মার্কেট ট্রেন্ড অনুযায়ী ট্রেড চালু রাখার চেষ্টা করুন। মার্কেটের ট্রেন্ড সব সময় বা সুদীর্ঘ সময় একমুখী নাও চলতে পারে। এইজন্য ভাল একটি স্ট্র্যাটেজি ব্যবহার করে সঠিক টেক প্রফিট এবং স্টপ লস ব্যবহার করুন এবং ট্রেইলিং স্টপ ব্যবহার করুন।
Printable View
লং টাইম ফ্রেমে ট্রেড করলে অবশ্যই বেশি লাভ হয় এবং সবচেয়ে বড় সুবিধা হচ্চে এতো সহজে *account 0 হয় না। আর ঠিক ভাবে ট্রেড করতে জানলে লস কখন হবে না। আমি একজন ট্রেডার সম্পর্কে কিছু ধারনা জানি যে সে 3 মাস যাবত ট্রেড ওপেন করে রেখেছে ট্রেড কিন্তু 50 ড্রলার প্রফিটে আছে কিন্তু তারপরও সে ট্রেড Close করছে না বরং সে বলছে আরো মার্কেট নিচের দিকেই যাবে মানে আরে প্রফিট হবে। সুতরাং বুঝতেই তো পারলেন আমি কি বুঝাতে চাইলাম।
খাঙ্কির ছেলে ফোরাম ম্যানেজার ? আমার বোনাস আমার ট্রেড্রিং একাউন্টে যোগ হলো না কেন রে ? তোর কি গুদ মেরেছি আমি ? কোন সমস্যা পাইলে বল । আমি তাহলে বুঝি যে বোনাস পাব না। কিন্তু তুই বোনাস দিলি ইইই না ।
অবশ্যই লং টাইম ট্রেডে লাভ বেশী হয় । আমরা যদি লং টাইম ট্রেডকে বেছে নিতে পারি তাহলে অবশ্যই অামরা সফলকাম হতে পারব । যে ট্রেডার লং টাইম বেশী বেশী করে করবে সে অবশ্যই লাভবান হতে পারবে । অতএব অামরা সব সময় ফরেক্স ব্যবসা লং টাইমে করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । সুতরাং আমরা লং ট্রাইম ফ্রেমে বেশী বেশী ট্রেড করব ।
লং টাইম ট্রেডে লাভ বেশি হয় এটা আমি জানি না। তবে লং টাইম ট্রেডের সুবিধা অনেক। বড় টাইমফ্রেম দেখে এনালাইসিস করার ফলে ট্রেড ওপেন করার জন্য সঠিক সিদ্ধান্ত নেয়া সহজ হয়। লং ট্রেডে ঝুকি কম থাকে, মূলধন সুরক্ষিত থাকে।কোন পেরেশানি বা টেনশন থাকে না কারন পর্যাপ্ত ব্যাকআপ পিপস থাকে। মাসিক গড় লাভ বেশি হয় । মোট কথা লসকে নিয়ন্ত্রন করে লাভ করা যায়।
অবশ্যই লং টাইম ট্রেডে লাভ বেশী হবে । আমরা যদি দক্ষতার সহিত ফরেক্স মার্কেটে কাজ করতে পারি তাহরে আমরা সফলকাম হতে পারবে । আমরা ডেমো ট্রেড বেশী বেশী করে করব । যে যত বেশী মার্কেট এ্যানালাইসিস করবে সে তত বেশী লাভবান হতে পারবে । আমরা বেশী বেশী অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করব । আমরা ডেমো ট্রেড বেশী বেশ করে করব ।
অবশ্যই লং টাইম ট্রেডে লাভ বেশি তার কারন হলো যখন আপনি দক্ষতার সাথে ট্রেড ওপেন করবেন আর বেশি সময় ধরে তখন আপনার লাভ বেশিই হবে। তাই লাভ বেশি করতে চাইলে লং ট্রেড ওপেন করুন। যখন সঠিক ভাবে এনালাইসিস করে লং ট্রেড ওপেন করা হয় তখন সেখান থেকে প্রায় নিশ্চিত লাভ হয়।
ফরেক্স মার্কেটিং এ ট্রেড করার জন্য আমার মনে হয় লং টাইম ব্যবহার করা ভাল। কারন সাধারনত মার্কেট অনেক টাইম নিয়ে উঠানামা করে। এজন্ন্য আপনি যদি লং টাইম এ ট্রেড করেন তাহলে আপনার ভাল প্রফিট পাবার সম্ভাবনা রয়েছে । সুতরাং বলা যায় যে ফরেক্স মার্কেটিং এ ভাল প্রফিট পেতে চাইলে আপনাকে অবশ্যয় লং টাইম ট্রেড করতে হবে।
সধারনত ফরেক্স মার্কেটিং এ লং টাইম ট্রেড করা ভাল। কারন একটি মার্কেট মূলত অনেক সময় নিয়ে উঠানামা করে। সেক্ষেত্তে লং টাইম ট্রেড করলে আমার মনে হয় ভাল প্রফিট পাওয়া যেতে পারে। আসলে লং টাইম আর সর্টঁ টাইম আসল ব্যাপার না, আসল ব্যাপার হল আপনার দক্ষতা। ভাল দক্ষতা থাকলে সর্ট টাইম ট্রেড করেও আপনি ভাল প্রফিট পেতে পারেন।
লংটাইম ট্রেডিং বেশি লাভের জন্য করা হয়না। যাদের মানি ম্যানেজমেন্ট ভাল সাধারনত তারাই লংটাইম ট্রেড ওপেন করে রাখেন এবং প্রায় ট্রেডেই ট্রেইলিং স্টপ ব্যবহার করে থাকেন। তারা অল্প লটে অধিক পরিমা পিপ অর্জন করে থাকেন। লাভ খুব কম হলেও ব্যালেন্স খুব নিরাপদে রাখার জন্য লংটাইম ট্রেডারগণ ট্রেড করে থাকেন।
লংটাইম ফ্রেমে ট্রেড করলে লাভ বেশি হবে আর শর্টটাইম ফ্রেমে ট্রেড করলে লাভ কম হবে-বিষয়টা কখোনোই এই রকম নয়৷প্রকৃত বিষয় হচ্ছে লংটাইম ফ্রেমে ট্রেড করলে আপনার প্রফিট ও ব্যালেন্স তুলনা মূলক নিরাপদ থাকবে৷লংটাইম ফ্রেমে আপনার এনালাইসিস অনেক সঠিক হবে৷তাই সহজেই ব্যালেন্স জিরো হওয়ার সম্ভাবনা থাকবে না৷
ফরেক্স এ শর্ট টাইম ফ্রেম এর চেয়ে লং টাইম ফ্রেমে এনালাইসিস সঠিক হয় বেশী তাই লং টাইমফ্রেম এ ট্রেড লস হয় কম লাভ হয় বেশী। তাই অভিজ্ঞ ট্রেডার যারা তারা সবসময় লং টাইমফ্রেমে ট্রেড করেন। আর একটা সুবিধা হলো লং টাইম ফ্রেম অনেক সময় যাবত চলে সুতরাং যদি কোন ট্রেড এ ভূল এন্ট্রি হয়ে যায় তো সেটা ক্লোজ করে নতুন ট্রেড নেওয়া যায়। আর শর্ট টাইমফ্রেমে মার্কেট এত তারাতারি মুভমেন্ট হয় যে, ডিসিশন নেওয়া যায় না আর সেই কারনে লাভ করার চেয়ে লস হয়।
কত সময় ট্রেড করব???
দৈনিক কত সময় ট্রেড করব, কোনৃন টাইম ফ্রেমে ট্রেড করব এধনের প্শ্ন আমাদের সকলেরই আসে৷ বিশেষ করে যারা শআরো বেশি কমন যারা নতুন ট্রেড করতে চান৷ টপারদের কথা অনুযায়ী, সারা দিন ট্রেড করা লসের একটি বড় কারনের একটি কারন৷ প্রায়ই দেখাযায়, যারা একাউন্ট খালি করেছে, তারা সবাই লং টাইম ট্রেড করীর কারনে৷ তারা ফুলে যায় লং টাইম কোন জিনিষের পিছে লেগে থাকলে , মাথা হ্যাং হয়ে যায়৷
লং টাইম ট্রেড করা মানে সারাক্ষন ট্রেড করা নয়। লং টাইমফ্রেমে ট্রেড করা বুঝায়। যত লাভবান ট্রেডারদের কথা শুনেছি সবাই বলছে লং টাইমফ্রেমে ট্রেড করেই তারা প্রতিষ্ঠিত হয়েছেন। ফরেক্স আসলে যত তারতারি লাভ করার চিন্তা করবো তত তারাতারি লস হবে। সুতরাং সাবধান বেশী তারতারি করে লাভবান হওয়ার চিন্তা মাথা থেকে দুর করে দিন। আমি আগে শর্ট টাইমফ্রেমে লাভ করতে পারতাম না এখন লং টাইমফ্রেমে ট্রেড শুরু করার পর থেকে লাভের মুখ দেখছি। সুতরাং অামি বলবো লং টাইমফ্রেমে ট্রেড করতে।
আপনি যদি দীর্ঘ মেয়াদী ট্রেড করেন তাহলে আমার মনে হয় আপনি অনেক নিরাপদে ভাল মুনাফা অর্জন করতে পারবেন। আমার দেখা মতে স্বল্পমেয়াদী ট্রেডাররা বেশিদিন মার্কেটে টিকে থাকতে পারে না। কিন্তু দীর্ঘ মেয়াদী ট্রেডাররা খুব সহজেই টিকে থাকতে পারে। কারণ তারা সবসময় নিজেদেরকে আয়ত্তে রাখতে পারে আর এই ব্যবসায় আয়ত্ত রাখা খুবই জরুরী।
সাধারণত লং ট্রেড এর এনালাইসিস করা হয়ে থাকে সাপ্তাহিক বা মাসের চার্ট ফলো করে সুতরাং এখানে এমনিতেই একটু লং টিপি বা এসএল ব্যবহার হবেই এটা নিশ্চিত। এবং লং ট্রেড এর রিক্সও কম হয়ে থাকে বলে আমার বিশ্বাস। তাই যদি সম্ভব হয়ে থাকে সবাই লং টার্ম ট্রেড করুন। প্রফিট কম পান কিন্তু হিউজ লসও হবার চান্স কম থাকবে।
মার্কেট এর অবস্থা দেখে এবং এ্যানালাইসিস ভালো হলে যেকোনো ট্রেডে ই আশানুরূপ লাভবান হওয়া সম্ভব। তাই আপনি লং টাইম বা স্ক্যাল্পিং করেন। যেটা করবেন সেটা তে ফলাফল আশা করা যাবে।
লং ট্রেডিং এ ঝুঁকি বেশি থাকে। কারন প্রফিট এর জন্য অনেক দিন অপেক্ষা করতে হয়। তাই আমি বলতে চাই শট ট্রেডিং করুন। ডেইলি ট্রেড ডেইলি ক্লোজ করুন। ডেইলি কেন্ডেল ফেলো করে ট্রেড নিন। নিউজ প্রকাশ হবার পরে ট্রেড নিন। প্রতিটি ট্রেডে টেক প্রফিট আর স্টোপ লস ইউজ করুন। মানিমেনেজমান্ট করুন।
ফরেক্স মার্কেটে যারা ট্রেড করে তারা একেক জন একেক ভাবে চ্যাট পরিচালনা করেন যেমন কেউ পছন্দ করে স্ক্যালপিং কেউ আবার লং ট্রেড তবে বেশিরভাগ ট্রেডাররা লং ট্রেড করে বেশি স্বাচ্ছন্দ্যবোধ মনে করে লং ট্রেড আপনাকে প্রফিট ভালোই দিবে এবং আপনার অ্যাকাউন্টের জিরো হওয়ার সম্ভাবনা কমিয়ে দেবে
ফরেক্স মার্কেটের বেশিরভাগ ট্রেডাররা লং ট্রেড পছন্দ করে থাকে যেহেতু লং ট্রেডে অনেক সুবিধা আছে তাই বিশ্বের বেশিরভাগ ট্রেডাররা লং ট্রেড বেশি পছন্দ করে থাকে আমিও সাধারণত লং ট্রেড করে থেকে বড় বড় টাইমফ্রেমে ট্রেড ওপেন করে থাকি
যদি আপনার ব্যালেন্স বেশি থাকে আর লং টাইম ট্রেড করতে পারেন অবশ্যই বেশি ইনকাম করা সম্ভব। তবে ক্ষেত্রে অতিরিক্ত ধৈর্যের পরিচয় দিতে হবে আপনাকে।
যে ট্রেডার যত বেশী ধৈর্য্য ধারণ করবে সে অবশ্যই সফলকাম হতে পারবে । লং টাইমে ট্রেড করলে আপনি মার্কেটের গতিপ্রকৃতি সম্পর্কে আরও সুস্পষ্ট ধারনা অর্জন করবেন । আমরা সব সময় মার্কেট এ্যানালাইসিস বেশী বেশী করে করব তাহলেই আমরা লাভবান হতে পারব । অতএব শর্ট টাইম ট্রেড করব না কারণ শর্ট টাইম ট্রেড করলেই লসে পড়ে যেতে হবে এমনটি নয় । দুটির ক্ষেত্রেই অভিজ্ঞতার প্রয়োজন আছে ।