-
অতিরিক্ত ট্রেড করা যদিও কোন ধরনের সমস্যার সৃষ্টি করেনা তবে আমার মতে এই কারনে আপনার অ্যাকাউন্ট ঝুকির মধ্যে পড়তে পারে । কেননা একাধিক ট্রেড যদি আপনার ট্রেডের অনুকূলে না যায় তাহলে আপনি মার্জিন কল এ পড়ে আপনার অ্যাকাউন্ট হাওয়া হয়ে যেতে পারে । তাই ব্যালেন্স অনুযায়ি ট্রেড করা দরকার ।
-
আমি বলবো বেশি বেশি ট্রেড ওপেন করলে ফরেক্স মার্কেটের কোন সমস্যাই হবেনা। কিন্তু আপনি যদি বেশি ট্রেড ওপেন করেন তাহলে আমি মনে করি আপনার নিজের ক্ষতি হবার সম্ববনা থাকতে পারে।কেননা ফরেক্স মার্কেট কখন কোন দিখে যাবে কেউ বলতে পারবে না। তাই আপনার ট্রেডগুলো যদি আপনার বিপরিতে যায় তাহলে আপনার খুব ক্ষতি হবে।
-
বেশি ট্রেড ওপেন করলে কোন সমস্যা নেই কিন্তু আপনাকে অবশ্যই আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সের এবং ফ্রি মার্জিনের দিকে খেয়াল রেখে তার পরেই ট্রেড ওপেন করতে হবে কারন ফ্রি মাজিন বেশি না থাকলে আপনি শত চেষ্টা করেও আপনার ইচ্ছা মত ট্রেড ওপেন করতে পারবেন না। আমরা যদি বেসি ট্রেড অপেন করি তাহলে কী বেসী লাভ হবে না লস হবে। আপনাদের মতামত জানান।
-
বেশি ট্রেড এন্ট্রি করলে যা লাভ করছেন তা সব লস করে সমানে সমানে হয়ে যেতে পারে। ভেবে চিন্তে এবং ভালোভাবে কনফার্মেশন নিয়ে যদি দুইটা ট্রেড ওপেন করেন দেখবেন ও দুইটা তেই প্রফিট করবেন। তাছারা এক্সপাটরা বলে এক স্ট্রাটিজি কিন্তু দিনে বার বার কাজ করে না। আর লং টাইম ফ্রেম ট্রেড করলে স্ট্রাটিজি তে ভুল সিগনাল পাবেন না। আর লং টাইম ফ্রেম ব্যাবহার করলে আপনাকে বেশি বেশি ট্রেড করার দরকার হবে না।
-
আমার কাছে আসলে বেশি ট্রেড এন্ট্রি করলে যা লাভ করছেন তা সব লস করে সমানে সমানে হয়ে যেতে পারে। ভেবে চিন্তে এবং ভালোভাবে কনফার্মেশন নিয়ে যদি দুইটা ট্রেড ওপেন করেন দেখবেন ও দুইটা তেই প্রফিট করবেন। তাছারা এক্সপাটরা বলে এক স্ট্রাটিজি কিন্তু দিনে বার বার কাজ করে না। আর লং টাইম ফ্রেম ট্রেড করলে স্ট্রাটিজি তে ভুল সিগনাল পাবেন না। আর লং টাইম ফ্রেম ব্যাবহার করলে আপনাকে বেশি বেশি ট্রেড করার দরকার হবে না।
-
ফরেক্স মার্কেটে আমাদের সবচেয় বড় সমস্যা হল লোভ করা।লোভের বসবর্তী হয় আমরা একসাথে অধিক লাভের আশায় অনেক ট্রেড ওপেন করে থাকি।ফলে আমরা অতি দ্রুত ফরেক্স মার্কেটে লস খেয়ে একাউন্ট শূন্য করে ফেলি।আমরা একটা কথা কখনো চিন্ত করনা যে একসাথে অধিক ট্রেড ওপেন করলে অনেক লাভ হবে ঠিক আছে কিন্তু ট্রেড গুলো যদি আপনার বিপক্ষে যায তাহলে আপনার কত লস হবে।তাই অধিক লাভের আয় এক সাথে অনেক ট্রেড ওপেন না করে ভালোভাে বুঝেশুনে একটি ট্রেড করাই ভালো।
-
আসলে বেশি ট্রেড করলে যে বেশি লাভ হবে কিংবা বেশি লস হবে বিষয়টা এমন নয় কিন্ত ! আপনার লাভ লস নির্ভর করবে ট্রেড নেওয়ার উপর। অর্থ্যাৎ আপনি কোন পজিশনে ট্রেড নিয়েছেন তার মাধ্যমে আপনার লস অথবা প্রফিট নির্ধরিত হবে । ফরেক্স মার্কেটে লাভ করতে হলে ভালে একজন বিশ্লেষক হতে হবে । ফরেক্স মার্কেেটে ট্রেড করার জন্য আমরা যখন চিন্ত করি তখন আমাদের বিশ্লেষণ করে দেখতে হয় যে মার্কেট আমাদের দিকে আছে নাকি আমাদের বিপরীতে আছে, আপনি যদি নিজের উপর বিশ্বাস রেখে বেশি ট্রেড নেন তবে প্রফিট হওয়ার সম্ভাবনা আছে। কিন্ত বেশি ট্রেডে সবসময় ঝুঁকি বেশি।
-
আমার জানামতে বেশি ট্রেড অপেন করলে কোন প্রকার সমস্যা নেই। তবে আপনি যদি বেশি ট্রেড এর ক্ষেত্রে আপনার লট সাইজ বেশি করে ফেলেন তাহলে অনেক সমস্যা। সেই সময় কিন্তু আপনি বেশিক্ষণ মার্কেটে টিকে থাকতে পারবেন না। আপনি যদি মানি ম্যানেজমেন্ট অনুসরণ করে বেশি ট্রেড অপেন করেন তাহলে আপনি কোন প্রকার সমস্যায় পড়বেন না। তবে আমি মনে করি বেশি ট্রেড অপেন করাটা ঠিক না। কারণ এক্ষেত্রে আপনি নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারাতে পারেন।
-
বেশি ট্রেড ওপেন করলে কোন সমস্যা নাই তাবে আপনাকে প্রতিটি ট্রেড নেয়ার আগে সঠিক এনালাইসিস করে ট্রেড এন্ট্রি নিতে হবে । আপনি যদি কোন এনালাইসিস ছাড়া ট্রেড এন্ট্রি নেন তাহলে অনেক বড় লস এর সম্মুখিন হতে পারেন । এই জন্য আপনাকে ফরেক্স ট্রেডিং এ সঠিক নিয়ম কানুন মেনে চলতে হবে । প্রতিটি ট্রেড এন্ট্রি নেয়ার আগে ম্যানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড এন্ট্রি নিতে হবে ।
-
আমি বলবো বেশি ট্রেড ওপেন করলে কোন সমস্যা নেই কিন্তু আপনাকে অবশ্যই আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সের এবং ফ্রি মার্জিনের দিকে খেয়াল রেখে তার পরেই ট্রেড ওপেন করতে হবে কারন ফ্রি মাজিন বেশি না থাকলে আপনি শত চেষ্টা করেও আপনার ইচ্ছা মত ট্রেড ওপেন করতে পারবেন না।
-
আমি মনে করি ওভার ট্রেড ওপেন করলে সমস্যা আছে। আবার অনেক সময় নাও থাকতে পারে। তবে যদি আপনি ওভার ট্রেড করেই ফেলেন তাহলে আপনাকে অবশ্যই আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সের এবং ফ্রি মার্জিনের দিকে খেয়াল রেখে তার পরেই ট্রেড ওপেন করতে হবে। কারন ফ্রি মাজিন বেশি না থাকলে আপনি শত চেষ্টা করেও আপনার ইচ্ছা মত ট্রেড ওপেন করতে পারবেন না। তবে আমি মনে করি কোন কিছুই অতিরিক্ত ভালো না।
-
আমি মনে করি, বেশি ট্রেড ওপেন করলে কোন সমস্যা নেই কিন্তু আপনাকে অবশ্যই আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সের এবং ফ্রি মার্জিনের দিকে খেয়াল রেখে তার পরেই ট্রেড ওপেন করতে হবে কারন ফ্রি মাজিন বেশি না থাকলে আপনি শত চেষ্টা করেও আপনার ইচ্ছা মত ট্রেড ওপেন করতে পারবেন না। আমরা যদি বেসি ট্রেড অপেন করি তাহলে কী বেসী লাভ হবে না লস হবে। আপনাদের মতামত জানান।
-
বেশি পরিমান ট্রেড ওপেন করলে কোনও সমস্যা নেই। তবে সব সময় খেয়াল রাখতে হবে যেন মার্জিন লেভেল জিরো না হয়ে যায়। মার্জিন লেভেল জিরো না হওয়া পর্যন্ত আপনি ট্রেড করতে পারবেন। তবে ওভার ট্রেড করা ঠিক না কারন যে কোনও সময় মার্কেট অতিরিক্ত নিচে নেমে গিয়ে আপনার একাউন্ট ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে।
-
বেশি ট্রেড ওপেন করলে কোন সমস্য নাই তবে আপনার বেলেন্স বেশি থাকতে হবে। বেশি ট্রেড ওপেন করলে যেমন বেশি লাভ হতে পারে তেমনি লস ও বেসি হতে পারে। তাই ট্রেড ওপেন করার আগে ভাল ভাবে মার্কেট এনালাইসিস করতে নিতে হবে।
-
ভাই ওভার ট্রেডিং-এ একটাই সমস্যা সেটা হলো ব্যালেন্সের বেকাপ। হ্যাঁ তবে আপনি যদি ভলিওম কম রেখে ট্রেড করতে পারেন তাহলে ওভার ট্রেডগুলো আপনার কার্যকর ভূমিকা রাখতে পারে। কিন্তু এজন্য আপনাকে অনেক হিসাব-নিকাশ করে কাজ করতে হবে। কারন যে কোন ট্রেডিং সিস্টেমে সমস্যা থাকবেই, তবে সেখান থেকেই আপনাকে একটা নিজস্ব ভাল পদ্ধতি তৈরি করে নিতে হবে।
-
মার্জিন যদি ফ্রি থাকে তবেই আপনি ওভার ট্রেড করতে পারবেন। কিন্তু মার্জিন ফ্রি না থাকলে শত চেস্টা করলেও আপনি বেশি ট্রেড করতে পারবেন না। তবে বেশি ট্রেড করা অনেক ঝুঁকিপূর্ণ। তাই যতটা সম্ভব কম ঝুঁকি নিয়ে ট্রেড করা যায় ততই মঙ্গল। ট্রেড করার সময় অবশ্যই মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করা উচিৎ। যাদের মুলধন কম তাদের ক্ষেত্রে ওভার ট্রেড করা একদমই উচিৎ নয়। বেশি ট্রেড করলে মার্কেট অতিরিক্ত লসে থাকলে ব্যালেন্স জিরো হওয়ারও আশঙ্কা থাকে। তাই এই ক্ষেত্রে সবাইকে সতর্কতা অবলম্বন করা উচিৎ।
-
ফরেক্সে বেশি ট্রেড ওপেন করলে লাভের আশায় অনেক বেশী লস এর সম্মুখীন হতে পারে। কারণ আপনার মানি ম্যানেজমেন্ট রুলস ফলো করে ট্রেড করা উচিত। আপনার ব্যালেন্স যদি যথেষ্ট থাকে তবে আপনি একটু রিক্স নিতে পারেন কিন্তু খুব বেশি রিস্ক নেওয়া বোকামি হবে এবং এর জন্য ভালো একটা খেসারত দিতে হতে পারে। মানি ম্যানেজমেন্ট রুলস অনুযায়ী 10 থেকে 15% লটে আপনি ট্রেড ওপেন করতে পারেন।
-
ওভার ট্রেড ওপেন করলে সমস্যা নেই কিন্তু ওভার ট্রেড ওপেন করতে হলে আপনার খেয়াল রাখতে হবে আপনার একাউন্ট ব্যালেন্স এবং ফ্রি মার্জিনের ওপর।আপনার ফ্রি মার্জিন যদি বেশি থাকে তাহলে অবশ্যই আপনি ওভার ট্রেড ওপেন করতে পারবেন আর যদি আপনার ফ্রি মার্জিন বেশি না থাকে শত চেষ্টা করেও আপনি ওভার ট্রেড ওপেন করতে পারবেন না।তবে যত বেশি ট্রেড আপনি ওপেন করবেন আপনার লসের সম্ভাবনা বেড়ে যায়।তাই ট্রেড ওপেন এর ক্ষেত্রে সবসময় মানি ম্যানেজমেন্ট এর দিকে খেয়াল রেখে ট্রেড ওপেন করা উচিত।
-
আপনি একসাথে অনেকগুলো ট্রেড ওপেন করলে যেমন অনেক বেশি লাভ করতে পারার সম্ভাবনা থাকে তেমনি লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে,তবে আপনি কতগুলো ট্রেড একসঙ্গে ওপেন করবেন তা নির্ভর করবে মূলত আপনার ব্যালেন্স এবং ফ্রি মার্জিন এর উপর,অর্থাৎ আপনার ব্যালেন্সের পরিমাণ যদি বেশি থাকে তাহলে আপনি একসাথে অনেকগুলো ট্রেড ওপেন করতে পারবেন কিন্তু সে ক্ষেত্রে আপনার ফ্রি মার্জিন এর পরিমাণ বেশি থাকতে হবে অন্যথায় আপনি হাজার চেষ্টা করেও অনেক বেশি ট্রেড ওপেন করতে পারবেন না। তবে আপনাকে বলব আপনার ব্যালেন্স যত বেশিই হোক না কেন যে কোন ট্রেড ওপেন করার পূর্বে অবশ্যই ভালো করে মার্কেট এনালাইসিস ও মানি ম্যানেজমেন্ট করে নিবেন, তা না হলে লাভ করার পরিবর্তে লস করে ব্যালেন্স জিরো করে ফেলতে পারেন।
-
আপাতদৃষ্টিতে ওভার লটে ট্রেড করলে কোন সমস্যা হবে না। আপনার ট্রেডিং একাউন্ট এ যতক্ষণ পর্যন্ত ফ্রি মার্জিন থাকবে আপনি ততক্ষণ পর্যন্ত ট্রেড ওপেন করতে পারবেন। তবে ওভার লটে ট্রেড ওপেন করা ঠিক নয়।সব সময় মানি ম্যানেজমেন্ট অনুসরণ করে নির্দিষ্ট লটে ওপেন করতে হবে।মানি ম্যানেজমেন্ট অনুসরণ না করে ওভারলটে ট্রেড ওপেন করলে মার্কেট যদি কখনো আপনার ট্রেড এর বিপরীতে চলে যায় তাহলে আপনার একাউন্ট ব্যালেন্স খুব সহজেই শূন্য হয়ে যাবে।শুধুমাত্র ওভারলটে ট্রেড করার কারণে ফরেক্সে আগত ৯০% ট্রেডার নিজের একাউন্ট ব্যালেন্স জিরো করে ফরেক্স থেকে বিদায় নেন। তাই নিজের একাউন্ট কে সব সময় নিরাপদ রেখে মানি ম্যানেজমেন্ট অনুসরণ করে স্বল্প লটে ট্রেড করাই একজন ট্রেডারের দায়িত্ব এবং কর্তব্য।
-
কথায় আছে একসাথে বেশী খেলে বদহজম হয়।তাই আস্তে আস্তেই খাওয়া ভালে।বেশী করলে কোন সমস্যা নাই তবে অল্প অল্প করেই ট্রেড করা ভালো আর আপনার ব্যালেন্স যদি বেশী না থাকে তাহলে বেশী ট্রেড করে কি লাভ। আর ফ্রি মারর্জিনের উপর খেয়াল করে ট্রেড করা ভালো। বেশী ট্রেড করতে গিয়ে আবার লস না হয়।কারণ অতি লোভে তাতিঁ নষ্ট
-
বেশি ট্রেড ওপেন করলে কোন সমস্যা নাই তবে আপনার ব্যালেন্স, মার্জিন ও দক্ষতা থাকতে হবে। তা না হলে বা যে কোন একটির কমতি হলে লাভের চেয়ে লস হবার সম্ভবনা থাকতে পারে।
-
ট্রেড এ প্রফিট করা যেমন জরুরি মানি ম্যানেজমেন্ট এ তেমনি জরুরি. আপনি চাইলে নিজের ইচ্ছা মতো অনেক ট্রেড করতে পারেন না. সাধারণত ২ - ৩ ট্রেড ওপেন রাখা তাই যথেষ্ট. অনেক সময় অল্প ট্রেড করেই অনেক যায় হয়ে যায়. তখন আর বেশি ট্রেড করে অতিরিক্ত লস করার কোনো প্রয়োজন নেই. অতিরিক্ত ট্রেড আপনার মধ্যে মানসিক লোভ এর সৃষ্টি করে. তাই কম কম ট্রেড করে ভালো যদি ট্রেড এ লস করতে না চান.
-
অনেকের ধারনা ওভার ট্রেড করলে বেশি লাভ হয় তবে এ কথাটা যেমন সত্য তমনি ওভার ট্রেডের ফলে লসের পরিমান ও বেশি এমনকি একাউন্ট জিরো ও হতে পারে।অনেকেই বলেছে যে মার্জিন দেখে ট্রড করতে কিন্তু আমার কথা হলো মার্জিন কম হলে কখনো ওভার ট্রেড করা সম্ভব নয়।ওভার ট্রেড টা এক কথায় লোভ তাই এটা পরিহার করতে হবে।
তাই আমাদের উচিত দক্ষতার সাথে মার্কেট এনালাইসিস করে পরিমান মত ট্রেড করা।
-
ফরেক্সে ওভার ট্রেড করলে আমাদের মূলধনের উপর চাপ পড়বে। মার্কেট বিপরীত মুখী হলে অল্পতেই আমাদের একাউন্ট জিরো হবার সম্ভাবনা আছে। তার জন্য সব সময় মানি ম্যানেজমেন্ট রুল মেনে ট্রেড করাটাই সবার জন্য ভাল। ওভার ট্রেড কখনো সুফল বয়ে আনে না।
-
বেশি ট্রেড ওপেন করলে কোন সমস্যা নেই কিন্তু আপনাকে অবশ্যই আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সের এবং ফ্রি মার্জিনের দিকে খেয়াল রেখে তার পরেই ট্রেড ওপেন করতে হবে কারন ফ্রি মাজিন বেশি না থাকলে আপনি শত চেষ্টা করেও আপনার ইচ্ছা মত ট্রেড ওপেন করতে পারবেন না।
-
শুধু মাত্র নতুনদের জন্য ওভার ট্রেডিং ক্ষতিকর নয় , অনেক অভিজ্ঞ ট্রেডাররাই ভুল বসত নিজেকে নিয়ন্ত্রন না করে ওভার ট্রেডিং এর ফাঁদে পা দেয় । এর ফলে অনেকের অনেক লস হয় । আসলে ওভার ট্রেডিং কখনই করা যাবে না । ওভার ট্রেডিং বলতে বোঝায় অতিরিক্ত ট্রেডিং । অন্যভাবে এটা বলতে বোঝায় যে ধরুন আপনি ২/৩ টা ট্রেডে ভাল পরিমাণে লাভ করলেন তখন আপনি মনে করলেন লাভ যেহুতু হচ্ছে সেহুতু আরও ট্রেড করে আরও লাভ করবেন । কিন্তু এইটাই খারাপ অভ্যাস এটাকেই ওভার ট্রেডিং বলে এবং এটা একজন ট্রেডার এর জন্য খুব ক্ষতিকর ।
-
মুলধন বেশি হলে সমস্যা নাই তবে কম হলে বেশি ট্রেড ওপেন করলে আমাদের মূলধনের উপর চাপ পড়বে। মার্কেট বিপরীত মুখী হলে অল্পতেই আমাদের একাউন্ট জিরো হবার সম্ভাবনা থাকবে। তাই জন্য সব সময় মানি ম্যানেজমেন্ট রুল মেনে ট্রেড করাটাই সবার জন্য ভাল। ওভার ট্রেড কখনো সুফল বয়ে আনতে পারবে না ।
-
ফরেক্সে আপনি কতটা ট্রেড ওপেন করতে পারবেন তা নির্ভর করবে আপনার মার্জিন লেভেলের ওপর । আপনার ফ্রি মার্জিন যদি বেশি থাকে তাহলে আপনি অবশ্যই বেশি ট্রেড ওপেন করতে পারেন । তবে যত বেশি ট্রেড ওপেন করবেন তত লাভ বা লসের সম্ভাবনা বেড়ে যাবে । তাই মানি ম্যানেজমেন্ট করে তারপর ট্রেড ওপেন করবেন ।
-
অতিরিক্ত যেকোন কাজে ক্ষতি তাই আমাদের কে অতিরিক্ত ট্রেড করা যাবেনা। তবে বেলেন্সের উপর নির্ভর করে আপনার ফ্রী মার্জিন দেখে ট্রেড করতে হবে। আমি মনে করি ফরেক্স মার্কেটে বুঝে শুনে সঠিক ভাবে একটি বা দুইটি ট্রেড করলেই যথেস্ট।
-
আমাদের বাণিজ্য জার্নালটি বজায় রাখা খুব ভাল। আমি আমার ট্রেডিং জার্নাল বজায় রাখতে পছন্দ করি যাতে আমি দেখতে এবং পরে আবার পরীক্ষা করতে পারি। আমি বাণিজ্য করতে পারি এবং আমার আগের ক্ষতি থেকে শিখতে পারি। তাই আমি সর্বদা আমার ট্রেডিং জার্নালটি দেখি এবং বজায় রাখি এবং এটিও বজায় রাখার জন্য আমি আপনারা সবাইকে পরামর্শ দেব। ছোট লট ট্রেড বা বড় লট ট্রেড যা আপনার ক্ষতি বা লাভ দেয় তা প্রতিটি জিনিসই লেখা ভাল। আপনাকে অবশ্যই সমস্ত বাণিজ্য রেকর্ড করতে হবে এবং সেগুলি ট্রেডিং জার্নালে লিখতে হবে।
-
বেশি ট্রেড ওপেন করলে আমাদের মূলধনের উপর চাপ পড়বে। মার্কেট বিপরীত মুখী হলে অল্পতেই আমাদের একাউন্ট জিরো হবার সম্ভাবনা আছে। তাই জন্য সব সময় মানি ম্যানেজমেন্ট রুল মেনে ট্রেড করাটাই সবার জন্য ভাল। ওভার ট্রেড কখনো সুফল বয়ে আনে না।
-
আপনি যদি ট্রেড করতে চান এবং অনেক মুনাফা করতে পারেন, তাহলে তা হারাতে হবে না এবং এর মধ্যে আপনাকে কঠোর পরিশ্রম ও ধৈর্য ধরতে হবে । পরিশ্রম করে কখনও হাল ছেড়ে দিও না ।
-
ওভার ট্রেড ওপেন করা ঠিক না।আপনার মানি ম্যানেজমেন্ট করে,বুঝে শুনে একটা ট্রেডে প্রফিট অর্জন করা ভালো।ওভার ট্রেড করতে গেলেই লসের মুখোমুখি হয়ে লস করতে হয়।
-
অতিরিক্ত কোন কিছুই ভাল না । ভাল ট্রেডাররা অতিরিক্ত ট্রেড করেন না । তারা অনেক কিছুর বিশ্লেষণ করার মাধ্যমে অল্প ট্রেড করে বেশি লাভবান হতে পারে । ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেডিং করি তারা জানি যে এই মার্কেটে ট্রেড করে সফল হতে হলে অবশ্যই অনেক বেশি পরিমাণে নিজের মধ্য বিশ্লেষণী ক্ষমতা বৃদ্ধি করতে হবে । আর ফরেক্স নিয়ে যত বেশি স্টাডি করবে তত বেশি নিজের লাভ ।
-
বেশি ট্রেড ওপেন করলে কোন সমস্যা নাই তাবে আপনাকে প্রতিটি ট্রেড নেয়ার আগে সঠিক এনালাইসিস করে ট্রেড এন্ট্রি নিতে হবে । আপনি যদি কোন এনালাইসিস ছাড়া ট্রেড এন্ট্রি নেন তাহলে অনেক বড় লস এর সম্মুখিন হতে পারেন । এই জন্য আপনাকে ফরেক্স ট্রেডিং এ সঠিক নিয়ম কানুন মেনে চলতে হবে । প্রতিটি ট্রেড এন্ট্রি নেয়ার আগে ম্যানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড এন্ট্রি নিতে হবে ।
-
ওভার ট্রেড করলে আপনি জীবনেই ফরেক্স থেকে আয় করতে পারবেন না। ফরেক্স থেকে আয় করতে চাইলে বেশি ট্রেড করা যাবে না। আপনি একটা ট্রেড লাভ করার পর মার্কেটে থেকে বের হয়ে যান। আবার যখন মার্কেট এ ভালো একটা পজিশন পাওয়া যায় তখন টে্রড ধরুন।
-
আরও এক্সচেঞ্জ খোলার বিষয়টি কোনও সমস্যা নয়, তবুও আপনার সেই রেকর্ডের সমীকরণ এবং সেই প্রান্ত থেকে মুক্ত প্রান্তটি মনে রাখা উচিত, এমন ক্ষেত্রে যে মুক্ত প্রান্তটি উচ্চতর না হয় আপনি নিজের ইচ্ছানুসারে এক্সচেঞ্জটি খুলতে পারবেন না। আমরা বাসি এক্সচেঞ্জের অফ অফ সুযোগে, সেই সময়ে কোনও লাভ বা দুর্ভাগ্য হবে না। আপনারা কী ভাবেন তা আমাদের উল্লেখ করুন।
-
আয় বুঝে ব্যয় করতে হবে। বেশি ট্রেড ওপেন করা মোটেও ঠিক নয় । ভলিযম বেশি হলে মাকের্ট ৩০০-৪০০ পিপস মুভকরলে একাউন্ট জিরো বা মাইনাস বেশি হয়ে যাবে। সুতরাং বেকআপ রাখতে হবে । আপনি মারজিন লেভেল ৪০০ এর উপরে রাখতে চেষ্টা করবেন।
-
অতিরিক্ত ট্রেড ওপেন করবেন না। তাতে মানি ম্যানেজমেন্ট রুল ব্রেক হবে। এতে আপনার একাউন্ট জিরো হতে বেশি সময় লাগবে না। বেশিরভাগ ট্রেডাররাই ওভার ট্রেড করে সব হারিয়ে ফেলে। কেননা তারা মার্কেট না বুঝে ট্রেড করে। লাভ করতে হলে ফরেক্স শিখতে হয়।