ফরেক্স এ লাভ এবং লস দুইটাই আছে। তবে আমাদের প্রফিট কিভাবে করতে সেটা জাতে হবে। তা নাহ হলে আমরা সারা জীবন লস ই খাব। আমাদের আগে শীখে তারপর ফরেক্স ট্রেড শুরু করতে হবে। যদি না শিখে করি তাহলেই ত লস হবেই।
Printable View
ফরেক্স এ লাভ এবং লস দুইটাই আছে। তবে আমাদের প্রফিট কিভাবে করতে সেটা জাতে হবে। তা নাহ হলে আমরা সারা জীবন লস ই খাব। আমাদের আগে শীখে তারপর ফরেক্স ট্রেড শুরু করতে হবে। যদি না শিখে করি তাহলেই ত লস হবেই।
ফরেক্স এ যদি শুধু লস হতো তাহলে ফরেক্স কেউ করত না একথা সত্য। যদি প্রফিট করা নাই যেত কে করত এই ব্যবসা। কিন্তু আমরাক অনেকেই আছি যারা শুধু লাভ আর লাভ করি সে জন্যই আমরা লাভের মুখ আর দেখতে পারি না।
ফরেক্স একটি আন্জার্তিক মানের ব্যবসা, আর ইহা যখন একটি ব্যবসা তো লাভ লস হবেই। আপনি যারা লাভ করবেন তাহলে বৃকারগন সব মারা যাবে, আর যদি সবাই লসই করে যায় তাহলেও ফরেক্স ব্যবসা কেউ করবে না। তাই মনে রাখতে হবে যে, যেখানে প্রফিট থাকে যেখানে লসও থাকে।
ফরেক্স মার্কেট এ যারা মন দিয়ে ট্রেড সিখে তারা ফরেক্স মার্কেট থেকে ভাল লাভ করতে পারে আপনি যদি ফরেক্স মার্কেট ভাল একটা ট্রেডিং সিস্টেম নিয়ে ৩ মাস থেকে ৬ মাস ডেমো ট্রেড করে ভাল লাভ করতে পারলে আপনি যদি সেই সিস্টেম এ ডিপোজিট করেন তা হলে আপনি আপনার ট্রেড এর নিয়ম গুল খুব কঠোর ভাবে পালন করেন তা হলে আপনি ফরেক্স মার্কেট থেকে লাভ করতে পারবেন তাই মন দিয়ে ডেমো ট্রেড করা উচিত
ফরেক্স এ লস এবং প্রফিট দুটোই হয়। যদি আপনি সঠিকভাবে এই মার্কেটে ট্রেড করতে পারেন তাহলে আপনি ভাল প্রফিট অর্জন করতে পারবেন। আর যদি আপনি লোভ লালসায় পড়ে বেশি লাভের আশায় ট্রেড করেন তাহলে আপনি অবশ্যই লস খাবেন। তবে আমি বলতে চাই একজন দক্ষ ট্রেডার কখনও লোভকে আশ্রয় দেয়না বরং সে কঠোর ভাবে তা নিয়ন্ত্রণ করে থাকে। আর একজন দক্ষ ট্রেডার আগে ফরেক্স সম্পর্কে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করেই তার ব্যবসাকে টিকে রাখতে সাহায্য করে।
এটি একটি আজব প্রশ্ন কারন যদি শুধু লসই হতো তাহলে ২৫ কোটি জনগন কখনই ট্রেডিং মার্কেটের সাথে যুক্ত থাকতো না, আপনিও না , আমিও না। এই মার্কেট উপার্জনের সবচেয়ে ভালো মাধ্যম এবং এই মার্কেটে বিনিয়োগে মুনাফা অন্যান্য সকল মার্কেটের চেয়ে অনেক বেশী। এটি একটি বিশেষ বাজার যেখানে আপনি নিজেই ক্রেতা এবং নিজেই বিক্রেতা। আর এ কারনেই আপনি স্বাধীন অর্থ্যাৎ* আপনি কারও উপর নির্ভশীল নন।
ফরেক্স এ শুধু লস হয় না লাভও হয়। ফরেক্স ট্রেডিং সম্পর্কে ভাল জ্ঞান থাকলে খুব কম লস হয়। বেশি লাভ হয়। কারন সল্প জ্ঞান নিয়ে ট্রেডিং করতে গেলে লসই হবে শুধু।এই জন্য কাজ টা বুঝে ভাল ভাবে করলে ভাল হয়।
ফরেক্স আসলে কতটুকু সঠিক তা কেউ জানলে অবশ্যয় জানাবে।আশা করি সঠিক উত্তর দিবেন।
আপনি যে কোন ধরনের ব্যবসা করতে যান না কেন লাভ লস দুটো থাকবে এতে কোন সন্দেহ নেই। আর ফরেক্স মার্কেটে লাভ হয় বলেই তো এত লোক এই মার্কেটে ব্যবসা করতেছে। আর যদি লসই হতো তাহলে এত লোক ফরেক্স এ ট্রেড করতনা। আমি একটা কথাই আপনাকে বলতে চাই আপনি যদি সঠিক ভাবে ফরেক্স সম্পর্কে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে পারেন এমনকি আপনার ধৈর্য্য ও লোভকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে হয়তো একদিন না একদিন ফরেক্স থেকে ভাল মুনাফা অর্জন করতে পারবেন এটা আমার বিশ্বাস।
ফরেক্সে লাভ ও লস দুটোই হয়, লাভ করতে জানলে লাভ আর লাভ না করতে জানলে লস হয়। সব নিজের হাতে রিমোর্ট কন্ট্রল।
ফরেক্সে লাভ ও লস দুটোই হয়, লাভ করতে জানলে লাভ আর লাভ না করতে জানলে লস হয়। সব নিজের হাতে রিমোর্ট কন্ট্রল।
ফরেক্স মার্কেট বর্তমান বিশ্বের সর্বাধুনিক আয় রোজগারের জন্য সর্বোত্তম ব্যবসায়িক প্লাটফর্ম যেখানে সারা বিশ্বের যে কোনোও প্রান্ত থেকে যে কেউই যে কোনোও সময় আয় রোজগার করতে পারছেন৷এই মার্কেটে যারা দীর্ঘদিন নিয়মিত পর্যাপ্ত অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করে প্রতিষ্ঠিত হয়েছেন অবশ্যই তারা নিয়মিত আয় রোজগার করছেন৷আর যারা একদম নতুন আসছেন তাদের মাঝে অনেকেই প্রায় শতকরা ১০ জন দীর্ঘ সময় নিয়ে নিয়মিত প্র্যাকটিস করার জন্য যোগ্যতা রাখেন না বিধায় তারা এই মার্কেট থেকে চলে যেতে বাধ্য হন৷এই মার্কেটে নবাগত শিক্ষার্থী ট্রেডারগণ তাদের অনভিজ্ঞতা এবং অদক্ষতার কারণে প্রথমদিকে কিছু প্রফিট করলেও শেষে ক্রমাগত লস করতে করতে বেশ কয়েকবার তাদের একাউন্টের ব্যালেন্স জিরো করে ফেলেন৷এরপর তারা হতাশ হয়ে এই মার্কেট থেকে সরে পড়েন৷আসলে এই মার্কেটে আয় রোজগার করা সবার জন্য সম্ভব হয় না তাই শতকরা মাত্র ১০ জন এই মার্কেটে নিয়মিত আয়-রোজগার করার যোগ্যতা অর্জন করতে পারেন৷
ফরেক্স একটি আন্তর্জাতিক ট্র্রেড প্রতিষ্ঠান এখানে বিশ্বের বিভিন্ন দেশের অসংখ্য লোক ট্রেড করে প্রফিট পেয়ে আজ প্রতিষ্ঠিত।ফরেক্ মার্কেটে এসে আপনি যদি ভাল স্টাডি করে,মার্কেটের মুভমেন্ট,মানি ম্যানেজমেন্ট ভাল বুঝতে পারেন তাহলে ভাল প্রফিটের আশা করতে পারেন্
লাভ হয় সেটা সত্য তবে অনেক লস করার পর। কারণ ফরেক্স মার্কেট কোন কিছু শিখতে হলে লস করা ছাড়া শিখতে পারবেন না। আপনি যতবার লস করবেন সেই লস থেকে একটি শিক্ষা গ্রহন করবেন এইভাবে শিখতে হয়। এখন কথা হলো তাহলে এত লস কিভাবে দিবো, এই লস গুলো করতে হবে আসলে ডেমো ট্রেড এ। এখানেই ডেমো ট্রেড এর আসল কাজ। আমরা অনেকে ডেমো ট্রেড কে এড়িয়ে যাই যা কি না আপনার ভবিষ্যতের জন্য অত্যন্ত বিপদজনক। আপনার যত প্রকারের কলাকৌশল সব কিছু পরীক্ষা নিরিক্ষা করতে হবে ডেমো ট্রেড এ। যত দীর্ঘ দিন ডেমো ট্রেড এ নিয়মকানুন সব ট্রাই করবেন তত বেশী সফল হবেন।
লাভ লস প্রতেক বিজিনেস এর একটি অংশ,তাই ফরেক্স বিজনেস এ লাভ এবং লস উভয় আছে,যারা ফরেক্স ভাল ভাবে লার্নিং করে ট্রেড করে তারা ভালো প্রফিট করতে পারে,ভালো লার্নিং আপনাকে ভাল আয় করারা সুযোগ করে দিবে,কিন্তু আপনি যদি না শিখে ট্রেড আরম্ভ করেণ তাহলে লস এর শিখার হবেন,কিন্তু ফরেক্স ও লস এর পাশা পাশি লাভ ও করতে পারবেন যদি বেসিক টু এ্যাডভান্স শিখেন।
ফরেক্স একটা ট্রেডিং প্রতিষ্ঠান এখানে লাভ-লস দুইটাই আছে।তবে আপনি যদি ভাল প্রশিক্ষন নিয়ে ট্রেড করতে পারেন তাহলে অবশ্যই আপনি প্রফিটের আশা করতে পারেন।এ ক্ষেত্রে আপনাকে ধৈর্য ধারন করতে হবে এবং লোভ পরিহার করে ট্রেড করতে হবে।ধৈর্য ধারন এবং লোভ সংবরণ করতে না পারলে আপনি ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারবেন না।
ভাই যে কোন ব্যবসা মানেই হল যে ব্যবসাতে লাভ-লস না থাকলে সেটাকে ব্যবসা বলা যায় না। সুতরাং ধৈর্য নিয়ে ট্রেড করে যান অবশ্যই সফলতা পাবেন।কেননা আপনার সিস্টেম যদি ভাল হয় তবে আপনার প্রফিটের পরিমাণটাও অনেকাংশে বেড়ে যাবে, তাই আপনার উচিত হবে হতাশ না হয়ে সঠিক প্রসেসে চেষ্টা অব্যহত রাখা।
আমি মনে করি আপনি যে কোন ব্যবসায় করতে যান না কেন সকল ব্যবসায় লাভ লস দুটোই বিদ্যমান থাকবে। আর যেটাতে লস থাকবে না সেটা কখনই বৈধ ব্যবসা নয়। তবে লাভ এবং লস এর মধ্যে কৌশল প্রয়োগ করেই টিকে ব্যবসা পরিচালনা করতে হবে। যদি আপনি ধৈর্য্য সহকারে ফরেক্স ব্যবসা নিজের মধ্যে আয়ত্ব করতে পারেন তাহলে আপনি অবশ্যই এক সময় এই ব্যবসা হতে ভাল লাভবান হতে পারবেন। তবে এজন্য আপনাকে কঠোর পরিশ্রম, দৃঢ় আত্মপ্রত্যয়ী হয়ে কাজ করার মতো মন মানসিকতা তৈরি করতে হবে। যদি আপনি সঠিকভাবে নিজের মধ্যে লোভবিহীন হয়ে গড়ে তোলতে পারেন তাহলে আপনি অবশ্যই লস বিহীন প্রফিট অর্জন করতে পারবেন একসময়।
ফরেক্স মার্কেটে আমাদের কে লস করে টিকে থাকতে হবে। লস করেনাই বড় তাহলে বড় ইনবেস্ট ঝুকি আনবে কারন সে নাবুজে ট্রেড করে আর তার ইনবেস্ট যে কোন সময় লস করার সম্বভনা থাকে। তাই আমাদের কে প্রতিটা লস কে বিশ্লেষন করে সে গুলো বের করতে হবে।
বেশিরভাগই ট্রেডার প্রথম দিকে ফরেক্স মার্কেটে বড় আকারের ইনভেস্টমেন্ট নিয়ে শুরু করে এবং সেটা লস করে করে অভিজ্ঞ হতে গিয়ে সব ইনভেস্টমেন্ট হারিয়ে ফেলে ফরেক্স মার্কেটে বিদায় নেয়। কিন্তু প্রথম দিকে খুবই ছোট আকারে ইনভেস্টমেন্ট নিয়ে শুরু করা উচিৎ ।যে যখন খুব কম প্রফিট টার্গেট করে এবং খুবই রিস্ক নিয়ে ট্রেডিং করে প্রফিট করে আত্ববিশ্বাস তৈরী করতে হবে এবং আস্তে আস্তে যখনি সে অভিজ্ঞ হয় উঠবে তখনি ভাল এমাউন্ট ডিপোজিট করে প্রফিট করা যায়।
ফরেক্স ব্যবসায়ে শুধু লস হয়ে এমন না অনেক প্রফিটও হয়। কিন্তু তার জন্য আপনার ফরেক্স সম্পর্কে অনেক কিছু যানতে হবে অনেক কিছু শিখতে হবে অনেক অভিজ্ঞতা অর্জন করেত হবে এবং ফরেক্স নিয়ে বেশি বেশি চর্চা করতে হবে যাতে প্রফিট আশে। আর এই ব্যবসা বিশ্ব ব্যাপি সব মানুষরা করে থাকেন তারাও লস করেন তারপর লস হওয়ার কারন কি সেটা ভাল ভাবে দেখেন এবং তারপর প্রফিট অর্জন করেন। ফরেক্স ট্রেডিং সম্পর্কে ভাল জ্ঞান থাকলে খুব কম লস হবে।
আমি বলবো ফরেক্স ট্রেডিং এ লস যেমন আছে লাভ ও তেমন অছে। আপনি আপনার জ্ঞান দিয়ে নিয়ম মেনে ফরেক্স এ ট্রেডিং করলে লাভবান হতে পারেন, কিন্তু যদি নিয়মের বিপরিত ঘটে তবে লসের সম্ভনা অনেক বেশী হয়ে পরে। এক কথায় বলা যায় যে, ট্রেডার যদি দক্ষ হয় এবং ভাল করে অ্যনালাইসিস করে ট্রেড করতে পারে তাহলে ফরেক্স মার্কেট ট্রেডারের অনুকূলে যাবে, আর যদি দক্ষ না হয় অ্যনালাইস করতে ভুল করে তাহলে ফরেক্স মার্কেট ট্রেডারের প্রতিকূলে যায় এবং ট্রেডে লস হয়।
ফরেক্স এ যে শুধু লসই হয় এই কথাটার সাথে আমি কোনভাবেই একমত না-কারন ফরেক্স একটি ব্যাবসায় সাইট,ব্যাবসায় লাভ লস থাকবেই এটা কমন বিষয়।কিন্তু ফরেক্স এ যে শুধু লস হবে এমনটা না।ফরেক্স এ লাভ করা সম্ভব যদি আপনি ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান থাকে।সুস্পষ্ট ধারনা থাকলে আপনি অনেক প্রফিট করতে পারবেন,লসের মুখ আর দেখতে হবে না। আপনি যদি মার্কেট বুঝেন এবং সেই অনু্যায়ি ট্রেড করেন তাহলে অবশ্যই সফল হবেন ও প্রফিট পাবেন।ফরেক্স এ অবশ্যই প্রফিট হয় তবে প্রফিট করতে হলে আপনাকে আগে ফরেক্স সম্পর্কে ভাল ধারনা থাকতে হবে।তবেই মুলত আপনি সফলকাম হতে পারবেন এবং ভাল প্রফিট পাবেন এবং লস এড়িয়ে যেতে পারবে।
ফরেক্স এ লাভ লস সম্পূর্ন নির্ভর করে একজন ট্রেডারের নিজের উপরে। যদি একজন ট্রেডার সত্যিকারের অভিজ্ঞতা অর্জন করতে পারেন অর্থাত কিভাবে ট্রেড করতে হবে কোন পরিস্থিতিতে কি করতে হবে এবং মার্কেট এনালাইসিস সম্পর্কে সঠিক ধারনা থাকে তাহলে তিনি লাভ করতে পারবেন। আর এই সব কিছু অর্জন করতে বছরের বছর সময় দিতে হবে অনেক লস করতে হবে যা আমরা অনেকেই করতে চাই না। যেকোন অভিজ্ঞতা অর্জন করতে হয় অনেক কষ্ট করে যা আমরা অনেকেই করতে চাই না। যদি আপনি ফরেক্স থেকে লাভবান ট্রেডার হতে চান তাহলে আপনার নিজের উপর বিশ্বাস রাখার চেষ্টা করুন এবং ধীরে ধীরে এগিয়ে যান। আশারাখি ভাল কিছু করতে পারবেন।
ফরেক্স লাভ লস দুটোই হয় তবে ট্রেডারের দক্ষতা ও অভিজ্ঞতার উপর এর মান নির্ভর করে। কারণ আপনি যদি ফরেক্স মার্কেট সম্পর্কে ভালমানের দক্ষ ও অভিজ্ঞ হতে পারেন এমনকি এর ট্রেডিং কৌশল ও টেকনিক্যাল, ফান্ডামেন্টাল এবং ইন্ডিকেটর ব্যবহার সম্পর্কে দক্ষ হতে পারেন তাহলে আপনি অবশ্যই ভবিষ্যতে এই মার্কেটে ট্রেড ভাল মুনাফা উপার্জন করতে পারবেন। আর যদি কোন রকম জ্ঞান অভিজ্ঞতা ছাড়া ট্রেডিং কৌশল পরিচালনা করে মুনাফা উপার্জন করতে চান তাহলে আপনি কখনই লাভের মুখ দেখতে পারবেন না বরং লস ছাড়া কিছুই উপভোগ করতে পারবেন না।
ফরেক্স মার্কেট হল এক ধরনের রিস্কি মার্কেট এই মার্কেটে লস লাভ দুটি আছে,যদি কোন ফরেক্স ট্রেডার এনালাইসিস না করে নিউজ না দেখে, ট্রেড করে থাকে তাহলে লস হবে,আর যদি কোন ট্রেডার এনালাইসিস করে নিউজ দেখে মার্কেট এ ট্রেড করে থাকে তাহলে প্রফিট হবে।
ফরেক্স মার্কেটে সফলভাবে প্রফিটেবল ট্রেড করতে হলে অবশ্যই নির্ধারিত বেশকিছু ডিসিপ্লিন মেনে চলতে হয়৷ট্রেডিং কলা কৌশল গুলো খুব ভালোভাবে জানতে হয় বুঝতে হয় এবং সেগুলোকে ডেমো অ্যাকাউন্টে প্রয়োগ করে করে খুব ভালোভাবে দক্ষতা অভিজ্ঞতা অর্জন করে নিতে হয়৷অবশ্যই আপনারা ফরেক্স মার্কেটে প্রফিটেবল ট্রেড করতে পারবেন,নিয়মিত আয় রোজগার করতে পারবেন,এতে কোনোও সন্দেহ নাই৷যারা ফরেক্স মার্কেটে শুধু লস করে তারা ফরেক্স মার্কেটের ট্রেডিং কলাকৌশল সম্পর্কে কিছুই জানে না বুঝে না এবং বোঝার চেষ্টাও করে না৷ কিন্তু যারা এই মার্কেটে পেশাদার ট্রেডার রূপে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এসেছেন তাদেরকে অবশ্যই দীর্ঘ সময় ব্যাপি প্র্যাকটিস করতে হবে৷তাহলে এখান থেকে নিয়মিত আয় রোজগার করতে পারবেন৷
ফরেক্সে কেবল লসই হয় কোন লাভ হয় না এই বক্তব্যের সাথে আমি একমত নই কারন ফরেক্স ট্রেডিং এমনই একটি ব্যাবসা যেখান থেকে অনেক ভাল আয় করে নেওয়া তখনই সম্ভাব যখন ফরেক্সের উপর অনেক ভাল দক্ষতা এবং অভিজ্ঞতা লাভ করা সম্ভাব হবে আর সেই জন্য অবশ্যই ফরেক্সের ডেমো ট্রেডিংয়ে অনুশীলনের কোন বিকল্প নেই।
লসতো ঐ ব্যক্তির হয় যে ব্যক্তি ফরেক্স সর্ম্পকে সম্যক ধারনা থাকে না । সুতরাং আমি বলব যে , ফরেক্স স্কুল , মার্কেট এ্যানালাইসিস , ফরেক্সে ক্যালেন্ডার এবং প্রতিদিন ফরেক্স নিয়ে যারা গবেষণা করে তাদেরতো লস হতে পারে না । অতএব আমরা সকলে ভালোভাবে ফরেক্স ব্যবসা করব অবশ্যই প্রফিট আসবে ।
ফরেক্স মার্কেট লাভ লস নিয়ে ফরেক্স মার্কেট এই ফরেক্স মার্কেটে যে সুধু লাভ হবে কিন্তু লস হবে না এই রকম না আবার যে সুধু লস হবে লাভ হবে না এই রখন না এই মার্কেটে ট্রেড করলে একবার লাভ হয় আবার লসও হয় তাই লাভ লস মিলিয়ে এই ফরেক্স মার্কেটে সবসময় লস হবে সেটা নয় ।
ফরেক্স মার্কেটএ ট্রেড করতে হলে আপনাকে অবশ্যই ফরেক্স এর ট্রেডিং পদ্মতি এবং ডেমু একাউন্টে ভাল প্রেক্টিস থাকতে হবে । কারন ফরেক্স মার্কেট এমন একটি মুদ্রা বাজার যেখানে আপনি ভুল করলে আপনার অনেক টাকা লস হতে পারে । কিন্তু আপনি যদি ফরেক্সের যাবতীয় সব ট্রেডিং কৌশল সম্পর্কে অভিজ্ঞ হন তাহলে আপনি ফরেক্সে ট্রেড লভবান হতে পারেন । আর যদি না বুঝে ট্রেড করে থাকেন তাহলে লস হওয়ার সম্ভাবনা বেশিই থাকে ।।
ফরেক্সে কি লসই হয় কোন লাভ হয় না এই বক্তব্যের সাথে আমি একমত হতে পারিনি।কারন হলো ফরেক্স ট্রেডিং এমনই একটি ব্যাবসা যেখান থেকে অনেক ভাল আয় করা সম্ভব। তবে তার জন্য প্রয়োজন একটু ভাল দক্ষতা এবং অভিজ্ঞতার। আর লাভ করা সম্ভব হবে তখনই যখন আপনি ধৈর্য্য নিয়ে এখানে কাজ করবেন।আর সেই জন্য অবশ্যই ফরেক্সের ডেমো ট্রেডিংয়ে অনুশীলনের কোন বিকল্প নেই।
প্রথমে ফরেক্স ছিল ব্যাংকারদের জন্য,অনেকদিন পর তা জন সাধারনের জন্য উন্মুক্ত করা হয়। তাহলে বুঝে দেখেন যে, ব্যাংক কি পরিমান ইনভেষ্ট করে লাভ করে। আর আমরা সেই তুলনায় অল্প টাকা ইনভেষ্ট করেই সামান্য টাকা ইনভেষ্ট করেই অনেক ইনকাম করার চেষ্টা করি। আমাদের লিভারেজ এবং মানি ম্যানেজমেন্টই হল লসের বড় কারণ। একটি ট্রেড লাভ হলে তা আর ২/৩ মাস না রেখেই ২/৩ ঘন্টার ভিতরই ক্লোজ করি কিন্তু লস ট্রেড দির্ঘ সময় রেখে দেই।
আমার মতে ফরেক্স ট্রেডিং এ লস যেমন আছে লাভ ও তেমন অছে। আপনি আপনার জ্ঞান দিয়ে নিয়ম মেনে ফরেক্স এ ট্রেডিং করলে লাভবান হতে পারেন, কিন্তু যদি নিয়মের বিপরিত ঘটে তবে লসের সম্ভনা অনেক বেশী হয়ে পরে। এক কথায় বলা যায় যে, ট্রেডার যদি দক্ষ হয় এবং ভাল করে অ্যনালাইসিস করে ট্রেড করতে পারে তাহলে ফরেক্স মার্কেট ট্রেডারের অনুকূলে যাবে, আর যদি দক্ষ না হয় অ্যনালাইস করতে ভুল করে তাহলে ফরেক্স মার্কেট ট্রেডারের প্রতিকূলে যায় এবং ট্রেডে লস হয় তাই ট্রেড করার পূর্বে ভাল ভাবে মার্কেট এনালাইসিস করা উচিৎ।
ফরেক্স ট্রেডিং এ অবশ্যই লাভ আছে। কিন্তু ফরেক্সের ওপর আপনাকে দক্ষ হতে হবে। তাই ফরেক্সে কাজ করার পূর্বে দক্ষতা অনায়নের জন্য আপনাকে মিনিমাম ছয় মাস ডেমো ট্রেডিং করা উচিত। তারপর ফোরামে পোস্ট করে সেখান থেকে অর্জিত বোনাসের টাকা মার্কেটে বিনিয়োগের সময় সঠিকভাবে মার্কেট এনালাইসিস করা জরুরী। কারণ আপনার লাভ অথবা লস নির্ভর করছে মার্কেট এনালাইসিসের উপর। আপনি যদি সঠিকভাবে মার্কেট এনালাইসিস করতে পারেন তাহলে লাভ করবেন। কিন্তু সঠিকভাবে এনালাইসিস করতে না পারলে লস করবেন। ফরেক্সের বাজার ওঠা নামা করে। যখন মার্কেট উপরে ওঠে তখন সেল করলে লাভ করা যায় আবার নিচেয় নামলে বায় করলে লাভ করা যায়। সেটা আপনাকে বুঝতে হবে এবং সঠিকভাবে এনালাইসিস করতে হবে তবেই আপনি লাভবান হবেন। সুতরাং বোঝাই যাচ্ছে নিজের মধ্যে দক্ষতা অনায়ন করলে সহজেই ফরেক্স থেকে প্রফিট করা যায়।
ফরেক্স একটি ব্যবসা আর ব্যবসাই লাভ লস
একে অপরের সাথে জড়িত
ফরক্স ব্যবসায় যদি শুধু লস হত তাহলে কেউ ফরেক্স ব্যবসা করত না।
ফরেক্স এ অবশ্যই প্রফিট হই,
তবে তার জন্যে প্রযোজন
পরিপক্কতা। দরকার শিক্ষা , নিজেকে কন্ট্রোল করা । যেটা বেশিরভাগ নতুন ট্রেডার মেনে চলেনা। সফল হতে হলে আপনাকে অনেক সময় দিতে হবে , অনেক কিছু জানতে হবে।
তাহলেই আপনি ফরেক্স থেকে প্রফিট করতে পারবেন
ফরেক্সে লাভ আছে বিধায় লস হয়। তবে আপনার লসের হার কমাতে এবং প্রফিটের পরিমান বাড়াতে আপনাকে অবশ্যই অনেক বেশি এনালাইসিস করর ট্রেড করতে হবে। তাহলেই আপনি আপনার প্রফিট বাড়াতে পারবেন।
ফরেক্স যেহেতু একটি ব্যবসা সেহেতু এই ব্যবসায় লস প্রফিট দুটোই হয়ে থাকে। আর এই বিষয়টা সম্পূর্ণ নির্ভর করে ট্রেডারের উপর। যদি কোন ট্রেডার ভাল জ্ঞান এবং অভিজ্ঞতা নিয়ে এই ব্যবসা শুরু করতে পারে তাহলে সে ভালই মুনাফা করতে পারবে কিন্তু সে যদি কোন জ্ঞান বা অভিজ্ঞতা ছাড়া এই ব্যবসা শুরু করে তাহলে সে কখনই এই ব্যবসা হতে সফলভাবে মুনাফা উপার্জন করতে পারবে না। তাই আপনি যদি মুনাফা করতে চান তাহলে অবশ্যই আগে শিখবেন তারপর ট্রেডিং শুরু করবেন।
যেকোনো ব্যবসাতেই লাভ লস উভয়ই আছে। ফরেক্স যেহেতু একধরনের ব্যবসা তাই এখানেও লাভ লস আছে। তবে ফরেক্সে অধিকাংশ ট্রেডারই লস করে থাকেন। তাই অনেকে মনে করেন ফরেক্সে শুধু লসই হয়। এখানে লাভ আর হয় না। কিন্তু যারা লাভ করে তারা এখানে ভালোই লাভ করতে পারে। লাভ করার জন্য টেকনিক গুলো ভালো ভাবে আয়ত্ত করতে হবে।
ফরেক্স ব্যবসায়ে শুধু লস হয়ে এমন না অনেক প্রফিটও হয়। কিন্তু তার জন্য আপনার ফরেক্স সম্পর্কে অনেক কিছু যানতে হবে অনেক কিছু শিখতে হবে অনেক অভিজ্ঞতা অর্জন করেত হবে এবং ফরেক্স নিয়ে বেশি বেশি চর্চা করতে হবে যাতে প্রফিট আশে। আর এই ব্যবসা বিশ্ব ব্যাপি সব মানুষরা করে থাকেন তারাও লস করেন তারপর লস হওয়ার কারন কি সেটা ভাল ভাবে দেখেন এবং তারপর প্রফিট অর্জন করেন।