-
ফরেক্সে ট্রেড করতে হলে প্রথমে ফরেক্স সম্পর্কে ভাল ভাবে জানতে হবে । প্রথমে ফরেক্স এর কাজ শিখতে হবে কাজ না শিখে সফল ভাবে ফরেক্স করা যায় না । প্রাথমিক ভাবে সকলের ই ডেমো অ্যাকাউন্ট থেকে শিক্ষা নেয়া উচিৎ । সফল ভাবে ট্রেড করার ক্ষেত্রে ডেমো অনেক সাহায্য করে-আমি মনে করি সকলের ই ডেমো ট্রাই করে লাইভ অ্যাকাউন্টে এ যাওয়া উচিৎ । প্রখম অবস্খায় লস হতে পারে কারন সে সময় দক্ষতা কম থাকে ।তাই ধৈর্য নিয়ে কাজ করতে হবে ।
-
হ্যা ফরেক্স হল একটি উভয় মুখি বাজার তাই এখানে মার্কেট উঠার সম্ভাবনা থাকলে বাই এবং মার্কেট নামার সম্ভাবনা থাকলে সেল করে প্রফিট করা যায়। ধন্যবাদ।
-
ফরেক্স মার্কেট একটা আন্তর্জাতিক ব্যবসা ফরেক্স মার্কেতে তখন ট্রেড করতে হয় যখন বাজার সহজ উঠা নামা করে। প্রখম অবস্খায় লস হতে পারে কারন সে সময় দক্ষতা কম থাকে ।তাই ধৈর্য নিয়ে কাজ করতে হবে ।
-
ফরেক্স ট্রেড করতে হলে আপনাকে প্রথমে আপনার বিনিয়োগ করা মুলধন দ্বারা দুইটি মুদ্রার কারেন্সি পেয়ার ক্রয় করতে হবে। তারপর দুইটির মধ্যে মুল্যের উঠানামার পার্থক্য অনুযায়ী বুঝে ক্রয় বা বিক্রয়ের মাধ্যমে লাভ অর্জন করতে হবে।
-
ফরেক্স মার্কেটে দুমুখী লাভ করা যায়। এই জন্য ফরেক্স মার্কেটে ট্রেড করার ধরণ একটু ভিন্ন। এখানে কোন মূদ্রার দাম বেশি হলে বা কোন মূদ্রার দাম কম হলে দুই দিক থেকে ট্রেড করার মাধ্যমে একজন ট্রেডারর লাভ করতে পারে। তবে এই ক্ষেত্রে ফরেক্স মার্কেট বিভিন্ন চার্ট নিয়ে এনালাইসিস করতে হবে । আর না হলে ভুল ট্রেড করে লস হতে পারে।
-
হ্যাঁ ফরেক্স মার্কেট কিছুটা শেয়ার বাজার এরমত কিন্তু ফরেক্স মার্কেটে দুই দিক থেকেই লাভ করা যায় । মনে করেন আপনি একটি ট্রেড বাই দিয়ে ফেলেছেন কিন্তু মার্কেট এখন সেল এর দিকে যাচ্ছে আপনি শুধু লস করবেন তা নয় আপনি সাথে সাথে সেল ট্রেড দিয়েও লাভ করতে পারেন ।
-
ফরেক্স মার্কেটে কাজ করতে হলে ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল জ্ঞান থাকতে এবং ডেমো অ্যাকাউন্ট এ কাজ করে নিজেকে দক্ষ করে তুলতে হয়। ফরেক্স শেয়ার মার্কেটের ন্যায় একমুখী বাজার না যে মার্কেট আপ হলেই লাভ হবে। আপনি ফরেক্স মার্কেটে , মার্কেট আপ হলেও লাভ করতে পারেন লও হলেও লাভ করতে পারেন। এটি নির্ভর করে আপনার বাই/সেল করার উপর।
-
শেয়ার বাজার একমুখী ব্যাবসা। আর ফরেক্স উভয়মুখী ব্যাবসা। শেয়ার বাজারে শুধু শেয়ারের দাম বাড়লে লাভ হয়। কিন্তু ফরেক্সে দাম কমলে বা বাড়লেও লাভ হতে পারে। এখানে দাম কমলে বা বাড়লে বাই সেল করতে হয়। ধন্যবাদ
-
হ্যা বন্ধু ফরেক্স মার্কেট হল দ্বিমুখী তাই আপনি যদি মনে করেন যে কোন পেয়ারের কোন কোরেন্সির দাম বাড়বে আপনি সেই কোরেন্সিতে বাই দিয়ে এবং দাম কমবে মনে করলে সেল দিয়ে লাভ করতে পারেন আর এটাই হল সংক্ষেপে ট্রেড। ধন্যবাদ।
-
ফরেক্স এমন একটি বিজনেস আপনি চাইলেই আয় করতে পারবেন না।এখানে লোভ করা চলবে না । সফল ভাবে ট্রেড করার ক্ষেত্রে ডেমো অনেক সাহায্য করে-আমি মনে করি সকলের ই ডেমো ট্রাই করে লাইভ অ্যাকাউন্টে এ যাওয়া উচিৎ ।প্রথমে মার্কেট আনাল্যসিস শিখতে হবে তারপর আস্তে আস্তে ট্রেড শুরু করতে হবে । শুরুতে লস হতে পারে কারন সে সময় দক্ষতা কম থাকে ।
-
ফরেক্স মার্কেটে ফরেক্স ট্রেডিং করতে হলে প্রথমে ফরেক্স সম্পর্কে পরিপূর্ন জ্ঞান অর্জন করতে হবে,প্রাথমিকভাবে ভাল করে ডেমো ট্রেডিং করে দক্ষতা অর্জন করতে হবে,কমপক্ষে দুইমাস নিয়মিত প্রতিদিন ডেমো ট্রেডিং করতে হবে।এরপরে একটি ভাল ব্রোকারে লাইভ একাউন্ট খুলে,তাতে ডিপোজিট করে তারপরে ফরেক্স ট্রেডিং করতে হবে।
-
ফরেক্সে ট্রেডিং
সাধারনভাবে বলতে গেলে ফরেক্সের ট্রেড খুব সহজ মনে হতে পারে। যেমন মার্কেট নিচের দিকে নামার সম্ভবনা থাকলে সেল করতে হবে আর উপরের দিকে যাওয়ার সম্ভবনা থাকলে বাই করে প্রফিট করব। কিন্তু এই সেল আর বাই করে নিয়োমিত প্রফিট করতে হলে মার্কেট সম্পর্কে প্রচুর ধারনা অর্জন করতে হবে। অন্যথায় নিয়মিত প্রফিট করে ট্রডিংয়ে সফল হওয়া যায় না।
-
ফরেক্স মার্কেট এমন একটি মার্কেট যেখানে মুদ্রার দাম কম লে বা বাড়লে দুই দিকে লাভ হতে পারে । আপনার লাভ লস নিরভর করে আপনার ট্রাড করার উপর । সেল দিলে মার্কেট নিচে নামলে প্রফিট অ্যান্ড বাই দিলে মার্কেট উপরে উঠলে লাভ। আপনার প্রতিকুলে গেলে লস হবে ।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আগে ফরেক্স সম্পর্কে জানতে হবে। শুরুতেই রিয়েল ট্রেড নাকরে ডেমো প্রাকটিস করতে হবে। এনালাইসিস করা শিখতে হবে, ইনডিকেটর ব্যবহার শিখতে হবে। তারপর রিয়েল ট্রেড শুরু করতে পারেন।
-
ফরেক্স এ ট্রেড করার জন্য প্রথমে ফরেক্স একাউন্ড খুলতে হবে। ফরেক্স মার্কেট সম্পর্কে অরেনক বেশি জানতে হবে। অনলাইনে ফরেক্স এর যে কয়টি ওয়েবস্ইড রয়েছে সেগুলো দেখতে হবে সম্ভব হলে পর্যবেক্ষণ করতে হবে। যে যত বেশি এই সম্পর্কে ধরণা রাখবে সে ফরেক্স মার্কেটে ট্রেড ভাল করবে।
-
ফরেক্সকে অনেকেই শেয়ার বাজারের মত তুলনা করে ফেলেন। কিন্তু বিষয়টা হল শেয়ার বাজার এক মুখী আর ফরেক্স দ্বিমুখী। শেয়ার বাজারে দাম বৃদ্ধি হলেই শুধু লাভ হয়, কিন্তু ফরেক্সে দাম বৃদ্ধি কিংবা হ্রাস উভয় ক্ষেত্রেই লাভ লস হয়। শুধু আমাদের ভেবে চিন্তে ট্রেড ওপেন করতে হবে। মার্কেট উর্ধ্বমুখী হলে বায় এবং নিম্নমুখী হলে সেল নিতে হবে তবে অবশ্যই এনালাইসিস করে।
-
শেয়ার বজারে এক মুখী ব্যবসা হয়। শেয়ারে শুধুমাত্র দাম বাড়লে লাভ হয়। কিন্তু এখানে দাম বাড়লে অথবা কমলে উভয় ক্ষেত্রেই লাভ-ক্ষতি হতে পারে। এখানে অনুমান করে দাম কমলে সেল করে আর দাম বাড়লে বাই করে মুনফা করা সম্বব।
-
ফরেক্স একটি আন্তর্জাতিক শেয়ার মার্কেট। আমাদের দেশে শেয়ার একমুখী। কিন্তু ফরেক্স মার্কেট প্রতিদিনই উঠা-নামা করে। তাই উঠার সময় আপনি বাই করবেন এবং নামার সময় আপনি সেল করবেন। আর এগুলো শিখার জন্য আপনাকে ধৈর্য ধরে ডেমো একাউন্টে প্র্যাকটিস করতে হবে। সেখান থেকে অর্জিত অভিজ্ঞতা পরবর্তীতে লাইভ একউন্ট এ ব্যবহার কবেন। তবেই সফল হতে পারবেন।
-
ফরেক্স হল এমন এক প্রতিষ্ঠান যা থেকে আমরা কিছু শিখতে পারি। আমরা ফরেক্স ট্রেডিং করি এই মার্কেট থেকে টাকা বের করার জন্য ।যা ডিপোজিট করবেন তার ১০% করে লাভ তুল্বেন প্রতি দিন ।ফরেক্স বিজনেসে মানি ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। মানি ম্যানেজমেন্ট সঠিক ভাবে সিলেক্ট করতে না পারলে ফরেক্সসহ অন্য যে কোন বিজনেস করতে পারবেনা ফরেক্স এ অভিজ্ঞতা অর্জনের অনেক গুলো মাধ্যম আছে যার মধ্যে অনলাইনে ডিডিও লার্নিং অন্যতম ।ফরেক্স মার্কেটে ইনভেস্ট করার আগে এর সম্পর্কে দক্ষতা অর্জন করতে হয় তাহলে সে সফলতা অর্জন করতে পারবে ।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে আগে ফরেক্স সম্পর্কে অবিজ্ঞতা অর্জন করতে হবে।ফরেক্স মার্কেট মুদ্রা কেনা বেচার বাজার।ফরেক্স বিজনেস লাভ করা যেরকম সহজ আবার অনেক কঠিন।তাই ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে ধৈর্য জ্ঞান থাকতে হবে এবং মার্কেট এনালাইসিস করে ট্রেড করতে হবে।
-
পৃথিবীর সব বেবসাতেই লাভ লোকসান আছে কিন্তু এই ফরেক্স মার্কেটে লোকসান টা খুবই কম । কারন ফরেক্স মার্কেট একটা আন্তর্জাতিক ব্যবসা ফরেক্স মার্কেতে তখন ট্রেড করতে হয় যখন বাজার সহজ উঠা নামা করে। যখন উটতে থাকে তখন অনুমান করে দাম কমলে সেল করে আর দাম বাড়লে বাই করে মুনফা করা সম্বব।
-
ফরেক্স মার্কেট মুলত হচ্ছে একটা আন্তর্জাতিক ও স্মার্ট বিজনেস। এখানে আমরা মুলত কয়েকটি দেশের মুদ্রা নিয়ে ট্রেড করে থাকি। আর এই ফরেক্স মার্কেটের সুবিধা স্টক মার্কেট কিবা শেয়ার মার্কেটের চেয়ে বেশি। ফরেক্স মার্কেটে আমরা সব দিকে ট্রেড করতে পারি। যদি মুদ্রার মান উপরে যায় কিবা নিচের দিকে যায় আমরা কিন্তু আমাদের নলেজ দ্বারা বাই এবং সেল এ ট্রেড করে থাকি যা শেয়ার মার্কেটে নেই। তবে ফরেক্স মার্কেটে নিজেকে একজন দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তুলতে আমাদের একটু সময় দিতে হবে , ধৈর্য দড়তে হবে এবং ডেমো করা ভালো।
-
ফরেক্সে ট্রেড করতে হলে প্রথমে ফরেক্স সম্পর্কে ভাল ভাবে জানতে হবে । প্রথমে ফরেক্স এর কাজ শিখতে হবে কাজ না শিখে সফল ভাবে ফরেক্স করা যায় না । প্রাথমিক ভাবে সকলেরই ডেমো অ্যাকাউন্ট থেকে শিক্ষা নেয়া উচিৎ । ভাল করে শিখে তারপর ব্যবসা করতে হবে তাহলে আর লোকসান আর কোন ভয় থাকবে না।
-
ফরেক্সে বৈদেশিক মুদ্রা কেনা বেচা করা হয়। এখানে দ্বিমুখী ট্রেড অপেন করা যায়। মার্কেট যদি ওপরে যায় বলে মনে করেন তাহলে বাই ট্রেড অপেন করতে হবে এবং যদি মনে করেন মার্কেট নিচে যাবে তাহলে সেল ট্রেড অপেন করতে হবে। এতে আপনাকে এনালাইসিস করে বুঝতে হবে। ধন্যবাদ
-
ফরেক্সে আপনি প্রথমে এনালাইসিস করে নির্ধারণ করে নিবেন যে মার্কেট কোন পজিশনে যেতে পারে। তারপর মার্কেট ওপরে গেলে বাই ট্রেড অপেন করবেন এবং যদি মনে করেন মার্কেট নিচে যাবে তাহলে সেল ট্রেড অপেন করবেন। এখানে বৈদেশিক মুদ্রার কেনা বেচা হয়ে থেকে। ধন্যবাদ
-
বর্তমানে ফরেক্স মাকেট হচ্ছে সবচেয়ে বৃহত্তম আর্ন্তজাতিক কারেন্সি ট্রেডিং মাকেট। বিশ্বের সবচেয়ে বৃহত্তম ব্যাংকের মাধ্যমে মেজর ট্রেডিং ভলিউমে ট্রেড হয় এবং সেখানে প্রায় ৪ ট্রিলিয়ন ডলার প্রতিদিন ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে লেনদেন হয়। ফরেক্স নতুন হিসেবে আপনি সঠিক জায়গায় এসেছেন যেখানে ফরেক্স ট্রেডিং-এর জনসংখ্যা দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে।
ইন্টারনেট ব্যবহার করে অনলাইন কোর্স, সাহায্য, গাইড বা টিউটোরিয়াল এর মাধ্যমে আপনি ফরেক্স শিখা শুরু করতে পারেন। ফরেক্সের মৌলিক জ্ঞান অর্জনের মাধ্যমে ফরেক্স ট্রেনিং শুরু করুন। সফল ফরেক্স ট্রেডার হওয়ার চাবিকাঠি হচ্ছে কিছু সময় ব্যয় করে ফরেক্সের ভিতরে এবং বাইরে শিখা। আরেকটি পছন্দ হতে পারে সেমিনারের মাধ্যমে এক্সপার্ট এর কাছ থেকে শিখা, আপনার এই পছন্দটি সফলভাবে ফরেক্স ট্রেড শুরু করার দ্রুততম পদক্ষেপ হতে পারে।
-
সাধারন শেয়ার মার্কেটে আপনারা জানেন একটি পন্য কেনার পর ঐ পন্যের দাম না বাড়া প্রর্যন্ত কোন প্রকার লাভ হয় না,আর ঐ পন্যের দাম কমলে লস হয় কিন্তু ফরেক্স মার্কেটে আপনি যে কারেন্সি নিয়ে কাজ করবেন বা ট্রেড করবেন তার দাম বাড়লে ও আপনি লাভ করতে পারবেন আবার দাম কুমলে ও আপনি লাভ করতে পারবেন সবই নির্ভর করছে আপনার ট্রেডিং দক্ষতার উপর।
-
ফরেক্স মার্কেট হচ্ছে আন্তর্জাতিক একটি মার্কেট। যা নিওয়য়ারক এক্সেঞ্জ এর ছেয়ে অনেক বড়। ফরেক্স মার্কেট এ আপনি সপ্তাহের সাত দিনের মধ্যে পাঁচ দিনই ট্রীড কোরতে পারবেন। আপনি যদি চান তাহলে আপনি দিনরাত ২৪ দ্গন্টা ফরেক্স মার্কেট এ ট্রেড কোরতে পারবেন। ফরেক্স মার্কেট এ ট্রেড কোরতে হলে আপনাকে ফরেক্স মার্কেট সম্পপরকে জানতে হবে।তাহলে আপনি ফরেক্স মার্কেট এ ট্রেড কোরতে পারবেন এবং ফরেক্স এ সফল হতে পারবেন।
-
ফরেক্স একটি বিশ্ব বানিজ্যিক মার্কেট | এখানে ট্রেড করার জন্য ফরেক্স সম্পর্কে ভালভাবে জানা জরুরী |তা না হলে লস এর সম্ভাবনা বেশি |
-
কোন কাজে সফলতা করতে হলে একজন ব্যক্তিকে অবশ্যই সে বিষয়ে ভাল ভাবে জানতে হবে । টিক তেমনি ফরেক্সে ট্রেড করে সফল হতে হলে আপনাকে ফরেক্স ট্রেড সম্পর্কে ভালো ভাবে জানতে হবে। ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান রাখতে হবে । ফরেক্সে ট্রেডের সময় মার্কেটের অবস্থা বুঝে বাই/সেল ব্যবহার করতে হবে । মার্কেট যখন উপরের দিকে থাকবে তখন বাই দিতে হবে, আর যখন মার্কেট নিচের দিকে থাকবে তখন সেল দিতে হবে । আর সহজ ভাবে মার্কেট সম্পর্কে প্রথম অবস্থায় ভালো জ্ঞান পেতে পারেন আপনি ডেমো ট্রেড করার মাধ্যমে । ডেমো ট্রেড করলে সহজে বুঝতে পারবেন বাই/সেল কোন সময় দিতে হবে ।
-
ফরেক্স এ কিভাবে ট্রেড করতে হয় ফরেক্স ট্রেড করার জন্য প্রথমে ফরেক্স সম্পর্কে জ্ঞান থাকতে হবে বেসিক অ্যানালাইসিস করার অ্যাবিলিটি থাকতে হবে ক্যান্ডেল স্টিক অ্যানালাইসিস জানতে হবে ফরেক্স ইকোনমি কিভাবে কাজ করে এটা ভাল ভাবে জানতে হবে তাহলে ফরেক্স ট্রেড ভাল ভাবে করা যাবে।
-
ফরেকট্স ট্রেড করতে হলে আগে ফরেক্স ট্রেড সম্পর্কে বিস্তারিত জানতে হবে।আপনি অনলাইনে থেকে শিখতে পারেন ফরেক্স করার জন্য সবার আগে দরকার হল একটি ডেমো একাউন্ট এবং এই ডেমো একাউন্ট দিয়েই আপনি পারবেন ট্রেড করতে তাহলেই ফরেক্স থেকে লাভ সম্ভব । এটি অনেকটা শেয়ার বাজারেরমত কিন্তু এটিতে বেশী জনার প্রয়োজন হয় তাই আমাদের সকলের উচিত আগে ভিালভা্বে শিখে তারপর ট্রেড করা । আপনার আগে এটা বুঝতে হবে যে ফরেক্স মার্কেটে কেন পিপস উঠানামা করে কারন ফরেক্স মার্কেট নির্দিষ্ট কতগুলো দেশের মুদ্রার মানের সাথে মার্কেটের মুভমেণ্ট হয় আর তাই আপনাকে মার্কেট সম্পর্কে বিশ্লেষণ করতে হবে এবং ভালভাবে বুঝতে হবে।
-
ফরেক্স মার্কেট এ ট্রেড করা খুবই সহজ । আপনার পিসিতে একটি সফটওয়্যার ইন্সটল করতে হবে । তারপর মাউসের ক্লিকের মাধম্যে শুধু বসে বসে বাই অথবা সেল করতে হবে । আর আপনার একাউন্টে ডলার জমা হতে থাকবে ।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে একজন ট্রেডার যদি ফরেক্স ডেমোতে ট্রেড করে তাহলে বুঝে যাবে কিভাবে ট্রেড করতে হয় এবং কিভাবে ট্রেড করলে লাভ করা যায়।ট্রেড করা খুব সহজ। যেমন ফরেক্সে মেতা ট্রেডারে গিয়ে বাই সেল করলেই ট্রেড ওপেন হয়ে যাবে।
-
আসলে অনুমান করেই বাই/সেল দিলেই ফরেক্সে লাভ করা অসম্ভব ! ফরেক্স করতে হলে আগে ফরেক্স ট্রেডিং শিখতে হবে এবং এই শিখার ক্ষেত্রেই আপনাকে অনেক বেশি দ্বায়িত্বশীল হতে হবে ফরেক্স মৈলিক জিনিসগুলোকে আপনাকে আয়ত্তে আনার চেষ্টা করতে হবে ফরেক্স মার্কেটে আপনি যদি প্রফিট করতে চান তবে অবশ্যই আপনাকে বিশ্লেষণ করার মত যথেষ্ট দক্ষ হতে হবে তাই বলা হয় ফরেক্স মার্কেটে একজন সফল ট্রেডার হওয়ার পূর্বে একজন সফল ও দক্ষ বিশ্লেষক হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ
-
ফরেক্সের সাথে শেয়ার বাজারের মূল পার্থক্য হলো শেয়ার বাজার একমুখি আর ফরেক্স মার্কেট দ্বিমুখী। এখানে মার্কেট উপরে নিচে যেদিকেই যাক না কেন আপনি লাভ করতে পারবেন। মার্কেট উর্ধ্বমুখী ঝক থাকলে বাই নিয়ে লাভ করা যায়। আর মার্কেট নিম্নমুখী ঝোক হলে সেল নিয়ে লাভ করা যায়।
-
প্রথমে ফরেক্স বেসিক শিখতে হবে। তারপর টেকনিক্যাল এনালাইসিস করে ডেমোতে ট্রেড করতে হবে। একটানা এক বছর মার্কেটে পড়ে থাকলে অনেক কিছু শিখা যাবে। প্রত্যেক ট্রেডারকেই ডেমো থেকে প্রাকটিস করে রিয়েল মার্কেটে উঠে আসতে হয়। ডেমো ছাড়া প্রফিট করা শেখা খুব কঠিন হয়ে পড়ে।
-
প্রথমে ফরেক্স এর কাজ শিখতে হবে কাজ না শিখে সফল ভাবে ফরেক্স করা যায় না । প্রাথমিক ভাবে সকলের ই ডেমো অ্যাকাউন্ট থেকে শিক্ষা নেয়া উচিৎ ।ফরেক্স হলো শেয়ার ব্যাবস্য। ফরেক্স এ যখন শেয়ার বারবে বা কমবে সেটি দেখে ফরেক্স এ বাই বা সেল করতে হই। ট্রেড করা আপনাকে শিখতে হবে মার্কেটের গতিবিধি লক্ষ রেখে বাই সেল করতে হবে।
-
ফরেক্সে অামরা দ্বিমুখি ট্রেড করতে পারি । একই সময়ে বাই সেল করা যায় বলে ট্রেডারা এর বাড়তি সুবিধা ভোগ করে । ফরেক্স হল বিশ্বের সবচেয়ে বড় অনলাইনভিত্তিক মার্কেট প্লেস । আর এই মার্কেট প্লেসে টিকে থাকার জন্য আমাদেরকে অবশ্যই অনেক বেশি পরিমানে জ্ঞান অর্জন করতে হবে । আর সেই জ্ঞান হতে হবে ফরেক্স সম্পর্কিত । যত বেশি জ্ঞন অর্জন করা যায় তত বেশি দক্ষ হওয়া যায় । আর ট্রেডিং দক্ষতাই একজন ট্রেডারকে অনেক বেশি মুনফা দিতে পারে ।
-
আমি ফরেক্সে এক বছরের বেশি সময় ধরে আছি। এর মাঝে বেশ কিছু ব্রোকারে কাজ করেছি। শুরুটা করেছি ডেমো ট্রেডিং দিয়ে কারন আমি জানি ডেমো ট্রেডিং আমার ট্রেড শিখতে সহায়তা করবে। এরপর ইন্সটা ফরেক্স ব্রোকারে ট্রেড করি। আমি এখনও ডেমো ট্রেড চালিয়ে যাচ্ছি ফরেক্সে আরও দক্ষ ও অভিজ্ঞতা অর্জনের জন্য ।