ফরেক্স হচ্ছে একটা ব্যবসা। আর ব্যবসায় লাভ লস হবে এটা স্বাভাবিক। তাই ফরেক্স এ সকল ট্রেড করতে হবে বুঝে শুনে। আর ভাল ভাবে বুঝে ট্রেড করলে লস এর পরিমান কম হবে, লাভ বেশি হবে।
Printable View
ফরেক্স হচ্ছে একটা ব্যবসা। আর ব্যবসায় লাভ লস হবে এটা স্বাভাবিক। তাই ফরেক্স এ সকল ট্রেড করতে হবে বুঝে শুনে। আর ভাল ভাবে বুঝে ট্রেড করলে লস এর পরিমান কম হবে, লাভ বেশি হবে।
ফরেক্স এ লস কমানোর জন্য আপনাকে মার্কেট এ কম থাকতে হবে। দেখে যারা সারাদিন চার্ট এর সামনে বসে থাকে তারা কখনোই লাভবান হতে পারে না। আর যারা সারাদিন লাভের চিন্তা করেন তারা আর ও বেশী লস করেন। মার্কেট এ যত কম থাকবেন সেটা ই ভালো।
ফরেক্স এ লস এড়ানোর উপাই হচ্ছে আপনাকে সবার আগে ফরেক্স মার্কেট সম্পরকে প্রচুর পড়াশুনা বা ফরেক্স এর সব কিছু জানতে হবে আপনাকে,তবে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে লস কিনু হবেই এই কথা টা মেনে নিতে হবে সবার আগে। আর আপনাকে লস থেকে মুক্তি পেতে লাগবে আপনার প্রচুর অভিজ্ঞ তা, খুব ধিরে সুস্থে আপনাকে ফরেক্স মার্কেটে কন্ট্রোল করতে হবে।
ফরেক্সে লস এডানোর জন্য প্রয়োজন মার্কেট এনালাইসিস । ফরেক্সে লসটা তখনই হয় যখন মার্কেট এনালাইসিস না করে ট্রেড় করা হয়, আর লাভটা করা সম্ভব যদি মার্কেট পজিশন ভাল করে এনালাইসিন করে ট্রেড করা হয়, তাই লাভ ও লস দুইটাই নিজের উপর অধিকাংশ সময় নির্ভর করে।বাকিটা ভাগ্য উপর ছেড়ে দিতে হয়।
ফরেক্স মার্কেটে লাভ লস থাকবেই কিন্তু আমাদের মার্কেটে টিকে তাক্তে হলে লাভের পরিমান বেশি করতে হবে লসের থেকে।ইনভেস্টের উপর কোন ট্রেডে ৫% রিস্ক নেওয়া উচিত।কারন ট্রেড করলে লাভ হতে পারে আবার লসও হতে পারে।
ফরেক্সে লস এড়ানো যেতে পারে যদি আপনি নিয়ম মেনে কাজ করেন এবং কম রিস্ক নিয়ে ট্রেড করেন। আর আপনাকে ফরেক্স সম্পর্কে ভাল ভাবে জানতে হবে। তাহলে আপনি ফরেক্স থেকে ভাল কিছু করতে পারবেন আর লস হওয়ার ঝুঁকিও কমে আসবে। ফরেক্স সম্পর্কে ভাল ভাবে জ্ঞান অর্জন করতে হবে। ডেমো প্রাক্টিস করে দক্ষতা অর্জন করতে হবে। তাহলে লসের ঝুঁকি অনেকাংশে কমে যাবে। আপনি চাইলে কোন এক্সপার্টের কাছ থেকে ফরেক্স বিষয়ে ধারনা নিতে পারেন।
ফরেক্স মাকেট থেকে লস এরাতে আপনাকে ফরেক্স মাকেটে পরিশ্রম করতে হবে | আপনাকে ফরেক্স মাকেটে দক্ষতা অজন করতে হবে তবেই আপনি ফরেক্স থেকে লস এরাতে পারবেন | ফরেক্স থেকে আয় করতে হলে আপনাকে নিয়মিত ডেমো পারতিস করতে হবে তবেই আপনি ফরেক্স থেকে লস এরাতে পারবেন |
লস এড়নোর এবং লসের সাথে যদ্ধ করার একমাত্র হাতিয়ার হল দক্ষতা । আপনি যতই ভালো পরিমাণে বিনিয়োগ করুন না কেন আপনার যদি উপযুক্ত পরিমাণে ফরেক্স দক্ষতা না থাকে তবে আপনি কোনভাবেই এগিয়ে যেতে পারবেন না । আপনি দক্ষতা ও অভিজ্ঞতার ঝুলি যত বেশি সমৃদ্ধ আপনার লসের হার তত বেশি স্বল্প হবে । তাই সর্বক্ষণ চেষ্টা করুন লস এড়ানোর জন্য ।
ফরেক্স এ লস এড়া নোর জন্য ট্রেডারকে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে,তাছাড়া স্টপ লস ব্যাবহার করতে হবে।ফরেক্স মার্কেটে অভিজ্ঞতার প্রয়োজন আছে। অভিজ্ঞতা না থাকলে আপনি কখনোই এখানে উন্নতি করতে পারবেন না। তবে শুরুতেই আপনি অভিজ্ঞতা পাবেন না। এখানে ধৈর্য্য ধরে পড়ে থাকতে হবে, এখানে শ্রম দিতে হবে। তারপর দেখা যাবে ঠিকই আপনার অভিজ্ঞতা হয়ে গেছে। আর এখানে অভিজ্ঞতা থাকলে অনেক কিছু করা সম্ভব বলে আমি মনে করি।
ভাই ফরেক্স মাকেট থেকে লস এরাতে হলে আমি মনে করি ফরেক্স মাকেট সম্পরকে বেশি বেশি জানতে হবে | ডেমো পারতিস বেশি বেশি করতে হবে আপনি ডেমো পারতিস করতে থাকলে ফরেক্স মাকেট থেকে লস এরাতে পারবেন আশা করি | ফরেক্স মাকেট থেকে লাভ করা অনেক সহজ যদি ফরেক্স মাকেটে পরিশ্রম করা যায় |
ফরেক্স মার্কেটে আপনি অবশ্যই লস এড়াতে পারেন যদি কিছু নিয়ম ফলো করেন।যপ্তহা-
১২।মানি ম্যানেজম্যান্ট করে ট্রেড করা
২।মার্কেট এনালাইসিস করে ট্রেড ওপেন করা
৩।মার্কেতে লোভ না করা
৪।অভার কনফিডেন্স নিয়ে ট্রেড না করা।
আপনি যদি নিয়মিত ফরেক্স করেন তবে আপনি ফরেক্স এর সাথে থাকেন | ব্যবসায় লস হতেই পারে তাই বলে ভেঙে পরলে হবেন আপনাকে মনে সাহস আনতে হবে তবেই আপনি দেকবেন ফরেক্স থেকে আয় করতে পারবেন | ফরেক্স এ আয় করা যেমন সহজ তেমন লস করাও সহজ |
ফরেক্সে লস এড়ানোর উপায় ১, আপনাকে নিয়ম করে টেড করতে হবে । ফরেক্সে লস এড়ানোর উপায় ২, আপনাকে এক সিস্টেম এ টেড করতে করতে হবে । ফরেক্সে লস এড়ানোর উপায় ৩, আপনার টেডইং সিস্টেম আপনাকে ভাল করে বুজতে হবে কোন যাই গাই এই সিস্টেম এ লস হয় তা আপনাকে জানতে হবে আর সেই টেড গুল করা যাবে না আপনার ।
ফরেক্স এ লাভ কিংবা লস যাই করি না কেন তা আমদের ট্রেডের কারনেই হয়ে থাকে। তবে আপনি যদি ফরেক্স মার্কেটে লস এড়াতে চান তাহলে আপনাকে লোভকে কন্টোল করতে হবে। নিজের খেয়াল খুশি মত ট্রেড না করে মার্কেট এ্যানালাইসিস করে ট্রেড করতে হবে। কখনোই ওভার ট্রেড করা যাবে না। মার্কেট বুঝে ট্রেড করতে হবে। তাহলেই আপনি লস এড়াতে পারবেন।
কনো ব্যবসায় করতে গেলে তাতে লাভ লস থাকবেই। লস এর হাত থেকে আপনাকে বাচতে গেলে ভাল ভাবে ট্রেড জানতে হবে ভাল ভাবে ট্রেদ জানলে আপনি আর লস করবেন না। ফরেক্স এ টিকে থাকার মূল শর্ত হল ভাল করে ট্রেড জানা। যে যত বেশি ভাল ট্রেড জানে সে তত বেশি ভাল করে বা তত বেশি লাভ করতে পারে।
ফরেক্স এ লস এড়ানোর উপায় হল ফরেক্স মার্কেট এর মানি ম্যানেজমেন্ট মেনে চলা। যদি এই মানি ম্যানেজমেন্ট আমরা মেনে চলি তাহলে আমরা অনেকটা লসে থেকে মুক্তি পাব। তাই ফরেক্স এ ব্যালেন্স এ টাকা বেশী থাকতে হবে তাহলেই আমরা এই লসটাকে এড়াতে পারব।
ফরেক্স এ প্রতিটি ট্রেডারই লস করে কিন্ত লসের সমধান সরূপ লসটি কেন হয়েছে তা বিশ্লেষন করা উচিত আপনাকে লসের কারন বেড় করতে হবে এবং তার সমধান করতে হবে এবং পরর্বতীতে এই ধরনের ভুল না হয় সে দিকে নজর রাখতে হবে তবে আপনি ফরেক্স এর লস এড়াতে পরবেন ।
ফরেক্স থেকে লস এরাতে হলে আমি মনে করি ভাল করা ডেমো পারতিস করতে হবে তবেই আপনি ফরেক্স থেকে লস করবেন না | আপনি যত ফরেক্স শিখবেন তত লস করবেন না |
আমি মনে করি ফরেক্স সম্পর্কে ভালো মতো জানলে ফরেক্স এ লস ৯০% এড়ানো সম্ভব। ১০০% লস এড়ানো সম্ভব না। কোন ত্রেদারই বলতে পারে না যে সে ১০০% লাভ করবে । যদি সে ভালো ত্রেদের হয়।লস এড়াতে ফরেক্স সম্পর্কে জানতে হবে।কখন কাজ করা ভাল কখন কাজ করলে ঝুকি কম তা ভালভাবে জানতে হবে ।স্তপ লস এর ব্যবহার করতে হবে। মানি মানেস্মেন্ত টিক মতো করতে হবে। মার্কেট আনালাইসিস ভালো করে করতে হবে।
ফরেক্সে ১০০% লস এড়ানো সম্ভব না । লস কম করতে চাইলে ফরেক্স সম্পর্কে ভালভাবে জানতে হবে । মার্কেট বুঝে ট্রেড করতে হবে । এছাড়া স্টপ লস কম অংশে নামিয়ে লস কম করা যেতে পারে । বেশি ডেমো প্র্যাকটিস করতে করতে হবে।
ভাই বিষয়টা ঠিক এরকমই । আপনি যেমন ১ ডলারে ৪ ডলার লাভ করেছেন ঠিক তেমনি লাইভে ও ১ ডলারে ৪ ডলার লাভ বা লস ও করতে পারেন । কিন্তু আগে ভাল করে ফরেক্স সিক্ষে নেওয়া উচিত বলে আমি মনে করি তা না হলে লাভেরচে লসি বেসি হতেপারে।
বিভিন্ন দেশের মুদ্রা সর্বদায় পরিবরতনশিল। আপনি পত্রিকায় দেখে থাকবেন যে কখনও কখনও ডলার টাকার বিপরীতে শক্তিশালী হচ্ছে, আবার কখনও টাকা ডলার এর বিপরীতে শক্তিশালী হচ্চে। এরকম পৃথিবীর অধিকাংশ মুদ্রার বিপরিতেই হয়। সুতরাং, আপনার যদি ডলার কেনা থাকে, ডলারের বিপরীতে ইউরো এর দাম পরে গেলে আপনি ডলার বিক্রয় করে ইউরো কিনে রাখতে পারেন।
ভাই ফরেক্স থেকে লস এরাতে হলে আপনাকে বেশি বেশি ডেমো পারতিস করতে হবে | আপনি যদি ফরেক্স মাকেটে দিনে ৫ থেকে ৭ ঘন্টা ফরেক্স মাকেটে থাকেন তবে আপনি ফরেক্স মাকেট থেকে ভাল কিছু করতে পারবেন | ফরেক্স মাকেটে আপনার পরিশ্রম দিয়ে আপনি দক্ষতা অজন করেন তবে আপনি ফরেক্স থেকে আয় করতে পারবেন |
ফরেক্স এ লস এড়ানোর উপায় আছে। যত ট্রেড করব তত আমাদের রিস্ক কমে যাবে। ট্রেড করার সময় হিসাবে করতে হবে কত পিপ স্টপ লস এবং টেক প্রফিট কত দিব। তার পর ট্রেড দিয়ে ট্রেড রানিং হলে প্রফিট না হওয়া পর্যন্ত অপেক্ষা করব।
লস হলে অবশ্যই তা সহজে মেনে নিয়ে নিশ্চিত হতে হবে যে আপনার শিক্ষার অভাব রয়েছে৷ফরেক্স ট্রেডিং অবশ্যই তার নিজস্ব কৌশলে চলছে৷সেগুলো ভালোভাবে শিখে আয়ত্ত্ব করে সঠিক নিয়মে ট্রেড করতে হবে৷ফরেক্স স্টাডির জন্য অবশ্য্ই ফোরামে লেখাপড়া করে খুটিনাটি সব বিষয় শিখতে হবে ৷১০০ ভাগ রিস্ক্ ফ্রি ডেমো ট্রেডিং করে করে ট্রেডিং কৌশলগুলো ভালো ভাবে আয়ত্ত্ব করে নিতে হবে৷বিশ্বের সকল এক্সপার্ট ট্রেডারগণ প্রথমে দীর্ঘদিন যাবৎ ডেমো ট্রেড করেই দক্ষতা অর্জন করেছেন৷
এখানে আপনি অনেকভাবে আপনার লসকে এড়াতে পারবেন। এর জন্য আপনাকে মার্কেটে যথেষ্ট সময় নিয়ে সবকিছু অভজারবেশন করতে হবে। ভুল পজিশনগুলোতে কোন মতেই ট্রেড নেওয়া যাবেনা, সঠিক এনালাইসিস ছাড়া কোন ট্রেড করলেই লস খাবেন, রেনডোমলী ট্রেড করা থেকে বিরত থাকতে হবে সবসময়, আপনার টার্গেট ফিলাপ হয়ে গেলেই মার্কেট থেকে বেরিয়ে আসুন, বেশি লোভের আশায় কোন ট্রেড বেশিক্ষন হোল্ড করে ধরে রাখা যাবেনা। কেননা এগুলোই হল আপনার ফরেক্সে লস এড়ানোর উপায়।
ফরেক্স মার্কেটে যে যত বেশি দক্ষ তার সফলতার পরিমান ও ততো বেশিই হবে। ফরেক্স মার্কেটে ডেমো ট্রেড করার সময় ভালোই ট্রেড করতে পারা যায় (এটা আমার নিজের অবিজ্ঞতা)। কিন্তু রিয়েল ট্রেড করার সময় লাভ করা তেমন সহজ হয় না বেশির ভাগ ক্ষেত্রেই (এটা আমার সিনিয়রের কথা) । আমি সঠিক জানি না কারন আমি রিয়েল ট্রেড শুরু করিনি। আবার এমন নাও হতে পারে হয়তো তার কোনো অবিজ্ঞতার ঘাটতি ছিল। তাই যে যত বেশি অবিজ্ঞ সে তত বেশি লাভ করতে পারবে । আর তার কোনো লস ও হবে না।
আসলে ফরেক্স শেখার সময় থেকেই কিভাবে লস না হয় সে ট্রেনিং নিতে হয়। বেশীর ভাগ নবাগত ট্রেডার অল্প কিছু জ্ঞান নিয়েই রিয়েল ট্রেড করা শুরু করেন যার পরিনাম হয় ভয়াবহ শুধু লস আর লস। লস ঠেকাতে হলে প্রথম ট্রেডিং শিখতে হবে ডেমো ট্রেড করে যখন আপনি ডেমো ট্রেডিং এ ধারাবাহিক ভাবে লাভবান হতে পারবেন যখন তখন আপনি গিয়ে রিয়েল ট্রেড করবেন। আসলে আমার যেটা মনে হয় মানুষ ইচ্ছা করেই লস করে না হলে এতবড় একটা মার্কেট সেখানে কোন প্রকার শিক্ষা ছাড়াই রিয়েল ট্রেড করা শুরু করে দেন।
আমার জানা মতে নেই। তবে কম লস করার একটা সিস্টেম আছে। তা হল যত কম ট্রেড এ আপনার টার্গেট ফিলআপ করতে পারবেন তত কম লস হবে। কেননা যত বেশি ট্রেড তত বেশি রিক্স। আর যত বেশি রিক্স তত বেশি লস। তাই কম ট্রেড এ বেশি লাভ করা শিখতে হবে। তবেই পারবেন। অন্যথায় নয়। ধন্যবাদ
আমার জানামতে আপনি ফরেক্স ব্যবসা থেকে পুরোপুরি ক্ষতি এড়িয়ে চলতে পারবেন না। কারণ এটি এই ব্যবসার সাথে সম্পৃক্ত। তবে হ্যা আপনি যদি চান তাহলে আপনি ক্ষতি কমিয়ে আনতে পারেন আর তার জন্য আপনাকে অনেক জানতে হবে, শিখতে হবে, অভিজ্ঞতা অর্জন করতে হবে, ধৈর্য্য ধারণ করে ট্রেড করতে হবে ইত্যাদি। আপনি যদি এই সবকিছু করতে পারেন তাহলে আপনি খুব সহজেই এই ব্যবসায় আপনার ক্ষতি কমিয়ে মুনাফার পরিমাণ বাড়াতে পারবেন।
হ্যা ফরেক্সে লস থেকে বাচার অনেক উপায় আছে । তাই আপনি চাইলে ফরেক্স থেকে অনেক লস না লাভ করতে পারেন । আপনি ফরেক্স মার্কেট থেকে আয় করতে হলে আপনাকে আগে থেকে জানতে হবে ফরেক্স আসলে কি ? আর কি ভাবে ফরেক্স থেকে আয় করা যাবে । ফরেক্স ভাল জানতে পারলে আপনি কাজ করতে পারেন ।
না ভাই ফরেক্স মার্কেটে লস এড়ানোর কোন উপায় নেই। এখানে প্রতিটি ট্রেডারকে তার লসগলো মেনে নিয়েই তাকে ব্যবসা করতে হবে। এটাই হল ফরেক্স মার্কেটের বাস্তবতা। সুতরাং এর মধ্য দিয়েই আপনাকে আপনার লাভটা বের করে আনতে হবে। আর এ জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হল আপনাকে মানি ম্যানেজম্যান্ট ফলো করে রিস্ক রিওয়ার্ড রেশিওটাও কমপক্ষে ১:২ রাখতে হবে।
হ্যা ফরেক্সে লস থেকে বাচার অনেক উপায় আছে । তাই আপনি চাইলে ফরেক্স থেকে অনেক লস না লাভ করতে পারেন । আপনি ফরেক্স মার্কেট থেকে আয় করতে হলে আপনাকে আগে থেকে জানতে হবে ফরেক্স আসলে কি ? আর কি ভাবে ফরেক্স থেকে আয় করা যাবে । ফরেক্স ভাল জানতে পারলে আপনি কাজ করতে পারেন।
লস ফরেক্সের একটা মৌলিক ব্যপার। অধিকাংশ ট্রেডারই বিগিনিং পর্যায়ে এখানে লস করেন। অনেক ট্রেডার অভিজ্ঞ হওয়ার পরও লস করেন। কারন সবসময় সিদ্ধান্ত পক্ষে আসে না। আসল কথা ফরেক্সে লস কে ইজি ভাবে নিতে হবে। লস এড়ানোর জন্য সবসময় ভেবে চিনতে ট্রেড নিবেন। ভালোভাবে মার্কেট এনালাইসিস করে ট্রেড নিলে লস এড়ানো সম্ভব বলে মনে করি।
ফরেক্স বিজনেস খুব সহজ বিজনেস নয়। এজন্য এই মার্কেটে প্রায় প্রতিটি ট্রেডার লস করে থাকে। তবে আস্তে আস্তে অভিজ্ঞতার মাধমে সকল সমসার সমাধানে প্রয়োজন। নিয়ম মেনে ট্রেড করতে হবে। প্রতিটি ট্রেড অপেনের আগে অ্যানালাইসিস এবং মানি ম্যানেজমেন্ট প্রয়োগের চেষ্টা করতে হবে।
ফরেক্স ট্রেডিংয়ে লস এড়াতে হলে আপনাকে অবশ্যই লোভ পরিহার করতে হবে এবং ধৈর্য ধারন করতে হবে ।এ দুটি বিষয় মেনে চলতে পারলে আপনি ফরেক্সে লস এড়িয়ে লাভ/প্রফিট অর্জন করতে পারবেন্*।আর যদি এ দুটি বিষয় মেনে চলতে না পারেন ,তাহলে ফরেক্সে লস এড়ানোর কোন পথ আপনি পাবে না।
ফরেক্স মার্কেট এ লস এড়ানোর জন্য আপনাকে অনেক কিছু করতে হবে তবে একটা জিনিস মনে রাখবেন লসের হাত থেকে বাচার কোন রাস্তা আদৌ আছে কিনা তা কেউ বলতে পারে না। এখানে বলা হয়ে থাকে লাভ লস পার্ট অব গেইম। তাই লস না করার চিন্তা থেকে কম লস কিভাবে হবে সেই চিন্তা করা * উচিত হবে।
আগে বলুন আপনি কোন কাজে সফলতা পেতে চাইলে কি করেন ,। নিশ্চয় আপনি অনেক পরিশ্রম করেন । এই টা ও কিন্তু এর বাইরে নয় । আপনি সফলতা পেতে হলে অনেক পরিশ্রম করতে হবে । এই মার্কেট আসার আগে আপনি জানতে হবে এই মকারকেত সম্পর্কে । কিভাবে আয় করা জাই কিভাবে লস থেকে বাসা জাই । কন পথে কাজ করলে বেসি আয় করা জাই । ভুল থেকে দূরে থাকবেন।
আমি বলবো ফরেক্সে লস এড়ানোর জন্য আপনাকে সর্বদা সক্রিয় থাকতে হবে । কখন নিউজ হয় ,কখন ট্রেড করলে ভালো হয় এদিকে খেযাল রাখতে হবে । এছাড়াও ফরেক্সে লস এড়ানোর জন্য আপনাকে লিবারেজের দিকে চোখ রাখতে হবে । সবসময় লিবারেজের দিকে খেয়াল রেখে ট্রেড করলে আশাকরি লস হওয়ার সম্ভবনা কম থাকে । স্টপ লস দিযে রাখলেও অনেক সময় লসের আশংকা কম থাকে । সুতরাং আমরা যখন ট্রেড করব তখন সর্বদিক খেয়াল রেখেই করব তাহলে আশাকরি লস এড়ানো সম্ভব ।
আমরা সবাই জানি যে ব্যাবসায় লাভ ও লস দুটিই আছে। তাই ফরেক্সে রকরতে গেলে আমাদের দরকার অনেক অনুশীলন করা।ফরেক্সে সর্ম্পকে ভালো ভাবে জ্ঞান অর্জন করা।ফরেক্সে এ লস এরানোর জন্য সচেতন ভাবে কাজ করা।এবং জানা দরকার কখন কাজ করলে ঝুকি কম থাকে।এভাবেই লস এড়ানো যেতে পারে। লস হলেও আপনাকে হতাশ হলে চলবে না।ধৈর্য ধরে একবার ভালবাভে বুঝে ফরেক্সে করলে অনেক লস কম হবে।এছারা বিভিন্ন ইনডিকেটর আছে সেগুলো বুঝতে পারলে ফরেক্সে লস অনেক অংশ কম হবে ।