আমরা অতিরিক্ত লাভ কখনোই আশা এই ফরেক্স ব্যবসা দিয়ে করবো না । আমরা যদি দক্ষতা অর্জন করার চেষ্টা করি তাহলে অবশ্যই আমরা লাভবান হতে পারব । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য বেশী আশা করব না ।
Printable View
আমরা অতিরিক্ত লাভ কখনোই আশা এই ফরেক্স ব্যবসা দিয়ে করবো না । আমরা যদি দক্ষতা অর্জন করার চেষ্টা করি তাহলে অবশ্যই আমরা লাভবান হতে পারব । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য বেশী আশা করব না ।
আমাদের অনেকের কাছে মনে হয় ফরেক্স মার্কেট হচ্ছে একটি লোভনীয় মার্কেট।ফরেক্স মার্কেট এ আপনি যত আসা করবেন হইত তত পেতে পারেন। কিন্তু তা আপনার জন্য ভালো হবে না। আপনি ফরেক্স মার্কেট এ লোভ করেছেন তো মরেছেন । মনেকরেন আপনি একটি ট্রেড দিয়েছেন।কিছুক্ষণ পরে দেখলেন আপনার আয় হচ্ছে তা দেখে আপনি আপনার ট্রেড টি ক্লোজ করলেন্না আর বেসি আয় এর জন্য। কিন্তু এর পর আপনার শুধু লস হচ্ছে। কারন আপনি ট্রেড করে বেসি লাভ এর আসাই বসে ছিলেন।
কথাটা সম্পূর্ণ সত্য । একটি ট্রেডে বেশী লভাংশ আশা করা ঠিক নয় । আমরা কোন সময়ে বেশী লাভ আশা করব না তাহলেই আমরা সফলকাম হতে পারব । সুতরাং আপনারাও সব সময় এই ব্যবসা করার জন্য বেশী বেশী ধৈর্য্য ধারণ করার চেষ্টা করুন এবং সে মোতাবেক কাজ করলেই সফল ব্যবসায়ী হতে পারবেন ।
আমি আপনার সাথে কারন ফরেক্স মার্কেটে আপনি বেশি লাবের আশা করবেন তাহলে যেটা প্রপ্রিট আছে সেটা চলে যাওয়ার সম্ভবনা বেশি থাকে তাই আমাদের কে অনেক বেশি করে চিন্তা ট্রেড বন্ধ বা ক্লোজ করতে হবে।
ফরেক্স ট্রেডে আপনি একটি ট্রেডে বেশী লাভের আশা করা ঠিক না ,কেননা অধিকে লাভের লোভে পড়ে আপনার এত বড় লস হতে পারে যে একাউন্ট শূন্য হতে পারে । তাই লোভকে ছেড়ে সময় নিয়ে ছোট ছোট ট্রেড করে লাভ করাই ভাল । এতে আপান এক সময় সফল হতে পারবেন ।
কথাটা ঠিক বলা হয়েছে যে একটি ট্রেডে বেশী লাভ আশা করা ঠিক নয় । অামরা যদি আগে দক্ষতা অর্জন করতে পারি তাহলে অবশ্যই সফলকাম হতে পারব । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য আগে অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করব তাহলেই আমর সফলকাম হতে পারব । অতএব আমরা সব সময় এই ব্যবসা করার জন্য ধৈর্য্য ধারণ করার চেষ্টা করব ।
বেশি লোভ সব সময় বিপদ ডেকে আনে।একটি ট্রেডে বেশি লাভের আশা করলে প্রফিট না হয়ে বরং লস হতে পারে। এজন্য নতুনদের সবসময় ডেমো্ একাউন্ট ট্রেড করে দক্ষতা বাড়ানো উচিত। তাহলে লসের সম্ভাবনা কম থাকে।আস্তে আস্তে করে আপনিও হয়ে উঠতে পারেন একজন অভিজ্ঞ ট্রেডার । এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটি হল ধের্য।
বর্তমানে সরকারী কার্যক্রম অব্যাহত রয়েছে।আর ব্রিটেইন আগিয়ে থাকায় এর তেমন কোন মাত্রাতিরিক্ত প্রভাব পড়বে বলে মনে হয় না।অর্থনৈতিক দিক থেকে যদি কিছুটা ভাল করে,তাহলে অবশ্যই ফলাফলও ভাল হবে।
লোভ হচ্ছে প্রত্যেক ট্রেডারের প্রধান শত্রু।যখন দেখা যায় ট্রেড এ লাভ হয়েছে তখন ট্রেডকে দীর্ঘায়িত না করে ধৈর্যসহকারে লোভ সামলে ট্রেডটিকে কেটে দিতে হবে। যারা লস করে তাদের ৯৫% ই লস করে একটি ট্রেড থেকে বেশি লাভ করতে যেয়ে। ফরেক্স মার্কেট এ লোভ করেছেন তো মরেছেন।লাভ করার আশা বা চিন্তাটা আসলে কোন দোষের নয় তবে প্রফিটের পাশাপাশি অতিরিক্ত লাভের লোভ করার পর মার্কেট যদি আপনার ট্রেডের প্রতিকূলে চরে যায় তা হলে বড় ধরনের লস থেকে আপনার অ্যাকাউন্টকে জিরো প্রর্যন্ত হতে পারে।
আপনি ঠিক কথা বলেছেন।কিন্তু ফরেক্স মার্কেটে এমন কোন ট্রেডার নেই যে লোভ করে না।আর এই লোভের জন্য আমরা মার্কেটে লস করি বা কম লাভ নিই।ফরেক্স মার্কেতে একটা ট্রেড থেকে বেশি লাভ আশা করা যাবে না।অল্প পরিমান লাভ হলেই ট্রেড ক্লোজ করা উচিত।
স্কাল্পিং সবাই করতে পারে না। যারা ফরেক্স মার্কেটে অভিজ্ঞ তারাই কেবল স্কাল্পিং করতে পারে। যারা নতুন তাদের স্কাল্পিং হতে বিরত থাকা উচিত। অল্প কিংবা বেশি ব্যালেন্স যাই হোক না কেন একটির বেশি ট্রেড করা উচিত নয়। একটি ট্রেড বন্ধ করে তবেই নতুন করে আবার ট্রেড করা উচিত। আসলে আপনি বেশি লাভ নিবেন নাকি কম লাভে ট্রেডটি ক্লোজ করে দিবেন তা নির্ভর করে আপনার এ্যানালাইসিসের উপর।
প্রত্যেক ট্রেডে বেশি লাভের আশা করা দরকার। তবে এব্যাপারে সতর্ক থাকতে হবে, যেন লস না হয়। লসের সম্ভাবনা দেখা দিলেয় ট্রেড ক্লোজ করা উচিত।
কথাটা সম্পূর্ণ সত্য । আমরা সব সময় লোভ কম করব । যে ট্রেডার লোভ বেশী করবে সে অবশ্যই সমস্যায় পড়ে যাবে । আমরা কখণোই লোভে পড়ে বেশী ট্রেড করব না তাহলেই আমরা সমস্যায় পড়ে যেতে পারি । অতএব আমরা ধৈর্য্য ধারণ করে এই ব্যবসা করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য একটা ট্র্রেড দিয়ে বেশী লাভের আশা করা ঠিক নয় ।
একটি ট্রেডে কত প্রফিট নেবেন সেটা নির্ভর করে ট্রেডিং স্টাটেজির উপর । আর একটি স্টাটেজিতে নিদিষ্ট পরিমান প্রফিট এর বেশী নেওয়া উচিত না । আপনি যত লোভ করবেন ততআপনার একাউন্ট কমতে থাকবে ।
অতি লোভ এ তাতি নষ্ট কথায় আছে, বেশি লোভ করবেন তো মরবেন, তবে একসাতে অনেক গুলা ট্রেড করা উচিত নয় একটা শেষ হলে আর একটা শুরু করা উচিত। তবে কখোন ট্রেড কলোজ করতে তা ভাল ভাবে বুঝতে হলে আপনাকে দক্ষ হতে হবে, আর এর জন্য আপনাকে ফরেক্স বিষয় এ পড়াশুনা করতে হবে
আপনাকে মনে রাখতে হবে ফরেক্স মাকেট রিক্সি মাকেট ফরেক্স এ বেশি লোভ আপনাকে ফতুর করে দিতে পারে | আমি মনে করি ফরেক্স মাকেটে বেশি লোভ না করে ফরেক্স থেকে অল্প ভাল করে ট্রেড কেটে দেও্য়া ভাল তবে আপনি ফরেক্স থেকে আয় করতে পারবেন | আর লোভ আপনাকে লস এর দিকে নিয়ে যাবে |
ফরেক্স এর প্রথম শ্ররত লোভ না করা।বেশি লভ করলে একাউন্ট জিরো হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমদের প্রত্যকের উচিত লোভ নিয়ন্ত্রন রেখে একটা একটা করে ট্রেড দেয়া। তাতে ট্রেড এ মোনযোগ দেয়া যায়।এবং একাঊণ্ট জ়িরো হওয়ার সম্ভাবনা কম থাকে।এজ়ন্য একটি ট্রেড থেকে লাভ করার আশা বেশি থাকে।
আমরা যখনই ফরেক্স মার্কেট এ ট্টেড করব তখন আমরা যে কোন একটিতে ট্টেড করব। কারন ফরেক্স মার্কেট এ যে কোন সময়তে অনেকটা মুভমেন্ট করে আর তখনই অনেকটা ঝুকি থাকে। আমরা যদি এক পেয়ার ছাড়া আর 2,3 টা পেয়ালে ট্টেড করি তাহলে অনেকটা ঝুকি থাকে । তখনই ব্যালেন্স জিরো হওয়ার সম্ভাবনা বেশী থাকে। তাই আমরা যে কোন একটিতে ট্টেড করব তাহলেই ভাল সুফল পাওয়া যাবে।
হ্যা আপনি একটি ট্রেড করে বেশি লাভের আশা করতে পারেন তবে আমি মনে করি আপনি অবশ্যই মাকেট এনালাইসিস করে ট্রেড করবেন না হলে আপনি একটা ভুলে আপনাকে লস হয়ে আপনাকে ফকির না হতে হয় | আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি ধন্যবাদ|
ফরেক্স এ আমরা যত লাভের আশা করি তা লাভ করা যায় না। ফরেক্স মার্কেট এ যে কোন একটিতে ট্টেড করলে লাভ হয়। একটি ছাড়া অধিক এ ট্টেড করলে অনেকটা লাভ হবে না, বরং তা লস হবে। তাই আমার মতে যে কোন একটিতে লাভ করা উচিত।
একটি ট্রেডে বেশী বেশী আয়ের কথা চিন্তা করা ঠিক নয় । আমরা সব সময় ফরেক্স ব্যবসা লাভের চিন্তা না করে এ্যাকাউন্ট টিকিয়ে রাখার চেষ্টা করব । আমরা বেশী বেশী ধৈর্য্য ধারণ করার চেষ্টা করব তাহলেই লাভবান হতে পারবে । অতএব আমরা সব সময় ফরেক্স ব্যবসায় টিকে থাকা হল আসল । আপনারাও সব সময় ফরেক্স ব্যবসা ধৈর্য্যের সহিত করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।
ফরেক্স মার্কেটে একটি ট্রেডে বেশি লাভ করা উচিত না ।এই কথাটা ভুল।কারন মার্কেট বেশি লাভের আশা করা যাই যদি ভাবে মার্কেটে এনালাইসিস করা যাই।আমি মনে করি মার্কেয়টে একটি ট্রেডে সঠিক ট্রেন্ড লাইন ধরে যদি ট্রেড করা যাই তাহলে ভাল লাভ করা যাই।
ভাই আমি আপনার কথা মানতে পারলাম না ফরেক্স থেকে আপনি যদি দক্ষ হন তবে আপনি ফরেক্স থেকে বেশি বেশি আয় করতে পারেন একটি ট্রেড এ | ফরেক্স মাকেটে আমি মনে করি দক্ষ ট্রেডার দের জন্য দক্ষ না হলে ফরেক্স থেকে আয় করা সম্ভব না |
লোভ সব নষ্টের মূল । ফরেক্সে লোভ করা একেবারেই যাবে না । একটি ট্রেডে বেশি লাভ করার চিন্তা করা যাবে না । তাতে আপনি লস করবেন । তবে লাভ করার আশা থাকবেই । তার জন্য আপনাকে প্রফেশনাল ট্রেডার হতে হবে । লাভের আশা না করলেও লাভ করা যায় না ।
আমি যতদূর জানি ফরেক্স মার্কেট হচ্ছে একটি লোভনীয় মার্কেট।ফরেক্স মার্কেট এ আপনি যত আসা করবেন হইত তত পেতে পারেন। কিন্তু তা আপনার জন্য ভালো হবে না। আপনি ফরেক্স মার্কেট এ লোভ করেছেন তো মরেছেন । মনেকরেন আপনি একটি ট্রেড দিয়েছেন।কিছুক্ষণ পরে দেখলেন আপনার আয় হচ্ছে তা দেখে আপনি আপনার ট্রেড টি ক্লোজ করলেন্না আর বেসি আয় এর জন্য। কিন্তু এর পর আপনার শুধু লস হচ্ছে। কারন আপনি ট্রেড করে বেসি
ফরেক্স মার্কেটে ট্রেড করে সফল হতে হলে সবসময় বুঝেশুনে ট্রেড করতে হবে।মার্কেটের পজিশন বুঝে ট্রেড করতে হবে এবং একটা ট্রেড এন্ট্রি ভালো পজিশনে অপেন করতে হবে এবং ভালো পজিশনে ট্রেড থেকে বেরিয়ে আসতে হবে এবং ট্রেড ক্লোজ করতে হবে। বেশি বা কম মূল কথা নয় বরং মার্কেটের অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা উচিত বলে আমি মনে করি।
আসলে বেশি বা কম লাভ এটা নির্ভর করে তার এনালাইসিসের ওপর। আমার এনালাইসিস যদি ঠিক হয় তবে আমি বেশি লাভ করতে পারি। তবে আমাদের মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করাই উত্তম।
আমি মনে করি বেশি বেশি ট্রেড না করে শিওর হয়ে একটা ট্রেড ওপেন করাই ভালো । কারন যখন আপনি বেশি বেশি ট্রেড ওপেন করবেন তখন ভুল ও হতে পারে তাছারা যখন আপনে কম ট্রেড অর্থাৎ একটা ট্রেড ওপেন করবেন তখন সেটাতে বেশি করে লট দিয়ে আপনার টার্গেট ফিলাপ করাই ভালো ।সাধারনত লং টার্ম ট্রেড করেবন তাহলে ভালো প্রফিট পাবেন ।তাই কম ট্রেড ওপেন করুন আর ভেশি লাভের আশা রাখুন ।
আমি প্রথমে যা ভাবছিলাম যে বেশী পেয়ারে এবং বেশী ট্টেড এ লাভ বেশী হবে। কিন্তু আমি যখন এটা করেছি তখন আমার এক চাঞ্জে ব্যালেন্স জিরো হয়ে গেছে। তাই একটি ট্টেড করাই ভাল বেশী ট্টেড দিয়ে বেশী লাভ আশা করা ঠিক না।
একটা টেড বেশি আশা করা ঠিক না এই কথাটা পুরুপুরি ঠিক না কারন আমার একটা টেড এ স্টপ লস যদি ১০ পিপ্স হয় তা হলে আমার সেই টেড এ আমার টিপি হয় ৫০ পিপ্স থেকে ১০০ পিপ্স তাই আমি সেই টেড থেকে অনেক বেশি ডলার আশা করতে পারি । আমি যদি ১০ তা টেড এর মধ্য ৩ তা টেড এ লাভ করতে পারি তা হলে আমার লাভ থাকবে ।
আমি আপনার কথার সাথে একমত ফরেক্স মাকেট থেকে লাভ করা অনেক কথিন তাই আমি মনে করি অল্প লাভ নিয়ে ট্রেড কাটা থিক হবে | ফরেক্স থেকে আপনি যদি বেশি লাভ নিতে চান তবে আপনি ফরেক্স মাকেটে থেকে লস করেন | ফরেক্স থেকে অল্প লাভে খুশি থাকা ভালো | আমি এক সময় ফরেক্স থেকে অনেক লস করছি বেশি লোভ করে আমার মত ভুল আশা করি আপনি করবেন না |
অনেকের কাছে ফরেক্স মার্কেট হচ্ছে একটি লোভনীয় মার্কেট।ফরেক্স মার্কেট এ আপনি যত আসা করবেন হইত তত পেতে পারেন। কিন্তু তা আপনার জন্য ভালো হবে না। আপনি ফরেক্স মার্কেট এ লোভ করেছেন তো মরেছেন । মনেকরেন আপনি একটি ট্রেড দিয়েছেন।কিছুক্ষণ পরে দেখলেন আপনার আয় হচ্ছে তা দেখে আপনি আপনার ট্রেড টি ক্লোজ করলেন্না আর বেসি আয় এর জন্য। কিন্তু এর পর আপনার শুধু লস হচ্ছে। কারন আপনি ট্রেড করে বেসি লাভ এর আসাই বসে ছিলেন।
অামরা একটি ট্রেড করেই যদি অধিক মুনাফা আশা করি তাহলেই সমস্যায় পড়ে যাব । আমরা লোভ কম করব তাহলে আমরা আমাদের এ্যাকাউন্ট ধরে রাখতে পারব । আর আপনারাও চেষ্টা করে কিভাবে আপনাদের এ্যাকাউন্ট টিকিয়ে রেখে তারপর যেন কাজ করতে পারেন । অতএব এ্যাকাউন্ট ধরে রাখাটাই হল আসল বিষয় । যে ট্রেডার তার এ্যাকাউন্ট ধরে রাখতে পারবে সেই লাভবান হতে পারবে ।
একজন দক্ষ ট্রেডার মার্কেটের গতি বুঝে ট্রেড করে থাকেন। আমরা ফরেক্স ট্রেডাররা সব সময় ট্রেডের সামনে থাকতে পারি না। কাজেই টেকপ্রফিট সেট করে রাখাই বুদ্ধিমানের কাজ। টেকপ্রফিট সেট করার জন্য টেকনিক্যাল এনালাইসিস এর সাপোর্ট এবং রেসিস্ট্যান্স ভাল করে আয়ত্ব করতে হবে। একটি ট্রেড যখন লাভে থাকে তখন সন্তষ্টিজনক স্থানে পৌছুলে ক্লোজ করে দেয়া ভাল। অনেক সময় লাভে থাকা ট্রেড আবার লস হয়ে যায়।
একটি ট্রেড নিয়ে লাভের maximum profit 10$ এর বেশি চাওয়া ঠিক হবে না। আমি দেখেছি যে, সবচেয়ে 5$ profit accept করলে ভাল হয়। তবে কিছু expert trader আছে তারা যা 01 lot size টেড্র করে 35 $ পর্যন্ত নিয়ে থাকে।
বাংলায় একটা প্রবাদ আছে, "লোভে পাপ, আর পাপে মৃত্যু"। এই প্রবাদটা ফরেক্সের ক্ষেত্রে ১০০% সত্য। এখানে যে যত বেশি ধৈর্যশীল হবে, উপযুক্ত সময়ের অপেক্ষা করতে পারবে, ঝোপ বুঝে কোপ মারতে পারবে তারাই সাফল্য অর্জন করতে পারবে। না হলে এই মার্কেট থেকে কোন কিছুই পকেটে নেয়ার সুযোগ থাকবে না। তাই, একটা ট্রেডে বেশি লাভের আশা করা উচিত নয়।
ফরেক্স মার্কেটে লাভ করার আশা বা চিন্তাটা আসলে কোন দোষের নয় তবে আপনাকে প্রফিটে পাশাপাশি এই কথাটাও মনে রাখতে হবে যে আপনি অতিরিক্ত লাভের লোভ করার পর মার্কেট যদি আপনার ট্রেডের প্রতিকূলে চরে যায় তা হলে কিন্তু তখন আপনাকে বড় ধরনের লসের দিকে অগ্রসর হতে হবে যা আপনার অ্যাকাউন্টকে জিরো প্রর্যন্ত করে দিতে পারে তাই প্রতিটি ট্রেডে অল্প লাভে খুশি থাকাই হল বুদ্ধিমান ট্রেডারদের অন্যতম বৈশিষ্ট্য।
হ্যা ভাই, আপনি ঠিক বলেছেন। আমাদের একটি ট্টেড এ বেশী আশা করাটা ঠিক না। কারন আমি নিজে এটা চেষ্টা করেছি যে আমি যখন একাধিক ৩ থেকে ৪টা ট্টেড করেছি তখন আমার অনেকটা লস হয়েছে। আর যখন আমি নিয়মিত একটি সঠিক টার্গেট করে ট্টেড করেছি তখন আমি ১৩ ডলার এ মত আয় করতে পেরেছি। আমি এখন খুব কম ট্টেড করি এতে আমার ধারনা মতে আমি ফরেক্স থেকে আয় করতে পারি।
আমার মনে হয় শুধু ফরেক্স না লোভ সব ব্যাবসার জন্য ক্ষতির কারন, প্রতেক মানুষ আশা করে তবে তার সিমাবদ্ধতা আছে , আশা নিয়ে ফরেক্স ট্রেড করতে নেমেছে,আশাটা যেন সিমার ভিতরে থাকে সে দিকে লক্ষ রাখতে হবে।
ফরেক্স মার্কেটে অতিরিক্ত লোভ করার পর মার্কেট যদি আপনার ট্রেডের প্রতিকূলে চলে যায় তাহলেই অাপনি সমস্যায় পড়ে যাবেন । আমাদের সবসময় লং টার্ম ট্রেড টার্গেট করতে হবে । অামরা তাহলেই সফলতা অর্জন করতে পারব । অামরা বেশী করে মার্কেট এ্যানালাইসিস করার চেষ্টা করব তাহলেই অামরা সফলকাম হতে পারব ।