ফরেক্স ট্রেডিং এ আমি একবারে নূতন। আমি সহ আমার আরো ৩ জন বন্ধু ফরেক্স ট্রেডিং করে। প্রথমে আমার এক বন্ধু একা শুরু করি। পরে সে আমাকে উৎসাহ দেয়। আমি ফরেক্স বিষয়ে পড়াশুনা, মার্কেট এনালাইসিস শিখতে্চি।এখানে অনেক বন্ধুরা এখনে আসতে আগ্রহী ।
Printable View
ফরেক্স ট্রেডিং এ আমি একবারে নূতন। আমি সহ আমার আরো ৩ জন বন্ধু ফরেক্স ট্রেডিং করে। প্রথমে আমার এক বন্ধু একা শুরু করি। পরে সে আমাকে উৎসাহ দেয়। আমি ফরেক্স বিষয়ে পড়াশুনা, মার্কেট এনালাইসিস শিখতে্চি।এখানে অনেক বন্ধুরা এখনে আসতে আগ্রহী ।
আমার এক জন বন্ধু ফরেক্স ট্রেড করে, আমি তার কাছ থেকে শুনে ফরেক্সে কাজ করা শুরু করি। আমরা দুই জনই নতুন। আসলে একসাথে কয়েক জন হলে অনেক কিছু সহজে বুঝা যায়।দশ জনের দশটা বিয়ষ নিয়ে এনালাইসিস করলে সবার টা সবার সাথে শেয়ার করলে যে কোন বিষয় সহজ হয়ে যায়।
আমাকে আমার বন্ধু প্রথমে ফরেক্স এর তথ্য দেয়। কিন্তু দুঃখের বিষয় সে ই ফরেক্স করে না। কারেন সে লাভ করতে জানে না। সে ভাল ট্রেডার হতে পারে নাই। সে বেশী সময় দিতে চায় না। কারন তার ধরয্য কম। আর ফরেক্স হলো ধরযের বিষয়।
না আমার কোন বন্ধু ফরেক্স ট্রেডিং করে না। তবে আমার পরিচিত অনেকেই ফরেক্স করে থাকে। মাঝে মাঝে সবাই মিলিত হওয়ার চেষ্টা করি। নিজেদের ট্রেডিং নিয়ে আলোচনা করি। নিজেদের সমস্যাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করি। মার্কেট সম্পর্কে সবার ধারনা তুলে ধরি। চেস্টা করি নিজেদের ভিতরের ভুলগুলো সংশোধন করে নিতে।
আমার কাছে পাশে আরো অনেকে আছেন যারা ফরেক্স ট্রেড করেন,তবে আমার আরো ৬ জন বন্ধি ফরেক্স এ ট্রেড করে আমি চাই তারাও ফরেক্স এ ট্রেড করে সফল হউক এবং আর্থিক ভাবে সচ্ছল হউক।আম্রা প্রত্যেকেই ফরেক্স এ ক্যারিয়ার গড়তে চাই।
আমার এক বন্ধু ৫০০ ডলারের বাঁশ খেয়ে ফরেক্সকে বিদায় জানিয়েছে। আর এক বন্ধু ৫ বৎসর যাবত খুব ভাল ্েট্রড করছে। সে একজন লং ট্রেডার । আর মোটামুটি ভাল আছি।
আমার অনেক বন্ধু আছে যারা এই ফরেক্স ব্যবসা করতেছে । আমরা বেশী বেশী মার্কেটে থাকার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আমরা সকল বন্ধুদের উৎসাহিত করব তাহলেই আমরা ফরেক্স মার্কেটকে জম জমাট করে তুলব । আমরা অন্য সকল বন্ধুদেরকে এই ফরেক্স ব্যবসার জন্য উৎসাহিত করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।
আমার সাত জন ফ্রেন্ড ফরেক্স ট্রেড করতো। এর মধ্যে দুইজন যা ইনভেস্ট করেছে সব হারিয়ে ফেলেছে ট্রেডিংএ। আর বাকি পাঁচ জনের মধ্যে ৩ জন এখনো রেগুলার ট্রেড করে ২ জন ইরেগুলার ট্রেডিংএ। আর আমি এখনো ট্রেডে একটিভ আছি। চেষ্টা করছি শেখার এবং শিখে যাচ্ছি। কারণ, ফরেক্সে শেখার শেষ নেই। যে যত ভুল থেকে শিখবে সে তত লাভবান হবে।
ফরেক্স মার্কেটে আমার বেশ কয়েকজন বন্ধু ট্রেড করে তবে অনেক আছে আগ্রহী ট্রেড করার জন্য। কিন্তু অনেকেই লস করতে ভয় পায় আবার প্রফিট করতে চায়। তবে আমি কাউকে ইন্সপায়ার করি না এই মার্কেট এ ট্রেড করতে আসার জন্য। তাই আমি আগে লসের কথা বলি এবং এখান এ ট্রেড করার ঝুকি সম্পর্কে অবহিত করে।
আমার বেশ কয়েকজন বন্ধু মিলে আমরা ফরেক্স ট্রেডিং করা শুরু করি। কিন্তু এখন তারা ট্রেড করেনা। আমিই শুধু এখনো ট্রেড করি। আমার ফরেক্স নিয়ে অনেক স্বপ্ন। আমি চাই ফরেক্স করে সফল হতে। যদি আমি ফরেক্স করে সফল হতে পারি তাহলে আমার দীর্ঘ দিনের একটি স্বপ্ন পুরন হবে। আল্লাহ তায়ালা আমার স্বপ্ন পূরন করার তৌফিক দান করুন।
আমার ৫ জন বন্ধু ফরেক্স মার্কেট এ ট্রেড করে তার মধ্য ৪ জন কে আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করা সিখাইছি তারা এখন আমার চেয়ে ভাল ফরেক্স মার্কেট এ ট্রেড করে তারা মাসে ২০০ ডলার এর উপর এ লাভ করে ফরেক্স মার্কেট থেকে প্রতিমাস এ । আমার বন্ধুর কাছ থেকে আমি অনেক কিছু সিখছি ফরেক্স মার্কেট থেকে আপনি যদি কাওকে কিছু সিখান তা হলে আপনিও অনেক কিছু শিখতে পারবেন তার কাছ থেকে আমার সবাই মিলেমিসে ট্রেড করি
আমি আর আমার এক বন্ধু ফরেক্স ট্রেড করে থাকি। ফরেক্স খুব ভাল বিজনেস। ফরেক্স এ কাজ করে অনেকে ভাল টাকা আয় করতে পেরেসে। আমরা দুজন মিলে ফরেক্স এ কাজ করে ভাল টাকা আয় করতে চাই।
ব্যক্তিগতভাবে বলতে গেলে আমার ৪জন বন্ধু ফরেক্স ট্রডিং করে এখন তারা নিজেরা স্বাবলম্বি । আমিও চাই তাদের মত সফল একজন ট্রেডার হতে তাই আমাকে প্রচুর পরিশ্রম করতে হবে । আর একজন সফল ট্রেডার হওয়ার জন্য ফোরাম থেকে অনেক বিষয় সম্পর্কে জানতে পারছি যা ভবিষ্যতে আমাকে সফল ট্রেডার হতে সাহায্য করবে ।
ভাই আপনার তো খুব ভাল সুবিধা। কারন আপনার 6 জন বন্ধু ফরেক্স করছে তাও আবার পাকা হয়ে গেছে আপনি সহ 7 জন, আমার কাছে মনে হচ্ছে এই কযজনের জুটি ফরেক্স ট্রেড করার জন্য একদম পার্ফেক্ট।কিন্তু আমার জানাশোন একজন বন্ধুও নেই তাই ফোরামের মাধ্যমে খুজাখুজি করছি দেখি মিলে যায় কিনা। তবে সবচেয়ে ভাল এবং বেষ্ট পলিসি হচ্ছে কয়েকজন মিলে ফরেক্স ট্রেড কররে কখনো লস হবে না। সুতরাং দোয়া করি ভাই আপনারা চালিয়ে যান পারলে আমাকে নিবেন। ফেসবুক: *siddique_cec2@yahoo.com
ব্যক্তিগতভাবে ফরেক্স মার্কেটে মূলত আমি আমার বড় ভাইয়ের হাতধরে এসেছি।আমার পরিবারে আমি ছাড়াও আরও কয়েকজন সদেশ্য ফরেক্স করে।আমি যখন ফরেক্স শিখতে থাকি তখন আমার প্রায় সব বন্ধুরা ফরেক্স বিয়ষে বাজে মন্তব্য করেছে।আর আমি রিয়েল ট্রেড শুরু করার কয়েক মাস পর আমার কয়েকজন বন্ধু ফরেক্স শিখতে আগ্রহ প্রকাশ করছে এবং ফরেক্স তারা শিখতেছে।বর্তমানে আমার পাঁচ জন বন্ধু ফরেক্স মার্কেটের সাথে জড়িত।
আমি অনেক আগেই অনেকেরে দেখেছি এই মার্কেটে কাজ করতে কিন্তু তখন আমি কিছুই বুজতাম না । আর আমার বন্দুরা আমাকে কিছু বলতো না । এখন আমি বরিশালে থাকি আমার এক মামা আমাকে এই ব্যবসার সাথে যুক্ত করেছেন । এবং প্রচুর পরিমানে সহযোগিতা করছেন এখন কথা হচ্ছে যে আমার যে সকল বন্দুরা এই ব্যবসা করতো তাদের কারো সাথে আমার যোগাযোগ নাই তাই আমি বলতে পারছি না বর্তমানে আমার কততজন বন্দু এই মার্কেটে কাজ করছে ।
ব্যক্তিগতভাবে বলতে গেলে আমার বেশ কয়েকজন বন্ধু ট্রেড করে তবে অনেক আছে আগ্রহী ট্রেড করার জন্য। কিন্তু অনেকেই লস করতে ভয় পায় আবার প্রফিট করতে চায়। তবে আমি কাউকে ইন্সপায়ার করি না এই মার্কেট এ ট্রেড করতে আসার জন্য। তাই আমি আগে লসের কথা বলি এবং এখান এ ট্রেড করার ঝুকি সম্পর্কে অবহিত করে।
আমি যখন ফরেক্স শিখতে থাকি তখন আমার প্রায় সব বন্ধুরা ফরেক্স বিয়ষে বাজে মন্তব্য করেছে । আর আমি রিয়েল ট্রেড শুরু করার কয়েক মাস পর আমার কয়েকজন বন্ধু ফরেক্স শিখতে আগ্রহ প্রকাশ করছে । আমরা যদি একবার ফরেক্সটা ভালোভাবে আয়ত্ব করতে পারি তাহলে আমাদের জীবন অনেক স্বাচ্ছন্দ্যময় হবে এবং পরিবারে সুখ থাকবে ।
আমি ফরেক্স ব্যবসা করি এই ৪ বছর । আমি আমার অনেক বন্ধুদের ফরেক্স ব্যবসা করতে উতসাহ দিয়েছি । আমার কথা মত ১০ জন বন্ধু আজ ফরেক্স ব্যবসা করতেছে । কারন তারা দেখেছে যে আমি ফরেক্স ব্যবসা থেকে অনেক প্রফিট করি ও অনেক ভাল ভাবে জীবন কাটাচ্ছি ।
আমার আশে পাশে পরিচিত তেমন কোনো নিয়মিত ট্রেডার বন্ধু দেখিনা,চিনিওনা,জানিওনা৷তবে আমাদের ময়মনসিংহ শহরে অবশ্যই কিছু নিয়মিত ভালো ট্রেডার থাকতে পারে কিন্তু তাদের সাথে যোগাযোগ হয় না৷তারা নিয়মিত ট্রেড করে ঠিকই কিন্তু কেউ কাউকে এবিষয়ে শেয়ার বা আলোচনা করেনা,আলোচনা করার ইচ্ছাও তাদের নাই৷আমি কয়েকজনকে চিনি-জানি৷তারা নিজের বাড়িতে বসে নিরবিলি- চুপচাপ ট্রেড করেন৷তাছাড়া আমাদের শহরে এখোনোও তেমন কোনো ফরেক্স বাতাস প্রবাহিত হয়নি৷কোনো কোচিং সেন্টারও তৈরী হয়নি৷আমি অনেক চেষ্টা করেছি ঐসব চেনা ট্রেডারদের সাথে বসে ট্রেড শিখতে,কিন্তু তারা পাত্তাই দেয়না৷এই সব সংকীর্ণ মনমানষিকতার কারণেই ফরেক্সের প্রচার প্রসার তেমন হয়না৷
আমার ৬/৭ জন বন্ধু ফরেক্স ট্রেডিং করে .প্রথমে আমি একা শুরু করি। পরে আমার সাফল্য দেখে ওরা এখানে এসেছে . এখন আমাদের সাফল্য দেখে এখানে অনেক বন্ধুরা এখনে আসতে আগ্রহী .
আমার ৩ জন বন্দু ফরেক্স করছি ।। মটা মুটি আমরা তিন জনি ফরেক্স এ অনেক এগিয়ে গেছি ।। আমার এক পরিচিতো ভাই এর কাছ থেকে আমি আর আমার এক বন্ধু ফরেক্স সম্পরকে জানি এবং তখন থে কে আজ আজ পরযন্ত ফরেক্স এর সাথে সম্প্রক্ত ।। আমরা দুই বন্দু একসাথে ফরেক্স করি , আমাদের ফরেক্স ট্রেড অনেক ভালো লাগে । তাই দুইজনেই মজা করে ফরেক্স করি ।।
আমার কোন বন্ধুই ফরেক্স মার্কেটে ট্রেড করেনা। আমি একাই ফরেক্সের সাথে জড়িত। তবে আমার এক ভাই এই ব্যবসায় এই ফরেক্স মার্কেটের সাথে জড়িত। ফরেক্স আসলেই অনেক মজার একটা বিজনেস বলা যায়। তাই আমার মতে এটাকে সকলেরই বেশি প্রাধান্য দেওয়া উচিত। কারন এখানে সেরকম কোন পরিশ্রম নেই তবে একটু ধৈর্য্য নিয়ে কাজ করলেই এর সবকিছু আপনার আয়ত্বে চলে আসবে।
যে আমাকে এই মার্কেট এ এনেছিল সেও আজ এই মার্কেট থেকে দূরে। আমি এখন একা একা ট্রেড করি এবং লেগে থাকার ইচ্ছা আছে । ঠিকতে কয়দিন পারব জানি না কিন্তু এত সহজে হারও মানছি না।
আমার সব মিলিয়ে ৫ জন বন্ধ ফরেক্স মার্কেট এ ট্রেড করে তারা সবাই রিয়েল ট্রেড করে কেও ডেমো ট্রেড করে না ৫ জন এর মধ্য ৪ জন নিয়মিত ফরেক্স মার্কেট এ নিয়মিত লাভ করে আসছে আমি সাধারণত কাওকে ফরেক্স মার্কেট এ ট্রেড করার কথা বলি না কারন অনেকে লিজের লোভ কে নিয়তন করতে পারে না বড় রিস্ক নিয়ে অ্যাকাউন্ট জিরো করে ফেলে তখন আমার নিজের কাছে খারাপ লাগে
বর্তমানে আমার কোন বন্ধু ফরেক্স ট্রেডিং করেনা । কারণ অমি নিজেও ফরেক্স পরিবারের নতুন সদস্য । তবে আমার ইচ্ছা হল এখানে নিজের একটা ভালো স্কিল গড়ে তুলে আমার বন্ধু বিশেষ করে বেকারদেরকে এই ক্ষেত্রতে নিয়ে আসব যাতে করে তারা আর্থিকভাবে লাভবান হতে পারে । ধন্যবাদ ।
আমার ৩ জন বন্ধু ফরেক্স ট্রেডিং করে, আমি ওদের কাছ থেকেই শিখেছি, এটা অনেক মজার একটা কাজ, আমার করতে অনেক ভাল লাগে, আমি আমার আর বন্ধু এতে যোগদান করাব, যাতে আমাদের মধ্যে একটা বেবসায়িক সম্পর্ক গড়ে উঠে, যেটা পরবর্তীতে খুব কাজে লাগবে, আমি তাদেরকে এটা শিখিয়ে দিলে ওরাও আমাকে একদিন সাহায্য করবে, তাই না।
আমার ৪ বন্ধু ফরেক্স বিজনেস করে আমি তাদের দেখে মুলত এতে আগ্রহি হইচী। আসা করী আমিও এতে লাউভ করতে পারব। এবনগ এটা করতে আর অনেক কে আগ্রহিউ করব।
ব্যক্তিগতভাবে বলতে গেলে আমার চার জন বন্ধু ফরেক্সে ট্রেড করছে তাছাড়া আমার বড় ভাই অনেক দিন ধরেই ফরেক্সে ট্রেড করছেন আর আমার ফরেক্সে অভিষেক ঘটেছে মূলত তার মাধ্যমেই। আমি ফরেক্স ট্রেডিংকে এক সময় মনে করতাম এটি অনেক কঠিন এবং অর্থনৈত্তিকদের ব্যাবসা তবে আমার সেই ধারনা এখন সম্পূন্য ভাবে দূর হয়েছে কারন আমি সঠিক ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জন করতে সক্ষম হয়েছিলাম।
আমার দেখা দেখি অনেকেই চায় ফরেক্স করতে। কিন্তু আমি তাদের কাউকেই কোন প্রকার উৎসাহ দেই না। কারন- যদি সে ইনভেষ্ট করার পরে বড় ধরনের লসের সম্মুখীন হয় তাহলে তার ফরেক্স সম্পর্কে খারাপ ধারনা জন্মাবে। তবে যারা আগ্রহ নিয়ে ফরেক্স করতে আসে আমি তাদেরকে আমার সাধ্য মত সাহায্য করি। এখন পর্যন্ত ৪ জন আমার দেখা দেখি ফরেক্স করছে।
ফরেক্স মার্কেটে মূলত আমি আমার বড় ভাইয়ের হাতধরে এসেছি।আমার পরিবারে আমি ছাড়াও আরও কয়েকজন সদেশ্য ফরেক্স করে।আমি যখন ফরেক্স শিখতে থাকি তখন আমার প্রায় সব বন্ধুরা ফরেক্স বিয়ষে বাজে মন্তব্য করেছে।আর আমি রিয়েল ট্রেড শুরু করার কয়েক মাস পর আমার কয়েকজন বন্ধু ফরেক্স শিখতে আগ্রহ প্রকাশ করছে এবং ফরেক্স তারা শিখতেছে।বর্তমানে আমার পাঁচ জন বন্ধু ফরেক্স মার্কেটের সাথে জড়িত।
আমার জানামতে ৪/৫ জন এই ব্যবসার সাথে সম্পৃক্ত আছে। আর তার মধ্যে আমি ২/৩ জনকে এই ব্যবসায় অন্তর্ভূক্ত করেছি এবং তাদেরকে আমি অনেক সাহায্য করেছি এই ব্যবসা সম্পর্কে শিখতে। এখন তারা এই ব্যবসা হতে মোটামোটি ভালই উপার্জন করে। আর একটা কথা হলো তারা সবাই এই ব্যবসা তাদের পার্টটাইম হিসেবে করে থাকে। কারণ তারা মূলত চাকুরি করে এবং সেই চাকুরির পাশাপাশি তারা এই ব্যবসা করে থাকে। আমিও কিন্তু তাদের মতই এই ব্যবসা আমার চাকুরির পাশাপাশি করতাছি।
আমার বন্ধুদের মধ্যে সব চেয়ে আমি আগে ফরেক্স করি এবং আমার বন্ধুদের এ বিষয় বলি। এখন আমার ৫টা বন্ধুই ফরেক্স টেডিং করে ।আসা করি তারা অনেক ভাল করবে ।
আমি সহ আমার আরো ৫ জন ফরেক্স ট্রেডিং করে .প্রথমে আমি একা শুরু করি। পরে আমার সাফল্য দেখে ওরা এখানে এসেছে . এখন আমাদের সাফল্য দেখে এখানে অনেক বন্ধুরা এখনে আসতে আগ্রহী .
ফরেক্স মার্কেট আমার অনেক বন্দু বুজে আসলে ফরেক্স মার্কেট কি ?ফরেক্স করলে কি ডলার আয় করা যাবে নাকি ভুয়া একটা ব্যবসা নাকি শুদু শুদু টাকা লস করার জায়গা,ওরা বলে তুমি আগে আয় কর তারপর আমরাও আস্তে আস্তে কাজ শুরু করব,তাই আমি বলি ভাল করি নি একটু অপেক্ষা করেন আর কিছু না।গত দুই দিনে ৬ডলার আয় করেছি এবং একটা ফেসবুকে স্টেটাস দিয়াছি।
আমার ফরেক্স মার্কেটে আগমন আমারই এক বন্ধুর হাত ধরে। তার মাধ্যমেই আমি এই মার্কেট সম্বন্ধে জেনছি। যাই হোক ফরেক্স মার্কেটের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে এবং আমার অন্যান্য বন্ধুরাও উদ্বুদ্ধ হয়ে এখানে যোগদান করেছে। মোটামুটি ফ্রেন্ড সার্কেলের সবাই এখন এই ব্যবসায়ের সাথে যুক্ত আছি।
আমার ফরেক্স মার্কেটে আগমন হয় আমার কলিগ বা বড় ভাইয়ের হাত ধরে, তবে বর্তমানে আমি ছাড়া সাত থেকে আট জন ফরেক্স মার্কেটে কাজ করে । এবং এরা প্রত্যেকেই ফরেক্স সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞ ও দক্ষ। কেননা দীর্ঘদিন যাবৎ ফরেক্স মার্কেটে কাজ করে সফলতার সাথে ব্যবসা করে আসছে এবং এখান থেকে খুব ভাল প্রফিট করতে সক্ষম হচ্ছে। তবে মাঝে মাঝে কিছু কিছু হয়ে থাকে,পরবর্তীতে তাদের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে সে গুলোকে রিকভার করার পাশাপাশি প্রতিমাসে ফরেক্স থেকে খুব ভালো একটা প্রফিট করে থাকে। আর তাই আমাদের দেখা দেখে আমার নতুন কিছু বন্ধু ফরেক্স এ কাজ করার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে আশা করছি অতি শীঘ্রই তারা ফরেক্স মার্কেটে কাজ শুরু করবে।
আমার কোনো বন্ধু বান্ধবী ফরেক্সের সাথে যুক্ত নাই
তারা এবিষয়ে কিছু জানে না।আমি একাই ফরেক্সে কাজ করি। আর আমার জানাতে আমার এক পরিচিত বড় ভাইয়া ফরেক্সে কাজ করে। আমি মূলত তার কাছ থেকে সবকিছু শিখেছি
ফরেক্স মার্কেটে কাজ করে আমার প্রান প্রিয় দাদা আমি তাকে দেখে ফরেক্স এ কাজ করতে আগ্রহী হয়েছি।আর আমার সাথে আরো ৩ জন বন্ধু এই সাইড এ কাজ করে তাদের লক্ষ্য একটায় ফরেক্স ট্রেডিং মার্কেট থেকে নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন করবে,আমার ও একই চাওয়া আমি নিজেকে আর্থিক উন্নয়ন করতে চায় এই ফরেক্স ট্রেডিং মার্কেট থেকে।তাই মন দিয়ে কাজ করতেছি।
আমার কোনো বন্ধু বান্ধবী ফরেক্সের সাথে যুক্ত নাই
তারা এবিষয়ে কিছু জানে না।আমি একাই ফরেক্সে কাজ করি। আর আমার জানাতে আমার এক পরিচিত বড় ভাইয়া ফরেক্সে কাজ করে। আমি মূলত তার কাছ থেকে সবকিছু শিখেছি