এক এক ব্রোকারের সুবিধা এক এক রকম। আমি ইনস্টা ফরেক্স ব্রোকারে অনেকদিন ধরে ট্রেড করছি। এটা এশিয়ার সবচেয়ে ভাল ব্রোকার এবং এর বিশ্বস্থতা অনেক বেশি। এখানে অল্প ব্যালেন্স নিয়েও ট্রেডিং করার সুযোগ আছে। তাছড়া বাংলা ফোরাম থাকায় আমরা বাংলাতে ফোরামে পোস্ট করার সুযোগ পাই। তাছাড়া কিছু কিছু ব্রোকারে রিয়েল ডলার ডিপোজিট করে তারপর ট্রেড করতে হয়। কিন্তু ইন্সটা ফরেক্সে ফোরামে পোস্টের বিনিময়ে প্রাপ্ত বোনাসের ডলার দিয়ে ট্রেড করার সুযোগ আছে।