-
ফরেক্স ট্রেডারদের কাছে ফরেক্স ট্রেডিং এত বেশি মজার তার কারন হর একান থেকে অন্য অনেক পেশা অপেক্ষা অনেক বেশি আয করা যায় যার ফলে এখানে থেকে সফল ক্যারিয়াল নির্মান করা যায় এবং খুব অল্প সময়ের ব্যাবধানে সফল ক্যারিয়ার তৈরি করা যায়।যার ফলে দিনকে দিন এত বেশি মানুষ এদিকে ঝুকে পরছে।
-
ফরেক্স ব্যবসায় মজর এবং এত জনপ্রিয় হওয়ার অনেক গুলি কারন আছে। আমি নিম্নে কয়েকটি লিখলামঃ
১) ঘরে বসে করা যায়।
২) ২৪ ঘন্টা ট্রেড করা যায় বিধায় ইচ্ছা অনুযায়ী সময় বেচে নেওয়া যায়।
৩) যেকোন প্রকার মূলধন নিয়েই শুরু করা যায়।
৪) যখন খুশি ট্রেড ওপেন ও ক্লোজ করা যায়।
৫) পুর্ন স্বাধীনতা নিজের হাতে ইত্যাদি।
-
ফরেক্স এ আপনি নিজের যগ্যতা অনুযায়ি কাজ করবেন আর সেই অনুযায়ি লাভ পাবেন। আর ফরেক্স মজার তার সব থেকে বড় কারন হছে ঘরে বসে ফরেক্স এ কাজ করে টাকা আয় করা যায় যে যত দক্ষ সে তত বেশি ফরেক্স থেকে আয় করতে পারে এটাই মজার।
-
ফরেক্স হলো বিশ্বব্যাপী সকলের জন্য উন্মূক্ত ব্যবসা৷এখানে প্রচুর প্রফিট করা সম্ভব৷ যদি কেউ ফরেক্সে ক্যারিয়ার গড়তে চান বা পেশা হিসেবে নিতে চান তাহলে সে হচ্ছে বিশ্বের একজন সর্বাধুনিক ব্যাবসায়ী৷যত ভালোভাবে শিখে আয়ত্ত্ব করতে পারবেন তত ভালো প্রফিট করতে পারবেন৷ফরেক্স হলো যেখানে প্রতিদিন গড়ে ৪ ট্রিলিয়ন মার্কিন ডলার লেনদেন হচ্ছে ৷ধৈর্য্য ধরে ফরেক্স ট্রেডিং যদি ভালো ভাবে শিখতে পারেন তাহলে প্রফিট আপনার পেছনে ছায়ার মত দৌড়াবে৷
-
ফরেক্স ব্যবসা এত মজার হওয়ার উদ্দেশ্য হল এই ব্যবসা একটা অার্থিক ভাবমূর্তি বিকাশিত করে । আমরা এই মার্কেট ভালোভাবে বোঝার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আর আপনারাও এই ফরেক্স ব্যবসা করে যদি সফলকাম হতে চান তাহলে অবশ্যই যেন ডেমো ট্রেড বেশী বেশী করে করেন তাহলেই লাভবান হতে পারবেন ।
-
আসলেই ফরেক্স ট্রেডে অনেক মজা । ফরেক্স করতে আপনাকে কিছু অভিজ্ঞতা আর দক্ষতা অর্জন করতে পারলেই হল ।তখন আপনি ঘরে বসেই আয করতে পারবেন । আসলে কম পরিশ্রমে ঘরে বসে ট্রেড করে টাকা ইনকাম করাটা অনেক বেশী মজ । আর যখন আপনি সেই টাকাটা হাতে পাবেন তখন আরো মজা ।
-
ভাই ফরেক্স মাকেট করতে আমার অনেক ভাল লাগে ফরেক্স মাকেট করে আমি ফরেক্স থেকে আয় করছি ফরেক্স থেকে আয় করছি তাই আমার ফরেক্স করতে ভাল লাগে | আমি মনে করি ফরেক্স থেকে আয় করার জন্য সবাই ফরেক্স করে থাকে আর এখান থেকে আয় করতে পারলে ভাল লাগবে এটাই সাভাবিক |
-
ফরেক্স ব্যবসার জনপ্রিয়তার এতো বেশি কারন হল আপনি ঘরে বসে এ ব্যবসা করতে পারেন। আপনাকে কারো উপর নির্ভরশীল হয়ে ফরেক্স করতে হয় না। আপনি অবসর সময়ে ও এ ব্যবসা করতে পারেন। ঘরে বসে করা যায় বলে আপনি আপনার পরিবারকে বেশি সময় দিতে পারেন। সম্পূর্ন অনলাইন ভিত্তিক বিধায় আমার এর প্রতি এতো আগ্রহ। তাই ফরেক্স ব্যবসাকে আমাদের কাছে মজার মনে হয়।
-
ফরেক্স মজার কয়েকটা কারন আছে যেমন অন্য অনলাইন ব্যাবসার চেয়ে ফরেক্স এ ট্রেড করে আপনি ঘরে বসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন এই খানে কোন ধোকা দেওয়া হয় না যা অনেক অনলাইন ব্যাবসা প্রথমে ভাল ইন্টারেস্ট দিলেও পরে বন্ধ হয়ে যাই কিন্তু এটা তার থেকে ভিন্ন একটি নির্ভর যোগ্য অনলাইন বিজনেস হল ফরেক্স ট্রেড তাই আপনি নিদির্ধাই ফরেক্স ফরেক্স ট্রেড করতে পারেন।
-
ফোরেক্স এর মজার কারনগুলি হলো এটি সবার জন্য উম্মুক্ত । ফরেক্স ট্রেডিং করতে একটু শিক্ষিত হলে চলে আলাদা কোন যোগ্যতার দরকার হয় না। সবচেয়ে বড় সুবিধা হল ঘরে বসে অনলাইনে যে কোন জায়গায় থেকে করা যায় ।এছাড়াও মার্কেট থেকে অনেক ভালো প্রফিট করা যায়, নিজের দক্ষতা ও কাজে লাগানো যায়। এসব কারনে ফরেক্স আমার কাছে অনেক মজার।
-
আমি জানি না ফরেক্স কেন আমার কছে এত মজা লাগে হইতবা আমি ফরেক্স মার্কেট থেকে অনেক লাভ করি তাই আমার ফরেক্স মার্কেট এ এত মজা লাগে । আপনি ভাল টেড করলে আপনার ও ফরেক্স মার্কেট কে অনেক মজা লাগবে আপনি অনেক ভাল টেড আর হবেন যা আপনি আজন করবেন তা আপনি ক খ ন ভুল্বেন না আমি মনে করি
-
আমরা জানি ফরেক্স একটি মুক্ত এবং স্বাধীন
ব্যবসা। ঘরে বসেই যে কেউ
কম্পিউটারের সাহাজ্যে এই ব্যবসা
করতে পারে। এই ব্যবসাতে
স্বাধীনতা আছে,। আমার মনে হয়
এটাই মূল কারন ফরেক্সের মজাদার
হওয়ার পেছনে। এখানে একজন ট্রেডার
নিজের স্বাধীনতা নইয়ে কাজ করতে
পারে। সে কারো কাছে দায়বদ্ধ
থাকে না।
-
ফরেক্স ইন্টারন্যাশ্নাল মার্কেট প্লেস এবং ট্রেডার এখানে নিজের চিন্তার প্রকাশ ঘটাতে পারে তাছাড়া ফরেক্স এ ট্রেডার ছাড়া অন্য কারো হস্তক্ষেপ চলেনা তাই ফরেক্স ট্রেডার দের জন্য ফরেক্স খুবি সুবিধাজনক ব্যাবসা এখানে সুবিধা মতো সময়ে তাদের ট্রেড করে প্রফিট করতে পারে তাই ফরেক্স ট্রেড সকলেরই খুব পছন্দ।
-
ঠিক ভাবে বুঝে ফরেক্সে কাজ করতে পারলে ফরেক্স অনেক মজার একটা বিষয় হয়ে যায়। আর এই মজায় মজায় কাজ করতে ভাল কিছু আয় করা যায়। ফরেক্সে মজার সাথে কাজ করতে হলে ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান থাকা দরকার, আর সব সময় ধৈর্যের সাথে কাজ করতে হয়। তাহলে ফরেক্সে ট্রেড করা খুব মজার হয়ে উঠে।
-
ফরেক্স ব্যাবসা আসলে মজার ব্যাবসা কারণ এখানে নিজের বস নিজে, অন্যের গোলামি করতে হয়না, ঘরে বসে ঠান্ডা মাথায় ব্যাবসা করা যায়, একবার শুরু করলে পরে আর বাত্তি জামেলা পোহাতে হয় না। নিজের মত এনালাইসিস করে নিজের মত ট্রেড করা জায়। নিজের মত করে স্বপ্ন দেখা যায়।
-
আমরা জানি ফরেক্স একটি মুক্ত এবং স্বাধীন ব্যবসা।ফরেক্স মজার কয়েকটা কারন আছে যেমন অন্য অনলাইন ব্যাবসার চেয়ে ফরেক্স এ ট্রেড করে আপনি ঘরে বসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন ।আর ফরেক্স ট্রেডিংয়ে দক্ষ এবং অভিজ্ঞ হওয়া কোন কঠিন কাজ নয় তার জন্য কেবল কঠোর অনুশীলনের প্রয়োজন।
-
একটা প্লাটফর্ম কারন একজন নতুন ট্রেডার যদি ফরেক্স ট্রেড করতে আসতে চাই তবে তাকে নগদ টাকা বিনিয়োগ করে ফরেক্স টেড করতে হত কিন্তু ফরেক্স ফোরামের ফলে কোন নগদ বিনিয়োগ ছাড়াই একজন নতুন ট্রেডার রিয়েল ট্রেড শিখেতে পারে তাই আমার মতে ফরেক্স ফোরাম বেশ গুরুত্ব পুর্ন, ধন্যবাদ।
-
ফরেক্স মজার কয়েকটা কারন আছে যেমন অন্য অনলাইন ব্যাবসার চেয়ে ফরেক্স এ ট্রেড করে আপনি ঘরে বসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন এই খানে কোন ধোকা দেওয়া হয় না যা অনেক অনলাইন ব্যাবসা প্রথমে ভাল ইন্টারেস্ট দিলেও পরে বন্ধ হয়ে যাই কিন্তু এটা তার থেকে ভিন্ন একটি নির্ভর যোগ্য অনলাইন বিজনেস হল ফরেক্স ট্রেড তাই আপনি নিদির্ধাই ফরেক্স ফরেক্স ট্রেড করতে পারেন।আপনার যখন সময় হবে তখন ই ট্রেড করতে পারবেন টাইম এখানে ধরা বাধা না।নিজেকে আত্তনির্ভরশীল করতে পারবেন ইত্যাদি নানা করনে ফরেক্স অনেক মজার।
-
আমরা সবাই জানি ফরেক্স একটি মুক্ত এবং স্বাধীন ব্যবসা। ঘরে বসেই যে কেউ কম্পিউটারের সাহায্যে এই ব্যবসা করতে পারে। এই ব্যবসাতে স্বাধীনতা আছে,। আমার মনে হয় এটাই মূল কারন ফরেক্সের মজাদার হওয়ার পেছনে। এখানে একজন ট্রেডার নিজের স্বাধীনতা নিয়ে কাজ করতে পারে। সে কারো কাছে দায়বদ্ধ থাকে না।
-
ফরেক্স এমন একটি ব্যবসা যার পাশাপাশি অন্য যেকোন কাজ করা যেতে পারে যায় । তেমন মূলধনের প্রয়োজন হয়না নিজের স্বাধীন ভাবে কাজ করা যায় । নিজের বাসায় বসে কাজ করা যায় । পরিবারের সাথে একত্রে থাকা যায় । তেমন কাজের চাপ থাকেনা । বসের কথা শুনতে হয়না । নিজেকে স্বাধীন মনে হয় । সবচেয়ে বড় কথা প্রচুর আয় করা যায় ।
-
পৃথিবীতে মানুষ যাই কিছু করে সব কিছুই টাকার জন্য এবং টাকা হলো সুখের জন্য। আর ফরেক্স ভালো করে করতে পারলে মানুষের জীবনে আর যাই কিছু হউক না কেন টাকার কোন সমস্যা থাকতে পারেনা। এর চেয়ে স্বাধীন এবং সুখের ব্যবসা আর হয়না। তাই আমরা ফরেক্স এ ঝুকে আছি শুধু সফলতার জন্যই।