অবশ্যই আমি বলব যে নিজ ভাষার ফরেক্স শিখার মজা অলাদা।এখানে আমরা নিজের মত করে ডিসকাস করতে পারছি এবং নিজের ভুলগুলো সুদ্রে নিচ্ছি।যা আমরা ফোরামের মাধ্যমে পেয়ে থাকছি।আবশ্যই আমাদেরকে এর সঠিক ব্যবহার করতে হবে এবং ফরেক্স এর বিষয়ে আরো ভাল করে জানতে হবে।আমরা নিজের মতামত এবং নিজের অজানা তথ্যগুলো এখান থেকে জানতে পারছি।