-
যাবে না । আমরা যখন কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। মানুষ তখন আবেগ তো কিছু না কিছু থাকবেই কারো কম কারোও বেশি । আমাদেরকে চেষ্টা করতে হবে যতটা সম্ভব আবেগ সামলে ট্রেড করা । আর আমরা যদি এটা না করতে পারি তাহলে আমদের ফরেক্সে লস করার ঝুকি অনেকাংশে বেড়ে যায় । তবে আমরা যদি আবেগহীন ভাবে ট্রেড করি তাহলেই যে কেবল সফল হওয়া যাবে তা কিন্তু নয় । সফল হতে হলে মানি ম্যানেজমেন্ট মেনে দ
-
এনালাইসিস গুলো জানার পর কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। আপনি সে গুলো একসাথে নিয়ে যদি আবেগ বাদ দিয়ে ট্রেড করেন তাহলে ইনশাল্লাহ বলা যেতে পারে আপনি ফরেক্স এ কখনই ক্ষতি গ্রস্থ হবেন না। অবশ্যই লাভবান হবেন। আশাকরি আমার কথা গুলো আপ্নারা বুঝতে পেরেছেন।
-
আমি মনে করি ফরেক্স শিখা খুব কঠিন কাজ নয়।আপনি চাইলে খুব সহজেই ফরেক্স শিখতে পারবেন এজন্য আপনার প্রয়োজন হবে ধৈর্য্য ও অধ্যাবসয়।কারন ফরেক্স শিখার জন্য ধৈর্য্যের কোন বিকল্প নেই
।আপনি যদি ধৈর্য্য সহকারে কয়েকটা মাস এখানে টিকে থাকতে পারেন তাহলে আপনিও এখানে একজন সফল ট্রেডার হতে পারবেন।
-
আমি মনে করি ডেম একাঊন্ট ফোড়েক্স কোণো ইনভেস্ট করার আগে জাচাই করার এক্তি প্লেটফোড়াম যেখানে কি ভাবে টেড করতে হবে তা সম্পরকে যানা যাই এটাই ডেম একাঊণ্ট|আমী মোণে কোড়ী ডেম একাউনট ঠেকে মাকেট সম্পকে জানাত মাধ্যম| আমি মনে করি ডেমো পারতিস ছারা ফরেক্স শেখা জাবেনা | আপনি প্রথম ডেমো পারতিস করেন আপনি ফরেক্স শিখতে পারবেন |
-
আসলে ফরেক্স এমনি একটা ব্যবসা যে বোঝে সে সহজেই বোঝে আর যে বোঝেনা সে কোন দিনো বোঝে না। তবে আমার কাছে ফরেক্স টা ভালই লাগে শিখতে সোজাই মনে হোয়েছে কিন্তু ট্রেড করতে কিন্তু সোজা মনে হয় না। ফরেক্স টা অনেকটা ম্যাথের মত মিলে গেলে খুশি আর না মিললে মনে হয় নিজের নাক রে দেই ঘুষি। ফরেক্স সোজা না আবার কঠিন ও না।
-
ফরেক্স শেখা অনেক কঠিন কিছু নয় , ফরেক্স শেখার জন্য আমাদের ইচ্ছা থাকতে হবে । ফরেক্স শেখার জন্য আমরা খুব সহজেই সাহায্য পাব যেমন- আমরা ফরেক্স এর সম্পর্কে জানার জন্য অনলাইনের থেকে ফরেক্স থেকে জানতে হবে , ফরেক্স এর সম্পর্কে জানার জন্য চাইলে আমরা ফরেক্স এর কোন অভিজ্ঞ কারো কাছ থেকে সাহায্য নিতে পারি । তাই বলা যায় ফরেক্স শেখার জন্য আমাদের সব ধরনের পথ আছে তাই ফরেক্স শেখা কঠিন কিছু নয় ।
-
ফরেক্স শেখা তেমন কোন কঠিন কাজ নয় । আপনি যদি মন থেকে চান যে আপনি ফরেক্স শিখবেন এ্বং তা থেকে আপনার জীবনকে পরিবর্তন করবেন তাহলে আপনার খুব সহজেই ফরেক্স এ শিখতে পারবেন এবং ফরেক্স এর সকল কিছু নিজের আয়ত্বে আনতে পারবেন । তার জন্য আপনার অধীক চেষ্টার প্রযোজন ।।
-
ফরেক্স শিখা খুব কঠিন না , মনযোগ দিয়ে ফরেক্স করলে ১ থেকে দেড় মাসের ভেতর ফরেক্স শেখা যায় । ফরেক্স শেখা ভালভাবে শেষ করতে পারলে ফরেক্স থেকে অনেক টাকা আয় করা যাবে । ফরেক্সে সবাই কাজ করতে পারে , সবার কাজের সুযোগ দেওয়া হয় । ফরেক্সে কাজ করে মাস শেষে অনেক টাকা আয় করা যায় । ফরেক্সে থেকে টাকা আয় করতে হলে ফরেক্স সম্পর্কে অনেক জ্ঞান ধারনা থাকতে হবে , তাহলে ফরেক্স থেকে টাকা আয় করা সম্ভব ।
-
ফরেক্স শেখা কথিন না আপনি ফরেক্স শিখতে পারেন কিন্তু আপনাকে ফরেক্স মাকেটে টিকে থাকাটা কথিন | আমার জানা মতে ফরেক্স করতে হলে আপনাকে ফরেক্স এক্সপাট হতে হবে | আপনাকে ধরয ধারন করতে হবে | আপনাকে কথিন পরিশ্রমি হতে হবে |তবে আপনি ফরেক্স শিখতে পারবেন আর ফরেক্স আপনার কছে সহযে সহজ হয়ে যাবে |
-
ফরেক্স শেখা কোন কঠিন কিছু নয় যদি মনের অনেক ইচ্ছা থাকে তার পর ফরেক্স নিয়ে অনেক দূর যাওয়ার ইচ্ছা থাকে তাহলে ফরেক্স সহজেই শেখা যায় , প্রথম প্রথম আমাদের অনলাইনে ফরেক্স সম্পর্কে জানতে হবে তারপর ফরেক্স এর ট্রেড সম্পর্কে জানতে হবে । শুধু তাই নয় চাইলে আমরা কোন ভাল অভিজ্ঞ কারো কাছ থেকে জ্ঞান অর্জন করতে পারি ।
-
আসলে যে কোন নতুন বিষয় শুরু করলে তা আমাদের কাছে কঠিনই মনে হবে । কেননা আমরা যে কোন কাজ শুরু করি না তা যতই সহজ হোক শুরুটা কঠিন নিশ্চিতভাবেই । আর ফরেক্স এর ক্ষেত্রে কথাটি আরো বেশি সত্য । তাই আমি মনেকরি যে ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে আমাদেরকে অনেক বেশি পরিমাণে নিজেদেরকে শিখার কাজে ব্যস্ত রাখতে হবে । যে শিখে সে ঠকে না ।
-
আমি বলবো ফরেক্স শেখা খুব কঠিন কিছু নয়। অধ্যাবসায়ী হলে খুব দ্রুতই ফরেক্স শেখা যায় । তবে দ্রুত ভাল সাফল্য নাও আসতে পারে । আমি বিশ্বাস করি যে, ট্রেডিং-এ যিনি যত ভাল বুঝে সময় দিতে পারবেন তিনি তত ভাল করতে পারবেন । সর্বোপরি ভালভাবে ফরেক্স শেখা অনেকটা সময়ের ব্যাপার । তবে তা কখনই কঠিন কিছু নয় ।
-
আমার মতে, ফরেক্স শেখা খুব কঠিন না সহজ তা নিভর করেেআপনার েইচ্ছা শক্তির উপর ।অধ্যাবসায়ী হলে খুব দ্রুতই ফরেক্স শেখা যায় ।আবার অনেকে সুযোগ সুবিধা পেয়েও ফরেক্স শিখতে পারে না তাদের ধারন ক্ষমতা কম । ফরেক্স শিখতে হলে অনেক সময় ট্রেড গ্রহন করতে হবে ।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করা অনেক সহজ কিন্তু প্রফিট নিয়ে ফরেক্স মার্কেটে ব্যাবসা করা অনেক কঠিন কারন ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে আমাদের ফরেক্স মার্কেটে অনেক কিছু জানার পরে ফরেক্স ট্রেড করতে হবে।তাই আমি মনেকরি ফরেক্স মার্কেটের ব্যাবসা সহজ মনেহলেও তা অনেক কঠিন ব্যাবসা।
-
ফোরেক্স কঠিন না সহজ তা সঠিক ভাবে বলতে পারবনা । আমি যখন নতুন ছিলাম তখন আমার কাছে অনেক কঠিন মনে হয়েছে । আমি এখন ফোরেক্স সম্পর্কে ভাল ভাবে জানার চেষ্টা করছি । আস্তে আস্তে আমার আর কঠিন মনে হয় না । একটু জানার পর এখন ভাল লাগছে । আমার মনে হয় প্রথম অবস্থায় সবই খঠিন লাগে ।
-
যে যত কথা বলুক ফরেক্স শিখা আসলে অনেক কঠিন। ফরেক্স সম্পর্কে সব কিছু জানার পর আবার আরেক সমস্যা হল সব নিয়ম মানা আরও কঠিন। সব দিক দিয়ে বলা যায় ফরেক্স অনেক কঠিন। আমরা যখন একটা ট্রেড অপেন করি লস হলে লস হতে থাকে আর লাভ হলে একটু লাভ ট্রেড বন্ধ করে দিই।
-
ফরেক্স শিখা খুব কঠিন নয় বলে আমি মনে করি।এটা ভালোকরে শিখার জন্য এখানে ধৈর্য্য ধরে টিকে থাকতে হবে।ফরেক্স ব্যবসা শুরুতে একটু কঠিন মনে হতে পারে সেই জন্য ফরেক্স সম্পর্কে যদি সঠিক জ্ঞান অর্জন করা যায় তাহলে এই ব্যবসা অনেক সহজ হয়ে যাবে । ফরেক্স ব্যবসায় সফলতা পেতে হলে অনেক বেশি অনুশীলন করতে হবে । এবং সঠিক ট্রেডিং পদ্ধতি জানতে হবে তাহলে এই ব্যবসা থেকে অনেক মুনাফা আয় করা সম্ভব।
-
অজানা সব কিছুই কঠিন, কন কাজই প্রথম বারে সহজ মনে হয় না। যেকোনো কাজে সফলতা অর্জন করার জন্য প্রয়জন চেষ্টা র অভিজ্ঞতার।৫-৬ মাস প্র্যাক্টিচ করলে যে কেউ ট্রেড করতে পারবে।আর বেশি জানার জন্য বেশি করে ডেমো ট্রেড করতে হবে।আর যত বেসি সময় দেয়া যায় তত তাড়াতাড়ি শেখা জায়, মুলত সময়ের সাথে সাথে ফরেক্স সম্পর্কে অভিজ্ঞতা ও জ্ঞান বাড়তে থাকে।
-
ফরেক্স মার্কেট এর ট্রেডিং সিস্টেম শেখা কঠিন কাজ না কিন্তু আমাদের ধোইর্য ধারন করা কঠিন ব্যাপার।আমাদের অধৈর্য কারনেই আমরা মার্কেট থেকে সাফলতা অর্জন করতে পারি না।তাই আমরা যদি ধৈর্য সহকারেও মার্কেটে কাজ শিখতে পারি তাহলে একদিন সফল হতে পারবোই।
-
আমি বলবো ফরেক্স শেখা খুব কঠিন কিছু নয়। অধ্যাবসায়ী হলে খুব দ্রুতই ফরেক্স শেখা যায় । তবে দ্রুত ভাল সাফল্য নাও আসতে পারে । আমি বিশ্বাস করি যে, ট্রেডিং-এ যিনি যত ভাল বুঝে সময় দিতে পারবেন তিনি তত ভাল করতে পারবেন । সর্বোপরি ভালভাবে ফরেক্স শেখা অনেকটা সময়ের ব্যাপার । তবে তা কখনই কঠিন কিছু নয় ।
-
ফরেক্স ট্রেড আসলে এক দীর্ঘ সময়ব্যাপী প্র্যাকটিসের বিষয়৷এই মার্কেটে যে যত বেশী সময় দিয়ে সব কিছু শিখতে পারবে,ডেমো প্র্যাকটিস করতে পারবে,ধৈর্য্য ধরতে পারবে,লোভকে নিয়ন্ত্রন করতে পারবে,ট্রেডিং কৌশলগুলো সঠিকভাবে মেনে চলতে পারবে...তারাই এই মার্কেটে একসময় পেশাদার ট্রেডার রূপে প্রতিষ্ঠিত হয়ে যাবে৷অসম্ভব কিছুই নয়,কঠিনও কিছুই নয়৷কচ্ছপের মতো শুধু দীর্ঘ সময় নিয়ে নিয়মিত লেগে থাকতে হয়৷
-
আসলে যে কোন নতুন বিষয় শুরু করলে তা আমাদের কাছে কঠিনই মনে হবে । কেননা আমরা যে কোন কাজ শুরু করি না তা যতই সহজ হোক শুরুটা কঠিন নিশ্চিতভাবেই । আর ফরেক্স এর ক্ষেত্রে কথাটি আরো বেশি সত্য । তাই আমি মনেকরি যে ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে আমাদেরকে অনেক বেশি পরিমাণে নিজেদেরকে শিখার কাজে ব্যস্ত রাখতে হবে । যে শিখে সে ঠকে না ।
-
অধ্যাবসায়ী হলে খুব দ্রুতই ফরেক্স শেখা যায় ।আবার অনেকে সুযোগ সুবিধা পেয়েও ফরেক্স শিখতে পারে না তাদের ধারন ক্ষমতা কম ইকোনমিক্যাল বিষয় গুলো খুবই জটিল এবিষয় গুলো আসলে বুযতে পারলে ফরেক্স ট্রেড করা অনেক সহজ হয়তদ্রুপ ফরেক্সটা শিখার ইচ্ছা থাকতে হবে তবেই একদিন ভালো মানের একজন ট্রেডার হতে পারবেন ইনশাআল্লাহ ।
-
যারা ফরেক্স মার্কেট এ লাভ করতে পারে না তারা ফরেক্স মার্কেট এ ট্রেড করা সহজ আর যারা ট্রেড করে লাভ করতে পারে না তার কাছে ফরেক্স মার্কেট এ ট্রেড করা কঠিন আপনি যদি চান ফরেক্স মার্কেট এ সফল হতে তাহলে আপনি আজ থেকে ফরেক্স মার্কেট এ ট্রেড শিখা শুরু করুন আপনি ভাল শিখতে পারলে আপনি ও ভাল লাভ করতে পারবেন ফরেক্স মার্কেট আপনার কাছেও ফরেক্স মার্কেট এ ট্রেড করা সহজ হয়ে যাবে
-
ফরেক্স আসলে যারা দীর্ঘ সময় নিয়ে অনুশীলন করে তাদের জন্য ফরেক্স ব্যবসটা সহজ বলে মনে হয়। কিন্তু যারা ফরেক্স মার্কেটে প্রবেশ করেই লাভের চিন্তা করে তাদের জন্য ফরেক্স সবচেয়ে কঠিন বলে মনে হয়। এজন্য আমি মনে করি ফরেক্স শিখতে হলে আপনাকে ব্যাপক ধৈর্য্যশীল হতে হবে,লোভ নিয়ন্ত্রণ করতে হবে, সঠিকভাবে ট্রেডিং কৌশলগুলো মেনে চলতে হবে যদি এগুলো আপনি সঠিকভাবে মেনে কাজ করতে পারেন তাহলে আপনি অবশ্যই ফরেক্স মার্কেটে একজন পেশাদার ট্রেডার হতে পারবেন। তখন আপনার কাছে কখনও ফরেক্স ব্যবসা কঠিন বলে মনে হবে না।
-
প্রথম অবস্থায় সব ব্যবসাই অনেক কঠিণ মনে হয়, কিন্তু সেটা নিয়ে যখন দীর্ঘদিন পড়ে থাকবেন, নাড়াচাড়া করবেন তখন দেখবেন যে অনেকটা সহজ হয়ে গেছে আর কঠিন মনে হবে না । ফরেক্স ব্যবসাটাও সেরকম করতে থাকেন এবং পাশাপাশি ফরেক্সের উপর জ্ঞান অর্জন, দক্ষতা অর্জন এবং মার্কেট সম্পর্কে সব ধরনের এনাল্যাইসিস গুলো সঠিক ভাবে করেন, তাহলে একসময় দেখবেন যে এটা আপনার কাছে অনেকটা সহজ হয়ে গিয়েছে ।
-
কোন কাজই কঠিন না আমার মনে হয়।যে কোন কাজ যদি মন দিয়ে করা যায় তাহলে অসাধ্যর কিছু নাই।হ্যাঁ ফরেক্স অনেক কঠিন কিছু নাহ,আপনি যদি রেগুলার ডেমো অ্যাকাউন্ট এ প্রাকতিচ করেন তাহলে আস্তে আস্তে আপনার কাছে ইজি হয়ে যাবে।
-
ফরেক্স অবশ্য কঠিন তবে, এটার জন্য সময় দিলে আমার মনে হয় কঠিন কিছু না। সব কিছুর জন্য ধৈর্য্য রাখতে হয়। নিরলস প্রচেষ্টায় আপনি ফরেক্স কে সহজ করে নিতে পারেন। ডেমো প্র্যাকটিস করতে হবে অনেক দিন যাবত । প্রথমে লস হবে কিন্ত জানার পরিধিী যত বারতে থাকবে তত এটাতে আপনি দক্ষতা অর্জন করতে পারবেন। আর যেকোন বিষয়ে দক্ষতা অজর্ন করতে পারলে আপনি লাভবান হতে পারবেন।
-
অধ্যাবসায়ী হলে খুব দ্রুতই ফরেক্স শেখা যায় ।আবার অনেকে সুযোগ সুবিধা পেয়েও ফরেক্স শিখতে পারে না তাদের ধারন ক্ষমতা কম ইকোনমিক্যাল বিষয় গুলো খুবই জটিল এবিষয় গুলো আসলে বুযতে পারলে ফরেক্স ট্রেড করা অনেক সহজ হয়তদ্রুপ ফরেক্সটা শিখার ইচ্ছা থাকতে হবে তবেই একদিন ভালো মানের একজন ট্রেডার হতে পারবেন ইনশাআল্লাহ ।
-
আমার মতে ফরেক্স শিখা তেমন একটা কঠিন নয়। ফরেক্স শিখাটা হয়তো একটু সময় লাগে। যারা ফরেক্স এ নতুন বা সবে মাত্র জয়েন করেছে তাদের কাছে এই ফরেক্স মার্কেট এ কাজ গুলো অনেকটা কঠিন মনে হবে। তবে যদি এই ফরেক্স মার্কেট এর যে ধাপ ও কাজ গুলো আছে সেগুলো খুব ভাল করে শিখে নিয়ে ফরেক্স মার্কেট সম্পর্কে অনেকটা জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করে থাকলে তাহলে ফরেক্স অনেকটা সোজা ও মনে হবে কোন কঠিন কিছু মনে হবে না।
-
প্রথম প্রথম যে কোনো কাজই কঠিন মনে হয়। কিন্তু ধৈয়্য সহকারে করলে আপনি যে কোনো কাজেই সফলতা লাভ করতে পারবেন। তাই ফরেক্ম এ *যদি ধৈয্য সহকারে যদি কাজ করা হয় তাহলে আপনি অবশ্যই সফলতা লাভ করতে পারবেন।
-
অনেকে মনে করে ফরেক্স শিখা খুব কষ্ট সাধ্য, আসলে আমিও তাই মনে করি । তবে ধৈর্য্য ও নিয়মিত অনুশীলন করলে যে কোন কঠিন কাজও আয়ত্বে চলে আসে, ফরেক্স এমন একটি ক্ষেত্র যেখানে শিখার কোন শেষ নেই।ঠিকমত মার্কেট এনালাইসিস করা শিখতে পারলে এখান থেকেও ভাল উপার্জন করা সম্ভব।
-
আমার মনে হয় ফরেক্স শিখা কঠিন কোন বিষয় নয় এজন্য আপনি যদি একটু গভীরভাবে কষ্ট করে মন দিয়ে চিন্তা করেন তাহলে আপনি ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান আয়ত্ব করতে পারবেন। আর আপনি যদি ফরেক্স সম্পর্কে একটু গভীরভাবে চিন্তা এবং ধৈর্য্য নিয়ে ট্রেড করার মত মনমানসিকতা থাকে তাহলে ভাল প্রফিট করতে পারবেন। এছাড়া নিয়মিত ডেমো অনুশীলনের মাধ্যমে আপনি ফরেক্স সম্পর্কে অনেক বেশি জ্ঞান অভিজ্ঞতা অর্জন করতে পারবেন তবেই আপনি খুব সহজেই এই মার্কেট থেকে ভাল লাভবান হতে পারবেন। এজন্য আপনাকে সঠিকভাবে মার্কেট এনালাইসিস সম্পর্কে শিখতে হবে তাহলে আপনি ভাল উপার্জন করতে পারবেন।
-
অাসলে টেষ্টা করলে অার শ্রম দিলে কোন কিছুই কঠিন নয়। যদি শিখার অাগ্রহ থাকে তাহলে কঠিন নয় অার শিখার অাগ্রহ না থাকলে সামান্য কাজই অাপনার কাছে কঠিন মনে হবে। অাপনি ফরেক্স শিখার জন্য ইউটিউবে সার্স দিতে পারেন দেখবেন অনেক টিউটরিয়াল অাছে ফরেক্স এর উপরে। সো চেষ্টা অার অাগ্রহ থাকলে ফরেক্স শিখা মুটেও কঠিন কাজ নয়।
-
আসলে খুবই সহজ হলে সবাই আর সব কাজ বাদ দিয়ে খালি ট্রেডিং নিয়েই পড়ে থাকত। আমি মনে করি এটা সহজ না হওয়াই ভাল হল কারণ আমরা বাঙ্গালিরা যখন যেটা পাই তাই নিয়ে এত পরিমাণ ঝাপাঝাপি করি ফল খুব কম সময়ই ভাল হয়।
-
আপনি যদি ভালভাবে শিখতে চান তাহলে হ্যা এই ব্যবসা সম্পর্কে জ্ঞান অর্জন করা খুবই কঠিন। কিন্তু আপনি যদি অল্প শিক্ষার পেছনে আপনার সময় ব্যয় করতে চান তাহলে আপনার কাছে এটি বেশি একটা কঠিন মনে হবে না, তবে আপনার মাথায় রাখতে হবে যে অল্প শিক্ষা দিয়ে এই ব্যবসায় আপনি কিছুই করতে পারবেন না। আপনি যদি এই ব্যবসা হতে ভালভাবে মুনাফা উপার্জন করতে চান তাহলে আপনাকে অবশ্যই এই ব্যবসা সম্পর্কে বেশি জ্ঞান উপার্জন করতে হবে আর তার জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হবে।
-
আসলে এখানে ফরেক্স ট্রেডিং শেখাটা কোন কঠিণ কাজ নয়, তবে এখানে ধৈর্য্য নিয়ে এর জ্ঞান অর্জন ও অভিজ্ঞা অর্জন করে এটাকে প্রপারলী সঠিক জায়গায় প্রয়োগ করাটাই হলো সবচেয়ে কঠিণ। কারন আপনি লক্ষ করলে দেখবেন যে অনেকেই এরকম আছেন, যারা ট্রেড করেন ঠিকি তবে স্টপ লস নতুবা কাউকে দেখবেন ট্রেডিং এ কোন প্রকার মানি ম্যানেজ ম্যান্ট ফলো করেন না, অথবা মার্কেটের সাইকোলোজিক্যাল বিষয়গুলো সম্পর্কে কোন ধারণা নেই, বলেই তারা অনেক সময় ট্রেডিং লাইফ থেকে একেবারেই সরে আসেন বড় কোন ধরনের লস পড়ে। সুতরাং ফরেক্স শেখা কঠিন নয় এটাকে ধরে রাখাই হলো সবচেয়ে কঠিণ।
-
হ্যা আমি মনে করি ফরেক্স শিখা খুবই কঠিন, তবে আপনি যদি ধৈর্য্য সহকারে ফরেক্স এর খুটিনাটি বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জনে অভিজ্ঞ হয়ে উঠতে পারেন তাহলে আপনার কাছে ফরেক্স ব্যবসাটা এক সময় সহজ এবং সুন্দর বলে মনে হবে। আর আপনি যদি এই ব্যবসা হতে মুনাফা উপার্জন করতে চান তাহলে আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রম এবং ধৈর্য্য নিয়ে মার্কেট সম্পর্কে দক্ষ হতে হবে। যখন আপনি ধীরে ধীরে সঠিকভাবে এনালাইসিসগুলো প্রয়োগ করে ট্রেডিং কৌশল পরিচালনা করতে পারবেন তখন অবশ্যই আপনার কাছে কঠিন কাজকেও সহজ বলে মনে হবে আর তখন ফরেক্স থেকে ট্রেড করে ভাল মুনাফা উপার্জন করতে পারবেন।
-
আমার মতে, ফরেক্স শেখা খুব কঠিন না সহজ তা নিভর করেেআপনার েইচ্ছা শক্তির উপর ।অধ্যাবসায়ী হলে খুব দ্রুতই ফরেক্স শেখা যায় ।আবার অনেকে সুযোগ সুবিধা পেয়েও ফরেক্স শিখতে পারে না তাদের ধারন ক্ষমতা কম । ফরেক্স শিখতে হলে অনেক সময় ট্রেড গ্রহন করতে হবে ।
-
অাসলে টেষ্টা করলে অার শ্রম দিলে কোন কিছুই কঠিন নয়। যদি শিখার অাগ্রহ থাকে তাহলে কঠিন নয় অার শিখার অাগ্রহ না থাকলে সামান্য কাজই অাপনার কাছে কঠিন মনে হবে। অাপনি ফরেক্স শিখার জন্য ইউটিউবে সার্স দিতে পারেন দেখবেন অনেক টিউটরিয়াল অাছে ফরেক্স এর উপরে। সো চেষ্টা অার অাগ্রহ থাকলে ফরেক্স শিখা মুটেও কঠিন কাজ নয়।