ফরেক্স এ আমার অ্যাকাউন্ট একটাই। আমি যতদূর জানি একজন ব্যক্তি একটা এটি করতে পারবে। তাহলে এখানে প্রশ্ন থেকে যায়, কিভাবে আপনার পক্ষে একটার বেশি আইডি ক্রিয়েট করা সম্ভব।
Printable View
ফরেক্স এ আমার অ্যাকাউন্ট একটাই। আমি যতদূর জানি একজন ব্যক্তি একটা এটি করতে পারবে। তাহলে এখানে প্রশ্ন থেকে যায়, কিভাবে আপনার পক্ষে একটার বেশি আইডি ক্রিয়েট করা সম্ভব।
ফোরাম নিশ্চিতভাবেই আমাদের জন্য একটা সম্পদস্বরুপ । আমরা যার ফরেক্সে ট্রেডিং করি তারা জানি যে প্রাথমিক অবস্থায় এই ফোরামেই হয় অমাদের ফরেক্স হাতে খড়ি । তাই ফোরমকে সৎ উদ্দেশ্য ব্যবহার করতে হবে আমাদের দ্বায়িত্ব । ফরেক্স ফোরমে আমার এটাই প্রথম একাউন্ট যার মাধ্যমে আমি টানা দুই মাস বোনাস পাই । আশা করি চলতি মাসেও ঠিকঠাক বোনাস পাব যেটা আমাদের ট্রেডিং উৎসাহ বৃদ্ধি করে ।
আমি ফরেক্সের ফোরামে কাজ করছি অনেক মাস ধরে । আমি ফোরামের ডলার দিয়ে প্রায় ৪ বার ট্রেদ করেছি । ফরেক্সে কাজ করতে হলে টাকা ইনভেস্ট করে টাকা আয় করতে হয় কিন্তু ফোরামে কাজ করার জন্য কোন টাকার দরকার হয় না । ফোরামে প্রতিদিন পোষ্ট করতে থাকলে প্রতিদিন ফোরাম পোষ্টিং এর বোনাস পাওয়া যায় যা দিয়ে মাস শেষে ট্রেড করে অনেক টাকা আয় করা যায় ফ্রীতে খুব সহজে ।
ফরেক্স ফর্মে আমার অ্যাকাউন্ট একটি। কারণ একটির বেশি অ্যাকাউন্ট খুললে ফরেক্স মার্কেট থেকে বাতিল বলে গণ্য করে। আর এটা সম্পূর্ণ ফরেক্স মার্কেটের নিয়ম এর বাইরে। তাই আমরা একটা একাউন্টে খুলবো এবং ভালোভাবে একটা একাউন্টে কাজ করবো। তাহলে ফরেক্স থেকে ভালো কিছু পাব । আর একটা কথা মনে রাখবা সবসময় জন্য যদি ভালো কিছু হয়। তবে একটা অ্যাকাউন্ট থেকে হবে। আর যদি ভালো কিছু না হয় তাহলে দশটা অ্যাকাউন্ট খুললেও কাজ হবে না। তাই একটা একাউন্টে ভালোভাবে কাজ করার চেষ্টা করব।
আমি সর্বপ্রথম ফোরামে একাউন্ট খুলি এবছর জানুয়ারি মাসে। কিছুদিন ফোরাম পোস্টিং করি সে একাউন্ট দিয়ে । তারপর ফেব্রুয়ারি তে এই একাউন্ট টা খুলি। তারপর থেকে নিয়মিত কিংবা অনিয়মিত ভাবে এই একাউন্ট দিয়ে পোস্ট করে যাচ্ছি। এখন পর্যন্তও আমি এই একাউন্ট ব্যবহার করছি। তবে প্রতি মাসে আমি সমান তালে ফোরাম পোস্টিং করতে পারিনি।
যার ফরেক্সে ট্রেডিং করি তারা জানি যে প্রাথমিক অবস্থায় এই ফোরামেই হয় অমাদের ফরেক্স হাতে খড়ি তাই ফোরমকে সৎ উদ্দেশ্য ব্যবহার করতে হবে আমাদের দ্বায়িত্ব ফরেক্স ফোরমে আমার এটাই প্রথম একাউন্ট যার মাধ্যমে আমি টানা দুই মাস বোনাস পাই সফলতা পেতে গেলে একটা অ্যাকাউন্টই যথেষ্ট ট্রেডিং এর ওপর দক্ষতা এবং নিয়ম মেনে ট্রেড করার ওপরই সফলতা নির্ভর করে তাছাড়া ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য একজন ব্যক্তির একাধিক ফোরামের একাউন্ট ব্যবহার করার অনুমতি নেই ।
আমি সর্বপ্রথম ফোরামে একাউন্ট খুলি এবছর জানুয়ারি মাসে। কিছুদিন ফোরাম পোস্টিং করি সে একাউন্ট দিয়ে । তারপর ফেব্রুয়ারি তে এই একাউন্ট টা খুলি। তারপর থেকে নিয়মিত কিংবা অনিয়মিত ভাবে এই একাউন্ট দিয়ে পোস্ট করে যাচ্ছি। এখন পর্যন্তও আমি এই একাউন্ট ব্যবহার করছি। তবে প্রতি মাসে আমি সমান তালে ফোরাম পোস্টিং করতে পারিনি।
একটা ডিভাইস দিয়ে আপনি একটা ফোরাম এর একাউন্ট করতে পারবেন এবং সেই ফোরাম একাউন্ট এ আপনার ট্রেডিং একাউন্ট এর্টাচ করতে পারবেন এবং আপনি চাইলে ২ মাস পরে নতুন একটি ট্রেডিং একাউন্ট ফোরাম এ যুক্ত করতে পারবেন,কিন্তু ভুলেও একাধিক ফোরাম একাউন্ট এক ডিভাইস দিয়ে করবেন না তাহলে সব একাউন্ট ডিসাবল হয়ে যাবে,তাই ব্যাপার তা মাথায় রাখবেন।
ফোরামে আমার দুইটা একাউন্ট,তবে এইটা আমার প্রথম একাউন্ট।আর যে আর একটা একাউন্ট আছে সেইটাই আমি অনিয়মিত ভাবে পোষ্ট করি।ও একাউন্ট জিরো হয়ে যাওয়ার পর তেমন পোষ্ট করা হয় না আমি ফোরামের বোনাস দিয়েই টেড করি রিয়াল টেড করি না
ফোরামের ডলার দিয়ে এর আগে আমি দুইটি অ্যাকাউন্ট করেছিলাম কিন্তু আমার সেই অ্যাকাউন্ট দুটি হঠাত করে কেন যেন ডিজঅ্যাবল হয়ে গিয়েছে তাই এখন আমি আবার নতুন করে ফোরামের ডলার দিয়ে একটি অ্যাকাউন্ট ওপেন করতে যাচ্ছি।
আমার দৃষ্টিকোন থেকে ফোরাম এর জন্য বেশি একাউন্ট খোলার কোন প্রয়োজন নেই। কেননা আপনি একটি একাউন্ট এ কাজ করলে যে অর্থ আসবে তাতে ট্রেড করার জন্য যথেষ্ট। আর হয় এটা ফোরাম নিয়মাবলির মধ্যে আছে কিনা সেটা আমার জানা নেই। তবে এই বিষয়ে আপনাকে আগের ফোরামের নিয়মাবলি পড়া উচিত।
আমার ধারনা মতে একটা একাউন্টেই কাজ করা অনেক ভাল অনেক সুবিধা । কারন আপনি যদি একটার অধিক বেশি একাউন্ট রাখেন তাহলে সেটা বেন্ড করে দিবে, একাউন্ট ডিজঅ্যাবল করে দিবে এটাতে কোন সন্ধেহ নেই । সুতরাং একটাই একাউন্ট রাখতে হবে । সফলতা পেতে গেলে একটা অ্যাকাউন্টই যথেষ্ট । ট্রেডিং এর ওপর দক্ষতা এবং নিয়ম মেনে ট্রেড করার ওপরই সফলতা নির্ভর করে । তাছাড়া ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য একজন ব্যক্তির একাধিক ফোরামের একাউন্ট ব্যবহার করার অনুমতি নেই ।
একটা অ্যাকাউন্ট এই ফোরাম পোস্টিং করে যাচ্ছি । তবে আমি কোন মাসে বেশি আবার কোন মাসে কম ফোরাম পোস্টিং করি । আমি সব সময় সঠিক নিয়মে ফোরাম পোস্টিং করার চেষ্টা করি যেন কোন রকম ভুল হয়ে না যায় । আমার ধারনা মতে একটা একাউন্টেই কাজ করা অনেক ভাল অনেক সুবিধা । কারন আপনি যদি একটার অধিক বেশি একাউন্ট রাখেন তাহলে সেটা বেন্ড করে দিবে, একাউন্ট ডিজঅ্যাবল করে দিবে এটাতে কোন সন্ধেহ নেই ।
আমি সর্বপ্রথম ফোরামে একাউন্ট খুলি এবছর জানুয়ারি মাসে। কিছুদিন ফোরাম পোস্টিং করি সে একাউন্ট দিয়ে । তারপর ফেব্রুয়ারি তে এই একাউন্ট টা খুলি। তারপর থেকে নিয়মিত কিংবা অনিয়মিত ভাবে এই একাউন্ট দিয়ে পোস্ট করে যাচ্ছি। এখন পর্যন্তও আমি এই একাউন্ট ব্যবহার করছি। তবে প্রতি মাসে আমি সমান তালে ফোরাম পোস্টিং করতে পারিনি।
আমি সর্বপ্রথম ফোরামে একাউন্ট খুলি এবছর জানুয়ারি মাসে। কিছুদিন ফোরাম পোস্টিং করি সে একাউন্ট দিয়ে । তারপর ফেব্রুয়ারি তে এই একাউন্ট টা খুলি। তারপর থেকে নিয়মিত কিংবা অনিয়মিত ভাবে এই একাউন্ট দিয়ে পোস্ট করে যাচ্ছি। এখন পর্যন্তও আমি এই একাউন্ট ব্যবহার করছি। তবে প্রতি মাসে আমি সমান তালে ফোরাম পোস্টিং করতে পারিনি।
একাধিক ফোরামের বোনাস একাউন্ট দিয়ে ট্রেড করলে একাউন্ট ব্লক করে দেয় । তাই ফোরামের ডলার দিয়ে একটি একাউন্টে ট্রেড করা উচিত আমি মনে করি।তারপর থেকে নিয়মিত কিংবা অনিয়মিত ভাবে এই একাউন্ট দিয়ে পোস্ট করে যাচ্ছি। এখন পর্যন্তও আমি এই একাউন্ট ব্যবহার করছি। তবে প্রতি মাসে আমি সমান তালে ফোরাম পোস্টিং করতে পারিনি।
ফোরাম নিশ্চিতভাবেই আমাদের জন্য একটা সম্পদস্বরুপ । আমরা যার ফরেক্সে ট্রেডিং করি তারা জানি যে প্রাথমিক অবস্থায় এই ফোরামেই হয় অমাদের ফরেক্স হাতে খড়ি । তাই ফোরমকে সৎ উদ্দেশ্য ব্যবহার করতে হবে আমাদের দ্বায়িত্ব । তবে আমি আশা করি,,, আগামিতে ফরেক্স মার্কেট সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করে ট্রেড ওপেন করবো এবং এর থেকে ভালো প্রফিট অর্জন করবো ।
ফোরামে এটি আমার তিন নাম্বার একাউন্ট অর্থাৎ এর আগেও আমার ঘনিষ্ঠ দুটি ব্যক্তির ডকুমেন্ট ব্যবহার করে দুটি অ্যাকাউন্ট ওপেন করি। কিন্তু দুটি একাউন্টেই অনেক বেশি লস করার ফলে সে দুটোকে বন্ধ রেখে নতুন করে এই অ্যাকাউন্ট ওপেন করার মাধ্যমে ট্রেডিং শুরু করি। তবে এখন আমি এটার পাশাপাশি আমার পুরাতন আরো একটা একাউন্টে নিয়মিত পোস্ট করে থাকি এবং এই মাসে ফোরাম সেই একাউন্টে মোটামুটি খুবই ভালো মানের একটা বোনাস প্রদান করেছে। আর এখন আমি এই একাউন্টের পাশাপাশি সেই একাউন্ট দিয়ে ওর ট্রেডিং করছি।
ফরেক্স ফোরাম এ আমার একটি একাউন্ট। আমার মতে আমার একাধিক একাউন্ট এর কোন প্রয়োজন নেই। আপনি যদি ভাল দক্ষ ও অভিজ্ঞ ট্রেডার হন তাহলে একটি একাউন্ট এ বাজিমাত করা যাবে। একাধিক একাউন্ট করলে আপনার সব একউন্ট ব্লক করা হবে। তাই একটি একাউন্ট দিয়ে স্বাধীন ভাবে ফরেক্স করুন দেখবেন আপনার সাফলতা অর্জন করতে পারবেন। আমি আমার এই একটি একাউন্ট দিয়েই ফরেক্স থেকে আয় করছি।
ফোরামে এই পর্যন্ত আমার একাউন্ট 1টি । আমি আমার ফরেক্স জীবনে যতো দক্ষতা ও জ্ঞান অর্জন করেছি তার 80 ভাগ ফোরাম থেকে। আমি ফোরামের সকল বিষয়গুলো মনোযোগ সহকারে পড়ি। আমি ফোরামে একটি একাউন্ট নিয়ে সন্তুষ্ট।
একটা একাউন্ট দিয়ে কাজ করছি । যদি প্রয়োজন হয় তাহলে পরবর্তিতে এটা বাদ দিয়ে আরেকটা খুলব । তবে আমার ধারনা মতে একটা একাউন্টেই কাজ করা অনেক ভাল অনেক সুবিধা । কারন আপনি যদি একটার অধিক বেশি একাউন্ট রাখেন তাহলে সেটা বেন্ড করে দিবে, একাউন্ট ডিজঅ্যাবল করে দিবে এটাতে কোন সন্ধেহ নেই ।তাছাড়া ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য একজন ব্যক্তির একাধিক ফোরামের একাউন্ট ব্যবহার করার অনুমতি নেই। একই ডিভাইসে যদি একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করা হয় তাহলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে যখন তখন।
আমার ফোরামে এই একটি মাত্র একাউন্ট। আর ফোরামে একাধিক একাউন্ট থাকা কতটা বৈধ তা ও জানিনা। কেউ জানলে বিষয়টা আমায় জানাবেন।
আমার একাউন্ট একটি আমি একটি একাউন্ট দিয়েই কাজ করে সন্তুষ্ট অন্য কোন একাউন্ট এর দরকার নেই তাছারা বেশি একাউন্ট ক্রিয়েট করলে ঝামেলাও অনেক বেশি হতে পারে।
ফরেক্স মার্কেটে আমার অ্যাকাউন্ট মাত্র একটি। আপনি ইচ্ছা করলেও আপনি আইডি কার্ড বা স্মার্ট কার্ড দিয়ে দ্বিতীয় একাউন্ট করতে পারবেন না। প্রত্যেকটি স্মার্ট কার্ড দিয়ে একটি আয়োজন করা সম্ভব। আর যদি কেউ না মানে তাহলে দুটি একাউন্ট ওপেন করে তাহলে দুটো আইডি ব্যান করে দেওয়ার ক্ষমতা রাখে ফরেক্স পক্ষ।
আপনি যদি সঠিকভাবে একটি আইডি দিয়ে যথাযথ প্রয়োগ করতে পারেন, তাহলে সেটি আইডি থেকে আপনি অনেক প্রফিট করতে পারবেন। মূলকথা হলো আপনাকে সর্বপ্রথম ফরেক্স বিষয়ে অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করতে হবে।
ফোরামের এই প্রর্যন্ত আপনার অ্যাকাউন কয়টি
,,,,,,,,,,আমি এ পর্যন্ত একটা ফোরাম একাউন্ট ই ওপেন করেছি । এখন পর্যন্ত এখান থেকে কোন বোনাস পায়নি । এবার আশা করছি কিছু এমাউন্ট বোনাস পাব । এবং এই বোনাস এমাউন্ট দিয়েই ট্রেড করবো । তবে আমার জানা মতে ফোরামের নিয়ম মতে একজন ব্যাক্তির নামে একই ফোরামে একধিক একাউন্ট থাকলে সব গুলো একাউন্ট একেবারে বন্ধ করে দিতে পারে ।।
আমি সর্বপ্রথম ফোরামে একাউন্ট খুলি এবছর
জানুয়ারি মাসে। কিছুদিন ফোরাম পোস্টিং করি
সে একাউন্ট দিয়ে । তারপর ফেব্রুয়ারি তে এই
একাউন্ট টা খুলি। তারপর থেকে নিয়মিত কিংবা
অনিয়মিত ভাবে এই একাউন্ট দিয়ে পোস্ট করে
যাচ্ছি। এখন পর্যন্তও আমি এই একাউন্ট ব্যবহার
করছি। তবে প্রতি মাসে আমি সমান তালে ফোরাম
পোস্টিং করতে পারিনি।
আমার একটাই অ্যাকাউন্ট এবং আমি তাতে বোনাসের টাকা দিয়ে ট্রেড করি। এ মাসেই প্রথম ট্রেড করছি। আমার ইচ্ছা এই অ্যাকাউন্ট দিয়া কাজ করা আর ন্তুন কোন অ্যাকাউন্ট করার ইচ্ছা আপাতত নেই। আর সবচেয় গুরত্বপুর্ণ কথা হল যে আমরা ফোারামের ডলার দিয়ে ট্রেড শিখি । বেশির ভাগ সময়েই এই ডলারটা লস হয়ে যায অথবা একাউন্ট জিরো হয়ে যায় । যার কারণে লাভ করে তারপরেই লভ্যংশ পাওয়া আর হয়ে উঠে না ।
ফোরামে আমি নতুন আর ফোরামে আমার একটাই একাউন্ট। এই মাসের শেষে আমার পোস্টিং বোনাস আমার একাউন্টে যোগ হবে। ফোরামে একাধিক একাউন্ট থাকাটা কি ভাল আপনারা যারা অভিজ্ঞ আপনাদের পরামর্শ কি?
বাংলা ফোরাম যেহেতু instaForex এর সাইট সেহেতু instaForex আপনাকে নিজের নামে একটি একাউন্টই এলাউ করবে । আপনি ফোরামের পাপ্য ডলার দিয়ে নিজের নামে ওপেনকৃত ভেরিফাই করা instaForex এর আইডিতেই ট্রেড করতে পারবেন । এছাড়া অন্য কোন পন্থায় আপনি এই বোনাসগুলো ব্যবহার করতে পারবেন না ।
যে আমার পরনে একটি অ্যাকাউন্ট রয়েছে পূর্বে আমি আমার এই একাউন্টটি দ্বারা ইংলিশ ফোরামে থাকলেও পরে চিন্তা করলাম যে আমি বাঙালি সেও তো আমার উচিত বাংলা ফোরামে কাজ করা এছাড়াও বাংলা ফোরামে সুবিধা রয়েছে যার জন্য আমি বাংলাপ্রণে রয়েছে অনেকেই মাল্টিপল একাউন্ট দিয়ে কাজ করে থাকে যা নিষেধাজ্ঞা রয়েছে এবং যদি তা ধরা পড়ে তাহলে আমাদের ফোরামের মেম্বাররা উর্দ্ধতন কর্মকর্তারা অবশ্যই সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবে তাই আমাদের উচিত একটি অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করা এবং একটি অ্যাকাউন্ট ব্যবহার করা
ফরেক্সের ফোরামে কাজ করছি অনেক মাস ধরে । আমি ফোরামের ডলার দিয়ে প্রায় ৪ বার ট্রেদ করেছি । ফরেক্সে কাজ করতে হলে টাকা ইনভেস্ট করে টাকা আয় করতে হয় কিন্তু ফোরামে কাজ করার জন্য কোন টাকার দরকার হয় না । ফোরামে প্রতিদিন পোষ্ট করতে থাকলে প্রতিদিন ফোরাম পোষ্টিং এর বোনাস পাওয়া যায় যা দিয়ে মাস শেষে ট্রেড করে অনেক টাকা আয় করা যায় ফ্রীতে খুব সহজে ।
আমি সর্বপ্রথম ফোরামে একাউন্ট খুলি এবছর জানুয়ারি মাসে। কিছুদিন ফোরাম পোস্টিং করি সে একাউন্ট দিয়ে । তারপর ফেব্রুয়ারি তে এই একাউন্ট টা খুলি। তারপর থেকে নিয়মিত কিংবা অনিয়মিত ভাবে এই একাউন্ট দিয়ে পোস্ট করে যাচ্ছি। এখন পর্যন্তও আমি এই একাউন্ট ব্যবহার করছি। তবে প্রতি মাসে আমি সমান তালে ফোরাম পোস্টিং করতে পারিনি।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
আমরা ফোরামে বেশি একাউন্ট খলা মানে হচ্ছে, ফোরামে শিখার জন্য নয় বেশি ইনকামের জন্য আসা। কিন্তু তা কি ঠিক হচ্ছে? আমার মতে ফোরামে একটি একাউন্ট থাকাই ভালো। আর তাই আমি একটি একাউন্টই খুলেছি। এবং এটি দিয়েই পোস্ট করে যাচ্ছি।
ফরেক্স ফোরামে আমি নতুন সদস্য ,, ৩ মাস আগে আমি ফরেক্স শুরু করেছি এবং ২ মাস আগে আমি ফোরামে পোস্টিং শুরু করেছি ,, আমি প্রথমে যে অ্যাকাউন্ডটি ওপেন করি সেখানে আমি রিয়েল অ্যকাইন্ড এ্যাটাস্ট করি কিন্তু সেখানে লেখা ছিল এমন ‘’ আপনি বোনাস প্রগরামে অংশগ্রহণ করতে পারবেন না কারন আপনার অ্যাউন্টটি প্রাতারনা মূলক কার্যক্রম সনাক্ত করা হয়েছে ‘’এর পর আমি আর একটি অ্যাকাউন্ড ওপেন করি কিন্তু এবারও সেই একি লেখা আসছে ইভেন আমার সাথে আরও একজন অ্যাকাউন্ড ওপেন করেছে তার ও সেই একি লেখা আসছে । আমি এখন বুঝতে পারছি না এটা কেন হচ্ছে । আমি কি তাহলে বেনাস প্রগরামে অংশ গ্রহন করতে পারব না এবং আমার এখন কি করনিয় । আমি এখন অভিজ্ঞ কোন ট্রেডারের কাছে সাহায্য চাইছি । কেউ আমাকে এই বিষয়ে ক্লিয়ার করে বললে উপক্রিত হব । ধন্যবাদ
আমি ফরেক্স এ নতুন । আমি কয়েকদিন আগে থেকে ফোরামে মন্তব্য করছি । তাই এই পর্যন্ত এটাই আমার ফরেক্স ফোরামে আমার প্রথম একাউন্ট।
আমি মনে করি না ফরেক্স ফোরামে একাধিক অ্যাকাউন্ট থাকার প্রয়োজন আছে। আর তাছাড়া ইন্সটাফরেক্সের একই সাথে একাধিক একাউন্ট পরিচালনা করার নিয়ম নেই। এটা করলে কর্তৃপক্ষ যেকোনো সময় আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে। তবে আপনি রিয়েল একাউন্ট পরিচালনার ক্ষেত্রে একাধিক অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। আর তাছাড়া একই সাথে একাধিক অ্যাকাউন্ট পরিচালনা করার চেয়ে একটি একাউন্টে বেশি সময় দিতে পারলে এবং মনোনিবেশ করতে পারলে অনেক ভালো করা যেতে পারে।
একটি ফোরাম অ্যাকাউন্ট থেকে আপনি বর্তমানে প্রতিমাসে সর্বোচ্চ 2000 ডলার পর্যন্ত বোনাস পেতে পারেন। আপনার পোস্ট যদি যথাযথ, সত্য, তথ্যবহুল এবং কোয়ালিটি সম্পন্ন হয় তাহলে ফোরাম অথরিটি একটি পোস্টের এগেনস্টে 50 ডলার পর্যন্ত বোনাস দিয়ে থাকে। তাই একাধিক অ্যাকাউন্ট পরিচালনার চেয়ে একটি একাউন্টে বেশি সময় দিয়ে তথ্যবহুল কোয়ালিটিসম্পন্ন পোস্ট করাই ভালো, যেটা আপনাকে ভালো বোনাস পেতে সহায়তা করতে পারে।
আমি সর্বপ্রথম ফোরামে একাউন্ট খুলি এবছর জানুয়ারি মাসে। কিছুদিন ফোরাম পোস্টিং করি সে একাউন্ট দিয়ে । তারপর ফেব্রুয়ারি তে এই একাউন্ট টা খুলি। তারপর থেকে নিয়মিত কিংবা অনিয়মিত ভাবে এই একাউন্ট দিয়ে পোস্ট করে যাচ্ছি। এখন পর্যন্তও আমি এই একাউন্ট ব্যবহার করছি। তবে প্রতি মাসে আমি সমান তালে ফোরাম পোস্টিং করতে পারিনি।
ফরেক্স থেকে আয় করা জাই কোন টাকা ছারা ফরেক্স করতে হলে শুধু টাকা ঈণভেস্ট কোড়টে হবে তা না আপনি আপনার পরিশ্রম দিয়ে ফোরাম থেকে বোনাস নিয়ে ফরেক্স মাকেট করতে পারেন | আমি মাত্র একটি এক্যাউন্ট বয়ভাড় করি তবে আর একটা করব বলে ভাবছি তাহলে আমার বুঝতে ভাল হবে |
এখনো পর্যন্ত একটা একাউন্টই ওপেন করেছি । আর অামি মনে করি না যে অতিরিক্ত একাউন্ট অনেক বেশি লাভবান । আর সবচেয় গুরত্বপুর্ণ কথা হল যে আমরা ফোারামের ডলার দিয়ে ট্রেড শিখি । বেশির ভাগ সময়েই এই ডলারটা লস হয়ে যায অথবা একাউন্ট জিরো হয়ে যায় । যার কারণে লাভ করে তারপরেই লভ্যংশ পাওয়া আর হয়ে উঠে না ।
ফোরামের ডলার দিযে এই সর্ব প্রথম আমি একটা অ্যাকাউন্ট ওপেন করলাম। আপনার ফোরমের ডলারে কয়টা অ্যাকাউন্ট রয়েছে?