আমি দিনে কমপক্ষে ৩০ টা পোস্ট করি। আমি যখন বেশি সময় পায় তখন আর বেশি পোস্ট করি। আমি আজ সুনলাম যে ৩০ তার বেশি পোস্ট করলে অ্যাকাউন্ট বাদ হয়ে যায়। আমি এই বিসয়ে কিছুই জানি না। ইতিমধ্যে আমার একটা অ্যাকাউন্ট বাদ দিয়ে দিছে। কেউ কি জানেন আসলে ঠিক কইটা পোস্ট করলে অ্যাকাউন্ট বাদ দিয়ে দেয়।