ফরেক্স করতে হলে এবং টিকে থাকতে হলে আমাদেরকে নিয়ম মেনে ফরেক্স করতে হবে । ফরেক্স অনেক ঝুকিপূর্ন একটি ব্যাবসা । এখান থেকে যেমন অনেক বেশি আয় করা যায় তেমনি অনেক বেশি লসও হয় । তাই আমাদেরকে যথাযথ সাবধানতা অবলম্বন করে ফরেক্স ট্রেড করতে হবে । আআমদের উচিত খুব বেশি রিস্ক নিয়ে ট্রেড না করা । রিস্ক রিওয়্যার্ড রেশিও হিসাব করে ট্রেড করতে হবে । রিস্ক এর চেয়ে রিওয়্যার্ড বেশি হলেই আমরা ট্রেড এ এন্ট্রি নিব না হলে না ।