-
আসলে সত্য কথা বলতে কি আমি প্রায় সফলতার দুয়ারে এসে পৌঁছেচি বলা যায় তবে আরও একটু সময় লাগবে এই আরকি। কারন ফরেক্স মার্কেটের অভ্যন্তরে এর সাইকোলোজিক্যাল বিষয়গুলো নিয়ে চর্চা করা, এ্যানালাইসিস করা, সঠিকভাবে পর্যবেক্ষণ করা এবং সে অনুযায়ী ডিসিশন নেওয়া যেমন কষ্টকর তেমনি আনন্দও রয়েছে বলা যায়। কারন এখানে আপনি সব সময় একটা কঠিণ বাস্তবতার মুখোমুখি হচ্ছেন।
-
1 Attachment(s)
আমি ২ মাস হলো ট্রেডিং করছি হয়তো এই অল্প সময় এ বেশি ট্রেডিং করতে পারি নাই. কিন্তু লস খুব কম হয়েছে. প্রায় সব ট্রেড এ লাভ করতে পারছি মাজেই ২ টি ট্রেডিং এ লস হয়েছে কিন্তু আর সব ট্রেড এ আমি লাভ করতে পারছি. আমার লাভ করার একটি মাত্র কারণ আমি হুট্ হাট করে ট্রেড ওপেন করি না. মার্কেট আমার অনুকূল এ আসলে ট্রেড ওপেন করি. না হলে সারাদিন বশে থাকবো কিন্তু কোনো ট্রেড ওপেন করবো না. আমার ট্রেডিং হিস্ট্রি নিচে প্রদান করিলাম. [ATTACH=CONFIG]5789[/ATTACH]
-
আসলে আমি এই ফরেক্স বিজিনেস এ নতুন,আমি এখনো সফল ট্রেডার হতে পারিনি,ফরেক্স এ সফল ট্রেডার হতে হলে অনেক সমমাই এর প্রয়োজন,আমি ডেমো তে বর্তমান সময়ে অনুশিলন করছি,আমি নিজেকে সফলল করার জরনে চেষ্টা চালাছি,হয়তো সফলতা পাবো।
-
আমি ফরেক্স মার্কেট থেকে যে রকম লাভ আশা করছি সেই রকম লাভ আমি এখন ও করতে পারি নাই তবে আমার ফরেক্স মার্কেট এ প্রতিমাস এ লাভ থাকে আমি চাই ফরেক্স মার্কেট এ আরও ভাল করতে আমি ফরেক্স মার্কেট এ সফল ট্রেডার কিনা আমি জানি না তবে আমি মানি একটা ট্রেডিং সিস্টেম এ কেও যদি নিয়মিত ট্রেড করে তবে সে ফরেক্স মার্কেট এ সফল হতে পারবে
-
অনেক দিন লেগে থাকলেই যে সফলতা পাওয়া যায় সেটা কিন্তু না । আমিও চার বছর ধরে ফরেক্স মার্কে এ ট্রেড করছি। লাইভ ট্রেড করছি অনেক লসও কিরছি। কিন্ত লাভ করতে পারিনি। আর যা লাভ করি আবার লস খেয়ে সমান সমান হয়ে যাই।
-
ফরেক্সে আমি নতুন, বলতে পারেন ফরেক্স শিক্ষার্থী ।আমি ফরেক্স বিষয়ে স্টাডি করে জানা বুঝার চেষ্টায় আছি।এভাবে জানা বুঝার পর ট্রেড সম্পর্কে অভিজ্ঞতা হলে কমপক্ষে ছয়মাস ডেমোতে ট্রেড করব তারপর আস্তেআস্তে একদিন সফলট্রেডার হব ।ইনশা-আল্লাহ।
-
আসলে ফরেক্স এ সফলতা মানে চলমান প্রক্রিয়া। কারন ফরেক্স এর কোন শেষ গন্তব্য বলে কিছু নেই চলতেই থাকবে। এখন যারা নতুন ট্রেডার তার লস বেশী করেন লাভ করেন কম আর অভিজ্ঞ হলে লাভ করবেন বেশী লস করবেন কম। সুতরাং লেগে থাকেন আর যার যার সিস্টেম নিয়ে সব সময় যাচাই বাছাই করতে থাকবেন আপনার সিস্টেম যত ফুলপ্রূফ হবে আপনার লাভের সংখ্যা বাড়তে থাকবে। আমি এখনও নিজেকে সফল ট্রেডার বলবো না আমি শিক্ষার্থী যার কারনে মাঝে এখনও অনেক ভূল হয়। বেশী ট্রেড করে ফেলি। তবে লেগে আছি অবশ্যই সফল হবো।
-
দক্ষতা, অভিজ্ঞতা ও উপযুক্ত এবং সঠিক মানি ম্যানেজমেন্ট এর মাধ্যমে আমরা ফরেক্সে সফল হতে পারি । ফরেক্সে সফল হওয়ার জন্য আমদেরকে ফরেক্স শিখার জন্য অনেক সময় ব্যয় করতে হবে । ফরেক্স এর টেকনিক্যাল এনালাইসিস এর পাশাপাশি ফান্ডামেন্টাল এনালাইসিসেও দক্ষতা অর্জন করতে হবে আর অবশ্যই রিইয়াল ট্রেড করার পূর্বে ডেমো তে বেশি বেশি প্রাকটিস করে হাত পাকিয়ে নিতে হবে ।
-
আমি এখনো নিজেকে শিক্ষানবিস ট্রেডার মনে করি। কারন আমি এখনো শিখে চলছি। এখনো আমার সফলতা পাওয়াটা ধারাবাহিক হয়নি। আর যতদিন সফলতা পাওয়াটা ধারাবাহিক না হয় ততদিন সে সফল ট্রেডার নয়। সফল ট্রেডার হওয়ার পূর্বশর্ত হলো ধারাবাহিক ভাবে সফলতা পাওয়া।
-
আমার মনে হয় ফরেক্স এ সফল ট্রেডার হওয়া অনেক কঠিন ব্যাপার। আমি ৩বছর যাবত ফরেক্স ট্রেড করে আসছি। কিন্তু আমার মনে হয়, আমি ফরেক্স এ এখনো কিছুই শিখতে পারি নাই। প্রথম দিকে অনেক লস করেছি। এখন লাভ কম হলেও লস হয় না। এটুকুই আমার উন্নতি। আমার মনে হয় ফরেক্স এ সফল হতে হলে আমাকে আরো অনেক বেশি পরিশ্রম করতে হবে। আমি ফরেক্স এ একজন সফল ট্রেডার হতে চাই। আমি জানি এর জন্য আমাকে আরো অনেক কিছু জানতে হবে। অনেক কিছু শিখতে হবে।
-
আমি এখনো সফল ট্রেডার হতে পারিনি তার কারন হচ্ছে ফরেক্স মার্কেটে সফল ট্রেডার হওয়া অনেক কঠিন ফরেক্স মার্কেটে নিজেকে দক্ষ হিসাবে গড়ে তুলতে হলে প্রচুর পরিশ্রম ধৈর্য আরও অনেক বেশি মেধার দরকার ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য প্রথমে আমাদেরকে আগে ফরেক্স মার্কেট সম্পর্কে যানতে হবে আমরা যদি ফরেক্স মার্কেট সম্পর্কে না যেনে না বুঝে ফরেক্স মার্কেট এ ট্রেড করি তাহলে কখনো সফল হতে পারব না।
-
আমি নিজেকে সেদিন সফল ট্রেডার মনে করব জখন আমি দেখব আমি লাভ করছি ভাল করে কয়েক মাস ধরে লাভ করব। আমি এখন লসে আছি এতাকে কাতিয়ে উথে লাভে ণীতে পারলে আমি নিজেকে একেবারে খারাপ ট্রেডার মনে করব না।
-
আমি এখনো নিজেকে শিক্ষানবিস ট্রেডার মনে করি। কারন আমি এখনো শিখে চলছি। এখনো আমার সফলতা পাওয়াটা ধারাবাহিক হয়নি।
-
আমি এখনো নিজেকে শিক্ষানবিস ট্রেডার মনে করি। কারন আমি এখনো শিখে চলছি। এখনো আমার সফলতা পাওয়াটা ধারাবাহিক হয়নি। আর যতদিন সফলতা পাওয়াটা ধারাবাহিক না হয় ততদিন সে সফল ট্রেডার নয়। সফল ট্রেডার হওয়ার পূর্বশর্ত হলো ধারাবাহিক ভাবে সফলতা পাওয়া।
-
আমি এখনো নিজেকে শিক্ষানবিস ট্রেডার মনে করি। কারন আমি এখনো শিখে চলছি। এখনো আমার সফলতা পাওয়াটা ধারাবাহিক হয়নি। আর যতদিন সফলতা পাওয়াটা ধারাবাহিক না হয় ততদিন সে সফল ট্রেডার নয়। সফল ট্রেডার হওয়ার পূর্বশর্ত হলো ধারাবাহিক ভাবে সফলতা পাওয়া।
-
সফলতার সংজ্ঞা একেক জনের কাছে একেক রকম । আমার কাছে সফলতার সংজ্ঞা হল আমি সফল ভাবে কতটি ট্রেড সঠিকভাবে পরিচালনা করতে পেরেছি মাস শেষে । আর এভাবে কত বছর যাবত আমি প্রতিনিয়ত সফলতার সহিত সঠিকভাবে কতোগুলো ট্রেড ক্লোজ করতে পেরেছি । যদি লাভ আমার বিনিয়োগের শতকরা ১০% হয় তাও আমি নিজেকে সফল মনে করব । কারন অর্থ দিয়ে কখনো সফলতার বিচার করা ঠিক নয় বলে আমি মনে করি ।
-
আমি নিজেকে সফল ট্রেডার হিসেবে বিবেচনা করি না।কারণ আমি যখন ট্রেড করি তখন মার্কেট আমার অনূকূলে থাকলে অধিক লাভের আশায় আবার ট্রেড করি এবং অল্প লাভ হলে আরেকটু লাভের আশায় সময় অতিবাহিত করি। ফলে মার্কেট হঠাৎ বিপরীতে চলে যাওয়ার কারনে আমার একাউন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই নিজেকে সফল ট্রেডার হিসেবে বিবেচনা করতে হলে ফরেক্সকে জানতে হবে, লোভ মুক্ত হতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। তবেই সফল ট্রেডার হওয়া সম্ভব।
-
একজন সফল ট্রেডার হতে গেলে যতটুকু দক্ষতা অভিজ্ঞতা এবং ফরেক্স সম্পর্কে জ্ঞান থাকা দরকার আমার মনে হয় আমার ততটুকু নেই আমি নিজেকে এখনো একজন শিক্ষানবিশ ট্রেডার বলে মনে করি আর একজন সফল ট্রেডার হতে গেলে অনেক কিছুই মেন্টেন করতে হয় আমি হয়তো হতো অত কিছু মেনে চলতে পারি না তাই আমি কি নিজেকে একজন সফল ট্রেডার হিসেবে দাবি করতে পারিনা। আমি নিজেকে একজন শিক্ষানবিশ ট্রেডার বলতে পারি।
-
ফরেক্স মার্কেটে নিজেকে একজন ট্রেডার হিসেবে পরিচিত করাটা যতটা সহজ, একজন সফল ট্রেডার হওয়া ঠিক ততটাই কঠিন। কারণ সফল ট্রেডার বলতে আমি তাকেই বুঝি থাকি যে ফরেক্স মার্কেট এ সফলতার সাথে ব্যবসা করার মাধ্যমে সর্বদা লস এড়িয়ে লাভ করতে পারে।কিন্তু আমি এখনো আমার লস কে সম্পূর্ণরূপে এড়িয়ে চলতে পারছি না,অর্থাৎ লাভের পাশাপাশি কখনো কখনো ইচ্ছা না থাকলেও লসকে মেনে নিতে হচ্ছে।আর তাই আমি আমার নিজেকে একজন সফল ট্রেডার বলার পরিবর্তে একজন শিক্ষানুবিশ ট্রেডার বলতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি,কারন আমি এখনো ফরেক্স সম্পর্কে শিক্ষার মাধ্যমে নিজের জ্ঞান ও দক্ষতা কে বাড়িয়ে নেয়ার চেষ্টা করছি, সেই সাথে ধৈর্য সহকারে ট্রেডিং প্র্যাকটিস করছি,এবং কি কারণে আমি লস করছি সেই কারণ গুলো কে খুঁজে বের করে নিজেকে শুধরে নেয়ার পাশাপাশি ফরেক্স এর সকল প্রকার অ্যানালিসিস গুলো সঠিকভাবে করার চেষ্টা করছি, যাতে করে আমি আমার দক্ষতার পরিমাণকে বাড়িয়ে নিয়ে ফরেক্স মার্কেটে সফলতার সাথে ব্যবসা করার মাধ্যমে নিজেকে একজন সফল ট্রেডার হিসেবে গড়ে তুলতে পারি।
-
ফরেক্সে সফল ট্রেডার হওয়া টা একটু কঠিন কাজ। কোন একটি কাজ শুরু করার পূর্বে মানুষের পূর্ব পরিকল্পনা থাকলে সেখান থেকে সে কি পরিমান মুনাফা অর্জন করতে পারবেে। তো আপনি যদি আপনার কাঙ্খিত মুনাফা আনতে পারেন সে ক্ষেত্রে আপনার তারপরও আপনার আরো অনেক কিছু বিষয় জানার দরকার থাকে সফলতা জন্য। ফরেক্সে সফল হওয়ার জন্য অনেক সময় ও পরিশ্রমের দরকার আমরা যদি সে সময় ও পরিশ্রম দিয়ে কাজ করি তাহলে হয়তো অবশ্যই একদিন সফল হতে পারবো। আর তারপরে আমাদের যেটি উদ্দেশ্য মুনাফা অর্জন করা আমাদের কাঙ্ক্ষিত মাত্রায় না হলো তার কাছাকাছি মুনাফা অর্জন করা সম্ভব। মুনাফা অর্জন করাটা এক ধরনের সফলতা বলা যায়।
-
প্রথমত একজন সফল ট্রেডার হতে হলে আপনাকে ভালভাবে মার্কেট এ্যনালাইসিস করা শিখতে হবে । তাছাড়া মানি ম্যানেজমেন্ট অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় । আর সফল ট্রেডাররা এলোমেলো ট্রেড না করে নিজস্ব কৌশলে ট্রেড করে থাকে । মার্কেটে আমি এখনও শিক্ষানোবিস । তাই মার্কেটে এখনও সফল ট্রেডার হতে পারিনি ।
-
স্বাভাবিকভাবেই ফরেক্সে নিজেকে দক্ষ হিসাবে গড়ে তুলতে হলে প্রচুর পরিশ্রম ধৈর্যের দরকার।আপনাকে ট্রেড করার জন্য বিভিন্ন ট্রেডিং কৌশল আয়ত্ত করতে হবে এবং এই কৌশল ণ্ডলো ডেমো ট্রেড এর মাধ্যমে নিয়মিত কমপক্ষে এক বছর প্রাক্টিস করে সফলতা লাভ করতে হবে।সফল ট্রেডার হওয়ার পূর্বশর্ত হলো ধারাবাহিক ভাবে সফলতা পাওয়া।
-
আমি এখনো নিজেকে শিক্ষানবিস ট্রেডার মনে করি। কারন আমি এখনো শিখে চলছি। এখনো আমার সফলতা পাওয়াটা ধারাবাহিক হয়নি। আর যতদিন সফলতা পাওয়াটা ধারাবাহিক না হয় ততদিন সে সফল ট্রেডার নয়। সফল ট্রেডার হওয়ার পূর্বশর্ত হলো ধারাবাহিক ভাবে সফলতা পাওয়া।
-
সফলতা খুব সহজে আসেনা এখানে যত বেশি অনুশীলন করবেন আপনি তত বেশি দক্ষতা অর্জন করতে সক্ষম হবেন । ফরেক্স মার্কেট এ আমাদের সফলতা অর্জন করতে হলে অনেক বেশি বেশি ফরেক্স ট্রেডিং অনুশীলন করতে হবে । এবং আমাদের ফরেক্স ট্রেডিং আর সঠিক এনালাইসিস গুলো শিখতে হবে । আমরা কোন ট্রেড এ লস করলে তার কারন খুজে বের করে তার সমাধান করতে শিখতে হবে । তাহলে আমরা এক সময় সফল ট্রেডার হতে সক্ষম হবো ।
-
কোনবিষয়ে সফল হওয়া বা সাফল্য পাওয়া এতো সহজ ব্যাপার না।সফল হতে হলে অনেকবেশী ধৈর্য্যের প্রয়োজন। সফল মানুষ গুলো অনেকবেশী পরিশ্রমী। তারা অনেক বেশী দক্ষ ওঅভিজ্ঞ।আর আমারর মধ্যে এবিষয় গুলো এখনও ফুলগড়ে ওঠেনি।তাহলে তো সফল হওয়ার প্রশ্ন ই আসেনা।সফল হওয়ার পথে আমি।পথিক হয়ে পথ খুজছিলাম সফল হবো কিভাবে।সফল হতে সময় লাগে।তাই আমিও চেষ্টা করিছি।
-
ফরেক্স মার্কেটে সফল ট্রেডার হতে গেলে অনেক কষ্ট করতে হবে এটা স্বাভাবিক । ফরেক্স এর জন্য আপনাকে অনেক সময় দিতে হবে । সময় নিয়ে ফরেক্স আগে ভালোভাবে শিখতে হবে । আপনি যদি ভালোভাবে ফরেক্স শিখে নিতে পারেন তারপর আপনাকে অনেক প্রাকটিস করতে হবে । আপনাকে ফরেক্স এর অনেক কৌশল জানতে হবে এবং সেই সব কৌশল অবলম্বন করেই আপনাকে ট্রেড করতে হবে তাহলে আপনি একজন সফল ট্রেদার হতে পারবেন ।
-
ফরেক্সে সফল হতে গেলে অনেক ধৈর্য্যের প্রয়োজন । রাতারাতি ফরেক্সে সফল হওয়া যায় । দক্ষতা, অভিজ্ঞতা ও উপযুক্ত এবং সঠিক মানি ম্যানেজমেন্ট এর মাধ্যমে আমরা ফরেক্সে সফল হতে পারি । ফরেক্সে সফল হওয়ার জন্য আমদেরকে ফরেক্স শিখার জন্য অনেক সময় ব্যয় করতে হবে ।
-
ফরেক্স মার্কেট আমরা ট্রেডিং করি,ফরেক্স ট্রেডিং কে কাজে লাগিয়ে আমরা অর্থ উপার্জন করে অর্থনৈতিক উন্নতি সাধন করিতে পারি।আমি ফরেক্স মার্কেট এ দুই বছর য়াবত ট্রেডিং করে সফলতা দেখতে পেরেছি।তাই বলি ফরেক্স মার্কেট ট্রেডিং করে সফলতা পাওয়া য়ায়।
-
ভাই আমি ফরেক্স ট্রেডিং এ সফলতা কে দুইভাগে ভাগ করেছি । একটা হচ্ছে ট্রেডিং থেকে লাভ করে সফল আর একটা হচ্ছে ফরেক্স ট্রেডিং খুব ভালভাবে শিখে সফল । বর্তমানে আমি ভাই কোন ভাগেই নাই , তবে আশা করি আর খুব অল্প দিনের মধ্যেই ফরেক্স ট্রেডিং এর খুঁটিনাটি বিষয়গুলো খুব ভালভাবে শিখে ফেলতে পারব । আমি আসলে ফরেক্স থেকে লাভ করে সফল হবার দিকে ওঁত নজর দেই না , কারণ আমি যদি খুব ভাল করে ফরেক্স শিখতে পারি তাহলে লাভ আসবেই এটা আমার ধারণা , তাই এখনও ফরেক্স এ আমি একজন ছাত্র ।
-
আমি সফল ট্রেডার কিনা এই মুহূর্তে বলতে পারবনা। আমি ফরেক্সে ক্যাবল নতুন এসেসি। আমি এখনো অনেক কিছু জানিনা। আমি চেষ্টা করছি একজন সফল ট্রেডার হবার জন্য। আমি আমার জ্ঞান কে যথাসাধ্য কাজে লাগিয়ে একজন সফল ট্রেডার হিসেবে গড়ে উঠতে চাই
-
আমি এখনো নিজেকে শিক্ষানবিস ট্রেডার মনে করি। কারন আমি এখনো শিখে চলছি। এখনো আমার সফলতা পাওয়াটা ধারাবাহিক হয়নি। আর যতদিন সফলতা পাওয়াটা ধারাবাহিক না হয় ততদিন সে সফল ট্রেডার নয়। সফল ট্রেডার হওয়ার পূর্বশর্ত হলো ধারাবাহিক ভাবে সফলতা পাওয়া। একজন সফল ট্রেডার হতে হলে তাকে খাটতে হবে।
-
আসলে সফল ট্রেডার বলতে বুঝি লাভ-লস মিলে লাভ করতে পারেন প্রতিমাসে। সে হিসাবে আমি এখনও তেমন কোন কিছু করতে পারি নাই কারন মাঝে মাঝে লাভ করি আবার সব লস হয়ে যায়,এই ভাবে চলছি। তবে এখন একটু সংশোধন করছি নিজেকে। তবে ফরেক্স এ সফলতা আসতে অনেক সময় লাগে তাই লেগে থাকতে হবে বছরের পর বছর। তবে আমি মনে করি একজন মোটামুটি ধরনের ফরেক্স ট্রেডার হতে হলে অন্তত ৫ বছর সময় দেওয়া প্রয়োজন, আমরা একটু তারাতারি আশা করি, সব কিছু তাতেই লস হয়ে যায়।
-
না, আমি নিজেকে সফল ট্রেডার মনে করিনা।কেননা একজন সফল ট্রেডারের যেসকল গুনাগুন গুলো থাকার প্রয়োজন হয় আমি এখনো সেই সকল গুনাগুন গুলো অর্জন করতে পারিনি। তাছাড়া ফরেক্স ট্রেডিং সম্পর্কে অভিজ্ঞতা অনেক কম।কারণ আমি ফরেক্স মার্কেট একজন নতুন ট্রেডার। অল্প কিছুদিন যাবৎ ফরেক্স মার্কেটে লাইভ ট্রেডিং শুরু করেছি।তবে ইচ্ছা আছে ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেকে দক্ষ ও অভিজ্ঞ করে তোলার মাধ্যমে নিজেকে একজন সফল ট্রেডার হিসেবে গড়ে তুলবো।
-
না ভাই আমি এখানে এখনো পুরোপুরি সফল ট্রেডার হতে পারিনি। আমি চাই এখানে কাজ করে দক্ষ ও অবিজ্ঞ ট্রেডার হতে। এখানে দক্ষতা ও অবিজ্ঞতা ছাড়া আসলে পুরোপুরি সফল হওয়া সম্ভব নয় সেটা আমি ভালো করেই জানি। তবে এখানে দক্ষ ও অবিজ্ঞ হতে হলে অনেক সময়ের প্রয়োজন। যেহেতু আমি এখানে কাজ করছি আমার চাকুরির পাশাপাশি তাই একটু সময় বেশি লাগলেও আমি এখানে সফল হতে চাই।
-
আমি এই ফরেক্স মার্কেটে নতুন,,, তাই আমার উক্তি হবে আমি কখনোই সফল ট্রেডার নয় । আর এই ফরেক্স মার্কেটে একজন সফল ট্রেডার্স হতে হলে অনেক পরিশ্রম করতে হয়। এই ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো অভিজ্ঞতা অর্জন করতে হলে ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক পড়াশোনা করতে হয়,,,,তার পাশাপাশি ফরেক্স মার্কেট বেশি বেশি করে অনুশীলন করতে হয় এবং বেশি বেশি করে ডেমো ট্রেডিং প্রাকটিস করতে হয় ।
-
ফরেক্স এ সফল ট্রেডার হয়া সহজ ব্যাপার না।সফল ট্রেডার হতে হলে অনেক ধৈর্য্যর প্রয়োজন।এর জন্য কঠোর পরিশ্রম এর প্রয়োজন।আমি নিজেকে ফরেক্স এর সফল ট্রেডার মনে করি না কেননা আমার ফরেক্স থেকে এখন অনেক কিছু শেখার বাকি।ফরেক্স শিখে যখন আমি নিয়মিত প্রফিট অর্জন করতে পারবো তখন আমি নিজেকে ফরেক্স এর সফল ট্রেডার মনে করব।
-
আমি এখনও একজন সফল ট্রেডার হত পারিনি । এর কারণ হল যতটুকু সময় এই ফরেক্স মার্কেটে দিতে হয় ততটুকু সময় আমি দিতে পারি না । সুতরাং আমি সেই জন্য সফল ট্রেডার হতে পারিনি । সুতরাং আপনারা চেষ্টা করেন তাহলে অবশ্যই একজন সফল ট্রেডার হতে পারবেন আশা করা যায় ।
-
আমি এখনো নিজেকে শিক্ষানবিস ট্রেডার মনে করি। কারন আমি এখনো শিখতেছি। এখনো আমার সফলতা পাওয়াটা ধারাবাহিক হয়নি। আর যতদিন সফলতা পাওয়াটা ধারাবাহিক না হয় ততদিন সে সফল ট্রেডার নয়। সফল ট্রেডার হওয়ার পূর্বশর্ত হলো ধারাবাহিক ভাবে সফলতা পাওয়া। একজন সফল ট্রেডার হতে হলে তাকে খাটতে হবে।
-
আমি প্রায় ৫ বছর ধরে ফরেক্স টে্রড করছি। কিন্তু আমি এখন পর্যন্ত লস করতেছি। আসলে ফরেক্স একটি জটিল ব্যবসা। ফরেক্স থেকে প্রফিট করে ধরে রাখাটাই কস্টকর। এখানে আপনি যা প্রফিঠ করবেন তা যদি ধরে রাখতে পারেন তাহলেই প্রফিট্যাবল হওয়া যায়। ওভার ট্রেড এর কারনে অনেক সময় প্রফিট ধরে রাখা যায় না।
-
আমি অনেক বছর যাবৎ ট্রেড করতেছি কিন্তু এখন পর্যন্ত সফল হতে পারিনি। সফল হওয়ার জন্য আপ্রান চেষ্টা করতেছি। আসলে ফরেক্স মার্কেট সময় এবং ধৈর্য্যর প্রয়োজন। সময় নিয়ে ট্রেড করতে হয়। কারন আমরা ট্রেড দেওয়ার পর আমাদের ট্রেড ধরে রাখতে পারি না। যার ফলে আমরা মার্কেট থেকে ভালো কিছু করতে পারিনা।