-
এনালাইসিস গুলো জানার পর কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। আপনি সে গুলো একসাথে নিয়ে যদি আবেগ বাদ দিয়ে ট্রেড করেন তাহলে ইনশাল্লাহ বলা যেতে পারে আপনি ফরেক্স এ কখনই ক্ষতি গ্রস্থ হবেন না। অবশ্যই লাভবান হবেন। আশাকরি আমার কথা গুলো আপ্নারা বুঝতে পেরেছেন।
-
আপনি থিক বলেছেন আমিও আপনার মত অমন করি আসলে ফরেক্স মাকেট একটি যার অভিগতা যত বেশি সে ফরেক্স থেকে লাভ করতে পারবে | তাই আমি মনে করি ফরেক্স মাকেটে ডেমো কোণো বিকল্প নাই |
-
আমি বলবো ফরেক্স ট্রেডে লস হলে প্রথমে লসের কারন খুজে বের করতে হবে সে গুলো খুজে বের করে তার সমাধান করতে হবে। তার পর মার্কেট যখন এই ধরনের পজিশনে আসবে আবার আগের মতো ট্রেড করতে হবে। আর অপেক্ষা করতে হবে ভাল প্রফিত পাওয়ার জন্য যদি ভাল প্রফিত পাওয়া যায় তাহলে বুঝতে পারবে যে আপনি আগের ট্রেডে যে ভুল করেছিলেন তার সমাধান করতে পেরেছেন।
-
লস হলে অবশ্যই তা সহজে মেনে নিয়ে নিশ্চিত হতে হবে যে আপনার শিক্ষার অভাব রয়েছে৷ এখানে গোরামীর বা আবেগের প্রশ্নই আসেনা৷বেশি লস হলেই ট্রেড বন্ধ করে দু এক দিন দূরে কোথাও বেড়ানো যেতে পারে৷পাশাপাশি ভালো পুষ্টিকর খাবার খাওয়া ও পর্যাপ্ত ঘুমানো যেতে পারে৷এতে দেহ মন প্রফুল্ল হবে৷তারপরে আবার নতুন করে পিসিতে বসে পড়ুন এবং কেনো লস হলো আস্তে ধীরে তার নির্দিষ্ট কারণ খুজেঁ বের করেন৷এই লসের কারণ সম্পর্কে সতর্ক হয়ে পুনরায় ট্রেড শুরু করতে পারেন৷
-
লস হলে অামাদের অনেক গুণ অর্জন করতে হবে । নিম্নে সেগুলো দেওয়া হল :
(১) ডেমোতে বেশি বেশি প্রাকটিস করতে হবে ।
(২) লসের কারন খুজে বের করতে হবে ।
(৩) মানসিক চাপ নিবেন না ।
(৪) ধৈর্য্য ধারণ করতে হবে ।
(৫) লোভ কমাতে হবে ।
(৬) এ্যানালাইসিস করতে হবে ।
(৭) লিভারেজ কমাতে হবে ।
(৮) ঝুকি কম নিতে হবে ।
-
ফরেক্স এ আমার মতে লস হলে যা যা করণীয় তা হল, যেখান থেকে লস হয়েছে সেখান থেকে বার বার ভাল করে প্রাকটিস করা। আর খুব ভাল করে দেখে নেওয়া যে কী ভাবে এবং কী কারনে লস হল তা যাচাই করা। তাহলে হয়তো আমরা কিছু না কিছু কারন খুজে পেলে আমরা ফরেক্স এর লস গুলো থেকে এড়িয়ে যেতে পারব। আমি যা করি তা হল যেখান থেকে আমার লস হয়েছে তা আমি খুব ভাল করে যাচাই করে দেখি। এবং তা সমাধান করে আবার ফরেক্স করা শুরু করি।
-
আপনি যদি ফরেক্স মার্কেট এ ১% রিস্ক নিয়ে ট্রেড করেন তা হলে আপনার ২ টা থেকে ১ টা ট্রেড লস হলে আপনার কিছু মনে হবে না কারন আপনার খুব কম লস হবে আপনি যদি ফরেক্স মার্কেট এ বারবার লস করতে থাকেন তা হলে দেখেন আপনার ট্রেডিং সিস্টেম এ কোন জাইগাই বুঝতে ভুল করছেন নাকি তা যদি না হয় তারপর ও আপনার লস হতে থাকে তা হলে আপনি আগের চেয়ে কম লট এ ট্রেড করুন তা হলে আপনার লস কমে যাবে আরার যখন লাভ হয়া শুরু হবে তখন আপনি আবার বড় লট এ মানে ২ % রিস্ক নিয়ে ট্রেড করতে পারেন
-
লস হতেই পারে কারন এইটা একটি ব্যবসা। তাই আমারও লস হয় আর আমার যখন লস হয় ঠিক তখন মাথায় কোন কাজ করে না আবার ডিপোজিট দিয়ে শুরু করি তাতে করে প্রফিট হয় আবার সঙ্গে সঙেগ্ লস হয়ে যায় তাই আমি বলব আমার মতো কেউ ট্রেড করবেন না।
-
ফরেক্স ব্যবসায় লস হবে এটাই স্বাভাবিক ব্যাপার । কারন ফরেক্স ফাইনান্স ব্যবসা । তাই ফরেক্স ব্যবসায় লস ও লাভ থাকবে এটাই সত্য কথা । তবে আমি মনে করি লস হলে আমাদের হতাস না হয়ে আমাদের আমার ফরেক্স ব্যবসা ভাল করে শিখে ফরেক্স ব্যবসা করতে হবে । লস হলে ভেংগে পড়লে চলবে না ।
-
লস হলে ঠান্ডা মাথায় বসে ভাবা উচিত। কেন আমার লস হলো। লসে হওয়ার কারন খুজে বের করতে হবে। কারন লসের কারন যদি না বের করতে পারি তাহলে ফরেক্স এ আমরা কিছুই করতে পারব না। তাই লস হলে আমাদের বিষয়টি ভেবে চিনতে দেখতে হবে।
-
ফরেক্স একটা ব্যবসায় । এই ব্যবসায়ে টিকে থাকতে হলে লসকে বরণ করে নিতে হবে । যে কোন ব্যবসায়ের ন্যায়ে ফরেক্সেও লাভ লস আছে এবং সেটাকে স্বাভাবিকভাবেই মেনে নিতে হবে । ফরেক্সে ট্রেডিং এ টিকে থাকার জন্য লসকে মেনে নিতে হবে এবং নিজের কোন *ভুলের কারনে লস হয় সেটাকে আপনাকে সর্বদা সতর্ক থাকতে হবে । ফরেক্সে নিজেকে সর্বদা দক্ষতা ও অভিজ্ঞতাকে মূল্যায়ন করতে হবে ।
-
আমাদের একটা জিনিস খেয়াল রাখা উচিত যে আমরা যেন খুব বেশী লসে পরে না যাই। কারন আমরা যদি খুব বেশি লসে পরে যাই তাহলে আমরা সেই লস রিকভার করতে পারব না। আর যদি লস হয়ে যায় তাহলে আগে থেকে সেই ট্রেড রিকভার করে লোভ না করে আস্তে আস্তে ট্রেড চালিয়ে যাওয়া উচিত।
-
ফরেক্স র্মাকেট হল ব্যবসা যেখানে লাভ লস দুই আছে।লস হলে মন খারাপ করা চলবে না। যারা ব্যবসা করে তারা জানে ব্যবসার মধ্যে লস লাভ দুটোই আছে। তাই লস হলে দেখতে হবে আমার কি কারনে লস হল সেটা সংসধন করতে হবে।ট্রেড করার ক্ষেত্রে কনফিডেন্স অনেক জরুরি.কারণ এর মাধ্যমে trader রা সর্ঠিক দিসিসিওন নিয়ে ট্রেড করতে পারে.তাই ট্রেডিং এ ভুল গুলো সলভে করা উচিত.
-
ব্যবসা মানেই সেখানে লাভ ও লস থাকবেই তা না হলে তাকে ব্যাবসা বলে না। লস হলে হতাশ হলে চলঅবে না। ধৈয্য ধরে কাজ করতে হবে। লস হওয়ার পর কেন লস হল তার উপযুক্ত কারন খুজে বের করতে হবে। উপযুক্ত কারন খুজে বের করার পর সেইকান থেকে অভিজ্ঞতা নিতে হবে। তারপর আবার ট্রেড শুরু করতে হবে। ট্রেদ করার সময় অবশ্যই লোভকে সংযত করতে হবে।
-
ফরেক্স মার্কেট অত্যান্ত রিস্কি ব্যবসা। আপনাকে প্রতিটি মূহুর্ত লস এর কথা ভালভাবে চিন্তা করে কাজ করতে হবে। যদি কখনও লস হয়ে যায় আগে দেখতে লসের করান গুলো কি কেন আপনার লস হচ্ছে। সেগুলো সংশোধন করে কয়েকদিন ডেমো প্র্যাকটিস করে তারপর যখন আবার লাভ করা শুরু করবেন । তখন আবার রিয়েল একাউন্ট ট্রেড করা শুরু করবেন।
-
আমার মনে হয় ফরেক্স যেহেতু একটি আন্তর্জাতিক মানের ব্যবসা সেহেতু এখানে কোন না কোন কারণ বসত আপনি এই মার্কেট থেকে লস খেতে পারেন। তবে লস যে সব সময় খাবেন সেটা কখনও ঠিক না এখান থেকে লাভও ভাল অর্জন করতে পারবেন। তবে লস হলে আপনি সেটাকে ক্লোজ করে দেওয়াটা অতি উত্তম হবে বলে আমার মনে হয়। কারণ যতক্ষণ আপনি ঐ লস নিয়ে ট্রেড করবেন ততক্ষন আপনার কোন ট্রেডে মন বসবে না এমনকি আপনি ক্রমাগত ফরেক্স মার্কেটে প্রতিটি ট্রেডে লস খেতে পারেন। তাই আমি মনে করি প্রত্যেক ট্রেডারের উচিত লস কোন ট্রেডারকে বয়ে বহন করা উচিত না বরং সেটা ক্লোজ করে দেওয়াই সবচেয়ে উত্তম। এবং লস ক্লোজ করে পুনরায় আপনি নতুন আরেকটা ট্রেড ওপেন করে লস কভার করার চেষ্টা করুন।
-
লস হলে প্রথমে অারো ভালো করে শিখা দরকার। কোনভাবেই মনোবল হারানো ঠিকনা। যে কোন ব্যবসাতে লাভ লস থাকবেই। অতএব লেগে থাকলে একদিন না একদিন সফল হবে ইনসাল্লাহ। তবে ভালো করে শিখে ট্রেড করতে পারলে লাভ হওয়ার সম্ভাবনাই অনেক বেশি।
-
আসলে লাভ - লস নিয়েই ব্যবসা পরেক্স মার্কেটে ব্যবসা করতে হলে লসের মুোেোখ পরতে হবে তবে আপনাকে প্রথমে দেখতে হবে কেন আপনি লসে পরলেন এর কারন খুজে বের করতে হবে । লস করবেন এবং সেখান থেকে কিছু শিখবেন , এটাই হল ব্যবসার নিয়ম । কিন্ত আমাদের অভ্যাস হল লস করার পর যে কারণে লস করি সে কারণটা পুণরায় আবারো করি । এটাই লসে বড় কারন
-
আমরা যারা ফরেক্স মার্কেটের সাথে যুক্ত রয়েছি তারা অনেক সময় লসের সম্মুখিন হয়ে থাকি, তবে দেখা যায় আমরা অনেকে আছি ফরেক্স মার্কেটে লস হলে তা রিকোবারি করা জন্য আমরা অধিক লডে ট্রেড করে থাকি কিন্তু দেখা যায় অনকে সময় তা কাজে দেয় আবার অনেক সময় তা আরও বেশি লসের কারন হয়ে দাড়ায় । তাই আমাদের আগে খুজে বের করতে হবে লস হওয়ার মূল কারণ কি ।।।
-
ফরেক্স ব্যবসা করতে হলে লসকে মেনে নিতে হবে। কেননা আপনি যদি লস না মেনে নিতে পারেন তাহলে আপনি কখনোই ফরেক্স এ ভালো করতে পারবেন না। বলা যায় লস ফরেক্স ট্রেড এর একটিঅংশ। আমি নিজেও লস হলে স্বাভাবিক ভাবে নিয়ে আবার পুনরায় চেষ্টা করি ট্রেড করতে।
-
ব্যাবসায়ে লাভ বা লস একটা হবেই । আর লস হলে আপনার হতভম্ভ হয়ে পড়ার কোন কারন নেই । আপনাকে আরো পরিশ্রম করে ট্রেড করতে হবে। আর ট্রেড করতে হবে ভেবে চিন্তে। ট্রেড সম্পর্কে নিজের দক্ষতা বাড়াতে হবে। পশাপাশি ফরেক্স এ সময় বেশি করে দিতে হবে।
-
Quoteপ্রকৃত পোস্টকারী View Post
আমরা সবাই কম বেশি লস করে থাকি। আমি যখন কোন ট্রেডে লস খাই, তখন আমি আমার রিয়েল ট্রেড বন্ধ রাখি। ডেমোতে ফিরে যাই। এবং আমার লস হওয়ার কারন অনুসন্ধান করতে থাকি। যতক্ষন পর্যন্ত আমি আমার লসের কারন বের করতে না পারি, ততক্ষন আমি উক্ত লসের কারন খুজতে থাকি। লসের কারন খুজে বের করে তা সংশোধন করার চেষ্টা করি। আবার যখন আমি ডেমোতে সফল হই। তখন আবার রিয়েলে ফিরে আসি।
নিঃসন্দেহে ভাল একটা উদ্যোগ বলে আমি মনে করি। লসের কারন যদি খুজে বের করতে পারি তাহলে ভবিশ্যতে আর সমস্যা হওয়ার আশঙ্কা থাকবেনা। লসের কারন খুজে বের করে আমি যদি সেই ভুল টাকে সংশোধন করে নিতে পারি তাহলে ভবিশ্যতে অনেক শমস্যা আর লস কাটিয়ে উঠতে পারব। এবং দিন দিন প্রফিট এর মাত্রা বাড়তে থাকবে আর একজন সফল ট্রেডার হিসেবে নিজের পরিচয় হবে।
-
যখন আপনার ফরেক্স মার্কেটে লস হবে তখন আপনি অবশ্যই ঠান্ডা মাথায় কাজ করার চিন্তা করবেন কোনভাবেই মাথা গরম করা যাবে না আর যদি মাথা ক্রমানয়ে গরম করেন তাহলে আপনি আরোও বেশি লস খেতে পারেন। বরং লস হলে মাথা ঠান্ডা করে আপনার লসকৃত ট্রেডটি ক্লোজ করার চিন্তা করেন। এবং পরবর্তীতে আপনি আরোও একটা নতুন ট্রেড ওপেন করুন যাতে সেটাতে কিভাবে আপনার লসকৃত ট্রেডের ক্ষতিটা পুষিয়ে নেওয়া যায় নতুন ওপেনকৃত ট্রেড হতে।
-
লস হলে মেনে নিতে হবে কোন উপায় নেই । তবে করণীয় অনেক কিছু রয়েছে । এক্ষেত্রে আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব হল ফ্রেস মাথায় ঠান্ডা ভাবে ভুলগুলো চিহ্নিত করা, আমার এনাল্যাইসিসে কোনরকম ঘাটতি আছে কিনা, সঠিক পজিশনে সঠিক জায়গায় ট্রেডগুলো নেওয়া হচ্ছে কিনা সেটা মেলানো এগুলোই এখানে আমাদের প্রধান করনীয় কাজ ।
-
ভাই লস হলে কিছুই করার নেই, আর কি করবেন বলেন ? লস তো হয়েই গেল। তাই যা কিছু করার অাগেই করতে হবে আপনাকে। তাই এই লসটাকে মেনে নিয়ে সর্তকতা অবলম্বন করে ট্রেড করতে হবে। এটাই হবে আপনার আসল করনীয় কাজ। সুতরাং আপনি আপনার টোটাল ব্যালেন্সের উপরে এমনভাবে মানি ম্যানেজম্যান্ট করবেন, যেন মাসে ১০ টা ট্রেডের মধ্যে অন্তত ৪ টা তে যদি প্রফিটে থাকেন, তাহলে আপনার সব লসগুলো যেন কাভার হয়, এবং এভারেজে আপনি যেন প্রফিটে থাকেন।
-
লস হলে মন খারাপ না করে কিভাবে লসটাকে রিকোভারি করা যায় সে বিষয়ে নজর দেয়া উচিত।কারন লস হওয়াটা স্বাভাবিক আর এই লসটাকে রিকোভারি করতে পারলেই সফলতা লাভ করা সম্ভব।
-
ফরেক্স একটি ব্যবসা । সুতরাং এখানে লস হতেই পারে । লস হলে দিশেহারা হয়ে পড়লে হবেনা । লস হলে আপনি
* ধৈয্য ধারণ করুন ।
* কি কারনে লস হলো তা লিখে রাখুন এবং তা সম্পকে জ্ঞান অজন করুন ।
* আবার মাথা ঠান্ডা রেখে ট্রেড করুন ।
-
লস হলে আপনাকে বুঝে নিতে হবে যে, আপনার ব্যবসার ধরনে কোন সমস্যা আছে। মানে আপনি যেভাবে ব্যবসা করছেন তা ঠিকভাবে করা হচ্ছে না। আপনাকে ব্যবসার ধরন পরিবর্তন করতে হবে। কার জন্য ডেমো ট্রেড কর দেখেতে পারেন। তার পরে ডেমোতে যখন দেখবেন যে লাভ হচ্ছে, তখন আবার রিয়েল ট্রেড শুরু করতে পারনে।
-
ফরেক্স ব্যবসায় লস অন্য ব্যবসার চেয়ে একটু বেশি হয়ে থাকে এবং এটা এক কথায় স্বিকার করতে হবে । ফরেক্স ব্যবসায় লস করা মানেই যে সব কিছু শেষ তা কিন্ত নয় । কারণ কয়েকটা লস আপনার প্রফেশনাল স্কিলকে নির্ধারণ করতে পারেনা । লস করবেন এবং সেখান থেকে কিছু শিখবেন , এটাই হল ব্যবসার নিয়ম । কিন্ত আমাদের অভ্যস হল লস করার পর যে কারণে লস করি সে কারণটা পুণরায় আবারো করি । অর্থ্যাৎ ভুল থেকে শিক্ষা নিতে পারিনা । তাই ফরেক্সে লস করলে সেটা ভুলে যান ,এবং ভুল থেকে শিক্কা নিয়ে সামনে এগিয়ে চলুন।
-
লস ব্যবসায়ের একটি গুন প্রত্যেক বিজনেসে লাভলস থাকে।ফরেক্স মার্কেট লস রিকোভার করাটাই হলো অনেক বড় গুন।আমার যখন ফরেক্স মার্কেট লস হয় তখন আমি খুজেদেখি আমার কেন লস হল এবং ভুল সংসদন করার চেস্টা করি।ডেমোতে বেশিবেশি প্রাকটিস করি।কয়দিন রিয়েল ট্রেড করা থেকে বিরত থাকি।
-
লস হওয়ার আসলে অনেক কারন থাকতে পারে। তার মধ্যে লোভ অন্যতম। আবার আমরা বেশি লাভের আশায় বড় লট ব্যবহার করে ট্রেড করে অনেক সময় বড় ধরনের লস করে থাকি। মানি মেনেজম্যান্ট না মেনে ট্রেড করলেও আমরা লস করতে পারি। তবে লস হলে সেটি কেন হলো তা খুজে বের করা দরকার। তাহলেই আমরা লস এড়াতে পারি।
-
লস ব্যবসায়ের একটি গুন প্রত্যেক বিজনেসে লাভলস থাকে।ফরেক্স মার্কেট লস রিকোভার করাটাই হলো অনেক বড় গুন।আমার যখন ফরেক্স মার্কেট লস হয় তখন আমি খুজেদেখি আমার কেন লস হল এবং ভুল সংসদন করার চেস্টা করি।ডেমোতে বেশিবেশি প্রাকটিস করি।কয়দিন রিয়েল ট্রেড করা থেকে বিরত থাকি।
-
ফরেক্সে লস হলে আগে প্রয়োজন হবে ধর্য্য এবং মানি ম্যানেজমেন্টের লক্ষ করা, আমরা যদি লক্ষ করি ফরেক্স ট্রেডারদের বিশয় শতকরা ৯৯% ট্রেডাররা ফরেক্স লস খায় ছো লস হইলে নিজেকে কন্ট্রোল রেখে পূনুরায় দরকার পড়লে ডেমো দিয়ে ট্রেড করে ট্রেড করার ভুল গুলা সংসদ্ধোন করার চেষ্টা করুন।
-
আমরা অনেকে আছি ফরেক্স মার্কেটে লস হ্যেল তা রিকোবারি করা জন্য আমরা অধিক লডে ট্রেড করে থাকি কিন্তু দেখা যায় অনকে সময় তা কাজের হয় আবার অনেক সময় তা আর বেশি লসের কারন হয়ে দাড়ায় । তাই লস হলে যে ট্রেড দেওয়া যাবে না তা নয় .... আগে দেখতে হবে কি কারনে আপনার লস হচ্ছে তা যদি আপনি বের করতে পারেন তাহলে ভাল ফল পাওয়া যাবে ।
-
আপনার লস হয়ে গেলে কি কারনে ফরেক্স আপনার লস হয়েছে সেই কারন খুজে বের করবেন। আর হিসাব অনুজায়ী আপনার লস ট্রেড গুলি ক্লোজ করে দিবেন। তার পর মার্কেট এনালাইসিস করে টেকনিক্যাল, ফান্ডামেন্টাল, আর সেন্টমেন্টাল এনালাইসিস মিলিয়ে নিশ্চিত হয়ে আবার নতুন করে ট্রেড নিবেন আর আস্তে আস্তে রিকভারি করার চেস্টা করবেন।
-
আপনার পদ্ধতিটা ভালো। লস হলে আমাদের উচিত কি ভুলে লস করলাম সেটা খুজে বের করা। চেষ্টা করা উচিত লস রিকভারের। একই ভুল যাতে আবার না হয় সেটা দেখা। আর সর্বোপরি নিজের মানসিকতা ঠান্ডা রাখতে হবে।
-
ফরেক্স ব্যবসায় লস অন্য ব্যবসার চেয়ে একটু বেশি হয়ে থাকে এবং এটা এক কথায় স্বিকার করতে হবে। ফরেক্স ব্যবসায় লস করা মানেই যে সব কিছু শেষ তা কিন্ত নয়। কারণ কয়েকটা লস আপনার প্রফেশনাল স্কিলকে নির্ধারণ করতে পারেনা। লস করবেন এবং সেখান থেকে কিছু শিখবেন,এটাই হল ব্যবসার নিয়ম.
-
ফরেক্স এ লস হলে যা করনীয় : লোভ এড়াতে হবে। কারন ফরেক্স এ লসের প্রধান কারন হল লোভ, লস হওয়ার সাথে সাথে হাল ছেড়ে দেওয়া যাবে না, বেশী বেশী করে ডেমো প্রাকটিস করে ফরেক্স এ ট্রেড করতে হবে।
-
ব্যাবসা করতে গেলে লাভ লস থাকবেই এটাই স্বভাবিক ব্যাপার। তাই বলে কেউ কিন্তু ব্যাবসা গুটিয়ে দেয় না। লস করে শিক্ষা নিয়ে আবার নতুন উদ্যোগ নিয়ে ভালো কিছু করা যায় এটা অনেক দেখা যায়। আর ফরেক্স ট্রেডিং এ লস রিকোভার করতে পারা একটি বরো গুন বলে আমি মনে করি। যে লসকে কাটিয়ে উঠতে সক্ষম হয় সেই ভালোই করে। আর মানু ভুল থেকেই বেশি শিক্ষা নেয়। ধন্যবাদ
-
আমি মনে করি ফরেক্সে লস হওয়ার অন্যতম কারণ হল ফরেক্স সম্পর্কে পর্যাপ্ত পরিমান জ্ঞানের অভাব। তাই আমি লস হলে এটাকে শিক্ষা হিসেবে গ্রহন করি। এতে আমাদের কোথাও ভুল আছে কিনা সেটা সংশোধন করার সুযোগ পাই। লস হলে বেশি উত্তেজিত হওয়াটা ঠিক না। কারন উত্তেজিত হয়ে কাজ করতে গেলে ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তাই এই ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে কাজ চালিয়ে যাওয়া উচিত। প্রয়োজন হলে রিয়েল ট্রেড বন্ধ রেখে ডেমোতে ফিরে যাওয়া উচিৎ। যতদিন না আপনি এক্সপার্ট হচ্ছেন ততোদিন ডেমো ট্রেডিং চালিয়ে যাওয়া উচিৎ বলে আমি মনে করি।