-
জীবনে চলার পথে আপনাকে আপনার লক্ষ ঠিক রাখতে হবে। কোন কাজে হাত দেয়ার আগেই আপনাকে আপনার লক্ষ নির্ধারন করতে হবে আগে। লক্ষবিহীন জীবন আর মাঝিহীন নৌকা একই কথা। দুটোই এক সময় সময়ের স্রোতে হারিয়ে যায়। তাই ফরেক্স এ ও আপনাকে একটি নির্দিষ্ট টার্গেট নির্ধারন করে নিতে হবে। আমার প্রথম টার্গেট হল সফল ফরেক্স ট্রেডার হওয়া।
-
ফরেক্স মার্কেট থেকে আয় করার জন্য প্রতিদিন একটি টার্গেট থাকে যে ফরেক্স মার্কেট থেকে আমি প্রতিদিন ২০ থেকে ৩০ ডলার আয় করতে চাই কারন ফরেক্স করে আয় করা জায় ভাল প্রতিদিন ২০ থেকে ৩০ ডলার আয় করা জায় তবে ফরেক্স সম্পরকে ভাল জ্ঞান অর্জন করা দরকার তাহলে ফরেক্স মার্কেট থেকে আয় করা যাবে ।
-
আমি একজন নিউ ট্রেডার হিসেবে আসলে একনও কোন টারগেট করিনি।তবে ইচ্ছা আছে ৫০০ ডলার দিয়ে প্রতিদিন ১৫ডলার আয় করা,আপনারা যারা ট্রেড করেন আমি কি সত্যি ১৫ ডলার আয় করতে পারব?নাকি কোন সমসস্যা হবে যদি কোন সমসস্যা হয় একটু জানাবেন যেন আমি লস করে ফরেক্স থেকে ছিটকে না পরি।
-
ফরেক্স মার্কেতে কেউ কখনো টার্গেট করা আয় করতে পারে না।তবে আপনি যদি একজন ভাল ট্রেডার হতে পারেন তাহলে আপনি মাসে প্রচুর আয় করতে পারবেন।ফরেক্স মার্কেটে একজন দক্ষ ট্রেডার হতে গেলে আপনাকে মার্কেটে সময় দেওয়া লাগবে মার্কেট নিয়ে আপুনাকে অনেক লেখাপড়া করা লাগবে।
-
ফরেক্স মার্কেট এ প্রতিদিন আামার টার্গেট হল যে আমি প্রতিদিন ফরেক্স থেকে ৫ ডলার আয় করতে চাই। ফরেক্স মার্কেট এ যদি প্রতিদিন কমপক্ষে ২০ পিপস করে উঠানামা করে তাহলে আামার টার্গেট মত করে ট্টেড করে ৫ ডলার আয় করতে পারি তা আমি চেষ্টা করছি।
-
আমি ফরেক্স কিছু দিন যবত করছি তবে আমার টাড়গেট অনেক কম আমি মনে করি আমার ৫ থেকে ৬ ডলার হলে আমি খুশি| ফরেক্স আমার জানা মতে বেশি লোভ ভাল না তাই আমি অল্পতে খুশি থাকতে চাই | ফরেক্স আমি যদি এভাবে থাকতে পারি তবে আমি ফরেক্স থেকে আয় করতে পারব |
-
ফরেক্স কে আমরা আমাদের কর্মসংস্থান হিসেবে ধরে নিতে পারি।কেননা ফরেক্স মার্কেটে ট্রেড করে অনেক ট্রেডাররাই আয় করছেন।ফরেক্স সম্পর্কে ভালোভাবে বুঝে ও জেনে দক্ষ হয়ে যদি ট্রেড করা হয় তাহলে ভালো ফলাফল পাওয়া যায়।অনেক বেকার ও ছাত্র ছাত্রী ফরেক্স এর মাধ্যমে নিজেদের কে সাবলম্বী করেছে।ছাত্র ছাত্রীরা তাদের পড়ালেখার পাশাপাশী ঘরে বসে ফরেক্স থেকে আয় করতে পারছে আর বেকাররাও পেয়ছে তাদের কাজ।তাই ফরেক্স কে কর্মসংস্থান হিসেবে ধরে নেওয়া যায়।এছাড়াও ফরেক্স এ জানার অনেক কিছু রয়েছে আর ফরেক্স এ বুঝে কাজ করতে পারলে ভবিষ্যৎ অবশ্যই উজ্জল হবে বলে আমি মনে করি।
-
আমি বলবো ফরেক্স মার্কেট ভাল টাকা আয় করতে হলে একটি টার্গেট নির্ধারণ করা উচিৎ। আপনে ফরেক্স মার্কেট প্রতিদিন কত পিপস কালেকশন করবেন সেটা নির্ভর করবে।আপনার দক্ষতার উপর।তবে আমার টার্গেট আগে ফরেক্স ব্যবসা ভাল করে শিখা।তারপর রিয়েল ট্রেড করে প্রতিদিন ১০-২০ ডলার আয় করা।
-
একজন ভাল সফল ট্রেডারের একটা ট্রেডিং প্লান থাকে । আর সেই প্লানের আলোকেই সেই এগিয়ে যাওয়ার চেষ্টা করে । ফরেক্সে সফলতা লাভ করতে চাইলে নিদ্দিষ্ট টার্গেট রেখে এগিয়ে যেতে হবে । আর ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেডিং করি তারা জানি যে এই মার্কেটে ট্রেডিং করে লাভবান হওয়ার জন্য আমাদেরকে অনেক বেশি পরিমাণে পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যেতে হবে ।
-
ভাই আমি একজন নতুন ট্রেডার এবং বর্তমানে ডেমু দিয়ে প্র্যাকটিস করতেছি প্রথম ২ মাস আমি কোন প্রফিট করতে পারিনি এখন টার্গেট করি প্রতিদিন কম করে হলে ও ১ পিপ্স প্রফিট করতে হবে এবং মোটা মোটি সফল ও হচি এখন গড়ে ১০ পিপ্স প্রফিট করতে পারি
-
প্রতিদিন আমাদের টার্গেট হল ২০ ডলার আয় করা । আমরা সব সময় এই ব্যবসা করার জন্য ধৈর্য্য ধারণ করে এই ব্যবসা করার চেষ্টা করব তাহলেই আমরা সফলকাম হতে পারব । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য ডেমো ট্রেড বেশী বেশী করে করব তাহলে আমরা লাভবান হতে পারব । অতএব আপনারাও এই ব্যবসা করার জন্য প্রতিদিন ধৈর্য্য ধারণ করে এই ব্যবসা করার জন্য ফোরামে পোষ্ট দিব ।
-
ফরেক্স মার্কেট যার যার মত করে চয়েজ করে ট্টেড এর টার্গেট করে থাকে । আমার কাছে আমার টার্গেট হল আমি প্রতিদিন 2-3 ডলার আয় করা। ফরেক্স এর অনেকটাই মুভিং করে এবং অনেক পিপস উঠানামা করে থাকে । তাই আমার টার্গেট যে আমি সঠিক ট্টেড করে ফরেক্স মার্কেট এ 2-3 ডলার আয় করব।
-
আমি মনে করি ফরেক্স মার্কেটে যত অভিজ্ঞতা অর্জন করুক না কেন প্রতিদিন আয় করা যাবেনা। যারা ফরেক্স মার্কেটে সফলতার সাথে ট্র্রেড করে তারা সুযোগ বুজে ট্রেড করে। তাই আমাদের কে বেশি ট্রেড না করে কম ট্রেড বেশি লাভ করা যায় আর সেটা আমাদের কে অনুসরন করতে হবে।
-
ভাই আপনি অনেক সুন্দর প্রশ্ন করেছেন ভাই আমি ফরেক্স করছি কিছুদিন জাবত তাই আমার টারগেট ৫ ঠেকে ১০ এড় মধ্যে আছে আমি মনে করি ফরেক্স যে বেশি লোভ করবে যে ফরেক্স থেকে আয় করতে পারবে না তাই আমি এতে অনেক খুশি | আমি ফরেক্স করছি ফরেক্স থেকে আয় করব বলে ফরেক্স থেকে আয় করতে চায় অনেক দিন ধরে |
-
ভাঈ আমাড় ফোড়েক্স মাকেট থেকে আয় করব ফরেক্স মাকেট থেকে আয় করতে চাই প্রতিদিন ৫ থেকে ৭ ডলার | যখন আমি দেখি আমার টাগেট পুরন হয়ে গেছে আমি তখন ট্রেডিং অফফ করে রাখি | আমার অভিগতা থেকে বলতে পারি ফরেক্স মাকেটে যে বেশি লোভ করবে সে লস করবে আমিও অনেক লস করছি তাই ফরেক্স মাকেট থেকে বেশি লাভের আশা করি না |
-
আপনি ঠিক কথা বলেছেন ফরেক্স মার্কেটে আমাদের আয় একটা টার্গেট থাকা উচিত।কারন লক্ষ না থাকলে কোন কাজে সফল হওয়া যাই না।কিন্তু ফরেক্স মার্কেট এ যদি আপনার হিসাবে একটা ভুল হয়ে যাই তাহলে আপনার লক্ষে পৌছাতে খুব কস্ট হবে।তাই আমাদের মার্কেটে দক্ষ হওয়া উচিত।
-
আমার মনে হয় লক্ষ্য প্রতিটা জিনিসের জন্যই প্রয়োজন, তা নাহলে লক্ষ্যে পোছানো কষ্ট সাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। তার জন্য সবার আগে লক্ষ্যকে স্থির করতে হবে। ফরেক্স একটা জনপ্রিয় ব্যাবসা তাই এখানে লক্ষ্য ঠিক না রেখে সাফল্য অজন করা সম্ভব না। ফরেক্স করতে হলে চোখ কান খোলা রেখে ট্রেড করতে হবে এবং মাথাকে ঠাণ্ডা করে কাজ করতে হবে। তাইলে সাফল্য লাভ করা সহজ হবে।
-
কোনো কাজে ভালো ফলাফল পেতে হলে আগে টার্গেট করতে হয় । আমিও ফরেক্স এর ফোরাম পোষ্টে কাজ করি এবং আমার প্রতিদিনের টার্গেট ৫ ডলার । প্রতিদিন যদি আমি ৫ ডলার করে আয় করতে পারি তাহলে মাস শেষে ১০০-১১০ ডলার অর্জন করতে পারবো বলে মনে করি।তারপর এতা রিয়েল ট্রেড এ নিয়ে প্রতিদিন ৫-৬ পিপস লাভ করতে চাই।
-
ফরেক্স ট্রেডিং এ আমার প্রতিদিন টার্গেট হল ২৫-৩০ পয়েন্ট লাভ করা । কেননা ফরেক্স ট্রেডিং একটি অভিজ্ঞতা এবং দক্ষতার ট্রেড । এখানে লোভ করা যাবে না । কেউ লোভ করে বেশী লটে ট্রেড করলে বড় লসে পড়ার সম্ভবনা থাকে ।তাই নিজেকে দক্ষ করতে মার্কেট এনালাইসিস করে ট্রেড করি এবং ২৫-৩০ পিপস লাভ করতে পারলোই যথেষ্ট মনে করি ।
-
আমি মনে করি ফরেক্স মার্কেটে প্রতিদিন ফিক্সড কোন টার্গেট করা যাবে না,আপ্নে যদি প্রতিদিন ১০ ডলার প্রফিট করার টার্গেট করেন, তাহলে সেটা ভুল হবে, মনে করেন আজকে আপনে টার্গেট করলেন ১০ ডলার প্রফিট করতেই হবে, তখন দেখা গেলো মার্কেট এমন একটা পজিসনে আছে আপনার ট্রেড নিয়ার কোন ইস্কব পাচ্ছেন না, কিন্তু এদিকে আপনার টার্গেট থো পুরন করতে হবেয়, তখন আপনে করলেন কি হুট করে ১ টা ট্রেড নিলেন মার্কেট না বুঝে, এতে আপনার লস টা হওয়ার সম্ভব বেশী থাকল, তাহলে এটা কি হল, সুতরাং ফিক্সড কোন টার্গেট করা যাবে না।
-
ভাই ফরেক্স মাকেটে আমাড় প্রতিদিন টার্গেট ৫ থেকে ৭ ডলার আমি ফরেক্স থেকে বেশি আশা করি না আমি মনে করি ফরেক্স থেকে বেশি আয় করার মত যগ্যতা আমি অজন করতে পারি নাই তাই অল্পতে খুশি থাকি | ফরেক্স থেকে এক সময় দক্ষতা অজন করে বেশি বেশি আয় করব |
-
আমি ফরেক্স মার্কেটে নতুন তাই আমি এখন আয়ের আশা করিনা।শুধু মাত্র এই টেন্ডেন্সি মাথাই রাখি যে আমার একাউণ্ট যেন ০ না হই।তাই মানি ম্যানেজম্যান্ট মেনে ট্রেড করি।আর খুব কম রিস্ক নিই।কোন ট্রেডে লস করলে আমি লসের কারন খুজি।
-
টার্গেট ছাড়া সফলতা আসে না ঠিকি কিন্ত ফরেক্স মারকেতে টার্গেট টা একটু অন্য রকম হয়া উচিত । আমার প্রতি দিনের কোন নিদ্রিস্ট টার্গেট নাই , যে আমাকে আজ ১০ ডলার প্রফিট করতেই হবে । তা না হলে সবকিছু তস নস করে ফেল্বো। আমাকে করতেই হবে এমনটা নই ।
-
জীবনে কোন নির্দিষ্ট লক্ষে পৌছতে চাইলে প্রতিনিয়ত একটা টার্গেট ফলো করা চাই। যদি আপনি নির্দিষ্ট গন্তব্যে পৌছতে চান তাহলে গন্তব্যে পৌছার জন্য নিদিষ্ট রাস্তা দিয়েই হাটতে হবে অার এই নিদিষ্ট গন্তব্যে হল ফরেক্স এ টার্গেট। তাই টার্গেট ঠিক করে কঠর পরিশ্রম করে যান দেখবেন অাপনি একদিন সফল।
-
ভাই লক্ষ ছাড়া লক্ষে প্রোওছানো যায়না এটা ঠিক কিন্তু লক্ষটা কেমন হওয়া উচিত সেটাও হিসাব করা উচিত। ফরেক্স আপনার লক্ষ হবে এক সময় আপনি সফল ট্রেডার হবেন। আপনি যদি এখানে প্রতিদিন কত প্রফিট করবেন এটার নিধারন করেন তবে হবেনা । সব ট্রেড আপনার পক্ষে নাও আসতে পারে আবার প্রতিটি ট্রেডে আপনার প্রত্যাষিত পিপ মুভমেন্ট নাও করতে পারে তাই আপনি প্রতিদিনের টার্গেড র্পূণ করতে পারবেন না । লক্ষ নির্ধারন করতে হবে নিজের অভিজ্ঞতা দক্ষতা ডিপোজিট এর ভিত্তিতে দ্রিঘ্য মেয়াদী।
-
ভাই ফরেক্স মাকেট আমি কিছু দিন ধরে করছি ফরেক্স থেকে আয় করার আগে আমি মনে করি আপনার বা আমার টাগেট থাকা উচিত | ফরেক্স মাকেট আমার টাগেট পড়োটীডীণ আমী ফোড়েক্স থেকে ১০ থেকে ১২ ডলার আয় করব |
-
প্রতিদিন আমার টার্গেট ৫০ থেকে ৬০ ডলার । এ্ই টার্গেটের জন্য আজ এত লসে পড়েছি । আজ আমার লোভের কারণে আমি সফলকাম হতে পারিনি । সুতরাং আমরা টার্গেট সব সময় কম ধরব তাহল্ আমরা লসে কম পড়ব । আমরা ধৈর্য্যের সহিত এই ব্যবসা করার চেষ্টা করব তাহলেই আমরা লসে পড়ব না । আর তার সাথে সাথে টার্গেটটিও কম রাখতে হবে তাহলেই এ্যাকাউন্ট হারাতে হবে না ।
-
আমি প্রতিদিন ফরেক্স মার্কেট এর চার্ট দেখে ভাল করে শিন্ধান্ত নিয়ে আমি প্রতিদিন টার্গেট করে ট্টেড করি। কখানো ২০ পিপস, কখনো ৫০ পিপস আবার কখনো ৩০ পিপস বা তার ও বেশী টার্গেট করে ফরেক্স এ ট্টেড করি। তবুও আমার প্রতিদিন এ মোটামাটি ২০ এর মত করে টার্গেট করে ট্টেড করি।
-
সব কিছু টারগেট অনুযায়ি করতে হয়, টার্গেট ছাড়া জিবনে কনো কিছু সফল ভাবে করা যায় না জীবনে চলার পথে সব সময় টার্গেট নিয়ে চলতে হয়। আর ফরেক্স এ আপনার টার্গেট নির্ভর করে আপনার মুলধন এর উওপর। আপনার ম্নুলধন বেশি হলে টের্গেট বেশি হবে আর মুলধন কম হলে টার্গেট কম হবে।
-
আমার টার্গেট প্রতি দিন 10$ । কিন্তু আমার ব্যালান্স অনেক কম তাই সেই টার্গেট পুরন করা সম্ভব না । তবে বর্তমানে 2 $ প্রতি দিন এর টার্গেট রয়েছে । ব্যালেন্স বাড়লে টার্গেট বাড়বে।
-
আমরা জানি লক্ষ্য প্রতিটা জিনিসের জন্যই প্রয়োজন, তা নাহলে লক্ষ্যে পোছানো কষ্ট সাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। তার জন্য সবার আগে লক্ষ্যকে স্থির করতে হবে। ফরেক্স একটা জনপ্রিয় ব্যাবসা তাই এখানে লক্ষ্য ঠিক না রেখে সাফল্য অজন করা সম্ভব না। ফরেক্স করতে হলে চোখ কান খোলা রেখে ট্রেড করতে হবে এবং মাথাকে ঠাণ্ডা করে কাজ করতে হবে। তাইলে সাফল্য লাভ করা সহজ হবে।
-
আমি মনে করি লক্ষ্য প্রতিটা জিনিসের জন্যই প্রয়োজন, তা নাহলে লক্ষ্যে পোছানো কষ্ট সাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। তার জন্য সবার আগে লক্ষ্যকে স্থির করতে হবে। ফরেক্স একটা জনপ্রিয় ব্যাবসা তাই এখানে লক্ষ্য ঠিক না রেখে সাফল্য অজন করা সম্ভব না। ফরেক্স করতে হলে চোখ কান খোলা রেখে ট্রেড করতে হবে এবং মাথাকে ঠাণ্ডা করে কাজ করতে হবে। তাইলে সাফল্য লাভ করা সহজ হবে।
-
প্রতিদিন কত আয় করবো তার একটা টাগেট ঠিক করে রাখতে পারলে খুব ভাল হয়। প্রত্যেক দিন কমপক্ষে 50-60 পিপস টার্গেট থাকা উচিৎ। প্রত্যেক দিন নির্দিষ্ট কিছু সংখ্যক পিপস আয় করলে মাস শেষে বেশ ভাল একটা এমাউন্ট হয়ে যাবে। এই মার্কেট থেকে অনেক অভিজ্ঞ ট্রেডাররা প্রতিদিন অনেক ইনকাম করে । আপনিও পারবেন শুধু মাত্র ধৈর্য এবং ফরেক্স সম্পর্কে সঠিক জ্ঞান এবং সে অনুযায়ি কাজ করা।
-
আমি প্রতিদিন টার্গেট করে ট্টেড করি। কখানো ২০ পিপস, কখনো ৫০ পিপস আবার কখনো ৩০ পিপস বা তার ও বেশী টার্গেট করে ফরেক্স এ ট্টেড করি। তবুও আমার প্রতিদিন এ মোটামাটি ২০ এর মত করে টার্গেট করে ট্টেড করি। এই মার্কেট থেকে অনেক অভিজ্ঞ ট্রেডাররা প্রতিদিন অনেক ইনকাম করে । তবে এই মার্কেট থেকে টার্গেট নিয়ে ইনকাম করা কিছুটা কঠিন তবে সে জন্য আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে ।
-
ফরেক্স মার্কেট এ কত টার্গেট করাটা অনেকটা কঠিন ব্যাপার। ফরেক্স মার্কেট এ কত সময়ে কত পিপস উঠবে নাকি নামবে তা ধারনা করা যায় না। তবে আমার প্রতিদিন আমি ২ থেকে ৩টা পেয়ারে আমি আমি টার্গেট করে ট্টেড করি এবং ফরেক্স এ ট্টেড করি। আমি প্রতিদিন অন্তত ২০ পিপস টার্গেট করে ট্টেড করি।
-
ফরেক্স প্রতিদিন আপনি কত ডলাল আয় করবেন তা সম্পুর্ণ নিজের উপর নির্ভর করে। কেও ১০০০ টাকা করছে আবার কেও লাখ টাকা ইনকাম করছে। আর এই সব কিছু নির্ভর করছে আপনা ১. ইনভেস্ট, ২. অভিজ্ঞতা,৩. সময় দান । এই সব বিষয়ের উপর । হয়ত অনেকে লাভের পরিবর্তে লুজার হচ্ছে। একথায় ইনকামের নির্দিষ্ট কোন সীমা নাই।
-
প্রত্যেকটা কাজেই টার্গেট থাকা ভালো । ফরেক্স মার্কেটেও টার্গেট থাকলে আপনি টার্গেট পর্যন্ত পৌঁছতে না পারলেও টার্গেটের কাছে থাকবে । তবে মার্কেট বুঝে ট্রেড করতে হবে । নাহলে লস হবে ।
-
ভাই আমি ফরেক্স মাকেটে থেকে প্রতিদিন আয় করতে চাই ১০ থেকে ১৫ ডলার এর বেশি চাই না | ফরেক্স মাকেটে বেশি লোভ করলে ফরেক্স থেকে লস করতে হবে তাই আমি এতে খুশি | ফরেক্স থেকে আয় করতে হবে আমাকে ১০ থেকে ১৫ ডলার আশা করি আমি আয় করতে পারব |
-
আমার প্রতিদিনের টার্গেট ভিন্ন ধরনের হয়ে থাকে। আমার প্রতিদিনের টার্গেট অনুযায়ী হল আমি প্রতিদিন ১০ থেকে ২০ পিপস। আমি যদি টাইম অনুযায়ী টার্গেট করে থাকি তাহলে আমার অনেকটা সাফলতা পাই।
-
আসলে একাউন্ট জিরো করার আসল কারণ হল ওভার ট্রেডিং/ বড় লটে ট্রেড এবং মানি ম্যানেজমেন্ট ফলো না করা। তাই যারা চান একাউন্ট জিরো করবেন না তাদের উচিত হবে প্রপার মানি ম্যানেজমেন্ট ফলো করুন। সেদিন কোন এক ট্রেডারের একাউন্ট হিস্টোরী দেখে মাথা চক্কর দিয়ে উঠল। তার একাউন্ট ব্যালান্স হল ২০০+ ডলার কিন্তু এক সাথে রানিং আছে গোটা চারেক পজিশন হল একটা ইউরোডলার ট্রেড দেখলাম ৫.০০ লটে। মনে মনে ভাবলাম এরা পারেও বটে।