জী ভাই আমি নোট করে রাখি কি কি কারনে আমার ট্রেড টি লস হলো,যাতে নেক্স টাইম সেম ভুল না করি,যেই কারনে আমরা লস করে থাকি তা যদি আমরা সবাই নোট করে রাখি তাহলে আমাদের সকলের ভুল গুলো কমে যাবে সামনে ট্রেড করতে,প্রতেক এর উচিৎ লাভ এবং লস এর কারন গুলো সুন্দর ভাবে নোট করে লিখে রাখা উচিৎ।