জটিলতা আমাদের জীবন ব্যবস্থা কে আরো জটিল করে তোলে। একই জিনিস আমাদের ফরেক্সের ক্ষেত্রেও মেনে চলা উচিত। ফরেক্সে ট্রেড নিতে গিয়ে আমরা অনেক সময় জটিল করে ফেলি। কিন্তু এর ফলে আমরা অনেক লসও খাই। তাই অবশ্যই আমাদের ট্রেডিং এ জটিলতা পরিহার করতে হবে।
Printable View
জটিলতা আমাদের জীবন ব্যবস্থা কে আরো জটিল করে তোলে। একই জিনিস আমাদের ফরেক্সের ক্ষেত্রেও মেনে চলা উচিত। ফরেক্সে ট্রেড নিতে গিয়ে আমরা অনেক সময় জটিল করে ফেলি। কিন্তু এর ফলে আমরা অনেক লসও খাই। তাই অবশ্যই আমাদের ট্রেডিং এ জটিলতা পরিহার করতে হবে।
জটিলতা আমাদের জীবন ব্যবস্থা কে আরো জটিল করে তোলে। একই জিনিস আমাদের ফরেক্সের ক্ষেত্রেও মেনে চলা উচিত। ফরেক্সে ট্রেড নিতে গিয়ে আমরা অনেক সময় জটিল করে ফেলি। কিন্তু এর ফলে আমরা অনেক লসও খাই। তাই অবশ্যই আমাদের ট্রেডিং এ জটিলতা পরিহার করতে হবে।
আমার যতটুকু মনে হয়, অভিজ্ঞতা থেকে যা এ্যানালাইসিস করি তা অবশ্যই একটি ভাল সিগনাল প্রদান করে । ফরেক্সে ট্রেড নিতে গিয়ে আমরা অনেক সময় জটিল করে ফেলি । জটিল সিস্টেমে আমরা সর্বদা এ্যানালাইসিস করার চেষ্টা করব। যে যত বেশী এ্যানালাইসিস করবে সে তত বেশী সফলকাম হতে পারবে।
আমার মনে হয় ফরেক্সে সফল হবার জন্য খুব বেশি কিছু জিনিসের দরকার নাই । আমরা খুব সাধারন কিছু এনালাইসিস এর মাধ্যমেই ট্রেড করে সফল হতে পারি । তবে হ্যাঁ আমাদের ট্রেড গুলো অবশ্যই মানি ম্যানেজমেন্ট মেনেই করতে হবে । চেষ্টা করেন নিজে এনালাইসিস করে ট্রেড করার তাহলে আর আপনার ট্রেডিং উইন্ডো হিজিবিজি হয়ে যাবে না এবং আপনি নিজেই মার্কেট বুঝতে পারবেন ।
এই জটিল মার্কেট থেকে ইনকাম করা খুবই কঠিন ব্যপার। তবে জারা এই জঠিল মার্কেটটাকে ধক্ষতার মাধ্যমে সহজ করে নিতে পারে তবে তারাই অনেক ইনকাম করতে পারে এই ফরেক্স মার্কেট থেকে। আমিও মনে করি সহজে লাভের আশা করব। আমরা যদি মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করি তাহলে ফরেক্স এর রিস্ক অনেক কমিয়ে আনা সম্ভব । আপনি ট্রেড করতে থাকুন সঠিক ভাবে একদিন সফল আপনি লহবেনই । তাড়াহুরা না করাই ভালো । আপনার ধৈর্য্য আর পরিশ্রম যদি থাকে তাহলে ফরেক্স আপনাকে অনেক দুড় নিয়ে যাবে ।
ফরেক্স মার্কেটটাই আমি মনে করি একটি জটিল বিষয়। আর এই জটিল মার্কেট থেকে ইনকাম করা খুবই কঠিন ব্যপার। তবে জারা এই জঠিল মার্কেটটাকে ধক্ষতার মাধ্যমে সহজ করে নিতে পারে তবে তারাই অনেক ইনকাম করতে পারে এই ফরেক্স মার্কেট থেকে। আমিও মনে করি সহজে লাভের আশা করব। তাই অতিরিক্ত ইন্ডিকেটর ব্যবহার না করে সিম্পল সিস্টেমে ট্রেড করাই ভাল তবে হ্যাঁ, দু একটি ইন্ডিকেটর ব্যবহার করা যেতে পারে। যেটা আপনার কাছে বোধগম্য মনে হবে। এবং কার্যকরী মনে হবে। রোবট থেকে দূরে থাকাই ভাল।
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করতে হলে আমাদের জটিল সিস্টেম অনুসরন করে ট্রেডিং করলে অনেক ভাল প্রফিট করতে পারি তাই আমি ফরেক্স মার্কেট নিয়ে এনালাইসিস করে আসছি তাই আমি ফরেক্স মার্কেট কে অনেক ভাল ইনকামের মার্কেট বলতে পারি,তাই আমরা ফরেক্স করে থাকি। বিভিন্ন ইন্ডিকেটর ব্যাবহার করে ভালভাবে ফরেক্স এ ট্রেড করা সম্ভব এবং তা থেকে নানা সুবিধা পাওয়া যায়। তবে নতুন ট্রেডার দের ক্ষেত্রে কওনো ইন্ডিকেটর বা কৌশ্ল ব্যাবহার না করে সিম্পল ত্রেড করাই বেশি ভালো ত।তবে অভিজ্ঞ ট্রেদার হতে পারলে বিভিন্ন সিস্টেম বা ইন্ডিকেটর ব্যাবহার সুবিধাজনক ভাবে ট্রেড করা সম্ভব।
আসলে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেই জটিলতা পরিহার করে চলা উচিত। জটিলতা আমাদের জীবন ব্যবস্থা কে আরো জটিল করে তোলে। একই জিনিস আমাদের ফরেক্সের ক্ষেত্রেও মেনে চলা উচিত। ফরেক্সে ট্রেড নিতে গিয়ে আমরা অনেক সময় জটিল করে ফেলি। কিন্তু এর ফলে আমরা অনেক লসও খাই। তাই অবশ্যই আমাদের ট্রেডিং এ জটিলতা পরিহার করতে হবে।
আসলে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেই জটিলতা পরিহার করে চলা উচিত। জটিলতা আমাদের জীবন ব্যবস্থা কে আরো জটিল করে তোলে। একই জিনিস আমাদের ফরেক্সের ক্ষেত্রেও মেনে চলা উচিত। ফরেক্সে ট্রেড নিতে গিয়ে আমরা অনেক সময় জটিল করে ফেলি। কিন্তু এর ফলে আমরা অনেক লসও খাই। তাই অবশ্যই আমাদের ট্রেডিং এ জটিলতা পরিহার করতে হবে।
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করতে হলে আমাদের জটিল সিস্টেম অনুসরন করে ট্রেডিং করলে অনেক ভাল প্রফিট করতে পারি তাই আমি ফরেক্স মার্কেট নিয়ে এনালাইসিস করে আসছি তাই আমি ফরেক্স মার্কেট কে অনেক ভাল ইনকামের মার্কেট বলতে পারি,তাই আমরা ফরেক্স করে থাকি।এটা নির্ভর করে ট্রেডার ভেদে । তাই আমি মনে করি যে ফরেক্স মার্কেটে ট্রেড করে লাভবান হতে হলে অবশ্যেই আমাদেরকে অনেক বেশি পরিমাণে সিস্টেমেটিক হতে হবে ।
জি আপনার ধারণা সঠিক। এটি আমাদের কে সেন্টিমেন্টাল হিট করে। উদাহরণ হিসাবে বলতে পারি আপনি এনালাইসিস বুঝেন কিন্তু মানেন না। অনেক সময় অতিরিক্ত ঝুঁকি নিয়ে একাউন্ট এর বারটা বাজানো আমাদের অভ্যাস। তাই আগে নিজেকে সেন্টিমেন্টাল এনালাইসিস হিসাবে প্রস্তুত করতে হবে। ধন্যবাদ
অনেক সময় দেখা গেল এর সাথে আরো দু একটা ইনডিকেটর ব্যবহার করলে ফলাফল ভাল পাওয়া যায়। তাই আমার মতে সিস্টেম জটিল আর কঠিন বলে কিছু নেই। আমাদের উচিত ট্রেডিং স্ট্রাটেজিটাকে সিম্পল করা।কারন আমরা আমাদের অভিঙ্গতা থেকে যা এ্যানালাইসিস করি তা অবশ্য একটি ভাল সিগনাল প্রদান করে। এর ফলে আমরা এর একটি নতুনত্ব খুজে পায়।আমরা যখন ভালভাবে চার্ট দেখবো তখনই এর থেকে ভাল এ্যানালাইসিস করতে পারব।
অনেক সময় দেখা গেল এর সাথে আরো দু একটা ইনডিকেটর ব্যবহার করলে ফলাফল ভাল পাওয়া যায়। তাই আমার মতে সিস্টেম জটিল আর কঠিন বলে কিছু নেই। আমাদের উচিত ট্রেডিং স্ট্রাটেজিটাকে সিম্পল করা।কারন আমরা আমাদের অভিঙ্গতা থেকে যা এ্যানালাইসিস করি তা অবশ্য একটি ভাল সিগনাল প্রদান করে। এর ফলে আমরা এর একটি নতুনত্ব খুজে পায়।আমরা যখন ভালভাবে চার্ট দেখবো তখনই এর থেকে ভাল এ্যানালাইসিস করতে পারব।
প্রত্যেক জিনিস যদি আমরা জটিল করে শুরু করি তাহলে সেই জিনিস এ সফলতা পাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। তাই যতটা সম্ভব খুব সহজ কিছু টেকনিক অনুষ্ঠান করে আমাদের স্টেট করা উচিত। তার মধ্যে অন্যতম জটিলতার কারণ হলো দেখেছেন আমরা অনেক সময় অনেক গুলা ইন্ডিকেটর ব্যবহার করে সেই ইন্ডিকেটরের উপর নির্ভর করে ট্রেড করতে চাই যার ফলে বিষয়টা অনেক কঠিন হয়ে যায় এবং ট্রেড করে প্রফিট সম্ভাবনা অনেক কমে যায়। তাই যতটা সম্ভব খুব সহজভাবে ট্রেড করার অভ্যাস করুন।
ফরেক্স মার্কেটে আমাদের উচিত হবে জটিলতা পরিহার করা , অর্থ্যাৎ জটিলভাবে একটা সিস্টেমের কথা চিন্তা না করে বরং স্বাবাভিকভাবে বিষয়টাকে অনুধাবন করা এবং সে বিষয়ে গভীরভাবে বিশ্লেষণ করা। একই জিনিস আমাদের ফরেক্সের ক্ষেত্রেও মেনে চলা উচিত। ফরেক্সে ট্রেড নিতে গিয়ে আমরা অনেক সময় জটিল করে ফেলি। কিন্তু এর ফলে আমরা অনেক লসও খাই।অনেকে একাধিক ইন্ডকেটর রাখতে ভালবাসে, আবার অনেকে একটিমাত্র ইন্ডিকেটরের পক্ষপাতী। আসল কথা হচ্ছে সফলতা।
আসলেই আমরা অনেকে চার্টে বিভিন্ন ধরনের ইন্ডিকেটর ব্যবহার করে ট্রেডিংকে অনেক জটিল করে ফেলি। ট্রেডিং এর ক্ষেত্রে আমাদের সিম্পল স্ট্রাটেজি এপ্লাই করা উচিত। চার্টে যতো বেশি ইন্ডিকেটর থাকবে আপনি ততো বেশি দ্বিধায় পড়ে যাবেন। কারণ একেক সময় একেক রকম ইন্ডিকেটর আপনাকে একেক রকম সিগন্যাল দেবে। দেখা যাবে কোন ইন্ডিকেটর আপনাকে বাই সিগন্যাল দিচ্ছে আবার একই সাথে কোন ইন্ডিকেটর সেল সিগনাল দিচ্ছে তাতে করে আপনাকে কনফিউশনে ফেলে দিবে। আবার একটি ইন্ডিকেটর সব ধরনের মার্কেটে কাজ করবে এমন নয়। নতুনদের জন্য ইন্ডিকেটর গুলি গাইডলাইন হিসেবে কাজ করতে পারে, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব এর উপর থেকে নির্ভরতা কমাতে পারবেন ততই ভালো। একাধিক ইন্ডিকেটর চার্টে থাকলে বিপরীতমুখী ট্রেডিং সিগন্যাল পেতে পারেন, তাতে করে আপনি দ্বিধায় পড়ে যাবেন এবং ভুল এন্ট্রি নিয়ে বসবেন।
ফরেক্স ট্রেডিংয়ে যতটা সম্ভাব জটিলতাকে পরিহার করুন কারন অামি মনে করি জটিল ফরেক্স ট্রেডিং আপনাকে আমাকে ভাল ভাবে প্রফিট করার ক্ষেত্রে অনেক বড় বাধা হিসাবে সামনে এসে দাড়ায়। আসলে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেই জটিলতা পরিহার করে চলা উচিত। জটিলতা আমাদের জীবন ব্যবস্থা কে আরো জটিল করে তোলে। একই জিনিস আমাদের ফরেক্সের ক্ষেত্রেও মেনে চলা উচিত। ফরেক্সে ট্রেড নিতে গিয়ে আমরা অনেক সময় জটিল করে ফেলি। কিন্তু এর ফলে আমরা অনেক লসও খাই। তাই অবশ্যই আমাদের ট্রেডিং এ জটিলতা পরিহার করতে হবে।আর ফরেক্সে যতটা সম্ভাব দ্বিমুখী ট্রেড থেকে নিজেকে দূরে রাখুন কারন এটি জটিল ট্রেডিংয়ের একটি অংশ বলে আমার কাছে মনে হয়।
ফরেক্সে সফল হবার জন্য খুব বেশি কিছু জিনিসের দরকার নাই । আমরা খুব সাধারন কিছু এনালাইসিস এর মাধ্যমেই ট্রেড করে সফল হতে পারি । তবে হ্যাঁ আমাদের ট্রেড গুলো অবশ্যই মানি ম্যানেজমেন্ট মেনেই করতে হবে । আমরা যদি মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করি তাহলে ফরেক্স এর রিস্ক অনেক কমিয়ে আনা সম্ভব । আপনি ট্রেড করতে থাকুন সঠিক ভাবে একদিন সফল আপনি লহবেনই । তাড়াহুরা না করাই ভালো । আপনার ধৈর্য্য আর পরিশ্রম যদি থাকে তাহলে ফরেক্স আপনাকে অনেক দুড় নিয়ে যাবে ।
ফরেক্স ট্রেডিংয়ে যতটা সম্ভাব জটিলতাকে পরিহার করুন কারন অামি মনে করি জটিল ফরেক্স ট্রেডিং আপনাকে আমাকে ভাল ভাবে প্রফিট করার ক্ষেত্রে অনেক বড় বাধা হিসাবে সামনে এসে দাড়ায়।আসলে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেই জটিলতা পরিহার করে চলা উচিত। জটিলতা আমাদের জীবন ব্যবস্থা কে আরো জটিল করে তোলে। একই জিনিস আমাদের ফরেক্সের ক্ষেত্রেও মেনে চলা উচিত। ফরেক্সে ট্রেড নিতে গিয়ে আমরা অনেক সময় জটিল করে ফেলি। কিন্তু এর ফলে আমরা অনেক লসও খাই। তাই অবশ্যই আমাদের ট্রেডিং এ জটিলতা পরিহার করতে হবে।অনেক সময় দেখা গেল এর সাথে আরো দু একটা ইনডিকেটর ব্যবহার করলে ফলাফল ভাল পাওয়া যায়। তাই আমার মতে সিস্টেম জটিল আর কঠিন বলে কিছু নেই , আপনি শিখতে পারলে সবই আপনার জন্য সহজ।
ইন্ডিকেটর ব্যাবহার করে ভালভাবে ফরেক্স এ ট্রেড করা সম্ভব এবং তা থেকে নানা সুবিধা পাওয়া যায়। তবে নতুন ট্রেডার দের ক্ষেত্রে কওনো ইন্ডিকেটর বা কৌশ্ল ব্যাবহার না করে সিম্পল ত্রেড করাই বেশি ভালো ত।তবে অভিজ্ঞ ট্রেদার হতে পারলে বিভিন্ন সিস্টেম বা ইন্ডিকেটর ব্যাবহার সুবিধাজনক ভাবে ট্রেড করা সম্ভব।
ফরেক্স ট্রেডিং এ অসংখ্য সিস্টেম আছে৷অনেকেই অনেক ধরনের ইনডিকেটর ব্যাবহার করছেন ৷যেন হিজিবিজি রাঙ্গানো জাঁলের মতো৷তাদের কাছে সেগুলো সহজ মনে হয় বিধায় তারা ব্যাবহার করছেন৷যাদের কাছে জটিল মনে হয় তারা সেগুলো ব্যাবহার করেন না৷আবার অনেক ট্রেডারগণ কোনো প্রকার একটি ইনডিকেটরও ব্যাবহার করেন না৷তাদের চার্ট ঝকঁঝকাঁ খালি থাকে৷যার যার সুবিধা সেরকম ব্যাবহার৷ ইন্ডিকেটর ট্রেডের জন্য খুবই গুরুত্বপূর্ন সহায়ক তবে সম্পূর্ন ইন্ডিকেটর নির্ভর হওয়া ঠিক নয় এতে ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে।কারন ইন্ডিকেটর শুুধু টেকনিক্যাল হিস্টোরি প্রদান করে ফান্ডামেন্টাল নয় আর ফান্ডামেন্টাল ফরেক্সের মূলমন্ত্র।
আমরাই আমাদের সিস্টেমকে জটিল বানিয়ে সেই জটিল সিস্টেমে ট্রেড করছি বলে সর্বত্র এবং কখনোবা সর্বহারা হয়ে পড়ছি । আমাদের জ্ঞানের স্বল্পতার কারনে আমরা আমাদের নিজস্ব একটা সিস্টেমের ভেতরে বিভিন্ন ইন্ডিকেটর ঢুকিয়ে দিয়ে সঠিক কনর্ফারমেশন না পেয়ে জটিল কনফিউশনে ভুগছি, আর এটাই মূলত ভবিষ্যতে আমাদের ক্ষতির দিকে নিয়ে যেতে পারে । সুতারং একটা সহজ সিস্টেম নিয়ে, সেটাকেই ডেবলাভ করে কাজ করা সবচেয়ে ভাল ও বুদ্ধিমানের পরিচয় ।
ফরেক্স ট্রেডিংয়ে যতটা সম্ভাব জটিলতাকে পরিহার করুন কারন অামি মনে করি জটিল ফরেক্স ট্রেডিং আপনাকে আমাকে ভাল ভাবে প্রফিট করার ক্ষেত্রে অনেক বড় বাধা হিসাবে সামনে এসে দাড়ায়।আসলে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেই জটিলতা পরিহার করে চলা উচিত। জটিলতা আমাদের জীবন ব্যবস্থা কে আরো জটিল করে তোলে। একই জিনিস আমাদের ফরেক্সের ক্ষেত্রেও মেনে চলা উচিত। ফরেক্সে ট্রেড নিতে গিয়ে আমরা অনেক সময় জটিল করে ফেলি। কিন্তু এর ফলে আমরা অনেক লসও খাই। তাই অবশ্যই আমাদের ট্রেডিং এ জটিলতা পরিহার করতে হবে।আর ফরেক্সে যতটা সম্ভাব দ্বিমুখী ট্রেড থেকে নিজেকে দূরে রাখুন কারন এটি জটিল ট্রেডিংয়ের একটি অংশ বলে আমার কাছে মনে হয়।এই সময়ই মুলত অনেকে প্রত্যেকটা ইন্ডিকেটর সম্বন্ধে ধারনা পায়। বেশি ইন্ডিকেটর নিয়ে ট্রেড করতে গেলে জগাখিচুড়ি অবস্থা হয়। তাই দুইটা ভাল ইন্ডিকেটরই যথেষ্ট।
ফরেক্সে সফল হবার জন্য খুব বেশি কিছু জিনিসের দরকার নাই । আমরা খুব সাধারন কিছু এনালাইসিস এর মাধ্যমেই ট্রেড করে সফল হতে পারি । তবে হ্যাঁ আমাদের ট্রেড গুলো অবশ্যই মানি ম্যানেজমেন্ট মেনেই করতে হবে । আমরা যদি মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করি তাহলে ফরেক্স এর রিস্ক অনেক কমিয়ে আনা সম্ভব । আপনি ট্রেড করতে থাকুন সঠিক ভাবে একদিন সফল আপনি লহবেনই । তাড়াহুরা না করাই ভালো । আপনার ধৈর্য্য আর পরিশ্রম যদি থাকে তাহলে ফরেক্স আপনাকে অনেক দুড় নিয়ে যাবে ।আপনার সাথে আমিও বলতে চাই আসলে কথাটি ঠিক আছে কারন কয়েক দিন আগেও আমার সিস্টেম বদলাতে গিয়ে ধরা খেলাম কয়েকটি ডলার। সুতরাং আমার মনে হয় কোন ইন্ডিকেটর কে আসলে বিশ্বাস করতে নেই সবাই একই মাপের শুধু বৃকারকে লাভ করে দিবে কিভাবে এইটাই জানে।অনেক সহজ সিস্টেমে ট্রেড করে টাকা আয় করে আবার অনেকে জটিল সিস্টেমে ট্রেড করে টাকা আয় করে । যাটা যায় সুবিধা হয় । তবে আমি জটিল সিস্টেমে ট্রেড করি খুব কম । আমি সব সময় সহজ সিস্টেমে ট্রেড করে টাকা আয় করার চেষ্টা করি ফরেক্স থেকে ।
আসলে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেই জটিলতা পরিহার করে চলা উচিত। জটিলতা আমাদের জীবন ব্যবস্থা কে আরো জটিল করে তোলে। একই জিনিস আমাদের ফরেক্সের ক্ষেত্রেও মেনে চলা উচিত। ফরেক্সে ট্রেড নিতে গিয়ে আমরা অনেক সময় জটিল করে ফেলি। কিন্তু এর ফলে আমরা অনেক লসও খাই। তাই অবশ্যই আমাদের ট্রেডিং এ জটিলতা পরিহার করতে হবে।আপনি যদি মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করেন তাহলেই আপনি ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারবেন এবং আস্তে আস্তে ফরেক্স থেকে উপার্জন করতে পারবেন আর এজন্য আপনার ট্রেডিং স্ট্রাটেজি জটিল করার কোন দরকার নাই।আপনি সিম্পল কিছু ট্রেদিং স্ট্রাটেজি ব্যাবহার করেই ভালো করতে পারবেন।চেষ্টা করেন নিজে এনালাইসিস করে ট্রেড করার তাহলে আর আপনার ট্রেডিং উইন্ডো হিজিবিজি হয়ে যাবে না এবং আপনি নিজেই মার্কেট বুঝতে পারবেন।
ট্রেডিং এর ক্ষেত্রে সাধারণ স্ট্রেটিজি ব্যবহার করাটাই উত্তম | কারণ জটিল ট্রেডিং এর ক্ষেত্রে প্রফিট থেকে লস হওয়ার সম্ভাবনা টাই বেশি | আর ট্রেডিং করতে হলে অবশ্যই নিজের অভিজ্ঞতা অনুযায়ী এনালাইসিস করে ট্রেড করতে হবে | এর মাধ্যমে আমরা ট্রেডিং এর দিক থেকে আরো এক্সপার্ট হতে পারবো | মার্কেট সম্পর্কেও ভালো একটা ধারণা পাওয়া যাবে |
ফরেক্সে সফল হবার জন্য খুব বেশি কিছু জিনিসের দরকার নাই । আমরা খুব সাধারন কিছু এনালাইসিস এর মাধ্যমেই ট্রেড করে সফল হতে পারি । তবে হ্যাঁ আমাদের ট্রেড গুলো অবশ্যই মানি ম্যানেজমেন্ট মেনেই করতে হবে । আমরা যদি মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করি তাহলে ফরেক্স এর রিস্ক অনেক কমিয়ে আনা সম্ভব । আপনি ট্রেড করতে থাকুন সঠিক ভাবে একদিন সফল আপনি লহবেনই । তাড়াহুরা না করাই ভালো । আপনার ধৈর্য্য আর পরিশ্রম যদি থাকে তাহলে ফরেক্স আপনাকে অনেক দুড় নিয়ে যাবে । অনেক সহজ সিস্টেমে ট্রেড করে টাকা আয় করে আবার অনেকে জটিল সিস্টেমে ট্রেড করে টাকা আয় করে । যাটা যায় সুবিধা হয় । তবে আমি জটিল সিস্টেমে ট্রেড করি খুব কম । আমি সব সময় সহজ সিস্টেমে ট্রেড করে টাকা আয় করার চেষ্টা করি ফরেক্স থেকে ।ফরেক্স এ যত সিম্পল সিস্টেম আপনি ব্যবহার করবেন ততই আপনার ভালো। কারন যত জটিল সিস্টেম আপনি ব্যবহার করবেন ট্রেড নিতে ততই ঝামেলা হবে। কারন ইন্ডীকেটর একেক সময়স একেক সিগ্ন্যাল দিয়ে থাকে।
আমরা খুব সাধারন কিছু এনালাইসিস এর মাধ্যমেই ট্রেড করে সফল হতে পারি । তবে হ্যাঁ আমাদের ট্রেড গুলো অবশ্যই মানি ম্যানেজমেন্ট মেনেই করতে হবে । আমরা যদি মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করি তাহলে ফরেক্স এর রিস্ক অনেক কমিয়ে আনা সম্ভব । আপনি ট্রেড করতে থাকুন সঠিক ভাবে একদিন সফল আপনি লহবেনই । তাড়াহুরা না করাই ভালো। ফরেক্স মার্কেটে ট্রেড করার বিভিন্ন সিস্টেম রয়েছে। রয়েছে ইন্ডিকেটর, রোবট, ভিপিএস ইত্যাদি সহায়ক। অনেকেই ইন্ডিকেটর ব্যাবহারে ঝামেলায় পরে আবার অনেকেই প্রফিট পায় না । এজন্য মূলত আমি মনে করি অতশত ব্যবহার না করে ভালোমতো ম্যানুয়াল ট্রেডিং শিখে খুব সহজেই ট্রেডিং করা যাবে।
আপনি একদম সঠিক কথাই বলেছেন । আমরাই আমাদের সিস্টেমকে জটিল বানিয়ে সেই জটিল সিস্টেমে ট্রেড করছি বলে সর্বত্র এবং কখনোবা সর্বহারা হয়ে পড়ছি । আমাদের জীবন ব্যবস্থা কে আরো জটিল করে তোলে। একই জিনিস আমাদের ফরেক্সের ক্ষেত্রেও মেনে চলা উচিত। ফরেক্সে ট্রেড নিতে গিয়ে আমরা অনেক সময় জটিল করে ফেলি।ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেডিং করি তারা সবাই এক প্লাটফ্রমে ট্রেড করলেও আমাদের ট্রেডিং স্টাইল থাকে সম্পুর্ণ ভিন্ন । কেননা আমরা সবাই একেকজন একেক ধরনের জ্ঞানের ভিত্তিতে নিজেদের স্ট্রাটেজি তৈরি করি ।
জটিলতা মানেই আমাদের জীবন জটিলতার সাথে আমাদের জীবনটা পুরোপুরি মিশে রয়েছে তাই ফরেক্স এমন জটিল হলেও যখন আমাদের ভালো দক্ষতা অর্জন হয় তখন এটা জটিল বলে কখনোই মনে হবে না আপনার এটা একটি সাধারণ বাজার কিন্তু এখানে আসলে টিলিয়নের বেশি ডলার প্রতিদিন আনা নেওয়া করা হয় ব্যবসার কাজে ব্যবহার করা হয় ক্রয় বিক্রয় করা হয় তাই আমি মনে করি এখানে অনেক অনেক বিনিয়োগের প্রয়োজন রয়েছে সাধারণ একজন বিনিয়োগের একটু জটিলতা বলেই মনে হবে।
আমরা ট্রেড করলে ব্রোকার কি লাহবান হয়। কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। এই সম্পর্কে আমার জানা নেই কেই জানলে আমাদেরকে সাথে শেয়ার করুন আমরাও জানতে পারব।