এখানে এই ব্যবসাতে আগ্রহ সহকারে যদি আপনারা সবাই কাজ করেন তাহলে আপনাদের ধৈর্যটাও কূলাবে, এবং ভবিষ্যতে আপনি একজন উন্নত মানের প্রফেশনাল দক্ষ ট্রেডার হতে পারবেন । এবং আপনার সফলতার পাশাপাশি ফরেক্সের প্রচারও ছড়িয়ে পড়বে আপনার মাধ্যমে, আপনার উন্নতি দেখে মানুষ আপনাকে জিজ্ঞেস করবে ভাই আপনি কি ব্যবসা করেন । তাই আমাদের সকলের উচিত হবে এখানে ধৈর্য, পরিশ্রমের মাধ্যমে যোগ্যতা অর্জন করা । তাহলেই বলতে পারব যে ফরেক্সে ভবিষ্যৎ আছে, তখন সকলেই আপনার কিংবা আমার কথা আগ্রহ নিয় শুনবে ।