আমরা জানি ফরেক্স মার্কেটে আছে তিন ধরনের এনালাইসিস। যথাঃ ১। টেকনিক্যাল এনালাইসিস, ২। ফান্ডামেন্টাল এনালাইসিস, ৩। সেন্টিমেন্টাল এনালাইসিস। এই তিন ধরনের এনালাইসিসের মেথড আলাদা। আলাদা স্ট্র্যাটেজি এপ্লাই করতে হয়। ফান্ডামেন্টাল এনালাইসিস হলো একটি দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ইত্যাদি অবস্থার উপর ভিত্তি করে এনালাইসিস।