আমি যখন প্রথম লাইভ ট্রেডিং শুরু করি, কিছু ট্রেড এ লাভ করতাম আবার কিছু ট্রেড এ লস করতাম, লস করলা লস এর কারন গুলু খুযা বের করতাম, আই ভাবাই আমার ফরেক্স ব্যবসার যাত্রা শুরু হয়।
Printable View
আমি যখন প্রথম লাইভ ট্রেডিং শুরু করি, কিছু ট্রেড এ লাভ করতাম আবার কিছু ট্রেড এ লস করতাম, লস করলা লস এর কারন গুলু খুযা বের করতাম, আই ভাবাই আমার ফরেক্স ব্যবসার যাত্রা শুরু হয়।
হ্যাঁ আমার ফরেক্স এ প্রথম ট্রেড এর অভিজ্ঞতা মনে আছে আমি ফরেক্স এ প্রথমে ১৫ ডলার দিয়ে বেশি লটে আমার ট্রেড ওপেন করে লসে এ পরি । তাই আমি বলব যে যারা ফরেক্স এ নতুন তারা ফরেক্স এ ট্রেড করার পর মনে রাখতে হবে যে কম লাভ হলেই ট্রেড ক্লোজ করে দেয়া উচিত । কারন ফরেক্স মার্কেট এ যে কোন সময় লস হতে পারে ।
আমার প্রথম ট্রেডের অভিজ্ঞতা হচ্ছে যে আমি ফরেক্স এ প্রথম ট্রেড করি ১০ ডলার দিয়ে তার পর আমি ট্রেড করে লসে পরি কারন আমি লোভ করে ছিলাম । তাই আমি যারা নতুন তাদেরকে বলব যে আপনারা ফরেক্স এ লোভ করবেন না । যদি লোভ করেন তাহলে লসে পরবেন ।
হাঁ, আমার প্রথম ট্রেড এর কথা মনে আছে। আমি প্রথম ট্রেড করি মাত্র ১২.২০ ডলার নিয়ে সেখানে আমি ০.১০ লট দিয়ে ট্রেড ওপেন করি এব্ং আমি তাতে মাত্র ০.৫০ ডলার লাভ হলে আমি তা বিক্রয় করে দিয়ে ছিলাম। আমি মনে করি যে যারা নতুন ট্রেডার তারা অপ্ল লাভ হলে বিক্রয় করে দেয়া ভাল কারণ মার্কেট হুট-হাট কোন দিকে যাবে তা তারা ধারনা করতে পারবে না।
আমার প্রথম ট্রেডের অভিজ্ঞতাটা ছিল অন্যরকম। ডেমো করার পর ভেবেছিলাম লাইভ ট্রেড করা মনে হয় খুবই সহজ। আমি যেদিন প্রথম ট্রেড অপেন করি সেদিন আমার লসের পরিমান অনেক বেশি -৩০ হয়েছে। এজন্য আমার প্রথম ট্রেডের অভিজ্ঞতা হল সকলেরই উচিত ব্যবসা করার পূর্বে মানি ম্যানেজমেন্ট ঠিক করে নেওয়া ।
আসলে আমি মনে করি এখন ও আমার অনেক কিছু বাকি আছে শিক্ষার তাই আমি এখন ও আমার ট্রেড করছি আমি গত এক বছর ধরে আমার ফরেক্স বিজনেস এর উপর কাজ করছি আর আমি মনে করি এইটা আনার জন্য অনেক ভাল একটা রাস্তা ফরেক্স এ অবিজ্ঞতা অর্জন করার জন্য আর আমি ফরেক্স কে অনেক ভালবাই তাই এখন ফরেক্স করি
আমি প্রথম ডেমো অ্যাকাউন্ট দিয়ে ট্রেড করি । ৪০ ডলার দিয়ে শুরু করি এর তাতে ৩০ ডলার লাভ করি ২ সপ্তাহে । সেটা সত্যিকার অর্থেই ছিল অসাধারন ।
আমার প্রথম ট্রেডারের অভিজ্ঞতা হল াামি প্রথম মাসে ১০% ডলার লাভ করি।এখানে ডলার সব থেকে বেশী পেয়ারে থেকে থাকে এবং বিভিন্ন জোরা কারেন্সি তে এই পেয়ার বেশী বেবহার করা হয়ে থাকে । ফরেক্স মার্কেট এর প্রধান মুদ্রা বলতে গেলে ডলার কেই বলা চলে কারন এর নিউজে আমরা বেশী লাভ করতে পারি । এই ক্ষেত্রে বেস কিছু মুদ্রা ফরেক্স এ প্রধান।
আমি যখন প্রথম ট্রেড করি তখন কিছু বুঝতাম না ।
হাঁ, আমার প্রথম ট্রেড এর কথা মনে আছে। আমি প্রথম ট্রেড করি মাত্র ১২.২০ ডলার নিয়ে সেখানে আমি ০.১০ লট দিয়ে ট্রেড ওপেন করি এব্ং আমি তাতে মাত্র ০.৫০ ডলার লাভ হলে আমি তা বিক্রয় করে দিয়ে ছিলাম। আমি মনে করি যে যারা নতুন ট্রেডার তারা অপ্ল লাভ হলে বিক্রয় করে দেয়া ভাল কারণ মার্কেট হুট-হাট কোন দিকে যাবে তা তারা ধারনা করতে পারবে না।
আমার এখনো ট্রেড করার সৌভাগ্য হয়নি। তবে যখন হবে তখন অবশ্যই জানাব ।
আমি এখনও ট্রেড করিনি কারন আমি নতুন।আমি যখন এই ব্যবসায় কায করব তখন ১০০ ডলার নিয়ে ডুকবো আর প্রতিদিন ১০ পিপস লাভ করব।
আমার প্রথম ট্রেডের অভিজ্ঞতা হলো আমি অনেক লাভ করছিলাম তখন আমি অনেক খুশি ও হইলাম তার পরে আমি আরো বেশির আশায় বেশি ট্রেড করসি পরে লস কায়েছি,তার পর থেকে এখন বেশি ট্রেড লাগাইনা/
আমি এখনো ট্রেড করিনি। কারণ আমি নতুন ভয় পাই । কোন ভাই কি আমাকে সাহায্য করবেন। আমি কি করে ট্রেড শুরু করব?
যখন আমি প্রথম ট্রেড করি তখন খুব নার্ভাস ছিলাম।এবং অনেক ভয় পাইসিলাম। কিন্তু এখন অনেকদিন হয়ে গেল আমি ট্রেডিং মার্কেট এ আছি। আর আমার ট্রেডিং এর অনেক উন্নতি হয়েছে।
আমি প্রথম ট্রেড না বুঝে করি, তার পর ও লাভ করি । কয়েক টা ট্রেড এ পরপর লাভ করি। কিন্তু একটি ভুল ট্রেড এর কারোনে আমার একাউন্ট ০ হয়ে যায়।
আমার প্রথম ট্রেডের অভিজ্ঞতা ভাই সত্যিই করুন। OctaFX এর ৮ ডলার বোনাস পেয়ে লাইভ একাউন্ট খুলসিলাম। ভাবসিলাম এই বুঝি ১৮০ ডলার প্রফিটস করে ফেলবো একদিনেই। কিন্তু, মাশা আল্লাহ, পুরা ব্যালেন্স ০০ হইসে সময় লাগে নাই ১ঘন্টাও। একটা মাত্র ট্রেড করসিলাম, মার্কেট ১৫ পিপস মুভ করসে আর আমার ব্যালেন্স গায়েব।
এটা বাণিজ্য ছিল আমার প্রথম অভিজ্ঞতা. ডেমো পর, আমি এটা ট্রেডিং বাস খুব সহজ চিন্তা. আমরা প্রথম লস পরবতীতে কিছু ডলার শুরু কিন্তু পরে প্রত্যাহার করা হয়, কিন্তু লাভ হয় না
আমি এখনও ট্রেড করি নাই তাই ট্রেড সম্পর্কে আমার কোন ধারনা নাই কিন্তু ট্রেডের ব্যপারে আমার অনেক আসা আছে। এটাতো ভাগ্য তাই ভাগ্য থাকলে হবে এবং আমার ট্রেডের কথা আপনাদের বলব
আমি ডেমোতে অনেক দিন ট্রেড করেছিলাম, তাই যখন রিয়েল ট্রেড করলাম তখন ১৭ পিপ্স প্রফিত করেছিলাম। মানি ম্যনেজমেন্ত ফলো করার কারনে খুব ছোট লটে ট্রেড ওপেন করেছিলাম, যেটা ছিল ০.০০১ । তখন বেশ আনন্দ পেয়েছিলাম।
বাণিজ্য ছিল আমার প্রথম অভিজ্ঞতা. ডেমো পর, আমি এটা ট্রেডিং বাস খুব সহজ চিন্তা. আমি প্রথম লাভ কিছু ডলার মত লস পরবতীতে দিয়ে শুরু কিন্তু পরে প্রত্যাহার করা হয়.:woo::yahoo:
আমি অনেক দিন ডেমো ট্রেড করার পর রিয়েল ট্রেড করি আমার মনে আসে আমি আমার প্রতম ট্রেড এ ১০.৩০ ডলার লাভ করে ছিলাম । অনেক বুজে আমি আমার প্রতম ট্রেড করে ছিলাম ট্রেড ওপেন করার পর ট্রেড যখন লস এ জাসচিল তখন অনেক ভয়ে এ সিলাম।
আমি সর্ব প্রথম রিয়েল একাউন্টে ২০ ডলার ডিপোজিট করে ট্রেডিং শুরু করি। প্রথম দিন আমি এই সাথে .02 ভলিয়মের ২ টি এবং 0.01 ভলিয়মের ১ টি ট্রেড নেই আমার। আমার সেই ৩ টি ট্রেডের মধ্যে২ টি ট্রেড থেকে আমি ৯ ডলার আয় করি।আর ৩ নাম্বার ট্রেডটি লস নিয়ে আমি আমার মূলধন টাই শেষ করে ফেলি। আমি ঐ ২০ ডলার ডিপোজিট নিয়ে মাত্র ২ দিন মার্কেটে টিকে ছিলাম।:)
আমি কোন প্রকার অভিজ্ঞতা ছাড়ায় ফরেক্স ট্রেড করি। প্রথম প্রথম আমার ভাল লাভ হয়। ৫০ ডলার কে আমি ১০ দিনে প্রায় ১২০ ডলার করে ফেলি। আমি লোভে পরি এবং ১২০ এর মধ্যে ১ ডলার ট্রেড করি। কয়েক ঘন্টার মধ্যে আমার একাউন্ট শূণ্য হয়ে যায়।
প্রথম ট্রেডের কথা মনে আছে। আমি প্রথম ট্রেডে লাভ করি, কিন্তু পরে না বুঝার কারনএ লস করি । মার্কেট বুঝে ট্রেড করতে পারলে লাভ করা যায় ।
আমি প্রথম দিন ট্রেড এ লাভ করেছিলাম এবং আমার পরের ট্রেড এ আমি লস করি তাই ফরেক্স করতে হলে সব সময় সতর্ক হয়েই আমাদের ট্রেড করা উচিত না হলে আমরা আমাদের সফলতা কে ছুতে পারব না এ জন্য আমাদের কে বেশী করে জ্ঞান অর্জন করতে হবে ।
সত্য বলতে কি? আমার জীবনের প্রথম যে ট্রেড টা আমি ওপেন করি তাতে আমি প্রায় ১০ ডলার লস করি। তাতে যদিও আমার কোন আর্থিক ক্ষতি হয়নি, কারন ওটা ডেমো একাউন্ট ছিল। ধন্যবাদ।
আমার প্রথম ট্রেড এ আমি লাভ করেছিলাম। আর তা দেখেই আমি রীতিমত অবাক হয়ে যাই।
আমি এখনো শিখছি। রিয়েল একাউন্ট এ ট্রেড করি নাই ডেমো তে করছি। ডেম তে আমার প্রথম ট্রেডটা ছিলো একটি লস প্রজেক্ট। তবে ওখান থেকে আমি অনেক কিছু শিখেছি।
আমার প্রথম টেড ছিল ডেমো একাউন্টে তা দিয়ে আমি ১০০ ডলারের একাউন্ট মাএ ৭ দিনে জিরো করেছিলাম এবং জিরো করার পরে যতটা কষ্ট পেয়েছিলাম তা আমার রিয়েল একাউন্ট জিরো হবার পরেও হয়নি। ধন্যবাদ।
সকলের প্রথম ট্রেড এর কম বেশী লাভ লস হয়ে থাকে আমারও হয়েছিল কিন্তু সব থেকে মজার বেপার হল যে আমার প্রথম যে ডিপোজিট ছিল তা ৭ দিনের মাথায় একদম জিরো হয়ে যায় কারন আমি ছিলাম একদম নতুন আর ফরেক্স থেকে কিছু লাভ করে আমি অনেক সহজ কিছু ভেবেছিলাম ।
আমি আমার প্রথম ট্রেড এর কথা কিছুটা ভূলে গেছি। তবে যতটুকু মনে পরে তা বলব। প্রথম আমি ১০ ডলার দিয়ে ব্যবসা শুরু করি। তখন আমার এলাকার পরিচিত একভাই ছিলেন যিনি ফরেক্স করতেন তিনিই আমাকে প্রথম ফরেক্স সম্পর্কে জ্ঞান দেন। তার কাছ থেকেই ১০ ডলার কিনে নিয়েছিলাম। প্রথম আমি সেন্ট িএ ট্রেড করতাম। ২য় দিনই আমি বোকার মত গোল্ড এ ট্রেড দেই। তখন ও আমি জানতাম না যে গোল্ড এর মার্কেট এর পিপস গ্যাপ কত। যাই হক ২-৩ ডলার লাভের পর ঐ একাউন্ট শূন্য হয়ে যায়।
আমি আমার ফরেক্স ব্রোকার ইন্সটাফরেক্সে প্রথম ৮০ ডলার বিনিয়োগ করে ১৫০ ডলারে উত্তীর্ণ করি মাত্র ২ দিনে। আমি এই লাভ করতে পেরেছিলাম তার একটাই মাত্র কারন ছিল যে আমি অনেক বেশি বেশি ডেমো ট্রেডিং অনুশীলন করতাম।
অামি ফরেক্স ট্টেড সম্পকে জানিনা ভালো মতো কিন্তু জানি ফরেক্স এ ট্টেড মাধ্যমে কাজ করতে হয় ৷
আমি আমার ট্রেডিং লাইফে প্রথম ট্রেড করি ইনস্টাফরেক্স ব্রোকারে ২৪.৪০ ডলার দিয়ে তবে আমার প্রথম ট্রেডে আমি লট ব্যবহার করি ০.৫০ ডলার ট্রেড ওপেন করার পর হতে আমার ট্রেডটি বিপরীদ দিকে যেতে থাকে এবং যকন ১৬ ডলার লসে চলছিল তখন আমার মনও খারাপ যে েএভাবে চললে কিছুখন পরে আমার একাউন্ট জিরো হয়ে যাবে তবে একটা নিউজের কারনে আমার এই ট্রেডে ১৬ ডলার লাভ হয় । ধন্যবাদ।
আমার প্রথম রিয়েল ট্রেডের বিষয়টি এখনও স্পষ্ট মনে রয়েছে। রিয়েল ট্রেড করার আগে একাউন্ডট খোলা হয়েছিল। একাউন্ট ভেরিফিকেসনের বিষয় নিয়ে আমি বেশ চিন্তিছিলাম। যখন সব কিছু ঠিকঠাক করে একাউন্ডট কোলা হয়েছিল তখন আমি অনেক বেশি বিচলিত ছিলাম কখন ট্রেড করব । প্রথমে আমি পিপসে ট্রেড করেছিলাম। ১০ পিপস লাভ করেছিলাম।
আমার প্রথম ট্রেডের অভিজ্ঞতা ছিল খুবই বাজে।কারন তখন আমি অনেক বেশী এক্সাইটেড ছিলাম।এবং কোন এনালাইসিস ছাড়াই ট্রেড ওপেন করতাম যার ফলে অনেক বেশী লস করতাম।এখন মোটামুটি অনেক ভালো ট্রেড করতে পারি।
আমি তো প্রথম ফরেক্স এ ট্রেড করে লস করেছিলাম। তারপর কাজ শিখে ফরেক্স ট্রেড করে লাভ করছি।
আমি আমার প্রথম ট্রেড করি nzdusd পেয়ার এ। ২০১৩ সালে সেই সময় মার্কেট ছিল 0.7750. আমি তখন সেই পেয়ার এ একটা সেল দেই। সেল দেয়ার পর সেই ট্রেড আমার বিপরীতে যায়। ২০ পিপ্স বিপরীতে গেলে আমি আবার সেল দেই। এভাবে ২০ পিপ্স পর পর সেল দিতে থাকি। একসময় আমি ৯টা সেল ট্রেড ওপেন করে ফেলি। আর লস হয়ে যায় ৩৫ ডলার প্রায়। পরে মার্কেট পজিটিভ এ আসে আর এখান থেকে ভাল একটা প্রফিট হয়। এটা খবি রিস্কি ট্রেড ছিল বাট সে যাত্রায় বেচে গেছি।
জীবনে ফরেক্স মার্কেটে আমার প্রথম ট্রেড আমি লস করি , এর পর থেকে আমার ফরেক্স এর বিষয় আরও শিখার প্রবনতা বেড়ে যায় । আমি এখন বুঝতে পারছি আমি যদি সে দিন লস না করতাম তাহলে আমার ফরেক্স এর প্রতি আগ্রহ থাকত না ।