্রেড করতে মানা করি,নিজের মতো ট্রেড করুন।
-
আমি সিগন্যাল দেখে বা কারও কথায় বিশ্বাস করে ট্রেড ওপেন করি না । কারণ ব্যবসাটি শিখতে হলে আমাকেই সিদ্ধান্ত নিতে হবে এবং যদি ভুল হয় তাহলেও আমি বুঝতে পারব যে কি জন্য ভুল করেছি । তাই অর্থের কথা চিন্তা না করে শেখার পেছনে বেশী গুরুত্ব দিতে হবে কারণ অর্থ চিরস্থায়ী না হলেও শিক্ষা সর্বদা চিরস্থায়ী । তাই ভুল যেমন নিজেই করতে হবে ঠিক তেমনি শিখতেও হবে নিজ দায়িত্তেও ।
-
না ভাই , আমি কখনও সিগন্যাল দেখে ফরেক্স মার্কেটে ট্রেড করি না । তবে অনেকেই দেখি তারা অভিজ্ঞ ট্রেডারদের থেকে সিগন্যাল নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করে । আসলে আমি এটা অন্ধ ট্রেডিং এর মত মনে করি । কারণ এখানে আপনি কোন আনাল্যসিস না করেই অন্যজন বলছে জন্য ট্রেড দিয়েছেন । তবে আমি মনে করি আপনি যদি নিজের আনাল্যসিস এর উপর নির্ভর করতে পারেন তাহলে আপনার ট্রেডিং করার জন্য কোন সিগন্যালের দরকার নাই ।
-
ফরেক্স ট্রেডিং এ কারো সিগনাল দেখে ট্রেডিং করা যায় এমনটা আসলে আমার জানা নেই। তবে এখানে নিজের মতো করে এনালাইসিস করে ট্রেড করাই উত্তম। আমিও এখানে আমার মতো করে ট্রেড করি। তবে একটা বিষয় হলো এখানে আমি প্রথম অবস্থা থেকেই আমার ভাইয়ের নির্দেশনা অনুযায়ী ট্রেড করি। কেননা সে এখানে অনেক অভিজ্ঞ একজন ট্রেডার। সেই আমাকে এখানে কাজ করতে উৎসাহ দিয়েছেন।
-
আমি ফরেক্স ট্রেডিং মার্কেট এ একদম নতুন তাই আমি আমার সিনিয়রভাইয়ের কাছ থেকে এখন সাহায্য নিয়ে কাজ করার চেষ্টা করতেছি।তবে আমি ফরেক্স ট্রেডিং মার্কেটে এনালাইসিস করতেছি।আর আমাকে যেই ভাবে বলতেছে আমি আমার এনালাইসিস এর সাথে মেলানোর চেষ্টা করতেছি।আর আপনি সিগন্যাল ব্যবহার করে কাজ করতে পারবেন কিন্তু কখনো কখনো সিগনাল সঠিক কাজ করে না।তখন বিপদে পড়তে হয়।তাই আমার মতে ফরেক্স ট্রেডিং মার্কেট সম্পর্কে জ্ঞান অর্জন করে কাজ করা উচিত।
-
আসলে আমি মনে করি যারা ফরেক্স এ নতুন তারা প্রথম দিকে অবশ্যই কারো সিগনেল দেখে বা কারো সাহায্যের মাধ্যমে ট্রেড করতে হবে এবং সেগুলো দেখে শিক্খা গ্রহণ করতে হবে এবং কিছু দিন পর অবশ্যই নিজে নিজেই ট্রেড করতে হবে কারণ নিজে নিজে ট্রেড করতে না পারলে কখনোই উন্নতি করা সম্ভব নয়। তাই ফরেক্স এ উন্নতি করতে চাইলে অবশ্যই নিজেই শিখতে হবে।তাহলেই ফরেক্স এ উন্নতি করা সম্ভব।
-
আমাদের সত্যিকার অর্থে বাজারের কাজ বোঝা দরকার। ডেমো অনুশীলনের অনুপস্থিতিতে ফরেক্স সম্পর্কে আমাদের সঠিক জ্ঞানের অভাব রয়েছে। আপনি যখন কোনও ডেমো অ্যাকাউন্টে ট্রেড না করেই সত্যিকারের অ্যাকাউন্টে ট্রেড করছেন তবে আপনার অর্থ ও আত্মবিশ্বাস না থাকার কারণে এখানে অর্থ হ্রাসের সম্ভাবনা বেশি। সুতরাং, সত্যিকারের অ্যাকাউন্টে বিনিয়োগ চালিয়ে যাওয়ার আগে একটি ডেমো অ্যাকাউন্টে বাণিজ্য করা সত্যই প্রয়োজন।
Abdul Momin Chy262,
-
সব সময় অন্যের সিগনাল দেখে ট্রেড করা উচিত না। তবে প্রথম অবস্থায় দখ্খ এক জনের সাহায্য নেওয়া যায়। আর নিজের দখ্খতা বাড়ানোর চেষ্টা করতে হবে। এর জন্য বেশি,বেশি এনালাইসিস.করতে হবে। ধৈর্য্য ধারণ করতে হবে এবং আত্মবিশ্বাসি হতে হবে।
-
ফরেক্স মার্কেট এ ট্রেডে এর ক্ষেত্রে সবসময় আমার নিজের মতামতকে প্রাধান্য দিয়ে থাকি।ফরেক্স মার্কেট নিরবর করে আপনার মেধার উপর আপনি যদি আপনার মেধাদিয়ে ফরেক্স মার্কেট ে ট্রেড কোরতে পারেন তাহলে আপনি ফরেক্স মার্কেট এ সফল হতে পারবেন। আপনি যদি ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো জানেন তাহলে ত আপনার সিগ্নাল বা কার কাচ থেকে সাহায্য নিতে হই না। তাই আমি আমার ট্রেড আমি নিজের সিদ্ধান্ত অনুযায়ী করী।
-
আপনার অনেক গুলো পোস্ট দেখলাম। আসলে ামি আপনার কোনো পোস্টই ভালো ভাবে বুঝতে পারিনি। এটাও আমি বুঝিনি ভালো করে । আমি আন্তরিক ভাবে দুঃখিত যে আপনি কি বলেছেন তা বুঝতে পারছি না। তবে আমার ব্যক্তিগত মত হলো সিগন্যাল ব্যবহার করা ঠিক নয়। এতে নিজের ট্রেডিং দক্ষতা তো বৃদ্ধি পায়ই না বরং ট্রেডিং দক্ষতা আরো কমে যায়।
-
যে যত বেশি মর্কেট এনালাইসিস করতে সে তত বেশি সফল হতে পারবে। আমার মতে একজন দক্ষ ট্রেডার হতে হলে আমাদের নিজেদের মার্কেট এ্যনালাইসিস করা উচিত। তবে প্রাথমিকভাবে আমরা দক্ষ ট্রেডারের সাহায্য নিতে পারি যা আমাদের পরবর্তী ট্রেডিংয়ের সহায়ক হতে পারে
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অন্য কার হেল্প না নিয়ে নিজে নিজে ফরেক্স ব্যবসা শিখে ফরেক্স মার্কেটে ট্রেড করাই অনেক ভাল। কারন অন্য একজনের চিন্তার সাথে আপনার চিন্তা নাউ মিলতে পারে। আর এই অমিলের কারনে আপনাকে গুনতে হবে অনেক অনেক লস। তাই ফরেক্স আগে নিজে শিখুন তারপর নিজেই ট্রেড করেন।
-
কার সিগন্যাল দেখে ট্রেড করে ভাল করা কঠিন হয়ে পড়বে । এখানে টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই নিজস্ব ট্রেডিং স্টাইল গড়ে তুলতে হবে । সিগন্যাল অনেক সময় আপনাকে কনফিউজ করতে পারে । তাই পুরোপুরি সিগন্যাল নির্ভর হওয়া উচিৎ না
-
ফরেক্স মার্কেটে ট্রেড ওপেন করার সময় আমি কারো সিগনাল ফলো করি না বা করো সিগনাল অনুযায়ী ট্রেড ওপেন করি না । আমি আমার দক্ষতা ও অভিজ্ঞতার উপর ভিত্তি করে মার্কেট এনালাইসিস করে তারপর ট্রেড ওপেন করি । লচ হলে ও আমি নিজের বুদ্ধিতে লচ করি আর লাভ করলে ও নিজের দক্ষতা ও অভিজ্ঞতার ফলে লাভ করি । অন্যের উপর নির্ভর হওযার থেকে নিজের বুদ্ধিতে ফকির হওয়া অনেক ভালো,,,,, ধন্যবাদ ।
-
সিগন্যাল ফরেক্স ট্রেডিং এর জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করে থাকি সঠিক সিগন্যাল ডিরেকশন যেমন একজন ট্রেডারকে অনেক ভালো সফলতা অর্জন করতে সহায়তা করতে পারে ঠিক তেমনি একটি ভুল সিগন্যালের কারণে একজন ট্রেডার ফরেক্স মার্কেটে সর্বস্ব হারিয়ে দেউলিয়া হয়ে যেতে পারে। ফলে প্রত্যেক ট্রেডারের উচিত সিগন্যাল ব্যবহারের পূর্বে তার গ্রহণযোগ্যতা যাচাই করে নেওয়া। ইদানিং দেখছি সিগন্যাল সরবরাহকারী প্রতিষ্ঠানের সংখ্যা কেমন যেন দিনকে দিন বহুগুণে বেড়ে যাচ্ছে ফলে অবশ্যই দুশ্চিন্তা বেড়ে যাওয়ার যথেষ্ট কারণ রয়েছে। কারণ যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান সমূহ ইদানীংকালে আমাদেরকে নামমাত্র মূল্যে সিগন্যাল প্রদান করার লোভনীয় অফার প্রদান করছে আসলে আদৌ কি তাদের সিগনালগুলো কোন কাজে আসবে। এমন অনেক সিগনাল প্রোভাইডার বা স্ক্যাম রয়েছে যারা বিভিন্ন সাইট থেকে তথ্য সংগ্রহ করে নিজেরা সিগন্যাল তৈরি করছে অনেকেই আবার সিগন্যাল তৈরি করার জ্ঞান না থাকা সত্বেও কিছুসংখ্যক সিগনাল তৈরি করে ট্রেডারদের শতভাগ মার্কেট সিগন্যাল অনুযায়ী কাজ করবে এই লোভনীয় প্রলোভন দেখিয়ে বহু অর্থ তাদের নিকট থেকে হাতিয়ে নেওয়ার অপচেষ্ঠা করছে।ফলে যারা যারা ইতিমধ্যে এমন লোভনীয় অফার পেয়েছেন তাদের উদ্দেশ্যে বলব সিগন্যাল ব্যবহার করার পূর্বে অবশ্যই সিগন্যালের গ্রহণযোগ্যতা যাচাই করে নেন নিজস্ব ট্রেডিং জ্ঞানের আলোকে মার্কেট এনালাইসিস করে সিগন্যালের সঙ্গে কম্পেয়ার করে দেখতে পারেন পাশাপাশি ফরেক্স এক্সপার্টদের প্রদত্ত এনালাইসিস গুলো নিয়মিতভাবে ফলো করুন তবেই আপনি সিগন্যাল কতটা সঠিক বা বাস্তবায়নযোগ্য হবে তা সহজেই অনুমান করতে পারবে।আর কারও সিগন্যাল ফলোওকরা উচিত নয় বলে আমি মনে করি।যে যার নিজেস্ব মন দিয়ে তার নিজের মতোও করে সিগন্যাল তৈরী করে এটা অন্য কারও পছন্দ নাও হতে পারে।তাই নিজের মেধাকে কাজে লাগিয়ে কাজ করাই উওম বলে আমি মনে করি।আর এতে নিজের মেধারও বিকাশ ঘটে
-
পুলিশের মতে, আপনি যদি চীন বাণিজ্য করেন তবে আপনি অবশ্যই এতে সফল হবেন That's এজন্য আমি আপনাকে চাই।আপনি যদি আমার এস অনুযায়ী আমার সাথে কাজ করেন তবে আপনাকে কঠোর পরিশ্রম করতে হতে পারে তাই আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে যাতে আপনি সফল হতে পারেন।
-
When using little part of your capital you are left with major portion of capital and even if you used risked money you need not worry much as you can easy cover up that amount in your future trades but using bigger portion on a trade may be risky as then you can lose your capital making it difficult to trade in future.
-
এটা ঠিক প্রিয় ভাই, আমাদের কেবলমাত্র কয়েকটি পোস্টের জন্য তাদের ক্ষমা করতে হবে তবে যদি সমস্যাটি অব্যাহত থাকে এবং সদস্যটি কেবল খারাপ পোস্ট লেখেন তবে তার রিপোর্ট করা উচিত, আমি মনে করি আমাদের এই ফোরামে একে অপরের কাছ থেকে ইংরেজি শেখার দুর্দান্ত সুযোগ আছে তবে খুব কম সদস্যই এর সদ্ব্যবহার করছেন, আমি আমার প্রথম পোস্ট এবং আমার বর্তমান পোস্টগুলির মধ্যে একটি সাধারণ তুলনা করেছি এবং আমি একটি বিশাল উন্নতি পেয়েছি, আমি আমার বন্ধু যে আমাকে এই ফোরাম সম্পর্কে এবং সমস্ত সদস্য এবং মডারেটরের জন্য বলেছি তার প্রতি কৃতজ্ঞ, এবং ধন্যবাদ আপনি আপনার পোস্টের জন্য সঙ্গী