আমি ফরেক্স ট্রেডিং এ এখন পর্যন্ত কখনও গোল্ড দিয়ে ট্রেড করিনি। তবে উপরের সবার মতামত থেকে যেটুকু বুঝতে পারছি তা হলো গোল্ডে ট্রেড করলে হয় জিরো না হয় হিরো এরকম বিষয়। আমার অনেক টা জুয়াও বলা যায়। কারন এক তো অল্প পূঁজি নিয়ে এখানে ট্রেড করলে টিকে থাকা সম্ভব নয় দ্বিতীয়ত অনেকে আছেন যারা কয়েক বার লাভ করার পরে আর লোভ সামলাতে না পেরে ট্রেড করে সব হারিয়ে ফকির হয়ে যায়। জুয়ারিরাও একই রকম করে। তাই আমি বলবো লোভ সামলিয়ে অল্প লাভ করে ফরেক্স ট্রেডিং এ টিকে থাকাই হলো একজন দক্ষ ট্রেডারের কাজ। তাই আমরা লোভ পরিহার করি এবং ফরেক্স ট্রেডিং এ টিকে থাকবো সেটা চিন্তা করে ট্রেড করি। ধন্যবাদ